ABTA EDUCATION SAQ SOLVE (HS)

by - June 16, 2020

ABTA EDUCATION SAQ SOLVE (HS)

ABTA EDUCATION SAQ SOLVE 2020 



PAGE AC : 20 

(i) আগ্রহের একটি বৈশিষ্ট লেখ। 
আগ্রহ সম্পূর্ণরূপে অর্জিত নয় ; কেননা , বংশধারার কিছু প্রভাব তার মধ্যে দেখা যায়। এছাড়া ব্যাক্তি ও সমাজের চাহিদার পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে আগ্রহের মধ্যে পরিবর্তন দেখা যায়। 

(ii) মনোবিদ ডি ও হের্ - এর মতে দুই প্রকার বুদ্ধি কী কী ?
A ও B বুদ্ধি। 

অথবা , স্পিয়ারম্যানের G এর সাথে তুলনীয় ক্যাট্ল - এর কোন ধরণের বুদ্ধি ?
তরল বুদ্ধি। 

(iii) কোঠারি কমিশনের মতে , প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখ। 
শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা যেমন - টয়লেটের অভ্যাস , পরিচ্ছন্নতা - ইত্যাদির জন্য মৌলিক দক্ষতা গড়ে তোলা। 

(iv) থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখ। 
ব্যবহারের সূত্র হল থর্নডাইক প্রদত্ত অনুশীলনের সূত্রের প্রথম অংশ। এতে বলা হয়েছে সমস্ত অবস্থা ঠিক রেখে যদি একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ বা বন্ধন তৈরী করা যায় - তাহলে বন্ধনটি শক্তিশালী হয়। 
[ অনুশীলনের সূত্রের দ্বিতীয় অংশ হল - অব্যবহার সূত্র। এক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময়ের জন্য তৈরী না হলে বন্ধন দুর্বল হয়ে পড়ে। ]

অথবা , থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্রটি লেখ। 
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে তার ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়। আবার , সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়। 

(v) রাশিবিজ্ঞান। 

(vi) রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো ?
সংগৃহীত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় , তখন সেই দূরত্বকে শ্রেণিব্যাবধান বা শ্রেণীবিভাগ বা শ্রেণীপ্রসার বা Class Interval বলে। 

অথবা , হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখ। 
পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগণের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান বা Class Interval নেওয়া হয়। কিন্তু আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয়না। 

(vii) স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে ?
জাতীয় শিক্ষানীতি 1986 ।

(viii) স্কুল জোট কী ?
কোঠারি কমিশনের সুপারিশে বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়। এতে বলা হয় তিন অথবা চারটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং দশ - কুড়িটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে একসঙ্গে নিয়ে বিদ্যালয় গুচ্ছ তৈরী করা হবে। এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব তৈরী করা। 

অথবা , মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কী ?
ইন্টারমিডিয়েট স্তর হল মূলত স্নাতক পর্যায়ের পূর্ববর্তী স্তর। মুদালিয়ার কমিশন এই ইন্টারমিডিয়েট স্তরকে দুটি ভাগে ভাগ করে 1 বছর মাধ্যমিক শিক্ষার সাথে ও অপর 1 বছর স্নাতক স্তরের সাথে যুক্ত করার সুপারিশ করেন।


(ix) NCRHE - র পুরো কথাটি লেখ। 
National Council of Rural Higher Education ( বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশক্রমে 1956 তে প্রতিষ্ঠিত হয় )। 

অথবা , NCERT র পুরো কথাটি লেখ। 
National Council of Educational Research and Training । 

(x) গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল ?
2 বছর ( সার্টিফিকেট কোর্স ) । 

অথবা , গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে ?
চারটি - ১. নিম্ন ও উচ্চ বুনিয়াদি ; ২. উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক ; ৩. স্নাতক ও ৪. স্নাতকোত্তর। 

(xi) ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয় ?
6 টি। 

অথবা , শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ কর। 
আক্রমণধর্মিতা , মিথ্যা বলা , পঠন - পাঠনে অমনোযোগীতা - ইত্যাদি। 

(xii) কম্পিউটারের স্মৃতি কত প্রকার ও কী কী ?
দুই প্রকার - ১. স্থায়ী স্মৃতি - Read Only Memory বা ROM  ; ২. অস্থায়ী স্মৃতি - Random Access Memory বা RAM ।

