H.S. 3rd Semester : Education : Kothari Commission MCQ উচ্চমাধ্যমিক : কোঠারি কমিশন MCQ

by - July 12, 2025

H.S. 3rd Semester : Education : Kothari Commission MCQ 

উচ্চমাধ্যমিক : কোঠারি কমিশন MCQ 




উচ্চমাধ্যমিক : কোঠারি কমিশন MCQ 


১. কোঠারি কমিশন অপর কি নামে পরিচিত ?
ভারতীয় শিক্ষা কমিশন / উচ্চ শিক্ষা কমিশন / কেন্দ্রীয় শিক্ষা কমিশন / আধুনিক শিক্ষা কমিশন। 
উত্তর : ভারতীয় শিক্ষা কমিশন। 

২. কোঠারি কমিশনের প্রতিবেদনের শিরোনাম কি ছিল ?
Education and National Development /
A New Way to Education / 
Education Report of Kothari Commission /
None
উত্তর : Education and National Development

৩. কোঠারি কমিশন কবে গঠিত হয় ?
১৯৫২ সালে / ১৯৬২ সালে / ১৯৬৪ সালে / ১৯৬৮ সালে। 
উত্তর : ১৯৬৪ সালে। 

৪. কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল ?
১০ জন / ১২ জন / ১৭ জন / ৯ জন। 
উত্তর : ১৭ জন। 

৫. কোন কমিশন বলেছেন - '' ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে '' ?
কোঠারি কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন / জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬ 
উত্তর : কোঠারি কমিশন। 

৬. কোন সুপারিশটি কোঠারি কমিশনের ছিল ?
গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন / কমন স্কুল স্থাপন / কিউমুলেটিভ রেকর্ড কার্ড প্রদান / 
মাধ্যমিক শিক্ষায় সপ্ত প্রবাহের সুপারিশ। 
উত্তর : কমন স্কুল স্থাপন। 

৭. কোন শিক্ষা স্তর সম্পর্কে কোঠারি কমিশন কোনো প্রস্তাব রাখেন নি ?
প্রাক প্রাথমিক শিক্ষা / প্রাথমিক শিক্ষা / মাধ্যমিক শিক্ষা / কোনোটিই নয়। 
উত্তর : কোনোটিই নয়। 

৮. কোঠারি কমিশন Major University - র সুপারিশ করেছিলেন কোন শিক্ষা স্তরের জন্য ?
স্নাতক স্তর / স্নাতকোত্তর স্তর / উচ্চ মাধ্যমিক স্তর / কারিগরি শিক্ষা। 
উত্তর : স্নাতকোত্তর স্তর। 

৯. কোঠারি কমিশন বিদ্যালয় গুচ্ছ বা গঠনের সুপারিশ করেছিলেন কোন শিক্ষা স্তরের জন্য ?
প্রাথমিক শিক্ষা / প্রাক প্রাথমিক শিক্ষা / মাধ্যমিক শিক্ষা / উচ্চ মাধ্যমিক শিক্ষা। 
উত্তর : মাধ্যমিক শিক্ষা। 

১০. ক্রেস কোন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ?
প্রাথমিক শিক্ষা / প্রাক প্রাথমিক শিক্ষা / মাধ্যমিক শিক্ষা / উচ্চ মাধ্যমিক শিক্ষা। 
উত্তর : প্রাক প্রাথমিক শিক্ষা। 

১১. কোঠারি কমিশনে টাস্ক ফোর্সের সংখ্যা কত ছিল ?
১০ টি / ১২ টি / ১১২ টি / ২২০ টি। 
উত্তর : ১২ টি। 

১২. কোঠারি কমিশন কোন শিক্ষা স্তর থেকে Advanced Course চালু করার সুপারিশ করেছেন ?
প্রাথমিক শিক্ষা / মাধ্যমিক শিক্ষা / উচ্চ মাধ্যমিক শিক্ষা / উচ্চ শিক্ষা। 
উত্তর : উচ্চ মাধ্যমিক শিক্ষা। 

১৩. কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন ?
ভি এস কোঠারি / এন কে সিদ্ধান্ত / জে পি নায়েক / অনাথ বসু। 
উত্তর : জে পি নায়েক। 

১৪. কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন ?
ভি এস কোঠারি / এন কে সিদ্ধান্ত / জে পি নায়েক / অনাথ বসু। 
উত্তর : ভি এস কোঠারি। 

১৫. কাসা দাই বামবিনি - কথাটির অর্থ কি ?
শিশুদের জন্য গৃহ / শিশুদের বিদ্যালয় / খেলাঘর / সবগুলি। 
উত্তর : শিশুদের জন্য গৃহ। 


১৬. ICDS এর পুরো নাম কি ?
Indian Child Development Service / 
Integrated Child Development Scheme / 
Indian Child Development Scheme / 
International Child Development
উত্তর : Integrated Child Development Scheme

