Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ

by - August 17, 2021

Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ 



Set 1 
১. ভারত কোন ধর্মের উৎসভূমি নয় ?  হিন্দু / মুসলিম / বৌদ্ধ / জৈন / শিখ। 
উত্তর - মুসলিম। 
 
২. ভারতকে বিশ্বের ক্ষুদ্র সংস্করণ বলেছেন - ভিনসেন্ট স্মিথ / রবীন্দ্রনাথ / এম এন শ্রীনিবাস। 
উত্তর - ভিনসেন্ট স্মিথ। 

৩. কোনটি বেমানান ? ভারত হল - স্বাধীন / সার্বভৌম / রাজতান্ত্রিক / ধর্মনিরপেক্ষ - রাষ্ট্র। 
উত্তর - বেমানানটি হল রাজতান্ত্রিক। 

৪. ভারতে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে - মৌর্য / গুপ্ত / ব্রিটিশ / মুসলিম - শাসনকালে। 
উত্তর - গুপ্ত যুগের শেষের দিকে। 

৫. সামন্ততান্ত্রিক সমাজের সর্বোচ্চ স্তর - রাজা / সামন্ত প্রভু / কৃষক / বণিক। 
উত্তর - রাজা। 

৬. Village Communities in the East and West - কার লেখা ? হেনরি মেইন / বডেন পাওয়েল / কার্ল মার্কস - এর। 
উত্তর - হেনরি মেইন। 

৭. স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের একটি বৈশিষ্ট হল - বাজার অর্থনীতি। ঠিক / ভুল। 
উত্তর - ভুল। 

৮. স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ক্ষেত্রে জমির মালিকানা ছিল - যৌথ / কৃষক / রাজার - হাতে।
উত্তর - যৌথ। 
 
৯. স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ধ্বংসের একটি কারণ হল - চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। 

১০. যারা সেবা প্রদান করতেন , যজমানি ব্যবস্থায় তাদের কী বলা হত ? 
উত্তর - কামিন। 


১১. যজমানি ব্যবস্থায় যারা সেবা গ্রহণ করতেন , তাদের কী বলা হত ? 
উত্তর - যজমান। 

১২. The Indian Jajmani System - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর - উইলিয়াম এইচ ওয়াইজার। 

১৩. যজমানি প্রথা - সারা ভারতে / ভারতের বিশেষ কিছু অঞ্চলে / উত্তর ভারতে / দক্ষিণ ভারতে - প্রচলিত ছিল। 
উত্তর - সারা ভারতে। 

১৪. যজমানি প্রথায় মুদ্রার বিনিময় - ঘটতো / ঘটতো না। 
উত্তর - ঘটতো না। 

১৫. যজমানি প্রথা ছিল বংশপরম্পরাগত। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। 

১৬. ভারতীয় পূর্বতন সমাজে সতীদাহ ছিল - বাধ্যতামূলক / বাধ্যতামূলক নয়। 
উত্তর - বাধ্যতামূলক নয়। 

১৭. ভারতকে নৃতত্ত্বের সংগ্রহশালা বলেছেন - স্মিথ / রবীন্দ্রনাথ। 
উত্তর - স্মিথ। 

১৮. হর্ষচরিত - গ্রন্থের লেখক কে ? 
উত্তর - বাণভট্ট। 

১৯. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয় ? ১৯৪৭ / ১৯৪৯ / ১৯৫০ / ১৯৫১ - সালে। 
উত্তর - ১৯৫১ খ্রিস্টাব্দে। 

২০. ভারতীয় সমাজ পরিবর্তনের একটি কারণ হল সংস্কৃতায়ন। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। 

Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ 

Set 2 

১. সর্বপ্রথম '' ব্রাহ্মণ্যকরণ '' শব্দটি কে চয়ন করেন ? 
উত্তর - এম এন শ্রীনিবাস। 

২. '' দ্বিজ '' বলতে কাদের বোঝাতো ? ব্রাহ্মণদের / নিচু জাতিগোষ্ঠীভুক্তদের। 
উত্তর - মূলতঃ ব্রাহ্মণদের। 

৩. ব্রাহ্মণ্যকরণ শব্দটির পরিবর্তিত রূপ কী ? 
উত্তর - সংস্কৃতায়ন। 

৪. নজির স্থাপক গোষ্ঠী হল - ব্রাহ্মণরা / নিচু জাতিগোষ্ঠীভুক্তরা / সকলেই। 
উত্তর - মূলতঃ ব্রাহ্মণরা। 

৫. পাশ্চ্যাত্তীকরণ শব্দটির প্রথম প্রয়োগ কে করেন ? 
উত্তর - এম এন শ্রীনিবাস। 

৬. মুসলিম / হিন্দু - সমাজের একটা বড় অংশ পাশ্চ্যাত্তীকরণের প্রভাবমুক্ত ছিল। 
উত্তর - মুসলিম। 
 
৭. পাশ্চ্যাত্তীকরণ প্রক্রিয়াটি অধিক কার্যকরী ছিল - শহরাঞ্চলে / গ্রামাঞ্চলে। 
উত্তর - শহরাঞ্চলে। 

৮. আধুনিকীকরণের মাপকাঠি প্রসঙ্গে কে তিনটি মুখ্য বৈশিষ্টের কথা বলেছেন ? কনিল / কার্ল ডয়েস / উইলবার্ট মূর। 
উত্তর - উইলবার্ট মুর। 

৯. ভারতীয় আধুনিকীকরণের পথপ্রদর্শক কে ছিলেন ? 
উত্তর - রাজা রামমোহন রায়। 

১০. হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮১৮ / ১৮১৭ / ১৮২৬ / ১৮২০ সালে। 
উত্তর - ১৮১৭ সালে। 



