H.S. 3rd Semester Bengali : Digwijoyer Rupkotha MCQ দ্বাদশ শ্রেণী : বাংলা : দিগ্বিজয়ের রূপকথা : MCQ
H.S. 3rd Semester Bengali : Digwijoyer Rupkotha MCQ
দ্বাদশ শ্রেণী : বাংলা : দিগ্বিজয়ের রূপকথা : MCQ
দিগ্বিজয়ের রূপকথা : MCQ
১. কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া ? দিগ্বিজয়ের রূপকথা / শ্রেষ্ঠ কবিতা / নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা।
উত্তর : নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা।
২. নবনীতা দেবসেনের পৈতৃক বাসগৃহের নাম - ভালোবাসা / বিশ্বাস / প্রত্যয় / আশা।
উত্তর : ভালোবাসা।
৩. নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ - ভালোবাসা / বিশ্বাস / প্রথম প্রত্যয় / আমি অনুপম।
উত্তর : প্রথম প্রত্যয়।
৪. নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ কোন পত্রিকায় প্রকাশিত হয় ? প্রবাসী / দেশ / সবুজপত্র / কল্লোল।
উত্তর : দেশ।
৫. নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস - ভালোবাসা / বিশ্বাস / প্রথম প্রত্যয় / আমি অনুপম।
উত্তর : আমি অনুপম।
৬. নবনীতা দেবসেনের মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা - ৩২ / ৩৬ / ৩৮ / ৩৯
উত্তর : ৩৮
৭. নবনীতা দেবসেন কোন সম্মানে ভূষিতা হন ? পদ্মশ্রী / পদ্মভূষণ / পদ্মবিভূষণ / ভারতরত্ন।
উত্তর : পদ্মশ্রী।
৮. উক্ত পুরস্কার / সন্মান তিনি কোন বছর প্রাপ্ত করেন ? ২০০০ / ২০০১ / ২০০২ / ২০০৩
উত্তর : ২০০০ সালে।
৯. নবনীতা দেবসেন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন ? যাদবপুর / প্রেসিডেন্সি / রবীন্দ্রভারতী।
উত্তর : যাদবপুর বিশ্ববিদ্যালয়।
১০. নবনীতা দেবসেন কোন বিষয়ের অধ্যাপিকা ছিলেন ? বাংলা / তুলনামূলক কাব্য / পাশ্চাত্য কাব্যধারা / তুলনামূলক সাহিত্য।
উত্তর : তুলনামূলক সাহিত্য।
১১. '' আমি রাজপুত্র '' - কোন পরিপ্রেক্ষিতে ? বংশগতভাবে / রক্তে / পারিবারিকভাবে / জন্মসূত্রে।
উত্তর : রক্তে।
১২. রাজপুত্রের জননী - সদাহাস্যময় / পরাক্রমী / দুঃখিনী।
উত্তর : দুঃখিনী।
১৩. '' দিলেন সাজিয়ে '' - কী সাজিয়ে দিলেন ? যুদ্ধের অস্ত্র / যুদ্ধের রসদ / রাজপুত্রকে / পক্ষিরাজকে।
উত্তর : রাজপুত্রকে।
১৪. '' দিলেন সাজিয়ে '' - কে সাজিয়ে দিলেন ? রাজপুত্র / জননী / অশ্ব / পক্ষিরাজ।
উত্তর : জননী।
১৫. কুন্ডল হল - কর্ণভূষণ / পেতলের পাত্র / যুদ্ধের অস্ত্র / সবগুলি।
উত্তর : কর্ণভূষণ।
১৬. তির রাখা হয় কোথায় ? কুন্ডল / তূণীর / শিরস্ত্রাণ।
উত্তর : তূণীর।