অথবা , একটি ইনপুট যন্ত্রের নাম কর। 
যেসকল যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো যায় বা কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় - তাদের ইনপুট ডিভাইস বলে। যেমন - মাউস , কী - বোর্ড - ইত্যাদি। 
[ যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারী ফলাফল জানতে পারে - তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন - মনিটর , প্রিন্টার , স্পিকার - ইত্যাদি ]। 


(xiii) ভারতে অন্ধদের জন্য প্রথম কোথায় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? 
1883 সালে অমৃতসরে মিশনারীগণ কর্তৃক। 1897 সালে প্রতিষ্ঠানটিকে দেরাদুনের রায়পুরে স্থানান্তরিত করা হয়। 

(xiv) ডাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল ?
সকলের জন্য শিক্ষা। ( 2000 এ UNESCO কর্তৃক আয়োজিত। মোট নীতি 6 টি। ) 

অথবা , DIET এর পুরো কথাটি কী ? 
District Institute for Education and Training 

(xv) শিক্ষার চারটি স্তম্ভের প্রবক্তার নাম কী ?
জ্যাক ডেলর। 
[ চারটি স্তম্ভ হল - ১. জানার জন্য শিক্ষা ২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ৩. কর্মের জন্য শিক্ষা ও ৪. একত্রে বসবাসের শিক্ষা। ]

(xvi) শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখ। 
কম্পিউটার , OHP ইত্যাদি।




PAGE AC : 110 :- 

(i) স্কেল কী ?
স্কেল হল একটি পরিমাপক। স্কোরগুলি যখন সমান এককের সাহায্যে প্রকাশ করা হয় - তখন তাকে স্কেল বলে। যেমন - 5, 10, 15, 20 - প্রভৃতি হল সমান একক , যেহেতু এদের দূরত্ব সমান।

(ii) অনুরাগের একটি বৈশিষ্ট লেখ। 
See  AC 20 / I

অথবা , G  উপাদানের একটি বৈশিষ্ট লেখ। 
স্পিয়ারম্যানের G উপাদান বা সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট হল - ১. এটি সহজাত - অর্থাৎ জিনগত সূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী।  ২. এই ক্ষমতা অনুশীলন নিরপেক্ষ। অনুশীলনের দ্বারা এই ক্ষমতা বৃদ্ধি করা যায় না।

(iii) রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কী ?   
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

(iv) অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া কী ?
পৃথকীকরণ ও সামান্যীকরণ। 

(v) বিন্যাসকরণ বলতে কী বোঝো ?
সংগৃহীত তথ্য যখন তাদের বিশেষ গুণ বা স্কোর - বৈশিষ্ট অনুযায়ী বিন্যস্ত করা হয় - তখন তাকে বিন্যাসকরণ বা সারিবিন্যাস বলে। 

(vi) রাশিবিজ্ঞান। 

(vii) SUPW এর পুরো নাম কী ?   
Socially Useful Productive Work

অথবা , নবোদয় বিদ্যালয় কী ? 
1986 - র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় - এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।

(viii) NCERT এর পুরো নাম কী ?
National Council of Educational Research and Training  


অথবা , VEC র পুরো নাম কী ?
Village Education Committee .

(ix) CDPO এর পুরো নাম কী ?
Child Development Project Officer .

অথবা , NYE এর পুরো নাম কী ? ( প্রশ্ন ভুল আছে। NYK হবে। )
নেহেরু যুবা কেন্দ্র। 

(x) স্টাইলাস কী ?
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে।

(xi) কত সালে UGC গঠিত হয় ?
University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে।

অথবা , NCRHE কত সালে গঠিত হয় ?
See AC 20 / IX

(xii) BOAT এর পুরো কথাটি লেখ। 
Board of Apprenticeship Training .

অথবা , কমন স্কুল বলতে কী বোঝো ? 
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় - তাকে কমন স্কুল বলে।
( শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন কমন স্কুলের সুপারিশ করে। )

(xiii) বহুমুখী বিদ্যালয় বলতে কী বোঝো ?
মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরণের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। 

(xiv) DIET এর পুরো কথাটি কী ?
See AC 20 / XIV - OR 

অথবা , ন্যুনতম শিক্ষার মান কাকে বলে ?
শ্রেণীভিত্তিক একটি নির্দিষ্ট মান যা উক্ত শ্রেণীতে পাঠরত সকল শিক্ষর্থীকে অবশ্যই অর্জন করতে হবে , তাকে ন্যুনতম শিক্ষার মান বলে। 

(xv) ভারতীয় ব্রেইল কী ? ( প্রশ্ন ভুল আছে। ভারতী ব্রেইল - হবে। )
অন্ধ শিশুদের জন্য একটি অন্যতম শিক্ষা মাধ্যম হল ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতির ভারতীয় সংস্করণ হল ভারতী ব্রেইল। 

