Class XII 3rd Semester Bengali : Dhormo MCQ উচ্চমাধ্যমিক : বাংলা : ধর্ম : MCQ
Class XII 3rd Semester Bengali : Dhormo MCQ
উচ্চমাধ্যমিক : বাংলা : ধর্ম : MCQ
উচ্চমাধ্যমিক : বাংলা : ধর্ম : MCQ
১. ধর্ম কবিতাটি '' অন্ধকার লেখাগুচ্ছ '' কাব্যগ্রন্থের - ৬ / ৮ / ১৪ / ১৯ - সংখ্যক কবিতা।
উত্তর : ১৪ সংখ্যক কবিতা।
২. শ্রীজাত আনন্দ পুরস্কার লাভ করেন কোন কবিতা গ্রন্থের জন্য ? অন্ধকার লেখাগুচ্ছ / কিছু কবিতা / শেষ চিঠি / উড়ন্ত সব জোকার।
উত্তর : উড়ন্ত সব জোকার।
৩. কোনটি শ্রীজাত - র লেখা নয় ? লিমেরিক / বাজিকর / বর্ষামঙ্গল / অনুভব করছি।
উত্তর : বাজিকর।
৪. ধর্ম কবিতায় পঙ্তি সংখ্যা - ১৪ / ১৬ / ৩২ / ৪৮ - টি।
উত্তর : ১৪টি।
৫. ধর্ম কবিতাটি একটি - চতুর্দশপদী কবিতা / পত্রকাব্য / ব্যালাড / চম্পুকাব্য।
উত্তর : চতুর্দশপদী কবিতা।
৬. ধর্ম কবিতা অনুসারে কার ধর্ম ছিল গান ? আবদুল ওসমান খাঁ / তানসেন / আবদুল করিম খাঁ / ভ্যানগঘ।
উত্তর : আবদুল করিম খাঁ।
৭. ধর্ম কবিতা অনুসারে কার ধর্ম ছিল উন্মাদনা ? আইনস্টাইন / গার্সিয়া লোরকা / লেনিন / ভ্যান গঘ।
উত্তর : ভ্যান গঘ।
৮. আইনস্টাইনের ধর্ম ছিল - বিজ্ঞান চর্চা / সত্যের খোঁজ / দিগন্ত পেরোনো / বৈজ্ঞানিক গবেষণা।
উত্তর : দিগন্ত পেরোনো।
৯. আঁকা নিয়ে উন্মাদনা কার ছিল ? আবদুল করিম খাঁ / কবির / ভ্যান গঘ / গার্সিয়া লোরকা।
উত্তর : ভ্যান গঘ।
১০. কার ধর্ম ছিল '' কবিতার জিত '' ? ভ্যান গঘ / গার্সিয়া লোরকা / কবির / অবনীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : গার্সিয়া লোরকা।
১১. কার ধর্ম ছিল '' নতুন পতাকা '' ? মার্কস / লেনিন / মার্কস ও লেনিন উভয়ই / দ্বিতীয় জাস্টিনিয়ান।
উত্তর : লেনিন।
১২. '' নতুন পতাকা '' কথাটির অন্তর্নিহিত তাৎপর্য - স্বাধীন দেশ গঠন / স্বাধীন দেশের জন্য নতুন পতাকা / নতুন সমাজ গঠন / সমাজতন্ত্র প্রতিষ্ঠা।
উত্তর : নতুন সমাজ গঠন।
১৩. আগুনের ধর্ম - ভস্মের চরিত / সবকিছু পুড়িয়ে দেওয়া / পুড়িয়ে গঠন করা / বিদ্রোহ করা।
উত্তর : ভস্মের চরিত।
১৪. কবিরের ধর্ম - দোঁহা রচনা / ঈশ্বর চিন্তায় বিলীন হওয়া / নানকের ধর্ম প্রচার / সত্যের বয়ান।
উত্তর : সত্যের বয়ান।
১৫. বাতাসের ধর্ম - না থামা / বয়ে চলা / স্বাধীনতা / ছড়িয়ে পড়া।
উত্তর : না থামা।
১৬. কবির মতে এত কিছু ধর্ম একটি - পৃথিবীতেই / দেশেই / গ্রহেই / নক্ষত্রেই - থাকে।
উত্তর : গ্রহেই।
১৭. যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা সে ধর্ম - ধর্মই নয় / প্রাতিষ্ঠানিকতা / উভয়ই।
উত্তর : উভয়ই।
১৮. কবির মতে এত ধর্ম কীভাবে একসাথে থাকে ? এক ধর্ম এক ধর্মকে জায়গা করে দেয় / এক ধর্ম অপর ধর্মকে সহ্য করতে পারেনা / সকল ধর্ম একে অপরের প্রতিযোগী।
উত্তর : এক ধর্ম এক ধর্মকে জায়গা করে দেয়।
১৯. প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কী বুঝিয়েছেন ? গোঁড়ামি ও সংকীর্ণতা / স্বাধীন চিন্তার বিকাশ / রাজনৈতিক প্রতিষ্ঠান / অধিকারের জন্য লড়াই।
উত্তর : গোঁড়ামি ও সংকীর্ণতা।
২০. '' এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে '' - এর অর্থ - ধর্মে ধর্মে পারস্পরিক - বিরোধ / সহনশীলতা / সহাবস্থান।
উত্তর : সহাবস্থান।
২১. কোন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম নেতা ছিলেন লেনিন ? রাশিয়া / ফ্রান্স / জার্মানি / কিউবা।
উত্তর : রাশিয়া।
২২. ধর্ম কবিতাটি কোন ছন্দে রচিত ? মাত্রাবৃত্ত / অক্ষরবৃত্ত / উভয়ই।
উত্তর : অক্ষরবৃত্ত।
২৩. ভ্যান গঘ কোন দেশের শিল্পী ? ইতালি / জার্মানি / ইংল্যান্ড / নেদারল্যান্ড।
উত্তর : নেদারল্যান্ড।
২৪. গার্সিয়া লোরকা কোন দেশের মানুষ ? স্পেন / ফ্রান্স / জার্মানি / হল্যান্ড।
উত্তর : স্পেন।
২৫. অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে কোগুলি সঠিক-
(i) আগুনের ধর্ম ভস্ম রচনা
(ii) গার্সিয়া লোরকা কবি
(iii) না-থামার ধর্ম বাতাসের
(iv) কবীরের ধর্ম প্রাতিষ্ঠানিকতা।
বিকল্পসমূহ :
(ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(গ) কেবল (i) সঠিক এবং (ii), (iii), (iv) ভুল
(ঘ) (i) ও (iii) সঠিক এবং (ii) ও (iv) ভুল।
উত্তর : (ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
২৬. বিবৃতি ১: কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।
বিবৃতি ২: লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
(ঘ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
উত্তরঃ (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়
0 comments