Online MCQ for class XII & XI



প্রিয় ছাত্র - ছাত্রীরা , 

একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র - ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে একটি নতুন পরিষেবা চালু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৭ টি বিষয়ে Online MCQ পরীক্ষা চালু হয়েছে। 
+ প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের একটি করে MCQ test 
+ Test দেওয়ার পর তোমরা নিজেরাই কত নম্বর পেলে এবং কোন কোন প্রশ্ন ভুল করলে এবং তার সঠিক উত্তর কী - সেসবই জানতে পারবে। 
+ প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রের সেট তৈরী করা হয়েছে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে। 
+ এই পরীক্ষাগুলি অনুশীলন করলে অন্য কোনো বই বা অন্য কোনো মাধ্যম থেকে MCQ অনুশীলন করার প্রয়োজন পড়বে না। 
+ প্রতিটি প্রশ্নপত্রের সেট তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংযোজিত করা হয়েছে। 
যেকোনো পরীক্ষা তোমরা যতবার ইচ্ছে দিতে পারো। 

Subjects 

Bengali 
English
Education
History
Political Science
Sociology
Sanskrit

অংশগ্রহণের পদ্ধতি :- 

+ প্রথমেই তোমরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্ম ফিলাপ করবে। সেখানে নিজের নাম , Telegram / WhatsApp নম্বর , কোন শ্রেণী - একাদশ / দ্বাদশ - ইত্যাদি বিষয়গুলি সঠিকভাবে পূরণ করবে। 
+ কোর্স ফি মাত্র 39 /- টাকা প্রতি মাস। একটি বিষয় হোক বা একাধিক বিষয় - সবমিলিয়েই কোর্স ফি প্রতি মাসে মাত্র 39 /- টাকা। 
+ ফর্মে দেওয়া ফোন নম্বরটি তোমরা নিজেদের ফোনে Nandan Dutta বা Suvankar Dutta নামে সেভ করে রাখবে এবং ওই নম্বরেই Google Pay , Phone Pay , Pay TM বা অন্য যেকোনো UPI থেকে তোমরা টাকা পেমেন্ট করবে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে। 
+ ফর্ম ফিলাপ ও পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের Telegram / WhatsApp Group - এ জয়েন করানো হবে। এই গ্রূপেই প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নের সেট দেওয়া হবে। আগেই বলা হয়েছে , পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পরীক্ষার ফলাফল জানতে পারবে , কোন প্রশ্নগুলি ভুল করলে এবং তার সঠিক উত্তর - এ সব কিছুই জানতে পারবে। 
+ ফাইনাল পরীক্ষা পর্যন্ত প্রশ্ন দেওয়া তথা পরীক্ষা চলতে থাকবে। 
+ সকলকে রেকোমেন্ড করা হচ্ছে টেলিগ্রাম ডাউনলোড করে রাখার জন্য। কেননা টেলিগ্রাম গ্রূপে যে - যখনই যোগদান করুক না কেন , গ্রূপের পূর্বতন মেসেজগুলি এবং প্রশ্নপত্রের সেট গুলি দেখতে পাবে ; WhatsApp - এ এগুলি সম্ভব নয়।      




কোনোরকম সমস্যা হলে ফর্মে দেওয়া নম্বরে WhatsApp মেসেজ করতে পারো। 

ধন্যবাদ। 

Share
Tweet
Pin
Share