Class XI Political Science 2nd Semester Suggestion Unit : IV
Class XI Political Science 2nd Semester Suggestion Unit : IV
একাদশ শ্রেণী 2nd Semester রাষ্ট্রবিজ্ঞান : চতুর্থ অধ্যায়।
Unit IV : সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা।
নম্বর বিভাজন :-
২ মার্ক = ০
৪মার্ক = ০
৬ মার্ক = ১টি।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী : ৬ মার্ক।
১. গান্ধীবাদ সম্পর্কে লেখ।
অথবা , গান্ধীজির অহিংসা আদর্শটি সমালোচনাসহ বিশ্লেষণ কর।
২. গান্ধীজির সত্যাগ্রহ নীতির প্রকৃতি বিশ্লেষণ কর।
৩. নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।
৪. মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা।
৫. গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা কর।
৬. স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা কর।
0 comments