Class XI 1st Semester : Bengali : Charonkobi MCQ একাদশ শ্রেণী : বাংলা : চারণকবি। MCQ
Class XI 1st Semester : Bengali : Charonkobi MCQ
একাদশ শ্রেণী : বাংলা : চারণকবি। MCQ
একাদশ শ্রেণী : বাংলা : চারণকবি। MCQ
১. মূল কবিতাটি লেখা হয়েছিল - তামিল / তেলেগু / কন্নড় / মালায়ালম - ভাষায়।
উত্তর : তেলেগু ভাষায়।
২. মূল কবিতাটি লেখা হয়েছিল - ১৯৪০ / ১৮৮৫ / ১৯৮৫ / ২০১৯ সালে।
উত্তর : ১৯৮৫ সালে।
৩. মূল কবিতার ইংরেজি অনুবাদটি হল - The Poet / The Poem / The Bird / The Nest
উত্তর : The Bird
৪. মূল কবিতার ইংরেজি অনুবাদ করেছিলেন - ডি ভেঙ্কটরাও / ভারভারা রাও / শঙ্খ ঘোষ / আর কে নারায়ণন।
উত্তর : ডি ভেঙ্কটরাও।
৫. কবিতাটি বাংলায় অনুবাদ করেন - ডি ভেঙ্কটরাও / ভারভারা রাও / শঙ্খ ঘোষ / আর কে নারায়ণন।
উত্তর : শঙ্খ ঘোষ।
৬. বাংলায় অনূদিত কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ? সোমপ্রকাশ / সেতুবন্ধন / সবুজ / সন্দেশ।
উত্তর : সেতুবন্ধন।
৭. কোন বছর কবিতাটির বাংলায় অনুবাদ প্রকাশিত হয় ? ১৮৮৫ / ১৯৮৫ / ১৯১৯ / ২০১৯ - সালে।
উত্তর : ২০১৯ সালে।
৮. নিয়ম কানুন সব লোপাট করেছে কে ? শাসক / শাসিত / কবি / সাধারণ মানুষ।
উত্তর : শাসক।
৯. কালো মেঘের দল - উপমাটি ব্যবহার করা হয়েছে - শাসক / শাসিত / কবি / সাধারণ মানুষ - কে বোঝাতে।
উত্তর : শাসক - কে বোঝাতে।
১০. ফাঁস লাগাচ্ছে গলায় - কে ? শাসক / শাসিত / কবি / সাধারণ মানুষ।
উত্তর : শাসক।
১১. শাসকের অত্যাচারে কবির - রক্ত ঝরছে / চোখে জল পড়ছে / উভয়ই / কোনোটিই নয়।
উত্তর : কোনোটিই নয়।
১২. ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে - দাবানল / বাজ / স্ফুলিঙ্গ / আগুন।
উত্তর : বাজ।
১৩. ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে - প্রলয় / ধ্বংস / কালবৈশাখী / দাবানল।
উত্তর : প্রলয়ঝড়।
১৪. জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে - কবির লিপিকার স্বর / অত্যাচারী শাসক / কবির কবিতা / প্রতিবাদ।
উত্তর : কবির লিপিকার স্বর।
১৫. '' যখন কাঁপন লাগে জিভে '' এর অর্থ - মানুষ প্রতিবাদ করতে শেখে / শাসকের অত্যাচারে মানুষ ভয়ে কেঁপে ওঠে / তীব্র ঝড়ে শাসক ভয় পেয়ে যায়।
উত্তর : যখন মানুষ প্রতিবাদ করতে শেখে।
১৬. যখন কাঁপন লাগে জিভে , বাতাসকে মুক্ত করে দেয় - কবিতা / প্রতিবাদ / লেখনী / সুর।
উত্তর : সুর।
১৭. কবিতা / কবির লেখনী / গান / প্রতিবাদ - হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র।
উত্তর : গান।
১৮. কবিকে তখন ভয় পায় ওরা - কারা ? সাধারণ মানুষ / অত্যাচারী রাষ্ট্রশক্তি / কবি / প্রতিবাদী।
উত্তর : অত্যাচারী রাষ্ট্রশক্তি।
১৯. কয়েদ করে তাকে - কাকে ? সাধারণ মানুষকে / প্রতিবাদীকে / অত্যাচারী শাসককে / কবিকে।
উত্তর : কবিকে।
২০. কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন - জনতার দরবারে / জনতার রাজপথে / জনতার সম্মুখে / জনতার মাঝখানে।
