H.S. 4th Semester History Suggestion Unit 4

by - October 31, 2025

H.S. 4th Semester History Suggestion Unit 4




H.S. 4th Semester History Suggestion Unit 4 : 1st chapter ( আলিগড় আন্দোলন , মুসলিম লিগ ও হিন্দু মহাসভা ) 


8 Marks 

১. আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। 
২. মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি। 
৩. হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি। 
৪. ভারতে সাম্প্রদায়িকতা বিকাশের পটভূমি। 
৫. ভারতে সাম্প্রদায়িকতার বিকাশে ব্রিটিশ সরকারের '' বিভাজন ও শাসন নীতি '' কতটা দায়ী ছিল ? 
৬. খিলাফৎ আন্দোলনের পরিচয় দাও। 

3 & 4 Marks

১. আলিগড় আন্দোলনের গুরুত্ব। 
২. লখনৌ চুক্তির গুরুত্ব। 
৩. মুসলিম লিগ প্রতিষ্ঠার উদ্দেশ্য। 
৪. পুণা চুক্তি। 
৫. সিমলা দৌত্য 
৬. মুসলিম লিগের লাহোর প্রস্তাব ও তার গুরুত্ব। 
৭. জিন্নার চোদ্দো দফা দাবী। 
৮. প্রত্যক্ষ সংগ্রাম।   

H.S. 4th Semester History Suggestion Unit 4 : 2nd chapter ( সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব ) 


8 Marks 

১. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি। 
২. ১৮৮৫ থেকে ১৯০৫ পর্যন্ত ( প্রথম পর্ব বা আদিপর্ব বা নরমপন্থী যুগের ) জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন কর। 
৩. বিংশ শতকে ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণ। 
৪. বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রথম পর্বের ( প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল পর্যন্ত ) পরিচয় দাও। 

3 & 4 marks

১. জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সরকারের নিরাপত্তা রক্ষাকবচ বলাটা কতটা যুক্তিযুক্ত ? 
২. কংগ্রেসের সুরাট অধিবেশন গুরুত্বপূর্ণ কেন ? 
৩. বেঙ্গল ভলেন্টিয়ার্স। 
৪. রাওলাট আইন কেন প্রবর্তিত হয় ? রাওলাট আইনের বিরুদ্ধে ভারতীয়রা কীভাবে প্রতিবাদ সংগঠিত করে ? 
৫. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড।        
৬. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা। 
৭. কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী ভাবধারার বিরোধের কারণ / পার্থক্য। 
৮. অনুশীলন সমিতি। 
৯. প্রীতিলতা ওয়াদ্দেদার। 
১০. কল্পনা দত্ত। 
১১. সাইমন কমিশন বিরোধী আন্দোলন। 
১২. যুগান্তর দল। 
১৩. বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ। 
১৪. বৈপ্লবিক আন্দোলনের ব্যর্থতার কারণ। 
১৫. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের তাৎপর্য। 
১৬. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন। 
১৭. বাঘাযতীন।   

H.S. 4th Semester History Suggestion Unit 4 : 3rd chapter ( ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ও গান্ধীজির অভ্যুত্থান ) 


8 Marks 

১. আইন অমান্য আন্দোলনের কারণ। 
২. আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণ। 
৩. আইন অমান্য আন্দোলনের গুরুত্ব। 

3 & 4 Marks 

১. গান্ধী - আরউইন চুক্তি। 
২. আইন অমান্য আন্দোলন কেন প্রত্যাহার করা হয় ? 
৩. নেহেরু রিপোর্ট। 
৪. অসহযোগ আন্দোলনের গুরুত্ব। 
৫. দ্বিতীয় গোলটেবিল বৈঠক। 
৬. অসহযোগ আন্দোলন প্রত্যাহারে গান্ধীজির কী কী যুক্তি ছিল ? 
৭. গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম তিনটি সত্যাগ্রহ আন্দোলন। 
৮. ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 
৯. জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন ও তার গুরুত্ব। 
১০. প্রথম বিশ্বযুদ্ধ ভারতের শ্রমিক শ্রেণীর উপর কীরূপ প্রভাব বিস্তার করে ?  

H.S. 4th Semester History Suggestion Unit 4 : 4th chapter ( স্বাধীনতার পূর্বাভাস ) 


8 Marks 

১. ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট। 
২. ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব। 
৩. স্বাধীনতা আন্দোলনে সুভাষ চন্দ্র বসুর ভূমিকা। 
৪. নৌ - বিদ্রোহের কারণ। 
৫. মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 
৬. ক্রিপস মিশন। 
৭. মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন। 

3 & 4 Marks 

১. হরিপুরা কংগ্রেস। 
২. ত্রিপুরী কংগ্রেস। 
৩. আজাদ হিন্দ সরকার। 
৪. ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ। 
৫. ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ। 
৬. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী। 
৭. আজাদ হিন্দ বাহিনীর বিচার কালে কলকাতায় গণবিক্ষোভ। 
৮. ওয়াভেল পরিকল্পনা। 
৯. রাজাজি সূত্র বা সি আর পরিকল্পনা। 

[ বিশেষ দ্রষ্টব্যঃ প্রয়োজনে আরও প্রশ্ন সংযুক্ত করা হতে পারে। ] 

You May Also Like

0 comments