Class XI History 2nd Semester Suggestion : 6th Chapter

by - November 07, 2024

Class XI History 2nd Semester Suggestion : 6th Chapter 

একাদশ শ্রেণী : 2nd Semester ইতিহাস : ষষ্ঠ অধ্যায় : দিগন্তের প্রসার।  




নম্বর বিভাজন :- 

৩ মার্ক = ১ টি প্রশ্ন। 
৪ মার্ক = ১ টি প্রশ্ন। 
৮ মার্ক = ১ টি প্রশ্ন। 

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী : ৮ মার্ক। 

১. ইউরোপের কৃষি বিপ্লবের পটভূমি। 
২. ইউরোপের কৃষি বিপ্লবের ফলাফল। 
৩. ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি। 
৪. পঞ্চদশ শতকে ইউরোপীয় দেশগুলি সমুদ্র অভিযানে অংশগ্রহণের কারণ। 
৫. পঞ্চদশ শতকে ইউরোপের ভৌগোলিক আবিষ্কারের ফলাফল। 
৬. পঞ্চদশ শতকে ইউরোপীয় দেশগুলি সমুদ্র অভিযানে সাফল্যলাভ করার কারণ। 
৭. বৈজ্ঞানিক বিপ্লব সংক্রান্ত বিতর্কটি আলোচনা কর। 
অথবা , বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল ? 

৮. সামুদ্রিক অভিযানে স্পেনের ভূমিকা। 
৯. সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারে পর্তুগালের ভূমিকা। 
১০. প্রযুক্তি কীভাবে নবজাগরণে সহায়তা করে ? 
  
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী : ৩ / ৪ মার্ক। 

১. আধুনিক বিজ্ঞানের অগ্রগতির কারণ। 
২. প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পরিচয় দাও। 
৩. জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের পার্থক্য কী ? 
৪. কাকে , কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় ? (গ্যালিলিও ) 
৫. সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারে ইংল্যান্ডের ভূমিকা। 
৬. ইউরোপে সামরিক বিপ্লবের ফলাফল। 
৭. ইউরোপে শিক্ষার বিস্তারে ছাপাখানার ভূমিকা। 
৮. ভাস্কো - ডা - গামা। 
৯. কোপারনিকাস। 
১০. ভৌগোলিক আবিষ্কারের ফলে বিভিন্ন দেশের বাণিজ্যিক অগ্রগতির পরিচয় দাও। 
১১. মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা। 

[ ৮ মার্কের প্রশ্ন থেকে ৩ বা ৪ মার্কের প্রশ্ন হতে পারে। তাই প্রতিটি প্রশ্ন পড়ার সময় বিষয়জ্ঞান অর্জন করতে হবে। ] 


You May Also Like

0 comments