CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER 




১. সামাজিক সমস্যা কাকে বলে ? 
সামাজিক সমস্যা হল এমন একটি অবস্থা যা সমাজের গৃহীত ও স্বীকৃত নিয়মাবলীকে নষ্ট করে। এটি একটি অনভিপ্রেত ও অস্বাভাবিক অবস্থা যা সমাজের স্বাভাবিকতাকে নষ্ট করে এবং মানুষের সার্বিক বিকাশের শর্তগুলিকে বাধা প্রদান করে। 
 
২. সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট লেখ। 
(ক ) সামাজিক সমস্যা হল সমাজের আদর্শ অবস্থা থেকে বিচ্যুত সামাজিক অবস্থা। 
(খ ) সামাজিক সমস্যা সকল সমাজেই বিদ্যমান এবং সামাজিক সমস্যাগুলি পরস্পর সম্পর্কিত ও ক্ষতিকর ফল প্রদায়ক। 

৩. ভারতে জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখ। 
(ক ) ভারতে আজও প্রায় ২৬% মানুষ নিরক্ষর। ফলে সচেতনতার অভাব জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ। 
(খ ) বাল্যবিবাহের ফলে মহিলাদের প্রজননকাল দীর্ঘতর হয় ও অধিক সংখ্যায় সন্তান প্রজননের প্রবণতা বাড়ে। 
 
৪. কবে এবং কী উদ্দেশ্যে ভোরা কমিটি গঠিত হয় ? 
পরিবার পরিকল্পনা সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য ১৯৪৩ খ্রিস্টাব্দে ভোরা কমিটি গঠিত হয়। 

৫. দারিদ্রতা কাকে বলে ? 
যা পাওয়া দরকার ও যা আছে তার মধ্যে পার্থক্য তৈরী হলে তাকে দারিদ্রতা বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি নিজের এবং নিজের উপর নির্ভরশীল সদস্যদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে তাকে দরিদ্র বলা যাবে। 

৬. চরম দারিদ্র কী ? 
কোনো ব্যক্তি নিজের এবং নিজের উপর নির্ভরশীল সদস্যদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে তাকে চরম দরিদ্র বলা যাবে। 
 
৭. আপেক্ষিক দারিদ্র কী ? 
আপেক্ষিক দারিদ্রতা হল - কোনো ব্যক্তি তার সমাজের অন্যদের তুলনায় তার জীবনযাত্রার মান নিম্নে অবস্থিত।  

৮. দারিদ্রতার দুটি ব্যক্তিগত কারণ লেখ। 
(ক ) কোনো ব্যক্তি অসুস্থ হলে তার স্বাভাবিক কর্মের প্রবণতা হ্রাস পায়। ফলে দারিদ্রতা সৃষ্টি হয়। 
(খ ) নিরক্ষর ব্যক্তিদের ক্ষেত্রে উপযুক্ত কর্মের সংস্থান অপেক্ষকৃত কঠিন হয়ে পড়ে। 
 
৯.দারিদ্রতার দুটি অর্থনৈতিক কারণ লেখ। 
(ক ) কৃষিক্ষেত্রের বিভিন্ন সমস্যা , উৎপাদিত সম্পদের অসম বন্টন ইত্যাদির ফলে কৃষকেরা শোষিত হন এবং দারিদ্রতা বাড়ে। 
(খ ) মুদ্রাস্ফীতির ফলে মানুষ তাদের মৌলিক চাহিদাগুলি পূরণে ব্যর্থ হয়। ফলে দারিদ্রতা বাড়ে। 

১০.দারিদ্রতার দুটি জনসংখ্যাগত কারণ লেখ। 
(ক ) জমির পরিমান সীমিত , কিন্তু খাদ্যের চাহিদা সীমাহীন। বর্তমানে মাথাপিছু চাষযোগ্য জমির পরিমান এক একরের চেয়েও কম। 
(খ ) একদিকে চাহিদা অনুযায়ী খাদ্যের উৎপাদন না হওয়া এবং অন্যদিকে উৎপাদিত খাদ্যদ্রব্যের অসম বন্টন - দুইয়ে মিলে দারিদ্রতা সৃষ্টি করে। 
 
১১. দারিদ্রতার দুটি সামাজিক কারণ লেখ। 
(ক ) ভারতীয় শিক্ষাব্যবস্থা কর্মমুখী নয় - যা বেকারত্বের জন্ম দেয়। 
(খ ) বহুদিন যাবৎ ভারতে যৌথ পরিবার ব্যবস্থা চালু থাকায় অধিক সন্তান প্রজননের প্রবণতা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। 
  
