WBTA 2020 SOCIOLOGY SAQ SOLVE

by - April 24, 2021

WBTA 2020 SOCIOLOGY SAQ SOLVE 


PAGE 107 ; MODEL QUESTION PAPER 1

(i) ধর্মের সংজ্ঞা দাও। 
সংস্কৃতে ধর্ম শব্দটি ধৃ - ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত করে গঠিত। ধৃ - কথার অর্থ হল ধারণ করা। অর্থাৎ মানুষ নিজের চেয়ে শক্তিশালী এক অতিমানবিক , সর্বশক্তিমান , অদৃশ্য সত্তাকে ধারণ করে থাকে - তা'ই হল ধর্ম।   

(ii) পরিবারের একটি কাজ লেখ। 
যৌন আকাঙ্খার পরিতৃপ্তি সাধন , সন্তান উৎপাদন ও তার প্রতিপালন।  

(iii) ধর্ম ও বিজ্ঞানের একটি পার্থক্য লেখ। 
ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত হয় বিশ্বাসের ভিত্তিতে ; কিন্তু বিজ্ঞান প্রতিষ্ঠিত যুক্তি ও প্রমানের ভিত্তিতে।  

অথবা , বিবাহের একটি গুরুত্ব লেখ। 
(ক ) বিবাহের মাধ্যমেই নর - নারীর সম্পর্ক বৈধতা প্রাপ্ত হয়। 
(খ ) পিতৃত্বের দাবি স্বীকৃত হয়। 

(iv) আধুনিকীকরণ কাকে বলে ? 
অপেক্ষাকৃত অনগ্রসর , বাঁধাধরা নিয়মে অভ্যস্ত সমাজ বা সামাজিক প্রতিষ্ঠান অপেক্ষাকৃত উন্নত বা বিকাশ সমৃদ্ধ সমাজের বৈশিষ্টের মডেলে নিজেকে পরিবর্তিত করে নেওয়ার প্রক্রিয়াকেই বলে আধুনিকীকরণ। 

(v) নগরায়ণ কী ? 
একটি গ্রামীণ সমাজের পরিকাঠামো যখন নগরীয় পরিকাঠামোতে পরিবর্তিত হয় এবং পুরুষদের 75%  কৃষি ব্যতীত অন্যান্য কর্মে নিযুক্ত হয় - তখন সেই সামাজিক কাঠামোকে নগরায়ণ বলে।   

(vi) একজন ভারতীয় সমাজতাত্ত্বিকের নাম লেখ। 
ব্রজেন্দ্রনাথ শীল , জি এস ঘুরে , ইরাবতী কার্ভে। 

অথবা , দৃষ্টিভঙ্গি কাকে বলে ? 
কোনো একটি বিষয়কে একটি নির্দিষ্ট আঙ্গিকে বিশ্লেষণ করাই হল দৃষ্টিভঙ্গি। যেমন , ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি , দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি - ইত্যাদি। 

(vii) Culturological শব্দের অর্থ কী ? 
ভারততত্ত্ব। এটি ঐতিহ্য , সংস্কৃতি ইত্যাদির ভিত্তিতে প্রতিষ্ঠিত।   

অথবা , বিশ্বায়নের সুফল কী ? 
(ক ) আন্তর্জাতিক বাণিজ্যের আয়তন বহুগুন বৃদ্ধি। 
(খ ) বহুজাতিক সংস্থাগুলির ( MNC ) শ্রীবৃদ্ধি। 
(গ ) কারিগরি বিদ্যা ও প্রযুক্তির সহজ আদান - প্রদান। 
(ঘ ) উগ্র জাতীয়তাবাদ প্রশমন। 

(viii) নিম্নবর্গ বলতে কী বোঝায় ? 
আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা সমাজের অবহেলিত , বঞ্চিত ও শোষিত শ্রেণীকে নিম্নবর্গ বলে। 



(ix) উদারীকরণ কাকে বলে ? 
উদারীকরণ হল আর্থ - সামাজিক বিষয়ে সীমাবদ্ধতার শিথিলতা। এর দ্বারা বাণিজ্য ও বাজার মূলধনের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ হ্রাসের বিষয়টি প্রকাশ পায়। 

অথবা , ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পথপ্রদর্শক দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখ। 
হেনরী থমাস কোলব্রুক , অগাস্ট উইলহেম স্লেগেল। ভারতীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় , এম এন শ্রীনিবাস - প্রমুখ।  

