Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. 4th SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ 



Set 1 
১. ভারত কোন ধর্মের উৎসভূমি নয় ?  হিন্দু / মুসলিম / বৌদ্ধ / জৈন / শিখ। 
উত্তর - মুসলিম। 
 
২. ভারতকে বিশ্বের ক্ষুদ্র সংস্করণ বলেছেন - ভিনসেন্ট স্মিথ / রবীন্দ্রনাথ / এম এন শ্রীনিবাস। 
উত্তর - ভিনসেন্ট স্মিথ। 

৩. কোনটি বেমানান ? ভারত হল - স্বাধীন / সার্বভৌম / রাজতান্ত্রিক / ধর্মনিরপেক্ষ - রাষ্ট্র। 
উত্তর - বেমানানটি হল রাজতান্ত্রিক। 

৪. ভারতে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে - মৌর্য / গুপ্ত / ব্রিটিশ / মুসলিম - শাসনকালে। 
উত্তর - গুপ্ত যুগের শেষের দিকে। 

৫. সামন্ততান্ত্রিক সমাজের সর্বোচ্চ স্তর - রাজা / সামন্ত প্রভু / কৃষক / বণিক। 
উত্তর - রাজা। 

৬. Village Communities in the East and West - কার লেখা ? হেনরি মেইন / বডেন পাওয়েল / কার্ল মার্কস - এর। 
উত্তর - হেনরি মেইন। 

৭. স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের একটি বৈশিষ্ট হল - বাজার অর্থনীতি। ঠিক / ভুল। 
উত্তর - ভুল। 

৮. স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ক্ষেত্রে জমির মালিকানা ছিল - যৌথ / কৃষক / রাজার - হাতে।
উত্তর - যৌথ। 
 
৯. স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ধ্বংসের একটি কারণ হল - চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। 

১০. যারা সেবা প্রদান করতেন , যজমানি ব্যবস্থায় তাদের কী বলা হত ? 
উত্তর - কামিন। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. যজমানি ব্যবস্থায় যারা সেবা গ্রহণ করতেন , তাদের কী বলা হত ? 
উত্তর - যজমান। 

১২. The Indian Jajmani System - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর - উইলিয়াম এইচ ওয়াইজার। 

১৩. যজমানি প্রথা - সারা ভারতে / ভারতের বিশেষ কিছু অঞ্চলে / উত্তর ভারতে / দক্ষিণ ভারতে - প্রচলিত ছিল। 
উত্তর - সারা ভারতে। 

১৪. যজমানি প্রথায় মুদ্রার বিনিময় - ঘটতো / ঘটতো না। 
উত্তর - ঘটতো না। 

১৫. যজমানি প্রথা ছিল বংশপরম্পরাগত। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। 

১৬. ভারতীয় পূর্বতন সমাজে সতীদাহ ছিল - বাধ্যতামূলক / বাধ্যতামূলক নয়। 
উত্তর - বাধ্যতামূলক নয়। 

১৭. ভারতকে নৃতত্ত্বের সংগ্রহশালা বলেছেন - স্মিথ / রবীন্দ্রনাথ। 
উত্তর - স্মিথ। 

১৮. হর্ষচরিত - গ্রন্থের লেখক কে ? 
উত্তর - বাণভট্ট। 

১৯. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয় ? ১৯৪৭ / ১৯৪৯ / ১৯৫০ / ১৯৫১ - সালে। 
উত্তর - ১৯৫১ খ্রিস্টাব্দে। 

২০. ভারতীয় সমাজ পরিবর্তনের একটি কারণ হল সংস্কৃতায়ন। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। 

Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ 

Set 2 

১. সর্বপ্রথম '' ব্রাহ্মণ্যকরণ '' শব্দটি কে চয়ন করেন ? 
উত্তর - এম এন শ্রীনিবাস। 

২. '' দ্বিজ '' বলতে কাদের বোঝাতো ? ব্রাহ্মণদের / নিচু জাতিগোষ্ঠীভুক্তদের। 
উত্তর - মূলতঃ ব্রাহ্মণদের। 

৩. ব্রাহ্মণ্যকরণ শব্দটির পরিবর্তিত রূপ কী ? 
উত্তর - সংস্কৃতায়ন। 

৪. নজির স্থাপক গোষ্ঠী হল - ব্রাহ্মণরা / নিচু জাতিগোষ্ঠীভুক্তরা / সকলেই। 
উত্তর - মূলতঃ ব্রাহ্মণরা। 

৫. পাশ্চ্যাত্তীকরণ শব্দটির প্রথম প্রয়োগ কে করেন ? 
উত্তর - এম এন শ্রীনিবাস। 

৬. মুসলিম / হিন্দু - সমাজের একটা বড় অংশ পাশ্চ্যাত্তীকরণের প্রভাবমুক্ত ছিল। 
উত্তর - মুসলিম। 
 
৭. পাশ্চ্যাত্তীকরণ প্রক্রিয়াটি অধিক কার্যকরী ছিল - শহরাঞ্চলে / গ্রামাঞ্চলে। 
উত্তর - শহরাঞ্চলে। 

৮. আধুনিকীকরণের মাপকাঠি প্রসঙ্গে কে তিনটি মুখ্য বৈশিষ্টের কথা বলেছেন ? কনিল / কার্ল ডয়েস / উইলবার্ট মূর। 
উত্তর - উইলবার্ট মুর। 

৯. ভারতীয় আধুনিকীকরণের পথপ্রদর্শক কে ছিলেন ? 
উত্তর - রাজা রামমোহন রায়। 

১০. হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮১৮ / ১৮১৭ / ১৮২৬ / ১৮২০ সালে। 
উত্তর - ১৮১৭ সালে। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. ব্যাপটিস্ট মিশন কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮১৮ / ১৮১৭ / ১৮১৬ / ১৮২০ সালে। 
উত্তর - ১৮১৮ সালে। 

১২. ভারতে আধুনিকীকরণের একটি সূচক হল - যজমানি প্রথার অবসান। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। তবে যজমানি প্রথার পরিবর্তে বাজার অর্থনীতির উদ্ভব হল ভারতে আধুনিকীকরণের একটি সূচক। 
  
১৩. Sociology গ্রন্থের লেখক কে ? কার্ল ডয়েস / আর আর ডেভিডসন / ইয়ান রবার্টসন। 
উত্তর - ইয়ান রবার্টসন। 
 
১৪. Globalization and After গ্রন্থটির লেখক কে ? 
উত্তর - ডক্টর সমীর দাসগুপ্ত। 

১৫. বিশ্বায়ন হল এক অর্থে পুঁজিবাদের বিস্তার। সত্য / মিথ্যা। 
উত্তর - সত্য। 

১৬. ভারতে বিশ্বায়ন নীতি গৃহীত হয় কবে ? ১৯৯০ / ১৯৯১ / ১৯৯২ / ২০০১ সালে। 
উত্তর - ১৯৯১ খ্রিস্টাব্দে। 

১৭. IMF এর পুরো নাম কী ? 
উত্তর - International Monetary Fund     । 

১৮. FERA কী ? 
উত্তর - বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন। 

১৯. ভারত কবে GATT চুক্তি সাক্ষর করে ? 
উত্তর - ৩০ ডিসেম্বর ১৯৯৪ সালে। 

২০. GATT এর পুরো নাম কী ? 
উত্তর - General Agreement on Tariffs and Trade 

Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ 

Set 3 

১. আধুনিকীকরণ সংগঠিত হওয়ার ক্ষেত্রে পাঁচটি উপাদানের কথা কে বলেছেন ? রামমোহন / ক্রসবি / আলফ্রেড ওয়েগনার / মেরন উইনার। 
উত্তর - মেরন উইনার। 

২. কাকে নবযুগের Prophet বলা হয় ? 
উত্তর - রাজা রামমোহন রায়। 

৩. ভারতে আধুনিকীকরণের সূচনা হয় কবে ? প্রাক ব্রিটিশ যুগে / ব্রিটিশ আমলে / স্বাধীনতার পরে। 
উত্তর - প্রাক ব্রিটিশ যুগে। 

৪. কবে , কত - তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনা অংশে যুক্ত হয় ? 
উত্তর - ১৯৭৬ সালে ৪২ তম সংশোধনীতে। 

৫. ধর্মনিরপেক্ষীকরণের মাপকাঠি হিসেবে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন কে ? ইয়ান রবার্টসন / মেরন উইনার / শ্রীনিবাস / অধ্যাপক ঘুরে। 
উত্তর - ইয়ান রবার্টসন। 

৬. হিন্দু বিবাহ আইন কবে প্রবর্তিত হয় ? 
উত্তর - ১৯৫৫ সালে। 

৭. কত নং ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংযুক্ত হয়েছে ? ২৫ - ২৮ / ২৫ ও ২৮ / ১৪ - ১৮ / ১৪ ও ১৮ নং ধারায়। 
উত্তর - ২৫ থেকে ২৮ নং ধারাতে। 

৮. কবে বাবরি মসজিদ ধ্বংস হয় ? ১৯৯২ এর ৬ ই ডিসেম্বর / ১৬ ই ডিসেম্বর / ২৮ শে ডিসেম্বর। 
উত্তর - ৬ ই ডিসেম্বর। 

