Class XII 3rd Semester Education : NEP 2020 MCQ উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ২০২০ MCQ
Class XII 3rd Semester Education : NEP 2020 MCQ
উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ২০২০ MCQ
এখানে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ের জাতীয় শিক্ষানীতি ২০২০ অংশ থেকে সকল গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হল। শিক্ষার্থীরা প্রশ্নোত্তরগুলি অনুশীলন করলে অবশ্যই উপকৃত হবে।
উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ২০২০ MCQ
১. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী উচ্চশিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি হবে - গ্রেড প্রথা / CBCS / ইউনিট টেস্ট / সার্বিক মূল্যায়ন।
উত্তর : CBCS
২. জাতিও শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন শ্রেণি পর্যন্ত মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম ? চতুর্থ শ্রেণী / পঞ্চম শ্রেণী / ষষ্ঠ শ্রেণী / অষ্টম শ্রেণি।
উত্তর : অষ্টম শ্রেণি।
৩. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন প্রোগ্রাম চালু করা হবে ? মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম / বৃত্তি ও কারিগরি শিক্ষা / কম্পিটিটিভ প্রোগ্রাম / গবেষণা কোর্স।
উত্তর : মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম।
৪. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন বছরের মধ্যে গ্রস এনরোলমেন্ট ১০০% করার লক্ষ্য অর্জন করতে হবে ? ২০৩০ / ২০৪০ / ২০২০ / ২০২৫
উত্তর : ২০৩০
৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী লাইব্রেরি ক্ষেত্রে কোন নতুন সুপারিশ করা হয় ? প্রয়োজনীয় পুস্তকের যোগান / প্রাচীন পুঁথি পুনরুদ্ধার / ফ্রি লাইব্রেরি / ডিজিটাল লাইব্রেরি।
উত্তর : ডিজিটাল লাইব্রেরি।
৬. জাতীয় শিক্ষানীতি ২০২০ - র সাংগঠনিক কাঠামোটি হল - ৩+৩+৫+৪ / ১০+২+৩ / ৫+৩+৩+৪ / ৩+৩+৫+২
উত্তর : ৫+৩+৩+৪
৭. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে উচ্চশিক্ষার জন্য কোন সংস্থা গঠন করার কথা বলা হয় ? HECL / UGC / AICTE / NCERT
উত্তর : HECL
৮. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে কোন ধরণের পরীক্ষা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় ? ইউনিট টেস্ট / বার্ষিক পরীক্ষা / সেমেস্টার পদ্ধতি / মাসিক পরীক্ষা।
উত্তর : সেমেস্টার পদ্ধতি।
৯. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে কত বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয় ? ২ / ৩ / ৪ - বছর।
উত্তর : ৪ বছর।
১০. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের জন্য কোন ধরণের শিক্ষা পরিকল্পনা গ্রহণের কথা বলা হয় ? খেলাভিত্তিক / গবেষণাভিত্তিক / প্রযুক্তিভিত্তিক / প্রকল্পভিত্তিক।
উত্তর : খেলাভিত্তিক।
১১. শৈশবকালীন শিক্ষার জন্য সম্পদের জাতীয় ভান্ডার হিসাবে কোন অ্যাপ তৈরী করা হয়েছে ? SIKSHA / DIKSHA / SURAKSHA / AKANKSHA
উত্তর : DIKSHA
১২. জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সভাপতি কে ছিলেন ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / এস এ ডাঙ্গে / বিজয় কেলকার।
উত্তর : কে কস্তুরিরঙ্গন।
১৩. জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সুপারিশগুলি কবে ভারত সরকারের কাছে পেশ করা হয় ? ৩১শে মে ২০১৯ / ৩১শে মে ২০২০ / ৫ই সেপ্টেম্বর ২০১৯ / ২রা জানুয়ারি ২০২০
উত্তর : ৩১শে মে ২০১৯
১৪. কার সভাপতিত্বে ২০১৬ এর মে মাসে শিক্ষা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয় ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / কস্তুরবা গান্ধী / টি রঙ্গরাজন।
উত্তর : টি এস আর সুব্রামনিয়াম।
১৫. কোনটি জাতীয় শিক্ষানীতি ২০২০ এর প্রস্তাব নয় ? পাঠক্রমের নমনীয়তা বৃদ্ধি / বইয়ের বোঝা কমানো / মুখস্থ করারপ্রবণতা হ্রাস করা / শ্রেণীকক্ষে অবাধ শৃঙ্খলা প্রদান।
উত্তর : শ্রেণীকক্ষে অবাধ শৃঙ্খলা প্রদান।