(x) সংস্কৃতায়ন বলতে কী বোঝ ? 
সংস্কৃতায়ন মতবাদের প্রবক্তা হলেন এম এন শ্রীনিবাস। সংস্কৃতায়ন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিম্নবর্গের ব্যক্তিবর্গ অপেক্ষাকৃত উচ্চবর্গের জীবনযাত্রা , আদর্শ - ইত্যাদিকে নকল করে উচ্চবর্গের সমকক্ষ হওয়ার চেষ্টা করে এবং কালক্রমে 2-1 পুরুষের ব্যবধানে তা হয়ে ওঠে।   

(xi) ভারতে সমাজ জীবনের প্রথম পর্যায়ে কাদের উপর পাশ্চাত্ত্যিকরণের প্রভাব পড়েছিল ? 
সমুদ্র উপকূলবর্তী বন্দর শহরগুলিতে - বোম্বাই , মাদ্রাজ , কলকাতা। 

(xii) বিশ্বায়নের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ? 
অধ্যাপক রোল্যান্ড রবার্টসন। 

(xiii) '' নব্য মানবতাবাদ '' গ্রন্থটির রচয়িতা কে ? 
মানবেন্দ্রনাথ রায়। ( New Humanism ) 

অথবা , জাতি ও শ্রেণীর একটি পার্থক্য লেখ। 
(ক ) জাতিভেদ প্রথা ভারতীয় হিন্দু সমাজের এক অন্যতম বৈশিষ্ট। কিন্তু শ্রেণী ব্যবস্থা হল বিশ্বজনীন। 
(খ ) জাতিভেদ একটি বদ্ধ ব্যবস্থা , এতে সামাজিক সচলতা নেই। কিন্তু শ্রেণী একটি মুক্ত ব্যবস্থা এবং এতে সামাজিক সচলতা সম্ভব। 

(xiv) জনসংখ্যা রোধ করার জন্য যেকোনো দুটি উপায় লেখ। 
(ক ) শিক্ষার বিস্তার ও জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা। 
(খ ) গর্ভনিরোধক উপায় বা উপাদানগুলির সহজলভ্যতা সুনিশ্চিত করা। 

(xv) প্রথম কে বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ? 
1861 সালে রেভারেন্ড জেমস লঙ। 

অথবা , যৌথ পরিবার বলতে কী বোঝ ? 
একই পরিবারে দুয়ের বেশি প্রজন্ম একত্রে বসবাস করলে তাকে যৌথ পরিবার বলে। 

(xvi) বুনিয়াদি শিক্ষা কী ?   
গান্ধীজির শিক্ষা দর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বুনিয়াদি শিক্ষা। স্বনির্ভরতা , সু - অভ্যাস , কর্মদক্ষতা , জাতীয়তাবোধ - ইত্যাদির মাধ্যমে জাতির বুনিয়াদ বা ভিত গড়ে তোলার লক্ষ্যই হল বুনিয়াদি শিক্ষা।    

PAGE 109 ; MODEL QUESTION PAPER 2

(i) ঋক বেদের অনুবাদ করেন কে ? 
ম্যাক্স মূলার। 

(ii) লখ্নৌ বিশ্ববিদ্যালয়ে কবে থেকে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ? 
1921 সালে ( অধ্যাপক ডি এন মজুমদার ) ।  

অথবা , Modern Indian Culture : A Sociological Study - কার লেখা ? 
ধুর্জটিপ্রসাদ মুখার্জী। 

(iii) দুটি ভারত চর্চার সংস্থার নাম লেখ। 
এশিয়াটিক সোসাইটি , আমেরিকান সোসাইটি , রয়েল এশিয়াটিক সোসাইটি , আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটি। 

অথবা , কত সাল থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সটি চালু হয় ? 
2005 সালে। 

(iv) মথুরার তৈল শোধনাগারের বিরুদ্ধে পরিবেশ বাঁচাও আন্দোলনের কারণ কী ? 
রাসায়নিক দূষণের ফলে তাজমহলের ক্ষতি হওয়ার আশঙ্কা। 

অথবা , ভারতীয় বয়লার আইন কবে চালু হয় ? 
1923 সালে। 

(v) রাধাকৃষ্ণন কমিশন কবে , কেন গঠিত হয় ? 
1948 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে স্বাধীন ভারতে উচ্চশিক্ষার বিকাশের ক্ষেত্রে সরকারকে পরামর্শ দানের জন্য। 

