Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ

Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ  


১. Man is social - বা মানুষ সামাজিক জীব - উক্তিটি কার ?  র‍্যাডক্লিফ ব্রাউন  /  অ্যারিস্টটল  /  সি রাইট মিলস  /  এমিল ডুরখেইম। 

২. সমাজতত্ত্ব একটি নবীন / প্রবীণ - সামাজিক বিজ্ঞান। 

৩. Sociology শব্দটির সূত্রপাত হয় - 1800  /  1839  /  1872  /  1952  - খ্রিস্টাব্দে। 

৪. Sociology - শব্দটির প্রবক্তা - অগাস্ট কোঁত / হারবার্ট স্পেনসার  /  ম্যাক্স ওয়েবার  /  এমিল ডুরখেইম। 

৫. অগাস্ট কোঁত এর কোন গ্রন্থে Sociology নামটি প্রবর্তিত হয় ?  Positive Psychology / Positive Philosophy /  Positive Emotion  /  Sociology  । 

৬. এঁদের মধ্যে কে সমাজতত্ত্বের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত নন ? অগাস্ট কোঁত  / হারবার্ট স্পেনসার  /  ম্যাক্স ওয়েবার /  অগবার্ন ও নিমকফ। 

৭. কাকে মূলতঃ সমাজতত্ত্বের জনক বলা হয় ?  অগাস্ট কোঁত  / হারবার্ট স্পেনসার  /  ম্যাক্স ওয়েবার /  এমিল ডুরখেইম। 

৮. Sociology শব্দটি - ইংরেজি ও ল্যাটিন  /  ল্যাটিন ও গ্রিক  / ইংরেজি ও গ্রিক  /  ল্যাটিন ও স্প্যানিশ। 

৯. ল্যাটিন শব্দ Societus এর অর্থ - সঙ্গী / সহচর / অংশীদার / সবগুলি। 

১০. গ্রিক শব্দ Logos এর অর্থ - অনুশীলন / জ্ঞান / চেতনা। 

১১. কে বলেছেন সমাজতত্ত্ব হল সামাজিক প্রতিষ্ঠাসমূহের বিজ্ঞান ? এমিল ডুরখেইম / এল টি হবহাউস /  স্মল / অগবার্ন ও নিমকফ। 

১২. কে বলেছেন , সমগ্র মানবজীবনই সমাজতত্ত্বের বিষয়বস্তু ?   এমিল ডুরখেইম / এল টি হবহাউস /  স্মল / অগবার্ন ও নিমকফ।  

১৩. কে সমাজতত্ত্বকে '' সামাজিক বিজ্ঞানসমূহের রানী '' বা Queen of social sciences বলেছেন ?   অগাস্ট কোঁত  / হারবার্ট স্পেনসার  /  ম্যাক্স ওয়েবার /  অগবার্ন ও নিমকফ। 

১৪. সমাজতাত্ত্বিক কল্পনা বা , Sociological Imagination - ধারণার প্রবক্তা কে ?   র‍্যাডক্লিফ ব্রাউন  /  অ্যারিস্টটল  /  সি রাইট মিলস  /  এমিল ডুরখেইম। 

১৫. সমাজতাত্ত্বিক কল্পনা বা , Sociological Imagination - ধারণাটির জন্ম হয় - 1839 / 1959 / 1872 / 1780 - খ্রিস্টাব্দে। 

১৬.  সমাজতাত্ত্বিক কল্পনা বা , Sociological Imagination - ধারণার মূল বিষয় হল - ব্যক্তিমনের গুণগত দিকটির অনুশীলন / ব্যক্তির মূল্যবোধ জাগরণ / উভয়ই  /  একটিও নয়। 

১৭. সমাজতত্ত্বের আলোচনায় কোন দৃষ্টিভঙ্গিতে নিয়মনীতি , প্রথা , ঐতিহ্য , প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি সমাজ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?  ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি / দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি / প্রতীকী মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি / নারীবাদী দৃষ্টিভঙ্গি। 

১৮. ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির মূল প্রবক্তা কে ? ট্যালকট পারসনস / অগাস্ট কোঁত / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন। 