১৭. '' শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম '' - কার আশীর্বাদ ? রাজপুত্রের / জননীর / লেখিকার / পক্ষিরাজের।
উত্তর : জননীর।
১৮. '' শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম '' - কী কী ? কবচ ও কুন্ডল / কুন্ডল ও শিরস্ত্রাণ / অশ্ব ও অসি / রাজপুত্র ও দুয়োরানী।
উত্তর : অশ্ব ও অসি।
১৯. '' মরুপথে সেই হয় উট '' - কে ? জাদু অশ্ব / পক্ষিরাজ / দুয়োরানি / ভালোবাসা।
উত্তর : জাদু অশ্ব।
২০. জাদু অশ্ব আকাশে হয়ে ওঠে - পুস্পক / উট / পক্ষিরাজ।
উত্তর : পুষ্পক।
২১. জাদু অশ্ব সপ্তডিঙ্গা হয়ে ওঠে - যুদ্ধক্ষেত্রে / দুয়োরানীর আশীর্বাদে / সিন্ধুজলে।
উত্তর : সিন্ধুজলে।
২২. জাদু অশ্ব পক্ষীরাজ হয়ে ওঠে - আকাশে / যুদ্ধক্ষেত্রে / তেপান্তরে / সিন্ধুজলে।
উত্তর : তেপান্তরে।
২৩. রাজপুত্র জাদু অশ্বের নাম রেখেছে - বিশ্বাস / ভালোবাসা / পক্ষিরাজ / সপ্তডিঙ্গা।
উত্তর : বিশ্বাস।
২৪. মন্ত্রপূতঃ অসি-টি - ভঙ্গুর / অভঙ্গুর / শাণিত ইস্পাত খন্ড / অভঙ্গুর ও শাণিত ইস্পাত খন্ড।
উত্তর : অভঙ্গুর ও শাণিত ইস্পাত খন্ড।
২৫. রাজপুত্র মন্ত্রপূতঃ অসি -র নাম রেখেছে - বিশ্বাস / ভালোবাসা / হৃদয়।
উত্তর : ভালোবাসা।
২৬. মন্ত্রপূতঃ অসি - টি কোথায় রাখা ছিল ? জননীর আঁচলে / হৃদয়ের খাপে / যুদ্ধভূমিতে।
উত্তর : হৃদয়ের খাপে।
২৭. রাজপুত্র কোথায় পৌঁছবে ? খর্জুর দ্বীপে / অমৃত দ্বীপে / মরুপথে / সিন্ধুজলে।
উত্তর : খর্জুর দ্বীপে।
২৮. রাজপুত্র উক্ত স্থানে পৌঁছবে - নিশ্চিন্তে / কোনোমতে / জয়ী হয়ে / নিশ্চিত ভাবে।
উত্তর : নিশ্চিতভাবে।
২৯. কবিতাটি কোন্ ছন্দে রচিত? কলাবৃত্ত / অমিত্রাক্ষর ছন্দে / মিশ্রবৃত্ত / ছড়ার ছন্দে।
উত্তর : মিশ্রবৃত্ত।
৩০. “কিছুই ছিল না।” – কী ছিল না? পক্ষীরাজ, সপ্তডিঙা / কবচকুণ্ডল / ধনুক তূণীর / কোনোটিই ছিল না।
উত্তর : কোনোটিই ছিল না।
৩১. জননী সম্পর্কে কোন বিশেষণটি উল্লিখিত হয়েছে ? দুয়োরানী ও দুঃখিনী / বীরাঙ্গনা ও মাতঙ্গিনী / মহিয়সী ও সুয়োরানী।
উত্তর : দুয়োরানী ও দুঃখিনী।
৩২. রাজপুত্র কোন রানীর সন্তান ? রাজা / সুয়োরানী / দুয়োরানি / রাজপুত - রমণী।
উত্তর : দুয়োরানী।
৩৩. দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি - গীতিকবিতা / পত্রকাব্য / চতুর্দশপদী কবিতা বা সনেট / গদ্য কবিতা।
উত্তর : গদ্য কবিতা।
৩৪. নবনীতা দেবসেনের '' নবনীতা '' নামকরণ কে করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর / রাজা রামমোহন রায় / বিধানচন্দ্র রায়।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
0 comments