H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduced syllabus )
H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduced syllabus )
এখানে শুধুমাত্র সেইসব প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হল যেগুলি ২০২১ এর পরীক্ষার সিলেবাসে আছে। বাকীটা বাদ দেওয়া হয়েছে। প্রশ্নগুলির ক্রম নম্বর সঠিক ভাবে দেওয়া নেই। সেসব নিয়ে না ভেবে শুধুমাত্র যে প্রশ্নোত্তরগুলি দেওয়া আছে সেগুলি ভালোকরে পড়তে হবে।
১. শ্রীজ্ঞান কার লেখা ?
শঙ্করাচার্য / স্বামী বিবেকানন্দ / অতীশ দীপঙ্কর / কৌটিল্য।২. দর্শন - গ্রন্থটি কার লেখা ?
শঙ্করাচার্য / স্বামী বিবেকানন্দ / অতীশ দীপঙ্কর / কৌটিল্য।
৩. ভারতে সর্বপ্রথম সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে কোন প্রতিষ্ঠানে ?
এশিয়াটিক সোসাইটি / বেথুন সোসাইটি / কলকাতা বিশ্ববিদ্যালয় / বোম্বাই বিশ্ববিদ্যালয়।
৪. বেথুন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৭৬১ /১৮৬১ / ১৮৫১ / ১৯১৯ সালে।
৫. কে সর্বপ্রথম বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ?
প্যারীচাঁদ মিত্র / রেভারেন্ড জেমস লঙ / দেবেন্দ্রনাথ ঠাকুর / বিনয় কুমার সরকার।
৬. বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৮৫১ / ১৮৬১ / ১৮৬৭ / ১৮৭১ - সালে।
৭. সমাজতত্ত্বের দৃষ্টবাদীদের মধ্যে অগ্রণী কে ছিলেন ?
বিনয় কুমার সরকার / ইরাবতী কার্ভে / জি এস ঘুরে / ব্রজেন্দ্রনাথ শীল।
৮. বিষয় হিসেবে বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন কত সালে শুরু হয় ?
১৯১৭ / ১৯১৯ / ১৯৩১ / ১৯০৫ সালে।
৯. কার তত্ত্বাবধানে বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিষয়টির পঠন পাঠন শুরু হয় ?
প্যাট্রিক গেডেজ / ইরাবতী কার্ভে / জি এস ঘুরে / এ আর দেশাই।
১০. বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন ?
প্যাট্রিক গেডেজ / ইরাবতী কার্ভে / জি এস ঘুরে / এ আর দেশাই।
১১. কার প্রচেষ্টায় Indian Sociological Society র মুখপত্র Sociological Bulletin প্রকাশিত হয় ?
প্যাট্রিক গেডেজ / জি এস ঘুরে / ইরাবতী কার্ভে / বিনয়কুমার সরকার।
১২. বিনয়কুমার সরকার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৩. ইরাবতী কার্ভে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৪. এম এন শ্রীনিবাস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৫. ডক্টর বেলা দত্তগুপ্ত কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৬. The Positive Background of Hindu Sociology গ্রন্থটি কার লেখা ?
বিনয়কুমার সরকার / ডক্টর বেলা দত্তগুপ্ত / এম এন শ্রীনিবাস / জি এস ঘুরে।
১৭. কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক কে ছিলেন ?
প্যাট্রিক গেডেজ / জি এস ঘুরে / ইরাবতী কার্ভে / বিনয়কুমার সরকার।
১৮. Indian Statistical Institute এর প্রতিষ্ঠাতা কে ?
প্যাট্রিক গেডেজ / প্রশান্ত মহলানবিশ / ডি এন মজুমদার / জওহরলাল নেহেরু।
১৯. কবে লখনৌ বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
১৯৩০ / ১৯২১ / ১৯৩১ / ১৯১৯ সালে।
২০. '' সমাজতাত্ত্বিক চিন্তাধারার সংক্ষিপ্ত ইতিহাস " গ্রন্থটি কার লেখা ?
যোগেন্দ্র সিংহ / ডি এন মজুমদার / ধুর্জটিপ্রসাদ মুখার্জী / ডক্টর সমীর দাশগুপ্ত।
২১. বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কবে থেকে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
২০০৫ / ২০০৬ / ২০১০ / ১৯৯০ - সালে।
২৩. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
১৮৮৪ / ১৭৮৪ / ১৮৬০ / ১৭৭৪ সালে।
২৪. এশিয়াটিক সোসাইটি ছিল ভারত তত্ত্ব চর্চার একটি কেন্দ্র। ঠিক / ভুল।
২৫. Indian Scheme of Life - কার লেখা ?
রাধাকুমুদ মুখোপাধ্যায় / এডওয়ার্ড শীলস / রাধারমণ মুখার্জী / বিনয় কুমার সরকার।
২৬. Symbolic Life of Man - কার লেখা ?
রাধাকুমুদ মুখোপাধ্যায় / এডওয়ার্ড শীলস / রাধারমণ মুখার্জী / বিনয় কুমার সরকার।
২৭. An Essay of Hinduism - কার লেখা ?
বিনয় কুমার সরকার / ধুর্জটিপ্রসাদ মুখার্জী / এস ভি কেটকার / লুই ডুমোন্ট।
২৮. The Positive Background of Hindu Sociology - কার লেখা ?
বিনয় কুমার সরকার / ধুর্জটিপ্রসাদ মুখার্জী / এস ভি কেটকার / লুই ডুমোন্ট।
ABTA WBTA TEST PAPERS SOLVE CLICK HERE
CLICK HERE FOR PROJECTS.
