H.S. SOCIOLOGY SUGGESTION
H.S. SOCIOLOGY SUGGESTION
প্রথম অধ্যায় :-১. ভারতে দৃষ্টবাদের সূত্রপাত সম্পর্কে আলোচনা করো।
২. ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ সম্পর্কে আলোচনা করো।
৩. সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা।
৪. সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা।
৫. সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে কলকাতা ও বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা।
দ্বিতীয় অধ্যায় :-
১. ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।
২. ভারতে জমির ব্যক্তিগত মালিকানা ও তার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো।
৩. স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের ধারণা দাও। এর বৈশিষ্টগুলি লেখো।
৪. স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের পতনের কারণগুলি কী কী ?
৫. যজমানি প্রথা কাকে বলে ? এর বিভিন্ন বৈশিষ্টগুলি লেখো।
৬. যজমানি প্রথার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি উল্লেখ করো।
৭. ব্রাম্মণ্যকরণের ধারণা দাও।
৮. সংস্কৃতায়নের ধারণা দাও। এর প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
৯. পাশ্চ্যাত্তীকরণ কাকে বলে ? এর কারণগুলি লেখো। এর প্রভাব ও ফলাফল সম্পর্কে লেখো।
১০. আধুনিকীকরণ কাকে বলে ? অধিনিকীকরণের মানদন্ডগুলি কী কী ? ভারতে আধুনিকীকরণের সূচনা ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
১১. ধর্মনিরপেক্ষীকরণ কাকে বলে ? ভারতে ধর্মনিরপেক্ষীকরণের কারণগুলি লেখো।
১২. বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের কারণ , তার প্রকৃতি ও ফলাফল আলোচনা করো।
১৩. উদারীকরণ কাকে বলে ? ভারতে অর্থনৈতিক উদারীকরণের বিভিন্ন দিকগুলি উল্লেখ করো।
১৪. ভারতে অর্থনৈতিক উদারীকরণের ফলাফল আলোচনা করো।
তৃতীয় অধ্যায় :-
১. যৌথ পরিবারের সংজ্ঞা দাও। এর বিভিন্ন বৈশিষ্টগুলি আলোচনা করো।
২. ভারতে পরিবারব্যবস্থায় পরিবর্তনের কারণগুলি লেখ। অথবা , ভারতে যৌথ পরিবারের ভাঙনের কারণগুলি কী কী ?
৩. প্রাক ব্রিটিশ ও ব্রিটিশ ভারতে গ্রামীণ শ্রেণি কাঠামোটি আলোচনা কর।
৪. প্রাক ব্রিটিশ ও ব্রিটিশ ভারতে ভারতে নগরীয় শ্রেণি কাঠামোর পরিচয় দাও।
৫. বর্তমান ভারতের শ্রেণি কাঠামোর পরিচয় দাও।
৬. জাতিভেদ প্রথা কাকে বলে ? এর বৈশিষ্টগুলি লেখো।
৭. জাতিভেদ প্রথায় পরিবর্তনের বিভিন্ন কারণগুলি লেখ।
৮. জাতিভেদ প্রথা দূরীকরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা।
৯. জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা।
১০. জাতিভেদ প্রথা দূরীকরণে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা।
১১. ধর্মের সংজ্ঞা দাও। ধর্মের উপাদানগুলি কী কী ?
১২. সমাজে ধর্মের ভূমিকা আলোচনা কর।
১৩. ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি।
১৪. ধর্ম সম্পর্কে মৌলানা আজাদের দৃষ্টিভঙ্গি।
১৫. বিদ্যাসাগরের শিক্ষাচিন্তা আলোচনা কর।
১৬. রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা।
১৭. মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা।
চতুর্থ অধ্যায় :-
১. সামাজিক সমস্যার সংজ্ঞা ও বৈশিষ্ট।
২. ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ।
৩. ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল।
৪. ভারতে জনাধিক্য রোধের উপায়।
৫. আপেক্ষিক দারিদ্র ও চরম দারিদ্র কাকে বলে ?
৬. দারিদ্রতার সংজ্ঞা দাও। এর কারণগুলি লেখ।
৭. দারিদ্র দূরীকরণের বিভিন্ন কর্মসূচীগুলি উল্লেখ কর।
৮. সাক্ষরতার সংজ্ঞা দাও। ভারতে নিরক্ষরতার কারণ।
৯. ভারতে নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন কর্মসূচি।
১০. বেকারত্ব কাকে বলে। এর প্রকারভেদ।
১১. ভারতে বেকারত্বের কারণ।
১২. ভারতে বেকারত্ব সমস্যার সমাধানের উপায়।
১৩. ভারতে সাম্প্রদায়িকতার কারণ।
১৪. ধর্মনিরপেক্ষতা কাকে বলে ? ভারতে ধর্মনিরপেক্ষতার কারণ।
১৫. আঞ্চলিকতাবাদ কাকে বলে ? ভারতে আঞ্চলিকতাবাদের কারণ।
১৬. দুর্নীতির সংজ্ঞা ও বৈশিষ্ট।
১৭. দুর্নীতির বিভিন্ন কারণ।
১৮. দুর্নীতি প্রতিরোধে আইনি পদক্ষেপ।
১৯. স্বাধীনতা পরবর্তীকালে নারীদের মর্যাদাগত অবস্থানের পরিবর্তনের কারণ।
২০. নারীদের বিভিন্ন সমস্যাগুলি উল্লেখ করো।
২১. ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলনগুলির পরিচয় দাও।
২২. গণমাধ্যম কাকে বলে ? সমাজে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো।
২৩. সংক্ষিপ্ত টীকা :-
(ক ) গ্রিন হাউস এফেক্ট
(খ ) গ্লোবাল ওয়ার্মিং
(গ ) অ্যাসিড বৃষ্টি
(ঘ ) ওজোন গহ্বর
(ঙ ) জলদূষণের কারণ
(চ ) শব্দদূষণের কারণ
(ছ ) মৃত্তিকা দূষণের কারণ
(জ ) তেজস্ক্রিয় দূষণ কী ?