H.S. 3rd Semester Bengali : Tar Songe MCQ উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ

by - July 01, 2025

H.S. 3rd Semester Bengali : Tar Songe MCQ 

উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ 




উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ 


১. তার সঙ্গে কবিতাটির অনুবাদক - পাবলো নেরুদা / নবনীতা দেবসেন / শ্রীজাত / শক্তি চট্টোপাধ্যায়। 
উত্তর : শক্তি চট্টোপাধ্যায়। 

২. পাবলো নেরুদা কোন দেশের নাগরিক ? উগান্ডা / চিলি / নাইজেরিয়া / কম্বোডিয়া। 
উত্তর : চিলি। 

৩. পাবলো নেরুদার বিখ্যাত কাব্য গ্রন্থটি হল - Twenty love poems and a song of Despair / Twenty two love poems and a song of Despair / Twenty four love poems and a song of Despair. 
উত্তর : Twenty love poems and a song of Despair

৪. কোন বছর পাবলো নেরুদা নোবেল পুরস্কার লাভ করেন ? ১৯৫১ / ১৯৪৩ / ১৯৫০ / ১৯৭১ 
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দে। 

৫. কোন বিষয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ? সাহিত্য / রাজনৈতিক প্রতিবাদী রচনা / আন্তর্জাতিক শান্তি। 
উত্তর : সাহিত্য। 

৬. পাবলো নেরুদা কোন পুরস্কারটি লাভ করেননি ? নোবেল / আন্তর্জাতিক শান্তি / আন্তর্জাতিক সম্পর্ক।
উত্তর : আন্তর্জাতিক সম্পর্ক। 

৭. পাবলো নেরুদার প্রকৃত নাম - নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো / নেফতালি গঞ্জালভেস রেয়েস রিকার্দো / রিকার্দো নেফতালি বাসোয়ালতো নেরুদা। 
উত্তর : নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। 

৮. পাবলো নেরুদা কবিতা লেখা শুরু করেন - শৈশবে / কৈশোরে / যৌবনে / বৃদ্ধাবস্থায়। 
উত্তর : শৈশবে। 

৯. তার সঙ্গে কবিতাটির উৎস - পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা / শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা / ইস্তেহার। 
উত্তর : পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। 

১০. '' সময়টা খুব ''..... - জটিল / কঠিন / প্রতিকূল / সুবিধার না। 
উত্তর : সুবিধার না। 


১১. '' একে পার করতে হবে '' - কাকে ? পরস্পর পরস্পরকে / ছোট্ট দুটি হাতকে / পাথরের ফাটলকে / কঠিন সময়কে। 
উত্তর : কঠিন সময়কে। 

১২. '' তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত '' ........ - আমার হাতে রাখো / আমার হাত ধরো / আমার হাতে দাও। 
উত্তর : আমার হাতে রাখো। 

১৩. '' খুব সমঝে একে পার করতে হবে '' সমঝে - কথার অর্থ - জেনে বুঝে / ভয়ে ভয়ে / আত্মবিশ্বাসের সঙ্গে / দুরন্তভাবে। 
উত্তর : জেনে - বুঝে। 
 
১৪. '' যার স্থান - অস্থানে বেঁচেবত্তে এসেছে '' - এরকম একটি অস্থান হল - যুদ্ধক্ষেত্র / কঠিন সময় / পাথর - ফাটল। 
উত্তর : পাথর - ফাটল। 

১৫. কবিতায় কোনটি নিতে বলা হয়নি ? ঝুড়ি / শাবল / জুতো ও কাপড় / খাবার - দাবার। 
উত্তর : খাবার - দাবার। 
 
১৬. কবিতার মূল বিষয় - বিদ্রোহ ও প্রেম / রাষ্ট্রবিরোধী প্রতিরোধ / ফ্যাসিবাদের বিরোধিতা / যুদ্ধ ও প্রতিবাদ।  
উত্তর : বিদ্রোহ ও প্রেম। 

১৭. ঝুড়ি নেওয়া হবে - কাঁকে / মাথায় / হাতে / কোমরে। 
উত্তর : কাঁকে। 

১৮. '' ঝুড়ি নাও , শাবল নাও '' - কথাগুলি কীসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে ? দৈনন্দিন জীবনযাত্রা / শ্রম / প্রতিবাদ। 
উত্তর : শ্রম। 

১৯. '' জুতো পরো , কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও '' - কথাগুলি কীসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে ? দৈনন্দিন জীবনযাত্রা / শ্রম / পারস্পরিক সহযোগিতা। 
উত্তর : দৈনন্দিন জীবনযাত্রা। 

২০. '' এখন আমাদের একে অপরকে লাগবে '' - কেন ? কারনেশন ফুলের জন্য / মধু তালাশের জন্য / আগুন বানাবার জন্য / সবগুলি। 
উত্তর : আগুন বানাবার জন্য। 

২১. '' ধুয়ে মুছে আগুন বানাবার জন্য '' কী লাগবে ? তোমার হাত / তোমার ছোট্ট দুটি হাত / বিদ্রোহী মানসিকতা / আমাদের দুজনের হাত। 
উত্তর : আমাদের দুজনের হাত। 

২২. মাথা উঁচু করতে চাইছে - রাষ্ট্রশক্তি / পাথরের ফাটল / অনিশ্চিৎ সময় / সুবিধের -নয়- সময়। 
উত্তর : সুবিধের -নয়- সময়।

২৩. উদ্ধত সময়কে আমরা প্রতিহত করব - দুই হাত হাতে রেখে / চার হাত চার চোখে / দুই হাত দুই চোখে / পরস্পরের সানিধ্যে। 
উত্তর : চার হাত চার চোখে। 

২৪. কবিতাটি মূল কোন ভাষায় রচিত ? ইংরেজি / জার্মান / স্প্যানিশ / ল্যাটিন। 
উত্তর : স্প্যানিশ। 

২৫. মূল কবিতাটির নাম - Eon Cella / Con Cella / Con Ella / Econ Della 
উত্তর : Con Ella

২৬. কবিতাটি রচনার প্রেক্ষাপট - স্পেনের গৃহযুদ্ধ / ফরাসি বিপ্লব / রুশ - জার্মান যুদ্ধ / রাশিয়ার গৃহযুদ্ধ।
উত্তর : স্পেনের গৃহযুদ্ধ। 

২৭. কবিতার মূল গ্রন্থের নাম - Sovereign / Extraverginia / Extravagaria / Extrasovaria
উত্তর : Extravagaria

২৮. পাবলো নেরুদা-কে ‘বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি’ বলে কে আখ্যায়িত করেছেন? বার্নার্ড শ / গাবরিয়েল গার্সিয়া মার্কেজ / ফেদেরিকো লোরকা/ ম্যাক্সিম গোর্কি।  
উত্তর : গাবরিয়েল গার্সিয়া মার্কেজ। 

২৯. কথক কষ্টেসৃষ্টে - জয় করবেন / উঠে দাঁড়াবেন / পথ চলবেন / হাতে হাত রেখে চলবেন। 
উত্তর : উঠে দাঁড়াবেন। 

৩০. কারনেশন ফুল পাওয়া যায়- পোর্তুগালে / ভারতে / তিব্বতে / স্পেনে ।
উত্তর : পোর্তুগালে। 

You May Also Like

0 comments