­
Class XI Sociology Unit V Suggestion 2nd Semester - Nandan Dutta

Class XI Sociology Unit V Suggestion 2nd Semester

by - November 10, 2024

Class XI Sociology Unit V Suggestion 2nd Semester 

একাদশ শ্রেণী : সমাজতত্ত্ব : পঞ্চম অধ্যায়। 2nd Semester 



Unit V / পঞ্চম অধ্যায় : সামাজিক প্রতিষ্ঠান। 


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী : ৬ মার্ক। 

১. আত্মীয়তার বিভিন্ন রীতিগুলির পরিচয় দাও। 

২. বিবাহ কাকে বলে ? বিবাহের বৈশিষ্টগুলি লেখ। 

৩. বিভিন্ন প্রকার বিবাহ সম্পর্কে আলোচনা কর। 

৪. বিবাহের কার্যাবলীগুলি কী কী ? 

৫. পরিবার কাকে বলে ? পরিবারের বৈশিষ্টগুলি লেখ। 

৬. পরিবারের বিভিন্নরূপ ( প্রকারভেদ ) সম্পর্কে আলোচনা কর। 

৭. একক পরিবার কাকে বলে ? একক পরিবারের বৈশিষ্টগুলি লেখ। 

৮. যৌথ পরিবার কাকে বলে ? যৌথ পরিবারের বৈশিষ্টগুলি লেখ। 

৯. একক ও যৌথ পরিবারের পার্থক্যগুলি লেখ।  

১০. পরিবারের কার্যাবলী সম্পর্কে আলোচনা কর।  
 
১১. ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার বৈশিষ্টগুলি কী কী ? 

১২. কর্তৃত্বের সংজ্ঞা দাও। কর্তৃত্বের বৈশিষ্টগুলি লেখ। 

১৩. ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্যগুলি লেখ। 

১৪. রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট বা উপাদানগুলি সম্পর্কে লেখ। 

১৫. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাকে বলে ? গণতন্ত্রের মূল নীতিগুলি কী কী ? 

১৬. গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।
 
১৭. সংসদীয় বা মন্ত্রিপরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা কাকে বলে ? এর বৈশিষ্টগুলি লেখ। 

১৮. সংসদীয় বা মন্ত্রিপরিষদ পরিচালিত শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর। 

১৯. ধর্মের সংজ্ঞা দাও। ধর্মের বিভিন্ন উপাদানগুলি কী কী 

২০. সমাজে ধর্মের ভূমিকা সম্পর্কে আলোচনা কর।  

২১. শিক্ষার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আলোচনা কর।   

২২. সমাজে অতিমারী বা মহামারীর প্রভাব সম্পর্কে আলোচনা কর। 

২৩. সমাজে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা কর।     

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী : ৩ মার্ক। 

১. আত্মীয়তা সম্পর্কের সংজ্ঞা দাও। 

২. আত্মীয়তা সম্পর্কের শ্রেণীভাগ কর। 

৩. প্রথম , দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর আত্মীয় কাকে বলে ? উদাহরণ দাও।    
  
৪. আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।  

৫. একক পরিবারের কয়েকটি সুবিধা ও অসুবিধা লেখ। 

৬. যৌথ পরিবারের কয়েকটি সুবিধা ও অসুবিধা লেখ। 

৭. IVF কী ? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখ। 

৮. বিভিন্ন ধরণের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা অর্থ ব্যবস্থা সম্পর্কে লেখ। 

৯. বাজার ও অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। 

১০. ক্রেডিট কার্ডের সুবিধা ও অসুবিধাগুলি লেখ। 

১১. POS কী ? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখ। 

১২. UPI কী ? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখ। 

১৩. অনলাইন লেনদেনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর। 

১৪. অনলাইন লেনদেনের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত ? 

১৫. সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি কী কী ? 

১৬. সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন নীতিসমূহ আলোচনা কর। 

১৭. সাধারণ সভার গঠন ও কাজ আলোচনা কর। 

১৮. নিরাপত্তা পরিষদের গঠন ও কাজ আলোচনা কর। 

১৯. সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্যগুলি কী কী ? 

২০. শিক্ষার সংজ্ঞা দাও। 

২১. সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা কী ? 

২২. মানসিক স্বাস্থ্য কাকে বলে ? উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণ বা বৈশিষ্টগুলি লেখ। 

২৩. মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক উপাদানের প্রভাব সম্পর্কে আলোচনা কর।     

You May Also Like

0 comments