ABTA 2019 EDUCATION SAQ SOLVE


ABTA 2019 EDUCATION SAQ SOLVE


এখানে ABTA  2018-19 এর  SAQ প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে। তবে একসাথে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই সমস্ত প্রশ্নের উত্তর পেতে উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের প্রতিনিয়ত WEBSITE VISIT করতে বলা হচ্ছে।
PAGE : AC 19
( i ) হার্ডওয়ার ও সফটওয়ার এর যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো।
কম্পিউটারের বাইরের ও ভেতরের যন্ত্রাংশগুলিকে বলে হার্ডওয়ার ; কিন্তু সফটওয়ার হলো কম্পিউটারের বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়।
অথবা , বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখো।
ছাত্র ও শিক্ষক সম্পর্কিত তথ্য , বিদ্যালয় , গ্রন্থাগার ও পরীক্ষাগার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ ও প্রয়োজনমতো সেইসব তথ্যের ব্যবহারে কম্পিউটার বিশেষভাবে সাহায্য করে।
( ii ) সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো।
* বিদ্যালয়ের পরিকাঠামো ও সুযোগের অভাব। * বিদ্যালয়ের দূরত্ব বালিকাদের শিক্ষালাভের ক্ষেত্রে একটি বড়ো বাঁধা।
( iii ) বয়স্ক শিক্ষা কাকে বলে ?
১৫ বা ১৮ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত ব্যাক্তিদের 3 R  অর্থাৎ পড়া , লেখা ও সাধারণ গণিতের শিক্ষাই হলো বয়স্ক সাক্ষরতা।
অথবা , দূর শিক্ষা কী ?
যে শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা নিয়মিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে স্টাডি মেটিরিয়াল পঠন পাঠনের দ্বারা শিক্ষালাভ করে - তাকে দূরাগত শিক্ষা বলা হয়।
( iv ) I.T.I - এর পুরো নাম লেখো।
Industrial Training Institute
অথবা , I.I.T.- এর পুরো নাম লেখো।
Indian Institute of Technology
( v ) S.U.P.W - এর পুরো কথাটি লেখো।
Socially Useful Productive Work
অথবা , S.U.P.W - এর কোন কমিশনে উল্লেখ আছে ?
ঈস্বরভাই প্যাটেল কমিশন ১৯৭৮ সালে এর প্রস্তাব করে। ( এটি মূলত কোঠারি কমিশনের '' কর্ম অভিজ্ঞতা '' নীতি অনুসারে গৃহীত ও মহাত্মা গান্ধীর শিক্ষাচিন্তার ফসল। )
( vii )  অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
ওয়ারদাইমার , কফকা , কোহলার অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের প্রবক্তা। এর মূল কথা হলো - সমস্যামূলক পরিস্থিতিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ ও উপলব্ধি করে সমস্যা সমাধানের চেষ্টা।
( ix ) C.A.I - এর পুরো নামটি লেখো।
Computer Aided Instruction ( কম্পিউটার সহযোগী নির্দেশনা )
( x ) UNESCO - এর পুরো নাম কী ?
United Nations Educational , Scientific and Cultural Organisation
অথবা , IGNOU - এর পুরো নাম কী ?
Indira Gandhi National Open University
( xi ) শারীরিক প্রীতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ করো।
দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশু ; মূক ও বধির শিশু - ইত্যাদি।
( xii ) NLM  এর পুরো নাম লেখো।
National Literacy Mission
( xiii ) POA - কী ?
POA এর পুরো নাম Programme of Action  । ১৯৯২ সালে জনার্দন রেড্ডি কমিটি শিক্ষা সংক্রান্ত কিছু সুপারিশ সংযুক্ত করেন।
( xiv ) UGC - এর পুরো নাম লেখো।
University Grants Commission
অথবা , CABE - এর পুরো নাম লেখো।
Central Advisory Board of Education
( xv ) পাজল বক্স কী ?
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান।
( xvi ) পরিণমনের একটি বৈশিষ্ট লেখো।
পরিণমন হলো জৈবিক এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যা কোনো শর্তাধীন নয়।
অথবা , বুদ্ধির একটি বৈশিষ্ট লেখো।
বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয় এবং বুদ্ধির সাহায্যে আমরা ক্ষুদ্র , জটিল ও বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারি।

