Class XI 1st Semester Bengali '' Bishal Danawala Ak Thurthure Buro '' MCQ একাদশ শ্রেণি : বাংলা : বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। MCQ
Class XI 1st Semester Bengali '' Bishal Danawala Ak Thurthure Buro '' MCQ
একাদশ শ্রেণি : বাংলা : বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। MCQ
একাদশ শ্রেণি : বাংলা : বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। MCQ
১. বাড়ির ভেতরে ওরা কাঁকড়া মেরেছিল বৃষ্টির - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ - দিনে।
উত্তর : তৃতীয় দিনে।
২. মঙ্গলবার / বুধবার / রবিবার - থেকেই জগৎ কেমন বিষন্ন হয়ে আছে।
উত্তর : মঙ্গলবার থেকে।
৩. মার্চের রাত্তিরে ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মত - বেলাভূমির বালি / সমুদ্রের জল / কাঁকড়া।
উত্তর : বেলাভূমির বালি।
৪. দেবদূতকে প্রথমে দেখা গিয়েছিল উঠোনের - মাঝখানে / সামনের দিকে / পেছনের দিকে।
উত্তর : পেছনের দিকে।
৫. দেবদূত উড়তে পারছিল না ; কেননা - তাঁর দেহে শক্তি অবশিষ্ট ছিল না / কাদায় ডানা লেপ্টে গিয়েছিল / সে অসুস্থ ছিল।
উত্তর : কাদায় ডানা লেপ্টে গিয়েছিল।
৬. পেলাইও - এর স্ত্রীর নাম - এলিসেন্দা / পড়োশিনি / কেউই নয়।
উত্তর : এলিসেন্দা।
৭. বুড়োর পরনে ছিল - ন্যাকড়া কুড়ুনির পোশাক / ছেঁড়া পোশাক / নোংরা ও ছেঁড়া পোশাক।
উত্তর : ন্যাকড়া কুড়ুনির পোশাক।
৮. জীবন মৃত্যুর সব গলিঘুজিরই হদিস রাখে - পেলাইও / এলিসেন্দা / পড়োশিনি / পাদ্রে গোনসাগা।
উত্তর : পড়োশিনি।
৯. এ যে এক দেবদূত - উক্তিটি কার ? পেলাইও / এলিসেন্দা / পড়োশিনি / পাদ্রে গোনসাগা।
উত্তর : পড়োশিনি।
১০. পেলাইও সশস্ত্র - হাতের লাঠিতে / পালের মুগুরে / বিভিন্ন অস্ত্রে।
উত্তর : পালের মুগুরে।
১১. ওরা একটু দরাজদিল হয়ে উঠল - কখন ? যখন শিশুটি সেরে উঠল / যখন পড়োশিনি তাকে দেবদূত বলল / যখন গোনসাগা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখল।
উত্তর : যখন শিশুটি সেরে উঠল।
১২. পাদ্রে গোনসাগা এসে হাজির হয়েছিল সকাল - ৭টা / ৯টা / ১০টা - র আগেই।
উত্তর : ৭ টা - র আগেই।
১৩. তারা ঠিক করল তিনদিনের জল ও খাবার দিয়ে দেবদূতকে তারা - নৌকা / ভেলা / জাহাজে - করে বারদরিয়ায় ভাসিয়ে দেবে।
উত্তর : ভেলা।
১৪. সবচেয়ে সরল লোকেরা ভেবেছিল দেবদূতকে - জগতের পুরপিতা নাম দেওয়া উচিত / তাকে দিয়ে ডানাওয়ালা প্রজাতির জন্ম দেওয়ানো উচিত / এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করা উচিত।
উত্তর : জগতের পুরপিতা নাম দেওয়া উচিত।
