Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ & SAQ

 

XI SOCIOLOGY

XI Sociology NAME :                                             DATE         

১.Kultur -এই জার্মান শব্দটির অর্থ হলো - যাত্রা ঘর / সুন্দর সাহিত্য / ভালো উৎপাদন / সবগুলি।
২.ব্যাপক অর্থে শিক্ষা বলতে যা বোঝায় তাই হলো সংস্কৃতি - বলেছেন - ম্যাকেঞ্জি / ম্যাকাইভার / ম্যাকাইভার ও পেজ / লিন্টন।
৩.কে সংস্কৃতিকে একটি অতিযান্ত্রিক বা অতি আঙ্গিক বিষয় বলেছেন - ম্যাকেঞ্জি / হার্বাট স্পেনসার / কুলি / এডওয়ার্ড টাইলার।
৪. সংস্কৃতি - জন্মগত / শিক্ষার মাধ্যমে প্রাপ্ত / অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত  / ২+৩ ।
৫.Patterns of Culture  গ্রন্থের রচয়িতা - এডওয়ার্ড টেইলার / বেনেডিক্ট / ম্যাকেঞ্জি / অগবার্ন।
৬.Ways of folk  কথাটি কিসের সাথে সম্পর্কযুক্ত - বিশ্বাস / লোকাচার / লোকনীতি / আইন।
৭.Civilisation  শব্দটি এসেছে ল্যাটিন শব্দ - city / civic / civitas / civitalogos  থেকে।
৮.কে বলেছেন -'' সভ্যতা হলো আমাদের যা আছে , সংস্কৃতি হলো আমরা যা তাই। ''- জিসবার্ট / ম্যাকাইভার / ম্যাকাইভার ও পেজ / বেনেডিক্ট।
৯.কে বলেছেন -'' আমাদের সংস্কৃতি হলো আমরা যা তাই , আমাদের সভ্যতা হলো আমরা যা ব্যবহার করি ''-জিসবার্ট / ম্যাকাইভার / ম্যাকাইভার ও পেজ / বেনেডিক্ট।
১০.সভ্যতা পরিমাপ - করা যায় / যায় না।
১১.Social Change  গ্রন্থটির লেখক -  এডওয়ার্ড টেইলার / বেনেডিক্ট / ম্যাকেঞ্জি / অগবার্ন।
১২.Lag কথাটির অর্থ - পিছিয়ে পড়া / এগিয়ে যাওয়া / থেমে থাকা / ছোটা।
১৩.Localized lifestyle   হলো - উপ / জনপ্রিয় / লোক / উপভোক্তা - সংস্কৃতি।
১৪.Introduction to the science of society  গ্রন্থটির লেখক - পার্ক ও বার্জেস / লিভিংস্টোন / সুনীতিকুমার / শ্রীনিবাস।
১৫.Ethnomethology  কথাটির অর্থ হলো - সাধারণ মানুষের প্রাত্যাহিক জীবন ও আচরণকে বোঝা / সামাজিকীকরণকে বোঝা / মানুষের সামাজিক আন্তক্রিয়া সম্পর্কে জ্ঞানলাভ।
১৬. কিংসলে ডেভিস সামাজিকীকরণের মাধ্যমগুলিকে কত ভাগে ভাগ করেছেন - ২/৩/৪/৫।
১৭.Human Nature and the Social Order  গ্রন্থের লেখক - কুলি / ম্যাকেঞ্জি / পাওলো ফ্রেরী / এডাম স্মিথ।
১৮.Pedagogy of the oppressed   গ্রন্থের লেখক - কুলি / ম্যাকেঞ্জি / পাওলো ফ্রেরী / এডাম স্মিথ।
১৯.সামাজিকীকরণের একটি মাধ্যম হলো - সাহিত্য / গণমাধ্যম / আদর্শ / সবগুলি।
২০.Emile  গ্রন্থের লেখক - এরিস্টটল / রুশো / কুলি / মেকিয়াভেলী।
২১.জন্মের সময় শিশু হলো - সামাজিক / রাজনৈতিক / ব্যেক্তিগত / জৈবিক - প্রাণী।
২২.মানুষের জীবনের স্বাভাবিক স্তর হলো - ২/৩/৪/৫- টি।
২৩.Oedipus Complex  শিশুর মধ্যে তৈরী হয় - প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ - স্তরে।
২৪.Adolescence হলো - শৈশব / কৈশোর / বয়োসন্ধি / প্রাপ্তবয়স্ক - সময়কাল।
২৫.Personality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ  Profession / persona / personal / purpose - থেকে।
২৬.কে বলেছেন -'' ব্যাক্তিত্ব হলো একজন ব্যেক্তি যা তার সব কিছুই। '' - ম্যাকাইভার / ম্যাকেঞ্জি / ম্যাকাইভার ও পেজ / পার্ক ও বার্জেস।
২৭.ব্যাক্তিত্ব একটি - মূর্ত / বিমূর্ত - ধারণা।
২৮.Social Organisation   গ্রন্থের লেখক - কুলি / ম্যাকেঞ্জি / পাওলো ফ্রেরী / এডাম স্মিথ।  
২৯. Theory of Looking - Glass Self  তত্ত্বের প্রবক্তা -  কুলি / ম্যাকেঞ্জি / পাওলো ফ্রেরী / এডাম স্মিথ।
৩০. Mind , Self and Society  গ্রন্থের লেখক - কুলি / মীড / রুশো / ম্যাকিয়াভেলী।