৯. Global Village বা ভুবনগ্রাম প্রত্যয়টি কীসের সাথে যুক্ত ? বিশ্বায়ন /উদারীকরণ / পাশ্চ্যাত্তীকরণ - এর সাথে সম্পর্কিত। 
উত্তর - বিশ্বায়ন। 

১০. FDI এর পুরো কথাটি কী ? 
উত্তর - Foreign Direct Investment 

১১. Religion and Society among the Coorgs in Southern India - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর - এম এন শ্রীনিবাস। 

১২. ভারতে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যোগেন্দ্র সিংহ ক'টি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ও কী কী ? 
উত্তর - তিনটি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন - Evolutionary , Cultural , Structural 

১৩. কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ? 
উত্তর - ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক। 

১৪. কার রচনায় '' বাবু '' চরিত্রের পরিচয় পাওয়া যায় ? 
উত্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

১৫. বাবু চরিত্র -  পাশ্চ্যাত্তীকরণ  / সংস্কৃতায়ন / বিশ্বায়ন - এর ফল। 
উত্তর - পাশ্চ্যাত্তীকরণ। 
 
১৬. কবে গুজরাট দাঙ্গা হয়েছিল ? ২০০১ / ২০০২ / ১৯৯১ / ১৯৯২ - সালে। 
উত্তর - ২০০২ সালে। 

১৭. ২০১০ সালে Economic Freedom World Rank - এর ১৭৯ টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল - ১২৪ / ১২৮ / ০৪ / ১০৪ - তম। 
উত্তর - ১২৪ তম। 

১৮. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন হল - MRTP / FERA / GST / FDI .
উত্তর - FERA 

১৯. সংস্কৃতায়নে কোন ধরণের সচলতা দেখা যায় ? উর্ধমুখী / অধঃমুখী / উভয়প্রকার সচলতা। 
উত্তর - উর্ধমুখী। 

২০. '' যত মত তত পথ '' - মতবাদের প্রবক্তা কে ? 
উত্তর - শ্রীরামকৃষ্ণ।     

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

Share
Tweet
Pin
Share
No comments

HS SOCIOLOGY MCQ & SAQ













সমাজতত্ত্ব প্রথম অধ্যায় :-
১. শ্রীজ্ঞান কার লেখা ?
শঙ্করাচার্য / স্বামী বিবেকানন্দ / অতীশ দীপঙ্কর / কৌটিল্য।
২. দর্শন - গ্রন্থটি কার লেখা ?
শঙ্করাচার্য / স্বামী বিবেকানন্দ / অতীশ দীপঙ্কর / কৌটিল্য।
৩. ভারতে সর্বপ্রথম সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে কোন প্রতিষ্ঠানে ?
এশিয়াটিক সোসাইটি / বেথুন সোসাইটি / কলকাতা বিশ্ববিদ্যালয় / বোম্বাই বিশ্ববিদ্যালয়।
৪. বেথুন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৭৬১ /১৮৬১ / ১৮৫১ / ১৯১৯ সালে।
৫. কে সর্বপ্রথম বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ?
প্যারীচাঁদ মিত্র / রেভারেন্ড জেমস লঙ / দেবেন্দ্রনাথ ঠাকুর / বিনয় কুমার সরকার।
৬. বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা  কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৮৫১ / ১৮৬১ / ১৮৬৭ / ১৮৭১ - সালে।
৭. সমাজতত্ত্বের দৃষ্টবাদীদের মধ্যে অগ্রণী কে ছিলেন ?
বিনয় কুমার সরকার / ইরাবতী কার্ভে / জি এস ঘুরে / ব্রজেন্দ্রনাথ শীল।
৮. বিষয় হিসেবে বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন কত সালে শুরু হয় ?
১৯১৭ / ১৯১৯ / ১৯৩১ / ১৯০৫ সালে।
৯. কার তত্ত্বাবধানে বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিষয়টির পঠন পাঠন শুরু হয় ?
প্যাট্রিক গেডেজ / ইরাবতী কার্ভে / জি এস ঘুরে / এ আর দেশাই।
১০. বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন ?
প্যাট্রিক গেডেজ / ইরাবতী কার্ভে / জি এস ঘুরে / এ আর দেশাই।
১১. কার প্রচেষ্টায় Indian Sociological Society র মুখপত্র Sociological Bulletin প্রকাশিত হয় ?
প্যাট্রিক গেডেজ / জি এস ঘুরে / ইরাবতী কার্ভে / বিনয়কুমার সরকার।
১২. বিনয়কুমার সরকার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৩. ইরাবতী কার্ভে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৪. এম এন শ্রীনিবাস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৫. ডক্টর বেলা দত্তগুপ্ত কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
বোম্বাই / কোলকাতা / লখনৌ / কেন্দ্রীয় - বিশ্ববিদ্যালয়।
১৬. The Positive Background of Hindu Sociology গ্রন্থটি কার লেখা ?
বিনয়কুমার সরকার / ডক্টর বেলা দত্তগুপ্ত / এম এন শ্রীনিবাস / জি এস ঘুরে।
১৭. কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক কে ছিলেন ?
 প্যাট্রিক গেডেজ / জি এস ঘুরে / ইরাবতী কার্ভে / বিনয়কুমার সরকার।
১৮. Indian Statistical Institute  এর প্রতিষ্ঠাতা কে ?
প্যাট্রিক গেডেজ / প্রশান্ত মহলানবিশ / ডি এন মজুমদার / জওহরলাল নেহেরু।
১৯. কবে লখনৌ বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
১৯৩০ / ১৯২১ / ১৯৩১ / ১৯১৯ সালে।
২০. '' সমাজতাত্ত্বিক চিন্তাধারার সংক্ষিপ্ত ইতিহাস " গ্রন্থটি কার লেখা ?
যোগেন্দ্র সিংহ / ডি এন মজুমদার / ধুর্জটিপ্রসাদ মুখার্জী / ডক্টর সমীর দাশগুপ্ত।
২১. বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কবে থেকে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
২০০৫ / ২০০৬ / ২০১০ / ১৯৯০ - সালে।
২২. কোন দৃষ্টিভঙ্গি ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির ওপর গুরুত্ব প্রদান করে ?
ভারত তাত্ত্বিক / ঐতিহাসিক / দ্বান্দ্বিক / কার্য - কাঠামোগত - দৃষ্টিভঙ্গি।
২৩. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
১৮৮৪ / ১৭৮৪ / ১৮৬০ / ১৭৭৪ সালে।
২৪. এশিয়াটিক সোসাইটি ছিল ভারত তত্ত্ব চর্চার একটি কেন্দ্র।  ঠিক / ভুল।
২৫. Indian Scheme of Life - কার লেখা ?
রাধাকুমুদ মুখোপাধ্যায় / এডওয়ার্ড শীলস / রাধারমণ মুখার্জী / বিনয় কুমার সরকার।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

