H.S. 3rd Semester Education NEP 1986 MCQ উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ MCQ

by - July 09, 2025

H.S. 3rd Semester Education NEP 1986 MCQ 

উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ MCQ 




উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ MCQ 


১. ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির ভিত্তি - রাধাকৃষ্ণণ কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / কোঠারি কমিশন / ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতি। 
উত্তর : ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতি। 

২. জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় - দশটি / বারোটি / ষোলোটি / বাইশটি। 
উত্তর : বারোটি।  

৩. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ অনুসারে শিক্ষা হবে - মেধাবীদের জন্য / ভাষার উন্নতির জন্য / প্রাথমিক শিক্ষার বিকাশের জন্য / সকলের জন্য। 
উত্তর : সকলের জন্য। 

৪. ১৯৮১ সালে ভারতে সাক্ষরতার হার কত ছিল ? ৪৫%  /  ৩৬%  /  ১৩% / ৪৭% 
উত্তর : ৩৬% 

৫. ICDS কোন স্তরের কর্মসূচি ? প্রাক - প্রাথমিক / প্রাথমিক / মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / উচ্চশিক্ষা। 
উত্তর : প্রাক - প্রাথমিক। 

৬. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের সঙ্গে সম্পর্কিত ? সম্পূর্ণ প্রতিবন্ধী / আংশিক প্রতিবন্ধী / মানসিক বিকারগ্রস্থ / স্কুলছুট। 
উত্তর : আংশিক প্রতিবন্ধী। 

৭. বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কাদের বয়স্ক বলা হয় ? ১৮ বছরের ঊর্ধ্বে / ৩৬ বছরের ঊর্ধ্বে / ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত / ১৫ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত। 
উত্তর : ১৫ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত। 

৮. অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত ?  প্রাক - প্রাথমিক / প্রাথমিক / মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / উচ্চশিক্ষা। 
উত্তর : প্রাথমিক।  

৯. অপারেশন ব্ল্যাকবোর্ড কার্যকর করার দায়িত্ব - কেন্দ্র সরকারের / রাজ্য সরকারের / কেন্দ্র ও রাজ্য সরকারের / কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্ত্বশাসনমূলক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা সকলের। 
উত্তর :  কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্ত্বশাসনমূলক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা সকলের। 

১০. নবোদয় বিদ্যালয়ের অপর নাম - মডেল স্কুল / জিলা স্কুল / পেস সেটিং স্কুল / সবগুলি। 
উত্তর : পেস সেটিং স্কুল। 

১১. স্বশাসিত বা স্বয়ংশাসিত মহাবিদ্যালয়ের কথা কোথায় বলা হয়েছে ? কোঠারি কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ / POA ১৯৯২ 
উত্তর : জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ 

১২. পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কী ? ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় / রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় / নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় / সবগুলি। 
উত্তর : নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১৩. ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে -   কোঠারি কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ / POA ১৯৯২ 
উত্তর : জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ 

১৪. জাতীয় স্তরে কোন সংস্থা কারিগরি শিক্ষাকে নিয়ন্ত্রণ করে ? AITC / NCERT / AICTE / AITCE 
উত্তর : AICTE    

১৫. উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে - নবোদয় বিদ্যালয় / মুক্ত বিশ্ববিদ্যালয় / অন্তর্ভুক্তিমূলক শিক্ষা / বয়স্ক শিক্ষা। 
উত্তর : মুক্ত বিশ্ববিদ্যালয়। 


১৬. বিদ্যালয় স্তরের পাঠক্রম রচনার দায়িত্বে আছে - NCERT / SCERT / CABE / AICTE 
উত্তর : NCERT 

১৭. IGNOU কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯৮৫ / ১৯৮৬ / ১৯৯০ / ১৯৯২ - সালে। 
উত্তর : ১৯৮৫ সালে। 

১৮. নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে - পিছিয়ে পরা শিক্ষার্থীদের জন্য / প্রতিবন্ধীদের জন্য / মেধাবীদের জন্য / বয়স্কদের জন্য। 
উত্তর : মেধাবীদের জন্য। 

১৯. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এর শিক্ষা কাঠামোটি হল - ১০+২+৩ / ৪+৪+২+৩+২ / ৫+৫+২ / ১০+৩+২
উত্তর : ১০+২+৩

২০. ECCE কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত ? শৈশব / প্রাক - শৈশব / কিশোর / যুবক। 
উত্তর : প্রাক - শৈশব। 

২১. মোট কতগুলি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয় ? ১০২ টি / ৪৫০ টি / ৫৫২ টি / ৪৩২ টি। 
উত্তর : ৪৩২ টি জেলায়। 