১৫. কঠিন হৃদয়ের লোকেরা ভেবেছিল দেবদূতকে - জগতের পুরপিতা নাম দেওয়া উচিত / তাকে দিয়ে ডানাওয়ালা প্রজাতির জন্ম দেওয়ানো উচিত / এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করা উচিত।
উত্তর : এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করা উচিত।
১৬. দূরদর্শী লোকেরা ভেবেছিল দেবদূতকে - জগতের পুরপিতা নাম দেওয়া উচিত / তাকে দিয়ে ডানাওয়ালা প্রজাতির জন্ম দেওয়ানো উচিত / এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করা উচিত।
উত্তর : তাকে দিয়ে ডানাওয়ালা প্রজাতির জন্ম দেওয়ানো উচিত।
১৭. পাদ্রে গোনসাগা দেবদূতকে - ইংরেজিতে / ফরাসিতে / ল্যাটিনে / জার্মান ভাষায় - সুপ্রভাত জানিয়েছিলেন।
উত্তর : ল্যাটিনে।
১৮. যাজনপল্লীর পুরুত কাকে বলা হয়েছে ? পাদ্রে গোনসাগা / যাজক / সর্বোচ্চ মোহন্ত।
উত্তর : পাদ্রে গোনসাগা।
১৯. ঈশ্বরের নাজির উজির কাকে বলা হয়েছে ? পাদ্রে গোনসাগা / যাজক / সর্বোচ্চ মোহন্ত।
উত্তর : পাদ্রে গোনসাগা।
২০. সর্বোচ্চ মোহন্তকে চিঠি লিখবেন - পাদ্রে গোনসাগা / যাজক / পোপ।
উত্তর : পাদ্রে গোনসাগা।
২১. তাঁর বিচক্ষণতা , দূরদর্শিতা - সকলই গিয়ে পড়ল বন্ধ্যা সব হৃদয়ে। কার বিচক্ষণতার কথা বলা হয়েছে ? পেলাইও / এলিসেন্দা / পড়োশিনি / পাদ্রে গোনসাগা।
উত্তর : পাদ্রে গোনসাগা।
২২. দেবদূতের দর্শনী বাবদ ধার্য হয়েছিল - পাঁচ ডলার / পাঁচ টাকা / পাঁচ সেন্ট / পাঁচ পয়সা।
উত্তর : পাঁচ সেন্ট।
২৩. উড়ন্ত দরবাজিকর কোন দলের লোক ? ভ্রাম্যমান সার্কাসের দলের / ভ্রাম্যমান মেয়ের প্রদর্শনীর।
উত্তর : ভ্রাম্যমান সার্কাস দলের।
২৪. এল এক বেচারি মেয়ে , জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল - আকাশের তারা / বুকের ধুকপুক / সমুদ্রের জল।
উত্তর : বুকের ধুকপুক।
২৫. তারাদের কোলাহল কার ঘুম চটিয়ে দেয় ? এক পর্তুগিজের / পাদ্রে গোনসাগার / রাতে হাঁটা লোকটির।
উত্তর : এক পর্তুগিজের।
২৬. পেলাইও আর এলিসেন্দা ক্লান্তিতেই সুখী - কেননা - দেবদূতকে পেয়ে তারা খুশি / দেবদূত এখন আর নোংরা করে না / দর্শনীর টাকায় তাদের ঘর ভরে উঠল।
উত্তর : দর্শনীর টাকায় তাদের ঘর ভরে উঠল।
২৭. দর্শনীর টাকায় তাদের ঘর ভরে উঠল - সপ্তাহ / মাস / বছর - শেষ হওয়ার আগেই।
উত্তর : সপ্তাহ।
২৮. এই হুলস্থুল নাট্যে কোনো ভূমিকাই নেয়নি - দেবদূত / এলিসেন্দা / পড়োশিনি / পাদ্রে গোনসাগা।
উত্তর : দেবদূত।
২৯. দেবদূতকে ন্যাপথলিন খাওয়ানোর পরামর্শ দিয়েছিল -পেলাইও / এলিসেন্দা / পড়োশিনি / পাদ্রে গোনসাগা।
উত্তর : পড়োশিনি।
৩০. কেউই বুঝতে পারেনি যে দেবদূত - ন্যাপথলিন খায় না / শুধু বেগুন ভর্তা খায় / সে আসলে ডানাওয়ালা মানুষ।
উত্তর : শুধু বেগুন ভর্তা খায়।
৩১. ভ্রাম্যমান মেয়ের প্রদর্শনীতে মেয়েটি হয়ে গিয়েছিল - ছারপোকা / মাকড়সা / গিনিপিগ।