PAGE : AC 118
( i ) মনোযোগের একটি বৈশিষ্ট লেখো। 
মনোযোগ হলো একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। মনোযোগী হওয়ার জন্য আমরা সামনে থাকা বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে একটিকে বেছে নিই।
মনোযোগ সঞ্চারণশীল। একই  বস্তুর ওপর বেশিক্ষন মনোযোগ স্থায়ী হয় না।
অথবা , শিখন ও পরিণমনের পার্থক্য লেখো।
শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া এবং তা শর্তাধীন ও অনুশীলন সাপেক্ষ। কিন্তু পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া এবং তা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
( ii ) বিশেষ ক্ষমতা কী ? 
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বে বিশেষ ক্ষমতা হলো সাধারণ ক্ষমতাগুলির ( GMA ) উর্দ্ধে একটি বিশেষ দক্ষতামূলক ক্ষমতা ( SMA ) যা ভিন্ন ভিন্ন কর্মকে সাফল্যের সাথে সম্পাদন করতে সহায়তা করে।
( iii ) অপারেন্ট কথাটির অর্থ কী ?
অপারেন্ট কথাটির সাধারণ অর্থ সক্রিয়তা বা সক্রিয় আচরণ।যে অনুবর্তনে প্রতিক্রিয়ার কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। 
অথবা , শিখনের ক্ষেত্রে কোহলারের '' অন্তর্দৃষ্টিমূলক শিখন '' কথাটির তাৎপর্য কী ?
অন্তর্দৃষ্টিমূলক শিখন কথাটির তাৎপর্য হলো সমস্যামূলক পরিস্থিতিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ ও উপলব্ধি করে সমস্যা সমাধানের চেষ্টা।
( iv ) কাঁচা স্কোর কাকে বলে ?
তথ্য সংগ্রহ করার প্রথম অবস্থায় এলোমেলো তথ্যগুলিকে কাঁচা স্কোর বা অবিন্যস্ত সাংখ্যমান বলা হয়।
অথবা , প্রসার বলতে কী বোঝায় ?
বিস্তৃতি বা প্রসার বা Range হলো স্কোরগুলি কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে। সংগৃহীত তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে বিস্তৃতি বলে।
( vi ) প্রাক প্রাথমিক শিক্ষা কী ?
প্রাথমিক শিক্ষা শুরু করার পূর্বে ৩+ থেকে ৫+ বয়স পর্যন্ত শিক্ষাস্তরকে প্রাক প্রাথমিক শিক্ষাস্তর বলে। যেমন - নার্সারি , কিন্ডার গার্টেন - ইত্যাদি।
( vii ) গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব কোন কমিশন করেছিলেন ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন।
অথবা , ১০+২+৩ এই শিক্ষাধারাটি কোন কমিশন প্রস্তাব করেছিলেন ?
ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন।
( viii ) ECCE এর সম্পূর্ণ নাম লেখো। 
Early Childhood Care and Education
অথবা , NCTE এর সম্পূর্ণ নাম লেখো। 
National Council for Teacher Education
( ix ) সংবিধানের ৪৫ নং ধারায় কী উল্লেখ করা হয়েছে। 
সংবিধান চালু হওয়ার ১০ বছরের মধ্যে ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে।
( x ) মুদালিয়ার কমিশনের অপর নাম কী ?
মাধ্যমিক শিক্ষা কমিশন।
অথবা , স্কুল কমপ্লেক্স কী ?
কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে ৩-৪ টি উচ্চ প্রাথমিক ও ১০-২০ টি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে বিদ্যালয় গুচ্ছ তৈরী করার কথা বলা হয়। এর মূল উদ্দেশ্য ছিল - বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা।
( xi ) লিপ রিডিং কী ?
ওষ্ঠ পঠন। বক্তার কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া দেখে কথা ও ভাব বুঝতে পারাকে ওষ্ঠপঠন বলা হয়। এর প্রবর্তক জয়ান পাবলো বঁনে।
( xii ) আইনগত দিক থেকে অন্ধ শিশু কারা ?
ব্যবহারিক দিক থেকে যে ব্যাক্তির দৃষ্টিশক্তি ১/২০ ভাগের কম , বা যে ব্যাক্তি দেড় মিটার দূরত্ব থেকেও আঙুল গুনতে পারে না , তাকে দৃষ্টিহীন বলে।
( xiii ) জানার জন্য শিক্ষা - কথাটির অর্থ কী ?
জানার জন্য শিক্ষা হলো সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকেও সঠিকভাবে আয়ত্ত করা ।
( xiv ) CCTV এর সম্পূর্ণ নাম লেখো। 
Closed Circuit Television
অথবা , CPU এর সম্পূর্ণ নাম লেখো। 
Central Processing Unit
( xv ) শিক্ষার বিশ্ববীক্ষা কী ?
UNESCO র তত্ত্বাবধানে ডেলর কমিশন তাঁর রিপোর্টে শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শিক্ষার মূল চারটি স্তম্ভ ( জানার জন্য শিক্ষা , কর্মের জন্য শিক্ষা , মানুষ হয়ে ওঠার শিক্ষা , একত্রে বসবাসের শিক্ষা ) তুলে ধরেন।একেই শিক্ষার বিশ্ববীক্ষা বলে।
( xvi ) জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য কী ?
এটি Technological Mission এর অন্তর্গত। এর মূল উদ্দেশ্য ছিল - সাক্ষরতা এবং গাণিতিক প্রক্রিয়া অর্জনে আত্মবিশ্বাসী হওয়া ও ১৯৯০ সালের মধ্যে ১৮-৩৫ বয়স্কদের মধ্যে ৩০ মিলিয়ন ও ১৯৯৫ সালের মধ্যে ৫০ মিলিয়ন ব্যাক্তিকে সাক্ষর করে তোলা। 