২২. নবোদয় বিদ্যালয়ে পাঠক্রম রচনার দায়িত্বে থাকে -  NCERT / SCERT / CABE / AICTE 
উত্তর : NCERT 

২৩. নবোদয় বিদ্যালয়গুলি পরিচালিত হয় CBCS / CBSE / SABE / NCERT দ্বারা। 
উত্তর : CBSE 

২৪. কোনটি শিক্ষক - শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে ? NCERT / NCTE / SCERT / AICTE 
উত্তর : NCTE 

২৫. শিক্ষার পিরামিড - কথাটির অর্থ কী ? শিক্ষার নিরবচ্ছিন্নতা / শিক্ষার ধারাবাহিকতা / প্রাক - প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ক্রমপর্যায়ভিত্তিক স্তর / সবগুলি। 
উত্তর :  প্রাক - প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ক্রমপর্যায়ভিত্তিক স্তর। 

২৬. রামমূর্তি কমিটি কবে গঠিত হয় ? ১৯৮৬ / ১৯৯০ / ১৯৯২ / ২০০২ সালে। 
উত্তর : ১৯৯০ সালে। 

২৭. জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয় ? ১৯৮৬ / ১৯৯০ / ১৯৯২ / ২০০২ সালে। 
উত্তর : ১৯৯২ সালে। 

২৮. জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি কী নামে পরিচিত ? POA / ICDS / MLL / DIET 
উত্তর : POA 

২৯. অপারেশন ব্ল্যাকবোর্ড হল - একটি কর্মসূচি / একটি শিক্ষানীতি / পরিকাঠামোর উন্নয়ন / সবগুলি। 
উত্তর : একটি কর্মসূচি। 

৩০. POA কবে গঠিত হয় ? ১৯৮৬ / ১৯৯০ / ১৯৯২ / ২০০২ সালে। 
উত্তর : ১৯৯২ সালে। 


৩১. Pace - Setting স্কুল হল - কেন্দ্রীয় বিদ্যালয় / মুক্ত বিশ্ববিদ্যালয় / মডেল স্কুল / নবোদয় বিদ্যালয়। 
উত্তর : নবোদয় বিদ্যালয়। 

৩২. +২ স্তর বলতে কী বোঝ ? দ্বিতীয় শ্রেণী / দ্বাদশ শ্রেণী / উচ্চমাধ্যমিক শিক্ষা / উচ্চশিক্ষা।উত্তর : উচ্চমাধ্যমিক শিক্ষা। 

৩৩. নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয় - প্রথম থেকে দশম শ্রেণী / ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী / পঞ্চম থেকে দশম শ্রেণী / প্রথম থেকে দ্বাদশ শ্রেণী। 
উত্তর : ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী। 

৩৪. POA - র উল্লেখ পাওয়া যায় - জনার্দন রেড্ডি কমিটিতে / রামমূর্তি কমিটিতে / ভারতীয় শিক্ষা কমিশনে / বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। 
উত্তর : জনার্দন রেড্ডি কমিটিতে। 

৩৫. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ কবে প্রকাশিত হয় ? ২১শে মার্চ / ২১শে এপ্রিল / ২১শে মে / ২১শে জুন। 
উত্তর : ২১শে এপ্রিল।   

৩৬. পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির নাম কী ? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় / কলকাতা বিশ্ববিদ্যালয় / IGNOU / বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 
উত্তর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 

৩৭. বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল - UGC / NCERT / AICTE / NCTE 
উত্তর : AICTE

৩৮. Educational Equality - র কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত ? প্রথম অধ্যায় / চতুর্থ অধ্যায় / ষষ্ঠ অধ্যায় / দ্বাদশ অধ্যায়। 
উত্তর : চতুর্থ অধ্যায়। 

৩৯. ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে রচিত হয় ? ১৯৪৮ / ১৯৬৪ / ১৯৬৮ / ১৯৮৬ - সালে। 
উত্তর : ১৯৬৮ সালে। 

৪০. ভারতে জাতীয় শিক্ষার সংস্থাটি হল - AICTE / WHO / IMF / UNO 
উত্তর : AICTE  

৪১. জাতীয় ব্যবস্থায় শিক্ষা প্রসঙ্গে NEP 1986 তে কোনটি বলা হয়নি ?  
শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষা কাঠামো , কোর পাঠক্রম সহ জাতীয় পাঠক্রম , ভাষানীতি / 
উচ্চশিক্ষার সর্বজনীনতা , সম্পদের যোগান , মুক্ত ও দূরাগত শিক্ষা , জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা / অর্থপূর্ণ অংশীদারীত্ব সম্পর্কে বলা হয়েছে /
গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়গুচ্ছ প্রতিষ্ঠা। 
উত্তর : গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়গুচ্ছ প্রতিষ্ঠা।    