৩১.সাইবার বুলি কথাটির অর্থ কি ?
৩২.ফিসিং স্প্যাম কি ?


৩৩.স্টক স্প্যাম কি ?


৩৪.Juvenile Justice Act  কবে চালু হয় ?- ১৯৮৫ / ১৯৮৬/ ১৯৯২ / ২০১০ - এ।
৩৫.বিচ্যুতি  কি ?


৩৬. সামাজিক অনুসরণ কাকে বলে ?


৩৭.সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা ?
৩৮.রিপাবলিক গ্রন্থটি কার লেখা ?
৩৯. পসিটিভ ফিলোসফি কার লেখা ?
৪০. সোশ্যাল কন্ট্রোল কার লেখা ?
৪১. কে বলেছেন - Man is born free, and everywhere he is in chains-
৪২.জিউক পরিবারের উপর কে গবেষণা করেছিলেন ?
৪৩. কাল্লিকাক পরিবারের উপর কে গবেষণা করেছিলেন ?
৪৪.'জিন' কথাটি কে প্রথম ব্যাবহার করেছিলেন ?
৪৫.শিশু কিশোর অপরাধের একটি উদাহরণ দাও ?  


          XI SOCIOLOGY 4TH CHAPTER SET 1       
NAME                                                          DATE          

১.কে সমাজতত্ত্বকে বলেছেন '' সামাজিক প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞান '' বলেছেন - এমিল ডুরখেইম / সামনার / কেলার / সামনার ও কেলার / হর্টন ও হান্ট।
২.কে সামাজিক প্রতিষ্ঠান সমূহকে সমাজের হাড় ও কলা রূপে বর্ণনা করেছেন - এমিল ডুরখেইম / সামনার / কেলার / সামনার ও কেলার / হর্টন ও হান্ট।
৩. Sociology  গ্রন্থের লেখক কে - স্যামুয়েল কোয়েনিগ / ভিনসেন্ট স্মিথ /    এমিল ডুরখেইম / সামনার ও কেলার / হর্টন ও হান্ট।
৪.প্রতিষ্ঠানের একটি করে বস্তুগত ও অবস্তুগত প্রতীকী বিষয়ের উদাহরণ দাও।
৫.Social Institution  গ্রন্থের লেখক -
৬.একটি মুখ্য প্রতিষ্ঠানের উদাহরণ হলো - আইন /শিক্ষা / পরীক্ষা / পরিবার।
৭.একটি গৌণ প্রতিষ্ঠান হলো - ধর্ম / সম্পত্তি / পরিবার / শিক্ষা।
৮. The History of Human Marriage  গ্রন্থের লেখক - ওয়েস্টার মার্ক / কোয়েনিগ / ম্যাকাইভার ও পেজ।
৯.বিবাহ হলো একটি - বন্ধন / প্রতিষ্ঠান / সম্পর্কের বন্ধন / সংঘ।
১০. কে বিবাহের মাধ্যমে সন্তানের বৈধতা বা স্বীকৃতিকে Principles of legitimacy  বলেছেন - ম্যাকাইভার ও পেজ / কিংসলে ডেভিস / আন্ডারসন / পার্কার।
১১.Monogamy  হলো - একগামিতা / বহুপতিত্ব / গোষ্ঠীবিবাহ / বহুপত্নীত্ব।
