জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
National Education Policy 1986
জাতীয় শিক্ষানীতি 1986 ; গুরুত্বপূর্ণ 50 টি SAQ
১. জাতীয় ব্যবস্থায় শিক্ষা প্রসঙ্গে NEP 1986 তে কী বলা হয়েছে ?NEP 1986 তে জাতীয় শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষা কাঠামো , কোর পাঠক্রম সহ জাতীয় পাঠক্রম , ভাষানীতি , উচ্চশিক্ষার সর্বজনীনতা , সম্পদের যোগান , মুক্ত ও দূরাগত শিক্ষা , জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং অর্থপূর্ণ অংশীদারীত্ব সম্পর্কে বলা হয়েছে।
২. কোন প্রস্তাবনার ফল হল NEP 1986 ?
চ্যালেঞ্জ অব এডুকেশন - এ পলিসি পারসপেকটিভ।
৩. অর্থপূর্ণ অংশীদারীত্ব কী ?
শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের যথার্থ ভূমিকা পালন যা সর্বজনীন শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করবে - তার ব্যাখ্যাই হল অর্থপূর্ণ অংশীদারীত্ব।
৪. অন্তর্ভুক্তি শিক্ষা কী ?
যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন - পাঠনের ব্যবস্থায় হল অন্তর্ভুক্তি শিক্ষা।
৫. AICTE র পুরো কথা লেখ।
All India Council for Technical Education । 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে।
৬. ECCE র পুরো কথাটি লেখ।
Early Childhood Care and Education
৭. নবোদয় বা পেস সেটিং বিদ্যালয় কাকে বলে ?
1986 - র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় - এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।
৮. National Testing Service কী ?
যোগ্য ব্যাক্তিকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় স্তরে নির্বাচনী পরীক্ষা ব্যবস্থাকে National Testing Service বলে। যেমন , NET , CET ইত্যাদি।
৯. কর্ম অভিজ্ঞতা কী ?
যেসব অভিজ্ঞতা সমাজে এবং শিক্ষা প্রক্রিয়ার জন্য অপরিহার্য , সেগুলি সকল শিক্ষাস্তরে অবশ্যই গ্রহণ করতে হবে। এই সুপারিশ হল কর্ম অভিজ্ঞতা।
১০. DIET এর পুরো কথাটি লেখ।
District Institute for Education and Training
১১. স্বশাসিত কলেজ কাকে বলে ?
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।
স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।
১২. ECCE কী ?
Early Childhood Care and Education .পুরো নাম Early Childhood Care and Education । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE ।
১৩. NCERT র পুরো নাম লেখ।
National Council of Educational Research and Training ।
১৪. NCTE র পুরো নাম লেখ।
পুরো নাম National Council for Teacher Education । শিক্ষক শিখন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হল এর প্রধান কাজ।
১৫. ভারত সরকার কোন দুটি কমিটির মাধ্যমে NEP 1986 র সংস্কার সাধন করেছিলেন ?
রাম মূর্তি কমিটি 1990 ও জনার্দন রেড্ডি কমিটি 1992
১৬. ICDS এর পুরো নাম লেখ।
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।
১৭. CABE এর পুরো নাম লেখ।
Central Advisory Board of Education
১৮. SABE এর পুরো নাম লেখ।
State Advisory Board of Education
১৯. জাতীয় শিক্ষানীতিতে ক'টি অধ্যায় ছিল ?
12 টি।
২০. জাতীয় শিক্ষানীতি অনুসারে Link Language কী ?
এটি হল যোগাযোগের ভাষা। ভারতের সর্বত্র হিন্দি ভাষা যথেষ্ট সমৃদ্ধ নয়। এজন্য জাতীয় শিক্ষানীতিতে ইংরেজিকে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়। তবে আগামী দশ বছর যোগাযোগের মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষা ব্যবহৃত হবে - এমনটা সুপারিশ করা হয়।
২১. IGNOU র পুরো নাম লেখ।
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়।
২২. IGNOU কবে স্থাপিত হয় ?
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়।
২৩. বিদ্যালয় - ছুট বলতে কী বোঝ ?
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে।
২৪. NSOU র পুরো নাম লেখ।
Netaji Subhas Open University
২৫. পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্বাবিদ্যালয়ের নাম লেখ।
Netaji Subhas Open University
২৬. পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখ।
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়।
২৭. CBSE র পুরো নাম লেখ।
Central Board of Secondary Education
২৮. কবে , কত তম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?
