­
Project - Nandan Dutta

Project








কৃতজ্ঞতা স্বীকার



আমি x বিদ্যালয়ের দ্বাদশ / একাদশ শ্রেণির কলা বিভাগের একজন ছাত্র /ছাত্রী এবং আমি এই মর্মে স্বীকার করছি যে x শীর্ষক প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বিদ্যালয়ের x বিষয়ের শিক্ষক /শিক্ষিকা x মহাশয় /মহাশয়ার অবদান বিশেষভাবে স্মরণীয়।  তার নির্দেশনা ও অভিভাবকত্বে প্রকল্পটি রূপায়ণ করা সম্ভবপর হয়েছে। 


এছাড়াও আমি আমার অভিভাবক ও সহপাঠীদের প্রতিও কৃতজ্ঞতাবদ্ধ ; তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে সহায়ক হয়েছে। 




                                                                                        প্রকল্প রূপায়নকারীর সাক্ষর
 দিনাঙ্ক
( জেলার নাম ) 
------x------x-------x-----x-----x---x----x----x-----x----x-----x----x-----x-----x----x-





2.

অভিজ্ঞানপত্র / শংসাপত্র 

এই মর্মে শংসিত করা হল যে  x  কর্তৃক রূপায়িত  x শীর্ষক প্রকল্পটি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়েছে এবং এর সাথে সাথে এও  শংসিত  করা হলো যে  প্রকল্পকর্মটি  সম্পূর্ণরূপে মৌলিক।

এই প্রকল্পকর্মটি দ্বাদশ / একাদশ শ্রেণীর চুড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে x  বিষয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। 


দিনাঙ্ক 
( জেলার নাম ) 
                                             তত্বাবধায়কের সাক্ষর      

 সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।


_________________________________

3.কর্মপরিকল্পনা


 প্রকল্পটি রূপায়ণ করতে যে সকল পদ্ধতি ও পরিকল্পনা অনুসরণ করা হয়েছে সেগুলি হলো - 
 
1.বিদ্যালয়ের  x বিষয়ের শিক্ষক মাননীয় শ্রী  x মহাশয় কর্তৃক প্রকল্পের বিষয়বস্তু নির্বাচন।  

2.বিষয়বস্তু নির্বাচনের পর মাননীয় শিক্ষক মহাশয় প্রকল্প রূপায়ণের পদ্ধতিগত দিকগুলির ওপর আলোকপাত করলেন। 

3.মাননীয় শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো বিভিন্ন গ্রন্থ পাঠ করে প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করা হলো। 

4. সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি খসড়া প্রতিবেদন রচনা করে মাননীয় শিক্ষক মহাশয়ের নিকট উপস্থাপন করলে তিনি প্রয়োজনীয় সংশোধনের নির্দেশদান করলেন।  

5.মাননীয় শিক্ষক মহাশয়ের নির্দেশমতো প্রয়োজনীয় সংশোধনের পর পূর্ণাঙ্গ প্রকল্পটি বিদ্যালয়ে জমা দেওয়া হলো
---------------------------------------------------
( উপরোক্ত  কর্ম পরিকল্পনাটি শুধুমাত্র প্রতিবেদনমূলক প্রকল্পের ক্ষেত্রে কাজে লাগবে ; কিন্তু সমীক্ষামূলক প্রকল্পের ক্ষেত্রে কাজে লাগবে না। ) 
----------------------------
-----------------


Share
Tweet
Pin
Share