PAGE AC : 188 
( i ) ROM এর পুরো কথাটি কী ?
Read Only Memory
( ii ) CAL এর পুরো নাম লেখো।
Computer Aided Learning
( iii ) Operent বলতে কী বোঝো ?
See page AC 118 Q.No (iii)
( iv ) দৃষ্টি প্রতিবন্ধী শিশু কারা ?
See page AC 118 Q.No (xii)
অথবা , বধির কারা ? 
শ্রবণ যন্ত্রের সাহায্য ছাড়া শুনতে না পেলে বা , শ্রবণ ক্ষমতা ৮০ ডেসিবেলের অধিক হলে তাদের বধির বা শ্রবণ প্রতিবন্ধী বলে।
( v ) শিখনের একটি বৈশিষ্ট উল্লেখ করো।
শিখনে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য এবং শিখনে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন ঘটে।
( vi ) NCERT এর পুরো কথাটি কী ?
National Council of Educational Research and Training
( vii ) 3 R কী ?
Reading , Writing , Arithmetic (পঠন , লিখন ও গণিত।)
অথবা , DTP এর পুরো রূপটি লেখো।
Desk Top Publishing
( viii ) শিক্ষায় বুদ্ধির একটি প্রয়োজনীয়তা লেখো।
অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বুদ্ধি প্রয়োজন। সমস্যামূলক বিষয় ও পরিস্থিতির সমাধানকল্পে বুদ্ধি প্রয়োজন। শিক্ষণলব্ধ বিষয়গুলির মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে বুদ্ধি প্রয়োজন।
( ix ) OBC এর পুরো কথাটি কী ?
Other Backward Classes
( x )  পুনরুদ্রেক কী ?
অর্জিত শিখন এবং অভিজ্ঞতাকে ঠিক সময়ে সঠিকভাবে স্মরণ করাকে পুনরুদ্রেক বলে। এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া।
( xi ) সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট উল্লেখ করো।
সাধারণ মানসিক ক্ষমতা সহজাত এবং তা অনুশীলন নিরপেক্ষ।
( xii ) ব্যতিক্রমী শিশুদের বর্তমানে কী  নামে ডাকা হয় ?
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু।
( xiii ) মুদালিয়ার কমিশনের অপর নাম কী ?
মাধ্যমিক শিক্ষা কমিশন।
অথবা , শিক্ষাক্ষেত্রে ''ড্রপ আউট '' বলতে কী বোঝো ?
বিদ্যালয়ে ভর্তি হয়েও বিভিন্ন কারণে পাঠ শেষের পূর্বেই বিদ্যালয় ত্যাগ করলে তাকে স্কুলছুট বা Drop Out বলা হয়।
( xiv ) MODE এর একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 
ভুষিস্টক নির্ণয়ে প্রতিটি স্কোর বিবেচিত হয় না।
প্রত্যেক বিভাজনে ভুষিষ্টক মানের অস্তিত্ব না'ও থাকতে পারে।
( xv ) E - learning কী ?
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e-learning বলে।
( xvi ) ভারতীয় সংবিধানের ৪৬ নং ধারায় কী উল্লেখ আছে ?
তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর আর্থিক , সামাজিক ও শিক্ষার বিকাশের প্রতি রাষ্ট্র বিশেষভাবে যত্নবান হবে। 
PAGE AC: 241
( i ) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো ? 
See page AC 188 Q.No  ( xiii ) এর  OR
অথবা , ECCE এর পুরো কথাটি কী ? 
See Page AC 118 Q.No (viii)
( ii ) শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো।
See Page AC 118 Q.No (i) এর OR
অথবা , মনোযোগের একটি বৈশিষ্ট লেখো।
See Page AC 118 Q.No (i)
( iii ) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
See Page AC 19 Q.No (vii)
অথবা , Animal Intelligence নামের বইটির লেখকের নাম কী ?
থর্নডাইক।
( iv ) ট্যালি কী ?
একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণীবিভাজনে কতগুলি স্কোর রয়েছে - তা দ্রুত নির্ণয়ের জন্য ট্যালি ব্যবহার করা হয়।
অথবা , গড় কাকে বলে ?
সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলে গড় বা মিন।
( v ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় ?
১৯৪৮।
অথবা , UGC এর সম্পূর্ণ নামটি লেখো।
See Page AC 19 Q.No ( xiv)
( vi ) শ্রীমতী হংস মেহেতা কমিটি কবে গঠিত হয়েছিল ?
১৯৬১
অথবা , তপশিলি জাতি ,উপজাতি সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা আছে ?
৪৬ নং ধারাতে।
( vii ) AICTE এর পুরো নাম কী ?
All India Council for Technical education
অথবা ,মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ?
৯ জন ( ভারতীয় ৭ + বিদেশি ২ জন )
( viii ) দৃষ্টিহীন প্রতিবন্ধীতার একটি কারণ উল্লেখ করো।
জন্মগত জৈবিক কারণ ও আকস্মিক দুর্ঘটনা বা রোগব্যাধি।
অথবা , মৌখিক পদ্ধতির প্রবর্তক কে ?
জয়ান পাবলো বঁনে ( ওষ্ঠপঠন ) .
( ix ) প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কী বোঝো ?
শিক্ষাক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যায় করতে হয়। তা স্বত্তেও যদি কোনো শিক্ষার্থী নির্দিষ্ট শ্রেণীতে উত্তীর্ণ না হতে পারে তাহলে তাকে অপচয় বলে।
অথবা , 3 R কী ? 
See Page AC 188 Q.No (vii)
( x ) Knowledge dispels mists of ignorance - উক্তিটি কার ?

