Class XI Education 10th Chapter MCQ
একাদশ শ্রেণী : শিক্ষাবিজ্ঞান : দশম অধ্যায়।
একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি আলোচনা করা হল। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।
Class XI Education 10th Chapter MCQ
SET 1
১. কত খ্রিস্টাব্দে চার্লস উড তাঁর সুপারিশগুলি পেশ করেন ?
উত্তর : ১৮৫৪ খ্রিস্টাব্দে।
২. প্রথম ভারতীয় শিক্ষা কমিশনটির নাম কী ?
উত্তর : হান্টার কমিশন।
৩. মেকলে মিনিট প্রকাশিত হয় - ১৮১৩ / ১৮৩৩ / ১৭২৩ / ১৮৩৫ - সালে।
উত্তর : ১৮৩৫ খ্রিস্টাব্দে।
৪. কোন সময়কালকে ভারতীয় শিক্ষার ইতিহাসে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের যুগ বলা হয় ?
উত্তর : ১৮১৩ - ১৮৩৫
৫. ম্যাগনা কার্টা কী ?
উত্তর : ইংল্যান্ডের জনগণের একটি অধিকার পত্র।
৬. DPI এর পুরো নাম কী ?
উত্তর : Director of Public Instruction
৭. হান্টার কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম লেখ।
উত্তর : আনন্দমোহন বসু , যতীন্দ্রনাথ ঠাকুর , ভূদেব মুখোপাধ্যায় , কে তেলাং , সৈয়দ মামুদ।
৮. সিমলায় শিক্ষা সম্মেলন কে আয়োজন করেন ?
উত্তর : লর্ড কার্জন।
৯. কবে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় ?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে।
১০. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম লেখ।
উত্তর : সৈয়দ হাসান বিলগ্রামী , সৈয়দ সিরাজুল ইসলাম।
১১. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কী ?
উত্তর : স্যাডলার কমিশন।
১২. উডের ডেসপ্যাচ প্রকাশিত হওয়ার পর কোথায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় ?
উত্তর : পুনা ( মাদ্রাজ , কলকাতা )
১৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কী ?
উত্তর : স্যাডলার কমিশন।
১৪. চার্লস উড পরবর্তীকালে কী নামে প্রসিদ্ধ হন ?
উত্তর : লর্ড হ্যালিফ্যাক্স।
১৫ থেকে ১৮ নং প্রশ্নের সঙ্গে মিলিয়ে সময়কাল উল্লেখ কর।
[ ১৮৫৪ , ১৮৮২ , ১৯১৭ , ১৯৪৪ ]
১৫. সার্জেন্ট পরিকল্পনা - ১৯৪৪
১৬. স্যাডলার কমিশন - ১৯১৭
১৭. উড এর প্রতিবেদন - ১৮৫৪
১৮. হান্টার কমিশন - ১৮৮২
১৯. স্যার চার্লস উড কে ছিলেন ?
উত্তর : ইংল্যান্ডের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
২০. কত খ্রিস্টাব্দে GCPI গঠিত হয় ?
উত্তর : ১৮২৩ [ General Committee of Public Instruction ]
Class XI Education 10th Chapter MCQ
SET 2
১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতের শিক্ষা প্রসারের দায়িত্ব গ্রহণ করে ?
উত্তর : ১৮১৩ সালে।
২. প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের সময়কাল উল্লেখ কর।
উত্তর : ১৮১৩ - ১৮৩৫
৩. ১৮১৩ এর চার্টার অ্যাক্ট ( সনদ আইন ) এর - ৪১ / ৪৩ / ৪৫ / ৪৯ - নং ধারাটি শিক্ষা বিষয়ক ধারা নামে পরিচিত।
উত্তর : ৪৩ নং।
৪. '' ভারতে শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার যুগ '' - এর সময়কাল উল্লেখ কর।
উত্তর : ১৮১৩ - ১৮২৩
৫. GCPI গঠিত হয় - ১৮১৩ / ১৮২৩ / ১৮৩৩ / ১৮৪৩ - খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮২৩ সালে।
৬. লর্ড হ্যালিফ্যাক্স - কে আমরা কী নামে চিনি ?
উত্তর : স্যার চার্লস উড।
৭. GCPI - এর পুরো নাম কী ?
উত্তর : General Committee of Public Instruction
৮. কোন ঐতিহাসিক উডের ডেসপ্যাচকে ইংল্যান্ডের শাসনতন্ত্র রচনার ম্যাগনাকার্টার সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর : জেমস।
৯. উডের সুপারিশক্রমে মাদ্রাজে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় - ১৮৫৫ / ১৮৫৮ / ১৮৫৭ - তে।
উত্তর : ১৮৫৮ সালে।
১০. শিক্ষাখাতে বার্ষিক এক লক্ষ টাকা খরচের প্রস্তাব গৃহীত হয় কোন সনদ আইনে ?
উত্তর : ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে।
১১. কে " Grant in Aid '' প্রথার সুপারিশ করেন ?
উত্তর : চার্লস উড।
১২. হান্টার কমিশনের সদস্য সংখ্যা - ১০ / ২০ / ২৭ / ৩০ - জন।
উত্তর : ২০
১৩. হান্টার কমিশন কবে গঠিত হয় ?