৪২. কোন প্রস্তাবনার ফল হল NEP 1986 ? 
চ্যালেঞ্জ অব এডুকেশন - এ পলিসি পারসপেকটিভ / লার্নিং : দ্য ট্রেজার উইদিন / এডুকেশন ফর অল। 
উত্তর : চ্যালেঞ্জ অব এডুকেশন - এ পলিসি পারসপেকটিভ। 

৪৩. শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের যথার্থ ভূমিকা পালন যা সর্বজনীন শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করবে - তার ব্যাখ্যাই হল - সর্বজনীন প্রাথমিক শিক্ষা / অর্থপূর্ণ অংশীদারীত্ব / অপারেশন ব্ল্যাকবোর্ড / সহায়ক শিক্ষা। 
উত্তর : অর্থপূর্ণ অংশীদারিত্ব।     

৪৪. অন্তর্ভুক্তি শিক্ষা কী ? 
সকলের জন্য শিক্ষা / 
সকল শিশুর ভর্তি সুনিশ্চিতকরণ / 
যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন - পাঠনের ব্যবস্থা /
সাধারণ শিক্ষার সঙ্গে বৃত্তি ও কারিগরি শিক্ষা। 
উত্তর : যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন - পাঠনের ব্যবস্থাই হল অন্তর্ভুক্তি শিক্ষা। 

৪৫. AICTE র পুরো কথা লেখ। 
All India Committee for Teachers Education / All India Council for Technical Education /  All India Council for Total Education
উত্তর : All India Council for Technical Education  

৪৬. ECCE র পুরো কথাটি লেখ। 
Early Childhood Care and Education  / Education and complete care for Early Childhood / Essential Core Curriculum of Education  
উত্তর : Early Childhood Care and Education 

৪৭. National Testing Service কী ?
যোগ্য ব্যাক্তিকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় স্তরে নির্বাচনী পরীক্ষা ব্যবস্থা /
অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা / শিশুদের যোগ্যতা ও দক্ষতা যাঁচাইয়ের একটি টুল।   
উত্তর : National Testing Service

৪৮. যেসব অভিজ্ঞতা সমাজে এবং শিক্ষা প্রক্রিয়ার জন্য অপরিহার্য , সেগুলি সকল শিক্ষাস্তরে অবশ্যই গ্রহণ করতে হবে। এই সুপারিশ হল - বৃত্তিমূলক শিক্ষা / কর্মের জন্য শিক্ষা / অর্থপূর্ণ অংশীদারিত্ব।    
উত্তর : কর্ম অভিজ্ঞতা। 

৪৯. DIET এর পুরো কথাটি লেখ। 
District Information and Educational Training / Direct Information of Education and Training / District Institute for Education and Training 
উত্তর : District Institute for Education and Training 

৫০. স্বশাসিত কলেজ কাকে বলে ? 
যে সকল কলেজগুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে তাদের বলে - মহাবিদ্যালয় / বিশ্ববিদ্যালয় / স্ব - শাসিত কলেজ / ডিগ্রি কলেজ। 
উত্তর : স্ব - শাসিত কলেজ।  


৫১. জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে - ECCE / নবোদয় বিদ্যালয় / মন্তেসরি / কিন্ডারগার্টেন। 
উত্তর : ECCE  

৫২. NCERT র পুরো নাম লেখ। 
National Committee for Educational Research and Training / National Council of Educational Research and Training / National Council of Early Research and Training  
উত্তর : National Council of Educational Research and Training  

৫৩. NCTE র পুরো নাম লেখ। 
National Council for Teacher Education / National Committee for Technical Education / National Centre for Training and Education
উত্তর : National Council for Teacher Education 

৫৪. ভারত সরকার কোন দুটি কমিটির মাধ্যমে NEP 1986 র সংস্কার সাধন করেছিলেন ? 
কোঠারি কমিশন ও মুদালিয়ার কমিশন / রাধাকৃষ্ণন কমিশন ও কোঠারি কমিশন / রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটি / অশোক মেহেতা কমিটি ও বলবন্ত রাই কমিটি।  
উত্তর : রাম মূর্তি কমিটি 1990 ও জনার্দন রেড্ডি কমিটি 1992  

৫৫. ICDS এর পুরো নাম লেখ। 
International Centre to Develop Students / Integrated Child Development Scheme / International Child Development Services
উত্তর : Integrated Child Development Scheme 

৫৬. CABE এর পুরো নাম লেখ। 
Central Administrative Board of Education / Core And Basic Education / Central Advisory Board of Education
উত্তর : Central Advisory Board of Education  

৫৭. SABE এর পুরো নাম লেখ। 
Special Advisory Board of Education / State Advisory Board of Education / Special Arrangements for Basic Education 
উত্তর : State Advisory Board of Education 