১১. ব্যাপটিস্ট মিশন কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮১৮ / ১৮১৭ / ১৮১৬ / ১৮২০ সালে। 
উত্তর - ১৮১৮ সালে। 

১২. ভারতে আধুনিকীকরণের একটি সূচক হল - যজমানি প্রথার অবসান। ঠিক / ভুল। 
উত্তর - ঠিক। তবে যজমানি প্রথার পরিবর্তে বাজার অর্থনীতির উদ্ভব হল ভারতে আধুনিকীকরণের একটি সূচক। 
  
১৩. Sociology গ্রন্থের লেখক কে ? কার্ল ডয়েস / আর আর ডেভিডসন / ইয়ান রবার্টসন। 
উত্তর - ইয়ান রবার্টসন। 
 
১৪. Globalization and After গ্রন্থটির লেখক কে ? 
উত্তর - ডক্টর সমীর দাসগুপ্ত। 

১৫. বিশ্বায়ন হল এক অর্থে পুঁজিবাদের বিস্তার। সত্য / মিথ্যা। 
উত্তর - সত্য। 

১৬. ভারতে বিশ্বায়ন নীতি গৃহীত হয় কবে ? ১৯৯০ / ১৯৯১ / ১৯৯২ / ২০০১ সালে। 
উত্তর - ১৯৯১ খ্রিস্টাব্দে। 

১৭. IMF এর পুরো নাম কী ? 
উত্তর - International Monetary Fund     । 

১৮. FERA কী ? 
উত্তর - বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন। 

১৯. ভারত কবে GATT চুক্তি সাক্ষর করে ? 
উত্তর - ৩০ ডিসেম্বর ১৯৯৪ সালে। 

২০. GATT এর পুরো নাম কী ? 
উত্তর - General Agreement on Tariffs and Trade 

Class XII ( Class 12 ) Sociology 2nd Chapter MCQ 

Set 3 

১. আধুনিকীকরণ সংগঠিত হওয়ার ক্ষেত্রে পাঁচটি উপাদানের কথা কে বলেছেন ? রামমোহন / ক্রসবি / আলফ্রেড ওয়েগনার / মেরন উইনার। 
উত্তর - মেরন উইনার। 

২. কাকে নবযুগের Prophet বলা হয় ? 
উত্তর - রাজা রামমোহন রায়। 

৩. ভারতে আধুনিকীকরণের সূচনা হয় কবে ? প্রাক ব্রিটিশ যুগে / ব্রিটিশ আমলে / স্বাধীনতার পরে। 
উত্তর - প্রাক ব্রিটিশ যুগে। 

৪. কবে , কত - তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনা অংশে যুক্ত হয় ? 
উত্তর - ১৯৭৬ সালে ৪২ তম সংশোধনীতে। 

৫. ধর্মনিরপেক্ষীকরণের মাপকাঠি হিসেবে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন কে ? ইয়ান রবার্টসন / মেরন উইনার / শ্রীনিবাস / অধ্যাপক ঘুরে। 
উত্তর - ইয়ান রবার্টসন। 

৬. হিন্দু বিবাহ আইন কবে প্রবর্তিত হয় ? 
উত্তর - ১৯৫৫ সালে। 

৭. কত নং ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংযুক্ত হয়েছে ? ২৫ - ২৮ / ২৫ ও ২৮ / ১৪ - ১৮ / ১৪ ও ১৮ নং ধারায়। 
উত্তর - ২৫ থেকে ২৮ নং ধারাতে। 

৮. কবে বাবরি মসজিদ ধ্বংস হয় ? ১৯৯২ এর ৬ ই ডিসেম্বর / ১৬ ই ডিসেম্বর / ২৮ শে ডিসেম্বর। 
উত্তর - ৬ ই ডিসেম্বর। 

৯. Global Village বা ভুবনগ্রাম প্রত্যয়টি কীসের সাথে যুক্ত ? বিশ্বায়ন /উদারীকরণ / পাশ্চ্যাত্তীকরণ - এর সাথে সম্পর্কিত। 
উত্তর - বিশ্বায়ন। 

১০. FDI এর পুরো কথাটি কী ? 
উত্তর - Foreign Direct Investment 

১১. Religion and Society among the Coorgs in Southern India - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর - এম এন শ্রীনিবাস। 

১২. ভারতে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যোগেন্দ্র সিংহ ক'টি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ও কী কী ? 
উত্তর - তিনটি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন - Evolutionary , Cultural , Structural 

১৩. কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ? 
উত্তর - ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক। 

১৪. কার রচনায় '' বাবু '' চরিত্রের পরিচয় পাওয়া যায় ? 
উত্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

১৫. বাবু চরিত্র -  পাশ্চ্যাত্তীকরণ  / সংস্কৃতায়ন / বিশ্বায়ন - এর ফল। 
উত্তর - পাশ্চ্যাত্তীকরণ। 
 
১৬. কবে গুজরাট দাঙ্গা হয়েছিল ? ২০০১ / ২০০২ / ১৯৯১ / ১৯৯২ - সালে। 
উত্তর - ২০০২ সালে। 

১৭. ২০১০ সালে Economic Freedom World Rank - এর ১৭৯ টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল - ১২৪ / ১২৮ / ০৪ / ১০৪ - তম। 
উত্তর - ১২৪ তম। 

১৮. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন হল - MRTP / FERA / GST / FDI .
উত্তর - FERA 

১৯. সংস্কৃতায়নে কোন ধরণের সচলতা দেখা যায় ? উর্ধমুখী / অধঃমুখী / উভয়প্রকার সচলতা। 
উত্তর - উর্ধমুখী। 

২০. '' যত মত তত পথ '' - মতবাদের প্রবক্তা কে ? 
উত্তর - শ্রীরামকৃষ্ণ।     


You May Also Like

0 comments