১৯. ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির তাত্ত্বিক ভিত্তি রচনার পথিকৃৎ ছিলেন -   অগাস্ট কোঁত ও এমিল ডুরখেইম / এমিল ডুরখেইম ও র‍্যাডক্লিফ ব্রাউন /   হারবার্ট স্পেনসার ও র‍্যাডক্লিফ ব্রাউন। 

২০. অগাস্ট কোঁত এর পূর্বসূরী কে ছিলেন ?  সাঁ সিমো / ট্যালকট পারসনস  /  বি মলিনোস্কি /   অ্যারিস্টটল। 

২১. Organic Analogy গ্রন্থটির লেখক -  এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  ট্যালকট পারসনস / হারবার্ট স্পেনসার। 

২২. কে সমাজকে এক উন্নত এক জৈবিক সত্তা বলে উল্লেখ করেছেন ?  এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  ট্যালকট পারসনস / হারবার্ট স্পেনসার। 

২৩. Division of Labour - গ্রন্থটি কার লেখা ? এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  ট্যালকট পারসনস / হারবার্ট স্পেনসার। 

২৪. ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে কে সামাজিক আলোচনায় '' সামাজিক সংহতি '' বিষয়টির উল্লেখ করেছেন ?  এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  ট্যালকট পারসনস / হারবার্ট স্পেনসার। 

২৫. ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে কে সমাজকে একটি System হিসেবে বর্ণনা করেছেন ? এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  ট্যালকট পারসনস / হারবার্ট স্পেনসার। 

২৬. কার ক্রিয়াবাদী ব্যাখ্যাকে '' ব্যক্তিকেন্দ্রিক ক্রিয়াবাদ '' বলা হয় ? ম্যালিনোস্কি / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  রবার্ট কিং মার্টন। 

২৭. কে বলেছেন , যদি কোনো সমাজকে জানতে বা বুঝতে হয় , তাহলে তার সংস্কৃতিকে বুঝতে হবে ?  ম্যালিনোস্কি / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  রবার্ট কিং মার্টন। 

২৮. কে ক্রিয়াবাদী তত্ত্ব আলোচনা করতে গিয়ে সামাজিক কাঠামোর গুরুত্ব বিশ্লেষণ করেন ?   ম্যালিনোস্কি / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  রবার্ট কিং মার্টন। 

২৯. On Social Structure গ্রন্থটির লেখক -  ম্যালিনোস্কি / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  রবার্ট কিং মার্টন। 

৩০. রবার্ট কিং মার্টন কার ছাত্র ও উত্তরাধিকারী ছিলেন ?  ট্যালকট পারসনস  / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন / হারবার্ট স্পেনসার ।

৩১.  কে ক্রিয়াবাদের আলোচনায় মধ্যবর্তী তত্ত্ব বা Middle Range Theory প্রবর্তন করেন ? ম্যালিনোস্কি / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  রবার্ট কিং মার্টন। 

৩২. Social Theory & Social Structure গ্রন্থের লেখক কে ?  ম্যালিনোস্কি / এমিল ডুরখেইম /   র‍্যাডক্লিফ ব্রাউন /  রবার্ট কিং মার্টন। 

৩৩. সমাজতত্ত্বে ক্রিয়াবাদী তত্ত্বের প্রতিবাদরূপে কোন মতবাদের জন্ম ?  দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি / প্রতীকী মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি / নারীবাদী দৃষ্টিভঙ্গি / মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি। 

৩৪. দ্বন্দ্বের ফলেই সমাজে পরিবর্তন ও বিবর্তন সাধিত হয়। এটি কোন মতবাদের বক্তব্য ?   ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি / দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি / প্রতীকী মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি / নারীবাদী দৃষ্টিভঙ্গি। 

৩৫. Demography কথাটির অর্থ - জনবিদ্যা / ব্যবহারিক জনবিদ্যা / দ্বান্দ্বিক জনবিদ্যা / সবগুলি। 

৩৬. আধুনিক সমাজতত্ত্বে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির মূল প্রবক্তা কে ? জর্জ সিমেল / কার্ল মার্কস / ম্যালথাস / ডারউইন। 