২৬. Symbolic Life of Man - কার লেখা ?
  রাধাকুমুদ মুখোপাধ্যায় / এডওয়ার্ড শীলস / রাধারমণ মুখার্জী / বিনয় কুমার সরকার।
২৭. An Essay of Hinduism - কার লেখা ?
বিনয় কুমার সরকার / ধুর্জটিপ্রসাদ মুখার্জী / এস ভি কেটকার / লুই ডুমোন্ট।
২৮. The Positive Background of Hindu Sociology -  কার লেখা ?
বিনয় কুমার সরকার / ধুর্জটিপ্রসাদ মুখার্জী / এস ভি কেটকার / লুই ডুমোন্ট।
২৯. '' বসু ধৈব কুটুম্বকম '' ধারণাটি কোন দৃষ্টিভঙ্গিতে পাওয়া যায় ?
ভারততাত্ত্বিক / কার্য কাঠামোগত / ঐতিহাসিক / নিম্নবর্গের ইতিহাস চর্চা - দৃষ্টিভঙ্গিতে।
৩০. মিশ্র সংস্কৃতি বা Composite Culture- এর ধারণাটি কোন দৃষ্টিভঙ্গিতে পাওয়া যায় ?
ভারততাত্ত্বিক / কার্য কাঠামোগত / ঐতিহাসিক / নিম্নবর্গের ইতিহাস চর্চা - দৃষ্টিভঙ্গিতে।
৩১. Social Change In Modern India - কার লেখা ?
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস। 
৩২.  Rural Sociology In India - কার লেখা ?
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস।
৩৩. সমাজতত্ত্বের আলোচনায় কোন দৃষ্টিভঙ্গিতে প্রত্নতত্ত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয় ? ভারততাত্ত্বিক / কার্য কাঠামোগত / ঐতিহাসিক / নিম্নবর্গের ইতিহাস চর্চা - দৃষ্টিভঙ্গিতে।
৩৪. ভারতীয় সমাজতাত্ত্বিকগণের মধ্যে যাঁরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে এসেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন -
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস।
৩৫. সমাজতত্ত্বের আলোচনায় কোন দৃষ্টিভঙ্গিতে ক্ষেত্র সমীক্ষা বা Field Survey -  র ওপর গুরুত্ব দেওয়া হয় ?
ভারততাত্ত্বিক / কার্য কাঠামোগত / ঐতিহাসিক / নিম্নবর্গের ইতিহাস চর্চা - দৃষ্টিভঙ্গিতে।
৩৬. কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গিকে কে সম্পূর্ণ তত্ত্বগত রূপরেখা প্রদান করেন ?
রাডক্লিফ ব্রাউন / মোলিনোস্কি / ট্যালকট পারসনস / এস সি দুবে।
৩৭. কে ছোটোনাগপুরের কোলহান অঞ্চলে ক্ষেত্র সমীক্ষা করে সমাজের বিশ্লেষণ করেছিলেন ?
ধীরেন্দ্রনাথ মজুমদার / রাধারমণ মুখার্জী / এম এন শ্রীনিবাস / ডি এন ধনাগরে।
৩৮. MARC - এর প্রবক্তা কে ?
ধীরেন্দ্রনাথ মজুমদার / রাধারমণ মুখার্জী / এম এন শ্রীনিবাস / ডি এন ধনাগরে।
৩৯. কে সমাজতত্ত্বের আলোচনায় Micro Level গবেষণা করেন ?
ধীরেন্দ্রনাথ মজুমদার / রাধারমণ মুখার্জী / এম এন শ্রীনিবাস / ডি এন ধনাগরে।
৪০. Study of Complex Culture - কার লেখা ?
এস সি দুবে / যোগিন্দর সিং / এ আর দেশাই / এম এন শ্রীনিবাস।
৪১. Center of Complex Cultures - কোথায় অবস্থিত ?
কোলকাতা / মুম্বাই / হায়দ্রাবাদ / সুরাট।
৪২. Center of Complex Cultures -র অধ্যাপক কে ছিলেন ?
ডি এন ধনাগরে / এস সি দুবে / এম এন শ্রীনিবাস / রাধারমণ মুখার্জী।
৪৩. Practicing Sociology Through History - The Indian Experience -  কার লেখা ?
ডি এন ধনাগরে / এস সি দুবে / এম এন শ্রীনিবাস / রাধারমণ মুখার্জী।
৪৪. Workers , Factories and Social Change in India - কার লেখা ?
আন্দ্রে বেতাই / রিচার্ড ডি ল্যামবার্ট / ডি ডি কোসাম্বী / কে এম কাপাডিয়া।
৪৫. Thesis , Anti thesis , Synthesis - কথাগুলি কোন দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত ?
ঐতিহাসিক / দ্বান্দ্বিক / কার্য কাঠামোগত / ভারততাত্ত্বিক - দৃষ্টিভঙ্গি।
৪৬. আছে ( Haves ) আর নেই ( Have Nots )  - এই দুয়ের দ্বন্দ্ব কোন দৃষ্টিভঙ্গির বক্তব্য ?
ঐতিহাসিক / দ্বান্দ্বিক / কার্য কাঠামোগত / ভারততাত্ত্বিক - দৃষ্টিভঙ্গি।
৪৭. সমাজতত্ত্বের আলোচনায় কোন দৃষ্টিভঙ্গিতে মার্কসের প্রভাব দেখা যায় ?
ঐতিহাসিক / দ্বান্দ্বিক / কার্য কাঠামোগত / ভারততাত্ত্বিক - দৃষ্টিভঙ্গি।
৪৮. ভারতে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির সূত্রপাত হয় কার হাত ধরে ?
রাখাল দাস বন্দ্যোপাধ্যায় / ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় / ই এম এস নাম্বুদ্রিপাদ / গোপাল হালদার।
৪৯.Modern Indian Culture - A Sociological Study -  কার লেখা ? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় / ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় / ই এম এস নাম্বুদ্রিপাদ / গোপাল হালদার।
৫০. Studies in Indian Social Polity - কার লেখা ?

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

মানবেন্দ্র রায় / আর আর ভান্ডারকর / ভুপেন্দ্রনাথ দত্ত / ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।
৫১. ভারতে মার্কসবাদী চিন্তাভাবনার সূত্রপাত ঘটে কার হাত ধরে ?
গোপাল হালদার / মার্কস / এঙ্গেলস / মানবেন্দ্র রায়।
৫২. কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
১৯২০ / ১৯২৫ / ১৯৩১ / ১৯৫১ - সালে।
৫৩. কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
সুরাট / সানফ্রান্সিসকো / তাসখন্দ / কলকাতা।
৫৪. New Humanism বা নব্য মানবতাবাদ কার লেখা ?
মানবেন্দ্র রায় / মুজাফর আহমেদ / জ্যোতি বসু / মার্কস।
৫৫. History told from the below - কোন দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত ?
ভারতত্ত্বাত্তিক / দ্বান্দ্বিক / নিম্নবর্গের ইতিহাস চর্চা / ঐতিহাসিক - দৃষ্টিভঙ্গি।
৫৬. প্রলেতারিয়েত শব্দের অর্থ কি ?
নিপীড়িত / শোষিত / বঞ্চিত / সর্বহারা / সবগুলি। 
৫৭. নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে যুক্ত অগ্রগণ্য ব্যাক্তি হলেন ?
সুমিত সরকার / পার্থ চট্টোপাধ্যায় / রণজিৎ গুহ / গৌতম ভদ্র।
৫৮. Sub altern - কথাটি প্রথম কার রচনা থেকে এসেছে ?
রণজিৎ গুহ / গায়েত্রী চক্রবর্তী স্পিভাক / আন্তেনিও গ্রামশি / সুনীল সেন।
৫৯. Elementary Aspects of Peasant Insurgency in Colonial India - কার লেখা ?
রণজিৎ গুহ ও গায়েত্রী চক্রবর্তী স্পিভাক / আন্তেনিও গ্রামশি / সুনীল সেন / সুমিত সরকার।
৬০. ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম কার লেখা ?
সুপ্রকাশ রায় / এস বি চৌধুরী / সুনীল সেন / রণজিৎ গুহ।


অনুশীলনীর প্রশ্নোত্তর 
১.(ক ) ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ প্রথম হয় - ১৮৩৯ / ১৯৫১ / ১৯৬২ / ১৯২০ সালে।  উত্তর - ১৮৬১ তে বেথুন সোসাইটিতে। প্রথম আলোচনা করেছিলেন রেভারেন্ড জেমস লং।
(খ ) দ্বারকানাথ মিত্র ছিলেন একজন - ( ভাববাদী / দৃষ্টবাদী / প্রকৃতিবাদী / অদৃষ্টবাদী ) দার্শনিক।
(গ ) ভারতে সমাজতত্ত্বের পঠন পাঠন প্রথম শুরু হয় - ( কোলকাতা / মুম্বাই / চেন্নাই / লখনৌ ) বিশ্ববিদ্যালয়ে।
(ঘ ) কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক হলেন - ( বিনয় কুমার সরকার / রাধাকমল মুখার্জী / ইরাবতী কার্ভে / বেলা দত্তগুপ্ত )। 
(ঙ) ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা হলেন - ( পার্থ মুখার্জী / রাজেন্দ্র সিংহ / এডওয়ার্ড শীলস / যোগেন্দ্র সিংহ )
(চ) ভুপেন্দ্রনাথ দত্ত ছিলেন -( ঐতিহাসিক / নৃতাত্ত্বিক / দার্শনিক / দ্বান্দ্বিক ) দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবর্তক।
(ছ) আধ্যাত্মিকতা ও অখণ্ডতা - ( দ্বান্দ্বিক / ঐতিহাসিক / নৃতাত্ত্বিক / ভারত তাত্ত্বিক ) দৃষ্টিভঙ্গির অন্যতম উপাদান।
(জ) যোগেন্দ্র সিংহ , রাজেন্দ্র সিংহ প্রমুখ - ( দ্বান্দ্বিক / ঐতিহাসিক / ভারত তাত্ত্বিক / দার্শনিক ) দৃষ্টিভঙ্গির প্রবর্তক।
(ঝ) এম এন শ্রীনিবাস - ( দ্বান্দ্বিক / কার্য কাঠামো /ঐতিহাসিক / ভারত তাত্ত্বিক ) দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবর্তক।
(ঞ) নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্যতম পথপ্রদর্শক হলেন - ( রণজিৎ গুহ / ডি ডি কোশাম্বী / এম এন শ্রীনিবাস / এ আর দেশাই )।     
 
২. ''ক'' স্তম্ভের সাথে ''খ'' স্তম্ভের মিল ঘটাও।
(ক ) দৃষ্টবাদী - ব্রজেন্দ্রনাথ শীল।
দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি - কে এম কাপাডিয়া।
ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি - রাধাকুমুদ মুখোপাধ্যায়।
কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি - ধীরেন্দ্রনাথ মজুমদার।

(খ ) An essay of Hinduism - এস ভি কেটকার
Symbolic life of Man - রাধারমণ মুখার্জী
Indian Scheme of Life - রাধাকুমুদ মুখোপাধ্যায়
The Intellectual's power and other Essays - এডওয়ার্ড শীলস।

(গ ) ১৮৬৭ - বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা।
১৭৮৪ - এশিয়াটিক সোসাইটি।
১৮২৪ - রয়েল এশিয়াটিক সোসাইটি।
১৮৫১ - বেথুন সোসাইটি।