অথবা , আন্তর্জাতিক শিক্ষা কমিশনের ( ১৯৯৬ ) সভাপতি কে ছিলেন ?
জ্যাক ডেলর।
( xi ) অথবা , গড়ের একটি ব্যবহার লেখো।
গাণিতিক গড়ের সাহায্যে স্কোরগুলির গুণের মধ্যে তুলনা করা যায়। গাণিতিক গড় খুব সহজেই বের করা যায়। যখন কোনো ব্যাক্তির যোগ্যতা বিচার করতে হয় , তখন গড়ের তুলনায় তা বিচার করা হয়। দেখা হয় তার অবস্থান গড়ের কাছাকাছি , ওপরে না নীচে।
( xii ) প্রসার বলতে কী বোঝো ? 
See Page AC 118 Q.No ( iv ) এর OR।
অথবা , ভূষিষ্টকের সংজ্ঞা দাও।
কেন্দ্রীয় প্রবণতার অন্যতম পরিমাপ হলো ভূষিষ্টক।ভূষিষ্টক বা মোড হলো সংখ্যাগুরু মান। কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে , তা'ই হলো ওই বন্টনের ভূষিষ্টক।
( xiii ) প্রেষণার একটি বৈশিষ্ট উল্লেখ করো।
চাহিদা বা অভাববোধ থেকে প্রেষণা জন্ম নেয় এবং প্রেষণার একটি বাধ্যতামূলক ক্ষমতা থাকে যা ব্যাক্তির চাহিদার প্রকৃতি এবং লক্ষ্যবস্তুর দ্বারা নির্ধারিত হয়।
অথবা , কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায় ?
মনোবিদদের মতে , অনুশীলনের মাধ্যমে বা প্রশিক্ষণের দ্বারা স্মৃতিশক্তি বাড়ানো যায় না। তবে রবিনসন survey Q 3R  পদ্ধতির অবতারণা করেছেন। তা হলো - Q = Question , 3 R = Read , Recite , Review
( xiv ) স্কিনার বক্স কী ?
সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেন যা স্কিনার বক্স নামে পরিচিত। এতে অল্প সময়ের মধ্যে বহু আচরণের অধ্যয়ন করা যায়।
অথবা , সুলতান কে ?
অন্তর্দৃষ্টিমূলক শিখন প্রতিক্রিয়ার পরীক্ষার জন্য কোহলার একটি শিম্পাঞ্জিকে নিয়ে ১৯১৩ থেকে ১৯১৭ সালের মধ্যে কয়েকটি পরীক্ষা করেন। এই শিম্পাঞ্জিটির নাম সুলতান।
( xv ) ভারতীয় সংবিধান কে রচনা করেছিলেন ?
ডক্টর বি আর আম্বেদকর। তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন।
অথবা , ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝায় ?
ভারতীয় সংবিধানে ২৫ থেকে ২৮ নং ধারাতে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। এর মূল কথা হলো রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই এবং রাষ্ট্র প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা প্রদানে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।
( xvi ) স্লাইড কী ?

Or , CAI এর পুরো নাম কী ? 
Computer Aided Instruction 

PAGE AC : 254
( i )  মিডিয়ানের একটি সুবিধা লেখো। 
মধ্যম মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো রাশিতথ্যমালা পর্যবেক্ষণ করে এটি বের করা যায়। মধ্যমমান ক্রান্তীয় বা চরম মানগুলির দ্বারা প্রভাবিত হয় না।
( ii ) SUPW এর পুরো কথাটি লেখো।
See Page AC 19 Q.No ( v )
অথবা , ECCE কী ?
Early Childhood Care and Education .২০১৩ সালে ভারত সরকার এই কর্মসূচি প্রবর্তন করে। এর মাধ্যমে ৬ বছর পর্যন্ত শিশুদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়ার পরিকল্পনা হয়।
( iii ) বয়স্ক শিক্ষা কর্মসূচির একটি উদ্দেশ্য লেখো। 
*নাগরিক দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বয়স্ক ব্যাক্তিগণকে সচেতন করে তোলা। *পড়া , লেখা ও গণিত এই 3R এর জ্ঞান প্রদান করা।
( iv ) কোন যন্ত্রের সাহায্যে শ্রবণগত মনোযোগের বিস্তার মাপা হয় ?

( v ) শিক্ষাক্ষেত্রে ICT এর লক্ষ্য কী ? 
Information and Communication Technology শিক্ষাক্ষেত্রে তথ্য প্রদান ও যোগাযোগ সংক্রান্ত ব্যবহার।
( vi ) অন্ধত্বের একটি কারণ লেখো।
See Page AC 241 Q.No (viii)
( vii ) NCTE এর পুরো কথাটি লেখো। 
See Page AC 118 Q.No ( viii) এর OR
অথবা , OBC বলতে কাদের বোঝানো হয় ?
Other Backward Classes . তপশিলি জাতি , উপজাতি ব্যাতিত অন্যান্য অনগ্রসর ও পিছিয়ে পড়া সম্প্রদায়কে।
( viii ) শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। 
পঠন পাঠনে মনোযোগ হীনতা , আক্রমণধর্মিতা , চুরি করা , মিথ্যা কথা বলা - ইত্যাদি।
( ix ) বুদ্ধাঙ্ক নির্ণয়ের সমীকরণটি লেখো। 
বুদ্ধাঙ্ক = (ব্যাক্তির মানসিক বয়স / ব্যাক্তির সাধারণ বয়স ) * ১০০
( x ) মাইক্রো কম্পিউটারের একটি বৈশিষ্ট লেখো। 
ব্যবসায়িক ও কারিগরি প্রতিষ্ঠানে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে , কম্পিউটারভিত্তিক ডিজাইন তৈরিতে ও ব্যবসায়িক গণনার কাজে মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়।
( xii ) প্রেষণা হ্রাসের একটি কারণ লেখো। 
ব্যাক্তির মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে প্রেষণা হ্রাস পায়। কোনো বিষয় খুব কঠিন বা সহজ হলে প্রেষণা হ্রাস পায়।
( xiii ) শিক্ষাক্ষেত্রে '' অপচয় '' কাকে বলে ? 
See Page AC 241 Q.No ( ix )
( xiv ) SRC এর সম্পূর্ণ নাম লেখো। 
( প্রশ্ন ভুল আছে। CRC হবে ) কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সর্বাত্মক পরিচয়পত্র। মুদালিয়ার কমিশন প্রস্তাবিত।
অথবা , CPO এর পুরো কথাটি লেখো। 

( xv ) মনোযোগের একটি অভ্যন্তরীণ শর্ত উল্লেখ করো। 
আগ্রহ , চাহিদা।
অথবা , শিখনের একটি শর্ত উল্লেখ করো। 
শিখনে শিক্ষার্থীর সক্রিয় থাকা বাধ্যতামূলক। শিখনে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন ঘটে।
( xvi ) কাইমোগ্রাফ কী ?
যে চিত্রের সাহায্যে শ্রেণীবদ্ধ স্কোরকে রৈখিকভাবে প্রকাশ করা হয়। 

