H.S. ABTA HISTORY SAQ SOLVE 2020
PAGE AC : 4 :-
(i) কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত ?
ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ।
(ii) নতুন বিশ্ব বলতে কী বোঝো ?
পঞ্চদশ ও ষোড়শ শতকের মধ্যে ইউরোপীয় নাবিক কলম্বাস , আমেরিগো ভেসপুচি , কেব্র্যাল প্রমুখরা আমেরিকা মহাদেশের যে অঞ্চলগুলি আবিষ্কার করেছিল তা '' নতুন বিশ্ব '' নামে পরিচিত। এই নামটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি 1503 খ্রিস্টাব্দে।
অথবা , '' শ্বেতাঙ্গদের বোঝা '' বলতে কী বোঝানো হয় ?
ফরাসি লেখক জুলি ফেরি , ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং প্রমুখ সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা মনে করতেন , এশিয়া ও আফ্রিকার অনুন্নত জাতিগুলিকে সভ্য করে তোলা উন্নত জাতিগুলির দ্বায়িত্বের মধ্যে পড়ে। তথাকথিত এই দায়বদ্ধতা '' শ্বেতাঙ্গদের বোঝা '' নামে পরিচিত।
(iii) ভারতের কোথায় কোথায় পর্তুগীজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল ?
গোয়া , দমন , দিউ , বোম্বাই , কোচিন , বেসিন , সলসেট , হুগলি - ইত্যাদি স্থানে।
(iv) দস্তক কী ?
দস্তক হল বিনাশুল্কে বাণিজ্য করার ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক প্রদান করে।
অথবা , 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল ?
১. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়।
২. বার্ষিক এক লক্ষ টাকা ভারতীয় শিক্ষাখাতে ব্যয় করার কথা বলা হয়।
(v) কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয় ?
1851 থেকে 1864 সালের মধ্যে চিনে তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়। চিনে মাঞ্চু রাজত্বের অবসান ঘটাতে এবং সেখানে পবিত্র রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়।
(vi) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ , 1867 সালে মহারাষ্ট্রে।
( এছাড়াও তিনি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ ,ফারগুসন কলেজ, পুণা সার্বজনিক সভা-প্রতিষ্ঠা করেন।)
(vii) 1924 - 25 এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দান করেন কে ?
শ্রী নারায়ণ গুরু।
অথবা , একশো দিনের সংস্কার কী ছিল ?
1895 খ্রিস্টাব্দে কাং ওয়েই নামে এক বুদ্ধিজীবী চীন সম্রাট কোয়াং সু - কে চিনে সংস্কারের দাবিতে একটি স্বারকলিপি জমা দেন। সেইমতো 1898 খ্রিস্টাব্দে চিনে 100 দিন ধরে এই সংস্কার কর্মসূচি পালিত হয়। একেই একশত দিবসের সংস্কার বলা হয়।
(viii) কে , কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ?
স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে।
(ix) রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে ?
মহাত্মা গান্ধী , 1919 খ্রিস্টাব্দে। এই উদ্দেশ্যে সারাভারতব্যাপী ধর্মঘট পালিত হয় 6 ই এপ্রিল। আন্দোলন পরিচালনার জন্য বোম্বাইতে '' সত্যাগ্রহ সভা '' প্রতিষ্ঠিত হয়।
অথবা , মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায় ?
ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের কণ্ঠ রুদ্ধ করার জন্য ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে এস এ ডাঙ্গে , মুজাফ্ফর আহমেদ সহ 33 জন বামপন্থী নেতাকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
(x) কে , কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ?
ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। 1932 খ্রিস্টাব্দে।
অথবা , '' মাহাদ মার্চ '' বলতে কী বোঝায় ?
দলিতরা যাতে উচ্চবর্ণের মানুষের জলাশয় থেকে জল নিতে পারে তার জন্য ভীমরাও আম্বেদকর 1927 খ্রিস্টাব্দের 20 শে মার্চ বোম্বাইয়ের কোবালায় চৌদার জলাশয় থেকে জল তুলে প্রতিবাদ জানান। একেই মাহাদ মার্চ বলা হয়।
(xi) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?
সতীশ চন্দ্র সামন্ত।
(xii) আজাদ হিন্দ বাহিনীর '' ঝাঁসির রানী ব্রিগেড '' এর নেতৃত্ব কে দেন ?
ক্যাপ্টেন লক্ষী স্বামীনাথন।
অথবা , রশিদ আলি দিবস কবে পালিত হয় ?
1946 খ্রিস্টাব্দের 12 ই ফেব্রূয়ারি।
(xiii) সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে ( 1956 ) যোগ দেন ?
কৃষ্ণ মেনন।
(xiv) ফিদেল কাস্ত্রো কে ছিলেন ?
তিনি ছিলেন কিউবার প্রেসিডেন্ট এবং জাতীয়তাবাদী ও মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের নেতা। তিনি এক বৈপ্লবিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিউবা থেকে মার্কিন প্রভাবিত বাতিস্তা সরকারের অপসারণ ঘটান।
(xv) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
আহমেদ বেনবেল্লা।
(xvi) সার্ক ( SAARC ) কী ?
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত , বাংলাদেশ , পাকিস্তান , নেপাল , ভুটান , শ্রীলঙ্কা ও মালদ্বীপ - এই সাতটি দেশ 1985 খ্রিস্টাব্দের 7 - 8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আঞ্চলিক সহযোগিতা সংগঠন তৈরী করে। এর নাম সার্ক।
( South Asian Association for Regional Co-operation )
PAGE AC : 105
(i) মার্কেন্টাইলবাদ কী ?
ষোলো থেকে আঠারো শতকে মাতৃভূমির অর্থনৈতিক স্বার্থে উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তি দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত অর্থনীতিকেই বলা হয় মার্কেন্টাইলবাদ। এর প্রবক্তা অ্যাডাম স্মিথ।
( তিনি 1776 খ্রিস্টাব্দে তাঁর '' Wealth of Nations '' গ্রন্থে প্রথম '' মার্কেন্টাইলবাদ '' কথাটি ব্যবহার করেন। )
অথবা , বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায় ?
যে ধরণের পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ব্যবহার করা হয় , তাকে বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরণের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।
(ii) '' উগ্র জাতীয়তাবাদ '' বলতে কী বোঝায় ?
যখন মানবকল্যান ও মানবতার বিসর্জন দিয়ে কোনো বিশেষ জাতি বা রাষ্ট্র শুধুমাত্র নিজেদের স্বার্থরক্ষা ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জাতীয় নীতি পরিচালনা করে - তখন তাকে বলে উগ্র জাতীয়তবাদ।
অথবা , '' এ হিস্ট্রি অব আফ্রিকা '' গ্রন্থের রচয়িতা কে ?
(iii) ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পন করেন ?
1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে।
(iv) সূর্যাস্ত আইন কী ?
চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষদিনে বা একটি নির্দিষ্ট নির্ধারিত দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হত। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত।
অথবা , বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন ?
মিরকাশিম।
(v) কোন সন্ধির দ্বারা প্রথম আফিম যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ?
নানকিং এর সন্ধি 1842 দ্বারা।
অথবা , '' অ্যারো '' কী ?
(vi) '' সত্যবাদী '' সংবাদপত্র কে প্রকাশ করেন ?
নিরঞ্জন রাথ। ( প্রতিষ্ঠাতা গোপালবন্ধু দাশ ) ।
(vii) কোন গভর্নর জেনারেল প্রাচ্য - পাশ্চাত্য বিতর্কের অবসান ঘটান ?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
অথবা , চার্লস উড কে ছিলেন ?
ইংল্যান্ডের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। তিনি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক প্রতিবেদন রচনা করেন।
(viii) চীনে কোন রাজবংশের রাজত্বকালে চীনা বণিকদের বিদেশযাত্রা নিষিদ্ধ ছিল ?
মাঞ্চু।
অথবা , ৪ ঠা মে আন্দোলন কত সালে শুরু হয়েছিল ?
1949 খ্রিস্টাব্দে।
(ix) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে , কবে ঘোষণা করেন ?
ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড।
(x) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া - কবে প্রতিষ্ঠিত হয় ?
1935 খ্রিস্টাব্দে।
(xi) '' লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয় ?
1940 খ্রিস্টাব্দে।
(xii) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
হিদেকি তোজো।
অথবা , ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ডক্টর সুকর্ণ।
(xiii) Truman Doctrine কী ছিল ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি Harry Truman মার্কিন কংগ্রেসে এক ভাষণে ( 1947 এর 12 মার্চ ) তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা Truman Doctrine নামে পরিচিত।
(xiv) বুলগানিন কে ছিলেন ?
সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
অথবা , ন্যাটো ( NATO ) র পুরো কথাটি কী ?
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ( 1949 খ্রিস্টাব্দে , মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ) ।
(xv) পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন ?
জুলফিকার আলি ভুট্টো 1968 খ্রিস্টাব্দে।
অথবা , পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ইয়াহিয়া খান।
(xvi) মিশ্র অর্থনীতি কী ?
অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। স্বাধীনতা লাভের পর ভারতে রেল ব্যবস্থা , আণবিক শক্তি , অস্ত্র ও ভারী শিল্প - ইত্যাদি ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হয়। ফলে স্বাধীন ভারতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে।
অথবা , মহলানবিশ মডেল কী ?
1950 এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণসাধন ও বেসরকারি উদ্যোগ উভয়ের ওপর গুরুত্ব দেন। তাঁর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরী করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটিই '' নেহেরু মহলানবিশ মডেল '' নামে পরিচিত।
PAGE : AC 170
(i) লগ্নিপুঁজি কাকে বলে ?
উনিশ শতকে শিল্প , বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে যে মুনাফা অর্জিত হয় তাকে পুনরায় শিল্প বাণিজ্যে বিনিয়োগ করে আরো বেশি মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে বলে লগ্নিপুঁজি।
(ii) নব্যবঙ্গ কাদের বলে ?
উনিশ শতকে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও - এর নেতৃত্বে প্রগতিশীল সংস্কার আন্দোলন ও হিন্দু সমাজের কুসংস্কার বিরোধী আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনে ডিরোজিওর অনুগামীদের বলা হয় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল।
(iii) বার্লিন সংকট কী ?
সোভিয়েত ইউনিয়ন বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটিই বার্লিন সংকট বা বার্লিন অবরোধ নামে পরিচিত।
অথবা , প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
1961 র 1 - 6 ই ডিসেম্বর যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
(iv) দিয়েন - বিয়েন - ফু ঘটনাটি কী ?
1954 খ্রিস্টাব্দের মার্চে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনামের দিয়েন - বিয়েন - ফু তে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন।
(v) Truman Doctrine কী ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি Harry Truman মার্কিন কংগ্রেসে এক ভাষণে ( 1947 এর 12 মার্চ ) তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা Truman Doctrine নামে পরিচিত।
অথবা , মন্ত্রী মিশন কেন ভারতে এসেছিল ?
ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য 1946 খ্রিস্টাব্দের 24 শে মার্চ । এই মিশনের প্রতিনিধিরা ছিলেন - ভারত সচিব স্যার পেথিক লরেন্স , বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস , নৌ বাহিনীর প্রধান এ . ভি . আলেকজান্ডার।
(vi) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?
সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না।
(vii) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ?
1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত রাওলাট আইনের উদ্দেশ্য ছিল ভারতীয়দের রাজদ্রোহিতা ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করা।
অথবা , কে মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন ?
স্বামী বিবেকানন্দ।
(viii) দলিত কাদের বলে ?
1930 এর দশকে ভারতীয় সমাজে অস্পৃশ্য ও নিপীড়িত শ্রেণীর মানুষেরাই ছিলেন দলিত।
উনিশ শতকে শিল্প , বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে যে মুনাফা অর্জিত হয় তাকে পুনরায় শিল্প বাণিজ্যে বিনিয়োগ করে আরো বেশি মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে বলে লগ্নিপুঁজি।
(ii) নব্যবঙ্গ কাদের বলে ?
উনিশ শতকে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও - এর নেতৃত্বে প্রগতিশীল সংস্কার আন্দোলন ও হিন্দু সমাজের কুসংস্কার বিরোধী আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনে ডিরোজিওর অনুগামীদের বলা হয় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল।
(iii) বার্লিন সংকট কী ?
সোভিয়েত ইউনিয়ন বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটিই বার্লিন সংকট বা বার্লিন অবরোধ নামে পরিচিত।
অথবা , প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
1961 র 1 - 6 ই ডিসেম্বর যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
(iv) দিয়েন - বিয়েন - ফু ঘটনাটি কী ?
1954 খ্রিস্টাব্দের মার্চে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনামের দিয়েন - বিয়েন - ফু তে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন।
(v) Truman Doctrine কী ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি Harry Truman মার্কিন কংগ্রেসে এক ভাষণে ( 1947 এর 12 মার্চ ) তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা Truman Doctrine নামে পরিচিত।
অথবা , মন্ত্রী মিশন কেন ভারতে এসেছিল ?
ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য 1946 খ্রিস্টাব্দের 24 শে মার্চ । এই মিশনের প্রতিনিধিরা ছিলেন - ভারত সচিব স্যার পেথিক লরেন্স , বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস , নৌ বাহিনীর প্রধান এ . ভি . আলেকজান্ডার।
(vi) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?
সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না।
(vii) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ?
1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত রাওলাট আইনের উদ্দেশ্য ছিল ভারতীয়দের রাজদ্রোহিতা ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করা।
অথবা , কে মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন ?
স্বামী বিবেকানন্দ।
(viii) দলিত কাদের বলে ?
1930 এর দশকে ভারতীয় সমাজে অস্পৃশ্য ও নিপীড়িত শ্রেণীর মানুষেরাই ছিলেন দলিত।
(ix) তৃতীয় বিশ্ব কী ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। যেমন ভারত ও আলজেরিয়া।
অথবা , NATO - র পুরো নাম কী ?
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ( 1949 খ্রিস্টাব্দে , মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ) ।
(x) সি .আর . ফর্মুলা কী ?
ভারতের অখন্ডতা বজায় রেখে ও লীগের দাবী মেনে মাদ্রাজের কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী যে সমাধানসূত্র প্রকাশ করেন তা সি .আর . ফর্মুলা নামে পরিচিত।
(xi) পুণা চুক্তি কবে হয়েছিল ?
1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি . আর . আম্বেদকরের মধ্যে।
অথবা , আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
1875 খ্রিস্টাব্দে , স্বামী দয়ানন্দ সরস্বতী , বোম্বাইতে।
(xii) সিমলা সাক্ষাৎকারে কে নেতৃত্ব দেন ?
আগা খাঁ।
(xiii) চার্লস উড কে ছিলেন ?
ইংল্যান্ডের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। তিনি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক প্রতিবেদন রচনা করেন।
(xiv) সূর্যাস্ত আইন কী ?
চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষদিনে বা একটি নির্দিষ্ট নির্ধারিত দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হত। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত।
অথবা , ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন ?
1498 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে।
(xv) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় ?
কোনো জাতি বা রাষ্ট্রের উপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ। উনিশ শতকের মাঝামাঝি ইউরোপের শক্তিশালী ও শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকায় সাম্রাজ্যবাদী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।
(xvi) ক্যান্টন বাণিজ্য কী ?
বিদেশি বণিকদের কাছে চিনের সমস্ত বন্দর উন্মুক্ত ছিল না। চিনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধুমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশিদের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশিদের এক - বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা '' ক্যান্টন বাণিজ্য '' নামে পরিচিত।
PAGE AC : 195
(i) উপনিবেশ কাকে বলে ?
উপনিবেশবাদ বা Colonialism কথাটি এসেছে লাতিন শব্দ Colonia থেকে ; যার অর্থ হল বিশাল সম্পত্তি বা এস্টেট। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় - কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
(ii) কাদের মধ্যে দ্বিতীয় অফিহেন যুদ্ধ বাধে ?
1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে।
অথবা , পোর্টস মাউথের সন্ধির ফলাফল কী ছিল ?
খ্রিস্টাব্দে রাশিয়া ও জাপানের মধ্যে পোর্টস মাউথের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে জাপান পুনরায় মাঞ্চুরিয়ার লিয়াও টুং উপদ্বীপ লাভ করে।
(iii) কে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন ?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1828 থেকে 1835 পর্যন্ত।
( এর আগে ওয়ারেন হেস্টিংস 1773 সালে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন ) ।
(iv) কাদের মধ্যে অলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
1757 এর 9 ই ফেব্রুয়ারী বাংলার নবাব সিরাজ উদ দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে।
অথবা , কে , কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
লর্ড ওয়েলেসলি , কলকাতায় 1800 খ্রিস্টাব্দে।
(v) লাহোরের সন্ধির দুটি শর্ত উল্লেখ কর।
১. জলন্ধর - দোয়াব অঞ্চল ও শতদ্রুর দক্ষিণাঞ্চল ইংরেজদের রাজ্যভুক্ত হয়।
২. শিখরা ক্ষতিপূরণ হিসেবে দেড় কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাশ্মীর রাজ্যটি ইংরেজদের ছেড়ে দেয়।
(vi) রুদ্ধদ্বার নীতি বলতে কী বোঝায় ?
ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হত এবং বাণিজ্যের মরসুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হত। বণিকদের চীনা ভাষা শিক্ষা , আদব কায়দা শিক্ষা , বাণিজ্য কুঠিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ ইত্যাদি নিষিদ্ধ ছিল। বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত।
(vii) উডের ডেসপ্যাচ কী ?
বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই শিক্ষা সুপারিশের অন্যতম একটি ছিল কোলকাতা , বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
(viii) পতিদার কাদের বলা হত ?
গুজরাটের একটি স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় ছিল পতিদার। গুজরাটে কুনবিরা সাধারণত পতিদার হিসেবে দায়িত্ব পালন করতো।
(ix) মেকলে মিনিটস কী ?
কমিটি অব পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি মেকলে 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিঙ্ক - এর কাছে একটি প্রস্তাব পেশ করে ভারতে পাশ্চাত্য শিক্ষার সমর্থনে সরাসরি মত প্রকাশ করেন। একেই মেকলে মিনিটস বলা হয়।
অথবা , কবে , কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?
1781 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে।
(x) কবে পুণা চুক্তি স্বাক্ষরিত হয় ?
1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি . আর . আম্বেদকরের মধ্যে।
(xi) জালিয়ানওয়ালা বাগের মাঠে কার নির্দেশে গুলি চলে ?
পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ' ডায়ারের নির্দেশে। 1919 এর 13 ই এপ্রিল।
অথবা , সাইমন কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয় ?
1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় মূলতঃ ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে , সংবিধানের কার্যকারিতা পরীক্ষা , ভারতীয়দের স্বশাসনের দক্ষতা পরীক্ষা - ইত্যাদি উদ্দেশে।
(xii) কবে '' সারা ভারত মুসলিম লীগ " প্রতিষ্ঠিত হয় ?
1906 এর 30 শে ডিসেম্বর। ( প্রথম সভাপতি আগা খাঁ ; উদ্যোক্তা ঢাকার নবাব সলিমুল্লাহ। )
অথবা , '' অশনি সংকেত '' কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হয় ?
ভারত বিভাজন। ( বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ) ।
(xiii) UNRRA কী ?
UNRRA হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প। এর পুরো নাম - United Nations Relief and Rehabilitation Association ।
অথবা , বার্লিন এয়ার লিফট কী ?
বার্লিনে পশ্চিমি জোটের প্রবেশ বন্ধ করার জন্য সোভিয়েত রাশিয়া 1948 খ্রিস্টাব্দের 24 শে জুলাই সড়কপথে বার্লিন অবরোধ করে। এই অবরোধ চলেছিল 293 দিন। এই অবস্থায় পশ্চিমি জোট আকাশ পথে পশ্চিম বার্লিনে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে শুরু করে। এটিই বার্লিন এয়ার লিফট নামে পরিচিত।
(xv) নেহেরু - মহলানবিশ মডেল কী ?
1950 এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণসাধন ও বেসরকারি উদ্যোগ উভয়ের ওপর গুরুত্ব দেন। তাঁর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরী করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটিই '' নেহেরু মহলানবিশ মডেল '' নামে পরিচিত।
(xvi) মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায় ?
অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। স্বাধীনতা লাভের পর ভারতে রেল ব্যবস্থা , আণবিক শক্তি , অস্ত্র ও ভারী শিল্প - ইত্যাদি ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হয়। ফলে স্বাধীন ভারতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে।
PAGE AC : 250
(i) উপনিবেশবাদ কী ?
উপনিবেশবাদ বা Colonialism কথাটি এসেছে লাতিন শব্দ Colonia থেকে ; যার অর্থ হল বিশাল সম্পত্তি বা এস্টেট। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় - কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
(ii) শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল ?
ইংল্যান্ডে।
অথবা , '' নতুন বিশ্ব '' কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
আমেরিগো ভেসপুচি ( 1503 ) ।
(iii) আফ্রিকাকে কেন '' অন্ধকারাচ্ছন্ন মহাদেশ '' বলা হত ?
1870 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল বিশ্ববাসীর কাছে একটি অজ্ঞাত ভুখন্ড। বহির্বিশ্বের সাথে আফ্রিকার কোনো যোগাযোগ ছিল না। এজন্য আফ্রিকাকে '' অন্ধকারাচ্ছন্ন মহাদেশ '' বলা হত।
অথবা , লগ্নিপুঁজি কাকে বলে ?
উনিশ শতকে শিল্প , বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে যে মুনাফা অর্জিত হয় তাকে পুনরায় শিল্প বাণিজ্যে বিনিয়োগ করে আরো বেশি মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে বলে লগ্নিপুঁজি।
(iv) সম্পদের বহির্গমন বলতে কী বোঝো ?
বিজিত রাষ্ট্রের সম্পদ লুন্ঠন করে নিজ দেশে প্রেরণ করা - এই হল সম্পদের বহির্গমন। যেমন পলাশির যুদ্ধের পর ইংরেজরা বাংলা থেকে প্রভূত পরিমাণ ধন সম্পত্তি ব্রিটেনে প্রেরণ করতে থাকে।
(v) কাও - তাও - প্রথা কী ?
কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চিন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে তাকে চিন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকার করে তার নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হত। এটিই ছিল কাও -তাও প্রথা।
অথবা , বক্সার প্রটোকল কবে স্বাক্ষরিত হয় ?
1901 খ্রিস্টাব্দের 7 ই সেপ্টেম্বর মোট 11 টি বিদেশি শক্তি মিলিতভাবে চিনের ওপর বক্সার প্রটোকল চাপিয়ে দেয়।
(vi) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে পাস হয় ?
1878 খ্রিস্টাব্দে। [ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় 1876 খ্রিস্টাব্দে। ]
(vii) লোকহিতবাদী কাকে বলা হত ?
গোপাল হরি দেশমুখ।
(viii) কবে , কাদের মধ্যে পুণা চুক্তি স্বাক্ষরিত হয় ?
1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি . আর . আম্বেদকরের মধ্যে।
(ix) দিকু কাদের বলা হত ?
ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার , জোতদার , বণিক , মহাজন , ঠিকাদার , দালাল - ইত্যাদি বিভিন্ন মধ্যস্বত্তভোগীদেরকে সাঁওতালরা দিকু বলতো।
(x) সিমলা ডেপুটেশন কার নেতৃত্বে হয় ?
আগা খাঁ ; 1906 খ্রিস্টাব্দের 1 লা অক্টোবর ; 35 জন প্রতিনিধি ; বড়লাট লর্ড মিন্টোর নিকট।
(xi) TISCO কথার পুরো অর্থ কী ?
Tata Iron and Steel Company ।
অথবা , ঔপনিবেশিক ভারতের দেশীয় রাজ্য বলতে কী বোঝানো হত ?
ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ শাসকদের প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্যে দিয়ে যে - সকল রাজ্যগুলি স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতো - তাদের দেশীয় রাজ্য বলা হত। যেমন - হায়দ্রাবাদ , কাশ্মীর।
(xii) মন্ত্রীমিশন কবে ভারতে আসে ?
ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য 1946 খ্রিস্টাব্দের 24 শে মার্চ । এই মিশনের প্রতিনিধিরা ছিলেন - ভারত সচিব স্যার পেথিক লরেন্স , বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস , নৌ বাহিনীর প্রধান এ . ভি . আলেকজান্ডার।
অথবা , ভিয়েতমিন কী ?
হো - চি - মিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে '' লিগ ফর দ্য ইন্ডিপেনডেন্স ইন ভিয়েতনাম '' গড়ে তোলেন। এটিই ভিয়েতমিন নামে পরিচিত।
(xiii) তানাকা মেমোরিয়াল কী ?
জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা বা টানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে , পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল ( 1927 ) নামে পরিচিত।
(xiv) কেন্নানের বেষ্টনী নীতি কী ?
রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ. কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ করার যে নীতি পেশ করেন , তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত।
অথবা , নক্রমা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ?
নাইজেরিয়া।
(xv) লং মার্চ কী ?
মাও সে তুং এবং চু তে - এর প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার করার লক্ষ্যে কিয়াং - সি প্রদেশ থেকে শেনসি প্রদেশ পর্যন্ত ছয় হাজার মাইলের দীর্ঘ পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। 1934 এর 16 ই অক্টোবর এই পদযাত্রা শুরু হয়ে 370 দিন অতিক্রান্ত করে 1935 খ্রিস্টাব্দের 20 শে অক্টোবর শেষ হয়।
অথবা , তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। যেমন ভারত ও আলজেরিয়া।
(xvi) নেহেরু - মহলানবিশ মডেল কী ?