উত্তর : জনতার মাঝখানে।
২১. ভারসাম্য বজায় রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে ? কে মাটিতে মিলিয়ে যাচ্ছে ? শাসক / ফাঁসুড়ে / ফাঁসির মঞ্চ / কবি।
উত্তর : ফাঁসির মঞ্চ।
২২. ফাঁসুড়ে বলতে কাদের বোঝানো হয়েছে ? কবিকে / অত্যাচারী রাষ্ট্রশক্তিকে / সরকারি কর্তব্যপালনকারীদের।
উত্তর : সরকারি কর্তব্য পালনকারীদের।
২৩. ঢেউ ওঠে - প্রতিবাদের / প্রলয়ের / যুগান্তরের ঘুর্ণিপাকের / সময়ের।
উত্তর : সময়ের।
২৪. কবিকে তখন ভয় পায় ওরা - কখন ? যখন বাতাসকে মুক্ত করে দেয় সুর / যখন কাঁপন লাগে জিভে / যখন গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র / সবগুলি।
উত্তর : সবগুলি।
২৫. ফাঁসুড়েকে তুচ্ছ বলা হয়েছে কেন ? কারণ সে প্রতিবাদী / কারণ সে কবিতা লেখে / কারণ সে শাসকের কথায় চলতে বাধ্য থাকে / কারণ সে তুচ্ছ মানুষ।
উত্তর : কারণ সে শাসকের কথায় চলতে বাধ্য থাকে।
২৬. ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত কাকে ঝুলিয়ে দেওয়া হয় ? ফাঁসুড়েকে / কবিকে / প্রতিবাদীকে / অত্যাচারী রাষ্ট্রশক্তিকে।
উত্তর : ফাঁসুড়েকে।
২৭. গান কখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে ? যখন কাঁপন লাগে জিভে / যখন শাসক কবিকে ভয় পায় / যখন কবি জেলের গরাদ থেকে বেরিয়ে আসে।
উত্তর : যখন কাঁপন লাগে জিভে।
২৮. স্পর্ধা জানাচ্ছে - কবিকে / শাসককে / প্রতিবাদীকে / মৃত্যুকে।
উত্তর : মৃত্যুকে।
২৯. ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে। কেন ? ভারসাম্য বজায় রাখার জন্য / কবিকে শাস্তি দেওয়ার জন্য / ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়ার জন্য / প্রতিবাদ সমর্থন করার জন্য।
উত্তর : ভারসাম্য বজায় রাখার জন্য।
৩০. কবিতায় '' কবি '' শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ? ১ / ২ / ৩ / ৪ - বার।
উত্তর : ৩ বার।
৩১. ভারভারা রাও যে সাহিত্য দলটি প্রতিষ্ঠা করেন তার নাম - সাহিথিমিথরুলু / সাহিথ সমাগরালু / তেলেগু সাহিথমাগালু / কোনোটিই নয়।
উত্তর : সাহিথিমিথরুলু। [ সাহিত্যের বন্ধু ]
৩২. ভারভারা রাও এর প্রথম কবিতা সংকলন - ওরেগিম্পু / জীবনাহি / চালি নেগাল্লু / স্বেচ্ছা।
উত্তর : চালি নেগাল্লু।
৩৩. ভারভারা রাও - এর কবিতা অনূদিত হয়েছে - সকল দক্ষিণ ভারতীয় ভাষায় / বাংলা , হিন্দি ও ইংরেজিতে / পৃথিবীর প্রতিটি ভাষায় / সকল ভারতীয় ভাষায়।
উত্তর : সকল ভারতীয় ভাষায়।
৩৪. কবিতার মূল বক্তব্য - অত্যাচারী রাষ্ট্রশক্তির বিরোধিতা / সংগ্রামী কবির মাহাত্ম প্রচার / তরুণদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করা / সবগুলি।
উত্তর : অত্যাচারী রাষ্ট্রশক্তির বিরোধিতা।
৩৫. বাতাসকে মুক্ত করে দেয় সুর - এর অন্তর্নিহিত অর্থ হল - জনতার মাঝে কবির বাণী পৌঁছে যায় / বাতাস ও সুর একে অপরের সমার্থক / কবির লেখনী যখন মানুষের প্রতিবাদ হয়ে ওঠে।
উত্তর : কবির লেখনী যখন মানুষের প্রতিবাদ হয়ে ওঠে।
0 comments