৩৭. শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তা কে ? জর্জ সিমেল / কার্ল মার্কস / ম্যালথাস / ডারউইন। 

৩৮. কে বলেছেন , '' এ যাবৎকাল পর্যন্ত বিদ্যমান সমস্ত সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস। '' ? জর্জ সিমেল / কার্ল মার্কস / ম্যালথাস / ডারউইন। 

৩৯. দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি অনুসারে , পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন - বন্টনের ভিত্তিতে কোন দুটি শ্রেণীর জন্ম হয় ?  মালিক ও শ্রমিক  /  ধনী ও দরিদ্র  /  শিক্ষিত ও অশিক্ষিত  /  শাসক ও শাসিত। 

৪০.    দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি অনুসারে , পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন - বন্টনের ভিত্তিতে কোন দুটি শ্রেণীর জন্ম হয় ? পুঁজিবাদী ও সর্বহারা / বুর্জোয়া ও প্রলেতারিয়েত / মালিক ও শ্রমিক / সবগুলি। 

৪১. প্রলেতারিয়েত কথাটির অর্থ - মধ্যবিত্ত / সর্বহারা / শাসক / পুঁজিপতি। 

৪২. মার্কস কোন ধরণের সমাজ ব্যবস্থার কল্পনা করেন ? পুঁজিবাদী / প্রজাতান্ত্রিক / সাম্যবাদী / মার্কস তান্ত্রিক। 

৪৩. কে বলেছেন সমাজে সর্বদা দুটি বিপরীত ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গের উপস্থিতি থাকে , প্রথমটি হল আধিপত্য বিস্তারকারী ও দ্বিতীয়টি হল কর্তৃত্বমান্যকারী।   র‍্যালফ ডারেনডর্ফ / জর্জ সিমেল / ম্যাক্স ওয়েবার / কার্ল মার্কস। 

৪৪. The Functions of Social Conflict - গ্রন্থের প্রণেতা - কার্ল মার্কস / ম্যাক্স ওয়েবার / জর্জ সিমেল / লুইস কোজার। 

৪৫. কোন সমাজতাত্ত্বিক ক্রিয়াবাদ ও দ্বন্দ্ববাদের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিলেন ? - কার্ল মার্কস / ম্যাক্স ওয়েবার / জর্জ সিমেল / লুইস কোজার।       

৪৬. কার দ্বান্দ্বিক আলোচনাকে Functional Conflict Theory বা  Conflict Functionalism বলা হয় ?  কার্ল মার্কস / ম্যাক্স ওয়েবার / জর্জ সিমেল / লুইস কোজার। 

৪৭. কে দ্বন্দ্বের পরিণামকে সমাজের পক্ষে মঙ্গলজনক বলে মনে করেন ?  কার্ল মার্কস / ম্যাক্স ওয়েবার / জর্জ সিমেল / লুইস কোজার। 

৪৮. প্রতীকী মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গির অন্যতম পথিকৃৎ কে ? হার্বার্ট Blumar /  চার্লস হর্টন কুলি / জর্জ হার্বার্ট মীড / উইলিয়াম জেমস। 

৪৯. কে সমাজতত্ত্বের আলোচনায় মানব মন , অহং বা সত্তা ও সমাজ কাঠামোর বিষয়টির অবতারণা করেছেন ?  হার্বার্ট Blumar /  চার্লস হর্টন কুলি / জর্জ হার্বার্ট মীড / উইলিয়াম জেমস। 

৫০. কে বলেছেন - The self is a product of social interaction ?  হার্বার্ট Blumar /  চার্লস হর্টন কুলি / জর্জ হার্বার্ট মীড / উইলিয়াম জেমস। 

৫১. প্রতীকী মিথষ্ক্রিয়াবাদের মূল ধারণা হিসাবে চিকাগো স্কুল বা চিকাগো ঘরানার কথা বলা হয়। তার মুখ্য প্রবক্তা কে ?  হার্বার্ট Blumar /  চার্লস হর্টন কুলি / জর্জ হার্বার্ট মীড / উইলিয়াম জেমস। 

