H.S. Education 10th chapter SAQ & MCQ

H.S. Education 10th chapter SAQ & MCQ 

GROUP : B পৃথক উত্তরপত্র ব্যবহার করতে হবে। 

১. সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে ? 
অষ্টম শ্রেণী পর্যন্ত সকলের শিক্ষার সুযোগ , সকলের নথিভুক্তকরন , সকলকে বিদ্যালয়ে ধরে রাখা এবং পারদর্শিতার অধিকারকেই সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলা হয়। 

২. সংবিধানের 45 নং ধারায় কী বলা হয়েছে ? 
ভারতীয় সংবিধানের 45 নং ধারায় উল্লেখ আছে যে , সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র বা ,  সরকার।

৩. প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কারণ কী ? 
গণতান্ত্রিক দেশে ব্যক্তি , সমাজ ও জাতির বিকাশ ও নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সকলের প্রয়োজন। এজন্য ভারতীয় সংবিধানে 45 নং ধারায় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।   

৪. প্রবহমান শিক্ষা কাকে বলে ? 
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

৫. প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ। 
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা। 
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। 

৬. অ - প্রথাগত শিক্ষা কী ? 
স্বাভাবিক শিক্ষাপ্রতিষ্ঠানের গতানুগতিক শিক্ষার বাইরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় যে শিক্ষা তাকে অপ্রথাগত শিক্ষা বলে। 

৭. শিক্ষায় Stagnation কাকে বলে ? 
কথাটির অর্থ অনুন্নয়ন। প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 

৮. বাধ্যতামূলক শিক্ষা কাকে বলে ? 
গণতান্ত্রিক দেশে ব্যক্তি , সমাজ ও জাতির বিকাশ ও নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সকলের প্রয়োজন। এজন্য ভারতীয় সংবিধানে 45 নং ধারায় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।   

৯. সর্বজনীন প্রাথমিক শিক্ষা বিস্তারের দুটি শিক্ষাগত সমস্যা লেখ। 
(ক ) যথেষ্ট গুণমানের শিক্ষকের অভাব। 
(খ ) শিশুদের জন্য লিখন - পঠন উপকরণের অভাব। 

১০. শিক্ষা ক্ষেত্রে Drop- Out বলতে কী বোঝ ? 
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে। 

১১. বয়স্ক শিক্ষা কাকে বলে ? 
যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে 3R এর জ্ঞান অর্থাৎ পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। 

১২. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে রূপায়িত হয় ? 
1978 এর 2 ই অক্টোবর। 

১৩. জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচির প্রধান উদ্দেশ্য কী ছিল ? 
(ক ) নাগরিক দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বয়স্ক ব্যাক্তিগণকে সচেতন করে তোলা। 
(খ ) পড়া , লেখা ও গণিত এই 3R এর জ্ঞান প্রদান করা।

১৪. বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ। 
(ক ) শিক্ষালাভের ক্ষেত্রে বয়স্কদের আগ্রহের অভাব। 
(খ ) বয়স্ক শিক্ষার জন্য যথেষ্ট অর্থ বরাদ্দের অভাব। 
 
১৫. কার্যকরী সাক্ষরতা কাকে বলে ? 
 যে মাত্রার সাক্ষরতা ব্যাক্তিকে সমাজ ও পেশাগত জীবনের উপযুক্ত করে তোলে - তাকে কার্যকরী সাক্ষরতা বলে।  

১৬. ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে ? 
লেখা , পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্থাৎ 3R এর জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে।

১৭. DIET  এর পুরো নাম কী ? 
District Institute for Education and Training 

১৮. MDG এর পুরো নাম কী ? 
Millennium Development Goal 

১৯. RFLP এর পুরো নাম কী ? 
Rural Functional Literacy Programme 

২০. NCERT এর পুরো নাম কী ? 
National Council of Educational Research and Training 

২১. টাস্ক ফোর্স কী ? 
জাতীয় সাক্ষরতা মিশনের কার্যাবলী সঠিকভাবে রূপায়িত হচ্ছে কি'না তা পর্যবেক্ষণের জন্য যে দল গঠন করা হয় , তাকেই টাস্ক ফোর্স বলে। 
 
২২. ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ?
কেরালা। 
 
২৩. অ্যানালফাবেটিজম  কী ? 
কোনো বিষয় পড়তে পারার পাশাপাশি , সেই বিষয়টিকে লেখার মাধ্যমে প্রকাশ করার ক্ষমতাকে অ্যানালফাবেটিজম বলে। 

২৪. NLM কর্মসূচি কবে থেকে চালু হয় ? 
1988 এর 5 ই মে। 
 
২৫. SSAকবে চালু হয় ? 
Sarba Siksha Abhiyan বা , সর্বশিক্ষা অভিযান।  2002 সালে এটি প্রচলিত হয় ( প্রাথমিক শিক্ষাস্তর। )

২৬. SSA এর পুরো কথাটি কী ? 
Sarba Siksha Abhiyan বা , সর্বশিক্ষা অভিযান। 

২৭. UNESCO এর পুরো কথাটি কী ? 
United Nations Educational , Scientific and Cultural Organisation । এটি UNO - র একটি সংস্থা। 