৩. কোনটি ভিন্ন চিহ্নিত করো।
* এখানে যেটি ভিন্ন অর্থাৎ যেটি ভুল আছে সেটির সঠিক উত্তরটি দেওয়া হলো।
(ক ) বিনয়কুমার সরকার - কোলকাতা বিশ্ববিদ্যালয়।
(খ ) Rural Sociology of India  - এ আর দেশাই - এর লেখা।
(গ ) বেথুন সোসাইটি - এর সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না। যাঁরা ছিলেন তাঁরা হলেন - এফ জে মোয়াট , রেভারেন্ড জেমস লঙ , প্যারীচাঁদ মিত্র , দেবেন্দ্রনাথ ঠাকুর , রাধানাথ শিকদার প্রমুখ।

বিভাগ - খ 
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক ) নবজাগরণের পথিকৃৎ হিসেবে কয়েকজনের নাম করো।
শ্রী রামকৃষ্ণদেব , রবীন্দ্রনাথ ঠাকুর , বিদ্যাসাগর , রামমোহন , কেশবচন্দ্র সেন , স্যার সৈয়দ আহমেদ , স্বামী দয়ানন্দ সরস্বতী , দাদাভাই নৌরজি - প্রমুখ।
(খ ) কত সালে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
১৮৫১ তে কোলকাতায়।
(গ ) ভারতে দৃষ্টবাদের জনক কে ? 
হুগলী কলেজের অধ্যক্ষ স্যামুয়েল লব।
(ঘ )ভারতে কোথায় , কবে প্রথম সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ?
১৯১৯ বোম্বাই বিশ্ববিদ্যালয়।
(ঙ) ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল উপাদান কী কী ?
প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র সমূহ যেমন - রামায়ণ , মহাভারত। প্রাচীন লিখিত সাহিত্য - যেমন অর্থশাস্ত্র ; এছাড়াও ভারতের সনাতন ঐতিহ্য ও রীতিনীতি - ইত্যাদি।
(চ ) কার্য কাঠামো দৃষ্টিভঙ্গির জনক কে ?
ট্যালকট পারসনস। ( ইনি কার্য কাঠামো দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ তত্ত্বগত রূপরেখা প্রদান করেন। )
(ছ ) দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির উদগাতা কে ?
কার্ল মার্কস ( ভারতে গোপাল হালদার ) .
(জ) নিম্নবর্গের ইতিহাস চর্চার যাত্রা শুরু হয় কবে ?
১৯৮৩ সালে রণজিৎ গুহ -র Elementary Aspects of Peasant Insurgency in Colonial India গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে।
(ঝ) নিম্নবর্গের ইতিহাস চর্চার পথিকৃৎ কারা ?
রণজিৎ গুহ , গায়েত্রী চক্রবর্তী স্পিভাক , পার্থ চট্টোপাধ্যায় , গৌতম ভদ্র , সুমিত সরকার - প্রমুখ।
(ঞ) ভারতে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির কয়েকজন পথিকৃৎ ব্যাক্তির নাম উল্লেখ করো।
গোপাল হালদার , ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় , ডি ডি কোসাম্বী , মানবেন্দ্রনাথ রায় , আন্দ্রে বেতাই , ই এম এস নাম্বুদ্রিপাদ - প্রমুখ।
   
XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

 XII SOCIOLOGY 3rd chapter MCQ  SET 1 .

১. যৌথ পরিবার - পিতৃতান্ত্রিক /মাতৃতান্ত্রিক / উভয় প্রকার - হয়। 
২.নাম্বুদ্রিদের যৌথ পরিবারকে বলা হয় - ইলম / তারাওয়ার। 
৩.নায়ারদের - যৌথ পরিবারকে বলা হয় - ইলম / তারাওয়ার। 
৪. Hindu Marriage Act  পাস হয় - ১৯৫০/ ১৯৫২/ ১৯৫৫/ ১৯৫৬ - সালে। 
৫. ভারতীয় সংস্কৃতিতে Live Together  পাশ্চাত্যের একটি প্রভাব - ঠিক / ভুল। 
৬.মধ্যস্বত্তভোগীদের উচ্ছেদের জন্য আইন প্রণীত হয় - ১৯৫৪/১৯৪৮/ ১৯৭৭ - সালে। 
৭. গ্রামীণ সামাজিক স্তরের উচ্চস্তরে আসীন - জমিদার / ভূস্বামী / সামন্ত। 
৮.মহাজন হলো - জমির মালিক / মধ্যস্বত্তভোগী / ব্যেক্তিগত ঋণদাতা। 
৯.নগরীয় শ্রেণী কাঠমোর সাথে সম্পর্কিত - জমিদার / পুঁজিপতি - শ্রেণী। 
১০. স্বাধীনতা আন্দোলনে সর্বাধিক সক্রিয় ছিল - পুঁজিপতি /আমলা /বুদ্ধিজীবী /ব্যবসায়ী -শ্রেণী। 
১১.গ্রামীণ জনসংখ্যার - ৬৫-৭০ / ৭০-৮০ - শতাংশ মানুষ কৃষক। 
১২.জাতিভেদ প্রথা প্রচলিত - হিন্দু / মুসলিম /  উভয় - সমাজে। 
১৩.পাক্কা খাদ্য - জল / ঘি / তেল - দ্বারা প্রস্তুত হয়। 
১৪. ভারতে জাতিভেদের ধর্মীয় ব্যাখ্যটি - ঋক / সাম / যজু / অথর্ব - বেদ থেকে গৃহীত। 
১৫. Land Acquisition,Rehabilitation and Resetellment Billপাস্ হয় - ২০০০/ ২০১১/ ২০১৪/ ২০০৯ - সালে। 
১৬.ভারতের প্রমিথিউস হলেন - বিবেকানন্দ /রামমোহন /ডিরোজিও / রবীন্দ্রনাথ। 
১৭. জীবজ্ঞানে শিব সেবা - কার মতবাদ - রামকৃষ্ণ / বিবেকানন্দ / সারদা মা। 
১৮. যোগ শব্দের অর্থ কি - ধ্যান / জ্ঞান / যুক্ত করা / প্রার্থনা করা। 
১৯.জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সদস্য ছিলেন - W C  ব্যানার্জী / নেতাজি / চিত্তরঞ্জন / মৌলানা আজাদ। 
২০.চৌদার পুকুর আন্দোলনে জড়িত ছিলেন - গান্ধীজি / নেতাজি / সর্দার প্যাটেল / আম্বেদকর। 
২১.মূকনায়ক পত্রিকার প্রকাশক - আম্বেদকর / গান্ধী / সর্দার প্যাটেল। 
২২.বহিস্কৃত হিতকারিনী সভার প্রতিষ্ঠাতা - আম্বেদকর / গান্ধী / সর্দার প্যাটেল।     
২৩.সংবাদ কৌমুদী -র প্রকাশক - রামমোহন / বিবেকানন্দ / সুরেন্দ্রনাথ / কৃষ্ণকান্ত। 
২৪ The Golden Bough এর লেখক - অগাস্ট কোত / জেমস ফ্রেজার / থমাস ওডিয়ে / ওয়াটার হাউস। 
২৫.মানবত্ত্বই ধর্ম - বলেছেন -   অগাস্ট কোত / জেমস ফ্রেজার / থমাস ওডিয়ে / ওয়াটার হাউস। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

২৬.ধৃ শব্দের অর্থ - ধৃত হওয়া / ধরে ফেলা / ধারণ করা। 
২৭. সমাজবিজ্ঞান পরিচয় -এর লেখক - শ্রীনিবাস /দুবে / বিমলকান্তি মাহাতো / খগেন্দ্রনাথ সেন। 
২৮. Myth হলো - লোককথা / পৌরাণিক কথা / কিংবদন্তি। 
২৯.স্বস্তিকা চিহ্ন কোন ধর্মের - মুসলিম / জার্মান / হিন্দু / আফ্রিকান। 
৩০. মুক্তিলাভ সকল ধর্মের মূলকথা - ঠিক / ভুল। 
৩১.ধর্মকে জনতার আফিম - বলেছেন - দুবে / ঘুরে / শ্রীনিবাস / মার্ক্স্। 
৩২. বিবেকানন্দ কবে চিকাগো তে যান - ১৭৯৩/ ১৮৯৩ / ১৯৯৩/ ১৯০৭ - সালে। 
৩৩.আল হিলাল - হিন্দি / উর্দু / ফার্সি - ভাষার পত্রিকা। 
৩৪. কে ICS পরীক্ষায় উত্তীর্ণ হন - বিবেকানন্দ / অরবিন্দ / গান্ধী। 
৩৫. About Education  এর লেখক - শ্রীনিবাস / অগাস্ট কোঁত / জোয়াড। 
৩৬.India Wins Freedom  এর লেখক - অরবিন্দ / মৌলানা আজাদ / জেমস ফ্রেজার / ঘুরে। 
৩৭. ''বাংলার ইতিহাস'' কার লেখা - মৌলানা আজাদ / বিবেকানন্দ / সুমিত সরকার / বিদ্যাসাগর।  
৩৮.কে Imperial Legislative Council  এ নির্বাচিত হন - জি কে গোখলে / অরবিন্দ / আম্বেদকর /তিলক। 
৩৯.Servants of India Society  কে প্রতিষ্ঠা করেন -    জি কে গোখলে / অরবিন্দ / আম্বেদকর /তিলক। 
৪০.প্রকৃতির সাথে শিক্ষার সংযোগের কথা বলেছিলেন - গান্ধী / রবীন্দ্রনাথ / মৌলানা আজাদ /

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.


SOCIOLOGY 3RD  MCQ SET 2;
১. কে যৌথ সম্পত্তিকে সমবায় ব্যাবস্থার সাথে তুলনা করেছেন - শ্রীনিবাস / কুলি / মেলি / ঘুরে। 
২.পরিবার ব্যাবস্থায় পরিবর্তনের ফলে এসেছে - আয়োজিত / রোমান্টিক / সামাজিক - বিবাহ। 
৩.বিশেষ বিবাহ আইন প্রবর্তিত হয় - ১৯৫৫/ ১৯৫৪/ ১৯৫৬/ ১৯২৯ - সালে। 
৪. বাল্য বিবাহ প্রতিরোধ আইন তৈরী হয় - ১৯৫৫/১৯৫৬/১৯৫৪/ ১৯২৯ - সালে। 
৫. বর্তমানে আত্মিক সম্পর্ক অনেকটাই Give and take policy  ঠিক / ভুল। 
৬.কৃষির বাণিজ্যিকীকরণের ফলে গ্রামীণ কৃষি ও কুটির শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা - নষ্ট হয় / গড়ে ওঠে / একই থাকে। 
৭.১৯৪৮ সালে কার নেতৃত্বে ভূমি সংস্কার প্রসঙ্গে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়ে ওঠে - জওহরলাল নেহেরু / রাধাকৃষ্ণণ / মুদালিয়ার / সীতারামাইয়া। 
৮.প্রথম / দ্বিতীয় / চতুর্থ / পঞ্চম - পরিকল্পনাতে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাওয়া যায়। 
৯.সবুজ বিপ্লব ঘটেছিলো - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ / পঞ্চম - পরিকল্পনাকালে। 
১০.প্রথম পরিকল্পনা কাল ছিল - ১৯৫১-৫৬ / ১৯৫১-৫৫ / ১৯৪৭- ৫২ / ১৯৫০-৫৫। 
১১.জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক হলো - NABARD/ NREP / RLEGP/ SGRY । 
১২.পুঁজিপতি শ্রেণী প্রাক ব্রিটিশ ভারতে - উপস্থিত ছিল / উপস্থিত ছিলো না। 
১৩.কারা প্রথম Caste  শব্দটি ব্যবহার করেন - ইংরেজ / পর্তুগিজ / ওলন্দাজ / ফরাসিরা। 
১৪.ব্রাম্মনরা কাচ্চা খাদ্য - খেতে পারে / পারে না। 
১৫. মহাড় ও মং রা ছিল - ঝাড়খন্ড / মধ্যপ্রদেশের / মহারাষ্ট্রের / জঙ্গলমহলের - অধিবাসী। 
১৬.পরোপকার ই  ধর্ম - বক্তা - বিবেকানন্দ / রামকৃষ্ণ / সারদা মা / অগাস্ট কোঁত। 
১৭.আত্মীয় সভা গঠিত হয় - ১৮১৫/ ১৯১৫ / ১৮২৯ /১৮২৮ - সালে। 
১৮.একাডেমিক এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন - রামমোহন / ডিরোজিও / মেকলে / আলেকজান্ডার ডাফ। 

১৯. অস্পৃশ্যতা নিবারণ আইন তৈরী হয় - ১৮২৯/ ১৮৫৬/ ১৯৫৬/ ১৯৫৪ - সালে। 
২০.১৮৬০ সালের আইনে মেয়েদের বয়স ন্যূনতম - ১০/ ১২ / ১৬ / ১৮ - ধরা হয়। 
২১.থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন - রামমোহন / অরবিন্দ / জোতিবা ফুলে / ডিরোজিও। 
২২.রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় - ১৮৯৩ / ১৮৯৭ / ১৮৯৯/ ১৮৯৫ - সালে। 
২৩.দক্ষিন আফ্রিকায় গান্ধীজির আন্দোলন ছিল মূলত - স্বাধীনতা আন্দোলন / বর্ণভেদ বিরোধী আন্দোলন/ রাজনৈতিক ও সামাজিক আন্দোলন। 
২৪.নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন - গান্ধীজি / হিউম / সুরেন্দ্রনাথ / উমেশচন্দ্র। 
২৫.হরিজন পত্রিকার প্রকাশক ছিলেন - আম্বেদকর / গান্ধীজি / মৌলানা আজাদ / বিবেকানন্দ। 
২৬.আম্বেদকর ছিলেন - মাহার / কোল / ভিল / মং - সম্প্রদায়ের মানুষ। 
২৭. চৌদার আন্দোলন হয় - ১৯২৮ / ১৯২৪ / ১৯৩২ / ১৯৩৪ - সালে। 
২৮. পুনা চুক্তি হয় - গান্ধী ও আম্বেদকর  / আম্বেদকর ও রামসে ম্যাকডোনাল্ড / গান্ধী ও জিন্নার - মধ্যে। 
২৯.ভট্টাচার্যের সহিত বিচার - কার প্রবন্ধ - রামমোহন / হরপ্রসাদ শাস্ত্রী / শরৎচন্দ্র / রবীন্দ্রনাথ। 
৩০. হাঁড়ি মুচি ডোম - কার লেখা - জলধর সেন / শ্রীমন্ত দাস / বিভূতিভূষণ / অচিন্তকুমার সেনগুপ্ত।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

SOCIOLOGY 3RD CHAPTER SET 3


১. গিরিজন - কাদের বলা হয় - আদিবাসী / শুদ্র / অস্পৃশ্য / পাহাড়ে বসবাসকারী - দের। 
২.খাসি জনজাতির মানুষ দেখা যায় - উত্তর / উত্তর -পূর্ব / দক্ষিন - পূর্ব / দক্ষিন - ভারতে। 
৩.রিলিজিওন শব্দটির উৎপত্তি - Religion / Religare / Realisation  শব্দ থেকে। 
৪. জেন্দআবেস্তা কাদের ধর্মগ্রন্থ - পারসিকদের / শিয়াদের /   জরথুষ্ট্রীয়দের / ইহুদিদের। 
৫. ত্রিরত্ন কাদের ধর্মীয় বিধি - হিন্দু / বৌদ্ধ / জৈন / বৈষ্ণব - দের। 
৬.Opiate of the masses  প্রবক্তা - মার্ক্স্ / ওয়েবার / লেনিন / পুতিন। 
৭.পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গাটি ঘটেছিলো - নোয়াখালিতে / হুগলিতে / চুঁচুড়াতে / ইসলামপুরে। 
৮. স্বামীজী - ২/৩/৪/১০- প্রকার যোগ এর কথা বলেছিলেন। 
৯. UGC  প্রতিষ্ঠায় গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছিলেন - রাধাকৃষ্ণণ / মৌলানা আজাদ / নেহেরু। 
১০.Essays on Gita  কার লেখা - তিলক / অরবিন্দ / রামমোহন / বিবেকানন্দ। 
১১. কর্ম যোগী পত্রিকার সম্পাদক ছিলেন - তিলক / অরবিন্দ / রামমোহন / বিবেকানন্দ।  
১২.Education  শব্দটি - ১/২/৩/৪ টি ল্যাটিন শব্দ থেকে এসেছে।  
১৩. শিক্ষার অর্থ হলো শিশুর পরিপূর্ণ স্বতঃস্ফূর্ত আত্মিবিশ্বাস।  বলেছেন - রুশো / ফ্রয়েবেল / ম্যাকেঞ্জি / জন ডিউই। 
১৪.মানুষের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির উন্মেষ হলো শিক্ষা।  বলেছেন -রুশো / ফ্রয়েবেল / ম্যাকেঞ্জি / জন ডিউই।    
১৫. Education is the socialization of younger generation  - বলেছেন - ডুরখেইম / জেমস লং / ফ্রেজার / জোয়াড। 
১৬.বিদ্যাসাগর কোন কলেজের অধ্যাপক ছিলেন - সংস্কৃত কলেজ / ফোর্ট উইলিয়াম কলেজ / বেথুন কলেজ / সংস্কৃত কলেজ ও ফোর্ট উইলিয়াম কলেজ উভয়তেই।   
১৭.বিদ্যাসাগর  কোন কলেজের অধ্যক্ষ ছিলেন - সংস্কৃত কলেজ / ফোর্ট উইলিয়াম কলেজ / বেথুন কলেজ / সংস্কৃত কলেজ ও ফোর্ট উইলিয়াম কলেজ উভয়তেই।        
১৮. বিদ্যাসাগর চুইয়ে পরা নীতির- সমর্থক/ বিরোধী - ছিলেন। 
১৯.বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় - ১৯২০/ ১৯২১/ ১৮১৭/ ১৮৩৫ - সালে। 
২০.শিক্ষায় হস্তশিল্পকে প্রাধান্য দিয়েছিলেন - বিদ্যাসাগর / গান্ধীজি / রবীন্দ্রনাথ / সকলেই। 
২১.কোন সম্মেলনে গান্ধীজির বুনিয়াদি শিক্ষাকে জাতীয় শিক্ষানীতি হিসেবে ঘোষণা করা হয় - ত্রিপুরী / হরিপুরা / কলকাতা / ওয়ার্ধা। 
২২. গোখলে রাজকীয় আইনসভায় শিক্ষা সংক্রান্ত বিল উপস্থাপন করেন - ১৯১১/ ১৯১৫/ ১৯১৭ / ১৯২০ - সালে। 
২৩. লিও তলস্তয় এর দ্বারা প্রভাবিত ছিলেন - গোখলে / গান্ধী / অরবিন্দ / মৌলানা আজাদ। 
২৪.গোখলে জাতীয় কংগ্রেসের সভাপতি হন - ১৯০৫ / ১৯০৭ / ১৯১১ / ১৯৩৫ - সালে। 
২৫. Freedom of mind , freedom of heart , freedom of will - কার শিক্ষা চিন্তার অংশ -  রবীন্দ্রনাথ / গান্ধী / অরবিন্দ / বিবেকানন্দ। 

XII SOCIOLOGY 4 TH CHAPTER ; 


১.''সমস্যা'' শব্দটি এসেছে গ্রিক শব্দ - Problem / Problema / Problemia  থেকে।

২.সামাজিক সমস্যা - সকল সমাজে / কিছু সমাজে / ভারতীয় সমাজে - বিদ্যমান।

৩.সামাজিক সমস্যাগুলি - পরস্পর সম্পর্কিত / সম্পর্কিত নয়।

৪.সামাজিক সমস্যা সমাজের - সকল মানুষকে / কিছু মানুষকে - প্রভাবিত করে।

৫.অতিবৃহৎ জনসংখ্যা ভারতের একটি - রাজনৈতিক / সামাজিক / আর্থিক - সমস্যা।

৬.বিশ্বের মোট জনসংখ্যার - ৬/৭/৮/১২- জনের একজন ভারতীয়।

৭.ভারতের জন্মহারের তুলনায় মৃত্যুহার - কম / বেশি।

৮.ভারতের বর্তমান জনঘনত্ব - ২৮২/ ১০৮২ / ৩৮২ / ৩০৮২ - জন প্রতি বর্গ কি.মি।

৯.জনঘনত্বের বিচারে শীর্ষে আছে - বিহার / উত্তরপ্রদেশ / অরুণাচল প্রদেশ / রাজস্থান।

১০.জনঘনত্বের বিচারে নিম্নে আছে - বিহার / উত্তরপ্রদেশ / অরুণাচল প্রদেশ / রাজস্থান।

১১. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল - ২০০১/ ২০১৫ / ২০১৩ / ২০১১ - সালে।

১২.বর্তমান ভারতে সাক্ষরতার হার - ৭৪.০৮ % / ৮৬.৭৪% / ৬৫.৭৪% / ৭৪.০৪% .

১৩.ভারতে মহিলাদের তুলনায় পুরুষদের সাক্ষরতার হার - বেশি / কম।

১৪.ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন - নেহেরু / প্যাটেল।

১৫. ভারতে ব্যাঙ্ক রাষ্ট্রীয়করণের নীতি অনুসৃত হয় - নেহেরু / ইন্দিরা গান্ধী / রাজীব গান্ধী / লালবাহাদুর শাস্ত্রী - র আমলে।

১৬. ভারতে ব্যাঙ্ক রাষ্ট্রীয়করণ শুরু হয় - ১৯৪৭/ ১৯৪৮ / ১৯৬৯ / ১৯৭৯ - সালে।

১৭. ''কাজের বিনিময়ে খাদ্য '' কোন প্রকল্পের পূর্বনাম - NREP / NIRD / ARWSP / CDP

১৮. ভারতে '' সবলা '' প্রকল্প কবে শুরু হয় - ২০০৯ / ২০১০ / ২০১১ / ২০০১ - সালে।

১৯. ভারতে সর্বাধিক সাক্ষর রাজ্য - পশ্চিমবঙ্গ / কেরল / মনিপুর / কর্ণাটক।

২০. ভারত নির্মাণ প্রকল্পটি শুরু হয়েছে - ২০০৫ / ২০০১৫/ ২০০১ / ২০১৫ - সালে।

২১. মিড্ ডে মিল কোন প্রকল্পের অন্তর্ভুক্ত - সর্বশিক্ষা অভিযান / জাতীয় সাক্ষরতা মিশন / অপারেশন ব্ল্যাকবোর্ড / জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬।

২২. অন্তো-দয় কর্মসূচি প্রথম কোথায় চালু হয় - পশ্চিমবঙ্গ / কেরল / মহারাষ্ট্র / রাজস্থান।

২৩. অন্ত-দয় অন্ন যোজনা কোথায় চালু হয় - পশ্চিমবঙ্গ / বিহার / মহারাষ্ট্র / রাজস্থান / সারা ভারতে।

২৪. অন্ত - দয় অন্ন যোজনা - ২০০০/ ২০০১ / ২০০২ / ২০১৫ - সালে চালু হয়।

২৫. নিরক্ষরতার একটি ফল হলো হীনমন্যতাবোধ - ঠিক / ভুল।

২৬. NLM  গঠিত হয় - ১৯৮৬ / ১৯৮৮ / ১৯৬৮ / ২০০২ - সালে।

২৭. নিরক্ষরতার সাথে বেকারত্বের সম্পর্ক - আছে / নেই।

২৮. Social Problems in India - এর লেখক - শ্রীনিবাস / রাম আহুজা / বি. রামানাইডু / বিপানচন্দ্র।

২৯.Communalism in India- এর লেখক - শ্রীনিবাস / রাম আহুজা / বি. রামানাইডু / বিপানচন্দ্র।

৩০. ভারতীয় সংবিধানে '' ধর্মনিরপেক্ষ '' শব্দটি যুক্ত হয় - ৪২/ ৪৩ / ৪৪ / ৭৬ তম সংশোধনে।

৩১. উৎপত্তিগত বিচারে সামাজিক সমস্যা গুলি - রাজনৈতিক / অর্থনৈতিক / সামাজিক - প্রকৃতির।

৩২. টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স -এ সমাজকর্ম সম্পর্কে অধ্যয়ন শুরু হয় - ১৯৩৬ / ১৯১৯/ ১৯২১/ ১৯২৮ - সালে।

৩৩.ভারতে প্রথম জনগণনা হয় - ১৮৭২ / ১৯৪৭ / ১৯৫১ / ১৯৭২ - সালে।

৩৪. ভোরা কমিটি গঠিত হয় - ১৯৪৪ / ১৯৪৫ / ১৯৪৩ / ১৯৫১ - সালে।

৩৫. বিবাহের ন্যূনতম বয়স পুরুষদের করতে ২১ ও মেয়েদের ক্ষেত্রে ১৮ করা হয় - ভোরা কমিটির / রাধাকৃষ্ণণ কমিটির / ১৯৭৬ সালের জনসংখ্যা নীতির / পরিবার পরিকল্পনা কমিটির - সুপারিশ অনুসারে।

৩৬.স্বামীনাথন কমিটি গঠিত হয় - ১৯৯৩ / ১৯৯৪ / ১৯৯৫ / ২০০১ - সালে।

৩৭.স্বামীনাথন কমিটি কেন গঠিত হয় - সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করার জন্য / জনসংখ্যা নীতি স্থির করার জন্য / দারিদ্রতা দূর করার জন্য।

৩৮.যা পাওয়া দরকার ও যা আছে তার মধ্যে পার্থক্য তৈরী হলে তা হলো - নিরক্ষরতা / বিচ্ছিন্নতাবাদ / সাম্প্রদায়িকতা / দারিদ্রতা।

৩৯.খাদ্যের সংস্থানে অসমর্থতা হলো - আপেক্ষিক / চরম - দারিদ্র।

৪০. বি পি এল [ BPL ] নির্ধারণের মানদণ্ড হলো - ১০ / ১২ / ১৩ / ৫ - টি।

৪১. Global Hunger Index Report 2012   অনুযায়ী  ভারতের স্থান - ১০৫ / ৫৬ / ৬৫ / ১০৮ - তম।

৪২. Poverty and Un- British Rule in India 1876  গ্রন্থের লেখক - বিপিনচন্দ্র পাল / দাদাভাই নৌরজি / মানবেন্দ্রনাথ রায়।

৪৩.সমান্তর প্রগতি ও গুণোত্তর প্রগতি - তত্ত্বের প্রবক্তা - ম্যালথাস / শ্রীনিবাস / ঘুরে / দাদাভাই নৌরজি।

৪৪.২০১১ সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার - ৬৫.৪৬% / ৭৪% / ৬৮.০১% .

৪৫. ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় - ১৯৫০ / ১৯৫১ / ১৯৪৮ / ১৯৫৬ - সালে।

৪৬) কে প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে রাষ্ট্রীয়করণের নীতি অনুসৃত হয় - জহরলাল নেহেরু / ইন্দিরা গান্ধী / রাজীব গান্ধী / পি ভি নরসিম্মা রাও।

৪৭) প্রথমে কটি ব্যাঙ্ক কে রাষ্ট্রীয়করণ করা হয় - ১৪ / ১৫ / ২১ / ২৮ টি।

৪৮.ক্রেশ শব্দের অর্থ কি - শিশু শিক্ষালয় / শিশু লালনাগার / শিশু প্রশিক্ষণ কেন্দ্র।

৪৯. সাক্ষরতা হলো - পড়তে পারা / লিখতে পারা / পড়তে ও লিখতে পারা / কোনটিই নয়।

৫০.পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার - ৭৭.০৪ / ৭৪.০৪ / ৮৬.০৪ / ৮৪.০৪ - শতাংশ।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

৫২. কোঠারি কমিশনের সুপারিশগুলোর উপর ভিত্তি করে গঠিত হয় - জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬ / জাতীয় শিক্ষা নীতি ১৯৬৮ / প্রোগ্রাম অফ অ্যাকশন।

৫৩. ১৯৪৭ পর্যন্ত বয়স্ক সাক্ষরতার বিষয়টির নাম ছিল - সর্বজনীন শিক্ষা / প্রারম্ভিক শিক্ষা / বুনিয়াদি শিক্ষা / প্রাথমিক সর্বজনীন শিক্ষা।

৫৪. ১৯৪৯ সালে বয়স্ক শিক্ষার নতুন নামকরণ হয় - সিভিক লিটারেসি / ব্যবহারিক সাক্ষরতা / সর্বজনীন প্রাথমিক শিক্ষা / বুনিয়াদি শিক্ষা।

৫৫. ষাটের দশকে বয়স্ক শিক্ষার নতুন নামকরণ হয় - সিভিক লিটারেসি / ব্যবহারিক সাক্ষরতা / সর্বজনীন প্রাথমিক শিক্ষা / বুনিয়াদি শিক্ষা।

৫৬.সত্তরের দশকে বয়স্ক শিক্ষার নতুন নামকরণ হয় - উন্নয়ন মূলক সাক্ষরতা / প্রগতিশীল সাক্ষরতা / সার্বজনীন ভারতীয় সাক্ষরতা / সামাজিক সাক্ষরতা।

৫৭. জাতীয় বয়স্ক শিক্ষা প্রকল্প কবে প্রবর্তিত হয় - ১৯৭৮ এর ২ অক্টোবর / ১৯৮০ এর ২ অক্টোবর / ২০০২ এর ২ অক্টোবর / ২০০০ এর ২ অক্টোবর।

৫৮. চ্যালেঞ্জ অফ এডুকেশন নামক প্রস্তাবনা ভারত সরকার গ্রহণ করে - ১৯৮৬/ ১৯৮৫/ ১৯৭২/ ১৯৭৮ সালে।

৫৯. জাতীয় সাক্ষরতা মিশনের মূল উদ্দেশ্য হলো - বয়স্ক সাক্ষরতা / পূর্ণ সাক্ষরতা / সর্বজনীন প্রাথমিক শিক্ষা / ব্যবহারিক সাক্ষরতা।

৬০. জাতীয় সাক্ষরতা মিশন কবে গৃহীত হয় - ১৯৮৬/ ১৯৮৮/ ১৯৭৬/২০০২ এর ৫ ই মে।

৬১. জনশিক্ষা নিলয় - কোন শিক্ষা পরিকল্পনার সাথে সম্পর্কিত - কোঠারি কমিশন / সর্বশিক্ষা অভিযান / জাতীয় সাক্ষরতা মিশন / জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি।

৬২. আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ কোন বছরকে ধরা হয় - ১৯৮৭/ ১৯৯১/ ২০০০/ ২০০১

৬৩. '' চলো পড়াই কিছু করে দেখায় '' কোন শিক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত - কোঠারি কমিশন / সর্বশিক্ষা অভিযান / জাতীয় সর্বশিক্ষা মিশন / জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি।

৬৪.ভারতের বৃহত্তম শিক্ষা কর্মসূচিটির নাম কি - কোঠারি কমিশন / সর্বশিক্ষা অভিযান / জাতীয় সর্বশিক্ষা মিশন / জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি।

৬৫. সর্বশিক্ষা অভিযান কবে ঘোষিত হয় - ২০০০/২০০২/২০১০/১৯৯১- এর নভেম্বর মাসে।

৬৬.সর্বশিক্ষা অভিযান ছিল একটি - মিশন / কর্মসূচি /পরিকল্পনা /সবগুলি।

৬৭.অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত - জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬/  কোঠারি কমিশন / সর্বশিক্ষা অভিযান / জাতীয় সর্বশিক্ষা মিশন / জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি।

৬৮.Challenge of Education  নামক শিক্ষা প্রস্তাবনার প্রেক্ষাপটে কোন শিক্ষা নীতি ঘোষিত হয় -জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬/  কোঠারি কমিশন / সর্বশিক্ষা অভিযান / জাতীয় সর্বশিক্ষা মিশন / জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি।

৬৯.ভারতে সবচেয়ে বেশি বেকারত্ব পরিলক্ষিত হয় - সিকিম / ছত্তিশগর / পশ্চিমবঙ্গ /বিহার -এ।

৭০.ভারতে সবচেয়ে কম  বেকারত্ব পরিলক্ষিত হয় - সিকিম / ছত্তিশগর / পশ্চিমবঙ্গ /বিহার -এ।

৭১. বেকারত্বের সাথে নিরক্ষরতার সম্পর্ক - আছে / নেই।

৭২.Communalism in India  গ্রন্থের লেখক কে - সুমিত সরকার / বিপান চন্দ্র / শ্রীনিবাস / দয়ারাম সাহানি।

৭৩.Social Problems in India  গ্রন্থের লেখক - রাম আহুজা / ঘুরে /শ্রীনিবাস / রাধারমণ মুখার্জী।

৭৪.কবে মুসলিম লীগ পাকিস্তান গঠনের প্রস্তাব পেশ করে - ১৯৪২/১৯৪৬/১৯৪০/১৯০৫

৭৫.লড়কে লেঙ্গে পাকিস্তান - কার স্লোগান ছিল - জিন্না / চৌধুরী রহমত আলী / সৈয়দ আহমেদ।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

৭৬. পাঞ্জাবে শিখ জঙ্গি দমনের ক্ষেত্রে একটি অভিযান হলো অপারেশন - সার্চ লাইট /পোলো / ব্লু ষ্টার ( অপারেশন Blue star ) /স্বর্ণমন্দির।

৭৭.ইন্দিরা গান্ধী কবে নিহত হন - ৩০অক্টোবর  ১৯৮৪ / ৩১ অক্টোবর ১৯৮৪ / ২১ অক্টোবর ১৯৮৪ / ২ নভেম্বর ১৯৮৪।

৭৮. বাবরি মসজিদ কবে ধ্বংস হয় - ২ মার্চ ১৯৯২ / ২ ডিসেম্বর ১৯৯২ / ৩১ অক্টোবর ১৯৯২ / ২২ জানুয়ারী ১৯৯২।

৭৯. মুম্বাই বিস্ফোরণ কবে ঘটে - ১৯৯৩/ ১৯৯২ / ১৯৯৪ / ১৯৯১।

৮০. গোধরা কান্ড কবে ঘটে - ২৭ জানুয়ারী ২০০৩ / ২৭ ফেব্রুয়ারী ২০০২ / ২৭ মার্চ ২০০৪ / ২২ ফেব্রুয়ারী ২০০১।

৮১. ভারতে ধর্মনিরপেক্ষতার অর্থ হলো - ভারতে হিন্দু ও মুসলিম উভয়কেই সমমর্যাদা দেওয়া হয়েছে / মুসলিমদের অধিকার সুরক্ষিত হয়েছে / হিন্দুরা প্রধান ধর্ম  হলেও অন্যান্য ধর্মকেও স্বীকৃতি দেওয়া হয়েছে / রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই।

৮২. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রযুক্ত হয়েছে - ১৯৭৬ সালে ৪৪ তম / ১৯৭৬ সালে ৪২ তম / ১৯৭৮ সালে ৪২ তম / ১৯৭৮ সালে ৪৪ তম - সংবিধান সংশোধনের মাধ্যমে।

৮৩. ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে - ২৫ থেকে ২৮ / ১৪ থেকে ১৮ / ২২৬ / ৩৫৬ - নং ধারাতে।

৮৪.আইনের চোখে সকলেই সমান -বলা হয়েছে - ১৪/ ১৫/১৬/১৮- নং ধারাতে।

৮৫. অস্পৃশ্যতাকে বিলুপ্ত করা হয়েছে - ১৪/১৭/১৯/১৮- নং ধারাতে।

৮৬. বর্তমানে ভারতে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অনুপাত হলো - ২৯:৬ / ৩০:৬ / ২৯: ৭ / ৩০:৭। ****** 

