ABTA 2020 POLITICAL SCIENCE SAQ SOLVE

by - August 13, 2020

ABTA 2020 POLITICAL SCIENCE SAQ SOLVE 


PAGE AC : 103   


(i) ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে চলেছিল ?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিমেরু শক্তির উদ্ভব ঘটে এবং একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোট ও অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট - এই দুয়ের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ না হলেও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত যুদ্ধের পরিমন্ডল বা ছায়া যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। 

(ii) Proxy War কী ?
Proxy War বা ছায়া যুদ্ধ বলতে ঠান্ডা লড়াইকে বোঝানো হয়। মার্কিন ও সোভিয়েত নেতৃত্বাধীন দুটি পরস্পর বিরোধী জোটের আন্তর্জাতিক কার্যকলাপ প্রায় সাড়ে চার দশক ধরে যুদ্ধের পরিস্থিতি তৈরী করেছিল। একেই ছায়া যুদ্ধ বলে। 

(iii) NAM এর পুরো কথাটি কী ?
Non Aligned Movement বা , জোট নিরপেক্ষ আন্দোলন। 

অথবা , জি ৭৭ ( G 77 ) কী ?
উন্নয়নশীল দেশগুলির মধ্যে 77 টি দেশের একটি সংগঠন - যা মূলতঃ জোট নিরপেক্ষ আন্দোলনের ফলশ্রুতি। 1964 সালে এটি প্রতিষ্ঠিত হয় মূলতঃ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থার একটি সুসংগঠিত সহায়ক সহাবস্থান গঠনের লক্ষ্যে। 

(iv) পঞ্চশীল চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 
1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রেসিডেন্ট চৌ - এন - লাই - এর মধ্যে। 

(v) ASEAN এর পুরো কথাটি কী ?
Association of South East Asian Nations  ।   
 
অথবা , সার্কের প্রতিষ্ঠা কবে হয় ?
1985 খ্রিস্টাব্দের 7 ও 8 ই ডিসেম্বর ঢাকাতে। 

(vi) BRICS কী ?
ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন , দক্ষিণ আফ্রিকা - এই 5 টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 

(vii) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে ?
111 টি ধারা ( সনদ বা চার্টার ) । 

(viii) নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কী ?
ভেটো / ভিটো ক্ষমতার অর্থ হল পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার। 

অথবা , UNESCO কী ?
UNESCO হল সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। পুরো নাম United Nations Educational , Scientific and Cultural Organisation  ।


(ix) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
অ্যান্টোনিও গুয়াটরেজ। 

অথবা , অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ উল্লেখ কর। 
(ক ) শিক্ষা , স্বাস্থ্য , অর্থনৈতিক , সামাজিক - ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নিজ সুপারিশ সাধারণ সভা বা বিশেষজ্ঞ সংস্থাগুলির নিকট পেশ করা। 
(খ ) মানুষের অধিকার ও স্বাধীনতার মূল নীতিগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সেগুলি মেনে চলতে সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দান করা। 

(x) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরী প্রতিষ্ঠানটির নাম কী ?
জাতিসংঘ বা , The League of Nations  । প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1939 খ্রিস্টাব্দের  1 লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাতিসংঘের অপমৃত্যু ঘটে। 

(xi) স্থায়ী প্রশাসক বলতে কী বোঝ ?
আমলা - রা হলেন স্থায়ী বা অরাজনৈতিক প্রশাসক। তাদের প্রধান কাজ হল নীতি নির্ধারণের ক্ষেত্রে শাসন বিভাগকে সহায়তা করা ও শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখা।  

অথবা , এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। 
(ক ) এক কক্ষ বিশিষ্ট আইনসভায় ক্ষমতাশীল দল বা সরকার নিজেদের ইচ্ছামতো আইন প্রণয়ন করতে পারে। অনেক সময় আইনগুলি ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের পরিপন্থী হয়ে উঠলেও সেগুলিকে প্রতিরোধ করা যায় না। 
(খ ) সংখ্যালঘু সম্প্রদায়ের যথেষ্ট প্রতিনিধি না থাকলে এককক্ষ বিশিষ্ট আইন সভায় তাদের স্বার্থ উপেক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। 

(xii) অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা দাও। 
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

(xiii) কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝ ?
প্রধানমন্ত্রী ও তাঁর একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে। 