অথবা , শান্তানাম কমিটি কবে , কেন গঠিত হয় ? 
1962 সালে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে। এই কমিটির সুপারিশক্রমে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 তৈরী হয়। 

(vi) ভারতে প্রথম সুতোকোল কে গড়ে তোলেন ? 
1853 সালে কোয়াসজী নানাভাই। 

অথবা , বাংলায় প্রথম বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন ? 
ড্রিঙ্কওয়াটার বেথুন , 1849 সালে কলকাতায়। ( হিন্দু বালিকা বিদ্যালয় ) । 

(vii) ভারতে বেকারত্বের দুটি বৈশিষ্ট উল্লেখ কর। 
(ক ) গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বেকারত্বের সংখ্যা বেশি। 
(খ ) পুরুষদের তুলনায় মহিলাদের বেকারত্বের হার বেশি। 
(গ ) শিল্প চাকুরীর তুলনায় কৃষিক্ষেত্রে বেকারত্বের সংখ্যা বেশি। 
(ঘ ) সামগ্রিক বেকারত্বের তুলনায় শিক্ষিত বেকারত্বের হার বেশি। 

অথবা , গুণোত্তর প্রগতি ও সমান্তর প্রগতি - তত্ত্বটি কার ? 
অর্থনীতিবিদ ও জনসংখ্যাতত্বের জনক ম্যালথাস। 

(viii) রাম আহুজা দারিদ্রতার কারণ বর্ণনায় কয়টি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ? 
দুটি - প্রাচীন ও আধুনিক। 

অথবা , International Poverty Line অনুযায়ী কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন ? 
32.7 শতাংশ। 



(ix) স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ব্যাখ্যায় The absence of Roads উপাদানটির ব্যাখ্যা দেন কে ?      
এম এন শ্রীনিবাস। 
The absence of Roads , very little money circulated in the rural areas - এগুলি হল গ্রাম সমাজের বিচ্ছিন্নতার কারণ - বলে শ্রীনিবাস চিহ্নিত করেছেন। 

অথবা , রায়তওয়ারী ব্যবস্থা কবে চালু হয় ? 
1820 সালে তৎকালীন মাদ্রাজের গভর্ণর থমাস মনরো কর্তৃক। 
( 1822 সালে মহলওয়ারী বন্দোবস্ত ,  1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত ) ।  

(x) মেরন উইনার এর মতে আধুনিকীকরণের জন্য দায়ী উপাদানগুলি কী কী ? 
5 টি উপাদান -  
শিক্ষা , 
গণযোগাযোগ ব্যবস্থা ,
জাতীয়তাভিত্তিক আদর্শ ,
অসামান্য প্রতিভা সম্বলিত ব্যক্তির নেতৃত্ব , 
সরকারি কর্তৃত্ব। 

(xi) আলিগড় মুসলিম বিদ্যালয় কবে স্থাপিত হয় ? 
1875 সালে। 

অথবা , ভারতীয় সমাজ পরিবর্তনের দৃষ্টিভঙ্গিকে যোগেন্দ্র সিংহ কত ভাগে ভাগ করেছেন ? 
3 ভাগে - 
Evolutionary approach , 
Cultural approach , 
Structural approach 

(xii) চাকমা বিদ্রোহ কত সালে সংগঠিত হয় ? 
1776 ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান রানু খান এর নেতৃত্বে। 

অথবা , জীবন বেদ - কার লেখা ? 
কেশবচন্দ্র সেন। 

(xiii) বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ - কে বলেছেন ? 
ফ্রয়েড। 

অথবা , ইলম কী ? 
নাম্বুদিরি দের যৌথ পরিবারকে বলা হয় ইলম। ( নায়ারদের যৌথ পরিবারকে বলা হয় তারাওয়ার। ) 

(xiv) ঋষি অরবিন্দের দুটি গ্রন্থের নাম লেখ। 
The Life Divine ,  Essays on Gita .

(xv) কোন দিনটি শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় ? 
11 ই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদ - এর জন্মদিনে। 
( কিন্তু শিক্ষক দিবস 5 ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে ) । 

(xvi) ভূমি উন্নয়ন ব্যাঙ্ক কবে স্থাপিত হয় ? 