উত্তর : ১৮৮২ সালে।
১৪. হান্টার কমিশনের প্রতিবেদন ছিল - ৫০০ / ৪০০ / ৬০০ / ১২০০ - পাতার।
উত্তর : ৬০০ পাতার।
১৫. হান্টার কমিশনের মোট প্রস্তাব সংখ্যা - ১০২ / ১৩২ / ২০১ / ২২২ - টি।
উত্তর : ২২২ টি।
১৬. লর্ড - রিপন / কর্নওয়ালিস / ওয়েলেসলি / বেন্টিঙ্ক - হান্টার কমিশন নিয়োগ করেন।
উত্তর : লর্ড রিপন।
১৭. A ও B কোর্সের সুপারিশ করেন - হান্টার / চার্লস উড / লর্ড মেকলে / উইলিয়াম বেন্টিঙ্ক।
উত্তর : হান্টার।
১৮. ভারতীয় শিক্ষা জগতের ঔরঙ্গজেব কাকে বলা হয় ? লর্ড মিন্টো / লর্ড কার্জন / লর্ড রিপন / লর্ড ওয়েলেসলি।
উত্তর : লর্ড কার্জন।
১৯. সিমলা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৮৯৫ / ১৮৯০ / ১৯০১ / ১৯০৫ - সালে।
উত্তর : ১৯০১ সালে।
২০. লর্ড কার্জনের শিক্ষানীতি কী নামে পরিচিত ছিল ?
উত্তর : Government of India's Resolution on Education Policy, 1904
Class XI Education 10th Chapter MCQ
SET 3
১. স্যাডলার কমিশনের অপর নাম কী ?
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন।
২. স্যাডলার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর : মাইকেল স্যাডলার।
৩. কবে স্যাডলার কমিশন গঠিত হয় ?
উত্তর : ১৯১৭ সালে।
৪. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় - ১৯০২ / ১৯০৫ / ১৯০৯ / ১৯১১ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯০২ সালে।
৫. উইলিয়াম কেরী / জে সি বোস / টমাস র্যালে / স্যার গুরুদাস বন্দোপাধ্যায় - এর নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়।
উত্তর :- স্যার টমাস র্যালে।
৬. কলকাতা হাইকোর্টের কোন বিচারপতিকে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য হিসাবে গ্রহণ করা হয় ? গুরুসদয় দত্ত / গুরুদাস বন্দোপাধ্যায় / গুরুদাস মুখার্জী / অম্বিকাচরণ মুখার্জী।
উত্তর : স্যার গুরুদাস বন্দোপাধ্যায়।
৭. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয় ? ১১ই মার্চ ১৯০৩ / ১২ই মার্চ ১৯০৩ / ২৮শে ফেব্রুয়ারি ১৯০৪ / ২১শে মার্চ ১৯০৪
উত্তর : ২১শে মার্চ ১৯০৪
৮. কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন - ১৯১৩ / ১৯১৫ / ১৯১৭ / ১৯১৯ - সালে তাঁদের রিপোর্ট পেশ করেন।
উত্তর : ১৯১৯
৯. স্যাডলার কমিশনের রিপোর্ট - ১১ / ১৩ / ১৬ / ২০ - টি খন্ডে প্রকাশিত হয়।
উত্তর : ১৩টি।
১০. মাইকেল স্যাডলার কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ? ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় / ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় / আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় / আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়।
উত্তর : ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়।
১১. স্যাডলার কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখ।
উত্তর : স্যার আশুতোষ মুখোপাধ্যায় , ডক্টর জিয়াউদ্দিন আহমেদ।
১২. সার্জেন্ট পরিকল্পনা প্রকাশিত হয় - ১৯০৪ / ১৯৪৪ / ১৯৪৫ / ১৯৪৬ - খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯৪৪ সালে।
১৩. সার্জেন্ট কমিটির রিপোর্ট কী নামে প্রকাশিত হয় ?
উত্তর : Report on Post War Educational Development in India 1944
১৪. CABE - র পুরো নাম লেখ।
উত্তর : Central Advisory Board of Education
১৫. CABE - র সভাপতি কে ছিলেন ?
উত্তর : সার্জেন্ট।
১৬. সার্জেন্ট পরিকল্পনার শিরোনাম কী ছিল ?
উত্তর : Report on Post War Educational Development in India 1944
১৭. সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক শিক্ষা বিষয়ে যেকোনো একটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ কর।
উত্তর : মাধ্যমিক শিক্ষার দায়িত্ব প্রতিটি প্রাদেশিক সরকারকে গ্রহণ করতে হবে। মাধ্যমিক শিক্ষা হবে স্বয়ং সম্পূর্ণ।
১৮. প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে সার্জেন্ট পরিকল্পনার যেকোনো একটি সুপারিশ উল্লেখ কর।
উত্তর : ৩-৬ বছর বয়সের শিশুদের জন্য পৃথক নার্সারি বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।
১৯. সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক স্তরে যে দুই ধরণের বিদ্যালয় গঠনের কথা বলা হয়েছে তা উল্লেখ কর।
উত্তর : অ্যাকাডেমিক বিদ্যালয় এবং টেকনিক্যাল বিদ্যালয়।
২০. ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ কোন কমিশন করেছিল ?
উত্তর : স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ১৯১৭ ।