অথবা , ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ কর। 
মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা এবং রাজ্য সরকারের প্রধান নীতি নির্ধারক ও রূপকার। 

(xiv) ভারতের সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে ?
রাষ্ট্রপতি। ( এতে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ। ) 

(xv) গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখ। 
গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত কর , কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান , ঋণ গ্রহণ - ইত্যাদি। 

অথবা , গ্রাম সভা কী ?
1992 সালে প্রণীত  73 তম সংবিধান সংশোধন আইনে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সব ভোটদাতাকে নিয়ে গ্রামসভা গঠিত হয়। 

(xvi) বরো কমিটি কী ?
তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বরো কমিটি গঠিত হয়। পৌরসভার সমস্ত ওয়ার্ড গুলিকে ভাগ করে ন্যূনতম 6 টি ওয়ার্ড নিয়ে বরো গঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বরো কমিটি গঠিত হয়। স - পরিষদ মেয়রের অধীনে থেকে এই কমিটিগুলি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজকর্মের দেখাশোনা ও সমন্বয়সাধন করে থাকে। 

অথবা , 74 তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট লেখ। 
(ক ) 74 তম সংবিধান সংশোধনী আইন 1992 এ গৃহীত হয় এবং 1993 এ কার্যকর হয়। 
(খ ) এই সংশোধনীর Part IX A অংশে পৌরসভা শীর্ষক অংশটি সংযোজিত হয়। 
(গ ) এতে নগর পঞ্চায়েত , পৌর পরিষদ ও পৌরনিগম - এই তিন ধরণের পৌর ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।       

PAGE AC : 135 

(i) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ?
মার্কিন ও সোভিয়েত - এই দুই পরস্পর বিরোধী জোটের বাইরে থেকে আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণ ও নিজেদের সদ্য অর্জিত স্বাধীনতাকে সুরক্ষিত রাখা।  

or, NAM এর একটি নীতি উল্লেখ কর। 
NAM এর পুরো নাম Non Aligned Movement বা , জোট নিরপেক্ষ আন্দোলন। এর নীতিগুলি হল - বর্ণ বিদ্বেষের বিরোধিতা ; জাতির আত্মনিয়ন্ত্রণ , স্বাধীনতা ও সার্বভৌমিকতার প্রতি সমর্থন ; সাম্রাজ্যবাদের বিরোধিতা - ইত্যাদি। 

(ii) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী ?
পঞ্চশীল নীতি অনুসরণ ও জোট নিরপেক্ষতা। 

(iii) জাতিপুঞ্জের সনদে ক'টি ধারা আছে ?
111 টি। 

(iv) গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন ?
পঞ্চায়েত প্রধান। 

অথবা , পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে ?
এক - তৃতীয়াংশ বা 33% ।

(v) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা ?
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5 টি - মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ফ্রান্স , রাশিয়া ও চীন ( নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র 10 । মোট সদস্য রাষ্ট্র  15 ) । 

অথবা , অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ কর। 
(ক ) শিক্ষা , স্বাস্থ্য , অর্থনৈতিক , সামাজিক - ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নিজ সুপারিশ সাধারণ সভা বা বিশেষজ্ঞ সংস্থাগুলির নিকট পেশ করা। 
(খ ) মানুষের অধিকার ও স্বাধীনতার মূল নীতিগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সেগুলি মেনে চলতে সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দান করা। 

(vi) গ্রাম সংসদ কীভাবে গঠিত হয় ?
1994 সালের এপ্রিল মাসে প্রণীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রত্যেক ভোটদাতা - কে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। সামাজিক ন্যায় , অর্থনৈতিক উন্নয়ন - ইত্যাদি বিষয়ে গ্রাম সংসদ নীতি নির্ধারণ করে থাকে। 

অথবা , পৌরসভার আয়ের দুটি উৎস লেখ। 
পৌরসভার আয়ের মোট তিনটি উৎস হল - নিজস্ব সূত্র থেকে সংগৃহীত অর্থ , রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য , ঋণ গ্রহণ। 

(vii) জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন ?
নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র সহ 9 সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হয়। তারপর সাধারণ সভার সংখ্যা গরিষ্ঠ ভোট লাভ করে  মহাসচিব নিজ পদে অধিষ্ঠিত হন। 

(viii) অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কাজ লেখ।  
মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা এবং রাজ্য সরকারের প্রধান নীতি নির্ধারক ও রূপকার। 


