Online MCQ for class XII & XI
প্রিয় ছাত্র - ছাত্রীরা ,
একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র - ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে একটি নতুন পরিষেবা চালু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৭ টি বিষয়ে Online MCQ পরীক্ষা চালু হয়েছে।
+ প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের একটি করে MCQ test
+ Test দেওয়ার পর তোমরা নিজেরাই কত নম্বর পেলে এবং কোন কোন প্রশ্ন ভুল করলে এবং তার সঠিক উত্তর কী - সেসবই জানতে পারবে।
+ প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রের সেট তৈরী করা হয়েছে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে।
+ এই পরীক্ষাগুলি অনুশীলন করলে অন্য কোনো বই বা অন্য কোনো মাধ্যম থেকে MCQ অনুশীলন করার প্রয়োজন পড়বে না।
+ প্রতিটি প্রশ্নপত্রের সেট তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংযোজিত করা হয়েছে।
+ যেকোনো পরীক্ষা তোমরা যতবার ইচ্ছে দিতে পারো।
Subjects
Bengali
English
Education
History
Political Science
Sociology
Sanskrit
অংশগ্রহণের পদ্ধতি :-
+ প্রথমেই তোমরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্ম ফিলাপ করবে। সেখানে নিজের নাম , Telegram / WhatsApp নম্বর , কোন শ্রেণী - একাদশ / দ্বাদশ - ইত্যাদি বিষয়গুলি সঠিকভাবে পূরণ করবে।
+ কোর্স ফি মাত্র 39 /- টাকা প্রতি মাস। একটি বিষয় হোক বা একাধিক বিষয় - সবমিলিয়েই কোর্স ফি প্রতি মাসে মাত্র 39 /- টাকা।
+ ফর্মে দেওয়া ফোন নম্বরটি তোমরা নিজেদের ফোনে Nandan Dutta বা Suvankar Dutta নামে সেভ করে রাখবে এবং ওই নম্বরেই Google Pay , Phone Pay , Pay TM বা অন্য যেকোনো UPI থেকে তোমরা টাকা পেমেন্ট করবে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে।
+ ফর্ম ফিলাপ ও পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের Telegram / WhatsApp Group - এ জয়েন করানো হবে। এই গ্রূপেই প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নের সেট দেওয়া হবে। আগেই বলা হয়েছে , পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পরীক্ষার ফলাফল জানতে পারবে , কোন প্রশ্নগুলি ভুল করলে এবং তার সঠিক উত্তর - এ সব কিছুই জানতে পারবে।
+ ফাইনাল পরীক্ষা পর্যন্ত প্রশ্ন দেওয়া তথা পরীক্ষা চলতে থাকবে।
+ সকলকে রেকোমেন্ড করা হচ্ছে টেলিগ্রাম ডাউনলোড করে রাখার জন্য। কেননা টেলিগ্রাম গ্রূপে যে - যখনই যোগদান করুক না কেন , গ্রূপের পূর্বতন মেসেজগুলি এবং প্রশ্নপত্রের সেট গুলি দেখতে পাবে ; WhatsApp - এ এগুলি সম্ভব নয়।
কোনোরকম সমস্যা হলে ফর্মে দেওয়া নম্বরে WhatsApp মেসেজ করতে পারো।
ধন্যবাদ।