1976 সালে 42 তম সংশোধনীতে।
২৯. POA র পুরো নাম লেখ।
Programme of Action
৩০. POA কী ?
রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত।
৩১. নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী ?
পেস সেটিং স্কুল।
৩২. MLL কী ?
Minimum Level of Learning শ্রেণীভিত্তিক একটি নির্দিষ্ট মান যা উক্ত শ্রেণীতে পাঠরত সকল শিক্ষর্থীকে অবশ্যই অর্জন করতে হবে , তাকে ন্যুনতম শিক্ষার মান বলে।
৩৩. শিক্ষাক্ষেত্রে অপচয় কী ?
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।
৩৪. শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন কী ?
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে।
৩৫. 1992 সালের শিক্ষানীতির নাম কী ?
POA ( Programme of Action ) 1992
৩৬. বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ।
১. বয়স্ক শিক্ষা কর্মসূচীতে সর্বস্তরের বয়স্ক মানুষের আগ্রহের অভাব।
২. কৃষক , শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষের নিদারুন অর্থাভাব শিক্ষাগ্রহণ থেকে তাদের নিরুৎসাহিত করে।
২. কৃষক , শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষের নিদারুন অর্থাভাব শিক্ষাগ্রহণ থেকে তাদের নিরুৎসাহিত করে।
৩৭. অপারেশন ব্ল্যাকবোর্ড কী ?
প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক থেকে অপারেশন ব্ল্যাক বোর্ড প্রকল্প গ্রহণ করা হয়। এখানে ব্ল্যাক বোর্ড শব্দটিকে প্রতীক হিসেবে ধরা হয়েছে। '' ব্ল্যাক বোর্ড '' শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষাসহায়ক সবরকম উপাদানকে বোঝানো হয়।
৩৮. DIET কী ?
পুরো কথা District Institute of Education and Training . এর মূল উদ্দেশ্য হল প্রাথমিক স্তরের শিক্ষক , প্রথাবহির্ভুত ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের প্রাক - বৃত্তি এবং বৃত্তিকালীন অবস্থায় প্রশিক্ষণ প্রদান।
৩৯. অপারেশন ব্ল্যাক বোর্ড মূলত কোন শিক্ষাস্তরের সাথে যুক্ত ?
প্রাথমিক শিক্ষাস্তর।
৪০. নবোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির একমাত্র শর্ত কী ?
মেধা।
৪১. নবোদয় বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পঠন - পাঠনের ব্যবস্থা আছে ?
ষষ্ঠ থেকে দ্বাদশ।
৪২. জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হয়েছিল ?
1986 র 21 শে এপ্রিল।
৪৩. NIEPA র পুরো নাম কী ?
National Institute of Educational Planning and Administration .
৪৪. শিক্ষাক্ষেত্রে বয়স্ক কাদের বলা হয় ?
15 - 35 বছর বয়স্ক ব্যক্তিরা , যারা কোনো প্রকার শিক্ষা গ্রহণ থেকে বিরত আছেন , শিক্ষাক্ষেত্রে তাঁদেরকে বয়স্ক বলা হয়।
( যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। )
৪৫. জাতীয় শিক্ষানীতি অনুসারে বৃত্তিশিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।
(ক ) ব্যক্তির বৃত্তিযোগ্যতা বৃদ্ধি করা।
(খ ) দক্ষ মানব শক্তির চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্য দূর করা।
৪৬. ডিগ্রি থেকে চাকরি বিচ্ছিন্নকরণ বলতে কী বোঝ ?
1968 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয় - চাকুরীর ক্ষেত্রে ডিগ্রি অবশ্য প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না। নিয়োগকর্তারা পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করে নেবেন। এটিই হল ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ। NEP 1986 তে পুনরায় এটির সুপারিশ করা হয়।
৪৭. জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি উল্লেখ কর।
10 + 2 + 3
৪৮. নবোদয় বিদ্যালয়ে আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখ কর।
গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য 75 % ; তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 15 % ও 7.5 আসন সংরক্ষিত থাকবে।
৪৯. NEP 1986 অনুযায়ী বিজ্ঞান শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।
(ক ) কুসংস্কার দূর করা।
(খ ) শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান সচেতন ও অনুসন্ধিৎসু হয়ে ওঠে তার ব্যবস্থা করা।
৫০. NEP 1986 তে কাদের জন্য বিধিমুক্ত শিক্ষার কথা বলা হয়েছে ?
বয়স্কদের।