উত্তর : মাকড়সা।
৩২. মেয়েটির মুখটি ছিল - দুঃখী মেয়ের মত / বিষাদময়ী মেয়ের মত / আনন্দময়ী মেয়ের মত।
উত্তর : বিষাদময়ী মেয়ের মত।
৩৩. মেয়েটি বাড়ির কাউকে না জানিয়ে - নাচের আসরে / যাত্রা পালায় / নাটক দেখতে - গিয়েছিল।
উত্তর : নাচের আসরে।
৩৪. মেয়েটির কীভাবে মাকড়সা হয়েছিল - বজ্রপাতে / বন্যার ফলে / ভূমিকম্পে।
উত্তর : বজ্রপাতে।
৩৫. মেয়েটির একমাত্র খাদ্য ছিল - বেগুন ভর্তা / ন্যাপথলিন / মাংসের বড়া / পালং শাক।
উত্তর : মাংসের বড়া।
৩৬. তিনটে নতুন দাঁত গজিয়েছিল কার ? অন্ধ আতুর / পঙ্গু / কুষ্ঠরোগী / পাদ্রে গোনসাগা।
উত্তর : অন্ধ আতুর।
৩৭. একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল কে ? অন্ধ আতুর / পঙ্গু / কুষ্ঠরোগী / পাদ্রে গোনসাগা।
উত্তর : পঙ্গু।
৩৮. ঘা থেকে কার সূর্যমুখী ফুল গজিয়েছিল ? অন্ধ আতুর / পঙ্গু / কুষ্ঠরোগী / পাদ্রে গোনসাগা।
উত্তর : কুষ্ঠরোগী।
৩৯. অনিদ্রা রোগ থেকে চিরকালের মত রেহাই পেলেন - অন্ধ আতুর / পঙ্গু / কুষ্ঠরোগী / পাদ্রে গোনসাগা।
উত্তর : পাদ্রে গোনসাগা।
৪০. পেলাইওরা একটি চকমেলানো - একতলা / দোতলা / তিনতলা - বাড়ি কিনেছিল।
উত্তর : দোতলা।
৪১. পেলাইওরা জানলায় লোহার গরাদ দিয়েছিল যাতে - কাঁকড়া না ঢুকতে পারে / দেবদূত না ঢুকতে পারে / পাড়ার লোক না ঢুকতে পারে।
উত্তর : দেবদূত না ঢুকতে পারে।
৪২. পেলাইও একটা ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়েছিল - দেবদূত / খরগোশ / কাঁকড়া - পালনের জন্য।
উত্তর : খরগোশ পালনের জন্য।
৪৩. পেলাইও চিরকালের মত ইস্তফা দিল - সাধ্যপালের কাজে / কাঁকড়া মারার কাজে / মাছ ধরার কাজে।
উত্তর : সাধ্যপালের কাজে।
৪৪. এলিসেন্দা কিনেছিল - লাল / গোলাপি / রামধনু / গোলাপের মত রঙের - শাড়ি।
উত্তর : রামধনু রঙের শাড়ি।
৪৫. দেবদূত যেদিন চলে যায় সেদিন সকালে এলিসেন্দা - আলু / পেঁয়াজকলি / ফুলকপি / বাঁধাকপি - কাটছিল।
উত্তর : পেঁয়াজকলি।
৪৬. দেবদূতের ডানায় মস্ত কতকগুলি আড়ধরা পালক গজিয়ে ওঠে - ডিসেম্বর / জানুয়ারি / মার্চ / জুন - মাসের গোড়ায়।
উত্তর : ডিসেম্বর।
৪৭. দেবদূত এবং শিশুটির একই সঙ্গে হল - কলেরা / ম্যালেরিয়া / জ্বর / জলবসন্ত।
উত্তর : জলবসন্ত।
৪৮. বাচ্চাটি দেবদূতের খাঁচায় খেলতে চলে যেত - প্রথম / দ্বিতীয় / তৃতীয় / কয়েকটি - দাঁত বেরোনোর আগেই।
উত্তর : দ্বিতীয় দাঁত।
৪৯. সর্বোচ্চ মোহন্তের চিঠি কোথা থেকে আসবার কথা ছিল ? ভেনিস / জেনোয়া / রোম / প্যারিস।
উত্তর : রোম।
৫০. গল্পটি অনুবাদ করছেন - শঙ্খ ঘোষ / গার্সিয়া মার্কেজ / মানবেন্দ্র মুখোপাধ্যায় / অমলেন্দু চক্রবর্তী।
উত্তর : মানবেন্দ্র বন্দোপাধ্যায়।
0 comments