1950 এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণসাধন ও বেসরকারি উদ্যোগ উভয়ের ওপর গুরুত্ব দেন। তাঁর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরী করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটিই '' নেহেরু মহলানবিশ মডেল '' নামে পরিচিত।
অথবা , স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো ?
অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। স্বাধীনতা লাভের পর ভারতে রেল ব্যবস্থা , আণবিক শক্তি , অস্ত্র ও ভারী শিল্প - ইত্যাদি ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হয়। ফলে স্বাধীন ভারতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে।
PAGE AC : 306
(i) বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায় ?
যে ধরণের পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ব্যবহার করা হয় , তাকে বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরণের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।
(ii) চিনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয় ?
1839 খ্রিস্টাব্দে।
(iii) সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় ?
1853 খ্রিস্টাব্দে। ( এর পরের গুলি সনদ বা চার্টার আইন ছিল না। সেগুলি ছিল ভারত শাসন আইন ) ।
অথবা , পলাশীর লুন্ঠন বলতে কী বোঝায় ?
পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভূত পরিমাণ অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করতে থাকে। ঐতিহাসিক বি .অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে পলাশির লুন্ঠন বা Plassey Plunder বলে অভিহিত করেছেন।
(iv) চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝায় ?
মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে , জল যেমন ওপর থেকে নীচের দিকে চুঁইয়ে পড়ে , ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।
(v) সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন ?
আগা খাঁ ; 1906 খ্রিস্টাব্দের 1 লা অক্টোবর ; 35 জন প্রতিনিধি ; বড়লাট লর্ড মিন্টোর নিকট।
অথবা , ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?
সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না।
(vi) কোন গভর্নর জেনারেল প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান ?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1835 খ্রিস্টাব্দে।
অথবা , কবে ও কেন স্যাডলার কমিশন গঠিত হয় ?
1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতি ও নীতি নির্ধারণের জন্য। ( এর অপর নাম কোলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। )
(vii) কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল ?
চিরস্থায়ী বন্দোবস্ত 1793 ( প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। )
(viii) বেন বেল্লা কে ?
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।
অথবা , পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন ?
জুলফিকার আলি ভুট্টো।
(ix) বর্ণ বৈষম্যের নীতি কোন দেশে বলবৎ হয় ?
দক্ষিণ আফ্রিকায়।
(x) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল ?
1951 - 52 খ্রিস্টাব্দে। ( প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন )
(xi) জেনেভা সম্মেলন কেন ডাকা হয় ?
প্রথম পর্যায়ে ভিয়েতনাম ও ফ্রান্সের যুদ্ধে দিয়েন - বিয়েন - ফু - র ঘটনা এবং ফ্রান্সের পরাজয়ের পর 1954 এর 20 জুলাই জেনেভা সম্মেলন আহূত হয়। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভিয়েতনামের ভবিষ্যত নির্ধারণ করা। এর ভিত্তিতে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ - এই দুভাগে বিভক্ত করা হয়।
অথবা , প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
1961 র 1 - 6 ই ডিসেম্বর যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
(xii) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
স্যার জেমস উইলিয়াম কোলভিল ( প্রথম আচার্য লর্ড ক্যানিং ; প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ) ।
(xiii) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
এলিজা ইম্পে। ( 1773 এর Regulating Act অনুসারে 1774 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কোলকাতায়। )
অথবা , সূর্যাস্ত আইন কী ছিল ?
চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষদিনে বা একটি নির্দিষ্ট নির্ধারিত দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হত। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত।
(xiv) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
1875 খ্রিস্টাব্দে , স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক , বোম্বাইতে।
(xv) তৃতীয় বিশ্ব কী ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। যেমন ভারত ও আলজেরিয়া।
(xvi) একশো দিনের সংস্কার কী ছিল ?
1895 খ্রিস্টাব্দে কাং ওয়েই নামে এক বুদ্ধিজীবী চীন সম্রাট কোয়াং সু - কে চিনে সংস্কারের দাবিতে একটি স্বারকলিপি জমা দেন। সেইমতো 1898 খ্রিস্টাব্দে চিনে 100 দিন ধরে এই সংস্কার কর্মসূচি পালিত হয়। একেই একশত দিবসের সংস্কার বলা হয়।
অথবা , নব্যবঙ্গীয় কারা ?
মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে , জল যেমন ওপর থেকে নীচের দিকে চুঁইয়ে পড়ে , ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।
PAGE AC : 324
(i) পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর ( Living History Museum ) কোনটি ?
স্কানসেন মিউসিয়াম ( 1891 খ্রিস্টাব্দে সুইডেনের স্টকহোমে আর্থার হ্যাজেলিয়াস কর্তৃক প্রতিষ্ঠিত হয়)
(ii) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন ?
অস্ট্রেলিয়া , হাওয়াই দ্বীপপুঞ্জ , নিউজিল্যান্ড।
(iii) আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ( Dark Continent ) নামে পরিচিত ছিল ?
1870 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল বিশ্ববাসীর কাছে একটি অজ্ঞাত ভুখন্ড। বহির্বিশ্বের সাথে আফ্রিকার কোনো যোগাযোগ ছিল না। এজন্য আফ্রিকাকে '' অন্ধকারাচ্ছন্ন মহাদেশ '' বলা হত।
অথবা , বিশ্ব রাজনীতি বা Weltpolitik বলতে কী বোঝো ?
Weltpolitik নীতির প্রবক্তা জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়াম। এই নীতি অনুসারে জার্মান সাম্রাজ্যবাদ অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে জাতীয় মর্যাদার প্রতীক অঞ্চলগুলিতে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটায়। বিসমার্কের Realpolitik নীতির বিপরীত ছিল এই নীতি।
(iv) অন্ধকূপ হত্যা বা Black Hole Tragedy কী ?
হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন - সিরাজ উদ দৌলা কর্তৃক কোলকাতা আক্রমণের পর তাঁর নির্দেশে কোলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন ইংরেজ সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা '' অন্ধকূপ হত্যা '' নামে পরিচিত।
(v) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
লর্ড ক্যানিং। ( 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং গভর্নর জেনারেল রানীর প্রতিনিধি হিসেবে প্রত্যক্ষ ভাবে ভারত শাসনের অধিকার পান ও গভর্নর জেনারেল পদটি ভাইসরয় নামে পরিচিত হয়। )
অথবা , চীনের রুদ্ধদ্বার নীতি কী ?
ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হত এবং বাণিজ্যের মরসুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হত। বণিকদের চীনা ভাষা শিক্ষা , আদব কায়দা শিক্ষা , বাণিজ্য কুঠিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ ইত্যাদি নিষিদ্ধ ছিল। বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত।
(vi) কে , কাকে ব্রম্মানন্দ উপাধি দেন ?
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর , কেশবচন্দ্র সেন - কে।
(vii) কুয়ো মিন তাং - দলের প্রতিষ্ঠাতা কে ?
সান ইয়াত সেন , 1912 খ্রিস্টাব্দে।
(viii) স্বত্ববিলোপ নীতি ( Doctrine of lapse ) কী ?
ব্রিটিশ শাসনাধীনে কোনো দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তকপুত্র গ্রহণ করতে পারবে না এবং সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে - লর্ড ডালহৌসির এই রাজ্য গ্রাসকারী সাম্রাজ্যবাদী নীতি স্বত্ববিলোপ নীতি নামে পরিচিত।
অথবা , কবে ও কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহের সূচনা হয় ?
1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারী মাসে , সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে।
মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডু ( 1931 ) ।
(x) কে , কবে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন ?
সুভাষ চন্দ্র বোস 1939 খ্রিস্টাব্দের 3 রা মে।
(xi) গান্ধিবুড়ি নামে কে পরিচিত ?
মাতঙ্গিনী হাজরা ( ভারত ছাড়ো আন্দোলন ) ।
অথবা , মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ?
মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পেশ করেন যা ভারতীয় স্বাধীনতা আইন রূপে পাস হয়। এটিই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।
(xii) ভিয়েত কং ( Viet Cong ) কী ?
দক্ষিণ ভিয়েতনামে আমেরিকার তাবেদারী দিয়েম সরকারের অবসান ও উত্তর ভিয়েতনামের সাথে সংযুক্তির উদ্দেশ্যে দক্ষিণ ভিয়েতনামে একটি গেরিলা মুক্তিফ্রন্ট গড়ে ওঠে। এদের দিয়েম সরকার ভিয়েতনামি কমিউনিস্ট বা ভিয়েতকং আখ্যা দেয়।
(xiii) মার্শাল টিটো কে ছিলেন ?
যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সারির নেতা।
অথবা , COMECON - এর পুরো নাম কী ?
Council for Mutual Economic Assistance ।
(xiv) অপারেশন সার্চলাইট কী ?
1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান , পূর্ব পাকিস্তানের সামরিক গভর্নর টিক্কা খানকে বাঙালি নিধনের নির্দেশ দেন। পশ্চিম পাকিস্তানের এই সরকারি নির্দেশ অপারেশন সার্চলাইট নামে পরিচিত।
(xv) স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয় ?
1971 সালের 16 ই ডিসেম্বর।
(xvi) নেহেরু - মহলানবিশ মডেল কী ?
1950 এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণসাধন ও বেসরকারি উদ্যোগ উভয়ের ওপর গুরুত্ব দেন। তাঁর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরী করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটিই '' নেহেরু মহলানবিশ মডেল '' নামে পরিচিত।
অথবা , মেইজি পুনরুত্থান কী ?
1867 সালে জাপানে এক গণবিপ্লবের মাধ্যমে জনগণ শোগুণতন্ত্রের অবসান ঘটিয়ে সম্রাট মিৎসুহিতো কে সিংহাসনে পুনঃস্থাপন করে। এই ঘটনা '' মেইজি পুনরুত্থান '' নামে পরিচিত।
PAGE AC 337
(i) পোর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে , ভারতের কোন বন্দরে এসে পৌছান ?
1498 খ্রিস্টাব্দে , কালিকট বন্দরে।
(ii) '' Imperialism - A Study '' গ্রন্থটির লেখক কে ?
জে .এ . হবসন।
(iii) ডেভিড লিভিংস্টোন কে ছিলেন ?
ডেভিড লিভিংস্টোন ছিলেন একজন খ্রিস্টান মিশনারি ও ধর্মপ্রচারক।
অথবা , বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝ ?
যখন একটি জাতি শুধুমাত্র নিজ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অন্যান্য জাতি এবং মানবিকতার শর্তগুলিকে বিনষ্ট করে এবং নিজ রাষ্ট্রের অভ্যন্তরেও তীব্র রাষ্ট্রবাদ পরিচালনা করে ও গণতন্ত্রকে ধ্বংস করে - সাধারণ অর্থে একেই বলে বিকৃত জাতীয়তাবাদ।
(iv) সম্রাট ফারুকশিয়ারের ফরমানের দুটি গুরুত্ব কী ছিল ?
(ক ) 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ারের ফরমান ছিল প্রকৃত অর্থে ইংরেজদের একটি কূটনৈতিক সাফল্য। এর বিনিময়ে কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার পায়।
(খ ) এই ফরমানের মধ্যে দিয়েই কোম্পানির পরবর্তী রাজনৈতিক মাইল ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
(v) দ্বৈত শাসন ব্যবস্থার নেতিবাচক প্রতিক্রিয়া কী হয়েছিল ?
ক্লাইভের নেতৃত্বে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হলে নবাবের হাতে থাকলো ক্ষমতাবিহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে থাকলো দ্বায়িত্ববিহীন ক্ষমতা। ফলে বাংলার রাজনৈতিক ক্ষেত্রে চরম অরাজকতার সূত্রপাত হয়। যার চূড়ান্ত ফলশ্রুতি ছিল 1770 সালের দুর্ভিক্ষ।
অথবা , শোর - গ্রান্ট বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল ?
শোর - গ্রান্ট বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ভূমি সংস্কার। জন শোর জমি জরিপ করে রাজস্বের পরিমাণ স্থির করার কথা বলেন। অন্যদিকে গ্রান্ট এই প্রস্তাবের বিরোধিতা করে কৃষকদের সাথে সরকারের সরাসরি জমি বন্দোবস্তের কথা বলেন।
(vi) কত খ্রিস্টাব্দে এবং কাদের প্রচেষ্টায় শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ?
1800 খ্রিস্টাব্দে মার্শম্যান , উইলিয়াম ওয়ার্ড ও উইলিয়াম কেরীর প্রচেষ্টায়।
অথবা , চার্লস উডের ডেসপ্যাচে ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে কী কী সুপারিশ করা হয়েছিল ?
1854 খ্রিস্টাব্দে চার্লস উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলো ছিল - সরকারি উদ্যোগে স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন ; স্বতন্ত্র শিক্ষাবিভাগ তৈরী ; নারীশিক্ষার প্রসার এবং সর্বপরি কোলকাতা , বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন।
(vii) জেনারেল আ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন কে কবে স্থাপন করেন ?
আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে।
অথবা , মুসলিম সমাজের আধুনিকীকরণের লক্ষ্যে স্যার সৈয়দ আহমেদ কর্তৃক গৃহীত দুটি সামাজিক কর্মসূচির উল্লেখ কর।
(ক ) মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য গাজিপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
(খ ) জ্ঞান - বিজ্ঞানের বিভিন্ন তথ্য উর্দুতে অনুবাদ করে সেগুলি মুসলিমদের মধ্যে প্রচারের উদ্দেশ্যে 1864 তে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
(viii) দিকু বলতে কাদের বোঝানো হত ?
ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার , জোতদার , বণিক , মহাজন , ঠিকাদার , দালাল - ইত্যাদি বিভিন্ন মধ্যস্বত্তভোগীদেরকে সাঁওতালরা দিকু বলতো।
অথবা , বাংলার তথাকথিত নবজাগরণের সাথে ইতালির নবজাগরণের মূল পার্থক্য কী ছিল ?
ইতালির নবজাগরণ ছিল সার্বিক ও ব্যাপক। উচ্চ , মধ্য , নিম্ন বিত্ত সকল স্তরের মানুষকে এই নবজাগরণ স্পর্শ করেছিল। অন্যদিকে বাংলার নবজাগরণ শুধুমাত্র শিক্ষিত - মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
(ix) 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কেন হুইটলি কমিশন গঠন করেছিলেন ?
শ্রমিকদের ক্ষোভ বৃদ্ধি ও আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকার তাদের ক্ষোভ ও আন্দোলন দমনের উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে সরকার 1929 সালে হুইটলি কমিশন গঠন করেন।
অথবা , " Divide and Rule Policy " ভারতবর্ষে কে প্রথম কার্যকর করেন ?
লর্ড কার্জন।
(x) নেহেরু রিপোর্ট কী ?
1928 এর 19 শে মে মোতিলাল নেহেরুর নেতৃত্বে ভারতের সংবিধান রচনা ও তার মৌলিক নীতি স্থির করার জন্য সর্বদলীয় সভা দায়িত্ব অর্পণ করে। এই কমিটি যে রিপোর্ট পেশ করে - তা'ই ছিল নেহেরু রিপোর্ট।
(xi) " a post dated cheque on a crashing bank '' - কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি এই উক্তিটি করেছিলেন ?
ক্রিপস প্রস্তাব।
অথবা , ভারত ছাড়ো আন্দোলনের দুইজন নেত্রীর নাম লেখ।
অরুণা আসফ আলি , সুচেতা কৃপালনী।
(xii) কোন ঘটনা '' তানাকা মেমোরিয়াল '' নামে পরিচিত ?
জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা বা টানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে , পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল ( 1927 ) নামে পরিচিত।
(xiii) সুয়েজ সংকট সমাধানের ক্ষেত্রে ভারতের ভূমিকা কী ছিল ?
ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন 1956 তে লন্ডন সম্মেলনে দুই পক্ষের মধ্যে যোগসূত্রের ভূমিকা পালন করেন এবং পাঁচ দফা রফাসূত্র পেশ করেন।
(xiv) 1967 খ্রিস্টাব্দে আরব - ইজরায়েল যুদ্ধের পটভূমিকা উল্লেখ কর।
1967 তে তৃতীয় আরব ইজরায়েল যুদ্ধ সংগঠিত হয়। 20 শে মে মিশর গাজা ভুখন্ড দখল করলে যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। এরপর ইজরায়েলের বিমান বাহিনী 5 ই জুন একই সাথে গাজা , সিনাই , সিরিয়া ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের ওপর আক্রমণ চালায়।
(xv) তৃতীয় বিশ্ব কী ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। যেমন ভারত ও আলজেরিয়া।
(xvi) নেহেরু - মহলানবিশ মডেল কী ?
1950 এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণসাধন ও বেসরকারি উদ্যোগ উভয়ের ওপর গুরুত্ব দেন। তাঁর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরী করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটিই '' নেহেরু মহলানবিশ মডেল '' নামে পরিচিত।
অথবা , ভারতের কোথায় এবং কবে প্রথম পরীক্ষামূলক পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল ?