১৬. ভারত সরকার কবে জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে ? ৩১শে মার্চ ২০২০ / ২৯শে জুলাই ২০২০ / ৩১শে ডিসেম্বর ২০১৯ / ১৫ ই অগাস্ট ২০২০
উত্তর : ২৯শে জুলাই ২০২০
১৭. ২০১৭ সালের জুন মাসে National Education Policy র Draft এর উপর যে কমিটি তৈরী করা হয় তার চেয়ারম্যান / সভাপতি কে ছিলেন ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / কস্তুরবা গান্ধী / টি রঙ্গরাজন।
উত্তর : কে কস্তুরিরঙ্গন।
১৮. টি এস আর সুব্রামনিয়াম কে ছিলেন ? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ / বিজ্ঞানী / প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি / শিক্ষামনোবিদ।
উত্তর : প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি
১৯. এঁদের মধ্যে কে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত করেছিলেন ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / টি রঙ্গরাজন।
উত্তর : কে কস্তুরিরঙ্গন।
২০. MHRD হল - মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক / শিক্ষা পরিকল্পনা / শিক্ষানীতি পরিকল্পনার জন্য নির্বাচিত কমিটি।
উত্তর : মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
২১. কে জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সদস্য ছিলেন না ? টি রঙ্গরাজন / বসুধা কামত / কৃষ্ণমোহন ত্রিপাঠি / এম কে শ্রীধর।
উত্তর : টি রঙ্গরাজন।
২২. Holistic Education হল - সামগ্রিক শিক্ষা / অন্তর্ভুক্তিমূলক শিক্ষা / বিশ্ব মানের শিক্ষা / সকলের জন্য শিক্ষা।
উত্তর : সামগ্রিক শিক্ষা।
২৩. GER এর পুরো কথাটি হল - General Education Rate / Gross Enrollment Rate / Gross Enrollment Ratio
উত্তর : Gross Enrollment Ratio
২৪. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা হবে - ২ / ১০ / ৪ / ১২ বছরের।
উত্তর : ৪ বছরের।
২৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন বছর বয়স থেকে শিশুরা বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত ? ৩ / ৪ / ৫ / ৬
উত্তর : ৩ বছর।
২৬. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী মিড্ল স্তর কোনটি ? তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি / ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি / প্রথম থেকে চতুর্থ শ্রেণি।
উত্তর : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২৭. ফাউন্ডেশনাল কোর্সের প্রথম ৩ বছরের শিক্ষা প্রতিষ্ঠান হল - প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় / ক্রেস / অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল / নিম্ন প্রাথমিক বিদ্যালয়।
উত্তর : অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল।
২৮. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী প্রস্তুতি স্তর কোনটি ? প্রথম ও দ্বিতীয় শ্রেণী / তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি / ফাউন্ডেশনাল কোর্সের প্রথম ৩ বছর।
উত্তর : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২৯. NCFSE তৈরী করবে - NCERT / SCERT / AICTE / DIKSHA
উত্তর : NCERT
৩০. জাতীয় স্তরে পাঠ্যবই তৈরী করে - NCERT / SCERT / DIKSHA / PTTE
উত্তর : NCERT
৩১. রাজ্য স্তরে পাঠ্যবই তৈরী করবে - AICTE / NCERT / CBSE / SCERT
উত্তর : SCERT
৩২. National Mission on foundational literacy and Numeracy - কী ? সাক্ষরতা মিশন / গাণিতিক দক্ষতা মিশন / উভয়ই / কোনোটিই নয়।
উত্তর : উভয়ই।
৩৩. DIKSHA হল একটি - ডিজিটাল পরিকাঠামো / প্রাথমিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ / শিক্ষা বিস্তারে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা পর্যালোচনা / সবগুলি।
উত্তর : ডিজিটাল পরিকাঠামো।
৩৪. সার্বিক শিক্ষা বিস্তারের জন্য জাতীয় শিক্ষানীতি ২০২০ তে কোনটি বলা হয়নি ? কাউন্সেলর বা প্রশিক্ষিত সমাজকর্মীদের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা / প্রথাগত শিক্ষার সঙ্গে প্রথা বহির্ভুত শিক্ষার সম্প্রসারণ / মুক্ত শিক্ষার সম্প্রসারণ / নৈশ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি।
