Class XI 1st Semester : Bengali : Biral MCQ একাদশ শ্রেণী : বাংলা : বিড়াল : MCQ
Class XI 1st Semester : Bengali : Biral MCQ
একাদশ শ্রেণী : বাংলা : বিড়াল : MCQ
একাদশ শ্রেণী : বাংলা : বিড়াল : MCQ
১. '' বিড়াল '' পাঠ্যাংশটি একটি - গল্প / ছোট গল্প / প্রবন্ধ / উপন্যাস।
উত্তর : প্রবন্ধ।
২. কমলাকান্ত নেপোলিয়ন হলে - প্রথম বিশ্বযুদ্ধ / সেন্ট হেলেনা - র যুদ্ধ / পিরামিডের যুদ্ধ / ওয়াটারলু - র যুদ্ধ - জিততে পারতেন কি'না - এসব কথা ভাবছিলেন।
উত্তর : ওয়াটার্লু - র যুদ্ধ।
৩. কমলাকান্ত ভেবেছিলেন - নেপোলিয়ন / ওয়েলিংটন / আলেকজান্ডার / জুলিয়াস সিজার - বিড়ালত্ব প্রাপ্ত করেছে।
উত্তর : ওয়েলিংটন।
৪. কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল ? প্রসন্ন / আসন্ন / মঙ্গলা / কেউ নয়।
উত্তর : প্রসন্ন।
৫. যে গভীর দুধ তার নাম - মঙ্গল / মঙ্গলা / সর্বমঙ্গলা / প্রসন্ন।
উত্তর : মঙ্গলা।
৬. '' কেহ মরে বিল ছেঁচে কেহ খায় - রুই / কাতলা / ইলিশ / কই।
উত্তর : কই।
৭. '' তবে চিরাগত একটি প্রথা আছে। '' - প্রথাটি হল - বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয় / বিড়ালকে মাছের কাঁটা দিতে হয় / দরিদ্রকে খেতে দিতে হয়।
উত্তর : বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়।
৮. কমলাকান্ত বিড়ালকে মারতে গিয়েছিলেন - হুঁকা দিয়ে / যষ্ঠি দিয়ে / দুধের ঘটি দিয়ে।
উত্তর : যষ্ঠি দিয়ে।
৯. যষ্ঠি কথার অর্থ - দুধের ঘটি / বেত / লাঠি / চাবুক।
উত্তর : লাঠি।
১০. '' আমি তাহা বহু অনুসন্ধানে পাইলাম না। '' - কী পাওয়া গেল গেল না ? বিড়ালকে কেন কেউ মাছের কাঁটা দেয় না / বিড়াল চুরি করে খেলে লোকেরা তাকে কেন লাঠি হাতে মারতে আসে / কৃপণ ধনীদের শাস্তি হয়না কেন।
উত্তর : বিড়াল চুরি করে খেলে লোকেরা তাকে কেন লাঠি হাতে মারতে আসে।
১১. '' তুমি সেই পরম ধর্মের ফলভোগী '' - কে ? কমলাকান্ত / বিড়াল / ওয়েলিংটন / প্রসন্ন।
উত্তর : কমলাকান্ত।
১২. '' আমি তোমার ধর্মের সহায় '' আমি কে ? কমলাকান্ত / বিড়াল / কথক / প্রসন্ন।
উত্তর : বিড়াল।
১৩. '' চোর দোষী বটে , কিন্তু - কমলাকান্ত / প্রসন্ন / কৃপণ ধনী / সকল মানুষ - তদপেক্ষা শত গুনে দোষী '' ।
উত্তর : কৃপণ ধনী।
১৪. আজকাল মানুষেরা বিড়ালকে খাবার না দিয়ে কোথায় খাবার ফেলে দেয় ? নর্দমা ও জলে / নদী ও পুকুরে / রাস্তায় ও নর্দমায়।
উত্তর : নর্দমা ও জলে।
১৫. '' আর একটু কি আনিয়া দিব ? '' - কী এনে দেওয়ার কথা বলা হয়েছে ? মাছের কাঁটা / দুধ / আফিঙ্গ।
উত্তর : দুধ।
১৬. '' টাক / ভেজা / তেলা / ধনীর - মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ। ''
উত্তর : তেলা।
১৭. বিড়াল কোথায় মেও মেও করেনি ? প্রাচীরে / রাস্তায় / প্রাঙ্গনে / প্রাসাদে।
উত্তর : রাস্তায়।
১৮. '' তবেই তাহার পুষ্টি '' - কার ? সমস্ত মনুষ্যকূলের / কমলাকান্তের / বিড়ালের / প্রসন্নের।
উত্তর : বিড়ালের।
১৯. কৃশ কথার অর্থ - ক্ষুধার্ত / অন্নহীন / দুর্বল / রোগা।
উত্তর : রোগা।
২০. লাঙ্গুল শব্দের অর্থ - লেজ / অন্নপ্রার্থী / লাঙ্গল / ভবঘুরে।
উত্তর : লেজ।
২১. বিড়াল কমলাকান্তকে দূরদর্শী বলেছে কেন ? কারণ কমলাকান্ত - শিক্ষিত / জ্ঞানী / ধনী / আফিংখোর।
উত্তর : আফিংখোর।
২২. কমলাকান্তের মতে বেড়ালের কথাগুলি ভারি - অসামাজিক / অনৈতিক / সোশ্যালিস্টিক / জ্ঞানগর্ভ।
উত্তর : সোশ্যালিস্টিক।
২৩. কমলাকান্তের মতে '' সমাজ বিশৃঙ্খলার মূল '' হল - চুরি করা / সোশালিস্ট আদর্শ / কৃপণ ধনী / বিড়ালকে দুধ না দেওয়া।
উত্তর : সোশ্যালিস্ট আদর্শ।
২৪. বিড়ালের মতে - যে বিচারক চোরকে দন্ড দেয় সেই বিচারককে - দুই / তিন / ছয় - দিন উপবাস করতে হবে।
উত্তর : তিনদিন।
২৫. কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেনি ? বঙ্কিমচন্দ্রের গ্রন্থ / নিউম্যান এর গ্রন্থ / পার্কর এর গ্রন্থ / কমলাকান্তের দপ্তর।
উত্তর : বঙ্কিমচন্দ্রের গ্রন্থ।
২৬. কমলাকান্ত বিড়ালকে - দুধ / আফিঙ্গ / মাছের কাঁটা / ভাত - দিতে চেয়েছিল।
উত্তর : আফিঙ্গ।
২৭. '' একটি - বিড়ালকে / পতিত আত্মাকে / চোরকে / কৃপণ ধনীকে - অন্ধকার হইতে আলোকে আনিয়াছি '' ।
উত্তর : পতিত আত্মাকে।
২৮. কমলাকান্তের পদবী - উপাধ্যায় / চক্রবর্তী / মুখার্জি / তর্করত্ন।
উত্তর : চক্রবর্তী।
২৯. কোনটি বঙ্কিমচন্দ্রের উপাধি ? সাহিত্য সৌরভ / সাহিত্য স্রষ্টা / ছন্দের জাদুকর / সাহিত্য সম্রাট।
উত্তর : সাহিত্য সম্রাট।
৩০. বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার প্রকাশক ছিলেন ? বঙ্গদর্শন / সোমপ্রকাশ / নীলদর্পণ / গ্রামবার্তা প্রকাশিকা।
উত্তর : বঙ্গদর্শন।
0 comments