H.S. Education 10th chapter MCQ & SAQ
H.S. Education 10th chapter MCQ & SAQ
১. সংবিধানের কত নং ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে ? 45 / 46 / 14 / 32
২. প্রাথমিক স্তর হল - i-viii / iv- viii / i-v / i-iv
৩. আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা মানুষের অধিকার হিসাবে স্বীকৃতি পায় 1950 / 1948 / 2002 এ।
৪. কারা বয়স্ক ? 18-35 / 15 - 35 / 14 - 35 / 18 - 60
৫. কোন পরিকল্পনায় NBAE গঠিত হয় ? চতুর্থ / পঞ্চম / ষষ্ঠ / সপ্তম।
৬. কোন সংস্থা বয়স্ক শিক্ষা নিয়ন্ত্রণ করে ? CABE / SABE / NBAE / AICTE
৭. NLM হল একটি - এডুকেশনাল / টেকনোলজিক্যাল / ডেভেলপমেন্টাল - মিশন।
৮. প্রাথমিক শিক্ষার ন্যূনতম মান বজায় রাখার জন্য SSA প্রতিটি বিদ্যালয়ে কজন শিক্ষকের সুপারিশ করে ? 2 / 3 / 4 / 5
৯. SSA কী ধরণের প্রকল্প ? কেন্দ্রীয় প্রকল্প / রাজ্য সরকারের প্রকল্প / কেন্দ্র , রাজ্য ও স্থানীয় স্বায়ত্ত শাসন সংস্থাগুলির সহযোগিতামূলক প্রকল্প / কেন্দ্র , রাজ্য , স্থানীয় স্বায়ত্ত শাসন ও বেসরকারি উদ্যোগ মূলক প্রকল্প।
১০. বর্তমানে SSA এর মেয়াদ বেড়েছে - 2010 / 2015 / 2017 / 2021 পর্যন্ত।
১১. SSAসমাপ্ত হওয়ার কথা ছিল - 2010 / 2006 / 2012 / 2008 সালের মধ্যে।
১২. জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচি রূপায়ণে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে - CABE / SABE / জেলা বোর্ড অব এডুকেশন / প্রাথমিক শিক্ষা বোর্ড।
GROUP : B পৃথক উত্তরপত্র ব্যবহার করতে হবে।
১. সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে ?
২. সংবিধানের 45 নং ধারায় কী বলা হয়েছে ?
৩. প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কারণ কী ?
৪. প্রবহমান শিক্ষা কাকে বলে ?
৫. প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।
৬. অ - প্রথাগত শিক্ষা কী ?
৭. শিক্ষায় Stagnation কাকে বলে ?
৮. বাধ্যতামূলক শিক্ষা কাকে বলে ?
৯. সর্বজনীন প্রাথমিক শিক্ষা বিস্তারের দুটি শিক্ষাগত সমস্যা লেখ।
১০. শিক্ষা ক্ষেত্রে Drop- Out বলতে কী বোঝ ?
১১. বয়স্ক শিক্ষা কাকে বলে ?
১২. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে রূপায়িত হয় ?
১৩. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচির প্রধান উদ্দেশ্য কী ছিল ?
১৪. বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ।
১৫. কার্যকরী সাক্ষরতা কাকে বলে ?
১৬. ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে ?
১৭. DIET এর পুরো নাম কী ?
১৮. MDG এর পুরো নাম কী ?
১৯. RFLP এর পুরো নাম কী ?
২০. NCERT এর পুরো নাম কী ?
২১. টাস্ক ফোর্স কী ?
২২. ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ?
২৩. অ্যানালফাবেটিজম কী ?
২৪. NLM কর্মসূচি কবে থেকে চালু হয় ?
২৫. SSAকবে চালু হয় ?
২৬. SSA এর পুরো কথাটি কী ?
২৭. UNESCO এর পুরো কথাটি কী ?
২৮. CDPO এর পুরো কথাটি কী ?
২৯. DPEP এর পুরো নাম কী ?
৩০. NLM এর পুরো নাম কী ?
৩১. সর্বশিক্ষা অভিযানের দুটি সমস্যা লেখ।
৩২. স্কুলে চলো কর্মসূচি কোন কর্মসূচীর অংশ ?
৩৩. 3R's কী ?
৩৪. DPI এর পুরো নাম কী ?
৩৫. আমাদের দেশে কত সালে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে ?
৩৬. অথবা , সর্বজনীন শিক্ষা কী ?
৩৭. UNESCO এর পুরো নাম কী ?
৩৮. MLL এর পুরো নাম কী ?
৩৯. বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয় কেন ?
৪০. বয়স্ক শিক্ষার যেকোনো একটি লক্ষ্য উল্লেখ কর।
৪১. বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে , কত খ্রিস্টাব্দে অভিহিত করেন ?
৪২. TLC - এর সম্পূর্ণ নাম কী ?
৪৩. NAEP এর পুরো অর্থ লেখ।
৪৩. NAEP এর পুরো অর্থ লেখ।
৪৪. জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য কী ?
৪৫. সর্বশিক্ষা অভিযানের দুটি লক্ষ্য আলোচনা করো।
৪৬. সর্বশিক্ষা অভিযান কী ?
৪৭. বাধ্যতামূলক শিক্ষার অধিকারের আইন কবে পাশ হয় ?