অথবা , ধর্ম আন্দোলনের প্রধান বৈশিষ্ট হিসেবে কে '' শুদ্ধি '' চিহ্নিত করেছেন ?     
স্বামী দয়ানন্দ সরস্বতী।    

PAGE  110 ; MODEL QUESTION PAPER 3 

(i) Indian Sociological Society - র মুখপত্রটির নাম কী ছিল ? 
Sociological Bulletin , 1920 তে জি এস ঘুরে - এর চেষ্টায় প্রকাশিত হয়। 

অথবা , ICMR কোন উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ হয় ? 
পুরো নাম Indian Council of Medical Research  ।  এটি একটি Apex body এবং এর কাজ হল জৈব রসায়ন ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা। 

(ii) নিম্নবর্গীয় ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গিতে রণজিৎ গুহর লিখিত গ্রন্থটির নাম কী ? 
Elementary Aspects of Peasant Insurgency in Colonial India 1983 .

অথবা , ভারতীয় সমাজতত্ত্বের ভিত্তি হিসাবে প্রাচীন ভারতের কোন শাস্ত্র সমূহ উল্লেখযোগ্য ? 
কৌটিল্যের অর্থশাস্ত্র , শঙ্করাচার্যের দর্শন , মনুর চিন্তাধারা , রামায়ণ , মহাভারত - ইত্যাদি। 

(iii) প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রাম সমাজের অর্থনীতি মূলতঃ কীসের ওপর নির্ভরশীল ছিল ? 
কৃষি। 

অথবা , অধ্যাপক এম এন শ্রীনিবাস কোন গ্রন্থে ব্রাহ্মনায়ন শব্দটি ব্যবহার করেন ? 
Religion and Society among the Coorgs of Southern India 1952 

(iv) ধর্মনিরপেক্ষীকরণের প্রধান বৈশিষ্ট কী ? 
(ক ) বিশেষ কোনো ধর্মের প্রাধান্যহীনতা। 
(খ ) যুক্তি , বিজ্ঞান মনস্কতা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। 

অথবা , NGO - কথাটির পুরো অর্থ কী ? 
Non Governmental Organisation 

(v) কার মতে , '' মানবত্বই ধর্ম '' ? 
অগাস্ট কোঁত। 

(vi) জাতি পঞ্চায়েত কাকে বলে ? 
প্রত্যেক জাতির নির্দিষ্ট আচার আচরণ ঠিকমতো পালিত হচ্ছে কি'না , বা তার বিচ্যুতি ঘটলে কী প্রকার শাস্তি প্রদত্ত হবে - তা দেখাশোনার জন্য যে সংগঠন ছিল - তাকেই জাতি পঞ্চায়েত বলে। 

(vii) প্রাক ব্রিটিশ ভারতে নগরীয় শ্রেণী কাঠামোর দুটি শ্রেণী উল্লেখ কর। 
পুঁজিপতি শ্রেণী , শ্রমিক শ্রেণী। 

অথবা , উপজাতি বলতে কী বোঝ ? 
ভারতীয় সংবিধানের 342 ও  366/25 নং ধারাতে উপজাতিদের সম্পর্কে বলা হয়েছে , যারা ভারতের আদিম বাসিন্দাদের উত্তরসূরি। 

(viii) ধর্মের একটি নেতিবাচক ভূমিকা লেখ। 
(ক ) ধর্ম সাম্প্রদায়িক বিভেদ তৈরী করে। 
(খ ) ধর্ম মানুষকে কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধ বিশ্বাসী করে তোলে। 

অথবা , মৌলানা আবুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কী ? 
আল হিলাল ( Al - Hilal ) উর্দু ভাষায় 1912 তে। 



(ix) বিদ্যালয়ের আর্থিক দায়ভার গ্রহণে নারী শিক্ষা ভান্ডার কে গড়ে তোলেন ? 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

(x) পশ্চিমবঙ্গে কোন সংস্কারের ফলাফল অপারেশন বর্গা নামে পরিচিত ? 
ভূমি সংস্কার। 

(xi) আত্মীয়সভা পরবর্তীকালে কোন রূপে পরিণত হয় ? 
ব্রাহ্মমসমাজ ( 1828 ) 
[ 1815 তে রামমোহন কর্তৃক আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয়। ] 

(xii) সামাজিক সমস্যা বলতে কী বোঝায় ? 
সামাজিক সমস্যা হল অবাঞ্চিত ও আপত্তিজনক পরিস্থিতি - যার জন্য ব্যক্তি অসুবিধার সম্মুখীন হয় এবং এর থেকে বেরিয়ে আসার পথ খোঁজে। এটি হল আচার আচরণের একটি দিক যা সমাজের গৃহীত ও স্বীকৃত নিয়মাবলীকে নষ্ট করে। 