৫২. নারীদের ভোটাধিকারের দাবী তীব্র হয় - ঊনবিংশ / বিংশ / একবিংশ / অষ্টাদশ - শতকের দ্বিতীয়ার্ধে। 
৫৩. নারীবাদের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ? The Book of the city of Ladies /  A Vindication of the Rights of Women / Some Reflections upon marriage /  The subjection of women 

৫৪. The Origin of Family - গ্রন্থের লেখক - মার্কস /  ফ্রেডারিক এঙ্গেলস / সিমোন দ্য বোভোয়া / ডরোথি স্মিথ। 

৫৫. The second sex গ্রন্থের লেখক -  গ্রন্থের লেখক - মার্কস /  ফ্রেডারিক এঙ্গেলস / সিমোন দ্য বোভোয়া / ডরোথি স্মিথ। 

৫৬. আধুনিকতাবাদের উত্থান - ৮০ / ৯০ / ৭০ / ৬০ - এর দশকে। 

৫৭. সমাজতত্ত্বের পদ্ধতি হিসাবে দৃষ্টবাদের প্রবক্তা কে ? অগাস্ট কোঁত / হারবার্ট স্পেনসার  /  ম্যাক্স ওয়েবার  /  এমিল ডুরখেইম।

৫৮. মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গির প্রবক্তাগণ সমাজতাত্ত্বিক আলোচনায় - ব্যক্তি / সমাজ / উভয়কেই - গুরুত্ব দিয়ে থাকেন। 

৫৯. History of Human Marriage - গ্রন্থটির প্রণেতা - ই ওয়েস্টারমার্ক / ফ্রীম্যান / জেমস স্মিথ / অধ্যাপক গিডিংস। 

৬০. The State গ্রন্থের প্রণেতা - ম্যাক্স ওয়েবার / ই ওয়েস্টারমার্ক /  ওপেনহাইমার / হার্বার্ট স্পেনসার। 

৬১. কে সমাজতত্ত্বের আলোচনায় পরিসংখ্যান পদ্ধতি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ? 
 ই ওয়েস্টারমার্ক / ফ্রীম্যান / জেমস স্মিথ / অধ্যাপক গিডিংস। 

৬২. সমাজতত্ত্বের আলোচনায় কাকে কর্মনির্বাহী পদ্ধতির প্রবর্তক বলে মনে করা হয় ? অগাস্ট কোঁত /  হার্বার্ট স্পেনসার /  অগাস্ট কোঁত ও হার্বার্ট স্পেনসার /  এমিল ডুরখেইম। 

৬৩. The Division of Labour in Society - গ্রন্থটির প্রণেতা কে ?  অগাস্ট কোঁত /  হার্বার্ট স্পেনসার /  মেকিয়াভেলী  /  এমিল ডুরখেইম। 

৬৪. ভেরেস্তেহেন পদ্ধতির প্রবক্তা হিসাবে কার নাম স্মরণীয় ?  ম্যাক্স ওয়েবার / ই ওয়েস্টারমার্ক /  ওপেনহাইমার / হার্বার্ট স্পেনসার। 

৬৫. সমাজমিতি পদ্ধতির প্রবক্তা কে ? জেকব মরেনো / ম্যাক্স ওয়েবার / ই ওয়েস্টারমার্ক /  ওপেনহাইমার / হার্বার্ট স্পেনসার। 

৬৬. Research Methods - গ্রন্থটির প্রণেতা কে ? রাম আহুজা / এম এন শ্রীনিবাস / বিনয় কুমার সরকার / রণজিৎ গুহ। 

বিশেষ দ্রষ্টব্য : - উপরের MCQ গুলি এমনভাবে পড়তে হবে যাতে Option ছাড়াও উত্তর দিতে পারো। উপরিউক্ত MCQ গুলি ছাড়াও SAQ এর জন্য প্রতিটি দৃষ্টিভঙ্গির মূলকথা , প্রবক্তাগণ , প্রতিটি পদ্ধতির মূল কথা , প্রবক্তাগণ , সুবিধা অসুবিধা - ইত্যাদি পড়তে হবে। 

SAQ শীঘ্রই প্রকাশিত হবে। 

Share
Tweet
Pin
Share