PAGE AC : 278 
( i ) E - Learning কী ?
See Page AC 188 Q.No (xv)
অথবা , DTP এর সম্পূর্ণ রূপটি লেখো।
See Page AC 188 Q.No ( vii ) এর OR
( ii ) স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে G উপাদান বলতে কী বোঝো ?
স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে G উপাদান হলো বা সাধারণ মানসিক ক্ষমতা। এই ক্ষমতা সহজাত ও অনুশীলন নিরপেক্ষ।
( iii ) মনোযোগের একটি বৈশিষ্ট উল্লেখ করো।
See Page AC 118 Q.No (i)
( iv ) ICDS এর পুরো নাম লেখো। 
Integrated Child Development Scheme
অথবা , শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো ?
See Page AC 188 Q.No (xiii) এর OR
( v ) ভারতীয় সংবিধানের ১৭ নং ধারাতে কী উল্লেখ আছে ?
১৭ নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। ১৯৫৫ সালে অস্পৃশ্যতাবিরোধী আইন পাস  করা হয় এবং  অস্পৃশ্যতামূলক আচরণ দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত হয়।
( vi ) স্কুলগুচ্ছ বা স্কুলজোট কী ?
See Page AC 118 Q.No ( x) এর OR
( vii ) DPEP এর পুরো নাম লেখো। 
District Primary Education Program
অথবা , NCERT এর পুরো নাম লেখো।
See Page AC 188 Q.No (vi)
( viii ) কোঠারি কমিশনের প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল ?

( x ) UGC কথাটি কোন শিক্ষাস্তরের সাথে যুক্ত ?
উচ্চশিক্ষা।
অথবা , রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠিত হয়েছিল ?
১৯৪৮
( xi ) স্টাইলাস কী ?
দৃষ্টিহীন শিশুদের জন্য ব্রেইল পদ্ধতিতে পুরু কার্ডবোর্ড বা কাগজের ওপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় - তাকে স্টাইলাস বলে।
( xii ) অপারেন্ট বলতে কী বোঝো ?
See Page AC 118 Q.No (iii)
( xiii ) ICT এর পুরো নাম লেখো। 
See Page AC 254 Q.No (v)
অথবা , CBT এর পুরো নাম লেখো। 
Computer Based Training
( xiv ) প্রেষণা কী ?
প্রেষণা হলো সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ এবং ঐ অভাববোধ দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।
( xv ) প্রাথমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 
`বিদ্যালয় ছুট এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো এবং ৬ বছর বয়স্ক প্রতিটি শিশুর প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ এবং প্রতিটি শিশুর সামাজিকীকরণ ও জ্ঞানার্জনের চাহিদাপূরণ।
OR, বয়স্ক শিক্ষার যেকোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 
See Page AC 254 Q.No (iii)
( xvi ) শিক্ষায় অপচয় বলতে কী বোঝো ?    
See Page AC 241 Q.No (ix)
                                               
PAGE AC : 290 
( i ) শিখন অধিত্যকা কী ?
প্রথম দিকে অনুশীলনের ফলে শিখন খুব দ্রুত ঘটে। ক্রমশঃ শিখনের পরিমান বৃদ্ধি পেলেও তার কার্যকারিতা হ্রাস পায় এবং এমন এক সময় আসে যখন অনুশীলন স্বত্তেও শিখনের উন্নতি ঘটে না। একেই শিখনের অধিত্যকা বলে।
( ii ) শিখন ও পরিণমনের সাদৃশ্য লেখো। 
উভয়ই ব্যাক্তি নির্ভর প্রক্রিয়া। উভয়ই ব্যাক্তির জীবন বিকাশে সহায়ক। দুটি প্রক্রিয়াই পরিমাপযোগ্য।
অথবা , পরিণমন কী ?
সহজাত সম্ভাবনাগুলির বাস্তবায়নই হলো পরিণমন। স্কিনারের মতে , পরিণমন হলো এক ধরণের বিকাশ যা পরিবেশ ও অবস্থার ব্যাপক তারতম্য ঘটলেও মোটামুটিভাবে নিয়মিত সংগঠিত হয়।
( iii ) বুদ্ধাঙ্কের সূত্রটি লেখো। 
See Page AC 254 Q.No (ix)
( iv ) স্কেল কী ?
স্কোরগুলিকে যখন কোনো একক বা ধাপ ঠিক করে পর পর সাজানো হয় - তখন তাকে স্কেল বলে।
( v ) বিচ্ছিন্ন স্কোর বলতে কী বোঝো ?
যে স্কোরের সিরিজে ফাঁক থাকে - তাকে বিচ্ছিন্ন স্কোর বলে। যেমন ব্যাক্তির সন্তান সংখ্যা ১ বা ২ বা ৩ হতে পারে ; কিন্তু কখনোই ১.৫ বা ২.৫ বা ৩.৫ হতে পারে না।
( vi ) মনোযোগের একটি বস্তুগত শর্ত লেখো।
কোনোকিছুর তীব্রতা মনোযোগ সৃষ্টি করে। যেমন , তীব্র শব্দ।
( vii ) কেন্দ্রীয় তালিকা কী ?
যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের তা List 1 বা কেন্দ্রীয় তালিকা বা Union List বলে। কেন্দ্রীয় তালিকায় আছে 62,63,64,65,66  নং ধারা।
( viii ) CABE এর পুরো নাম কী ? 
 See Page AC 19 Q.No ( xiv ) এর OR
( ix ) প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো ?
যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য যে কোনো উদ্দীপকের সাথে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে। ( প্রবক্তা প্যাভলভ )
অথবা , Gestalt কথাটির অর্থ কী ?
এটি একটি জার্মান শব্দ এবং এর অর্থ হলো অবয়ব।
( x ) ICDS এর সম্পূর্ণ নাম লেখো। 
See Page AC 278 Q.No (iv)
( xi ) কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলেছেন ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন।
( xii ) স্কিনার বাক্স কী ? 
See Page AC 241 Q.No (xiv)
( xiii ) সংবিধানের ৪৫ নং ধারায় কী উল্লেখ আছে ? 
সংবিধান চালু হওয়ার ১০ বছরের মধ্যে রাষ্ট্র ৬ থেকে ১৪ বছর বয়সী প্রতিটি শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে।
( xiv ) SCERT এর পুরো নাম কী ?
State Council of Educational Research and Training
OR , DPEP এর সম্পূর্ণ নাম লেখো।
See Page AC 278 Q.No (vii)
( xv ) সফটওয়ার ও হার্ডওয়ার এর পার্থক্য লেখো। 
See Page AC 19 Q.No (i)
অথবা , স্টাইলাস কী ?   
See Page AC 278 Q.No (xi)
( xvi ) ''ট্রেজার উইদিন'' কথাটির অর্থ কী ? 
শিখন : অন্তরের সম্পদ। ( এটি হলো ডেলর কমিশনের প্রতিবেদনের শীর্ষনাম। ) 

PAGE AC : 397
( i ) বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের তত্ত্বটির নাম কী ?
দ্বি উপাদান তত্ত্ব ( সাধারণ মানসিক ক্ষমতা GMA ও বিশেষ মানসিক ক্ষমতা SMA । ব্রিটিশ মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান ১৯০৪ সালে গণিত নির্ভর এই তত্ত্বের ব্যাখ্যা করেন American Journal of Psychology - তে। )
( ii ) মনোযোগের পরিসর বা বলতে কী বোঝো ?
মুহূর্তমাত্র দেখে বা শুনে ব্যাক্তি যতগুলি বস্তুর প্রতি মনোযোগ দিতে পারে - তাকেই মনোযোগের পরিসর বলে মনোযোগের বিস্তারের গড় হলো ৫-৭ টি বস্তু বা বস্তুর দল।
অথবা শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো।
See Page AC 118 Q.No (i) এর OR
( iii ) সক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রণ করে ?
প্রাচীন অনুবর্তন ( কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন )
OR, স্কিনার বক্স কী ? 
See Page AC 241 Q.No (xiv)
( iv ) ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয় ?
See Page AC 241 Q.No (iv)
( v ) মিন এর দুটি সুবিধা লেখো। 
গাণিতিক গড় খুব সহজেই নির্ণয় করা যায়। প্রতিটি স্কোরকে ব্যবহার করার ফলে এটি সবদিক থেকে অনেক বেশি নির্ভরযোগ্য হয়।
অথবা ,লেখচিত্রের মাধ্যমে তথ্য পরিবেশনকালে x এবং y  অক্ষকে কোন অনুপাতে নির্বাচন করতে হয় ?
x:y = 4:3
( vi ) সংবিধানের কোন ধারায় শিক্ষাক্ষেত্রে নারীদের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে ?
১৫(১) নং ধারাতে। তবে এক্ষেত্রে আলাদা করে নারীদের কথা বলা হয় নি। এই ধারাটির মূল বক্তব্য হলো রাষ্ট্র লিঙ্গভেদে কোনোরূপ বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
অথবা , শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝায় ?
শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া ও বঞ্চিত শ্রেণীর শিশুরা যাতে শিক্ষা লাভের ক্ষেত্রে সাধারণ শিশুদের সমান সুযোগ লাভ করে - এটিই হলো শিক্ষায় সমসুযোগ।
( vii ) মুদালিয়ার কমিশন কত খ্রিস্টাব্দে সরকারের কাছে রিপোর্ট পেশ করে ?
১৯৫৩ ( ৩১১ পৃষ্ঠা , ১৬ টি অধ্যায় )
( viii ) কোঠারি কমিশনের সভাপতির নাম কী ? 
ডক্টর ভি এস কোঠারি ( সম্পাদক - জে পি নায়েক )
অথবা , NCTE এর পুরো নাম কী ? 
See Page AC 118 Q.No (viii) এর OR
( ix ) বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে ? 
যে শিক্ষার দ্বারা কোনো শিক্ষার্থীকে হাতে কলমে ব্যবহারিক কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হয় , সেই শিক্ষাকে বলে বৃত্তিমূলক শিক্ষা।
অথবা , AICTE এর পুরো নাম কী ? 
See Page AC 241 Q.No (vii)
( x ) ডিগ্রি কে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ - এর কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে ?
জাতীয় শিক্ষানীতি ১৯৮৬। *
( xi ) Calcutta Deaf and Dumb School কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
১৮৯৩।
অথবা, ব্রেইল কটি বিন্দু দিয়ে লেখা হয় ?
৬ টি।
( xii ) বয়স্ক শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো।
See Page AC 278 Q.No (xv) এর OR
অথবা , VEC এর পুরো নাম কী ?
Village Education Committee
( xiii ) কার্যকরী বা ব্যবহারিক সাক্ষরতা বলতে কী বোঝো ?
যে মাত্রার সাক্ষরতা ব্যাক্তিকে সামাজিক ও পেশাগত জীবনের উপযোগী করে তোলে - তাকে কার্যকরী বা ব্যবহারিক সাক্ষরতা বলে।
( xiv ) জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো ? 
জানার জন্য শিক্ষা বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় , যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু ও বিষয় সম্পর্কে জানতে সহায়তা করে। কেবল সুসংগঠিত জ্ঞান আহরণই নয় , বরং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকেও সঠিকভাবে আয়ত্ত করা।
OR, UNESCO দ্বারা গঠিত শিক্ষা কমিশন কী শিরোনামে তাদের রিপোর্ট পেশ করে ?
Learning : The Treasure Within
( xv ) প্রযুক্তি বিদ্যা কাকে বলে ?
শিক্ষা প্রযুক্তি বিদ্যা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ৫ টি M ( Machine , Materials , Media , Mass , Method ) সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রভাবে কাজ করে।
( xvi ) RAM ও ROM এর মধ্যে একটি পার্থক্য লেখো। 
RAM এর পুরো নাম Random Access Memory  ও ROM এর পুরো নাম Read Only Memory । RAM অস্থায়ী স্মৃতিকেন্দ্র ; কিন্তু ROM স্থায়ী স্মৃতিকেন্দ্র। RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল কিন্তু ROM  বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়।
অথবা , Computer কাকে এর জনক বলা হয় ?
চার্লস ব্যাবেজ।