(xvi) শান্তির শিক্ষা কী ?
ডেলর কমিশনের শিক্ষার চারটি স্তম্ভের মধ্যে একটি হল একত্রে বসবাসের শিক্ষা। এর অর্থ হল আন্তর্জাতিক ও স্থানীয় স্তরে শান্তিপূর্ণ সহাবস্থান। এই উদ্দেশ্যে যে শিক্ষাদান করা হয় তা'ই হল শান্তির শিক্ষা। 

অথবা , বিশ্ব শান্তি দিবস কবে উদযাপিত হয় ?
21st September .

(xvii) DTP র পুরো নাম কী ?
Desk Top Publishing 

অথবা , সফটওয়ার ও হার্ডওয়ার - এর একটি পার্থক্য লেখ। 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। 


PAGE : AC 142 :-

(i) AICTE এর পুরো অর্থ কী ?
All India Council for Technical Education । ( 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। )

অথবা , CABE এর পুরো নাম লেখ। 
Central Advisory Board of Education  

(ii) প্রাচীন অনুবর্তনের আবিস্কারক কে ?
বিশিষ্ট রুশ শারীরতত্ববিদ আইভান প্যাভলভ। [ প্রাচীন অনুবর্তন বা Type - I বা S - R বন্ধন বা S- type]

(iii) একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও। 
যে চলের স্কেলে ফাঁক থাকে না , যেকোনো ক্ষুদ্র অংশে যাকে ভাগ করা যায় - তাকে অবিচ্ছিন্ন চল বলে। যেমন - দুজন খেলোয়াড়ের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি ; 5 ফুট 8 ইঞ্চি।

অথবা , গড় কী ? 
সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় , তাকে বলে গড় বা মিন। যেমন - 3,5,4 রাশিগুলির গড় = (3+5+4) / 3 = 4   ।

(iv) মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ কর।  
১. গণতান্ত্রিক নাগরিক তৈরির উদ্দেশ্যে শক্তিশালী সাধারন শিক্ষার ব্যবস্থা করা। 
২. শিক্ষার সঙ্গে বৃত্তি ও উৎপাদন ব্যবস্থাকে যুক্ত করে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। 

অথবা , মুদালিয়ার কমিশন কী ধরণের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেয় ? 
বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School  ( মাধ্যমিক স্তরে ) । 

(v) ICDS এর পুরো নাম লেখ। 
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।

অথবা , ECCE এর পুরো নাম লেখ। 
Early Childhood Care and Education .

(vi) NCTE কী ?
পুরো নাম National Council for Teacher Education । শিক্ষক শিখন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হল এর প্রধান কাজ। 

(vii) শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো ?
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে। 

অথবা , জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয় ? 
1992  । [ NEP 1986 এর প্রয়োজনীয় সংস্কার সাধনের উদ্দেশ্যে ]

(viii) কম্পন ও স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিখনের প্রবক্তা কে ?
কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন। 

অথবা , দুটি সমস্যামূলক আচরণের নাম কর। 
পঠন পাঠনে অমনোযোগীতা , আক্রমনধর্মীতা , মিথ্যা বলা , চুরি করা - ইত্যাদি। 

(ix) শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো ? 
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।

(x) স্কুলে চলো কর্মসূচি কোন কর্মসূচীর অংশ ?
সর্বশিক্ষা অভিযান।  

অথবা , IGNOU এর পুরো নাম কী ? 
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়। 

(xi) কর্মের জন্য শিক্ষার একটি উদ্দেশ্য লেখ। 
১. কাজে দক্ষ হওয়া ও উৎকর্ষতা বৃদ্ধি। 
২. নতুন নতুন পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরী। 

অথবা , ট্রেজার উইদিন কথাটির অর্থ কী ?
শিখন : অন্তরের সম্পদ ( জ্যাক ডেলর কমিশন ) । 

(xii) কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
চার্লস ব্যাবেজ। 

(xiii) E-learning কী ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

অথবা , WWW কী ? 
পুরো নাম World Wide Web । এর মাধ্যমে সারা বিশ্বের ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।

(xiv) জাতীয় শিক্ষানীতি 1986 র শিরোনাম কী ছিল ?
চ্যালেঞ্জ অব এডুকেশন - এ পলিসি পারসপেক্টিভ।