১২.কে বলেছেন -Monogamy is as old as humanity -  ওয়েস্টার মার্ক / কিংসলে ডেভিস / আন্ডারসন / পার্কার।
১৩.স্থায়িত্বের প্রশ্নে - একগামিতা / বহুপতিত্ব / গোষ্ঠীবিবাহ / বহুপত্নীত্ব হলো সর্বশ্রেষ্ঠ।
১৪.ভারতে টোডা , নায়ার সম্প্রদায়ের মধ্যে দেখা যায় -   একগামিতা / বহুপতিত্ব / গোষ্ঠীবিবাহ / বহুপত্নীত্ব।
১৫.মনুসংহীতা ,কামসূত্র ইত্যাদি গ্রন্থে হিন্দু বিবাহকে ভাগ করা হয়েছে - ৬/৭/৮/৪/ ভাগে।
১৬.কে বলেছেন Marriage is a fence that protects religion  - গান্ধীজি / রবীদ্রনাথ / বিবেকানন্দ / আম্বেদকর।
১৭. কে বলেছেন The family is by far most important primary group in society -ম্যাকাইভার ও পেজ / কিংসলে ডেভিস / আন্ডারসন / পার্কার।
১৮. পরিবারের ইংরেজি শব্দ Family  এর উৎপত্তি ল্যাটিন শব্দ - Famulas / Famulus / Families  থেকে।
১৯.পরিবার একটি - ব্যেক্তিগত / সর্বজনীন / সর্বজনীন ও বিশ্বজনীন / ব্যেক্তিগত, সর্বজনীন ও বিশ্বজনীন।
২০.মারডক প্রায় ২৫০/৩৫০/৪৫০/১০৫০ - টি সমাজব্যবস্থার ওপর সমীক্ষা চালিয়েছিলেন।
২১.Social Structure  গ্রন্থের লেখক - মারডক / হান্স / আর্ক রাইট / মোলিনোস্কি।
২২.প্রতিষ্ঠান কাকে বলে ?
২৩.বিবাহের সঙগা দাও ?
২৪. Levirate , Sororate  কাকে বলে ?
২৫.সমসংস্থ বিবাহ কাকে বলে ?
২৬.অসমসংস্থ বিবাহ কাকে বলে ?
২৭. অনুলোম বিবাহ কাকে বলে ?
২৮. প্রতিলোম বিবাহ কাকে বলে ?
২৯.স্বয়ম্বর কি ?
৩০.পরিবারের ২ টি বৈশিষ্ট লেখো ?
৩১.একগামী পরিবার কাকে বলে ?
৩২.একগামী পরিবার কোথায় দেখা যায় ?
৩৩.বহুগামী পরিবার কাকে বলে ?
৩৪. বহুগামী পরিবার কোথায় দেখা যায় ?
৩৫.ভারতের কোথায় মাতৃআবাসিক পরিবার দেখা যায় ?
৩৬.একক পরিবার কাকে বলে ?
৩৭.যৌথ পরিবার কাকে বলে ?
৩৮.ইলম ও তাড়াওয়ার কি ?
৩৯. Composite Unit  কাকে বলে ?
৪০. Production Unit  কাকে বলে ?   
                                   __________________________________

XI SOCIOLOGY 4TH CHAPTER MCQ & SAQ SET 2


NAME :                                                                                    DATE :                   