PAGE AC : 455
( i ) RAM এর পুরো নাম কী ?
Random Access Memory
( ii ) পায়রা ও ইঁদুরের উপর কে গবেষণা করেন ?
স্কিনার।
( iii ) কোঠারি কমিশনের ত্রিভাষার সূত্রটি লেখো। 
১. মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; ২. রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারি ভাষা ইংরেজি ; ৩. একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা ১ বা ২ এর অন্তর্ভুক্ত নয়।
( iv ) VEC এর পুরো নাম কী ?
Village Education Committee
( v ) কম্পিউটারের যেকোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। 
মাউস , কী - বোর্ড - ইত্যাদি। ( আউটপুট যন্ত্র - মনিটর , প্রিন্টার , স্পিকার - ইত্যাদি। )
( vi ) গ্লুকোমা কী ?
গ্লুকোমা একধরণের চক্ষু সংক্রান্ত অসুস্থতা যা Optic nerve কে ধ্বংস করে ব্যাক্তিকে অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে। ( vii ) প্রত্যভিজ্ঞা কাকে বলে ?
প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় , তখন তাকে প্রত্যভিজ্ঞা বলে। অর্থাৎ পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা  জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকে প্রত্যভিজ্ঞা বলে।
অথবা , অপানুবর্তন কাকে বলে ?
প্যাভলভ প্রবর্তিত প্রাচীন অনুবর্তন তত্ত্ব অনুসারে অনুবর্তনকে স্থায়ী করতে হলে সঠিকভাবে উদ্দীপকের উপস্থিতি ঘটাতে হবে ; নাহলে অনুবর্তিত প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে। একেই অপানুবর্তন বলে।
( ix ) সর্বশিক্ষা অভিযানের দুটি লক্ষ্য আলোচনা করো। 
৬ থেকে ১৪ বছর বয়সী প্রতিটি শিশুর অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা।
নিয়মতান্ত্রিক শিক্ষার পাশাপাশি বিকল্প বা পরিপূরক শিক্ষা ব্যবস্থার সুযোগ।
( x ) বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখো। 
যে সকল ব্যাক্তি বা সংস্থা বয়স্ক শিক্ষার কাজে নিযুক্ত তাঁদের মধ্যে সমন্বয়ের অভাব।
বয়স্ক শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ খুব কম। বিশেষ করে মহিলাদের উপস্থিতির হার বেদনাদায়ক।
( xi ) স্কিনার বক্স কী ? 
See Page AC 241 Q.No (xiv)
( xii ) ভারতে প্রতিবন্ধী অধিকারের আইন কবে পাশ হয় ?
২০১৬।
( xii ) মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ?
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার।
অথবা , মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশী সদস্যের সংখ্যা কত ছিল ?
২ জন।  জন ক্রিস্টি , কিনেথ রাস্ট উইলিয়াম।
( xiv ) WWW এর পুরো কথাটি কী ?
World Wide Web
( xv ) শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝো ? 
See Page AC 397 Q.No (vi) এর OR
অথবা , কমন স্কুল কাকে বলে ?
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় , তাকে কমন স্কুল বলে। এর সুপারিশ করেন কোঠারি কমিশন।
( xvi ) মনোযোগের নির্ধারক কয়টি ও কী কী ?
২ প্রকার - ব্যাক্তিগত ও বস্তুগত নির্ধারক।