1974 সালে , রাজস্থানের পোখরানে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
(i) বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
জেমস ওয়াট।
(ii) কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় ?
ইংরেজ ও চিনের মধ্যে , 1842 সালে।
(iii) নতুন বিশ্ব কাকে বলে ?
সপ্তদশ ও অষ্টাদশ শতকে স্পেন , পোর্তুগাল , ব্রিটেন - প্রভৃতি ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশ '' নতুন বিশ্ব '' নামে পরিচিত।
(iv) মুক্তদ্বার নীতি কী ?
1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিনে উন্মুক্ত দ্বার বা মুক্তদ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন। চিনের উন্মুক্ত বাণিজ্য নীতি সবদেশের জন্যই সমান হওয়া উচিত - এই ছিল মুক্তদ্বার নীতির মূলকথা।
(v) কোড কর্নওয়ালিস কী ?
ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন , তাদের দক্ষতা বৃদ্ধি ও ভুমিসংস্কারের উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এটিই কোড কর্নওয়ালিস নামে খ্যাত।
(vi) মেকলে মিনিটস বলতে কী বোঝায় ?
কমিটি অব পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি মেকলে 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিঙ্ক - এর কাছে একটি প্রস্তাব পেশ করে ভারতে পাশ্চাত্য শিক্ষার সমর্থনে সরাসরি মত প্রকাশ করেন। একেই মেকলে মিনিটস বলা হয়।
(vii) দিকু কাদের বলা হত ?
ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার , জোতদার , বণিক , মহাজন , ঠিকাদার , দালাল - ইত্যাদি বিভিন্ন মধ্যস্বত্তভোগীদেরকে সাঁওতালরা দিকু বলতো।
(viii) সাহুকার বলতে কাদের বোঝায় ?
দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সির সুদখোর মহাজন শ্রেণী সাহুকার নামে পরিচিত ছিল।
(ix) TISCO এর পুরো নাম কী ?
Tata Iron and Steel Company ।
(x) পুণা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি . আর . আম্বেদকরের মধ্যে।
(xi) তিন আইন কী ?
ব্রিটিশ সরকার ভারতে (a) বাল্যবিবাহ নিষিদ্ধ (b) বহুবিবাহ নিষিদ্ধ ও (c) অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে। এটি '' তিন আইন '' নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়।
(xii) লং মার্চ কী ?
মাও সে তুং এবং চু তে - এর প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার করার লক্ষ্যে কিয়াং - সি প্রদেশ থেকে শেনসি প্রদেশ পর্যন্ত ছয় হাজার মাইলের দীর্ঘ পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। 1934 এর 16 ই অক্টোবর এই পদযাত্রা শুরু হয়ে 370 দিন অতিক্রান্ত করে 1935 খ্রিস্টাব্দের 20 শে অক্টোবর শেষ হয়।
(xiii) ওয়াভেল পরিকল্পনা কী ?
ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসেবে বড়লাট লর্ড ওয়াভেল 1945 এর 14 ই জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন। এটিই ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।
(xiv) Truman Doctrine কী ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি Harry Truman মার্কিন কংগ্রেসে এক ভাষণে ( 1947 এর 12 মার্চ ) তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা Truman Doctrine নামে পরিচিত।
(xv) মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায় ?
অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। স্বাধীনতা লাভের পর ভারতে রেল ব্যবস্থা , আণবিক শক্তি , অস্ত্র ও ভারী শিল্প - ইত্যাদি ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হয়। ফলে স্বাধীন ভারতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে।
(xvi) সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।
ভারত , নেপাল , ভুটান , বাংলাদেশ , পাকিস্তান , শ্রীলঙ্কা , মালদ্বীপ ও নবতম সদস্য আফগানিস্তান।
(x) পুণা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি . আর . আম্বেদকরের মধ্যে।
(xi) তিন আইন কী ?
ব্রিটিশ সরকার ভারতে (a) বাল্যবিবাহ নিষিদ্ধ (b) বহুবিবাহ নিষিদ্ধ ও (c) অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে। এটি '' তিন আইন '' নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়।
(xii) লং মার্চ কী ?
মাও সে তুং এবং চু তে - এর প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার করার লক্ষ্যে কিয়াং - সি প্রদেশ থেকে শেনসি প্রদেশ পর্যন্ত ছয় হাজার মাইলের দীর্ঘ পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। 1934 এর 16 ই অক্টোবর এই পদযাত্রা শুরু হয়ে 370 দিন অতিক্রান্ত করে 1935 খ্রিস্টাব্দের 20 শে অক্টোবর শেষ হয়।
(xiii) ওয়াভেল পরিকল্পনা কী ?
ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসেবে বড়লাট লর্ড ওয়াভেল 1945 এর 14 ই জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন। এটিই ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।
(xiv) Truman Doctrine কী ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি Harry Truman মার্কিন কংগ্রেসে এক ভাষণে ( 1947 এর 12 মার্চ ) তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা Truman Doctrine নামে পরিচিত।
(xv) মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায় ?
অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। স্বাধীনতা লাভের পর ভারতে রেল ব্যবস্থা , আণবিক শক্তি , অস্ত্র ও ভারী শিল্প - ইত্যাদি ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হয়। ফলে স্বাধীন ভারতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে।
(xvi) সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।
ভারত , নেপাল , ভুটান , বাংলাদেশ , পাকিস্তান , শ্রীলঙ্কা , মালদ্বীপ ও নবতম সদস্য আফগানিস্তান।
(i) পুঁজিবাদ কী ?
সরকারি বা বেসরকারি উদ্যোগে সম্পদের উৎপাদন , বন্টন ও বিনিময়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের প্রক্রিয়া হল পুঁজিবাদ। এর মাধ্যমে অর্জিত পুঁজি পুনঃ পুনঃ বিনিয়োগ করা হয় এবং কালক্রমে তা সাম্রাজ্যবাদ প্রসারের কারণ হয়ে দাঁড়ায়।
(ii) 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয় ?
ভারতের পশ্চিম উপকূলে সুরাট বাণিজ্য বন্দরে।
(iii) শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝায় ?
ফরাসি লেখক জুলি ফেরি , ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং প্রমুখ সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা মনে করতেন , এশিয়া ও আফ্রিকার অনুন্নত জাতিগুলিকে সভ্য করে তোলা উন্নত জাতিগুলির দ্বায়িত্বের মধ্যে পড়ে। তথাকথিত এই দায়বদ্ধতা '' শ্বেতাঙ্গদের বোঝা '' নামে পরিচিত।
অথবা , মার্কেন্টাইলবাদ কী ?
ষোলো থেকে আঠারো শতকে মাতৃভূমির অর্থনৈতিক স্বার্থে উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তি দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত অর্থনীতিকেই বলা হয় মার্কেন্টাইলবাদ। এর প্রবক্তা অ্যাডাম স্মিথ।
( তিনি 1776 খ্রিস্টাব্দে তাঁর '' Wealth of Nations '' গ্রন্থে প্রথম '' মার্কেন্টাইলবাদ '' কথাটি ব্যবহার করেন। )
(iv) কর্নওয়ালিস কোড কী ?
ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন , তাদের দক্ষতা বৃদ্ধি ও ভুমিসংস্কারের উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এটিই কোড কর্নওয়ালিস নামে খ্যাত।
(v) আমিনি কমিশন কে , কবে গঠন করেন ?
ওয়ারেন হেস্টিংস , 1776 খ্রিস্টাব্দে।
(vi) 1833 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ?
(ক ) এই আইনের দ্বারা ভারতে ব্রিটিশ পুঁজির অবাধ প্রবেশের সুযোগ হয়।
(খ ) গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে ভারতে শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার পথ প্রস্তুত করা হয়।
অথবা , দাদন প্রথা কী ?
দাদন শব্দের অর্থ অগ্রিম অর্থ। ইতিপূর্বে নীলকর সাহেবরা ভারতীয় কৃষকদের বলপূর্বক দাদন প্রদান করত। পরবর্তীকালে কোম্পানি বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলি থেকে অগ্রিম অর্থ বা দাদন প্রদান করতেন।
(vii) মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন ?
স্বামী বিবেকানন্দ।
(viii) ভাইকম সত্যাগ্রহ কী ?
বিংশ শতকের শুরুতেও দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণহিন্দুদের একটি একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষদের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রীনারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন 1924 খ্রিস্টাব্দে। এই আন্দোলন ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।
অথবা , চুঁইয়ে পড়া নীতি কী ?
মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে , জল যেমন ওপর থেকে নীচের দিকে চুঁইয়ে পড়ে , ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।
(ix) কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
রাশিয়ার তাসখন্দে 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপর ভারতের মাটিতে 1925 খ্রিস্টাব্দের 26 শে ডিসেম্বর কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এইভাবে দুবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভারতের কমিউনিস্ট পার্টিকে '' দ্বিজ '' বলা হয়।
(x) রাওলাট আইন কী ?
ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করতে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে রাওলাট কমিশন বা সিডিশন কমিশন গঠিত হয়। 1919 খ্রিস্টাব্দের 18 ই মার্চ এই দমনমূলক আইনটি পাস হয়।
অথবা , পতিদার নামে কারা পরিচিত ?
গুজরাটের একটি স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় ছিল পতিদার। গুজরাটে কুনবিরা সাধারণত পতিদার হিসেবে দায়িত্ব পালন করতো।
(xi) ক্রিপস প্রস্তাব কী ?
ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস - এর নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসেন। 1942 খ্রিস্টাব্দের 29 মার্চ ভারতকে স্বায়ত্তশাসন প্রদানের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন - যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।
(xii) রশিদ আলি দিবস কবে , কেন পালিত হয় ?
আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলিকে বিচারে 7 বছর সশ্রম কারাদন্ড দেওয়া হলে , তার প্রতিক্রিয়া হিসেবে 1946 এর 11 ই ফেব্রুয়ারী কোলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 তারিখে সাধারণ ধর্মঘট ঘটে - যা রশিদ আলি দিবস নামে পরিচিত।
অথবা , দিয়েন - বিয়েন - ফু - এর ঘটনা কী ছিল ?
1954 খ্রিস্টাব্দের মার্চে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনামের দিয়েন - বিয়েন - ফু তে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন।
(xiii) Truman Doctrine কী ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি Harry Truman মার্কিন কংগ্রেসে এক ভাষণে ( 1947 এর 12 মার্চ ) তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা Truman Doctrine নামে পরিচিত।
(xiv) ওয়ারস চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1955 এর 14 ই মে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপীয় দেশগুলিকে নিয়ে যেমন - রাশিয়া , পোল্যান্ড , হাঙ্গেরী , চেকোশ্লোভাকিয়া , রুমানিয়া , বুলগেরিয়া , আলবেনিয়া ও পূর্ব জার্মানি - কে নিয়ে গঠন করে ওয়ারস চুক্তি সংস্থা।
অথবা , কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো ?
1962 সালে কিউবায় সোভিয়েত ইউনিয়ন কর্তৃক একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রবল দ্বন্দ্বের সূত্রপাত হয় যা ক্রমশঃ যুদ্ধের পরিস্থিতি তৈরী করে। একেই কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলে।
(xv) বেন বেল্লা কে ?
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।
(xvi) বাংলাদেশের আইনসভার নাম কী ?
জাতীয় সংসদ।
অথবা , অর্থনৈতিক উদারীকরণ কী ?
1992 সালে ভারতকে দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের বাজার খুলে দেন , বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেন এবং কর ব্যবস্থায় সংস্কার সাধন করেন। এই কর্মসূচি অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত।
PAGE AC : 395
(i) উপনিবেশবাদ বলতে কী বোঝায় ?
উপনিবেশবাদ বা Colonialism কথাটি এসেছে লাতিন শব্দ Colonia থেকে ; যার অর্থ হল বিশাল সম্পত্তি বা এস্টেট। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় - কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
(ii) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন ?
অস্ট্রেলিয়া , হাওয়াই দ্বীপপুঞ্জ , নিউজিল্যান্ড।
(iii) আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1957 এর 9 ই ফেব্রুয়ারী বাংলার নবাব সিরাজ উদ দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে। এই সন্ধির দ্বারা ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য , কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পান।
(iv) অন্ধকূপ হত্যা কী ?
হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন - সিরাজ উদ দৌলা কর্তৃক কোলকাতা আক্রমণের পর তাঁর নির্দেশে কোলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন ইংরেজ সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা '' অন্ধকূপ হত্যা '' নামে পরিচিত।
অথবা , ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
লর্ড ক্যানিং। ( 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং গভর্নর জেনারেল রানীর প্রতিনিধি হিসেবে প্রত্যক্ষ ভাবে ভারত শাসনের অধিকার পান ও গভর্নর জেনারেল পদটি ভাইসরয় নামে পরিচিত হয়। )
(v) কাও তাও - প্রথা কী ?
কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চিন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে তাকে চিন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকার করে তার নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হত। এটিই ছিল কাও -তাও প্রথা।
(vi) কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ?
সান ইয়াত সেন , 1912 খ্রিস্টাব্দে।
(vii) দিকু কাদের বলে ?
ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার , জোতদার , বণিক , মহাজন , ঠিকাদার , দালাল - ইত্যাদি বিভিন্ন মধ্যস্বত্তভোগীদেরকে সাঁওতালরা দিকু বলতো।
অথবা , চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে ?
কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চিনের বহু চুক্তিবদ্ধ বিদেশে কাজ করতে যায়।
(i) উপনিবেশবাদ বলতে কী বোঝায় ?
উপনিবেশবাদ বা Colonialism কথাটি এসেছে লাতিন শব্দ Colonia থেকে ; যার অর্থ হল বিশাল সম্পত্তি বা এস্টেট। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় - কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
(ii) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন ?
অস্ট্রেলিয়া , হাওয়াই দ্বীপপুঞ্জ , নিউজিল্যান্ড।
(iii) আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1957 এর 9 ই ফেব্রুয়ারী বাংলার নবাব সিরাজ উদ দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে। এই সন্ধির দ্বারা ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য , কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পান।
(iv) অন্ধকূপ হত্যা কী ?
হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন - সিরাজ উদ দৌলা কর্তৃক কোলকাতা আক্রমণের পর তাঁর নির্দেশে কোলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন ইংরেজ সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা '' অন্ধকূপ হত্যা '' নামে পরিচিত।
অথবা , ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
লর্ড ক্যানিং। ( 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং গভর্নর জেনারেল রানীর প্রতিনিধি হিসেবে প্রত্যক্ষ ভাবে ভারত শাসনের অধিকার পান ও গভর্নর জেনারেল পদটি ভাইসরয় নামে পরিচিত হয়। )
(v) কাও তাও - প্রথা কী ?
কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চিন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে তাকে চিন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকার করে তার নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হত। এটিই ছিল কাও -তাও প্রথা।
(vi) কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ?
সান ইয়াত সেন , 1912 খ্রিস্টাব্দে।
(vii) দিকু কাদের বলে ?
ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার , জোতদার , বণিক , মহাজন , ঠিকাদার , দালাল - ইত্যাদি বিভিন্ন মধ্যস্বত্তভোগীদেরকে সাঁওতালরা দিকু বলতো।
অথবা , চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে ?
কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চিনের বহু চুক্তিবদ্ধ বিদেশে কাজ করতে যায়।
(viii) আলেকজান্ডার ডাফ কে ছিলেন ?
আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন।
অথবা , সর্বপ্রথম কবে এবং কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয় ?
বঙ্গদূত।
(ix) কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত ?
ভারত শাসন আইন 1892 ।
(x) রাওলাট কমিটির সভাপতি কে ছিলেন ?
ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করতে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে রাওলাট কমিশন বা সিডিশন কমিশন গঠিত হয়। 1919 খ্রিস্টাব্দের 18 ই মার্চ এই দমনমূলক আইনটি পাস হয়।
অথবা , কবে , কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়।
(xi) হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কী ছিল ?
হিটলার পোল্যান্ডের ডানজিগ বন্দর এবং সেখানে যাতায়াতের জন্য পোল্যান্ডের ভিতর দিয়ে একটি রাস্তা দাবি করে। পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করলে হিটলার 1939 এর 1 লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। এই ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
(xii) আগস্ট প্রস্তাব কী ?
1942 এর 8 আগস্ট বোম্বাইয়ে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস সমিতির বিপুল অধিবেশনে গান্ধীজি প্রস্তাব করেন 9 ই আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে এবং ইংরেজ ভারত না ছাড়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিপুল ভোট গান্ধীজির এই প্রস্তাব পাশ হয়। এটিই হল আগস্ট প্রস্তাব।
অথবা , INA এর পুরো নাম কী ?
Indian National Army বা আজাদ হিন্দ ফৌজ।
(xiii) 17 ডিগ্রি সমাক্ষরেখা কী ?