(xiii) সাক্ষরতা বলতে কী বোঝায় ? 
UNSCO ও 1991 সালে ভারতের জনগণনা সংক্রান্ত কমিশনের মতে , সাক্ষরতা হল - ব্যক্তির বোধগম্যতার সাথে কোনো একটি ভাষা লিখতে ও পড়তে পারা। 

অথবা , দুর্নীতি কী ধরণের আচরণ ? 
দুর্নীতি হল একপ্রকার বিচ্যুত আচরণ। 

(xiv) ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার পক্ষে একটি জ্বলন্ত সমস্যা কী ? 
সন্ত্রাসবাদ। 

(xv) কোন সময়কালটিকে আন্তর্জাতিক নারীদশক হিসাবে ঘোষণা করা হয় ? 
1975 - 1985 ( 1975 কে বিশ্ব নারীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়। ) 

(xvi) গ্রিন বেঞ্চ কী সংক্রান্ত মামলার জন্য তৈরী হয় ? 
পরিবেশ সংক্রান্ত মামলার নিস্পত্তির জন্য 1986 সালে কলকাতা হাইকোর্টে গঠিত হয় গ্রিন বেঞ্চ। 

অথবা , ভারতে জাতীয় মহিলা কমিশন কবে তৈরী হয় ? 
1992 ( প্রথম চেয়ার পারসন জয়ন্তী পট্টনায়ক। )  

PAGE 459 ; Gazoldoba High School 

(i) ভারতবর্ষে বিষয় হিসাবে সমাজতত্ত্বের পঠন পাঠন প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে , কবে শুরু হয় ? 
বোম্বাই বিশ্ববিদ্যালয়ে 1919 সালে। 

অথবা , আইন - ই - আকবরীকে কে Mughal Gazetter বলেছেন ? 


(ii) কোন দৃষ্টিভঙ্গিকে Culturological বলা হয় এবং কেন ? 
ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে। 
কেননা , এই দৃষ্টিভঙ্গি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে ভারতীয় সমাজের আলোচনা করে। 

অথবা , নব্য মানবতাবাদ বা New Humanism এর রচয়িতা কে ? 
মানবেন্দ্রনাথ রায়। 

(iii) নবজাগরণের যুগের দুজন প্রবক্তার নাম কর। 
রাজা রামমোহন রায় , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

(iv) কৃষির বাণিজ্যিকীকরণ কী ? 
পুরোনো কৃষি উৎপাদন পদ্ধতিকে বাতিল করে উৎপাদনকে বাজারমুখী করার চেষ্টা , অতিরিক্ত উৎপাদন , পণ্যকে বাণিজ্যের উপাদান হিসাবে দেখা - এই সকল প্রক্রিয়া হল কৃষির বাণিজ্যিকীকরণ। 

(v) স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজ ভাঙনের মূল কারণগুলি কী কী ? 
ব্রিটিশ প্রবর্তিত বিভিন্ন নীতি যেমন - 1793 এ লর্ড কর্নওয়ালিস এর চিরস্থায়ী বন্দোবস্ত , 1822 সালে মহল ওয়ারী বন্দোবস্ত - ইত্যাদি ব্যবস্থা ছিল স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ভাঙনের মূল কারণ। 

অথবা , যজমানি ব্যবস্থার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ। 
সুবিধা - যজমানি প্রথার ব্যাপকতা সমাজের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে উপযোগী ভূমিকা পালন করেছিল। অসুবিধা - যজমানি ব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাসের কদর্য রূপটি প্রকাশ পেয়েছিল। 

(vi) West Bengal Estate Acquisition Act কবে পাশ হয় ? 
1953 সালে। 

অথবা , বিশ্বায়নের একটি করে সুবিধা ও অসুবিধা লেখ। 
সুবিধা - বাণিজ্য ও সংস্কৃতির বিশ্বময় চলাচল অবাধ ও সহজ হয়েছে। 
অসুবিধা - প্রথম বিশ্বের দেশগুলির সাথে উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক বৈষম্য ও পার্থক্য প্রকট হয়ে উঠেছে। 

(vii) IMF এর পুরো নাম লেখ। 
International Monetary Fund . ( এই সংস্থা শর্তসাপেক্ষে বিভিন্ন রাষ্ট্রকে ঋণ প্রদান করে। ) 