৩১. Social Change In Modern India - কার লেখা ?
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস।
CLICK HERE FOR PROJECTS.
৩১. Social Change In Modern India - কার লেখা ?
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস।
৩২. Rural Sociology In India - কার লেখা ?
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস।
৪১. Center of Complex Cultures - কোথায় অবস্থিত ?
কোলকাতা / মুম্বাই / হায়দ্রাবাদ / সুরাট।
৪২. Center of Complex Cultures -র অধ্যাপক কে ছিলেন ?
ডি এন ধনাগরে / এস সি দুবে / এম এন শ্রীনিবাস / রাধারমণ মুখার্জী।
৪৩. Practicing Sociology Through History - The Indian Experience - কার লেখা ?
ডি এন ধনাগরে / এস সি দুবে / এম এন শ্রীনিবাস / রাধারমণ মুখার্জী।
৪৪. Workers , Factories and Social Change in India - কার লেখা ?
আন্দ্রে বেতাই / রিচার্ড ডি ল্যামবার্ট / ডি ডি কোসাম্বী / কে এম কাপাডিয়া।
৪৯.Modern Indian Culture - A Sociological Study - কার লেখা ? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় / ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় / ই এম এস নাম্বুদ্রিপাদ / গোপাল হালদার।
৫০. Studies in Indian Social Polity - কার লেখা ?
মানবেন্দ্র রায় / আর আর ভান্ডারকর / ভুপেন্দ্রনাথ দত্ত / ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।
৫৪. New Humanism বা নব্য মানবতাবাদ কার লেখা ?
মানবেন্দ্র রায় / মুজাফর আহমেদ / জ্যোতি বসু / মার্কস।
৫৯. Elementary Aspects of Peasant Insurgency in Colonial India - কার লেখা ?
রণজিৎ গুহ ও গায়েত্রী চক্রবর্তী স্পিভাক / আন্তেনিও গ্রামশি / সুনীল সেন / সুমিত সরকার।
৬০. ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম কার লেখা ?
সুপ্রকাশ রায় / এস বি চৌধুরী / সুনীল সেন / রণজিৎ গুহ।
ABTA WBTA TEST PAPERS SOLVE CLICK HERE
CLICK HERE FOR PROJECTS.
(খ ) দ্বারকানাথ মিত্র ছিলেন একজন - ( ভাববাদী / দৃষ্টবাদী / প্রকৃতিবাদী / অদৃষ্টবাদী ) দার্শনিক।
(গ ) ভারতে সমাজতত্ত্বের পঠন পাঠন প্রথম শুরু হয় - ( কোলকাতা / মুম্বাই / চেন্নাই / লখনৌ ) বিশ্ববিদ্যালয়ে।
(ঘ ) কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক হলেন - ( বিনয় কুমার সরকার / রাধাকমল মুখার্জী / ইরাবতী কার্ভে / বেলা দত্তগুপ্ত )।
(ঙ) ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা হলেন - ( পার্থ মুখার্জী / রাজেন্দ্র সিংহ / এডওয়ার্ড শীলস / যোগেন্দ্র সিংহ )
২. ''ক'' স্তম্ভের সাথে ''খ'' স্তম্ভের মিল ঘটাও।
(খ ) An essay of Hinduism - এস ভি কেটকার
Symbolic life of Man - রাধারমণ মুখার্জী
Indian Scheme of Life - রাধাকুমুদ মুখোপাধ্যায়
The Intellectual's power and other Essays - এডওয়ার্ড শীলস।
(গ ) ১৮৬৭ - বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা।
১৭৮৪ - এশিয়াটিক সোসাইটি।
১৮২৪ - রয়েল এশিয়াটিক সোসাইটি।
১৮৫১ - বেথুন সোসাইটি।
৩. কোনটি ভিন্ন চিহ্নিত করো।
* এখানে যেটি ভিন্ন অর্থাৎ যেটি ভুল আছে সেটির সঠিক উত্তরটি দেওয়া হলো।
(ক ) বিনয়কুমার সরকার - কোলকাতা বিশ্ববিদ্যালয়।
(খ ) Rural Sociology of India - এ আর দেশাই - এর লেখা।
(গ ) বেথুন সোসাইটি - এর সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না। যাঁরা ছিলেন তাঁরা হলেন - এফ জে মোয়াট , রেভারেন্ড জেমস লঙ , প্যারীচাঁদ মিত্র , দেবেন্দ্রনাথ ঠাকুর , রাধানাথ শিকদার প্রমুখ।
বিভাগ - খ
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক ) নবজাগরণের পথিকৃৎ হিসেবে কয়েকজনের নাম করো।
শ্রী রামকৃষ্ণদেব , রবীন্দ্রনাথ ঠাকুর , বিদ্যাসাগর , রামমোহন , কেশবচন্দ্র সেন , স্যার সৈয়দ আহমেদ , স্বামী দয়ানন্দ সরস্বতী , দাদাভাই নৌরজি - প্রমুখ।
(খ ) কত সালে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
১৮৫১ তে কোলকাতায়।
(গ ) ভারতে দৃষ্টবাদের জনক কে ?