জেনেভা সম্মেলনে ইন্দোচিন সমস্যার সমাধানকল্পে স্থির হয় 17 ডিগ্ৰী অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হবে। ওই অক্ষরেখার উত্তরাঞ্চলে ভিয়েতমিনদের এবং দক্ষিণাঞ্চলে ফরাসি নিয়ন্ত্রণাধীন ন - দিয়েম শাসন প্রতিষ্ঠিত হবে।
অথবা , বুলগানিন কে ছিলেন ?
সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।
(xiv) ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় ?
ইয়াল্টা সম্মেলনের উদ্দেশ্য ছিল - (ক ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা ; (খ ) যুদ্ধের পর জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ করা ; (গ ) পোল্যান্ডের সমস্যার সমাধান করা - ইত্যাদি।
(xv) দক্ষিণ আফ্রিকায় প্রথম অ-শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী ?
নেলসন ম্যান্ডেলা।
অথবা , স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয় ?
1971 সালের 16 ই ডিসেম্বর।
(xvi) সাফটা ( SAFTA ) কী ?
1995 সালে দিল্লিতে অনুষ্ঠিত অষ্টম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ , ভারত , পাকিস্তান , শ্রীলংকা 2025 সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসাবে গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি SAFTA ( South Asian Free Trade Area ) নামে পরিচিত ।
অথবা , সর্বপ্রথম কবে এবং কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয় ?
বঙ্গদূত।
(ix) কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত ?
ভারত শাসন আইন 1892 ।
(x) রাওলাট কমিটির সভাপতি কে ছিলেন ?
ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করতে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে রাওলাট কমিশন বা সিডিশন কমিশন গঠিত হয়। 1919 খ্রিস্টাব্দের 18 ই মার্চ এই দমনমূলক আইনটি পাস হয়।
অথবা , কবে , কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়।
(xi) হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কী ছিল ?
হিটলার পোল্যান্ডের ডানজিগ বন্দর এবং সেখানে যাতায়াতের জন্য পোল্যান্ডের ভিতর দিয়ে একটি রাস্তা দাবি করে। পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করলে হিটলার 1939 এর 1 লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। এই ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
(xii) আগস্ট প্রস্তাব কী ?
1942 এর 8 আগস্ট বোম্বাইয়ে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস সমিতির বিপুল অধিবেশনে গান্ধীজি প্রস্তাব করেন 9 ই আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে এবং ইংরেজ ভারত না ছাড়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিপুল ভোট গান্ধীজির এই প্রস্তাব পাশ হয়। এটিই হল আগস্ট প্রস্তাব।
অথবা , INA এর পুরো নাম কী ?
Indian National Army বা আজাদ হিন্দ ফৌজ।
(xiii) 17 ডিগ্রি সমাক্ষরেখা কী ?
জেনেভা সম্মেলনে ইন্দোচিন সমস্যার সমাধানকল্পে স্থির হয় 17 ডিগ্ৰী অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হবে। ওই অক্ষরেখার উত্তরাঞ্চলে ভিয়েতমিনদের এবং দক্ষিণাঞ্চলে ফরাসি নিয়ন্ত্রণাধীন ন - দিয়েম শাসন প্রতিষ্ঠিত হবে।
অথবা , বুলগানিন কে ছিলেন ?
সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।
(xiv) ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় ?
ইয়াল্টা সম্মেলনের উদ্দেশ্য ছিল - (ক ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা ; (খ ) যুদ্ধের পর জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ করা ; (গ ) পোল্যান্ডের সমস্যার সমাধান করা - ইত্যাদি।
(xv) দক্ষিণ আফ্রিকায় প্রথম অ-শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী ?
নেলসন ম্যান্ডেলা।
অথবা , স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয় ?
1971 সালের 16 ই ডিসেম্বর।
(xvi) সাফটা ( SAFTA ) কী ?
1995 সালে দিল্লিতে অনুষ্ঠিত অষ্টম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ , ভারত , পাকিস্তান , শ্রীলংকা 2025 সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসাবে গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি SAFTA ( South Asian Free Trade Area ) নামে পরিচিত ।
PAGE AC : 414
(i) আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল ?
1870 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল বিশ্ববাসীর কাছে একটি অজ্ঞাত ভুখন্ড। বহির্বিশ্বের সাথে আফ্রিকার কোনো যোগাযোগ ছিল না। এজন্য আফ্রিকাকে '' অন্ধকারাচ্ছন্ন মহাদেশ '' বলা হত।
(ii) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন ?
1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি। যদিও এর আগে কলম্বাস 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশে পৌছেছিলেন ; কিন্তু তিনি এটিকে ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেছিলেন।
(iii) মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন ?
1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিনে উন্মুক্ত দ্বার বা মুক্তদ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন। চিনের উন্মুক্ত বাণিজ্য নীতি সবদেশের জন্যই সমান হওয়া উচিত - এই ছিল মুক্তদ্বার নীতির মূলকথা।
অথবা , ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ?
1600 খ্রিস্টাব্দে।
(iv) পলাশির লুন্ঠন বলতে কী বোঝায় ?
পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভূত পরিমাণ অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করতে থাকে। ঐতিহাসিক বি .অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে পলাশির লুন্ঠন বা Plassey Plunder বলে অভিহিত করেছেন।
(v) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
স্যার এলিজা ইম্পে। ( 1773 এর রেগুলেটিং আইন অনুসারে 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। )
অথবা , কে , কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন ?
লর্ড ডালহৌসি 1859 খ্রিস্টাব্দে।
(vi) উডের ডেসপ্যাচ কী ?
বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই শিক্ষা সুপারিশের অন্যতম একটি ছিল কোলকাতা , বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
(vii) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
1875 খ্রিস্টাব্দের 9 ই এপ্রিল বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
অথবা , চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝায় ?
মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে , জল যেমন ওপর থেকে নীচের দিকে চুঁইয়ে পড়ে , ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।
(viii) নব্যবঙ্গীয় কারা ?
মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে , জল যেমন ওপর থেকে নীচের দিকে চুঁইয়ে পড়ে , ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে।
(ix) মর্লে - মিন্টো সংস্কার আইন কবে পাস হয় ?
1909 খ্রিস্টাব্দে। ( একে কাউন্সিল আইন - ও বলা হয় ) ।
(x) কবে , কাদের মধ্যে লখ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়।
অথবা , কে , কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন ?
লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। ( সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন বা চুক্তিতে সাক্ষর করেন হায়দ্রাবাদের নিজাম। )
(xi) নৌ - বিদ্রোহ কবে , কোথায় শুরু হয় ?
1946 খ্রিস্টাব্দের 18 ই ফেব্রুয়ারী বোম্বাইয়ের '' তলোয়ার '' নামক একটি জাহাজে সর্বপ্রথম নৌবিদ্রোহ শুরু হয়।
অথবা , ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ।
ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য 1946 খ্রিস্টাব্দের 24 শে মার্চ । এই মিশনের প্রতিনিধিরা ছিলেন - ভারত সচিব স্যার পেথিক লরেন্স , বাণিজ্য সভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নৌ বাহিনীর প্রধান এ . ভি . আলেকজান্ডার।
(xii) ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক্লিমেন্ট রিচার্ড এটলি।
অথবা , মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ?
মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পেশ করেন যা ভারতীয় স্বাধীনতা আইন রূপে পাস হয়। এটিই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।
(xiii) ওয়ারস চুক্তি কবে ও কেন স্বাক্ষরিত হয় ?
1955 এর 14 ই মে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপীয় দেশগুলিকে নিয়ে যেমন - রাশিয়া , পোল্যান্ড , হাঙ্গেরী , চেকোশ্লোভাকিয়া , রুমানিয়া , বুলগেরিয়া , আলবেনিয়া ও পূর্ব জার্মানি - কে নিয়ে গঠন করে ওয়ারস চুক্তি সংস্থা। এটি গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটো গঠনের প্রত্যুত্তর হিসেবে।
(xiv) দিয়েন - বিয়েন - ফু ঘটনা কী ?
1954 খ্রিস্টাব্দের মার্চে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনামের দিয়েন - বিয়েন - ফু তে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন।
অথবা , মার্শাল পরিকল্পনা কী ?
1947 খ্রিস্টাব্দের 5 ই জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন - যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত প্রসার প্রতিহত করে মার্কিন বাণিজ্যের প্রসার ঘটানো।
(xv) ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের নাম লেখ।
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হল রাজ্যসভা এবং নিম্নকক্ষ হল লোকসভা।
(xvi) ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
1950 খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সভাপতিত্বে। ( কিন্তু প্রথম পরিকল্পনা গৃহীত হয় 1951 খ্রিস্টাব্দে ) ।