২৮. CDPO এর পুরো কথাটি কী ? 
Child Development Project Officer .

২৯. DPEP এর পুরো নাম কী ? 
District Primary Education Programme ( 1994)

৩০. NLM এর পুরো নাম কী ?  
National Literacy Mission

৩১. সর্বশিক্ষা অভিযানের দুটি সমস্যা লেখ। 
(ক ) সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের আগ্রহের অভাব। 
(খ ) এই কর্মসূচি রূপায়ণের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন , তার তুলনায় অনেক কম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়।  

৩২. স্কুলে চলো কর্মসূচি কোন কর্মসূচীর অংশ ?
সর্বশিক্ষা অভিযান।  

৩৩. 3R's কী ?
Reading , Writing , Arithmatic .

৩৪. DPI এর পুরো নাম কী ? 
Director of Public Instruction

৩৫. আমাদের দেশে কত সালে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে ?
শিক্ষার অধিকার আইন প্রবর্তিত হয় 4 আগস্ট 2009 ও কার্যকরী হয় 2010 এর 1 লা এপ্রিল। 

৩৬. অথবা , সর্বজনীন শিক্ষা কী ?
যে শিক্ষায় সকলের সুযোগ আছে , সকলের ভর্তির সুযোগ আছে এবং একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে - তাকে সর্বজনীন শিক্ষা বলে। 

৩৭. UNESCO এর পুরো নাম কী ?
United Nations Educational , Scientific and Cultural Organisation । এটি UNO - র একটি সংস্থা। 

৩৮. MLL এর পুরো নাম কী ?
Minimum Level of Learning

৩৯. বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয় কেন ?
আবুল কালাম আজাদ বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন। কেননা , শুধুমাত্র সাক্ষর করে তোলাই বয়স্ক শিক্ষার লক্ষ্য নয় ; গণতান্ত্রিক সমাজ জীবনে প্রতিটি নাগরিক যাতে তার যোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হয় , সেই সচেতনতা গড়ে তোলাও বয়স্ক শিক্ষার লক্ষ্য।

৪০. বয়স্ক শিক্ষার যেকোনো একটি লক্ষ্য উল্লেখ কর।
১. দেশের অধিকাংশ জনগণ যাতে যথার্থ নাগরিকের ভূমিকা পালন করে - তা নিশ্চিত করা। 
২. সামাজিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বয়স্কদের অংশগ্রহণ ঘটিয়ে সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা। 

৪১. বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে , কত খ্রিস্টাব্দে অভিহিত করেন ?
আবুল কালাম আজাদ 1949 সালে। ( আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে '' বয়স্ক শিক্ষা '' বা '' সামাজিক শিক্ষা '' কথাগুলির পরিবর্তে '' বয়স্ক - সাক্ষরতা '' বা Adult Literacy কথাটি ব্যবহৃত হয়েছে। ) 

৪২.  TLC - এর সম্পূর্ণ নাম কী ?
Total Literacy Campaign .

 ৪৩. NAEP এর পুরো অর্থ লেখ।
National Adult Education Programme 

৪৪. জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য কী ?
এটি Technological Mission এর অন্তর্গত। এর মূল উদ্দেশ্য ছিল - সাক্ষরতা এবং গাণিতিক প্রক্রিয়া অর্জনে আত্মবিশ্বাসী হওয়া ও ১৯৯০ সালের মধ্যে ১৮-৩৫ বয়স্কদের মধ্যে ৩০ মিলিয়ন ও ১৯৯৫ সালের মধ্যে ৫০ মিলিয়ন ব্যাক্তিকে সাক্ষর করে তোলা। 

৪৫. সর্বশিক্ষা অভিযানের দুটি লক্ষ্য আলোচনা করো। 
৬ থেকে ১৪ বছর বয়সী প্রতিটি শিশুর অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা।
নিয়মতান্ত্রিক শিক্ষার পাশাপাশি বিকল্প বা পরিপূরক শিক্ষা ব্যবস্থার সুযোগ।

৪৬. সর্বশিক্ষা অভিযান কী ?
Apex Court কর্তৃক নির্দেশিত হয়ে ২০১০ সালের মধ্যে ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর ৮ বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করে ভারত সরকার। একেই সর্বশিক্ষা অভিযান বলে। এটি ২০০২ সালের মার্চ মাস থেকে চালু হয়।

৪৭. বাধ্যতামূলক শিক্ষার অধিকারের আইন কবে পাশ হয় ?
পাশ হয় ৪ অগাস্ট ২০০৯ এবং কার্যকর হয় ১ এপ্রিল ২০১০ সালে।























 

Share
Tweet
Pin
Share