(xv) SUPW এর কথা কোন কমিশনে উল্লেখ আছে ? 
কোঠারি কমিশন।
( SUPW পশ্চিমবঙ্গের কর্মশিক্ষা পাঠ্যবিষয়ের সাথে যুক্ত )

অথবা , SUPW - র পুরো কথাটি লেখ।
Socially Useful Productive Work 

(xvi) রেসপনডেন্ট বলতে কী বোঝ ?
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

অথবা , স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে G উপাদান বলতে কী বোঝো ? 
G বা GMA বা , সাধারণ মানসিক ক্ষমতা যা প্রতিটি বৌদ্ধিক কাজে সাধারণভাবে ব্যবহৃত হয়।




PAGE : AC 199 :- 

(i) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে Drop Out বলতে কী বোঝো ?
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে। 

অথবা , ECCE এর পুরো কথাটি কী ?
Early Childhood Care and Education .

(ii) শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখ। 
শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীকে সক্রিয় থাকতে হয় এবং তা হল অনুশীলন সাপেক্ষ। অপরদিকে পরিণমন প্রক্রিয়াটি যেহেতু সহজাত সেহেতু শিক্ষার্থীর সক্রিয় থাকার প্রশ্ন নেই এবং পরিণমন প্রক্রিয়াটি অনুশীলন নিরপেক্ষ। 

অথবা , মনোযোগের একটি বৈশিষ্ট লেখ। 
১. উডওয়ার্থ - প্রমুখের মতে , মনোযোগ হল নির্বাচনধর্মী প্রক্রিয়া। মনোযোগে একাধিক বিষয় বা বস্তুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়। 
২. মনোযোগ সঞ্চারণশীল ; অর্থাৎ একটি বিষয় বা বস্তুর প্রতি বেশিক্ষন মনোযোগী হওয়া যায়না। 

(iii) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
যখন সমস্যামূলক পরিস্থিতিকে আমরা সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি ও প্রতিক্রিয়া করি তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতা একান্ত প্রয়োজন। 

অথবা , Animal Intelligence এর লেখকের নাম কী ?
থর্নডাইক ( 1899) ।

(iv) ট্যালি কী ?
একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণী বিভাজনে কতগুলি স্কোর রয়েছে তা দ্রুত নির্ণয়ের প্রক্রিয়া হল ট্যালি।

অথবা , গড় কাকে বলে ?
সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় , তাকে বলে গড় বা মিন। যেমন - 3,5,4 রাশিগুলির গড় = (3+5+4) / 3 = 4   ।

(v) শ্রীমতি হংস মেহেতা কমিটি কত সালে গঠিত হয়েছিল ?
1961 ( ভক্ত বৎসলম 1963 ; দুর্গাবাই দেশমুখ বা জাতীয় নারীশিক্ষা পরিষদ 1959 )

অথবা , তপশিলি জাতি ও উপজাতিদের সুবিধার কথা সংবিধানের কত নং ধারায় বলা আছে ?
46 নং ধারায়।

(vii) AICTE এর পুরো নাম কী ?
All India Council for Technical Education । 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। 

অথবা , মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত ?
মোট সদস্য 9 ; বিদেশি সদস্য 2 জন - অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিনেথ রাস্ট উইলিয়াম।

(viii) দৃষ্টিহীনদের প্রতিবন্ধকতার একটি কারণ লেখ।
শারীরিক অসুস্থতা বা , রোগ - ব্যাধি অথবা , হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা।

অথবা , মৌখিক পদ্ধতির প্রবর্তক কে ?
জয়ান পাবলো বঁনে।

(ix) প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কী বোঝো ?
 প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 
( আবার , প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়। )

অথবা , 3R's কী ?
Reading , Writing , Arithmatic .

(x) Knowledge dispels mists of ignorance - উক্তিটি কার ?


অথবা , আন্তর্জাতিক শিক্ষা কমিশনের ( 1996 ) সভাপতি কে ছিলেন ?
জ্যাক ডেলর। ( আন্তর্জাতিক শিক্ষা কমিশন 1972 এর সভাপতি - এডগার ফাউরে ) ।

(xi) রাশিবিজ্ঞান।

অথবা , গড়ের একটি ব্যবহার লেখ।
কোনো শিক্ষার্থীর যোগ্যতা বিচার করতে হলে গড়ের তুলনায় তার বিচার করা হয় ; দেখা হয় তার অবস্থান গড়ের ওপরে না নীচে।

(xii) প্রসার বলতে কী বোঝো ?
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার  90 - 30 = 60 ।