(ix) ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে ?
রাষ্ট্রপতি ( প্রকৃত প্রধান - প্রধানমন্ত্রী ) ।

(x) দ্বি -কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। 
নিম্নকক্ষের স্বৈরাচারীতা রোধ সম্ভব এবং নানা বিষয়ে উচ্চকক্ষের অভিজ্ঞ পরামর্শ পাওয়া সম্ভব। 

অথবা , Spirit of Laws কার লেখা ?
মন্টেস্কু ( 1748 ) ।

(xi) অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে ?
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

(xii) CTBT কী ? 
পুরো কথাটি হল - Comprehensive Nuclear Test Ban Treaty  । এর মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ। 

অথবা , G-77 বলতে কী বোঝ ?
উন্নয়নশীল দেশগুলির মধ্যে 77 টি দেশের একটি সংগঠন - যা মূলতঃ জোট নিরপেক্ষ আন্দোলনের ফলশ্রুতি। 1964 সালে এটি প্রতিষ্ঠিত হয় মূলতঃ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থার একটি সুসংগঠিত সহায়ক সহাবস্থান গঠনের লক্ষ্যে। 

(xiii) দ্বি-মেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝায় ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বে প্রধান দুটি শক্তিরূপে উপস্থিত হয়।  এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত তাদেরকে কেন্দ্র করেই বিশ্ব রাজনীতি আবর্তিত হতে থাকে। একেই দ্বি-মেরু কেন্দ্রিক রাজনীতি বলে। 

(xiv) পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন ?
জওহরলাল নেহেরু , 1954 সালে। 

অথবা , চাণক্য পরিকল্পনা কী ?
পাকিস্তানের মতে , দক্ষিণ এশিয়ার ওপর আধিপত্য বিস্তারের জন্যই ভারত সার্ক ( SAARC ) গঠনে বিশেষ তৎপরতা দেখিয়েছিল। তাই পাকিস্তান SAARC - এর গঠনকে ভারতের '' চাণক্য পরিকল্পনা '' বলে অভিহিত করেছে। 

(xv) UNICEF কী ?
পুরো নাম United Nations International Children's Emergency Fund  । এটি UNO র একটি সংস্থা এবং এর প্রধান কাজ হল শিশু অধিকার রক্ষা ও তাদের ন্যূনতম চাহিদাগুলি সংরক্ষণ করা। 

অথবা ,    BRICS কী ?
ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন , দক্ষিণ আফ্রিকা - এই 5 টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 

(xvi) দেঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী ?
ঠান্ডা লড়াই হল একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অপরদিকে সোভিয়েত ইউনিয়ন - এই দুই পরস্পরবিরোধী জোটের মধ্যে মতাদর্শগত বিরোধ যা যুদ্ধের পরিস্থিতি তৈরী করেছিল। পক্ষান্তরে , দেঁতাত হল এই উত্তেজনা প্রশমনের একটি প্রক্রিয়া।  

PAGE AC : 169 

(i) সোভিয়েত শিবিরের অনুকূলে গঠিত একটি সামরিক জোটের নাম কর। 
WARSAW  ।

(ii) কিউবার সংকট কবে দেখা যায় ?
1962 সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করলে। 

অথবা , তাসখন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1966 সালে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের রাষ্ট্রপতি মহম্মদ আয়ুব খানের মধ্যে। ( এই চুক্তি হয় 1965 সালে ভারত -পাক যুদ্ধবিরতির প্রক্রিয়া হিসাবে। )

(iii) ICBM এর পুরো কথাটি কী ?

Intercontinental Ballistic Missile  ।

অথবা , বহুমেরুতা বলতে কী বোঝ ?

অমিতশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র আপাত দৃষ্টিতে একমেরুকেন্দ্রিক বিশ্বের অধীশ্বর হয়ে উঠেছে বলে মনে হলেও বাস্তবে পৃথিবীতে আজ একাধিক শক্তিধর রাষ্ট্র বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। একেই বলে বহুমেরুকেন্দ্রিকতা। 

(iv) NPT র পুরো কথাটি কী ?

Non- Proliferation Treaty বা , পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি। 

(v) সার্কের প্রধান উদ্দেশ্য কী ?
সার্কের সনদের 1 নং ধারায় 8 ( আট ) টি উদ্দেশ্যের কথা লেখা আছে। যেমন - দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন ও তাঁদের জীবনের উৎকর্ষ বিধান করা ; এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি , সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ তরান্বিত করা। ( সার্কের সনদের 2 নং ধারায় 3টি নীতির কথা বলা হয়েছে।)  

(vi) ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট উল্লেখ কর। 
1954 সালের পঞ্চশীল নীতি অনুসরণ ও জোট নিরপেক্ষতা। 

(vii) UNESCO এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত ?
প্যারিস ( ফ্রান্স ) ।

অথবা , FAO এর পুরো কথাটি কী ?
Food and Agricultural Organisation বা , খাদ্য ও কৃষি সংস্থা। 

(viii) জাতিপুঞ্জের সনদে ক'টি ধারা আছে ?
111 টি। 


(ix) নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধান বলতে কাদের বোঝাতো ?
নিরাপত্তা পরিষদের 5 টি স্থায়ী সদস্য রাষ্ট্র - মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ফ্রান্স , রাশিয়া এবং চীন - এদের একত্রে পঞ্চপ্রধান বলা হয়। 

অথবা , কোন বিষয়ে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা থাকে না ?
" কার্যবিধি '' সংক্রান্ত বিষয়ে। 

(x) বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের নাম কী ? 
অ্যান্টোনিও গুয়াটরেজ। 

(xi) স্থায়ী প্রশাসক বলতে কী বোঝ ?
আমলা - রা হলেন স্থায়ী বা অরাজনৈতিক প্রশাসক। তাদের প্রধান কাজ হল নীতি নির্ধারণের ক্ষেত্রে শাসন বিভাগকে সহায়তা করা ও শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখা।  

(xii) অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে ?
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

অথবা , মার্কিন আইনসভার দ্বিতীয় কক্ষের নাম কী ?
জনপ্রতিনিধি সভা বা , House of Representatives ( উচ্চকক্ষ = সিনেট ; মার্কিন আইনসভা বা পার্লামেন্ট = কংগ্রেস ) ।

(xiii) কিচেন ক্যাবিনেট কী ?
প্রধানমন্ত্রী ও তাঁর একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে। 

অথবা , ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন ?
রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন। 

(xiv) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যেকোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ কর। 
রাজ্য মন্ত্রীসভার বরখাস্তকরণ ও বিধানসভা ভেঙে দেওয়া ও বিধানসভার অধিবেশন আহ্বানের জন্য মুখ্য মন্ত্রীকে নির্দেশদান ইত্যাদি। 

(xv) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখ। 
গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত কর , কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান , ঋণ গ্রহণ - ইত্যাদি। 

অথবা , গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় ?
1992 সালে প্রণীত  73 তম সংবিধান সংশোধন আইনে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সব ভোটদাতাকে নিয়ে গ্রামসভা গঠিত হয়। 

(xvi) মিউনিসিপ্যালিটির দুটি অবশ্য করণীয় কাজ উল্লেখ কর। 
(ক ) সরকারি ও ব্যাক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে জল সরবরাহ। 
(খ ) পয়ঃপ্রণালী নির্মাণ ও রক্ষনাবেক্ষন। 
(গ ) বর্জ্য অপসারণ। 
(ঘ ) বস্তি উন্নয়ন। 

অথবা , পৌরসভার সভায় সভাপতিত্ব করেন কে ?
পৌরপতি বা চেয়ারম্যান।  

PAGE : AC 192 

(i) ক্যু - দেতা কী ?
বলপূর্বক আকস্মিকভাবে সরকার পরিবর্তন। 

অথবা , কমিনটার্ন কী ?
পুরো নাম Communist International ; এটি ছিল সারা বিশ্ব কমিউনিস্টদের একটি সংস্থা। 

(ii) গ্লাসনস্ত কথার অর্থ কী ?
মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা। 
( পেরেস্ত্রোইকা হল পুনর্গঠন , পরিবর্তন ও সংস্কার সাধন। গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা উভয় নীতির প্রবর্তক সোভিয়েত রাষ্ট্রপ্রধান গোর্বাচেভ। ) 

অথবা , NAM এর পুরো কথাটি কী ?
NAM এর পুরো নাম Non Aligned Movement বা , জোট নিরপেক্ষ আন্দোলন। 

(iii) NIEO এর পুরো কথাটি কী ?
New International Economic Order .