উত্তর : নৈশ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি।
৩৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ফাউন্ডেশনাল স্তরটি - ২ / ৩ / ৪ / ৫ - বছরের।
উত্তর : ৫ বছরের।
৩৬. Grade 6 থেকে Grade 8 পর্যন্ত প্রজেক্টের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল - নৈতিক শিক্ষা / সামাজিক শিক্ষা / শিক্ষা ও সমাজ গঠন / এক ভারত শ্রেষ্ঠ ভারত।
উত্তর : এক ভারত শ্রেষ্ঠ ভারত।
৩৭. ISL হল - ভারতীয় সাংকেতিক ভাষা / ভারতীয় আন্তর্জাতিক মান / আন্তর্জাতিক মাধ্যমিক শিখন।
উত্তর : ভারতীয় সাংকেতিক ভাষা।
৩৮. GCED হল - বিশ্ব নাগরিকতার শিক্ষা / বৃত্তিমূলক শিক্ষা / উৎপাদনশীলতা বৃদ্ধির শিক্ষা।
উত্তর : বিশ্ব নাগরিকতার শিক্ষা।
৩৯. পেডাগগি হল - শিশু মনস্তত্ব / শিশু শিক্ষা / শিশুর অধিকার / খেলাভিত্তিক শিক্ষা।
উত্তর : শিশু মনস্তত্ব।
৪০. বিদ্যালয়ে অ্যাসেসমেন্ট হবে - প্রথম থেকে অষ্টম শ্রেণি / চতুর্থ থেকে অষ্টম শ্রেণি / তৃতীয় থেকে অষ্টম শ্রেণি / পঞ্চম থেকে অষ্টম শ্রেণি - পর্যন্ত।
উত্তর : তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।
৪১. বোর্ডের পরীক্ষায় জোর দেওয়া হবে - সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা নিয়মিত গঠনগত মূল্যায়নের উপর / নিয়মিত গঠনগত মূল্যায়ন অপেক্ষা সামগ্রিক মূল্যায়নের উপর।
উত্তর : সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা নিয়মিত গঠনগত মূল্যায়নের উপর।
৪২. PARAKH হল - শিক্ষার্থী সংক্রান্ত তথ্য কেন্দ্র / বিদ্যালয়ে পঠন পাঠনগত উন্নয়নমূলক সংস্থা / জাতীয় অ্যাসেসমেন্ট কেন্দ্র।
উত্তর : জাতীয় অ্যাসেসমেন্ট কেন্দ্র।
৪৩. TET হল - প্রত্যাশী শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা / সর্বোচ্চ কারিগরি শিক্ষার প্রবেশিকা পরীক্ষা / শিক্ষক প্রশিক্ষণ নিয়ন্ত্রক সংস্থা।
উত্তর : প্রত্যাশী শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।
৪৪. প্রত্যেক শিক্ষককে প্রতি বছর কমপক্ষে কত ঘন্টা Continuous Professional Development বা CPD - র সুযোগ দেওয়ার কথা বলা হয় ? ৪৮ / ৫০ / ৬০ / ১০০ - ঘন্টা।
উত্তর : ৫০ ঘন্টা।
৪৫. Integrated B.Ed ডিগ্রি - ১/ ২ / ৩ / ৪ - বছরের।
উত্তর : ৪ বছরের।
৪৬. NCFTE কোন বিষয়ে পাঠক্রম প্রস্তুত করবে ? প্রাথমিক শিক্ষা / উচ্চ শিক্ষা / কারিগরি শিক্ষা / শিক্ষক শিক্ষন।
উত্তর : শিক্ষক শিক্ষন।
৪৭. SEZ বা SEDG হল - অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠক্রম / শিক্ষক প্রশিক্ষণের পাঠক্রম / বিশেষ শিক্ষা অঞ্চল / নারী শিক্ষার বিষয়টিকে অগ্রাধিকার প্রদান।
উত্তর : বিশেষ শিক্ষা অঞ্চল।
৪৮. কস্তুরবা গান্ধী বালিকা বিদ্দালয়গুলিকে কোন গ্রেড পর্যন্ত শক্তিশালী করার কথা বলা হয় ? গ্রেড ৫ / গ্রেড ১০ / গ্রেড ১২ / গ্রেড ৮
উত্তর : গ্রেড ১২
৪৯. SSSA এর কাজ হবে - সকলের জন্য শিক্ষা সুনিশ্চিৎ করা / সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির ন্যূনতম মান পর্যালোচনা করা / স্কুলজোটগুলিকে সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে কার্যকরী করে তোলা।
উত্তর : সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির ন্যূনতম মান পর্যালোচনা করা।
৫০. SQAAF হল - একটি শিক্ষা কর্মসূচি / একটি শিক্ষা টুল / শিক্ষার অধিকার আইন।
উত্তর : একটি শিক্ষা টুল।
৫১. SQAAF হল - আদর্শায়িত এবং সর্বোত্তম অনুশীলনের একটি সেট / অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীদের জন্য নির্মিত বিশেষ পাঠক্রম / শিক্ষক নির্মিত পরীক্ষা পদ্ধতি।
উত্তর : আদর্শায়িত এবং সর্বোত্তম অনুশীলনের একটি সেট।
৫২. MERU হল - বহুমুখী পাঠক্রম ভিত্তিক ও গবেষণাভিত্তিক (মাল্টিডিসিপ্লিনারি ) বিশ্ববিদ্যালয় / কারিগরি শিক্ষার সর্বোৎকৃষ্ট মানে পৌঁছনো / গবেষণা পরবর্তী স্তরে শিক্ষার সুযোগ।