(xiii) প্রেষণার একটি বৈশিষ্ট উল্লেখ কর।
অভাববোধ বা চাহিদা থেকে প্রেষণার জন্ম হয় এবং নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে প্রেষণা আমাদের বাধ্য করে।

অথবা , কীভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায় ?
অনুশীলনের মাধ্যমে যেমন আবৃতি পদ্ধতি , রুটিন পদ্ধতি অনুসরণ করে এবং রবিনসনের Survey - Q - R পদ্ধতি অনুসরণ করে স্মৃতিশক্তি বাড়ানো যায়।

(xiv) '' স্কিনার - বক্স ''  কী ?
সক্রিয় অনুবর্তনের পরীক্ষা করার জন্য স্কিনার একটি বাক্স সদৃশ উপকরণ নির্মাণ করেন - যা স্কিনার বক্স নামে পরিচিত। এতে অল্প সময়ের মধ্যে বহু আচরণের অধ্যয়ন করা যায়। 

অথবা , সুলতান কে ?
সুলতান হল একটি শিম্পাঞ্জি। মনোবিজ্ঞানী কোহলার 1913 থেকে 1917 পর্যন্ত এই সুলতানের ওপরে অন্তর্দৃষ্টিমূলক শিখনের পরীক্ষা ও গবেষণা করেছিলেন। 

(xv) ভারতীয় সংবিধান কে রচনা করেছিলেন ? 
গণপরিষদের অনুমোদনক্রমে খসড়া কমিটি বি আর আম্বেদকরের নেতৃত্বে। 

অথবা , ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো ?
সংবিধানের 25 - 28 নং ধারায় ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত আলোচনার মূল বিষয়বস্তু হল রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই এবং এবং সকলের ধর্মীয় স্বাধীনতার অধিকার সংরক্ষণে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। 

(xvi) স্লাইড কী ?
শ্রেণীতে পঠন পাঠন উপস্থাপনের আগেই পাঠ্য বিষয়কে কয়েকটি স্লাইড বা ফ্রেম - এ পরিণত করা হয়  এবং তারপর সেগুলি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।   

অথবা , CAI এর পুরো নাম কী ?
Computer Assisted Instruction বা কম্পিউটার সহযোগী নির্দেশনা।  


PAGE AC : 232 :-

(i) শিক্ষার চারটি মূল স্তম্ভ কী কী ? 
ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা , 
১. জানার জন্য শিক্ষা ,
২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা। 

(ii) কম্পিউটার সহযোগী শিখন কাকে বলে ?
কম্পিউটার সহযোগী শিখন ( CAL ) এর মূলনীতি হল ছাত্রছাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞান বৃদ্ধি করা। এতে রৈখিক প্রোগ্রামে স্লাইডের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিচার - বিশ্লেষণের সুযোগ পায়। 

(iii) মৌখিক পদ্ধতির প্রবর্তক কে ?  
  জয়ান পাবলো বঁনে।

(iv) বেলগ্রেড সম্মেলনের বিষয় কী ছিল ?
বিশ্বজুড়ে শিক্ষা পরিকল্পনার উন্নয়ন ও সে সম্পর্কে নীতি নির্ধারণ। ( 2018 )

অথবা , DPEP এর পুরো কথাটি কী ?
District Primary Education Programme ( 1994)

(v) স্টাইলাস কী ? 
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে।

অথবা , শ্রেণীকক্ষে শিশুদের দুটি আচরণমূলক সমস্যা উল্লেখ কর। 
আক্রমণধর্মিতা , মিথ্যা বলা , পঠন - পাঠনে অমনোযোগিতা - ইত্যাদি।

(vi) ROM ও RAM এর একটি পার্থক্য লেখ। 
(ক ) RAM এর পুরো নাম Random Access Memory; কিন্তু ROM এর পুরো নাম Read Only Memory । 
(খ ) RAM এর স্মৃতি অস্থায়ী ; কিন্তু ROM এর স্মৃতি স্থায়ী। 
(গ ) RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল ; কিন্তু ROM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়। 

অথবা , একটি আউটপুট যন্ত্রের নাম লেখ। 
যে সমস্ত যন্ত্রের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারী ফলাফল জানতে পারে - তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন - মনিটর , প্রিন্টার , স্পিকার ইত্যাদি। 

[ যে সকল যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো যায় বা কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় - তাদের ইনপুট ডিভাইস বলে। মাউস , কী - বোর্ড - ইত্যাদি। 

(viii) গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় উচ্চশিক্ষায় কত বছরের কোর্স ছিল ?
3 + 2 = 5 বছর। 