(iv) পররাষ্ট্রনীতির দুটি বাহ্যিক উপাদানের নাম লেখ। 
বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি , বিশ্ব জনমত , প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া - প্রতিক্রিয়া - ইত্যাদি। 
( অভ্যন্তরীণ উপাদান - ভৌগোলিক অবস্থান , জনসংখ্যা , জাতীয় ঐতিহ্য , সংস্কৃতি ও মূল্যবোধ , রাজনৈতিক নেতৃত্ব , জনমত - ইত্যাদি। ) 

অথবা , পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট উল্লেখ কর। 
জাতীয় স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা গ্রহণ। 

(v) মার্কিন যুক্তরাষ্ট্রে কে পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন ?
মার্কিন রাষ্ট্রপতি। 

(vi) নির্জোট আন্দোলনকে কে workshop of peace বলেছেন ?

অথবা , সার্কের একটি দুর্বলতা উল্লেখ কর। 
দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত প্রয়াস গ্রহণের অভাব। 

(vii) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে ?
111 টি। 

(viii) সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র ক'টি করে ভোট দিতে পারে ?
1 টি করে। 

অথবা , সাধারণ সভার একটি নির্বাচনমূলক কাজ লেখ। 
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন ; অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কিছু সদস্য নির্বাচন - ইত্যাদি। 


(ix) নিরাপত্তা পরিষদে এশিয়া থেকে মোট ক'টি দেশ অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয় ?

(x) জাতিপুঞ্জের কর্ম দপ্তর কাদের নিয়ে গঠিত হয় ?
মহাসচিব ও প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীদের নিয়ে। 

অথবা , জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক - এ। 

(xi) শাসন বিভাগের রাজনৈতিক অংশ বলতে কী বোঝ ?
প্রত্যক্ষভাবে জনসমর্থন বা ভোটে নির্বাচিত হয়ে আসা মন্ত্রীবর্গ। 

(xii) বিচারক প্রণীত আইন কাকে বলে ?

(xiii) ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে ?
ভারতের রাষ্ট্রপতি। 

(xiv) কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে ?
যৌথভাবে লোকসভার কাছে। 

অথবা , কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয় ?
মুখ্য সচিব। 

(xv) গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে ?
পঞ্চায়েত প্রধান। 

অথবা , পঞ্চায়েত সমিতির পূর্বনাম কী ছিল ?

(xvi) ক্ষুদে জেলাশাসক কাকে বলা হয় ?
SDO    । 

   
PAGE AC : 220 

(i) ঠান্ডা লড়াই বলতে কী বোঝ ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিমেরু শক্তির উদ্ভব ঘটে এবং একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোট ও অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট - এই দুয়ের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ না হলেও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত যুদ্ধের পরিমন্ডল বা ছায়া যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান একেই '' ঠান্ডা লড়াই '' বলে অভিহিত করেছেন। 

(ii) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল ? 
মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ মার্শাল 1947 এর 5 ই জুন তাঁর ভাষণে বলেন - ইউরোপকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। সোভিয়েত আগ্রাসন প্রতিরোধ করাই ছিল এর উদ্দেশ্য। ( একেই মার্শাল পরিকল্পনা বলে )

অথবা , দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝ ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বে প্রধান দুটি শক্তিরূপে উপস্থিত হয়।  এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত তাদেরকে কেন্দ্র করেই বিশ্ব রাজনীতি আবর্তিত হতে থাকে। একেই দ্বি-মেরু কেন্দ্রিক রাজনীতি বলে। 

(iii) পঞ্চশীল এর অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যেকোনো দুটি উল্লেখ কর। 
(ক ) প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 
(খ ) অনাক্রমণ। 
(গ ) অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 

অথবা , বান্দুং সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ?
1955 সালের 18 - 24 এপ্রিল। 
( এশিয়া ও আফ্রিকার 29 টি রাষ্ট্র যোগদান করেছিল। এর মধ্যে 8 টি জোট নিরপেক্ষ রাষ্ট্র ও 6 টি মার্কিন জোটের সদস্য। )

(iv) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতার সপক্ষে যেকোনো একটি যুক্তি প্রদর্শন কর। 
বর্তমানে একমেরু বিশ্ব গঠিত হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক উন্মাদনা থেকেই গেছে। জার্মানি , জাপান ইত্যাদি আণবিক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার চেষ্টা করছে। এর থেকে নিষ্কৃতি লাভের জন্য এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি জোট নিরপেক্ষতাকেই শ্রেয় বলে মনে করছে। 