১৭. ECCE এর পুরো নাম কি ?
Essential Child Care Enforcement / 
Early Control of Child Education / 
Early Childhood Care and Education / 
Elementary Childhood Care and Education
উত্তর : Early Childhood Care and Education

১৮. নার্সারি বিদ্যালয় ব্যবস্থার প্রবর্তক কে ?
ফ্রয়েবেল / ম্যাকমিলান ভগিনীদ্বয় / মন্তেসরি / রুশো। 
উত্তর : ম্যাকমিলান ভগিনীদ্বয়। 

১৯. কিন্ডারগার্টেন বিদ্যালয় ব্যবস্থার প্রবর্তক কে ?
ফ্রয়েবেল / ম্যাকমিলান ভগিনীদ্বয় / মন্তেসরি / রুশো। 
উত্তর : ফ্রয়েবেল। 

২০. কোন শিক্ষা কমিশন ১০+২+৩ শিক্ষা কাঠামোর প্রস্তাব কে করেন ?
রাধাকৃষ্ণণ কমিশন / মুদালিয়ার কমিশন / কোঠারি কমিশন / সকলেই। 
উত্তর : কোঠারি কমিশন। 

২১. কোঠারি কমিশন স্থাপনের সময় ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন - 
জে পি নায়েক / ভি এস কোঠারি  / এম সি চাগলার / সর্বপল্লী রাধাকৃষ্ণন। 
উত্তর : এম সি চাগলার। 

২২. কোঠারি কমিশনের রিপোর্ট ক'টি খন্ডে বিভক্ত ছিল ? 
৩ টি / ৪ টি  / ৫ টি  / ৬ টি। 
উত্তর : ৪টি। 

২৩. কার্যকরী শিক্ষার অপর নাম হল - 
সামাজিক শিক্ষা / শারীরিক শিক্ষা / নৈতিক শিক্ষা / কোনোটিই নয়। 
উত্তর : সামাজিক শিক্ষা। 

২৪. বিদ্যালয়ের পাঠক্রম রচনা করে - 
NCERT / CABE / NCTE / UGC 
উত্তর : NCERT 

২৫. IGNOU কবে স্থাপিত হয় ? 
১৯৮৫ / ১৯৯০ / ১৯৯২ / ২০০২ সালে। 
উত্তর : ১৯৮৫ সালে। 

২৬. কাসা দাই বামবিনি - কথার অর্থ - 
মহিলাদের জন্য গৃহ / পুরুষদের জন্য গৃহ  / শিশুদের বিদ্যালয় / শিশুদের জন্য গৃহ। 
উত্তর : শিশুদের জন্য গৃহ। 

২৭. কোঠারি কমিশনের মতে , কোন শ্রেণীর আগে বিশেষীকরণ চলবে না ? 
নবম / দশম / একাদশ / দ্বাদশ। 
উত্তর : একাদশ। 

২৮. কাসা দাই বামবিনি - র প্রতিষ্ঠাতা কে ? 
গান্ধীজি / মন্তেসরি / ফ্রয়েবেল / রবীন্দ্রনাথ। 
উত্তর : মন্তেসরি। 

২৯. ITI - প্রতিষ্ঠানটি কোন শিক্ষাস্তরের একটি প্রতিষ্ঠান ? 
প্রাথমিক / মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / বৃত্তিমুখী শিক্ষা। 
উত্তর : উচ্চ মাধ্যমিক। 

৩০. পলিটেকনিকের ন্যূনতম যোগ্যতা হবে - 
ষষ্ঠ শ্রেণী পাস / দশম শ্রেণী পাস / অষ্টম শ্রেণী পাস / উচ্চমাধ্যমিক পাস।   
উত্তর :  দশম শ্রেণী পাস।  

৩১. ECCE কথাটি কোন স্তরের সঙ্গে সম্পর্কিত ? 
প্রাক প্রাথমিক / প্রাথমিক / মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক। 
উত্তর : প্রাক প্রাথমিক। 
  
৩২. ১৯৭৫ খ্রিস্টাব্দে গৃহীত কোন কর্মসূচিতে স্থির হয় শিশু ও মায়েদের পুষ্টিকর খাদ্য , শিক্ষা , প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে ? 
ICDS / ECCE / NLM / SSA
উত্তর : ICDS  
 
৩৩. কোঠারি কমিশনের বিদেশী সদস্য কে ছিলেন না ? 
এইচ এল এলভিন / জাঁ টমাস /  রজার রিভেলি / জন স্মিথ। 
উত্তর : জন স্মিথ।   

৩৪. সপ্তম থেকে উচ্চমাধ্যমিক স্তরের মধ্যে বেশ কিছু বিষয়ের ওপর ভালো স্কুলগুলিতে যে কোর্স চালু করা হয়েছিল তা কী নামে পরিচিত ? 
ব্রিজ কোর্স / অ্যাডভান্স কোর্স / বৃত্তিমূলক কোর্স / ডিসট্যান্স কোর্স। 
উত্তর : অ্যাডভান্স কোর্স। 

৩৫. কোঠারি কমিশন কোন ক্লাস থেকে অ্যাডভান্স কোর্স চালু করার সুপারিশ করেন ?
সপ্তম শ্রেণী / নবম শ্রেণী / একাদশ শ্রেণী / দ্বাদশ শ্রেণী। 
উত্তর : সপ্তম শ্রেণী।        

৩৬. Right to Education Act - কবে কার্যকর হয় ? 
৪ আগস্ট ২০০৯ / ২০১০ এর ১ লা এপ্রিল / ১৯৮৮ এর ৫ই মে / ১৯৭৮ এর ২রা অক্টোবর। 
উত্তর : ২০১০ এর ১ লা এপ্রিল।  

৩৭. বৃত্তি অর্জনে , বৃত্তি চয়নে ও পেশাগত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির শিক্ষা হল - 
কারিগরি শিক্ষা / বৃত্তিমূলক শিক্ষা / পেশাগত শিক্ষা / সামাজিক শিক্ষা। 
উত্তর : বৃত্তিমূলক শিক্ষা।  

৩৮. NCTE এর পুরো নাম - 
National Council for Teachers Education / 
National Commission of Teaching and Education / 
National Council for Targeted Education
উত্তর : National Council for Teachers Education 

৩৯. শিক্ষক শিক্ষনের জাতীয় সংগঠন হল - 
NCERT / SCERT / NCTE / SABE 
উত্তর : NCTE  

৪০. SUPW এর পুরো কথাটি লেখ। 
Sports Utility Personal Work / 
Socially Useful Productive Work / 
Special Useful Productive Work
উত্তর : Socially Useful Productive Work


৪১. কোঠারি কমিশন কার কাছে তাঁর রিপোর্ট পেস করেন ? 
প্রধানমন্ত্রী / রাষ্ট্রপতি / UNESCO / ভারত সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলার। 
উত্তর : ভারত সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলার। 

৪২. একটি কর্মকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কর। 
ITI ও পলিটেকনিক / নার্সারি ও কিন্ডারগার্টেন / মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়।  
উত্তর : ITI ও পলিটেকনিক। 

৪৩. বিদ্যালয়ে, গৃহে, খামারে, কারখানায় বা অন্য কোনাে উৎপাদনশীল ক্ষেত্রে, যে-কোনাে উৎপাদনাত্মক কাজে অংশগ্রহণ করাকে বলা যেতে পারে - 
পেশাগত শিক্ষা / সামাজিক শিক্ষা / কার্যকরী শিক্ষা / কর্মকেন্দ্রিক শিক্ষা। 
উত্তর : কর্মকেন্দ্রিক শিক্ষা। 

৪৪. কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি লেখ। 
মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারী ভাষা ইংরেজি ; একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা প্রথম দুটি ভাষার অন্তর্ভুক্ত নয় / 
মাতৃভাষা , সংস্কৃত ও ইংরেজি / 
মাতৃভাষা , সংস্কৃত ও আরবি , ইংরেজি / 
বাংলা , হিন্দি ও ইংরেজি। 
উত্তর : মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারী ভাষা ইংরেজি ; একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা প্রথম দুটি ভাষার অন্তর্ভুক্ত নয়।     

৪৫. সাধারণ শিক্ষা কাকে বলে ? 
যে সর্বজনীন শিক্ষার মাধ্যমে ব্যক্তির নৈতিক, চারিত্রিক, আধ্যাত্মিক, নান্দনিক, সামাজিক প্রভৃতি সমস্ত দিকের বিকাশ হয়; তাকে বলে - 
সামাজিক শিক্ষা / নৈতিক শিক্ষা / ব্যক্তিত্ব গঠনের শিক্ষা / সাধারণ শিক্ষা। 
উত্তর : সাধারণ শিক্ষা। 

৪৬. শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন সুপারিশ করেন - 
বিদ্যালয়গুচ্ছের / কারিগরি শিক্ষার / কমন স্কুলের / শিক্ষায় বেসরকারীকরণকে উৎসাহ প্রদান। 
উত্তর : কমন স্কুলের।   

৪৭. The destiny of India is now being shaped in her classrooms - উক্তিটি কোন কমিশনের ? 
কোঠারি কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন / জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬ 
উত্তর : কোঠারি কমিশন। 

৪৮. IES এর পুরো কথাটি কী ? 
International Education Service / 
International Education System /
Indian Education System / 
Indian Education Service 
উত্তর : Indian Education Service  