১. কে বলেছেন , '' প্রতিষ্ঠানগুলি হল যন্ত্রবিশেষ , যার মাধ্যমে সমাজ তার কার্য পরিচালনা করে। '' ? 
২. প্রতিষ্ঠান গুলি - মূর্ত  / বিমূর্ত। 
৩. প্রতিষ্ঠানগুলি - পরস্পর সম্পর্কযুক্ত / পরস্পর সম্পর্ক যুক্ত নয়। 
৪. কে একাধিক প্রতিষ্ঠানের পারস্পরিক প্রভাবকে প্রাতিষ্ঠানিক জটিলতা ( Institutional Complex ) হিসাবে উল্লেখ করেছেন ? 
৫. বিবাহের ক্ষেত্রে মৌলিক অর্থে নারী পুরুষের অনুপাত প্রায় সব সমাজে -  ১ : ১  /  ২ : ১  /  ১ : ২ /  ২ : ২ 
৬.  '' ........ is more stable and the consequent family bond is stronger .'' কিসের সম্পর্কে বলা হয়েছে ?  একগামিতা /  বহুগামিতা  / একক পরিবার / যৌথ পরিবার। 
৭. গোষ্ঠীবিবাহ দেখা যায় - সারা ভারতে  / তিব্বতের কোনো কোনো উপজাতির মধ্যে / ভারতের নায়ার সম্প্রদায়ের মধ্যে। 
৮. হিন্দু বিবাহ আইন কবে প্রবর্তিত হয় ? ১৯৫৬ / ১৯৫১ / ১৮২৯ / ১৯৫৫ - খ্রিস্টাব্দে। 
৯. উচ্চবর্ণের পুরুষের সাথে নিম্নবর্ণের নারীর বিবাহকে বলে - সমসংস্থ / অসমসংস্থ / অনুলোম / প্রতিলোম - বিবাহ। 
১০. উচ্চবর্ণের নারীর সাথে নিম্নবর্ণের পুরুষের বিবাহকে বলে - সমসংস্থ / অসমসংস্থ / অনুলোম / প্রতিলোম - বিবাহ। 
১১. কোন বিবাহ ব্যবস্থায় পাত্রকে শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাত্রীকে লাভ করতে হত ? আর্য বিবাহ / স্বয়ংবর / বীর্যশুক্লা / রাক্ষস বিবাহ। 
১২. মনুসংহিতায় হিন্দু সমাজের কত প্রকার বিবাহের উল্লেখ আছে ? ৪ / ৮ / ১০ / ১২ - প্রকার। 
১৩. Famulas শব্দটি - ল্যাটিন / গ্রিক / রোমান / ফরাসি। 
১৪. ইজরায়েলের '' কিবুটজ '' পরিবারের ওপর কারা গবেষণা করেছিলেন ? 
১৫. পূর্বাভিমুখী পরিবার হল - একক পরিবার / যৌথ পরিবার। 
১৬. উৎপাদনশীল পরিবার হল - একক পরিবার / যৌথ পরিবার। 
১৭. Love at first sight and divorce at next is quite common - কথাটি কিসের সাথে প্রযুক্ত ?  একক / যৌথ - পরিবার। 
১৮. কে পারিবারিক যৌথ সম্পত্তির বিষয়টিকে একটি সমবায় ব্যবস্থার সাথে তুলনা করেছেন কে ? 
১৯. স্বয়ংসম্পূর্ণতা হল - একক / যৌথ - পরিবারের বৈশিষ্ট। 
২০. ভারতে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজে মূলত দেখা যায় - একক / যৌথ - পরিবার। 
২১. '' The sexual satisfaction is one of the main aims of family life .'' - কথাটির উল্লেখ কার লেখাতে বা কোথায় পাওয়া যায় ? 
মারডক / মোলিনোস্কি / কামসূত্র / শ্রীনিবাস। 
২২. কোন ধর্মে একত্রবাস বা Live together স্বীকৃত ?   মুসলিম  /  হিন্দু  /  ইহুদি। 
২৩. নৈতিক আদর্শের পরিপন্থী হল - একত্রবাস / একগামিতা / একক পরিবার / যৌথ পরিবার। 
২৪. Lesbianism কাদের ক্ষেত্রে প্রযোজ্য ? পুরুষ / নারী। 
২৫. Homosexuality কাদের ক্ষেত্রে প্রযোজ্য ? পুরুষ / নারী। 
২৬.  IVF হলো - পরিবার / দম্পতি / গর্ভসঞ্চার পদ্ধতি / পরিবার সম্পর্কিত গবেষণা।
২৭. Surrogate Mother  কাকে বলে ?
২৮.প্রথম শ্রেণীর আত্মীয় র একটি উদাহরণ দাও।
২৯.দ্বিতীয় শ্রেণীর আত্মীয়র একটি উদাহরণ দাও।
৩০.তৃতীয় শ্রেণীর আত্মীয়ের একটি উদাহরণ দাও।
৩১.কোথায় পিতৃ -মাতৃ বংশানুক্রমিক রীতি দেখা যায় ?
৩২.ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি কাকে বলে ?





৮. The Prince  গ্রন্থের লেখক কে ? ম্যাকাইভার / নিকালো মেকিয়াভেলী / রুশো / ষোড়শ লুই।
৯. Polis , Civitas  কি ?
১০.রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট কটি ? ৩/৪/৫/২ টি।
১১.কারা  প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন - জার্মানরা / টিউটনরা / ফরাসিরা / ভেনিস নিবাসীরা।
১২. ডেভিড ইস্টন / মার্ক্স্ / মেকিয়াভেলী / রুশো - প্রদত্ত তথ্যে দেখা গেছে রাষ্ট্রের ১৪৫ টিরও বেশি সঙগা আছে।                              

Share
Tweet
Pin
Share