(v) সার্কের যেকোনো চারটি সদস্য রাষ্ট্রের নাম লেখ। 
ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলংকা , নেপাল ,ভুটান , মালদ্বীপ। ( এরপর নবতম সদস্য হিসেবে যোগদান করে আফগানিস্থান। 

অথবা , SAARC এর পূর্ণ রূপটি লেখ। 
South Asian Association for Regional Co-operation ( 1985 খ্রিস্টাব্দে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়। )

(vi) বর্তমানে NAM এর সদস্য সংখ্যা কত ?
120 টি। ( 2012 তেহরান সম্মেলন অনুসারে ) ; ( পর্যবেক্ষক রাষ্ট্র 21 টি ) ।

(vii) সম্মিলিত জাতিপুঞ্জের যেকোনো দুটি নীতির উল্লেখ কর। 
(ক ) সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র - বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। 
(খ ) সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধের মীমাংসা করবে। 
( মোট নীতি 7 টি ; উদ্দেশ্য 4 টি। ) 

অথবা , সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ দুটি সংস্থার নাম লেখ। 
সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ ( মোট সংস্থা 6 টি ) ।

(viii) ভিটো বলতে কী বোঝ ?
ভেটো / ভিটো ক্ষমতার অর্থ হল পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার। 



(ix) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কীভাবে গঠিত হয় ?
নিরাপত্তা পরিষদের 5 টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য 54  । প্রতি বছর 1/3 অংশ সদস্যের কার্যকালের পরিসমাপ্তি ঘটে ; ফলে 1/3 অংশ নতুন সদস্য নির্বাচিত হয়। 

(x) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
আমেরিকার নিউইয়র্ক শহরে। 

অথবা , মহাসচিবের যেকোনো একটি প্রশাসনিক ক্ষমতা উল্লেখ কর। 
(ক ) সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থাগুলির বৈঠক সুষ্ঠভাবে অনুষ্ঠিত করা। 
(খ ) সাধারণ সভার নিকট বার্ষিক কার্যবিবরণী পেশ করা। 

(xi) অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কী বোঝ ?
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

(xii) আমলাতন্ত্র বলতে কী বোঝ ?
রাষ্ট্রে প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন আমলা। তারা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখা হল আমলাদের প্রধান কাজ। ( আমলাতন্ত্র কথাটির অর্থ - টেবিল শাসনতন্ত্র। ) 

(xiii) ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে অপসারিত করা যায় ?
ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পার্লামেন্টের দুই - তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে। 

অথবা , রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কী বোঝায় ?
রাষ্ট্রপতির বিবেচনার্থে রাজ্যপাল যে সকল বিল প্রেরণ করেন তাতে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করতে পারেন আবার না'ও পারেন। রাষ্ট্রপতির এই বিল বাতিল করার ক্ষমতাকেই ভেটো বলা হয়। 

(xiv) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝায় ?
রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হল এক বিশেষ ক্ষমতা যা প্রয়োগ করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সাথে পরামর্শ করতে বাধ্য নন। 163(2) নং ধারা অনুসারে তাঁর সিদ্ধান্তের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না। 

অথবা , ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী ?
চেয়ারম্যান হিসাবে পদাধিকারবলে উচ্চকক্ষ বা রাজ্যসভায় সভাপতিত্ব করা। ( 64 নং ধারা ) ; এছাড়া , রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগ জনিত কারণে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির ভূমিকা পালন করে থাকেন।

(xv) পশ্চিমবঙ্গের গ্রাম সংসদের যেকোনো দুটি কাজের উল্লেখ কর। 
(ক ) গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কোন প্রকল্প প্রাধান্য পাবে - তা নির্ধারণ করা। 
(খ ) বিভিন্ন প্রকল্প ও সামাজিক ন্যায়ের প্রশ্নে পঞ্চায়েতকে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া। 

(xvi) পৌরসভার যেকোনো দুটি গুরুত্বপূর্ণ কমিটির নাম লেখ। 
মোট 6 প্রকার কমিটি থাকতে পারে। যেমন - বরো কমিটি , ওয়ার্ড কমিটি , স্থায়ী কমিটি , বিশেষ কমিটি , যৌথ কমিটি - ইত্যাদি।   