হুগলী কলেজের অধ্যক্ষ স্যামুয়েল লব।
(ঘ )ভারতে কোথায় , কবে প্রথম সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
১৯১৯ বোম্বাই বিশ্ববিদ্যালয়।
CLICK HERE FOR PROJECTS.
অনুশীলনীর প্রশ্নোত্তর
১.(ক ) ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ প্রথম হয় - ১৮৩৯ / ১৯৫১ / ১৯৬২ / ১৯২০ সালে। উত্তর - ১৮৬১ তে বেথুন সোসাইটিতে। প্রথম আলোচনা করেছিলেন রেভারেন্ড জেমস লং।
১.(ক ) ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ প্রথম হয় - ১৮৩৯ / ১৯৫১ / ১৯৬২ / ১৯২০ সালে। উত্তর - ১৮৬১ তে বেথুন সোসাইটিতে। প্রথম আলোচনা করেছিলেন রেভারেন্ড জেমস লং।
(খ ) দ্বারকানাথ মিত্র ছিলেন একজন - ( ভাববাদী / দৃষ্টবাদী / প্রকৃতিবাদী / অদৃষ্টবাদী ) দার্শনিক।
(গ ) ভারতে সমাজতত্ত্বের পঠন পাঠন প্রথম শুরু হয় - ( কোলকাতা / মুম্বাই / চেন্নাই / লখনৌ ) বিশ্ববিদ্যালয়ে।
(ঘ ) কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক হলেন - ( বিনয় কুমার সরকার / রাধাকমল মুখার্জী / ইরাবতী কার্ভে / বেলা দত্তগুপ্ত )।
(ঙ) ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা হলেন - ( পার্থ মুখার্জী / রাজেন্দ্র সিংহ / এডওয়ার্ড শীলস / যোগেন্দ্র সিংহ )
২. ''ক'' স্তম্ভের সাথে ''খ'' স্তম্ভের মিল ঘটাও।
(খ ) An essay of Hinduism - এস ভি কেটকার
Symbolic life of Man - রাধারমণ মুখার্জী
Indian Scheme of Life - রাধাকুমুদ মুখোপাধ্যায়
The Intellectual's power and other Essays - এডওয়ার্ড শীলস।
(গ ) ১৮৬৭ - বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা।
১৭৮৪ - এশিয়াটিক সোসাইটি।
১৮২৪ - রয়েল এশিয়াটিক সোসাইটি।
১৮৫১ - বেথুন সোসাইটি।
৩. কোনটি ভিন্ন চিহ্নিত করো।
* এখানে যেটি ভিন্ন অর্থাৎ যেটি ভুল আছে সেটির সঠিক উত্তরটি দেওয়া হলো।
(ক ) বিনয়কুমার সরকার - কোলকাতা বিশ্ববিদ্যালয়।
(খ ) Rural Sociology of India - এ আর দেশাই - এর লেখা।
(গ ) বেথুন সোসাইটি - এর সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না। যাঁরা ছিলেন তাঁরা হলেন - এফ জে মোয়াট , রেভারেন্ড জেমস লঙ , প্যারীচাঁদ মিত্র , দেবেন্দ্রনাথ ঠাকুর , রাধানাথ শিকদার প্রমুখ।
বিভাগ - খ
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক ) নবজাগরণের পথিকৃৎ হিসেবে কয়েকজনের নাম করো।
শ্রী রামকৃষ্ণদেব , রবীন্দ্রনাথ ঠাকুর , বিদ্যাসাগর , রামমোহন , কেশবচন্দ্র সেন , স্যার সৈয়দ আহমেদ , স্বামী দয়ানন্দ সরস্বতী , দাদাভাই নৌরজি - প্রমুখ।
(খ ) কত সালে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
১৮৫১ তে কোলকাতায়।
(গ ) ভারতে দৃষ্টবাদের জনক কে ?
হুগলী কলেজের অধ্যক্ষ স্যামুয়েল লব।
(ঘ )ভারতে কোথায় , কবে প্রথম সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
১৯১৯ বোম্বাই বিশ্ববিদ্যালয়।