অথবা , + 2 স্তরের শিক্ষা বলতে কী বোঝো ? 
উচ্চমাধ্যমিক শিক্ষা। 



(ix) নবোদয় বিদ্যালয়ের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে ?
জাতীয় শিক্ষানীতি 1986 তে। 

(x) প্রশ্নটি অর্থহীন ; তাই এর উত্তর দেওয়া সম্ভব নয়। 

অথবা , বহুমুখী বিদ্যালয় কী ? 
মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরণের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। 

(x) কমন স্কুল কী ?
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় - তাকে কমন স্কুল বলে।
( শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন কমন স্কুলের সুপারিশ করে। )

(xi) রাশিবিজ্ঞান। 

(xii) রাশি বিজ্ঞানে শ্রেণী সীমানা বলতে কী বোঝায় ?
কোনো শ্রেণীবিভাগের দুই প্রান্তকে সেই শ্রেণীর শ্রেণি সীমা (Class Limit ) বলা হয়। প্রান্তদ্বয়ের নিম্নতর সীমাকে নিম্নশ্রেনিসীমা ও উর্দ্ধতর সীমাকে উর্ধশ্রেণীসীমা বলে। 

অথবা , মধ্যমমানের দুটি সুবিধা লেখ। 
১. মধ্যমমান খুব সহজেই শুধুমাত্র রাশিতথ্যমালা পর্যবেক্ষণ করেই নির্ণয় করা যায়। 
২. মধ্যমমান ক্রান্তীয় বা চরম মানগুলির দ্বারা প্রভাবিত হয়না। 

(xiii) মুদালিয়ার কমিশনের মতে , মাধ্যমিক শিক্ষার একটি উদ্দেশ্য লেখ। 
প্রতিটি শিক্ষার্থীকে জাতীয় লক্ষ্য পূরণের সহায়ক সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাধ্যমে গণসংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো। 

(xiv) অপানুবর্তন কাকে বলে ?
অনুবর্তন প্রক্রিয়াকে স্থায়ী করতে হলে স্বাভাবিক উদ্দীপকের ক্রমাগত উপস্থিতি প্রয়োজন। স্বাভাবিক উদ্দীপকের অনুপস্থিতিতে প্রাণীর অনুবর্তিত প্রতিক্রিয়া কমতে - কমতে বন্ধ হয়ে যায়। একেই অপানুবর্তন বলে।     

অথবা , থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখ। 
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটানোর সময় প্রাণী প্রস্তুত না থাকলে বিরক্ত হয় এবং প্রস্তুত থাকলে সংযোগ দৃঢ় হয়। 

(xv) পরিণমনের একটি বৈশিষ্ট লেখ। 
পরিণমন সহজাত এবং তা অনুশীলন নিরপেক্ষ এবং এতে শিক্ষর্থীর সক্রিয়তার প্রয়োজন হয়না। 

(xvi) বুদ্ধির কোন তত্ত্বটি Electric Theory নামে পরিচিত ?
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্ব ( থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বটি প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত ) ।

অথবা , স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বটি কী ?
প্রতিটি বৌদ্ধিক কাজ করার ক্ষেত্রে সাধারণ মানসিক ক্ষমতা ( GMA ) ও একটি বিশেষ মানসিক ক্ষমতা ( SMA ) প্রয়োজন হয়। এটিই হল স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্ব। 

  

PAGE : AC 377 :- 

(i) শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখ। 
শিখন অনুশীলন নির্ভর ও শর্তসাপেক্ষ। কিন্তু পরিণমন অনুশীলন নির্ভর নয় ও তা শর্তসাপেক্ষ নয়। 

(ii) পাজল বক্স কী ?
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। 

(iii) মিডিয়ান কী ?
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।

(iv) UGC র পুরো কথাটি কী ?
University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে।

অথবা, DPI এর পুরো কথাটি কী ?
Director of Public Instruction

(v) কোঠারি কমিশনের ত্রি ভাষা সূত্রটি কী ?
কোঠারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্রটি হল - মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারী ভাষা ইংরেজি ; একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা প্রথম দুটি ভাষার অন্তর্ভুক্ত নয়। 

অথবা , শিশুকেন্দ্রিক শিক্ষা কী ?
বর্তমানে প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং তার পাঠক্রম , লক্ষ্য ও উদ্দেশ্য , মূল্যায়ন , শিক্ষা নির্দেশনা - ইত্যাদি বিষয়গুলি শিশুর চাহিদা ও সামর্থ্যের উপর ভিত্তি করে আবর্তিত হয়। একেই শিশুকেন্দ্রিক শিক্ষা বলে। 

(vi) আমাদের দেশে কত সালে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে ?
শিক্ষার অধিকার আইন প্রবর্তিত হয় 4 আগস্ট 2009 ও কার্যকরী হয় 2010 এর 1 লা এপ্রিল। 

অথবা , সর্বজনীন শিক্ষা কী ?
যে শিক্ষায় সকলের সুযোগ আছে , সকলের ভর্তির সুযোগ আছে এবং একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে - তাকে সর্বজনীন শিক্ষা বলে। 

(vii) UNESCO এর পুরো নাম কী ?
United Nations Educational , Scientific and Cultural Organisation । এটি UNO - র একটি সংস্থা। 

অথবা ,  WWW কী ? 
পুরো নাম World Wide Web । এর মাধ্যমে সারা বিশ্বের ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।

(viii) কারিগরি শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম লেখ। 
ITI ও পলিটেকনিক। 

অথবা , করপল্লবী কোন ধরণের প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত হয় ?
মূক ও বধির ( প্রবর্তক পেরিয়ার ) ।

(ix)  E-learning কী ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

(x) CRC এর পুরো কথাটি কী ?
Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র ( সুপারিশ করেন মুদালিয়ার কমিশন )
[ এছাড়া , SRC এর পুরো নাম - State Resource Centre ]

অথবা , সংবিধানের 45 নং ধারায় কী বলা হয়েছে ?
সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র। 

(xi) ফ্রিকোয়েন্সি কী ?
কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা Frequency বলে। যেমন -  3, 4, 4, 5,5,5 - এখানে 3, 4 ,5 এর পরিসংখ্যা হল যথাক্রমে 1, 2 ও 3  । 

(xii) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের অর্থ কী ?
থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মূলকথা হল শিক্ষার্থী প্রচেষ্টার মাধ্যমে ভুলের সংখ্যা কমাতে কমাতে সঠিক লক্ষ্যে উপনীত হবে। 

অথবা , মনোযোগের একটি ব্যাক্তিগত নির্ধারক কী ?
আগ্রহ , চাহিদা , অভ্যাস , সেন্টিমেন্ট - ইত্যাদি 

(xiii) কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে ?
রাধাকৃষ্ণন কমিশন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে গ্রামীণ উচ্চশিক্ষা ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য 1956 সালে NCRHE গঠিত হয়। 

(xiv) ECCE বলতে কী বোঝো ?
পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   । 

অথবা , কারিগরি শিক্ষার উন্নতির জন্য সর্বভারতীয় ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে ?
AICTE     । 

(xv)  বুদ্ধির একটি বৈশিষ্ট লেখ।
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। 

(xvi) থর্নডাইকের অনুশীলনের সূত্রের ক'টি অংশ ও কী কী ?
ব্যবহারের সূত্র ও অব্যবহারের সূত্র।

[ ব্যবহারের সূত্র হল থর্নডাইক প্রদত্ত অনুশীলনের সূত্রের প্রথম অংশ। এতে বলা হয়েছে সমস্ত অবস্থা ঠিক রেখে যদি একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ বা বন্ধন তৈরী করা যায় - তাহলে বন্ধনটি শক্তিশালী হয়। 
অনুশীলনের সূত্রের দ্বিতীয় অংশ হল - অব্যবহার সূত্র। এক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময়ের জন্য তৈরী না হলে বন্ধন দুর্বল হয়ে পড়ে। ]

অথবা , রেসপনডেন্ট আচরণ বলতে কী বোঝো ?
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।




PAGE AC : 402 :- 

(i) মনোযোগের একটি ব্যাক্তিগত নির্ধারকের নাম লেখ। 

আগ্রহ , চাহিদা , অভ্যাস , সেন্টিমেন্ট - ইত্যাদি 

(ii) একজন গেস্টাল্টবাদী মনোবিদের নাম লেখ। 
কুর্ট কফকা , উলফগ্যাং কোহলার - প্রমুখ। 

অথবা , পরিণমনের একটি বৈশিষ্ট লেখ।   
পরিণমন সহজাত এবং তা অনুশীলন নিরপেক্ষ এবং এতে শিক্ষর্থীর সক্রিয়তার প্রয়োজন হয়না।

(iii) প্রেষণা সৃষ্টিকারী একটি নির্ধারকের নাম লেখ। 
অনুরাগ , কৌতূহল , উদবেগ , সাফল্য , উদ্দীপনা - ইত্যাদি।