৮৭. ভারতে রাজ্য পুনর্গঠন আইন চালু হয়-১৯৫৩/১৯৫২/১৯৫৬/১৯৭২-সালে।

৮৮. ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য হলো - পশ্চিমবঙ্গ / তামিলনাড়ু / অন্ধ্রপ্রদেশ / তেলেঙ্গানা।

৮৯. তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে - অন্ধ্রপ্রদেশ / তামিলনাড়ু / কেরালা / কর্ণাটক - রাজ্য ভেঙে।

৯০. গুজরাটের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী হামলা ঘটে - ২৪ সেপ্টেম্বর ২০০২ / ২৪ নভেম্বর ২০০২ / ২৪ ডিসেম্বর ২০০২ / ২ নভেম্বর ২০০০২।

৯১.সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণ ঘটে - ১৮ জানুয়ারী ২০০২ / ১৮ ফেব্রুয়ারী ২০০২ / ১৮ ফেব্রুয়ারী ২০০৭ /    ১৬ ফেব্রুয়ারী ২০০২।

৯২. Tranperancy International  এর ২০১২ সালের সমীক্ষায় দুর্নীতিতে ১৭৬ টি দেশের মধ্যে ভারতের স্থান -           ১৭৬/ ১৬৪ / ৯৪ / ১০৪ - নম্বরে।

৯৩. শান্তারাম কমিটি গঠিত হয় - সন্ত্রাসবাদ / বিচ্ছিন্নতাবাদ /  দারিদ্রতা /দুর্নীতি - প্রতিরোধের উদ্দেশ্যে।

৯৪. লোকপাল বিল প্রথম লোকসভায় উপস্থাপিত হয় - ১৯৫০ / ১৯৪৭ / ২০১১ / ২০০১ - সালে।

৯৫. বিধবা বিবাহ আইন প্রচলন হয় - ১৯৫৬/ ১৮৫৬/ ১৮২৯/১৯২৯-সালে।

৯৬. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় -  ১৯৫৬/ ১৮৫৬/ ১৮২৯/১৯২৯-সালে।

৯৭. ভারতে বালিকা বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয় - কলকাতায় / বোম্বাইতে / শ্রীরামপুরে / মেদিনীপুরে।

৯৮. বিদ্যাসাগর - ৩০ /৩৯ /৩৫ / ১০৬ টি বালিকা বিদ্যালয় স্থাপিত করেছিলেন।

৯৯. প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হলো-স্যাডলার/রাধাকৃষ্ণণ/হান্টার -কমিশন।  
                 
১০০. জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়- ১৯০৬/১৯০৫/ ১৯০৭ / ১৯১১- সালে।

১০১.ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় হুগলির রিষরাতে।  কত সালে - ১৮৫৫/১৯৫৫/১৯০৬/১৯১৬।

১০২.কোয়াসজী নানাভাই কিসের সাথে যুক্ত - লৌহ ও ইস্পাত শিল্প / সুতিকল/ পত্র -পত্রিকা সম্পাদনা / নারী আন্দোলনের নেতা।

১০৩.ভারত মহিলা পরিষদ প্রতিষ্ঠিত হয়-১৯০৪/১৯০৮/১৯১৬/১৯৩৫- সালে।

১০৪.লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন - বাসন্তীদেবী / উর্মিলাদেবী / প্রীতিলতা ওয়াদ্দেদার / সরলা দেবী চৌধুরানী।

১০৫.জালালাবাদের ইউরোপীয়  নাইট ক্লাব আক্রমণ করেন - প্রীতিলতা ওয়াদ্দেদার / সুনীতি ঘোষ / বীনা দাস / শান্তি চৌধুরী।

১০৬.গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন -  প্রীতিলতা ওয়াদ্দেদার / সুনীতি ঘোষ / বীনা দাস / শান্তি চৌধুরী।

১০৭.ভগিনী সেনা কোন প্রেক্ষাপটে গড়ে ওঠে - বঙ্গভঙ্গ আন্দোলন / আইন অমান্য আন্দোলন /ভারত ছাড়ো আন্দোলন / তাম্রলিপ্ত জাতীয় সরকার।

১০৮.আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর নেতৃত্বে কে ছিলেন - মাদাম ভিকোচি রোস্তম কামা  / ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন / সুচেতা কৃপালিনী।

১০৯.কোন আইনের মাধ্যমে ৩০ বছর এবং তার উর্ধের কিছু মহিলাকে ভোটাধিকার দেওয়া হয় - ১৯১৮/১৯২২/১৯২০-সালের জনপ্রতিনিধিত্ব আইন।

১১০.পণপ্রথা বিরোধী আইন কবে চালু হয় -১৯৫৫/১৯৬১/১৯৫৪/১৯৫৬-সালে।  

১১১.স্বাধীন ভারতে ফ্যাক্টরি আইন চালু হয় - ১৯৪৭/১৯৪৮/১৯৫১- সালে।

১১২.গ্রাম পঞ্চায়েতের ৩ টি স্তরে মহিলাদের জন্য ৩৩.৩৩% আসন সংরক্ষন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে - ৭২/৭৩/৭৬/৯৮- তম।

১১৩.ভারতের একমাত্র রাজ্য যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের অনুপাত বেশি - পশ্চিমবঙ্গ / কেরালা / মিজোরাম / তামিলনাড়ু।

১১৪. ১৯৯৩ সালে সংবিধানের ৭২/৭৩/৭৬/৯৮ তম সংশোধনী হয়।

১১৫.ভারতে মহিলা ও পুরুষের অনুপাত - ৯৪০:১০০০ / ১০০০:৯৪০।

১১৬.ভারত স্ত্রী মহামন্ডল কবে গঠিত হয় - ১৯১১/১৯১০/১৯৪৭/১৯৫১।

১১৭. সখি সমিতি স্থাপিত হয় - ১৮৮৫/১৯৮৫/১৯০৫/১৯০৬ সালে।

১১৮.কোন বছরকে বিশ্ব নারীবর্ষ রূপে পালন করা হয় - ১৯৭৫/১৯৮৫/১৯৯২।

১১৯.আন্তর্জাতিক নারী দশক হলো - ২০০১ থেকে ২০১০ / ১৯৯০ থেকে ২০০০ / ১৯৭৫ থেকে ১৯৮৫ / ১৯৯২ থেকে ২০০২।

১২০. প্রধান গ্রীন হাউস গ্যাস হলো -    CFC / CO2/ O2/N

১২১.Air Pollution  গ্রন্থের লেখক কে - শ্রীনিবাস / পার্কিন্স /ঘুরে /শ্রীবাস্তব।

১২২. ওজোন  স্তরে গহ্বর দেখা গেছে - কানাডায় / টেক্সাস / আন্টার্কটিকায়।

১২৩.অ্যাসিড বৃষ্টি তে বিভিন্ন গ্যাস গুলির অক্সাইড - যুক্ত /মুক্ত - হয়।

১২৪.ডক্টর জে. সি. ফারমেন নামটি কিসের সাথে সম্পর্কিত - অ্যাসিড বৃষ্টি / ওজোন গহ্বর / গ্লোবাল ওয়ার্মিং / গ্রীন হাউস এফেক্ট।

১২৫.শব্দের তীব্রতা মাপা হয় - ওয়াট / কেলভিন /জুল/ ডেসিবেল - এ।

১২৬. অপিক্কো কথাটির অর্থ - আলিঙ্গন /আন্দোলন /বিদ্রোহ /বিপ্লব।

১২৭.সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংগঠিত হয় - কেরালা / তামিলনাড়ু / উত্তরপ্রদেশ / গুজরাট - এ।

১২৮.মথুরা তে তৈলশোধনাগারের নির্গত গ্যাস থেকে কার ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল - লাল কেল্লা / কুতুব মিনার / ফতেপুর সিক্রি /তাজমহল ।

১২৯.দুন ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল - ওড়িশা / পশ্চিমবঙ্গ / কাশ্মীর / অন্ধ্রপ্রদেশ।

১৩০.পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণীত হয় - ১৯৮০/১৯৮৮/১৯৮৬।

১৩১.  চন্ডীদাস ভট্ট কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন - চিপকো / নর্মদা বাঁচাও / সাইলেন্ট ভ্যালি / অপিক্ক - আন্দোলন।

১৩২. মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন - চিপকো / নর্মদা বাঁচাও / সাইলেন্ট ভ্যালি / অপিক্ক - আন্দোলন।

১৩৩.বাবা আমতে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন - চিপকো / নর্মদা বাঁচাও / সাইলেন্ট ভ্যালি / অপিক্ক - আন্দোলন।

১৩৪.হলদি নদীর বুকে নয়াচরে কিসের বিরুদ্ধে পরিবেশ আন্দোলন গড়ে ওঠে - ইস্পাত শিল্প / টাটা ন্যানো / কেমিক্যাল হাব্ / গঙ্গা দূষণ।

১৩৫. কোনটি জল বাহিত রোগ নয় -   হেপাটাইটিস / টাইফায়েড / কলেরা / থাইরয়েড ।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
Share
Tweet
Pin
Share
1 comments
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (7)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (9)
  • H.S. 4th SEM (6)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (34)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • August 2025 (10)
  • July 2025 (14)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates