Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

 HS ABTA 2020 SOCIOLOGY SAQ SOLVED 



 PAGE AC : 17 

(i) জনবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী ?
জনসংখ্যা বৃদ্ধি , বৃদ্ধির হার ও তার গতি - প্রকৃতি নির্ধারণ করাই হল জনবিদ্যার প্রধান আলোচ্য বিষয়।
 
অথবা , ভারতে জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখ। 
(ক ) জন্ম হারের তুলনায় মৃত্যুহার কম হওয়া। 
(খ ) বাল্য বিবাহ ও নারীশিক্ষার অভাবের ফলে পরিবার পরিকল্পনার বিষয়টির প্রতি উপেক্ষা। 

(ii) সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী ?
2002 সালে ভারতে সর্বশিক্ষা অভিযান চালু হয়। এর মূল লক্ষ্য ছিল - 2010 সালের মধ্যে  6 - 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 

(iii) জনজাতির দুটি বৈশিষ্ট লেখ। 
(ক ) জাতি ব্যবস্থায় ক্রমোচ্চ বিভাজন দেখা যায়। শ্রেষ্ঠত্ব ও হীনতা বোঝাতে এই ভেদাভেদ। 
(খ ) জাতি ব্যবস্থায় সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নানা বাধানিষেধ বর্তমান। 
(গ ) জাতি ব্যবস্থা একটি জন্মগত সূত্রে প্রাপ্ত বিষয় অর্থাৎ এটি আরোপিত মর্যাদা।  
(ঘ )  জাতি হল একটি বদ্ধ গোষ্ঠী। 

(iv) বুনিয়াদী শিক্ষা কী ?
গান্ধীজির শিক্ষাদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বুনিয়াদী শিক্ষা। স্ব - নির্ভরতা , সু - অভ্যাস , কর্মদক্ষতা , জাতীয়তাবোধ - ইত্যাদির মাধ্যমে জাতির বুনিয়াদ বা ভিত গড়ে তোলার লক্ষ্যই হল বুনিয়াদী শিক্ষা। 

(v) সংস্কৃতায়ন বলতে কী বোঝ ?
সংস্কৃতায়ন মতবাদের প্রবক্তা হলেন এম এন শ্রীনিবাস। সংস্কৃতায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিম্নবর্গের ব্যাক্তিবর্গ অপেক্ষাকৃত উচ্চবর্গের জীবনযাত্রা , আদর্শ - ইত্যাদিকে নকল করে উচ্চবর্গের সমকক্ষ হওয়ার চেষ্টা করে এবং কালক্রমে দু - এক পুরুষের ব্যবধানে তা হয়ে ওঠে। 

অথবা , যজমানি ব্যবস্থার দুটি বৈশিষ্ট উল্লেখ কর। 
(ক ) যজমানি প্রথা ছিল প্রাক ব্রিটিশ ভারতের একটি সর্বভারতীয় প্রথা। 
(খ ) মুদ্রাহীনতা ও বাজারহীনতা - এই ব্যবস্থার মূল বৈশিষ্ট। 
(গ ) কামিন ও যজমান সম্পর্ক বংশ পরম্পরায় প্রবাহিত হত। 

(vi) UNESCO -র পূর্ণ রূপটি লেখ। 
United Nations Educational , Scientific and Cultural Organisation 

অথবা , JNNURM এর পূর্ণ রূপটি লেখ। 
Jawharlal Nehru National Urban Reconstruction Mission 

(vii) ভারতে দৃষ্টবাদের জনক কাকে বলা হয় ?
হুগলি কলেজের অধ্যক্ষ স্যামুয়েল লব। 

অথবা , কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝ ? 
মূলতঃ ক্ষেত্র সমীক্ষার ওপর ভিত্তি করে সমাজ কাঠামোর সাথে জড়িত বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক , ক্রিয়া - প্রতিক্রিয়ার ধরণ , বিভিন্ন জনজাতি ও উপজাতি , ধর্ম ইত্যাদি সম্পর্কে তথ্য বিশ্লেষণ করা হয়ে থাকে কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গিতে। 

( এই দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ তত্ত্বগত রূপরেখা প্রদান করেন ট্যালকট পারসনস। এছাড়া এই দৃষ্টিভঙ্গির উদগাতা হলেন র‍্যাডক্লিফ ব্রাউন ও মলিনোস্কি। )

(viii) ICSSR এর সম্পূর্ণ রূপটি কী ?
Indian Council of Social Science Research ( 1969 ) 

অথবা , Social Background of Indian Nationalism গ্রন্থটির রচয়িতা কে ?
এ আর দেশাই। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের একটি কর্মসূচীর নাম লেখ। 
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা NREGS ( 100 দিনের কাজ ) ।

(x) নব্যবঙ্গ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 

(xi) এক কথায় সর্বদয় - এর অর্থ কী ?
সকলের কল্যাণ। 
গান্ধীজি প্রবর্তিত সর্বদয় তত্ত্ব অনুসারে যেহেতু সকলের জীবিকা অর্জনের সমানাধিকার রয়েছে তাই সকলের কাজের মূল্য অভিন্ন। সর্বদয় সমাজে কোনো ব্যাক্তি বা গোষ্ঠী শোষিত ও অত্যাচারিত হবে না। 

অথবা , সর্বদয় - ধারণাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
মহাত্মা গান্ধী। 

(xii) জাতি ও শ্রেণীর মধ্যে দুটি পার্থক্য লেখ। 
(ক) জাতি হল আরোপিত মর্যাদা কিন্তু শ্রেণী হল অর্জিত মর্যাদা। 
(খ ) জাতি একটি বদ্ধ ব্যবস্থা কিন্তু শ্রেণীতে সচলতা সম্ভব। 
(গ ) জাতি শুধুমাত্র ভারতীয় হিন্দুদের মধ্যে প্রচলিত কিন্তু শ্রেণী বিশ্বব্যাপী বর্তমান। 

অথবা , আর্যসমাজ কে , কবে প্রতিষ্ঠা করেন ?
স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে মহারাষ্টের বোম্বাই শহরে। 

(xiii) যৌথ পরিবারের একটি সুবিধা লেখ। 
(ক ) যৌথ পরিবারে সন্তান প্রতিপালনের বিষয়টি অপেক্ষাকৃত সহজ। 
(খ ) অর্থনৈতিক , সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা বিধানের ক্ষেত্রে যৌথ পরিবারগুলি অনেক বেশি কার্যকর। 

অথবা , সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ?
জ্যোতিবা ফুলে। 
জাতিভেদ প্রথার অবসান এবং নিম্নবর্ণের মানুষের অবস্থার উন্নতির জন্য 1873 সালে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 
(এই সমাজের মুখপত্র ছিল '' দীনমিত্র '' ; এছাড়াও তিনি '' দীনবন্ধু '' নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন। ) 

(xiv) ভূমি - সংস্কার এর অর্থ কী ?
ভূমি - সংস্কার কথাটির মূল অর্থ হল - এক উৎপাদন ব্যবস্থা থেকে আরেক উৎপাদন পদ্ধতিতে উত্তরণের পথে পুরোনো ভূমি মালিকানা ব্যবস্থার আমূল পরিবর্তন। 

(xv) স্বায়ত্তশাসন বলতে কী বোঝ ?
স্থানীয় অধিবাসীদের দ্বারা যখন জেলা , শহর , গ্রাম প্রভৃতির মত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের উন্নয়নমূলক শাসন কার্যাদি পরিচালিত হয় - তখন সেই ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। যেমন - পৌরসভা ও পঞ্চায়েত। 

অথবা , স্বয়ং - সম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি কেমন ছিল ? 
স্বয়ং - সম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি ছিল কৃষি ও সহজ সরল যন্ত্রপাতি নির্ভর। বাজারের পরিবর্তে সরল বিনিময় প্রথার মাধ্যমে অর্থনৈতিক আদান প্রদান পরিচালিত হত। 

(xvi) Subaltern ধারণাটি কে প্রথম চয়ন করেন ?
Subaltern ধারণাটির প্রবক্তা রণজিৎ গুহ হলেও কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী আন্তেনিয়ো গ্রামশি - রচনা থেকে।        

PAGE : AC 228 

(i) কত সালে বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ? 
1919 ( প্রথম অধ্যাপক প্যাট্রিক গেডেজ ) । 

অথবা , বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ? 
1867 সালে। 

(ii) FDI র পূর্ণ রূপটি কী ? 
Foreign Direct Investment বা , প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। ( অর্থনৈতিক উদারীকরণের সাথে সম্পর্কিত ) 

অথবা , WTO র পূর্ণ রূপটি কী ? 
World Trade Organisation বা , বিশ্ব বাণিজ্য সংস্থা। 

(iii) স্বামী বিবেকানন্দ কী ধরণের সমাজ চেয়েছিলেন ? 
সাম্যবাদী সমাজ। যেখানে সকলের সমানাধিকার প্রতিষ্ঠিত থাকবে। 

(iv) বি আর আম্বেদকর কাদের জন্য সারাজীবন লেখালিখি করেন ? 
দলিতদের জন্য। 

(v) গ্রিন বেঞ্চ ট্রাইবুনাল অ্যাক্ট কী কারণে তৈরী হয়েছে ? 
পরিবেশ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য 1986 সালে কোলকাতা হাইকোর্ট কর্তৃক। 

অথবা , সমাজে গণমাধ্যম কী ভূমিকা পালন করে ? 
গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে যোগসূত্রের কাজ করে গণতন্ত্রের প্রসার ঘটায়। সামাজিকীকরণ , সামাজিক নিয়ন্ত্রণ - ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

(vi) জলদূষণ কীভাবে মাপা হয় ? 
BOD অনুসারে জলদূষণ মাপা যায়। যদি দেখা যায় BOD 10 বা তার বেশি হয় - তাহলে তা দূষিত জল। 

(vii) প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে জি কে গোখলের প্রধান সুপারিশ কী ছিল ? 
(ক ) প্রাথমিক শিক্ষাকে অবাধ ও বাধ্যতামূলক করতে হবে। 
(খ ) 6-10 বছর বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 
(গ ) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা হবে অবৈতনিক। 

অথবা , গান্ধীজির দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝায় ? 
গান্ধীজির মতে শিক্ষা হল - ব্যাক্তির অন্তর্নিহিত , দৈহিক , মানসিক ও আধ্যাত্মিক সকল প্রকার সত্তার পরিপূর্ণ প্রকাশ। 

(viii) অধ্যাপক বিনয় কুমার সরকার লিখিত একটি গ্রন্থের নাম কর। 
The Positive Background of Hindu Sociology 

অথবা , মানবেন্দ্রনাথ রায় লিখিত একটি গ্রন্থের নাম কর। 
New Humanism বা , নব্য মানবতাবাদ। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) ব্রিটিশদের কোন নীতি ভারতে সাম্প্রদায়িকতা আরো সক্রিয় করে ? 
বিভাজন ও শাসন নীতি। 

(x) ব্রিটিশ ভারতে স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ভাঙ্গনের মূল কারণ কী ছিল ? 
ব্রিটিশ প্রবর্তিত বিভিন্ন ভূমি সংস্কার নীতি। যেমন , 1793 সালে কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত। 

অথবা , স্বাধীনতার পর ভারতবর্ষে সামাজিক পরিবর্তনের কোন দিকটি সবচেয়ে উল্লেখযোগ্য ? 
ভূমিসংস্কার ও অর্থনৈতিক পরিবর্তন এবং পরিবার ব্যবস্থায় পরিবর্তন। 

(xi) ভারতীয় পরিবার ব্যবস্থায় পরিবর্তনের দুটি কারণ উল্লেখ কর। 
(ক ) আধুনিক শিক্ষাব্যবস্থা 
(খ ) শিল্পায়ন ও নগরায়ন 
(গ ) পাশ্চাত্যের প্রভাব 
(ঘ ) নারী আন্দোলন ও নারীমুক্তি। 

অথবা , পরিবার ব্যবস্থা পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতার দুটি দিক উল্লেখ কর। 
(ক ) পারিবারিক অর্থনীতির অবসান। 
(খ ) পরিবারের অর্থনৈতিক স্বাতন্ত্র বা '' স্বয়ম্ভরা '' বিষয়টির অবসান। 
(গ ) কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধি। 

(xii) সন্ত্রাসবাদ ভারতে কেন সামাজিক সমস্যা ? 
সন্ত্রাসবাদ হল ভারতের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ শান্তি - শৃঙ্খলা নষ্ট করার জন্য একটি জ্বলন্ত সমস্যা। এটি জনগণের মধ্যে ভীতির সঞ্চার করে , প্রাণহানি ঘটায় ও রাষ্ট্রীয় পরিকাঠামোকে বিনষ্ট করে। তাই সন্ত্রাসবাদ একটি জ্বলন্ত সামাজিক সমস্যা। 

অথবা , ধর্মনিরপেক্ষতা ভারতে বর্তমানে কেন প্রয়োজনীয় ? 
ভারতে সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি আজও ক্রিয়াশীল। তাই ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ করতে এবং ভারতের অখন্ডতা ও শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে ধর্মনিরপেক্ষতা প্রয়োজন। 

(xiii) UNESCO প্রদত্ত সাক্ষরতার সংজ্ঞা দাও। 
One who can with understanding both read and write a short simple statement of his everyday life . 
অর্থাৎ , যারা দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সহজ সরল কথা লিখতে , পড়তে ও বুঝতে পারে - তারাই সাক্ষর।  

(xiv) ব্রিটিশ ভারতে গ্রামীণ শ্রেণী কাঠামোর দুটি রূপ লেখ। 
জমিদার শ্রেণী , অনুপস্থিত ভূস্বামী শ্রেণী , প্রজা , মহাজন। 

(xv) ব্রিটিশ ভারতে নগরীয় শ্রেণী কাঠামোর দুটি রূপ লেখ। 
পুঁজিপতি শ্রেণী , শ্রমিক শ্রেণী। 

(xvi) ধর্ম প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ তাঁর অভিজ্ঞতার মধ্যে দিয়ে কী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন ? 
তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিমি উপলব্ধি করেছিলেন যে , সকল ধর্মের মূল লক্ষ্য এক ও অভিন্ন। 

PAGE : AC 362 

(i) বেথুন সোসাইটিতে কে প্রথম সমাজতত্ত্বের গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করেন ? 
রেভারেন্ড জেমস লঙ।  ( 1861 সালে ) 

অথবা , Indian Sociological Society প্রকাশিত পত্রিকাটির নাম কী ? 
Sociological Bulletin ( 1920 সালে G.S. ঘুরে - র প্রচেষ্টায় প্রকাশিত হয়। ) 

(ii) কোন ভারতীয় সমাজতাত্ত্বিক ভারতবর্ষকে বিশ্বের সংক্ষিপ্তসার বলেছেন ? 


অথবা , কর্ম মুর্কান তাঁর রচনা Asiatic mode of research - এ ভারতবর্ষের গ্রাম সমাজের কোন বৈশিষ্টের কথা উল্লেখ করেছেন ? 
গ্রাম সমাজের স্বয়ং সম্পূর্ণতা।  
[ প্রশ্ন ভুল আছে। লেখকের নাম কার্ল মার্কস এবং গ্রন্থের নাম - Asiatic mode of production ] 

(iii) প্রাক ব্রিটিশ ভারতে জমির মালিকানা ক্ষেত্রে '' রায়ত '' বলতে কী বোঝায় ? 


(iv) সমাজতত্ববিদ A.R. দেশাই এর মত অনুযায়ী '' প্রান্তীয় যৌথ পরিবার '' বলতে কী বোঝায় ? 


অথবা , ভারতবর্ষে স্বাধীনতার পর ভূমি সংস্কারের প্রধান লক্ষ্য কী ছিল ? 
জমিকে কেন্দ্র করে যে অসম অধিকার বিভিন্ন শ্রেণীর হাতে ছিল , তার অবলুপ্তি ঘটিয়ে প্রকৃত চাষির অধিকার সুনিশ্চিতকরণ। 

(v) নিরক্ষরতা জাতীয় জীবনে কেন চরম ক্ষতিকর ? 
নিরক্ষরতার ফলে বেকারত্ব ও দারিদ্রতা চক্রাকারে বৃদ্ধি পেতে থাকে। ফলে জাতীয় উন্নয়ন ব্যাহত হয় ও জীবনযাত্রার মান নিম্নে প্রবাহিত হয়।   
 
(vi) সন্ত্রাসবাদ কেন ভীতিপ্রদক ? 
সন্ত্রাসবাদ হল ভারতের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ শান্তি - শৃঙ্খলা নষ্ট করার জন্য একটি জ্বলন্ত সমস্যা। এটি জনগণের মধ্যে ভীতির সঞ্চার করে , প্রাণহানি ঘটায় ও রাষ্ট্রীয় পরিকাঠামোকে বিনষ্ট করে। তাই সন্ত্রাসবাদ একটি জ্বলন্ত সামাজিক সমস্যা। 

অথবা , ধর্মনিরপেক্ষতার মূল ধারণাটি কী ? 
ধর্মনিরপেক্ষতা হল এমন একটি আদর্শ যাতে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করে না বা , রাষ্ট্রে কোনো বিশেষ ধর্মের প্রাধান্য থাকবে না। ধর্মনিরপেক্ষ আদর্শে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকে না। 

(vii) রিচার্ড ডি ল্যামবার্ট ভারত চর্চায় কোন দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন ? 
কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি। 
গ্রন্থের নাম - Workers , Factories and Social Change in India .

অথবা , ভারতীয় সমাজতাত্ত্বিক আলোচনার কোন মডেলকে A.R. দেশাই সমর্থন করেছেন ? 
দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি। 

(viii) ধর্মের কয়েকটি উদাহরণ লিখ। 
হিন্দু , মুসলিম , খ্রিস্টান , বৌদ্ধ , জৈন , শিখ , কনফুসীয় - ইত্যাদি। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) কোন প্রক্রিয়ার সাথে '' চুক্তি কৃষি '' বিষয়টি আলোচিত হয় ? 


অথবা , কোন প্রক্রিয়ার সাথে ফাদার্স ডে , মাদার্স ডে আলোচিত হয় ? 
পাশ্চ্যাত্যিকরণ। 

(x) মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে কী শেখানো হত ? 
মৌলানা আজাদ 1914 সালে কলকাতায় '' দার - উল - ইরশাদ '' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হত। 

(xi) ভারতের প্রাচীন কঠোর জাতিব্যবস্থা সম্পর্কে বিবেকানন্দের মত কী ছিল ? 
জাতিভেদের কঠোরতা ভারতের জাতীয় পাপ এবং এটিই আমাদের অবনতির অন্যতম কারণ। তাই শুদ্রের জাগরণ ঘটিয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করাই একমাত্র পথ। 

অথবা , বি আর আম্বেদকর কেন '' মনুস্মৃতি বহ্ন্যুৎসব '' আয়োজন করেছিলেন ? 
মনুস্মৃতি একটি প্রাচীন গ্রন্থ এবং এতে শুদ্র ও অস্পৃশ্যদের সম্পর্কে হীন তথ্য পরিবেশিত হয়েছে এবং সমাজে তাদের অবদমিত করে রাখার কথা বলা হয়েছে। তাই ডক্টর আম্বেদকর 1927 সালে  '' মনুস্মৃতি বহ্ন্যুৎসব '' পালন করেন। 

(xii) কোন প্রক্রিয়ায় গান্ধীজির শিক্ষা পরিকল্পনা ঘোষিত হয়েছিল ? 
ওয়ার্ধা পরিকল্পনা। 

(xiii) গ্লোবাল ওয়ার্মিং কোন দূষণের সাথে সম্পর্কিত ? 
বায়ু দূষণ। 

অথবা , চিপকো আন্দোলনের তাৎপর্য কী ? 
1973 সালে এই আন্দোলনের ফলে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে প্রশাসন গাছ কাটা বন্ধের বন্ধের নির্দেশ দেয় এবং তা ভবিষ্যত পরিবেশ আন্দোলনগুলির পটভূমি প্রস্তুত করে। 

(xiv) ভারতবর্ষে সাম্প্রদায়িকতার ফলশ্রুতি কী ছিল ? 
ভারতে স্বাধীনতালাভ থেকে আজ পর্যন্ত প্রায় 9000 সাম্প্রদায়িক দাঙ্গা সংঘঠিত হয়েছে। ঐতিহ্যের পীঠস্থান ভারতবর্ষের কাছে এই পরিসংখ্যান যেমন লজ্জার তেমনই উদ্বেগের। 

(xv) গণমাধমের উপাদানগুলি কী কী ? 
টেলিভিশন বা দূরদর্শন , বেতার বা রেডিও , সংবাদপত্র ইত্যাদি। 

(xvi) Servants of India Society প্রতিষ্ঠা করার পেছনে G.K. গোখলের ইচ্ছা কী ছিল ? 
ভারতে শিক্ষার প্রসার। জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে রাজনৈতিক উচ্চতায় আসীন হওয়ার পর তিনি ভারতীয় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি এই প্রতিষ্ঠান স্থাপন করেন।    

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

          


 HS ABTA 2020 SOCIOLOGY SAQ SOLVED


Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (4)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (6)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (30)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • July 2025 (8)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates