WBTA TEST PAPERS SOLVE 2020 : EDUCATION SAQ

by - June 03, 2020

WBTA TEST PAPERS SOLVE 2020 : EDUCATION SAQ



PAGE 84; MODEL SET 1

(i) আধুনিক অর্থে শিক্ষা বলতে কী বোঝ ?
আধুনিক অর্থে শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া। বর্তমানে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হল শিশুকেন্দ্রিক। 

(ii) '' G '' উপাদানের দুটি বৈশিষ্ট লেখ।
স্পিয়ারম্যানের G উপাদান বা , সাধারণ মানসিক ক্ষমতার দুটি বৈশিষ্ট হল - 
১. এটি সহজাত - অর্থাৎ জিনগত সূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী। 
২. এই ক্ষমতা অনুশীলন নিরপেক্ষ। অনুশীলনের দ্বারা এই ক্ষমতা বৃদ্ধি করা যায় না। 

(iii) রাশিবিজ্ঞানে পরিসংখ্যা ( frequency ) কথাটির অর্থ কী ?
কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা Frequency বলে। যেমন -  3, 4, 4, 5,5,5 - এখানে 3, 4 ,5 এর পরিসংখ্যা হল যথাক্রমে 1, 2 ও 3। 

অথবা , রাশিবিজ্ঞান।

(iv) থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখন পদ্ধতির যেকোনো দুটি সূত্রের নাম লেখ।
3 টি প্রধান সূত্র - ফললাভের সূত্র , অনুশীলনের সূত্র ও প্রস্তুতির সূত্র। 

(v) পরিসংখ্যা বহুভূজ কাকে বলে ?
পরিসংখ্যা বহুভূজ হল এক ধরণের রৈখিক লেখচিত্র। এতে স্কোর ও তার পরিসংখাকে যথাক্রমে x ও y  অক্ষে যথোপযুক্ত স্কেলের সাহায্যে উপস্থিত করে একটি আবদ্ধ ক্ষেত্র রচনা করা হয়। 

অথবা , রাশিবিজ্ঞান।

(vi) সংবিধানের 45 নং ধারায় কী বলা হয়েছে ?
সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র। 

(vii) UGC কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ?
উচ্চশিক্ষা। ( University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে। )

(viii) মুদালিয়র কমিশন কী ধরণের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল ?
বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School  ( মাধ্যমিক স্তরে ) । 

অথবা , CRC এর পুরো কথাটি কী ?
সর্বাত্মক পরিচয়পত্র বা , কিউমুলেটিভ রেকর্ড কার্ড (  Cumulative Record Card ; মুদালিয়র কমিশন প্রস্তাবিত। )



(ix) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে '' অনুন্নয়ন '' বলতে কী বোঝ ?
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 

( আবার , প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়। )

(x) IGNOU এর পুরো নাম কী ?
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়। 

অথবা , '' ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ '' বলতে কী বোঝ ?
1968 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয় - চাকুরীর ক্ষেত্রে ডিগ্রি অবশ্য প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না। নিয়োগকর্তারা পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করে নেবেন। এটিই হল ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ। 

(xi) বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত ?
ভিন্ন ক্ষমতা সম্পন্ন বা , বিশেষ চাহিদা সম্পন্ন। ( CWSN = Children With Special Need )  

(xii) মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ।
১. মূক ও বধির শিশুদের সামাজিক বিকাশে সহায়তা। 
২. তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণদানের মধ্যে দিয়ে পরবর্তী জীবনে জীবিকা নির্বাহের পথ প্রশস্ত করা। 

অথবা , মৌখিক পদ্ধতির প্রবর্তক কে ?
মৌখিক পদ্ধতির ( বা , ওষ্ঠ পঠন পদ্ধতি বা , বাক - পঠন পদ্ধতির ) প্রবর্তক জয়ান পাবলো বঁনে।

(xiii) SSA এর পুরো কথাটি লেখ।
Sarba Siksha Abhiyan বা , সর্বশিক্ষা অভিযান। ( 2002 সালে এটি প্রচলিত হয় ; প্রাথমিক শিক্ষাস্তর। )

অথবা , বয়স্ক শিক্ষার যেকোনো একটি লক্ষ্য উল্লেখ কর।
১. দেশের অধিকাংশ জনগণ যাতে যথার্থ নাগরিকের ভূমিকা পালন করে - তা নিশ্চিত করা। 
২. সামাজিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বয়স্কদের অংশগ্রহণ ঘটিয়ে সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা। 

(xiv) ডেলর কমিশন কত সালে UNESCO তে তাদের রিপোর্ট পেশ করে ?
1996 সালের 11 এপ্রিল। ( গঠিত হয় 1993 সালে। প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within -  শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। )

(xv) স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সাথে সম্পর্কযুক্ত ?
জানার জন্য শিক্ষা ( ডেলর কমিশন ) ।

(xvi) ALU এর পুরো কথাটি লেখ।
Arithmetic Logic Unit । এটি CPU এর মধ্যে থাকে। এটি সবধরণের অঙ্ক কষে এবং তুলনামূলক বিচার করে।     


PAGE 86 ; MODEL SET II :-

( i ) গ্যাগনি কত প্রকার শিখনের কথা বলেছেন ?
8 ( আট ) প্রকার। সর্বোচ্চ স্তর - সমস্যা সমাধানমূলক শিখন ও সর্বনিম্ন স্তর - সংকেত শিখন।

অথবা , বুদ্ধ্যাঙ্ক পরিমাপের সূত্রটি কী ?
 বুদ্ধ্যাঙ্ক ( IQ )  = ( ব্যাক্তির মানসিক বয়স MA / ব্যাক্তির সাধারণ বয়স  CA ) x 100

( ii ) অপানুবর্তন কী ?
অনুবর্তন প্রক্রিয়াকে স্থায়ী করতে হলে স্বাভাবিক উদ্দীপকের ক্রমাগত উপস্থিতি প্রয়োজন। স্বাভাবিক উদ্দীপকের অনুপস্থিতিতে প্রাণীর অনুবর্তিত প্রতিক্রিয়া কমতে - কমতে বন্ধ হয়ে যায়। একেই অপানুবর্তন বলে।

( iii ) ভূষিষ্টকের একটি ব্যবহার লেখ।
গড় ও মধ্যকের তুলনায় ভূষিষ্টক সহজে নির্ণয় করা যায়। যার ফলে শিল্প ও ব্যবসা ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অথবা , রাশিবিজ্ঞান।

( iv ) কত খ্রিস্টাব্দে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?
1976 সালে ; 42 তম সংশোধনী।

অথবা , নারীশিক্ষা পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়েছিল ?
শ্রীমতি দুর্গাবাই দেশমুখ ; 1959 সালে।

( v ) DPI এর সম্পূর্ণ কথাটি কী ?
Director of Public Instruction

( vi ) AICTE কী ?
All India Council for Technical Education । 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। 

( vii ) Cumulative Record Card কী ?
মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিবর্তে তাদের বিদ্যালয় জীবনের সব ধরণের ঘটনাগুলোকে একস্থানে লিপিবদ্ধ করার সুপারিশ করে। এটিই হল সর্বাত্মক পরিচয়পত্র বা , Cumulative Record Card ।

( viii ) Common School কী ?
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় - তাকে কমন স্কুল বলে।
( শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন কমন স্কুলের সুপারিশ করে। )



( ix ) UGC - র পুরো নাম কী ?
University Grants Commission ( 1956 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশে গঠিত হয়। এর কাজ হল মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি প্রদান আর্থিক সংস্থান নিশ্চিত করা। )

অথবা , NIEPA র পুরো নাম কী ?
National Institute of Educational Planning and Administration .

( x ) নবোদয় বিদ্যালয় কাকে বলে ?
1986 - র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় - এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।

( xi) CATTS - এর পুরো নাম কী ?
Combind Access Training Tracking System .

 (xii ) বুনিয়াদি বিদ্যালয়ের প্রবর্তক কে ?
মহাত্মা গান্ধী। একে নঈ তালিম শিক্ষাও বলা হয়।
( গান্ধীজির শিক্ষাদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল বুনিয়াদী শিক্ষা। স্ব - নির্ভরতা , সুঅভ্যাস , কর্মদক্ষতা , জাতীয়তাবোধ - ইত্যাদির মাধ্যমে জাতির বুনিয়াদ বা ভিত গড়ে তোলার লক্ষ্যই হল বুনিয়াদী শিক্ষা।


( xiii ) 3 R কী ?
Reading , Writing , Arithmatic .


( xiv ) ICDS এর পুরো নাম কী ?
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।

( xv ) শ্রেণি কক্ষের দুটি আচরণগত সমস্যার উল্লেখ কর।
আক্রমণধর্মিতা , মিথ্যা বলা , পঠন - পাঠনে অমনোযোগিতা - ইত্যাদি।

অথবা , আচরণগত সমস্যার প্রতিকারের দুটি উপায় উল্লেখ কর।
১. শ্রেণীকক্ষে শিক্ষকের নিরপেক্ষ থাকা ও সকলের সাথে সম আচরণ করা।
২. অভিভাবকদের দ্বায়িত্ব হল সন্তানের সমস্যাগুলিকে চিহ্নিত করা ও তাদের সামর্থ অনুসারে সাফল্য প্রত্যাশা করা।

( xvi ) অপচয় কাকে বলে ?
See WBTA 2020 ; 84 / ix 

অথবা , শিক্ষায় অনুন্নয়ন বলতে কী বোঝ ?
See WBTA 2020 ; 84 / ix . 


PAGE 87 ; MODEL SET III 

( i ) শিখন কাকে বলে ? 
অতীত অভিজ্ঞতা ও অনুশীলনের প্রভাবে আচরণধারা সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। 

অথবা , টাইম কার্ভ - কাকে বলে ? ( Time Curve )
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে। 

( ii ) ICDS এর পুরো নাম লেখ। 
See WBTA 2020 86/ xiv 

অথবা , CMI এর পুরো নাম কী ?
Computer Managed Instruction 

(iii ) RAM ও ROM এর দুটি পার্থক্য লেখ। 
(ক ) RAM এর পুরো নাম Random Access Memory; কিন্তু ROM এর পুরো নাম Read Only Memory । 
(খ ) RAM এর স্মৃতি অস্থায়ী ; কিন্তু ROM এর স্মৃতি স্থায়ী। 
(গ ) RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল ; কিন্তু ROM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়। 

অথবা , জ্ঞানার্জনের পর্যায়গুলি লেখ। 
জ্ঞানার্জন > > সংরক্ষণ >> পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা। 

( iv ) থার্স্টোনের তত্ত্বে '' V ''  চিহ্ন দ্বারা কী বোঝানো হয় ?
বাচনিক উপাদান বা , Verbal Ability । 

অথবা , স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম কী ?
টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0 
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )

( v ) স্টাইলাস কী ?
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে। 

( vi ) ত্রিভাষা বলতে কী বোঝ ?
কোঠারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্রটি হল - মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারী ভাষা ইংরেজি ; একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা প্রথম দুটি ভাষার অন্তর্ভুক্ত নয়। 

( vii ) সংবিধানের 14 নং ধারায় কী বলা হয়েছে ?
সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে যে , আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেরই আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার আছে। 

অথবা , সংবিধানের 15 নং ধারায় কী বলা হয়েছে ?
সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে যে , জাতি , ধর্ম , বর্ণ , লিঙ্গ , জন্মস্থান , অর্থনৈতিক অবস্থা - ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কারও প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। 

( viii ) R - type অনুবর্তন কাকে বলে ?
R - type অনুবর্তন হল সক্রিয় অনুবর্তন বা type II শিখন। এই অনুবর্তনে প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সাথে যুক্ত করা যায়। যেমন - কুকুরের লালাক্ষরণের সাথে ঘন্টা ধ্বনির সম্পর্ক। 



( ix ) AICTE এর পুরো নাম কী ?
All India Council for Technical Education ; এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। 

অথবা , CABE এর পুরো নাম কী ?
Central Advisory Board of Education  

( x ) A ও B বুদ্ধি কী ?
A বুদ্ধি বা তরল বুদ্ধি বা জন্মগত বুদ্ধি হল জন্মগত মানসিক রূপের ক্ষমতা যা জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষ হতে প্রাপ্ত। এর প্রবক্তা ক্যাটল। 
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল। 


অথবা , স্কিনার কোন দুটি আচরণের কথা বলেছেন ?
অপারেন্ট ও রেসপনন্ডেন্ট। 

( xi ) UGC কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ?
উচ্চশিক্ষা। 

অথবা , ICDS এর পুরো কথাটি কী ?
See WBTA 2020 86/ xiv 

( xii ) সফটওয়ার ও হার্ডওয়ার - এর একটি পার্থক্য লেখ। 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। 

( xiii ) হিস্টোগ্রামের ক্ষেত্রে পরিসংখ্যাগুলি কোথায় বসানো হয় ?
Y অক্ষে। ( X অক্ষে মধ্যবিন্দু) । 

অথবা , রাশিবিজ্ঞান। 

( xiv ) বুদ্ধির অভীক্ষা কাকে বলে ?
যে অভীক্ষার মাধ্যমে সাধারণ বয়স ও মানসিক বয়সের তুলনা করা হয়। এর একক হল বুদ্ধ্যাঙ্ক। 

অথবা , অন্তর্দৃষ্টিমূলক শিখন কী ?
যখন সমস্যামূলক পরিস্থিতিকে আমরা সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি ও প্রতিক্রিয়া করি তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতা একান্ত প্রয়োজন। 

( xv ) UNESCO এর পুরো নাম কী ?
United Nations Educational , Scientific and Cultural Organisation । এটি UNO - র একটি সংস্থা। 

অথবা , ITI এবং IIT এর মধ্যে পার্থক্য কী ?
IIT হল ভারতের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ; অন্যদিকে ITI তে হাতে কলমে ব্যবহারিক বিষয়ে কাজ শেখানো হয়ে থাকে। 
( IIT এর পুরো নাম Indian Institute of Technology  ; এবং ITI এর পুরো কথাটি হল Industrial Training Institute  )


( xvi ) পরিণমনের একটি বৈশিষ্ট লেখ।
পরিণমন সহজাত এবং এটি অনুশীলন নির্ভর নয়। এটি মানুষের চাহিদা ও সক্রিয়তার সাথেও সম্পর্কিত নয়। 

অথবা , e- learning বলতে কী বোঝ ?
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।  


PAGE 89 ; MODEL SET IV

(ক) রাশিবিজ্ঞান।

(খ ) বুদ্ধি কাকে বলে ?
জ্ঞান অর্জন ও তাকে প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। মনোবিজ্ঞানীদের মতে , বুদ্ধি একটি মানসিক সামর্থ্য।

অথবা , ভার্নন কোন বুদ্ধির কথা বলেছেন ?
C - বুদ্ধি।

(গ ) স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখ।
See WBTA 2020 87 / IV - OR

(ঘ ) রেসপনডেন্ট বলতে কী বোঝ ?
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

(ঙ ) কল্পিত গড় কী ?
ইচ্ছামত কোনো রাশিকে গড় হিসাবে ধরে নিলে - তাকে কল্পিত গড় বলে। সাধারণতঃ কল্পিত গড়কে A দ্বারা প্রকাশ করা হয়।

(চ ) AICTE - এর পুরো নাম কী ? See WBTA 2020 87/ IX

অথবা , শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো ? See WBTA 2020 84/ IX

(ছ ) শ্রী - নিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে ''  শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। )

অথবা , ECCE - এর সম্পূর্ণ নাম কী ?
Early Childhood Care and Education .



(জ ) সপ্ত প্রবাহ কী ?
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ। 

(ঝ ) CAL বলতে কী বোঝো ?
Computer Assisted Learning বা কম্পিউটার সহযোগী শিখন। এর মূল নীতি হল ছাত্র ছাত্রীদের  অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞান বৃদ্ধি করা। 

(ঞ ) বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে , কত খ্রিস্টাব্দে অভিহিত করেন ?
আবুল কালাম আজাদ 1949 সালে। ( আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে '' বয়স্ক শিক্ষা '' বা '' সামাজিক শিক্ষা '' কথাগুলির পরিবর্তে 
'' বয়স্ক - সাক্ষরতা '' বা Adult Literacy কথাটি ব্যবহৃত হয়েছে। ) 

(ট ) TLC - এর সম্পূর্ণ নাম কী ?
Total Literacy Campaign .

( ঠ ) বয়স্ক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ কর।
১. বয়স্ক শিক্ষা কর্মসূচীতে সর্বস্তরের বয়স্ক মানুষের আগ্রহের অভাব। 
২. কৃষক , শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষের নিদারুন অর্থাভাব শিক্ষাগ্রহণ থেকে তাদের নিরুৎসাহিত করে। 

অথবা , ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে ?
লেখা , পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। 
( যে মাত্রার সাক্ষরতা ব্যাক্তিকে সমাজ ও পেশাগত জীবনের উপযুক্ত করে তোলে - তাকে কার্যকরী সাক্ষরতা বলে। ) 

(ড ) স্টাইলাস কী ? See WBTA 2020 87 / V

( ঢ ) সর্বশিক্ষা নারী পরিষদ কত সালে গঠিত হয় ?
নারী শিক্ষা পরিষদ গঠিত হয় 1959 সালে দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। 
( সর্বশিক্ষা কথাটি এই প্রশ্নে নিশ্চই ভুলকরে দেওয়া হয়েছে।  সঠিক কথাটি হবে '' নারী শিক্ষা পরিষদ '' ) 

অথবা , নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে ?
15(1) নং ধারায়। 

(ণ ) ICT এর পুরো কথাটি কী ?
Information and Communication Technology 

অথবা , Hardware কী ?
See WBTA 2020 87 / XII


PAGE 397 ; Ananda Ashram  

(i) CAI - এর পুরো নাম লেখ।
Computer Aided Instruction . এটি হল কম্পিউটার ভিত্তিক শিক্ষার্থীকেন্দ্রিক নির্দেশমূলক শিখন কৌশল। 

(ii) UNESCO - এর পুরো নাম লেখ।
See WBTA 2020 87 / XV

অথবা , IGNOU - র পুরো নাম কী ?
Indira Gandhi National Open University ( 1985 ) 

(iii) POA কী ?
রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত। 

(iv) SUPW - র পুরো কথাটি লেখ।
Socially Useful Productive Work 

অথবা , SUPW কোন কমিশনে উল্লেখ আছে ?
কোঠারি কমিশন। 
( SUPW পশ্চিমবঙ্গের কর্মশিক্ষা পাঠ্যবিষয়ের সাথে যুক্ত )

(v) সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি ?
গড় বা Mean । 

(vi) স্কিনার বক্স কী ?
সক্রিয় অনুবর্তনের পরীক্ষা করার জন্য স্কিনার একটি বাক্স সদৃশ উপকরণ নির্মাণ করেন - যা স্কিনার বক্স নামে পরিচিত। এতে অল্প সময়ের মধ্যে বহু আচরণের অধ্যয়ন করা যায়। 

অথবা , পাজল বক্স কী ?
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। 

(vii) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
See WBTA 2020 87 / XIV - OR

(viii) UGC - র পুরো নাম লেখ।
See WBTA 2020 86 / IX

অথবা , CABE - র পুরো নাম লেখ।
See WBTA 2020 87 / IX - OR



(ix) প্রত্যভিজ্ঞা কথার অর্থ কী ?
চিনে নেওয়া। 

(x) প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপানুবর্তন কখন ঘটে ?
See WBTA 2020 86 / II

(xi) করপল্লবী পদ্ধতি কোন ধরণের প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত হয় ?
মূক ও বধিরদের জন্য। ( প্রবক্তা - পেরিয়ার )

(xii) বর্তমানে ব্যাতিক্রমি শিশুরা কী নামে পরিচিত ?
See WBTA 2020 84/ XI

(xiii) শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যার উল্লেখ কর।
See WBTA 2020 86 / XV

(xiv) পরিণমনের একটি বৈশিষ্ট লেখ।
See WBTA 2020 87 / XVI

অথবা , বুদ্ধির একটি বৈশিষ্ট লেখ।
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। 

(xv) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
See WBTA 2020 87 / XIV - OR

(xvi) বয়স্ক শিক্ষা কাকে বলে ?
যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। 

অথবা , দূর শিক্ষা কী ?
দূর শিক্ষা হল সেই শিক্ষা পদ্ধতি যেখানে বিদ্যালয়ে শিক্ষকের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই শিক্ষণকার্য পরিচালিত হয় এবং শিক্ষার্থী আপন ইচ্ছানুসারে পঠন - পাঠনের মাধ্যমে স্ব - চেষ্টায় নিজেকে শিক্ষিত করে তোলে।   


PAGE : 399 ; Baharu Girls' :-  

(i) সফটওয়ার বলতে কী বোঝ ?
See WBTA 2020 87 / XII

(ii) ROM ও RAM এর পার্থক্য উল্লেখ কর। 
See WBTA 2020 87 / III

(iii) ডেলর কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
জ্যাক ডেলর। 

অথবা , CAL এর পুরো কথাটি কী ?  
See WBTA 2020 89 /  ঝ 

(iv) সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝ ?
অষ্টম শ্রেণী পর্যন্ত সকলের শিক্ষার সুযোগ , সকলের নথিভুক্তকরন , সকলকে বিদ্যালয়ে ধরে রাখা এবং পারদর্শিতার অধিকারকেই সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলা হয়। 

(v) শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝ ?
See WBTA 2020 84 / IX 

অথবা , ICDS এর পুরো নাম কী ?
See WBTA 2020 86 / XIV 

(vi) আইনগত দৃষ্টিহীন বলতে কী বোঝ ?
যে সকল মানুষের দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষের দৃষ্টিশক্তির তুলনায় দুর্বল অথবা , যারা চোখে দেখতে পায়না - তাদের আইনগত দৃষ্টিহীন বলে। 

(vii) কেন রামমূর্তি কমিটি গঠিত হয় ?
NEP 1986 র পর্যালোচনার জন্য 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়। 

অথবা , কোন কমিশনে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে ?
See WBTA 2020 84/ X- OR 

(viii) VEC এর পুরো নাম কী ?
Village Education Committee .



(ix) 1964-66 এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ?
জি এস কোঠারি ( সম্পাদক - জে পি নায়েক ) 

(x) AICTE এর পুরো নাম কী ?
See WBTA 2020 86 / VI 

(xi) স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন কমিটির নাম কী ?


(xii) ডক্টর জন টি গার্ট কোন শিক্ষা কমিশনের বিদেশী সদস্য ছিলেন ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 

(xiii) কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কী কী ? 
গড় ( Mean ) , মধ্যমমান (Median ) , ভূষিষ্টক ( Mode ) 

(xiv) অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝ ?
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার। 

(xv) দ্বি -উপাদান তত্ত্ব ও দলগত উপাদান তত্ত্বের পার্থক্য লেখ।
স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব দুটি উপাদানের সমষ্টি ; অন্যদিকে থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব 7 টি উপাদানের সমষ্টি। দ্বি উপাদান তত্ত্বে সাধারণ ও বিশেষ উপাদান এবং দলগত উপাদান তত্ত্বে এক বা একাধিক উপাদান প্রয়োজন হয় ; থার্স্টোন এমন কোনো উপাদানের কথা বলেন নি যা প্রতিটি বৌদ্ধিক কাজে ব্যবহৃত হতে পারে।  

(xvi) শিখনের দুটি বৈশিষ্ট লেখ।
শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়।       


PAGE : 400 ; Basirhat Town :- 

(i) শিখন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট লেখ। 
See WBTA 2020 399/ XVI 

(ii) দুটি বৃত্তিমুখী প্রতিষ্ঠানের নাম লেখ। 
ITI ও পলিটেকনিক। 

অথবা , ত্রিভাষা বলতে কী বোঝো ?
See WBTA 2020 87/ VI 

(iii) অনুন্নয়ন কাকে বলে ?
See WBTA 2020 84/ IX 

(iv) বুদ্ধির একটি বৈশিষ্ট লেখ। 
See WBTA 397 / XIV- OR

অথবা ,  বুদ্ধ্যাঙ্ক কী ?
বুদ্ধ্যাঙ্ক ( IQ ) হল বুদ্ধি অভীক্ষার একক। এর সূত্রটি হল - 
বুদ্ধ্যাঙ্ক ( IQ )  = ( ব্যাক্তির মানসিক বয়স MA / ব্যাক্তির সাধারণ বয়স  CA ) x 100

(v) অনুবর্তন কাকে বলে ? 
যে প্রক্রিয়ার মাধ্যমে মূল উদ্দীপকের সাথে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও মূল উদ্দীপকের অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে - তাকে অনুবর্তন বলে। 

(vi) পাজল বক্স কী ?
See WBTA 2020 397 / VI-OR

(vii) পরিসংখ্যা কাকে বলে ?
See WBTA 2020 84 / III

(viii) রাশিবিজ্ঞান।



(ix) রাশিবিজ্ঞান।

(x) শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখ।
শিখন অনুশীলন নির্ভর ও শর্তসাপেক্ষ। কিন্তু পরিণমন অনুশীলন নির্ভর নয় ও তা শর্তসাপেক্ষ নয়। 

(xi) SUPW এর পুরো কথাটি কী ?
See WBTA 2020 397 / IV

অথবা , ICDS এর পুরো কথাটি লেখ।
See WBTA 2020 86 / XIV

(xii) e-learning কাকে বলে ?
See WBTA 2020 87 / XVI - OR

(xiii) বধির কারা ?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের ত্রূটির ফলে যাদের শ্রুতিশক্তি  ৪০ (৮০) ডেসিবেলের অধিক তাদের বধির বলে। 

অথবা , মৌখিক পদ্ধতির প্রবর্তক কে ?
মৌখিক পদ্ধতির ( বা ওষ্ঠপঠন বা ঠোঁট নাড়া পদ্ধতি বা বাক পঠন ) প্রবর্তক জয়ান পাবলো বঁনে। 

(xiv) জানার জন্য শিক্ষা কী ?
জানার জন্য শিখন হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে জগতের নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং এর সাথে সাথে জ্ঞান অর্জনের সঠিক কৌশল ও পদ্ধতিগুলিকেও আয়ত্ত করায়। 

অথবা , ডেলরস কমিশনের মতে , শিক্ষার স্তরগুলি কী কী ?
ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা , 
১. জানার জন্য শিক্ষা ,
২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা। 


(xv) স্টাইলাস কী ?
See WBTA 2020 87 / V

অথবা , ভারতীয় সংবিধানের 30(1) নং ধারায় কী উল্লেখ আছে ?
30(1) নং ধারায় উল্লেখ আছে যে , সমস্ত ধর্মগত ও ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দমত বিদ্যালয় স্থাপনের ও পরিচালনার অধিকার থাকবে। 

(xvi) মুদালিয়ার কমিশনের রিপোর্ট অনুসারে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে ?
4 বছর। 

অথবা , + 2 স্তর কী ?
উচ্চমাধ্যমিক স্তর।    


PAGE : 402 ; Islampur  

(i) হার্ডওয়ার ও সফটওয়ার - এর মধ্যে পার্থক্য লেখ।
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে সেগুলিকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম। এর দ্বারা কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। 

(ii) e-learning কী ?
See WBTA 2020 87 / XVI - OR

(iii) CAI এর পুরো নাম লেখ।
See WBTA 2020 397 / I

(iv) ট্রেজার উইদিন - কথাটির অর্থ কী ?
শিখন : অন্তরের সম্পদ ( ডেলর কমিশন ) । 

(v) ডেলর কমিশনের সভাপতি কে ছিলেন ?
জ্যাক ডেলর।  ( গঠন 1993 ; রিপোর্ট 1996 11 April ; শিরোনাম : Learning : The Treasure Within )

(vi) UNESCO - এর পুরো কথাটি লেখ।
See WBTA 2020 87 / XV

(vii) কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে ?
রাধাকৃষ্ণন কমিশন। ( এই কমিশনের সুপারিশের ভিত্তিতে 1956 তে NCRHE গঠিত হয়। )

(viii) NAEP এর পুরো অর্থ লেখ।
National Adult Education Programme 



(ix) মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন ?
অনাথ বসু। ( সভাপতি : লক্ষণ স্বামী মুদালিয়ার ; 1952-53 ; রিপোর্ট 311 পৃষ্ঠা ; 16 টি অধ্যায় ; মোট সদস্য 9 জন ; বিদেশি 2 জন ) 

(x) স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কিত ?
জানার জন্য শিক্ষা ( ডেলর কমিশন ) । 

(xi) স্কিনার কোন দুই শ্রেণির আচরণের কথা বলেছেন ?
রেসপনডেন্ট ( যে সব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে ) ; অপারেন্ট ( যে সব উদ্দীপকের নির্দিষ্ট উদ্দীপক নেই ) ।

(xii) অ্যামনেশিয়া কী ?
তীব্র শোকের ফলে ব্যাক্তির স্মৃতি সম্পূর্ণ লোপ পাওয়ার বিষয়টিকে অ্যামনেশিয়া বলে। 

(xiii) প্রেষণার একটি বৈশিষ্ট লেখ।
কোনো বিশেষ বস্তু বা বিষয়ের অভাববোধ থেকে প্রেষণার উন্মেষ ঘটে। এই অভাববোধ থেকে তাড়না তৈরী হয়। এই তাড়না ব্যাক্তিকে অনুপ্রাণিত করে উদ্দেশ্যমুখী আচরণে। 

(xiv) কাঁচা তথ্য কাকে বলে ?
তথ্য সংগ্রহ করার প্রথম অবস্থায় এলোমেলো তথ্য গুলিকে কাঁচা তথ্য বা কাঁচা স্কোর বা অবিন্যস্ত সংখ্যমান বলা হয়। 

(xv) কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে ?
কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটিই কেন্দ্রীয় প্রবণতা। 

(xvi) কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন ?
ভি এস কোঠারি।  ( রিপোর্টের শিরোনাম - Education and National Development ; 17 জন সদস্য ; সম্পাদক - জে পি নায়েক ; 2400 মেমোরেন্ডা )।      


PAGE 404 ; Mahishadal :- 

(i) শিখনের দুটি বৈশিষ্ট লেখ। 
See WBTA 2020 399 / XVI 

অথবা , প্রেষণা চক্রটি উল্লেখ কর। 
চাহিদা বা অভাববোধ  >> তাড়না >> যান্ত্রিক আচরণ  >> লক্ষ্য প্রাপ্তি। 

(ii) টেট্রাড সমীকরণটি লেখ। 
See WBTA 2020 87 / IV - OR 

অথবা ,  বুদ্ধ্যাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখ।
See WBTA 2020 86 / I - OR

(iii) Stagnation কী ?
অনুন্নয়ন ( বিস্তারিত 84 / IX )

অথবা , SUPW র পুরো কথাটি লেখ।
See WBTA 2020 397 / IV

(iv) জ্যাক ডেলর কত সালে UNESCO কে তাদের রিপোর্ট পেশ করেন ?
See WBTA 2020 402 / V

(v) গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কয়টি স্তর ও কী কী ?
চারটি স্তর - ১. নিম্ন ও উচ্চ বুনিয়াদি শিক্ষা ; ২. উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষা ; ৩. গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা ; ৪. গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা। 

(vi) প্রচেষ্টা ও ভুল পদ্ধতির যেকোনো দুটি সূত্র উল্লেখ করো।
তিনটি প্রধান নীতি বা সূত্র - ফললাভের নীতি ; প্রস্তুতির নীতি ; অনুশীলনের নীতি। 

অথবা , অপানুবর্তন কী ?
See WBTA 2020 86/ II

(vii) ADHD র পুরো কথাটি লেখ।
Attention Deficit Hyperactivity Disease ( এটি শিশুদের আক্রমণধর্মিতার ব্যাক্তিগত কারণ )। 

অথবা , লোয়েন ফেল্ড কতভাগে দৃষ্টিহীনদের ভাগ করেছেন ?
চারটি শ্রেণীতে - ১. জন্মগত দৃষ্টিহীন ; ২. পাঁচ বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন ; ৩. জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন ; ৪. অর্জিত আংশিক দৃষ্টিহীন। 

(viii) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্যের নাম লেখ।
ডক্টর জেমস এম ডাফ , ডক্টর আর্থার ই মরগ্যান , ডক্টর টি গার্ট। 



(ix) দুটি শিখন কৌশলের নাম কর।
প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন ও অন্তর্দৃষ্টিমূলক শিখন। 

(x) RAM ও ROM এর পার্থক্য লেখ।
See WBTA 2020 87 / III

অথবা , E.T.-3 কী ?
ডেভিড এবং হার্টলি E.T.- 3 এর প্রবক্তা। এটি হল শিক্ষা প্রযুক্তিবিদ্যা 3 যা শিক্ষাকে একটি System বলে উল্লেখ করেছে। এই System এ পরিকল্পনা , প্রয়োগ ও মূল্যায়ন করে শিক্ষার উদ্দেশ্যগুলি সর্বাধিক পরিমানে অর্জন করা যায়। 

(xi) 45 নং ধারাটি লেখ।
ভারতীয় সংবিধানের 45 নং ধারায় উল্লেখ আছে যে , সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র বা ,  সরকার।  

অথবা , শিক্ষা সংক্রান্ত 46 নং ধারাটি লেখ।
সংবিধানের 46 নং ধারায় উল্লেখ আছে যে , তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতিগত বিষয়টিকে রাষ্ট্র বিশেষ যত্ন সহকারে দেখবে এবং তারা যাতে শোষণের শিকার না হয় - রাষ্ট্র সেদিকেও নজর রাখবে। 

(xii) বয়স্ক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ কর।
See WBTA 2020 89 / ঠ।

অথবা , NAEP র পুরো কথাটি লেখ।
See WBTA 2020 402 / VIII

(xiii) রাশিবিজ্ঞান।

অথবা , গড়ের দুটি সুবিধা লেখ।
১. গাণিতিক গড় খুব সহজেই নির্ণয় করা যায়। 
২. গড় নির্ণয়ের প্রক্রিয়ায় সবগুলি স্কোর ব্যবহার করার ফলে এটি সবদিক থেকে নির্ভরযোগ্য হয়। 

(xiv) POA কী ?
See WBTA 2020 397 / III

অথবা ,  স্ব - শাসিত কলেজের দুটি বৈশিষ্ট লেখ।
১. স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। 
২. স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে। 

(xv) চল বা চলক কী ?
যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল ও অন্যটিকে বলা হয় চলক। যেমন , বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি বাড়লে , বয়স হল চলক ও বুদ্ধি হল চল। 

(xvi) স্বাধীনতার পূর্বে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গঠিত কমিটির নাম লেখ।    


PAGE 405 ; Malda Town :- 

(i) শিখন ও পরিনমনের একটি পার্থক্য লেখ। 
শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীকে সক্রিয় থাকতে হয় এবং তা হল অনুশীলন সাপেক্ষ। অপরদিকে পরিণমন প্রক্রিয়াটি যেহেতু সহজাত সেহেতু শিক্ষার্থীর সক্রিয় থাকার প্রশ্ন নেই এবং পরিণমন প্রক্রিয়াটি অনুশীলন নিরপেক্ষ। 

(ii) বুদ্ধি বলতে কী বোঝো ?
See WBTA 2020 89 / খ। 

অথবা , C বুদ্ধি কী ?
ভার্নন পরীক্ষার দ্বারা বুদ্ধ্যঙ্ক নির্ণয় করে যে বুদ্ধি প্রকাশ করেন - তা'ই হল C বুদ্ধি। 

(iii) অপারেন্ট অনুবর্তন ও প্রাচীন অনুবর্তনের প্রবর্তক কে ?
প্রাচীন / S- Type / Type I / S - R বন্ধন ---- এর প্রবক্তা রুশ শারীরতত্ববিদ আইভান প্যাভলভ। 
অপারেন্ট / সক্রিয় / R- Type / Type II ------ এর প্রবক্তা মনোবিদ বি এফ স্কিনার। 

(iv) স্কিনার বক্স কী ?
See WBTA 2020 397 / VI 

অথবা , পাজল বক্স কী ?
See WBTA 2020 397 / VI- OR 

(v) রাশিবিজ্ঞান। 

(vi) ভারতীয় সংবিধানের 46 নং ধারাতে কী উল্লেখ আছে ?
See WBTA 404 / XI - OR 

অথবা , ভারতীয় সংবিধানের কত নং ধারাতে নারীশিক্ষার কথা বলা হয়েছে ?
15(1) 

(vii) মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন ?
লক্ষণ স্বামী মুদালিয়ার ( সভাপতি ) ; ডক্টর কে এস শ্রীমালি , হংস মেহেতা , জে এ তারপরভেলা , এস টি ব্যাস , কে জি সায়েদিন এবং অনাথ বসু ( সম্পাদক ) ।
[ বিদেশি সদস্য -- জন ক্রিস্টি , কিনেথ রাস্ট উইলিয়াম। ]

অথবা , AICTE র পুরো কথাটি কী ?
See WBTA 2020 86 / VI 

(viii) কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি লেখ। 
See WBTA 2020 87/ VI 

অথবা SUPW এর পুরো কথাটি কী ? 
See WBTA 2020 397 / IV 

(ix) রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছিল ? 
1990 

(x) মূক ও বধিরদের শিক্ষাদানের দুটি পদ্ধতির নাম লেখ। 
১. ওষ্ঠপঠন বা বাক্পঠন বা লিপ রিডিং বা মৌখিক পদ্ধতি ( এর প্রবর্তক জয়ান পাবলো বনেঁ ) ।
২. করপল্লবী ( এর প্রবর্তক পেরিয়ার )।
৩. কম্পন ও স্পর্শ পদ্ধতি ( প্রবর্তক কেটি অ্যালকৰ্ন ও সোফিয়া অ্যালকৰ্ন। ) 

(xi) শিক্ষায় Stagnation বলতে কী বোঝো ?
See WBTA 2020 404 / III 

অথবা , সবুজ কার্ড কী ?


(xii) মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখ। 
তীব্রতা , স্থায়িত্ব , স্পষ্টতা , আকৃতি - ইত্যাদি। 

(xiii) শ্রী - নিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
See WBTA 2020 / 89 - ছ। 

অথবা , শ্রী - নিকেতন কী ধরণের প্রতিষ্ঠান ?
Rural Institute 

(xiv) NCERT  - এর পুরো নাম কী ?
National Council of Educational Research and Training  

অথবা , AICTE এর পুরো নাম কী ?
See WBTA 2020 86 / VI 

(xv) জন ডিউই - এর মতে শিক্ষা কী ?
শিক্ষা হল ব্যাক্তিকে সামাজিক করে তোলার প্রক্রিয়া। 

অথবা , ডেলর কমিশন অনুসারে শিক্ষার স্তম্ভগুলি কী কী ?
See WBTA 400 / XIV - OR 

(xvi) ডেলর কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয় ?
14 জন।

অথবা , ডেলর কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম কী ছিল ?
Learning : The Treasure Within ( শিখন : অন্তরের সম্পদ ) ।


PAGE : 407 ; Moyna Vivekananda :-

(i) বুদ্ধির দুটি বৈশিষ্ট লেখ।
See WBTA 2020 397 / XIV- OR

অথবা , উপাদানের দুটি বৈশিষ্ট লেখ।
( যেহেতু প্রশ্নটিতে নির্দিষ্ট কোনো উপাদানের উল্লেখ করা হয় নি তাই দ্বি উপাদান তত্ত্বের দুটি বৈশিষ্ট লেখা হল )।
সাধারণ মানসিক ক্ষমতা বা G উপাদান ---> ১. এটি সহজাত ; অর্থাৎ জিনগত সূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী হয়।  ২. G উপাদান সর্বজনীন ; অর্থাৎ , এটি সবার মধ্যেই থাকে এবং সমস্ত বৌদ্ধিক কাজে কমবেশি এই ক্ষমতার প্রয়োজন হয়। 
বিশেষ মানসিক ক্ষমতা বা S উপাদান >>>> ১. এই ক্ষমতা বিশেষধর্মী অর্থাৎ নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট বিশেষ ক্ষমতা প্রয়োজন হয়। 
২. বিশেষ ক্ষমতাগুলি সাধারণতঃ পরস্পর নিরপেক্ষ হয়। 

(ii) গড় নির্ণয়ের দুটি সুবিধা লেখ।
See WBTA 2020 404 / XIII- OR

(iii) কল্পিত গড় কী ?
ইচ্ছেমতো কোনো রাশিকে গড় হিসেবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলে। কল্পিত গড়কে সাধারণতঃ A দ্বারা চিহ্নিত করা হয়। 

(iv) মনোযোগের একটি বৈশিষ্ট লেখ।
১. উডওয়ার্থ - প্রমুখের মতে , মনোযোগ হল নির্বাচনধর্মী প্রক্রিয়া। মনোযোগে একাধিক বিষয় বা বস্তুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়। 
২. মনোযোগ সঞ্চারণশীল ; অর্থাৎ একটি বিষয় বা বস্তুর প্রতি বেশিক্ষন মনোযোগী হওয়া যায়না। 

(v) পাজল বক্স কী ?
See WBTA 2020 397 / VI - OR

(vi) কোন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয় ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ( এই কমিশনের সুপারিশক্রমে 1956 তে NCRHE গঠিত হয়। 

(vii) অ্যাডভান্স কোর্স কী ?