(iv) বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ দাও। 
যে ধরণের চলের স্কেলে ফাঁক থাকে , তাকে বিচ্ছিন্ন চল বলে। যেমন কোনো শ্রেণির ছাত্রসংখ্যা 30 বা 31 বা 32 হতে পারে। কিন্তু কখনই 30.2 বা 30.5 হবে না।

(v) অপানুবর্তন কাকে বলে ? 
অনুবর্তন প্রক্রিয়াকে স্থায়ী করতে হলে স্বাভাবিক উদ্দীপকের ক্রমাগত উপস্থিতি প্রয়োজন। স্বাভাবিক উদ্দীপকের অনুপস্থিতিতে প্রাণীর অনুবর্তিত প্রতিক্রিয়া কমতে - কমতে বন্ধ হয়ে যায়। একেই অপানুবর্তন বলে।

(vi) MLL এর পুরো নাম কী ?
Minimum Level of Learning

অথবা , CMI এর পুরো নাম কী ? 
Computer Managed Instruction

(vii) স্টাইলাস কী ? 
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে। 

(viii)  ত্রিভাষা বলতে কী বোঝ ?
কোঠারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্রটি হল - মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারী ভাষা ইংরেজি ; একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা প্রথম দুটি ভাষার অন্তর্ভুক্ত নয়। 



(ix) সংবিধানের 45 নং ধারায় কী বলা হয়েছে ?
ভারতীয় সংবিধানের 45 নং ধারায় উল্লেখ আছে যে , সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র বা ,  সরকার।

(x)  বুদ্ধির অভীক্ষা বলতে কী বোঝ ? 
যে অভীক্ষার মাধ্যমে সাধারণ বয়স ও মানসিক বয়সের তুলনা করা হয়। এর একক হল বুদ্ধ্যাঙ্ক। 

অথবা , অন্তর্দৃষ্টিমূলক শিখন কী ? 
যখন সমস্যামূলক পরিস্থিতিকে আমরা সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি ও প্রতিক্রিয়া করি তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতা একান্ত প্রয়োজন।

(xi) বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয় কেন ?
আবুল কালাম আজাদ বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন। কেননা , শুধুমাত্র সাক্ষর করে তোলাই বয়স্ক শিক্ষার লক্ষ্য নয় ; গণতান্ত্রিক সমাজ জীবনে প্রতিটি নাগরিক যাতে তার যোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হয় , সেই সচেতনতা গড়ে তোলাও বয়স্ক শিক্ষার লক্ষ্য।

(xii) UNESCO এর পুরো নাম লেখ। 
United Nations Educational , Scientific and Cultural Organisation । এটি UNO - র একটি সংস্থা।

অথবা , ITI এবং IIT এর মধ্যে পার্থক্য কী ?
IIT হল ভারতের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ; অন্যদিকে ITI তে হাতে কলমে ব্যবহারিক বিষয়ে কাজ শেখানো হয়ে থাকে। 
( IIT এর পুরো নাম Indian Institute of Technology  ; এবং ITI এর পুরো কথাটি হল Industrial Training Institute  )

(xiii) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় ?
8 ( আট ) সেপ্টেম্বর। 

অথবা , UNICEF এর পুরো কথাটি কী ?
United Nations International Children's Emergency Fund 

(xiv) কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝ ?
ডেলরস কমিশন কর্মের জন্য শিক্ষা বলতে বুঝিয়েছেন - শুধুমাত্র কোনো কাজ সম্পন্ন করা নয় ; এর প্রকৃত অর্থ হল - কাজে উৎকর্ষ আনা , কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা অর্জন। 

অথবা , একত্রে বাঁচার শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ। 
১. সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যাক্তিকে মুক্ত করা। 
২. হিংসা - বিদ্বেষ দূর করে পারস্পরিক সহযোগিতার পথে এগিয়ে যাওয়া। 

(xv) CPU কী ?
পুরো নাম - Central Processing Unit   । ডেটা প্রসেসিং সহ কম্পিউটারের ভিতরের এবং কম্পিউটারের সাথে যুক্ত সমস্ত যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করে এই ইউনিট। এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এজন্য একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। 

অথবা , অ্যাবাকাস কী ?
অ্যাবাকাস হল যন্ত্রগণক। এটি প্রকৃতপক্ষে কম্পিউটারের পূর্বপুরুষ। 

(xvi) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
জনশিক্ষা বিস্তারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। 
( 1924 সালে তিনি শ্রীনিকেতনে '' শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ) 

অথবা , একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখ। 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় , বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় , আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।  


You May Also Like

0 comments