উত্তর : বহুমুখী পাঠক্রম ভিত্তিক ও গবেষণাভিত্তিক (মাল্টিডিসিপ্লিনারি ) বিশ্ববিদ্যালয়।
৫৩. বিশ্বের উন্নতমানের - ৫০ / ১০০ / ২০০ / ৩০০ - টি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস প্রতিষ্ঠার সুযোগ প্রদানের কথা বলা হয়।
উত্তর : ১০০ টি।
৫৪. MOOCs হল - মাল্টিডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয় / অনলাইন শিখন মডেল / কারিগরি ও উচ্চ শিক্ষার অভিন্ন পাঠক্রম।
উত্তর : অনলাইন শিখন মডেল।
৫৫. NRF এর কাজ হবে - বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার সংস্কৃতি জাগিয়ে তোলা / ভারতীয় সংস্কৃতিকে উচ্চ শিক্ষার প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া / গবেষণারত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা।
উত্তর : বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার সংস্কৃতি জাগিয়ে তোলা।
৫৬. উচ্চশিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠাগুলির ফান্ডিং ও অর্থনৈতিক দিক দেখাশোনা করবে - NHERC / HEGC / GEC / UGC
উত্তর : HEGC
৫৭. বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ন্ত্রণকারী সংস্থাটি হল - NCTE / VCI / NCVET / AICTE
উত্তর : NCVET
৫৮. মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির মান নির্ধারণ করে - UGC / NAAC / NCERT / NHERC
উত্তর : NAAC
৫৯. বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) এর নামকরণ হয়েছে - শিক্ষামন্ত্রক / উন্নয়ন মন্ত্রক / সমাজ কল্যাণ মন্ত্রক।
উত্তর : শিক্ষামন্ত্রক।
৬০. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী বয়স্ক শিক্ষার পাঠক্রম তৈরী করবে - NCERT / SCERT / AICTE / NHEQF
উত্তর : NCERT
৬১. SEDG হল - মাধ্যমিক শিক্ষার প্রাতিষ্ঠানিক বিকাশ / বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী / সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থী।
উত্তর : সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থী।
৬২. Special Educator - রা কাদের শিক্ষা দেন ? সকল শিক্ষার্থীদের / বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের / বৃত্তি ও কারিগরি শিক্ষার্থীদের।
উত্তর : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের।
৬৩. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী বিদ্যালয় শিক্ষা ও শিক্ষকদের চাকুরী সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করবে - Director of Secondary Education / Director of Education Commission / Director of School Education
উত্তর : Director of School Education
৬৪. ISL ব্যবহার করা হয় ? বৃত্তি ও কারিগরি শিক্ষার জন্য / আন্তর্জাতিক শিক্ষার জন্য / বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য।
উত্তর : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য।
৬৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী Community Service চালু হবে কোন স্তর থেকে ? প্রাথমিক / মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / উচ্চ শিক্ষা।
উত্তর : মাধ্যমিক।
৬৬. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন স্তর থেকে Vocational Training শুরু হবে ? ষষ্ঠ শ্রেণি / অষ্টম শ্রেণি / নবম শ্রেণি / একাদশ শ্রেণি।
উত্তর : ষষ্ঠ শ্রেণি।
৬৭. শিক্ষার গুণগত মান নিয়ন্ত্রণকারী সংস্থাটি হল - PARAKH / NCERT / AICTE / NSDC
উত্তর : PARAKH
৬৮. স্কুল পরবর্তী শিক্ষার উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয় ? NSDC / PARAKH / NERU / MERU
উত্তর : NSDC
৬৯. কোনটি জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সুপারিশ ? মাল্টিডিসিপ্লিনারি স্কুল / স্মার্ট স্কুল / কমন স্কুল / মাল্টিপারপাস স্কুল।
উত্তর : স্মার্ট স্কুল।
৭০. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হবে কোন স্তর পর্যন্ত ? চতুর্থ / অষ্টম / দশম / দ্বাদশ - শ্রেণি পর্যন্ত।
উত্তর : দ্বাদশ শ্রেণি পর্যন্ত।
0 comments