অথবা , সপ্ত প্রবাহ কী ?
See WBTA 2020  89 / জ।

(viii) শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো ?
See WBTA 2020 84 / IX

(ix) NEP এর পুরো নাম লেখ।
National Education Policy ( 1968 তে প্রথমবার ও 1986 তে সর্বশেষ NEP গঠন করা হয়েছিল। 

অথবা , ICDS এর পুরো নাম লেখ।
See WBTA 2020 86 / XIV

(x) তারাচাঁদ কমিটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয় ?
1948 খ্রিস্টাব্দে। 

(xi) স্টাইলাস কী ?
See WBTA 2020 87 / V

অথবা , মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের ক'টি ভাগে ভাগ করেছেন ?
See WBTA 2020 404 / VII- OR

(xii) শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যার উল্লেখ কর।
See WBTA 2020 86 / XV

(xiii) কার্যকরি সাক্ষরতা বলতে কী বোঝো ?
See WBTA 2020 89 / ঠ - OR

(xiv) হার্ডওয়ার ও সফটওয়ার - এর যেকোনো একটি পার্থক্য উল্লেখ করো।
See WBTA 2020 402 / I

অথবা , ROM ও RAM এর মধ্যে যেকোনো একটি পার্থক্য উল্লেখ করো।
See WBTA 2020 87 / III

(xv) ডেলর কমিশন অনুযায়ী শিক্ষার স্তম্ভগুলি কী কী ?
See WBTA 400 / XIV - OR

(xvi) ICT র পুরো কথাটি কী ?
Information and Communication Technology 

অথবা , UNICEF এর পুরো কথাটি কী ?
United Nations International Children's Emergency Fund    


PAGE : 409 ; Netaji Girls :- 

(i) CABE এর পুরো নাম কী ?
See WBTA 2020 87 / IX- OR 

অথবা , UGC র পুরো নাম কী ?
See WBTA 2020 84 / VII 

(ii) কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম লেখ। 
যে সমস্ত যন্ত্রের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারী ফলাফল জানতে পারে - তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন - মনিটর , প্রিন্টার , স্পিকার ইত্যাদি। 
[ যে সকল যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো যায় বা কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় - তাদের ইনপুট ডিভাইস বলে। মাউস , কী - বোর্ড - ইত্যাদি। 

(iii) ব্যবহারিক সাক্ষরতা বলতে কী বোঝো ?
See WBTA 2020 89 / ঠ - OR 

(iv) শিক্ষাক্ষেত্রে 3-R's এর অর্থ কী ?
See WBTA 2020 86 / XIII

অথবা , NLM এর পুরো কথাটি কী ?
National Literacy Mission ( 1978 5th May ) 

(v) স্টাইলাস কী ?
See WBTA 2020 87 / V

(vi) মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ। 
See WBTA 2020 84 / XII 

(vii) জাতীয় শিক্ষানীতি 1986 র শিরোনাম কী ছিল ?
চ্যালেঞ্জ অব এডুকেশন - এ পলিসি পারসপেকটিভ। 

(viii) বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ কর। 
See WBTA 2020 89 / ঠ। 

(ix) কমন স্কুল বলতে কী বোঝো ?
See WBTA 2020 86 / VIII

(x) 1964 - 66 র ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ?
ভি এস কোঠারি। 
[ সম্পাদক - জে পি নায়েক ; মোট সদস্য 17 ; শিরোনাম - ''Education and National Development .''। কাজ শুরু 2nd October 1964 ; রিপোর্ট জমা 29 June 1966 । ]

(xi) মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। 
১. গণতান্ত্রিক নাগরিক তৈরির উদ্দেশ্যে শক্তিশালী সাধারন শিক্ষার ব্যবস্থা করা। 
২. শিক্ষার সঙ্গে বৃত্তি ও উৎপাদন ব্যবস্থাকে যুক্ত করে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। 

(xii) মধ্যমার ( Median ) একটি ব্যবহার লেখ। 
যেসব তথ্য সংখ্যার দ্বারা প্রকাশ করা যায়না , তাদের বৈশিষ্ট পরিমাপে মধ্যমমান ব্যবহার করা যেতে পারে। এছাড়া কেন্দ্রীয় প্রবণতার মান খুব দ্রুত নির্ণয় করতে হলে মধ্যমা প্রয়োজন হয়। 

(xiii) সাধারণ মানসিক ক্ষমতার ( G- factor ) দুটি বৈশিষ্ট লেখ। 
See WBTA 2020 84 / II 

(xiv) শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখ। 
See WBTA 2020 400/ X 

(xv) C - বুদ্ধি কী ?
See WBTA 2020 405 / II- OR 

অথবা , কার্যকারি বুদ্ধি বলতে কী বোঝো ?
দৈনন্দিন জীবনে বাস্তবমুখী কাজ করার জন্য যে বুদ্ধি প্রয়োজন হয় ; অর্থাৎ সাধারণ গণিত , লিখতে ও পড়তে পারা - একেই বলে কার্যকরি বুদ্ধি। 
[ যে ধরণের শিখনে প্রয়োজনভিত্তিক আচরণ পরিবর্তিত হয় তাকে কার্যকরি শিখন বলে। ]

(xvi) রেসপনডেন্ট বলতে কী বোঝো ?
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন - খাদ্য দেখলে কুকুরের লালা ক্ষরণ।

অথবা , পাজল বক্স কী ?
See WBTA 2020 397 / VI- OR    

You May Also Like

0 comments