Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ

Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ 

H.S. History 1st chapter MCQ & SAQ 




১. Myth একটি _________________ দেশীয় শব্দ। 
Ans. গ্রিক। 

২. Parallel Myths এর রচয়িতা কে ? 
Ans. জে এফ বিয়ারলেইন।  

৩. যে লোককথার শেষে নীতি বা উপদেশ থাকে তাকে বলে _____________
Ans. নীতিকথা। 

৪. ইতিহাসের জনক কে ? 
Ans. হেরোডোটাস। 

৫. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে ? 
Ans. থুকিডিডিস। 

৬. চৈনিক ইতিহাসের জনক কে ? 
Ans. সু মা কিয়েন। 

৭. Morphology of Folktale এর লেখক কে ? 
Ans. Vladimir জে প্রপ।  

৮. কিংবদন্তীর একটি বৈশিষ্ট হল - অতিরঞ্জন।  [ ঠিক / ভুল ] 

৯. History of British India - র লেখক কে ? 
Ans. জেমস মিল। 

১০. Cambridge History of India র লেখক কে ? 
Ans. ডডওয়েল।  

১১. বীরবিনোদ মেবারের ইতিহাসের সাথে - সম্পর্কিত / সম্পর্কিত নয়। 

১২. মিউজিয়াম শব্দটি এসেছে - মউসিয়ন /  মিউসিয়ন  /  মাউসিয়ন - শব্দ থেকে। 

১৩. বিলিরোজ একটি - বিজ্ঞান নগরী  /  সভ্যতার ধ্বংসাবশেষ  /  কলা উদ্যান। 

১৪. সম্পদ নির্গমন তত্ত্বের প্রবক্তা কে ? 
Ans. দাদাভাই নৌরজি। 

১৫. শালারজং জাদুঘরটি ভারতের কোন শহরে অবস্থিত ? 
Ans. হায়দ্রাবাদ। 

১৬. ভারতের একটি ভূতাত্ত্বিক জাদুঘর হল __________________
Ans. শিবপুর বোটানিক্যাল গার্ডেন। 

১৭. হারকিউলিস প্রাচীন - রোম / গ্রীস / ইতালি / স্পেন - এর কিংবদন্তী চরিত্র। 

১৮. কোন ধরণের লোককথার মূল চরিত্র ঈশ্বর ? 
Ans. মিথ / পৌরাণিক কাহিনী। 

১৯. কোন ধরণের লোককথার মূল চরিত্র মানুষ ? 
Ans. কিংবদন্তি। 

২০. ফেরারি টেল হল - কিংবদন্তী  /  নীতিকথা / রূপকথা - র সমার্থক। 

২১. ইতিহাসমালা - র লেখক - উইলিয়াম কেরি / উইলিয়াম ওয়ার্ড / ম্যাকডুগাল। 

২২. হিতোপদেশ এর রচয়িতা কে ? 
Ans. নারায়ণ শর্মা। 

২৩. পঞ্চতন্ত্র - র লেখক কে ? 
Ans. বিষ্ণু শর্মা। 

২৪. বুড়ো আংলা - রচয়িতা - অবনীন্দ্রনাথ / দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / নারায়ণ শর্মা। 

২৫. টম থাম্ব ও দৈত্যের কাহিনী - র প্রকাশক কে ? উইলিয়াম কেরি / ফ্রেজার / রিচার্ড জনসন। 

২৬. '' যতদূর মনে পড়ে '' কার লেখা ?   দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / জ্যোতি বসু / মণিকুন্তলা সেন। 

২৭. '' ছেড়ে আসা গ্রাম '' কার লেখা ?  দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / দক্ষিণারঞ্জন বসু / মণিকুন্তলা সেন। 

২৮. History is a story of man in time - উক্তিটি কার ? মার্ক ব্লখ / ই এইচ কার / হবসন। 

২৯. কে , কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ? 
Ans. 1784 , স্যার উইলিয়াম জোন্স। 

৩০. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলে - মিউজিকোলজি / মিউজিওলোজি। 

৩১. প্লেটোর / আলেকজান্দ্রিয়ার / এননিগালডি নান্না - র জাদুঘর সর্বাধিক প্রাচীন। 

৩২. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় - 1755 / 1760 / 1750 /  1753 সালে। 

৩৩. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ? 
Ans. প্যারিস , ফ্রান্স। 

৩৪. '' ভারত হল বিশ্বসভ্যতার লীলাভূমি - উক্তিটি কার ? থুকিডিডিস / ভলতেয়ার / ই এইচ কার। 

৩৫. সত্যার্থ প্রকাশ - এর রচয়িতা কে ? 
Ans. দয়ানন্দ সরস্বতী। 

৩৬. একাত্তরের ডাইরি কার লেখা ? 
Ans. সুফিয়া কামাল। 

৩৭. ল্যাটিন শব্দ Legenda র অর্থ - শোনার / লেখার / বোঝার / পড়ার - বিষয়। 

৩৮. রাজতরঙ্গিনী কার লেখা ? 
Ans. কলহন। 

৩৯. রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায় ? 
Ans. কাশ্মীর। 

৪০. ভারতের প্রাচীনতম জাদুঘর - সালারজং জাদুঘর / ভারতীয় মিউজিয়াম / শ্রী ছত্রপতি জাদুঘর / মহারাজা ফতেহ সিং মিউজিয়াম। 

৪১. History of the Peoponnesion war এর লেখক - থুকিডিডিস / এরিস্টটল / দেরিদা। 

৪২. '' আমি নেতাজিকে দেখেছি '' কার লেখা ? সুগত বোস / নারায়ণ সান্যাল / শিবনাথ শাস্ত্রী। 

৪৩. Political History of India র লেখক - জন ম্যালকম / রিচার্ড / থমসন / মার্কস। 

৪৪. Annals of Rural Bengal - কার লেখা ? জেমস মিল / ম্যালকম / উইলিয়াম হান্টার। 

৪৫. Advanced History of India - র লেখক - রমেশচন্দ্র দত্ত / রমেশচন্দ্র মজুমদার / জেমস মিল। 

৪৬. মান্না দে'র লেখা আত্মজীবনীর নাম কী ? 
Ans. জীবনের জলসাঘরে। 

৪৭. '' সেদিনের কথা '' কার লেখা ? 
Ans. মণিকুন্তলা সেন। 

৪৮. রাজাবলী কার লেখা ? 
Ans. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 

৪৯. প্রতাপাদিত্য চরিত্র কার লেখা ? 
Ans. রামরাম বসু। 

৫০. অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া - কার লেখা ? 
Ans. ভিনসেন্ট স্মিথ। 

৫১. পোভার্টি এন্ড আন - ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া - কার লেখা ? 
Ans. দাদাভাই নৌরজি।  

৫২. Economic History of India - কার লেখা ? 
Ans. রমেশচন্দ্র দত্ত। 

৫৩. ঠাকুমার ঝুলি কার লেখা ? 
Ans. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার। 

৫৪. '' ইতিহাস হল একটি বিজ্ঞান , এর কম নয় , বেশিও নয়। '' - উক্তিটি কার ?  
Ans. বিউরি।  

৫৫. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে ?   
Ans. ইবন খালদুন। 

  














 

Share
Tweet
Pin
Share