Class XI 1st Semester Bengali : Iswarchandra Vidyasagar : MCQ একাদশ শ্রেণী : বাংলা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ

by - July 10, 2025

Class XI 1st Semester Bengali : Iswarchandra Vidyasagar : MCQ 

একাদশ শ্রেণী : বাংলা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ 




একাদশ শ্রেণী : বাংলা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ 


১. পর্বতের প্রকৃত গুন সেই বুঝতে পারে যে - পর্বতপ্রেমী / ধার্মিক / সৌভাগ্যবান / যে পর্বতের চরণে আশ্রয় পায়। 
উত্তর : যে পর্বতের চরণে স্থান পায়। 

২. সদন কথার অর্থ - গৃহ / সুখ / পর্বত / সনেট। 
উত্তর : গৃহ। 

৩. নদীকে কবি বলেছেন - স্রোতস্বীনি / তরঙ্গিণী / বিমলা কিঙ্করী / প্রবাহিনী। 
উত্তর : বিমলা কিঙ্করী। 

৪. দিশ শব্দের অর্থ - দিন / দশ / দিক / সূর্য। 
উত্তর : দিক। 

৫. তরু দল যে ছায়া বিস্তার করে তা - শীতল শ্বাসী / বিমল / পবিত্র / প্রাণদায়ী। 
উত্তর : শীতল শ্বাসী। 

৬. দয়ার / করুনার / ক্ষমার / দানের - সিন্ধু তুমি। 
উত্তর : করুণার। 

৭. তরু দল ছায়া প্রদান করে - সকালে / দিনে / দুপুরে / রাতে। 
উত্তর : দিনে। 

৮. নিদ্রা দান করে - বিদ্যাসাগর / মধুসূদন / দীর্ঘ তরু / বনেশ্বরী। 
উত্তর : বনেশ্বরী। 

৯. সেই জানে মনে - কে জানে ? বিদ্যাসাগর / মধুসূদন / দীন / বনেশ্বরী। 
উত্তর : দীন। 

১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির রচয়িতা কে? 
কাজী নজরুল ইসলাম / রবীন্দ্রনাথ ঠাকুর / মাইকেল মধুসূদন দত্ত / কামিনী রায়। 
উত্তর : মাইকেল মুধুসূদন দত্ত। 

১১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস হল –
বীরাঙ্গনা কাব্য / মেঘনাদবধ কাব্য / চতুৰ্দ্দশপদী কবিতাবলী / ব্রজাঙ্গনা কাব্য।
উত্তর : চতুৰ্দ্দশপদী কবিতাবলী। 

১২. কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা?
৬৮ সংখ্যক / ৭৫ সংখ্যক / ১৮ সংখ্যক / ৮৬ সংখ্যক।
উত্তর : ৮৬ সংখ্যক।

১৩. কবিতাটি কী জাতীয় কবিতা?
সনেট / পত্রকাব্য / ব্যাঙ্গাত্মক কবিতা / গীতিকবিতা।
উত্তর : সনেট। 

১৪. সনেট কী?
লোকগীতি / সমদৈর্ঘ্যের চোদ্দো পঙক্তি কবিতা / সংক্ষিপ্ত সমবেত কবিতা / ব্যঙ্গধর্মী কবিতা।
উত্তর : সমদৈর্ঘ্যের চোদ্দো পঙক্তি কবিতা। 

১৫. সনেটের চরণবিন্যাসের প্রথম ৮ লাইনকে কী বলে?
ভূমিকা / অষ্টক / ভাবের সূত্র / সূচনা।
উত্তর : অষ্টক

১৬. সনেটের শেষ ৬ লাইনকে কী বলে?
অষ্টক / সমাপ্তি / বিশ্লেষক / ষটক।
উত্তর : ষটক।

১৭. সনেটের জনক কাকে বলা হয়?
পেত্রার্ককে / বায়রনকে / কিট্সকে / শেক্সপিয়রকে।
উত্তর : পেত্রার্ককে। 

১৮. বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন-
বিহারীলাল চক্রবর্তী / রবীন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রনাথ দত্ত / মাইকেল মধুসূদন দত্ত।
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

১৯. মধুসূদন দত্তের ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
১৮৬২ খ্রিস্টাব্দে / ১৮৬০ খ্রিস্টাব্দে / ১৮৬৬ খ্রিস্টাব্দে / ১৮৬১ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৮৬৬ খ্রিস্টাব্দে

২০. ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’ গ্রন্থটির প্রকাশক ছিলেন
ঈশ্বরচন্দ্র মিত্র / ঈশ্বরচন্দ্র বসু / ঈশ্বরচন্দ্র গুপ্ত / ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত। 



২১. ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’-তে মোেট ক-টি কবিতা রয়েছে?
১০২টি / ১০৫ টি / ১২০টি / ১০৪ টি।
উত্তর : ১০২ টি। 

২২. কোন ভাষাকে মাধ্যম করে কবি মধুসূদনের প্রথম আত্ম প্রকাশ ঘটেছিল?
বাংলা / ইংরেজি / ফরাসি / জার্মান।
উত্তর : ইংরেজি। 