৪৯. GNP এর পুরো কথাটি কী ? 
Gross National Product / 
Global Number of Participation / 
General National Policy 
উত্তর : Gross National Product 

৫০. CABE এর পুরো নাম লেখ। 
Central Administrative Board of Education / Core And Basic Education / Central Advisory Board of Education
উত্তর : Central Advisory Board of Education  

৫১. SABE এর পুরো নাম লেখ। 
Special Advisory Board of Education / State Advisory Board of Education / Special Arrangements for Basic Education 
উত্তর : State Advisory Board of Education 

৫২. কোন ধরণের শিক্ষা ব্যবস্থায় ডাইড্যাকটিক এপারেটর্স ব্যবহৃত হয় ? 
নার্সারি / কিন্ডারগার্টেন / মন্তেসরি / অঙ্গনওয়ারি - বিদ্যালয়ে।  
উত্তর : মন্তেসরি বিদ্যালয়ে। 

৫৩. প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে বলা হয় - 
অপচয় / অনুন্নয়ন / স্কুল - ছুট। 
উত্তর : অপচয়। 

৫৪. প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে বলে -  
অপচয় / অনুন্নয়ন / স্কুল - ছুট। 
উত্তর : অনুন্নয়ন। 

৫৫. PTTI এর পুরো কথাটি লেখ। 
Professional Teachers Training Institute /  
Productive Teachers Training Institute /  
Primary Teachers Training Institute /
Personal Teachers Training Institute 
উত্তর : Primary Teachers Training Institute 

৫৬. বিদ্যালয় গুলির মধ্যে বিচ্ছিন্নতা দূর করে সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কোঠারি কমিশন কোন সুপারিশ করেন ? 
কমন স্কুল স্থাপন / বিদ্যালয়গুচ্ছ স্থাপন / বিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা / সবগুলি। 
উত্তর : বিদ্যালয়গুচ্ছ।     

৫৭. কোঠারি কমিশনের মতে , প্রথম শ্রেণীতে অপচয় রোধ করার জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে একটি ইউনিট হিসাবে গণ্য করার ব্যবস্থা বা পদ্ধতি হল - 
ব্রিজ কোর্স / করসপন্ডেন্স কোর্স / অ্যাডভান্স কোর্স / Ungraded Teaching   
উত্তর : Ungraded Teaching

৫৮. প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব প্রয়োগ করে শিল্প , বাণিজ্য , কৃষি বা কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে অবহিত করানো হয় , তাকে বলে - 
বৃত্তিমূলক শিক্ষা / কারিগরি শিক্ষা / পেশাগত শিক্ষা / দক্ষতা অর্জনের শিক্ষা। 
উত্তর : কারিগরি শিক্ষা।   

৫৯. যেসব কাজের জন্য উন্নত ধরণের দক্ষতা ও শৃঙ্খলাযুক্ত অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় , সেই সব কাজে অংশগ্রহণের প্রস্তুতিকে বলে - 
পেশাগত শিক্ষা / বৃত্তিমূলক শিক্ষা / কারিগরি শিক্ষা / কর্মের জন্য শিক্ষা। 
উত্তর : পেশাগত শিক্ষা। 

৬০. ITI এর পুরো নাম লেখ।
International Teaching Institute / 
Industrial Training Institute / 
Industrial Teaching Institute
উত্তর : Industrial Training Institute

৬১. IIT এর পুরো নাম লেখ। 
Indian Institute of Technology / 
Indian Institute of Teaching / 
International Institute of Technology
উত্তর : Indian Institute of Technology 

৬২. IIM এর পুরো কথাটি লেখ। 
Indian Institute of Management / 
Indian Institute of Medicine / 
Indian Institute of Mechanics
উত্তর : Indian Institute of Management 

৬৩. ভারতের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হল - 
IIT / ITI / IIM / পলিটেকনিক। 
উত্তর : IIT 

৬৪. হাতে কলমে ব্যবহারিক বিষয়ে কাজ শেখানো হয়ে থাকে কোন প্রতিষ্ঠানে ?  
IIT / ITI / IIM / পলিটেকনিক। 
উত্তর : ITI 

৬৫. AICTE র পুরো কথা লেখ। 
All India Committee for Teachers Education / 
All India Council for Technical Education /  
All India Council for Total Education
উত্তর : All India Council for Technical Education  

৬৬. পশ্চিমবঙ্গের কোথায় IIT প্রতিষ্ঠান আছে ? 
কলকাতা / খড়গপুর / দুর্গাপুর / সল্টলেক। 
উত্তর : খড়গপুরে।  

৬৭. কলকাতায় অবস্থিত ম্যানেজমেন্ট পঠন পাঠনের সর্ববৃহৎ প্রতিষ্ঠানটির নাম কী ? 
Indian Institute of Hotel Management / IIM / IIMS / IMS 
উত্তর : IIM 

You May Also Like

0 comments