৫৮. IGNOU র পুরো নাম লেখ। 
Indira Gandhi National Open University / Netaji Subhas Open University / Mahatma Gandhi National Open University 
উত্তর : Indira Gandhi National Open University 

৫৯. প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই বলে -  স্কুল পালানো / অকৃতকার্য / স্কুল ছুট বা Drop Out  
উত্তর : স্কুল ছুট বা Drop Out  

৬০. NSOU র পুরো নাম লেখ। 
Indira Gandhi National Open University / Netaji Subhas Open University / Mahatma Gandhi National Open University 
উত্তর : Netaji Subhas Open University 

৬১. পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্বাবিদ্যালয়ের নাম লেখ। 
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় / রবীন্দ্র মুক্ত বিদ্যালয় / ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়।
উত্তর : Netaji Subhas Open University 

৬২. পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখ।   
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় / রবীন্দ্র মুক্ত বিদ্যালয় / ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়।
উত্তর : রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। 

৬৩. CBSE র পুরো নাম লেখ।
State Board of Secondary Education / Council of Books and Studies in Education / Central Board of Secondary Education 
উত্তর : Central Board of Secondary Education 

৬৪. কবে , কত তম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় ? 
1976 সালে 42 তম সংশোধনীতে / 1978 সালে 44 তম সংশোধনীতে / 2000 সালে 95 তম সংশোধনীতে। 
উত্তর : 1976 সালে 42 তম সংশোধনীতে।  

৬৫. POA র পুরো নাম লেখ। 
Programme of Action / Programme Observation and Administration / Personality Orientation Achievements
উত্তর :  Programme of Action 

৬৬. রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটি কী নামে পরিচিত ? 
Programme of Action / অপারেশন ব্ল্যাকবোর্ড / সকলের জন্য শিক্ষা। 
উত্তর : Programme of Action    

৬৭. MLL কী ? 
Maximum Level of Learning / Minimum Level of Learning / Mother Language Learning 
উত্তর : Minimum Level of Learning 

৬৮. শিক্ষাক্ষেত্রে অপচয় কী ? 
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে _________ বলা হয়।
অপচয় / অনুন্নয়ন / স্কুল - ছুট। 
উত্তর : অপচয়। 

৬৯. শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন কী ? 
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে _____________বলে। 
অপচয় / অনুন্নয়ন / স্কুল - ছুট। 
উত্তর : অনুন্নয়ন। 

৭০. 1992 সালের শিক্ষানীতির নাম কী ? 
POA ( Programme of Action ) 1992 / NEP 1992 / সর্বশিক্ষা মিশন / সর্বশিক্ষা অভিযান। 
উত্তর : POA ( Programme of Action ) 1992 

৭১. অপারেশন ব্ল্যাকবোর্ড কী ? একটি কর্মসূচি / একটি শিক্ষানীতি / একটি শিক্ষন উপকরণ।
উত্তর : একটি কর্মসূচি। 

৭২. অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির '' ব্ল্যাক বোর্ড '' শব্দটির দ্বারা কী বোঝানো হয় ? শ্রেণীকক্ষে লেখার সরঞ্জাম / প্রাথমিক স্তরের শিক্ষা সহায়ক সকল উপকরণ / পড়তে ও লিখতে পারার ক্ষমতা।  
উত্তর : '' ব্ল্যাক বোর্ড '' শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষাসহায়ক সবরকম উপাদানকে বোঝানো হয়।   

৭৩. DIET এর পুরো কথাটি কী ?
District Institute of Education and Training / District Institute of Education and Technology / District Integrated Educational Training 
উত্তর : District Institute of Education and Training . 

৭৪. নবোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির একমাত্র শর্ত কী ? মেধা / গ্রামাঞ্চলে বসবাসকারী / বিশেষ চাহিদা সম্পন্ন। 
উত্তর : মেধা। 

৭৫. NIEPA র পুরো নাম কী ? 
New Indian Education Policy and Administration / National Institute of Educational Planning and Administration / National Integrated Education Policy and Administration 
উত্তর : National Institute of Educational Planning and Administration .

৭৬. 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে ও পরবর্তীকালে 1986 - র জাতীয় শিক্ষানীতিতে বলা হয় - চাকুরীর ক্ষেত্রে ডিগ্রি অবশ্য প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না। নিয়োগকর্তারা পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করে নেবেন। এটি হল - 
TET / SLET / CAT / ডিগ্রি থেকে চাকরি বিচ্ছিন্নকরণ। 
উত্তর : ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ। 

৭৭. NEP 1986 তে কাদের জন্য বিধিমুক্ত শিক্ষার কথা বলা হয়েছে ?   
শিশুদের / প্রাথমিক শিক্ষার্থীদের / বয়স্কদের / বিশেষ চাহিদা সম্পন্নদের।  
উত্তর : বয়স্কদের।   

You May Also Like

0 comments