অথবা , GATT এর পুরো নাম লেখ। 
General Agreement on Tariffs and Trade ( 1994 এর 30 ডিসেম্বর ভারত GATT চুক্তিতে সাক্ষর করে। ) 

(viii) ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো ? 
শুধুমাত্র বিদ্যালয়ের পাঠক্রম নয় ; তার সাথে সাথে ব্যক্তি অচেতনভাবে জীবনব্যাপী অভিজ্ঞতা পুনর্গঠন করে চলে। এর দ্বারা ব্যক্তির সামগ্রিক বিকাশ সম্পন্ন হয়। 

(ix) ধর্মের সংজ্ঞা দাও। 
সংস্কৃতে ধর্ম শব্দটি ধৃ - ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত করে গঠিত। ধৃ - কথার অর্থ হল ধারণ করা। অর্থাৎ মানুষ নিজের চেয়ে শক্তিশালী এক অতিমানবিক , সর্বশক্তিমান , অদৃশ্য সত্তাকে ধারণ করে থাকে - তা'ই হল ধর্ম।   

অথবা , স্বামী বিবেকানন্দ কয়টি যোগের কথা বলেছিলেন ও কী কী ? 
চারটি যোগ - কর্মযোগ , ভক্তিযোগ , রাজযোগ , জ্ঞানযোগ। 

(x) পরিবারের দুটি কাজ লেখ। 
যৌন আকাঙ্খার পরিতৃপ্তি সাধন , সন্তান উৎপাদন ও তার প্রতিপালন।  

অথবা , পরিবারের একটি কার্যগত ও কাঠামোগত পরিবর্তন লেখ। 
কাঠামোগত - যৌথ পরিবারগুলি ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে। 
কার্যগত - পূর্বের তুলনায় অধিক সংখ্যায় সন্তান প্রজননের মানসিকতা কমেছে। 

(xi) শুদ্র জাগরণ এর অর্থ কী ? 
স্বামী বিবেকানন্দের মতে , জগতে ব্রাহ্মন ও ক্ষত্রিয় যুগের অবসান ঘটেছে এবং বৈশ্য যুগের আরম্ভ হয়েছে। কালক্রমে এই বৈশ্য যুগেরও অবসান ঘটে সমাজ পরিচালনার মূল কান্ডারী হয়ে উঠবে শুদ্ররা। এটিই হল শুদ্র জাগরণ।    

(xii) ভারতবর্ষে দুর্নীতি দমনমূলক দুটি সংগঠনের নাম লেখ। 
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন , শান্তানাম কমিটি। 

(xiii) পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি উপায় লেখ। 
(ক ) জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দূষণ সৃষ্টিকারী পদার্থগুলির ক্রমহ্রাসকরণ। 
(খ ) 4-R পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পদার্থের পুনঃব্যবহার। 

অথবা , অ্যাসিড বৃষ্টি কী ? 
বিভিন্ন কারণে বায়ুমন্ডলে সালফার , নাইট্রোজেন ইত্যাদি গ্যাসগুলির অক্সাইড মুক্ত হয়ে তুষার , শিশির , জলকণা - ইত্যাদির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড , নাইট্রিক অ্যাসিড রূপে পৃথিবীতে ঝরে পড়ে। একেই বলে অ্যাসিড বৃষ্টি। 

(xiv) সন্ত্রাসবাদের দুটি কারণ লেখ। 
(ক ) ধ্বংসাত্মক ও অমানবিক নীতিযুক্ত আদর্শ। 
(খ ) বলপূর্বক নিজ মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা ও ধর্মীয় উন্মাদনা। 

(xv) আপেক্ষিক ও চরম দারিদ্র কী ? 
কোনো ব্যক্তি নিজের এবং নিজের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের ন্যূনতম প্রয়োজনগুলি পূরণ করতে না পারলে তা হল চরম দারিদ্র। 
অন্যদিকে আপেক্ষিক দারিদ্রতা হল অন্যের অর্থনৈতিক অবস্থানের তুলনায় নিচুস্তরে অবস্থান। 

(xvi) ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝ ? 
ধর্মনিরপেক্ষতা হল সেই রাষ্ট্রীয় আদর্শ যেখানে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই ; রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করে না এবং রাষ্ট্র সকলের ধর্মীয় স্বাধীনতার অধিকার স্থাপনে অঙ্গীকারাবদ্ধ থাকে।    


You May Also Like

0 comments