WBTA 2019 HISTORY SAQ SOLVE

WBTA 2019 HISTORY SAQ SOLVE 


PAGE 42 ( MODEL SET 1 ) 

( i ) স্মৃতিকথা কাকে বলে ? 
কোনো ব্যাক্তি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার পরবর্তীতে যে স্মৃতিচারণ করেন , তার প্রকাশকেই স্মৃতিকথা বলা হয়। দক্ষিণারঞ্জন বসুর - ছেড়ে আসা গ্রাম , মান্না দে-এর জীবনের জলসাঘরে - ইত্যাদি।
( ii ) ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝো ?
ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অযোগ্য শাসনকালে ইংল্যান্ডের বহু মানুষ আমেরিকায় বসবাস করতে শুরু করে ও মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে তেরোটি উপনিবেশ প্রতিষ্ঠা করে। এগুলিকে একত্রে ত্রয়োদশ উপনিবেশ বলা হয়।
অথবা , নানকিং এর সন্ধির ফল কী হয়েছিল ?
১৮৪২ সালে ইংরেজদের সাথে চীনের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির শর্তানুসারে ক্যান্টন সহ আরো পাঁচটি বন্দর ইংরেজদের হাতে ছেড়ে দিতে হয়।
( iii ) মুক্তদ্বার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন ?
পন্ডিত জওহরলাল নেহেরু।
( iv ) চিরস্থায়ী বন্দোবস্তের দুটি কুফল লেখো। 
১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির স্থায়ী মালিকানা দেওয়া হলেও তাতে কৃষকদের কোনো অধিকার ছিল না , ফলে তারা জমিদারদের হাতে শোষিত হতো। সূর্যাস্ত আইন অনুসারে বহু পুরোনো জমিদার জমিদারি থেকে উচ্ছেদ হন। তাদের স্থানে যে সকল জমিদাররা আসেন তাদের প্রজাকল্যানের কোনো ইচ্ছে ছিল না।
অথবা , অবশিল্পায়ন কী ?
শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধোগতি হলো অবশিল্পায়ন। ঊনবিংশ শতকের প্রথম দিকে ইংরেজ সরকারের বৈষম্যমূলক নীতির ফলে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে পরে। ফলে শিল্প নির্ভরতা হ্রাস পেয়ে কৃষি নির্ভরতা বৃদ্ধি পায়। একেই অবশিল্পায়ন বলে।
( v ) বিদরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ? এই যুদ্ধে কারা পরাজিত হয় ?
১৭৫৯ সালে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে। ওলন্দাজরা পরাজিত হয়।
( vi ) আত্মীয় সভা কে , কবে প্রতিষ্ঠা করেন ?
রাজা রামমোহন রায় ১৮১৫ সালে।
অথবা , পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় ?
১৯৩২ সালে গান্ধীজির প্রতিনিধি মদনমোহন মালব্য ও ডক্টর বি আর আম্বেদকর এর মধ্যে।
( vii ) তিন আইন কী ?
ব্রাহ্মমসমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ১৮৭২ সালে তিন আইন পাশ করেন। এই আইনে বাল্যবিবাহ , বহুবিবাহ ইত্যাদিকে নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়।
( viii ) রাওলাট সত্যাগ্রহ কী ?
রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির সভাপতিত্বে ১৯১৯ সালে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত গণআন্দোলন গড়ে ওঠে। রাওলাট আইন বিরোধী এই আন্দোলন রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত।
( ix ) কবে , কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম সভাপতি কে ছিলেন ?
১৯০৬ , ঢাকা , আগা খাঁ।
অথবা , কংগ্রেস কেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিল ? 
১৯৩৯ এর নভেম্বরে ভাইসরয় বড়লাট লর্ড লিনলিথগো ঘোষণা করেন ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের সাহায্যকারী দেশ। এর প্রতিবাদে কংগ্রেস মন্ত্রিসভা ত্যাগ করে।
( x ) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম করো। 
স্যার পেথিক লরেন্স , স্যার স্ট্যাফোর্ড ক্রিপস , এ ভি আলেকজান্ডার ( ২৪ মার্চ ১৯৪৬ )
( xi ) ওয়াভেল পরিকল্পনা কী ?
ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসেবে বড়লাট লর্ড ওয়াভেল ১৯৪৫ এর ১৪ ই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন , যা ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত।
অথবা , ভিয়েতমিন কী ?
বিদেশি শাসনমুক্ত স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হো চি মিন ১৯৪১ সালে লিগ ফর দি ইনডিপেনডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলেন যা সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত।
( xii) NATO কী ?
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তীকালে কমিউনিস্ট রাশিয়াকে প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগামী রাষ্ট্রদের নিয়ে ১৯৪৯ সালে যে সামরিক জোট গঠন করে তা  উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা NATO নামে পরিচিত।
অথবা , COMECON কী ?
মার্শাল পরিকল্পনার জবাবে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে ১৯৪৯ সালে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা COMECON গঠন করে। যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পুনরুজ্জীবন সাধন করে সাম্যবাদ প্রসারই ছিল এর মূল লক্ষ্য।
( xiii ) দাঁতাত কী ?
ফরাসি শব্দ দাঁতাত এর অর্থ হলো উত্তেজনা প্রশমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল থেকে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের মধ্যে যে মতাদর্শগত উত্তেজনা তৈরী হয় ধীরে ধীরে তার অবসান ঘটতে থাকে ও পারস্পরিক সহাবস্থানের নীতি গৃহীত হয়। এই ঘটনাকেই দাঁতাত বলা হয়।
অথবা , লং মার্চ কী ?
১৯৩৪ সালে মাও সে তুং এবং চু এর প্রচেষ্টায় প্রায় এক লক্ষ কমিউনিস্ট সরকারি অবরোধ ভেঙে দীর্ঘ ৬০০০ মাইল পথ অতিক্রম করে শেনসি প্রদেশে উপস্থিত হয় ১৯৩৫ এর ২০ অক্টোবর। এই ঘটনা লং মার্চ নামে পরিচিত।
( xiv ) তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো ? 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া , আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। যেমন - ভারত।
( xv ) পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট এবং কী কী ?
 দুটি। উচ্চকক্ষ - সিনেট , নিম্নকক্ষ - জাতীয় পরিষদ।
( xvi ) উপনিবেশবাদ অবসানের দুটি কারণ লেখো। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন , ফ্রান্স প্রভৃতি ঔপনিবেশিক শক্তিগুলির অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় উপনিবেশগুলিতে তাদের নিয়ন্ত্রণ  শিথিল হচ্ছিলো।
উপনিবেশগুলির তীব্র স্বাধীনতা আকাঙ্খা ও গণসংগ্রামের নিকট ঔপনিবেশিক শক্তি হার মানতে বাধ্য হয়।
অথবা , স্বাধীনতা লাভের পর ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার উল্লেখ করো। 
কাশ্মীর সমস্যা , দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সমস্যা ,  উদ্বাস্তু সমস্যা - ইত্যাদি।   


PAGE 44 ( MODEL SET 2 )

( i ) নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলা হয় ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে বিশ্বায়ন ও তার পরবর্তীকালে এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলি অর্থ ও সামরিক সাহায্যদানের মাধ্যমে সে দেশের আর্থিক , সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে অদৃশ্য ও পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাকে নয়া সাম্রাজ্যবাদ বা নব্য উপনিবেশবাদ বলে।
অথবা , মুক্তদ্বার নীতি কী ?
চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পরাষ্ট্রসচিব  জন হে ১৮৯৯ সালে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন। চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই ছিল এর মূল উদ্দেশ্য। এই নীতিতে বলা হয় চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে।
( ii ) কবে , কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় ?
See page 42 Q.No (ii) এর OR
( iii) ইলবার্ট বিল কোন ভাইসরয়ের সময় প্রবর্তিত হয় ? 
লর্ড রিপন ১৮৮৩।
( iv ) অন্ধকূপ হত্যা কী ?
হলওয়েলের বিবরণ অনুসারে সিরাজ কর্তৃক কলকাতার পতনের পর নবাব সিরাজের নির্দেশে ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮ ফুট লম্বা , ১৪ ফুট চওড়া একটি ক্ষুদ্র ঘরে আটকে রাখা হয়। এর ফলে ১২৩ জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। একেই অন্ধকূপ হত্যা বলে। তবে বর্তমানে এটি অতিরঞ্জিত বলে প্রমাণিত হয়েছে।
অথবা , ভারতে প্রথম কোথায় পাটকল চালু হয় ? 
১৮৫৫ সালে হুগলির রিষরায়। জর্জ অকল্যান্ড কর্তৃক প্রতিষ্ঠিত।
( v ) ঔপনিবেশিক ভারতের নিরিখে '' সম্পদের বহির্গমন '' বলতে কী বোঝো ?
পলাশীর যুদ্ধ ও দেওয়ানী লাভের পর থেকে বিবিধ অবৈধ সূত্রে ইংরেজরা প্রভূত ধন সম্পদের অধিকারী হয় ও সেই সম্পদ বিলেতে চালান করতে থাকে। একে সম্পদের বহির্গমন বলেছেন এডমন্ড বার্ক। দাদাভাই নৌরজির Poverty and Un-British Rule in India  গ্রন্থেও একথার উল্লেখ আছে।
( vi ) কবে , কার উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
১৭৮৪ উইলিয়াম জোন্স।
( vii ) প্রাচ্য - পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো ?
ঊনবিংশ শতকের প্রথম দিকে সরকারি অর্থ দেশীয় শিক্ষা না ইংরেজি শিক্ষা - কোন খাতে ব্যায় হবে - সে নিয়ে যে দ্বন্দ্ব তৈরী হয় তাই'ই হলো প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব।
অথবা , রামমোহন রায় কর্তৃক প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখো। 
সম্বাদ কৌমুদী ( বাংলা ) , মিরাত উল আখবার ( ফারসি )
( viii ) গুলামগিরি গ্রন্থের লেখক কে ? 
জোতিবা ফুলে।
( ix ) রাওলাট আইন কী ?
ভারতে বৈপ্লবিক আন্দোলন প্রসার রোধের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ১৯১৯ এর ১৮ মার্চ রাওলাট আইন পাশ করে। এই আইনে সরকার বিরোধী সমস্ত কার্যকলাপকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়।
( x ) পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
See Page 42 Q.No (vi) এর OR
অথবা , মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। 
মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ৩৩ জন কমিউনিস্টের মধ্যে বিদেশি ছিলেন ৩ জন - ফিলিপ স্প্র্যাট , বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি , লেস্টার হাচিনসন।
( xi ) কে , কবে , কাদের কাছে একুশ দফা দাবী পেশ করে ? 
জাপান চীনের শান্টুঙ প্রদেশ দখল করে ১৯১৫ সালে।  তারপর তারা চীনের ওপর ২১ দফা দাবি পেশ করে।
অথবা , ফরওয়ার্ড ব্লক দল কে , কবে গঠন করেন ?
নেতাজি সুভাষ চন্দ্র বোস ১৯৩৯ সালে।
( xii) আজাদ হিন্দ বাহিনীর উল্লেখযোগ্য কয়েকজন সেনাধ্যক্ষের নাম লেখো। 
শাহনওয়াজ খান , গুরবক্স সিং ধিলন , প্রেম কুমার সেহগল।
( xiii) কবে , কার নেতৃত্বে লং মার্চ সংগঠিত হয় ?
See Page 42 Q.No ( xiii) এর OR
অথবা , কে , কবে ফাল্টন বক্তৃতা দেন ?
ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ১৯৪৬ সালের ৫ মার্চ আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের ওয়েস্টমিনিস্টার কলেজে।
( xiv ) ভিয়েতমিন কী ? কে গঠন করেন ?
See Page 42 Q.No (xi) এর OR
( xv ) কবে , কাদের উদ্যোগে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় ? 
১৯৫০ , জওহরলাল নেহেরু। ( একে যোজনা কমিশনও বলা হয়। )
( xvi ) সুকর্ণ কে ছিলেন ? 
ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।

PAGE 46 MODEL SET 3 

( i ) ওয়েলথ অফ নেশনস - গ্রন্থটি কে রচনা করেন ?
এডাম স্মিথ। Adam Smith
( ii ) নতুন বিশ্ব বলতে কী বোঝো ? 
নতুন বিশ্ব বা New World কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি ১৫০৩ সালে। তিনি কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে নতুন বিশ্ব বলে অভিহিত করেছেন। এর ফলে দুই আমেরিকা নতুন বিশ্ব নামে পরিচিত হয়। ( এবং ইউরোপ , আফ্রিকা ও এশিয়ার দেশগুলি পুরোনো পৃথিবী নামে পরিচিত হয়। )
( iii ) কবে কাদের মধ্যে অলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারী নবাব সিরাজ উদ দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে।
( iv ) পত্তনিপ্রথা বলতে কী বোঝো ?
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর অনেক জমিদার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারির অংশ ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কয়েকজন ব্যাক্তিকে বন্দোবস্ত প্রদান করতেন। এই ব্যবস্থা পত্তনি প্রথা নামে পরিচিত।
( v ) কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ? 
See Page 42 Q.No (vi) এর OR
(vi ) ৪ ঠা মে আন্দোলন কী ?
ভার্সাই সন্ধিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী , নারী , ছাত্র , কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে ১৯১৯ এর ৪ ঠা মে চিনে যে আন্দোলন হয়েছিল তা ৪ ঠা মে আন্দোলন নামে পরিচিত। চেন - তু - শিউ , সাই - ইউয়ান - পাই , সি - তা - চাও - প্রমুখ ছিলেন এই আন্দোলনের  উল্লেখযোগ্য নেতা।
( vii ) সিমলা দৌত্য কী ?
১৯০৬ সালের ১ অক্টোবর আগা খানের নেতৃত্বে ৩৫ জন মুসলিম প্রতিনিধির একটি দল মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ সুবিধা আদায়ের দাবিতে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে একটি প্রতিবেদন পত্র পেশ করেন। এই ঘটনা সিমলা দৌত্য বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত।
( viii ) দেশীয় রাজ্য বলতে কী বোঝো ?
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পূর্বে ভারতে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে প্রায় ৫৬৫ টি স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। যেমন - হায়দ্রাবাদ , মহীশূর , কাশ্মীর - ইত্যাদি। এগুলিকেই দেশীয় রাজ্য বলা হতো।
( ix ) সি আর ফর্মুলা কী ?
ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস ও মুসলিম লীগ কে ঐক্যবদ্ধ করতে চক্রবর্তী রাজা গোপালাচারী প্রস্তাব করেন যে কংগ্রেস ও লীগ একত্রে আন্দোলন করবে এবং স্বাধীনতা লাভের পর গণভোটের দ্বারা লীগের পৃথক রাষ্ট্র গঠনের বিষয়টি বিবেচিত হবে - যা রাজাজি সূত্র বা সি আর ফর্মুলা নামে পরিচিত।
( x )  তানাকা মেমোরিয়াল কী ?
জাপানের প্রধানমন্ত্রী তানাকা ১৯২৭ সালে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়ার উদ্দেশ্যে যা যুদ্ধনীতি জাপান সম্রাট হিরোহিতো কে পেশ করেন - তা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত।
(xi ) মার্শাল টিটো কে ছিলেন ?
মার্শাল টিটো ছিলেন যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান এবং জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রবক্তা।
( xii ) দাঁতাত কী ? 
See Page 42 Q.No (xiii)
( xiii ) রাজাকার কাদের বলা হয় ?
রাজাকাররা ছিল হায়দ্রাবাদের বিচ্ছিন্নতাবাদী দাঙ্গাবাহিনী। স্বাধীনতার পর হায়দ্রাবাদের নিজাম ওসমান আলি খান ও সাম্প্রদায়িক নেতা কাশিম রিজভি র নেতৃত্বাধীন রাজাকার বাহিনী ভারতভুক্তির বিরোধিতা করতে থাকে।
( xiv ) ব্যালফুর ঘোষণাপত্র কী ?
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধে ইহুদিদের সমর্থন আদায় করার জন্য ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার ব্যালফুর ১৯১৭ এর ২ নভেম্বর একটি ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এটি ব্যালফুর ঘোষণা নামে পরিচিত।
( xv ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
নুরুল আমিন *
( xvi ) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?
কেননা এতে কোনো ভারতীয় সদস্য ছিল না ; তাই ভারতীয়রা একে জাতীয় অপমান বলে মনে করেছিল।
অথবা , মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো।
See Page 44 Q.No (x) এর OR 

PAGE 48  MODEL SET 4 

( i ) NATO এর পুরো নাম কী ?
North Atlantic Treaty Organisation ( ১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গঠিত হয়। )
( ii ) মন্ত্রীমিশনের সদস্য কারা ছিলেন ?
ভারত সচিব স্যার পেথিক লরেন্স , বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস , নৌবাহিনীর প্রধান এ ভি আলেকজান্ডার। তাঁরা ১৯৪৬ এর ২৪ মার্চ দিল্লিতে এসে পৌঁছন।
( iii ) কে , কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর , ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।
( iv ) Economic History of India গ্রন্থটি কার রচনা ?
রমেশচন্দ্র দত্ত।
( v ) মার্কেন্টাইল অর্থনীতির মূলকথা কী ?
মার্কেন্টাইলবাদ হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ। এডাম স্মিথ Wealth of Nations গ্রন্থে সর্বপ্রথম এই কথাটি ব্যবহার করেন। এর দ্বারা রাষ্ট্রের অর্থনৈতিক কার্যকলাপ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে।
( vi ) মিরাট ষড়যন্ত্র মামলা কী ?
১৯২৯ এর ২০ মার্চ ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলন ধ্বংস করার জন্য ভারতের নানা অঞ্চল থেকে ৩৩ জন কমিউনিস্ট নেতাকে ( মুজাফফর আহমেদ , এস এ ডাঙ্গে - প্রমুখ ) গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। একে মিরাট ষড়যন্ত্র মামলা বলে। 
( vii ) বাংলায় প্রথম রেলপথ কবে চালু হয় ?
 ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলী পর্যন্ত ২৪ মাইল পথে বাংলায় প্রথম রেলপথ চালু হয়। (এটি ছিল ভারতের দ্বিতীয় রেলপথ। এর আগে ১৮৫৩ সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত ২১ মাইল পথে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়। ভারতীয় রেলপথ স্থাপনের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। )
( viii ) কে সত্যসাধক সমাজ প্রতিষ্ঠা করেন ?
জ্যোতিবা ফুলে ১৮৭৩ সালে মহারাষ্ট্রে। এর মুখপত্র ছিল '' দীনমিত্র '' ( এছাড়া জ্যোতিবা ফুলে '' দীনবন্ধু '' নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন। )
( ix ) লখনৌ চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
১৯১৬ সালে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর মধ্যে।
( x ) অবশিল্পায়ন কী ?
See Page 42 Q.No ( iv) এর OR
( xi ) নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো ?
ডিরোজিওর নেতৃত্বে একদল তরুণ রুশো , ভলতেয়ার , বেন্থাম , মিল প্রমুখ দার্শনিকদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রচলিত হিন্দুধর্ম ও সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁদের এই আন্দোলনকে নব্যবঙ্গ আন্দোলন বলে। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও।
( xii ) উপনিবেশ কাকে বলে ?
উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের বা রাষ্ট্রের উপর অপর কোনো সাম্রাজ্যবাদী শক্তির সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা। যেমন ভারত ব্রিটিশদের উপনিবেশ ছিল।
( xiii ) উড এর নির্দেশনামা কী ? 
বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ১৮৫৪ সালে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। একে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়। উডের সুপারিশক্রমে ১৮৫৭ সালে কোলকাতা , বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্বাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
( xiv ) কাওতাও প্রথা কী ?
কোনো বিদেশি চীন সম্রাটের দর্শনপ্রার্থী হলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে তিনবার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতে হতো। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত।
( xv ) বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
১৭৬০ সালে ইংরেজ সেনাপতি আয়ার কূট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালি -র মধ্যে। এই যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়।
( xvi ) ভারতের লৌহমানব কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেলকে। স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন , সেজন্য তাঁকে লৌহমানব বলা হয়। 

PAGE 50 MODEL SET 5 

( i ) Wealth of Nations গ্রন্থটি কে রচনা করেন ?
Adam Smith
অথবা , গন্ডামাকের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
১৮৭৯ , ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইয়াকুব খান।
( ii ) নতুন বিশ্ব কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
আমেরিগো ভেসপুচি।(বিস্তারিত Page 46 Q.No ii )
( iii ) কে , কবে টিসকো ( TISCO ) প্রতিষ্ঠা করেন ? 
১৯০৭ সালে , জামশেদজি টাটা , জামশেদপুরে।
( iv ) ভারতের প্রথম পাটকলটি কে , কবে প্রতিষ্ঠা করেন ?
১৮৫৫ সালে হুগলির রিষড়াতে জর্জ অকল্যান্ড সাহেব কর্তৃক ভারতের প্রথম পাটকলটি প্রতিষ্ঠিত হয়।
অথবা , ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝায় ? 
বিদেশিদের বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চীনা আদালত ১৭৫৯ সালে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বণিকদের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশি বণিকদের যে এক বন্দরকেন্দ্রিক বাণিজ্য প্রথার সূত্রপাত হয় - তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত।
( v ) কবে , কার উদ্যোগে কোলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
উইলিয়াম জোন্স , ১৭৮৪।
( vi ) কে , কবে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন ?
স্বামী দয়ানন্দ সরস্বতী , ১৮৭৫ সালে , মহারাষ্ট্রে।
( vii ) কবে , কোথায় ৪ ঠা মে আন্দোলন হয়েছিল ? 
See Page 46 Q.No (vi)
অথবা , উডের ডেসপ্যাচ কী ?
See Page 48 Q.No (xiii)
( viii ) কে , কবে চৌদ্দ দফা দাবী পেশ করেন ? 
ভারতের মুসলিমদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ১৯২৯ সালে মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে সভাপতি মহম্মদ আলি জিন্নাহ ১৪ দফা দাবি পেশ করেন।
অথবা , কে , কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ?
ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড , ১৯৩২ সালে।
( ix ) মিরাট ষড়যন্ত্র মামলা কী ?
See Page 48 Q.No (vi)
অথবা , সিমলা ডেপুটেশন কী ?
See Page 46 Q.No (vii)
( x ) ভাইকম সত্যাগ্রহ কী ? 
দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরের ভাইকমের একটি মন্দিরের আশেপাশের রাস্তায় এজহাবা , পুলুয়া - ইত্যাদি দলিতদের হাঁটার অধিকার বা মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। ১৯২৪ সালে শ্রী নারায়ণ গুরু এর বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।
অথবা , কে , কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন ? 
লর্ড ওয়েলেসলি ১৯৯৮ সালে। অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম।
( xi ) তানাকা মেমোরিয়াল কী ?
See Page 46 Q.No (x)
অথবা , রশিদ আলি দিবস কী ? 
আজাদ হিন্দ ফৌজের বিচারাধীন বন্দি সৈনিকদের সমর্থনে এবং আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলির ৭ বছর কারাদন্ডের শাস্তি ঘোষণার বিরোধিতায় ১৯৪৬ সালের ১২ ই ফেব্রুয়ারী ব্যাপক আন্দোলন ও ধর্মঘট শুরু হয়। এই দিনটিকে রশিদ আলি দিবস বলা হয়।
( xii ) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
ইন্দোনেশিয়া স্বাধীন হয় ১৯৪৯ সালে। প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ ও প্রথম প্রধানমন্ত্রী ডক্টর মহম্মদ হাত্তা।
অথবা , কে , কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেন ?
১৯৩১ সালে জাপান।
( xiii ) মার্শাল টিটো কে ছিলেন ? 
See Page 46 Q.No (xi)
অথবা , COMECON কোন দেশের নেতৃত্বে কবে গঠিত হয় ?  
See Page 42 Q.No (xii) এর OR
( xiv ) জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন অগ্রণী নেতার নাম লেখো। 
জোট নিরপেক্ষ আন্দোলনের রূপকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। অন্যান্য অগ্রণী নেতারা ছিলেন মিশরের গামাল আবদেল নাসের ; ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ , যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো , ঘানার নক্রুমা - প্রমুখ।
অথবা , ডক্টর সুকর্ণ কে ছিলেন ?
See Page 44 Q.No (xvi)
( xv ) সার্ক ( SAARC) কী ? 
সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতামূলক একটি সংস্থা। ১৯৮৫ তে ঢাকায় দক্ষিণ এশিয়ার ৭ টি দেশ - ভারত , বাংলাদেশ , পাকিস্তান , নেপাল , ভুটান , শ্রীলঙ্কা , মালদ্বীপ পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে অর্থনৈতিক , সামাজিক উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে সার্ক নামক সংগঠনের জন্ম দেয়। বর্তমানে আফগানিস্তান সার্কের নতুন সদস্য হিসেবে স্থান পায়। তাই বর্তমানে সার্কের সদস্য সংখ্যা ৮।
অথবা , বাংলাদেশ কবে স্বাধীন হয় ? 
১৯৭১ এর ১৬ ডিসেম্বর।
( xvi ) প্রশান্ত চন্দ্র মহলানবিশ কে ছিলেন ? 
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রখ্যাত পরিসংখ্যানবিদ। তিনি ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ১৯৫৫ সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়ন মডেল প্রস্তুত করেছিলেন।
অথবা , নেহেরু মহলানবিশ মডেল কী ?    
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ   ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ১৯৫৫ সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়ন মডেল প্রস্তুত করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাতে কিছু সংশোধন করে প্রয়োগ করেন। এটি নেহেরু - মহলানবিশ মডেল নামে পরিচিত।   

PAGE 187  
( i ) উন্মুক্ত দ্বার নীতি কী ? এর প্রবক্তা কে ?
See Page 44 Q.No (i) এর OR
( ii ) নতুন বিশ্ব কী ?
See Page 46 Q.No (ii)
( iii ) মার্কেন্টাইলবাদ কাকে বলে ? 
See Page 48 Q.No (v)
( iv ) এজেন্সি ব্যবস্থা কী ?
১৭৫৩ - ১৭৭৫ পর্যন্ত ইংরেজ কোম্পানি তার নিজস্ব এজেন্ট মারফত সরাসরি উৎপাদকের কাছ থেকে ভারতীয় পণ্য সামগ্রী ক্রয় করতো এবং এজেন্টরা নিজেদের লাভের অংশ রেখে তা কোম্পানির কাছে বিক্রয় করতো। ফলে কোম্পানি বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো ও উৎপাদকেরাও লাভ কম পেত। এই ব্যবস্থা এজেন্সী ব্যবস্থা নামে পরিচিত।
অথবা , গ্যারেন্টি প্রথা কী ?
ভারতে রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার তাদের বিনামূল্যে জমি দান , বার্ষিক বিনিয়োগের ওপর নির্দিষ্ট হারে সুদপ্রদান - ইত্যাদি বিষয়ে গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয়। এটি গ্যারেন্টি ব্যবস্থা নামে পরিচিত।
( v ) অবশিল্পায়ন কী ?
See Page 42 Q.No (iv) এর OR
( vi ) আই হো চুয়ান - কথার অর্থ কী ?


অথবা , ৪ ঠা মে আন্দোলন কী ? 
See Page 46 Q.No (vi)
( vii ) দিকু কাদের বলা হয় ?
দিকু শব্দের অর্থ প্রতারক বা প্রবঞ্চক। উপজাতি অধ্যুষিত অঞ্চলে ইংরেজদের আশ্রিত জমিদার , জোতদার , মহাজন , ঠিকাদার - প্রভৃতি মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ ঘটলে উপজাতিদের জীবন দুর্বিষহ হয়ে উঠতো। উপজাতিরা এই বহিরাগতদেরই দিকু বলতো।
( viii ) একশো দিনের সংস্কার কী ছিল ?
চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ - ইউ - ওয়ে সংস্কারের দাবীতে ১৮৯৫ সালে সম্রাটের কাছে ১৩০০ বুদ্ধিজীবির সাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াং - সু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন , তা ১০০ দিন ধরে চলে ; এটি ১৮৯৮ খ্রিস্টাব্দের সংস্কার বা শতদিবসের সংস্কার বলা হয়।
( ix ) পুনা চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? 
See Page 42 Q.No (vi) এর OR
( x ) হোমরুল কথার অর্থ কী ? 
স্বায়ত্বশাসন
( xi ) প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়েছিল ?
১৬ থেকে ২০ শে আগস্ট ১৯৪৬।
( xii ) তানাকা মেমোরিয়াল কী ?
See Page 46 Q.No (x)
OR,  পার্ল হারবারে বোমা বর্ষণের ঘটনাটি কী ছিল ? 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা জাপানকে অস্ত্র , জ্বালানি ও তেল সরবরাহ বন্ধ করে দিলে জাপান ১৯৪১ এর ৭ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরীয় হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। এর দ্বারা জাপান সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।
( xiii ) মিশ্র অর্থনীতি কী ?
যেখানে ব্যাক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়কেই শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া হয় - তাকে মিশ্র অর্থনীতি বলে।১৯৪৭ সালের পর আণবিক অস্ত্র , রেল ব্যবস্থা - ইত্যাদি ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও লক্ষ্য করা যায়।
( xiv ) স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয় ? 
১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর।
( xv ) বেন বেল্লা কে ? 
আহমেদ বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ও ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম প্রধান নেতা। ( xvi ) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল ?
১৯৫১ - ৫২ সালে। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন।