PAGE AC: 461
( i ) থর্নডাইক প্রদত্ত মুখ্য সূত্রগুলির নাম লেখো।
ফল লাভের সূত্র ; অনুশীলনের সূত্র ; প্রস্তুতির সূত্র।
( ii ) প্রত্যভিজ্ঞা কী ? 
See Page AC 455 Q.No (vii)
অথবা , শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। 
See Page AC 118 Q.No (i) এর OR
( iii ) সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বোঝো ?
স্পিয়ারম্যান পরিসংখ্যানগত জটিল গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে , সমস্ত রকম বৌদ্ধিক কাজে কম বেশি একটি ক্ষমতার প্রয়োজন হয়। এই ক্ষমতাকে সাধারণ মানসিক ক্ষমতা বা বা বা বলা হয়।
অথবা , মনোযোগকে কেন নির্বাচনধর্মী প্রক্রিয়া বলা হয় ?
সাধারণতঃ অনেকগুলি উদ্দীপকের মধ্যে থেকে যেকোনো একটি উদ্দীপকের নির্বাচনধর্মী প্রক্রিয়া হলো মনোযোগ। তাই মনোযোগকে নির্বাচনধর্মী প্রক্রিয়া বলা হয়।
( iv ) প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র অঙ্কন করো।
S1 > R1> S2 > R2
অথবা , গেস্টাল্ট মতবাদ কী ?
গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর অর্থ অবয়ব বা সামগ্রিকতা। গেস্টাল্ট মতবাদের মূল কথা হলো - সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী সামগ্রিকভাবে উপলব্ধি করে ও প্রতিক্রিয়া করে। গেস্টাল্ট মতবাদের প্রবক্তা হলেন - কফকা ও কোহলার।
( vi ) NCRHE এর পুরো কথাটি কী ?
National Council of Rural Higher Education
অথবা , ICDS এর পুরো নাম লেখো।
Integrated Child Development Scheme
( vii ) প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো ?
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ , শ্রম ও সময় নষ্ট হয়। একেই অনুন্নয়ন বলে।
অথবা , কারিগরী ও বৃত্তি শিক্ষার ক্ষেত্রে দুটি সমস্যা লেখো।
বৃত্তিমুখী শিক্ষা সর্বজনীন নয় , সকলে এতে অংশগ্রহণ করতে পারে না।
ভারতে বৃত্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেয়েছে।
( viii ) কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার কাঠামোটি লেখো।
নিম্নমাধ্যমিক ( নবম ১৪+ ও দশম ১৫+ শ্রেণী ) ও উচ্চমাধ্যমিক ( একাদশ ১৬+ ও দ্বাদশ ১৭+ ) .
অথবা , কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার দুটি  লক্ষ্য লেখো।
গণতান্ত্রিক নাগরিক তৈরী করার উদ্দেশ্যে শক্তিশালী সাধারণ শিক্ষার ব্যবস্থা করা।
বৃত্তি ও উৎপাদন ব্যবস্থাকে যুক্ত করে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
( ix ) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ তে কেন কমন স্কুল স্থাপনের কথা বলা হয় ?
জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলের প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে। এর সুপারিশ করে কোঠারি কমিশন।
অথবা , জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ র শিক্ষা কাঠামোটি কীরূপ ছিল ?
১০+২+৩
( x ) ECCE এর পুরো নাম কী ?
Early Childhood Care and Education
অথবা , UNICEF এর পুরো নাম কী ?
United Nations International Children's Emergency Fund.
( xi ) ব্রেইল পদ্ধতির প্রবর্তন কে এবং কবে করেন ?
১৮২৯ ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল।
অথবা , স্টাইলাস কী ? 
See Page AC 278 Q.No (xi)
( xii ) অন্ধ শিশুদের শিক্ষাদানের একটি উদ্দেশ্য লেখো। 
শ্রবণ , স্পর্শ প্রভৃতি পদ্ধতি অবলম্বন করে দৃষ্টি হীনদের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা হয়।
দৃষ্টিহীন শিশুদের হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা ও পরিবেশের সাথে মানিয়ে চলতে সহায়তা করা।
অথবা , মূক ও বধির শিশুদের শিক্ষাদানের একটি উদ্দেশ্য লেখো।  
মূক ও বধির শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো তাদের বাচনিক বিকাশে সহায়তা করা।
বৃত্তিমূলক শিক্ষাদানের মাধ্যমে মূক ও বধির শিশুদের জীবিকা অর্জনের ক্ষেত্রে সহায়তা করা।
( xiii ) সর্বশিক্ষা অভিযান কী ?
Apex Court কর্তৃক নির্দেশিত হয়ে ২০১০ সালের মধ্যে ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর ৮ বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করে ভারত সরকার। একেই সর্বশিক্ষা অভিযান বলে। এটি ২০০২ সালের মার্চ মাস থেকে চালু হয়।
অথবা , বাধ্যতামূলক শিক্ষার অধিকারের আইন কবে পাশ হয় ?
পাশ হয় ৪ অগাস্ট ২০০৯ এবং কার্যকর হয় ১ এপ্রিল ২০১০ সালে।
( xiv ) জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো ?
জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় , যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু ও বিষয় সম্পর্কে জানতে সহায়তা করে। কেবল সুসংগঠিত জ্ঞান অর্জনই নয় , তার সাথে সাথে জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিগুলিকেও সঠিকভাবে আয়ত্ত করা।
অথবা , একত্রে বাঁচার শিক্ষার দুটি বৈশিষ্ট বা গুরুত্ব লেখো। 
হিংসা , পরশ্রীকাতরতা , আত্মসর্বস্বতা , অসুস্থ প্রতিযোগিতা - ইত্যাদিকে দূর করে সহযোগিতা , সহমর্মিতাকে জাগ্রত করা ও সহাবস্থানের মানসিকতাকে বিকশিত করা।
ধর্ম , বর্ণ , জাতি , লিঙ্গ , ভাষাগত পার্থক্য স্বত্তেও মানুষের মধ্যে যে ঐক্যবোধ বর্তমান - তার উপর গুরুত্ব প্রদান।
( xv ) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী ?
See Page AC 397 Q.No (xv)
অথবা , ICT এর পুরো কথাটি কী ? 
See Page AC 254 Q.No (v)
( xvi ) শিক্ষা প্রযুক্তির তিনটি বৈদ্যুতিন মাধমের নাম লেখো। 
দূরদর্শন , কম্পিউটার , ওভার হেড প্রজেক্টর।
       
   
 
                                                                                                                                                           




To be continued...........................
 

Share
Tweet
Pin
Share