১২. যেকোনো দুটি দারিদ্র মুক্তি কর্মসূচির নাম লেখ। 
(ক ) জওহর রোজগার যোজনা ( JRY ) - ১৯৮৯ তে চালু হয়। প্রত্যেক পরিবারের একজনকে ১০০ দিনের কাজের সুযোগ প্রদান করা হয়। 
(খ ) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প ( NREGS ) ১০০ দিনের কাজের নিশ্চয়তা। 

১৩. সাক্ষরতা সম্পর্কে UNESCO - র অভিমত কী ? 
সাক্ষরতা সম্পর্কে UNESCO বলেছেন - One who can with understanding both read and write a short simple statement on his everyday life . অর্থাৎ এক্ষেত্রে পড়া ও লেখার পাশাপাশি বোধগম্যতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। 
   
১৪. ভারতে নিরক্ষরতার দুটি কারণ লেখ। 
(ক ) বিপুল জনসংখ্যাযুক্ত ভারতে সকলের জন্য শিক্ষা পরিকাঠামো নির্মাণে ঘাটতি। 
(খ ) ভারতের অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে তাদের কাছে শিক্ষালাভের তুলনায় কৃষি বা অন্যান্য কর্ম বেশি অগ্রাধিকার পেয়ে থাকে।    

১৫. জনসংখ্যা , দারিদ্রতা , নিরক্ষরতা ও বেকারত্বের পারস্পরিক সম্পর্কটি লেখ। 
জনসংখ্যা , দারিদ্রতা , নিরক্ষরতা ও বেকারত্বের সম্পর্কটি নিম্নে রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হল। 



১৬. কে , কোন গ্রন্থে অর্থনৈতিক নির্গমন তত্ত্বের ব্যাখ্যা করেন ? 
দাদাভাই নৌরজি , Poverty and Un- British Rule in India - 1876 গ্রন্থে অর্থনৈতিক নির্গমন তত্ত্ব বা Economic Drain তত্ত্বের ব্যাখ্যা করেছেন। 
 
১৭. (ক ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। 
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ( ১৯৫১ - ১৯৫৬ ) মূল লক্ষ্য ছিল - যুদ্ধ ও দেশভাগের ফলে যে অর্থনৈতিক অসমতার সৃষ্টি হয়েছিল তা দূর করা এবং উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন ও বৈচিত্রময় জীবনযাত্রার সুযোগ প্রদান। 
  
(খ ) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। 
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ( ১৯৫৬ - ১৯৬১ ) মূল লক্ষ্য ছিল - জাতীয় আয়ের ২৫ % বৃদ্ধি , দ্রুত শিল্পায়ন , কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি , আয় - সম্পদ বন্টনের অসাম্য কমিয়ে ফেলা - ইত্যাদি। 

(গ ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। 
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ( ১৯৬১ - ১৯৬৬ ) মূল লক্ষ্য ছিল - জাতীয় আয় ৩০ % বৃদ্ধি ও মাথাপিছু আয় ১৭ % বৃদ্ধি , অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার প্রবর্তন , চিকিৎসার সুব্যবস্থা , কৃষি ও কৃষি বহিৰ্ভূত ক্ষেত্রে ১ কোটি ৫ লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা। 
   
১৮. কবে থেকে , কার আমলে , কী উদ্দেশ্যে রাষ্ট্রীয়করণের নীতি চালু হয় ? 
১৯৬৯ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে রাষ্ট্রীকরণের নীতি চালু হয়। রাষ্ট্রীয়করণের মূল উদ্দেশ্য ছিল সমাজের দুর্বলতর অংশকে ঋণের সুবিধা প্রদান করা। 

১৯. যেকোনো দুটি গ্রাম উন্নয়ন কর্মসূচির উল্লেখ করো। 
(ক ) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বা NREP - ১৯৭৭ সালের ১ লা এপ্রিল চালু হয়। 
(খ ) জওহর রোজগার যোজনা বা JRY - প্রতিটি দরিদ্র পরিবারের একজনকে ১০০ দিনের কাজের সুযোগ প্রদান করা। 
  
২০. যেকোনো দুটি দারিদ্র মুক্তি কর্মসূচির উল্লেখ করো।  
(ক ) সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প - IRDP 
(খ ) অন্তদয় অন্ন যোজনা - দরিদ্রের মধ্যে দরিদ্রতম পরিবারকে ৩০ কেজি খাদ্য শস্য প্রদানের ব্যবস্থা। 

Share
Tweet
Pin
Share