২৩. মাইকেল মধুসূদন বাংলায় কোন্ ছন্দের প্রবর্তন ঘটান?
পয়ার / ত্রিপদী / অমিত্রাক্ষর / অনুষ্টুপ।
উত্তর : অমিত্রাক্ষর। 

২৪. মধুসূদনের অমর সৃষ্টি বলা হয় কোন্ কাব্যকে?
বীরাঙ্গনা কাব্য / মেঘনাদবধ কাব্য / তিলোত্তমাসম্ভব কাব্য / ব্রজাঙ্গনা কাব্য।
উত্তর : মেঘনাদবধ কাব্য। 

২৫. মধুসূদন দত্তের একটি পত্রকাব্য হল - 
শর্মিষ্ঠা / মেঘনাদবধ কাব্য / বীরাঙ্গনা কাব্য / ব্রজাঙ্গনা কাব্য।
উত্তর : বীরাঙ্গনা কাব্য। 

২৬. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’- কবিতাটি কোন্ ছন্দে লেখা?
ত্রিপদী / অমিত্রাক্ষর / মহাপয়ার / মুক্তক ছন্দ।
উত্তর : অমিত্রাক্ষর। 

২৭. ‘বিদ্যার সাগর তুমি…’ – কার উদ্দেশে এই স্তুতি করা হয়েছে?
মাইকেল মধুসূদন দত্ত / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / স্বামী বিবেকানন্দ / রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

২৮. কবিতায় কাকে ‘করুণার সিন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে?
বিদ্যাসাগর মহাশয়কে / মাইকেল মধুসূদন দত্তকে / শ্রীরামকৃষ্ণ পরমহংসকে / শ্রী চৈতন্য মহাপ্রভুকে।
উত্তর : বিদ্যাসাগর মহাশয়কে। 

২৯. ‘করুণার সিন্ধু’ বলতে কী বোঝানো হয়েছে ?
বিদ্যাসাগর মহাশয় করুণ নয়নে তাকিয়ে আছেন / 
বিদ্যাসাগর মহাশয় করুণার সাগরস্বরূপ / 
বিদ্যাসাগর মহাশয় সিন্ধুতীরে বসে আছেন / 
বিদ্যাসাগর মহাশয়ের কণ্ঠ থেকে করুণা ঝরে পড়ছে।
উত্তর : বিদ্যাসাগর মহাশয় করুণার সাগরস্বরূপ। 

৩০. ‘দীনের বন্ধু’ হলেন –
মাইকেল মধুসূদন দত্ত / বিদ্যাসাগর / হেমাদ্রি / বিমলা কিঙ্করী।
উত্তর : বিদ্যাসাগর। 

৩১. ‘হেমাদ্রি’ শব্দের অর্থ কী?
তুষারকান্তি পর্বত / ভঙ্গিল পর্বত / সুবর্ণকান্তি পর্বত / আগ্নেয় পর্বত।
উত্তর : সুবর্ণকান্তি পর্বত। 

৩২. কবিতায় ‘হেমাদ্রির হেমকান্তি-র সঙ্গে কার তুলনা করা হয়েছে?
গৌতম বুদ্ধের রূপকে / বিদ্যাসাগরের জ্ঞান, হৃদয়ের দ্যুতিকে / স্বামীজির বাণীকে / ভগিনী নিবেদিতার ত্যাগকে।
উত্তর : বিদ্যাসাগরের জ্ঞান, হৃদয়ের দ্যুতিকে। 

৩৩. অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবান কে?
বিদ্যাসাগর / মধুসূদন স্বয়ং / গিরীশ / তরুদল।
উত্তর : মধুসূদন স্বয়ং। 

৩৪. দানে বারি- কে বারি দান করে?
সরোবর / সমুদ্র / মেঘ / নদী।
উত্তর : নদী।  

৩৫. ‘বারি’ শব্দের অর্থ কী?
মেঘ / বৃষ্টি / জল / বিদ্যুৎ।
উত্তর : জল। 

৩৬. আলোচ্য কবিতায় ‘কিঙ্করী’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
চুড়ি / কন্যা / কপট / দাসী। 
উত্তর : দাসী। 

৩৭. ‘বিমলা কিঙ্করী’ বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?
অনুগত দাসী / বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা / পবিত্র জলের ধারা / কোনোটিই নয়।
উত্তর : বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা। 

৩৮. আলোচ্য কবিতায় ‘পরিমল’ শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে ?
‘সুগন্ধ’ অর্থে / ‘নির্মল’ অর্থে / ‘অমলিন’ অর্থে / ‘পবিত্র’ অর্থে।
উত্তর : সুগন্ধ অর্থে। 

৩৯. দিবসে ‘শীতল শ্বাসী ছায়া’ দান করেন কে?
নদীর সুবিমল জল / হেমাদ্রি / পর্বতের সুবর্ণ চরণ / বনেশ্বরী।
উত্তর : বনেশ্বরী।

৪০. বনেশ্বরী রাত্রিতে কী দান করেন?
শীতল ছায়া / অমৃত ফল / সুশান্ত নিদ্রা / ক্লান্তি।
উত্তর : সুশান্ত নিদ্রা। 

You May Also Like

0 comments