PAGE : 269 
   
( i ) ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কে রচনা করেন ?
Adam Smith
অথবা , এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪।
( ii ) মার্কেন্টাইল অর্থনীতির মূলকথা কী ছিল ?
See Page 48 Q.No (v)
অথবা , মুক্তদ্বার নীতি বলতে কী বোঝায় ? 
See Page 44 Q.No (i) এর OR
( iii ) দূরপ্রাচ্য বলতে কী বোঝো ?
দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে চীন ও জাপানকে বোঝায়। নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করে এই দুটি দেশ বিদেশিদের বর্বর মনে করতো এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখতো না।
অথবা , SAARC এর পুরো নাম কী ?
South Asian Association for Regional Co-operation
( iv ) বন্দিবাসের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয়েছিল ?
See Page 48 Q.No (xv)
অথবা , বেসিনের চুক্তি কবে , কাদের মধ্যে হয়েছিল ? 
১৮০২ , পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও লর্ড ওয়েলেসলি ।
( v ) ভাইকম সত্যাগ্রহ কী ?
See Page 50 Q.No (x) 
অথবা , রশিদ আলি দিবস কী ? 
See Page 50 Q.No (xi) এর OR
( vi ) কবে , কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন ? 
১৮৭৮ লর্ড লিটন।
( vii ) চুঁইয়ে পড়া নীতি কী ? 
লর্ড বেন্টিঙ্কের আইন সচিব মেকলে তাঁর মিনিটস এ বলেন , প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো হবে এবং কালক্রমে তা ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে - এই নীতি চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত।
( viii ) কোলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় ?
১৭৭৩ সালের রেগুলেটিং আইন অনুসারে ১৭৭৪ সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
( ix ) সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ? 
এডমন্ড স্পেনসার।
( x ) সান ইয়াত সেন কবে চীনা প্রজাতন্ত্রের জন্ম দেন ? 
১ লা জানুয়ারী ১৯১২। এর দ্বারা ২০০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
( পরবর্তীতে চীনা প্রজাতন্ত্রের জন্ম দেন মাও সে তুং ১৯৪৯ সালের ১ লা অক্টোবর। এই প্রজাতন্ত্রে প্রথম সভাপতি বা চেয়ারম্যান হন মাও সে তুং এবং প্রধানমন্ত্রী হন চৌ এন লাই।)
অথবা , কুয়োমিন তাং দলের প্রতিষ্ঠাতা কে ? 
সান ইয়াত সেন ১৯১২।
( xi ) হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয় ?
১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী।
অথবা , দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি লক্ষ্য উল্লেখ করো। 
প্রশান্ত চন্দ্র মহলানবিশের উদ্যোগে শিল্পায়নের উপর নির্ভর করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে ওঠে (১৯৫১-৫৬) .এর দুটি লক্ষ্য - জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জাতীয় আয় বৃদ্ধি করা , ক্ষুদ্র শিল্পের দ্রুত উন্নয়ন ঘটিয়ে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বার্ষিক উৎপাদন হার ৫ % করে বৃদ্ধি - ইত্যাদি।
( xii ) কবে , কোথায় ভারতের প্রথম IIT স্থাপিত হয় ? 
১৯৫১ , খড়গপুরে , মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে।
( xiii ) আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কী ছিল ?
ঝাঁসির রানী বাহিনী। এর অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন লক্ষী স্বামীনাথন।
অথবা , সি আর ফর্মুলার মূল কথা কী ছিল ? 
See Page 46 Q.No (ix) 
( xiv ) UNRRA কী ? 
UNRRA হলো সম্মিলিত জাতিপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন দপ্তর।
OR, PLO কী ? 
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ১৯৬৪ তে ইয়াসের আরাফাত এটি প্রতিষ্ঠিত করেন।
( xv ) সর্বশেষ চার্টার এক্ট কবে প্রবর্তিত হয় ?
১৮৯৮।
অথবা , পলাশীর লুন্ঠন বলতে কী বোঝো। 
পলাশীর যুদ্ধের পর মীর জাফর বাংলার মসনদ লাভের বিনিময়ে কোম্পানি ও ক্লাইভকে প্রভূত অর্থ ও অন্যান্য উপঢৌকন প্রদান করেন। এ ছাড়া কোম্পানি ও তার কর্মচারীরা ব্যাক্তিগত বাণিজ্য ও অন্যান্য উপায়ে বাংলার আর্থিক সম্পদ বিপুল ভাবে শোষণ করতে থাকে। এই ঘটনাকে ব্রুকস এডামস পলাশীর লুন্ঠন বলেছেন।
( xvi ) শ্বেতাঙ্গদের বোঝা কে , কাদের বুঝিয়েছেন ? 
রুডইয়ার্ড কিপলিং , এশিয়া ও আফ্রিকার অনুন্নত মানুষদের।             
 
 

       
 
   
                                                     
   

Share
Tweet
Pin
Share