PAGE AC : 302 

(i) পশ্চিমবঙ্গে ক'টি পৌর নিগম আছে ও কী কী ?
6 টি - কলকাতা , হাওড়া , চন্দননগর , আসানসোল , শিলিগুড়ি ও দূর্গাপুর। 

অথবা , বরো কমিটি কীভাবে গঠিত হয় ?
তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বরো কমিটি গঠিত হয়। পৌরসভার সমস্ত ওয়ার্ড গুলিকে ভাগ করে ন্যূনতম 6 টি ওয়ার্ড নিয়ে বরো গঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বরো কমিটি গঠিত হয়। স - পরিষদ মেয়রের অধীনে থেকে এই কমিটিগুলি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজকর্মের দেখাশোনা ও সমন্বয়সাধন করে থাকে। 

(ii) জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখ। 
(ক ) অর্থ , সংস্থা , উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি। 
(খ ) জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি। 

(iii) কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝ ?
প্রধানমন্ত্রী ও তাঁর একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে। 

(iv) অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কাকে বলে ?
ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন স্থগিত থাকাকালীন বিশেষ প্রশাসনিক প্রয়োজনে যে নির্দেশ জারী করেন - তা'ই হল অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। 

(v) মার্লি ফেনসড কীভাবে আমলাতন্ত্রের শ্রেণীভাগ করেছেন ?
মার্লি ফেনসড আমলাতন্ত্রকে 5 ভাগে ভাগ করেছেন - 
(ক ) প্রতিনিধিত্বমূলক আমলাতন্ত্র ,
(খ ) একদলীয় রাষ্ট্রের আমলাতন্ত্র ,
(গ ) সামরিক শাসিত আমলাতন্ত্র ,
(ঘ ) শাসক শাসিত আমলাতন্ত্র ,
(ঙ ) আমলা শাসিত আমলাতন্ত্র। 

(vi) বিচারক প্রণীত আইন কী ?

অথবা , অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কী বোঝ ?
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

(vii) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত একটি শান্তিপূর্ণ পদ্ধতি কী ?
দাঁতাত। 

অথবা , অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে একটি সংস্থার নাম লেখ। 
খাদ্য ও কৃষি সংস্থা ( FAO ) , আন্তর্জাতিক শ্রম সংস্থা ( ILO ) , শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 
( UNESCO )  ।

(viii) দ্বৈত ভিটো কী ?
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র যখন একই বিষয়ে ( ''কার্যবিধি '' র অন্তর্গত নয় - এমন বিষয়ে ) দুবার না - সূচক ভোট প্রদান করে তখন তাকে দ্বৈত ভিটো বলে। 



(ix) জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ?
ট্রিগভি - লি। 

অথবা , নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ কর। 
একমেরুকেন্দ্রিক বিশ্বে নিরাপত্তা পরিষদ সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে গেছে। ফলে তাদের স্বার্থেই নিরাপত্তা পরিষদ পরিচালিত হচ্ছে। 

(x) IMF এর পুরো নাম কী ?
International Monetary Fund ( শর্তসাপেক্ষে রাষ্ট্রগুলিকে ঋণ প্রদান করে। ) 

(xi) সুয়েজ সংকট কবে দেখা যায় ?
1956 সালে মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে। 

(xii) GATT কী ?
পুরো নাম - General Agreement on Tariffs and Trade  । এর মূল নীতি ছিল সারা বিশ্বে অবাধ বাণিজ্য নীতি। 

(xiii) BRICS কী ?
ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন , দক্ষিণ আফ্রিকা - এই 5 টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 

অথবা , সার্ক এর একাদশ সম্মেলন কোথায় হয় ?
নেপালের কাঠমান্ডু ( 2002 ) 

(xiv) NAM এর পুরো অর্থ কী ?
Non Aligned Movement বা , জোট নিরপেক্ষ আন্দোলন। 

অথবা , অক্ষ শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল ?
ট্রিপল অ্যালায়েন্স বা অক্ষশক্তি = জার্মানি , অস্ট্রিয়া , তুরস্ক , ইতালি , জাপান , স্পেন। 
ট্রিপল আঁতাত বা মিত্রশক্তি = ইংল্যান্ড , ফ্রান্স , রাশিয়া সহ মোট 23 টি দেশ। 
( প্রথম বিশ্ব যুদ্ধ চলাকালীন অক্ষশক্তিভুক্ত ইতালি মিত্রপক্ষে চলে যায়। )

(xv) মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল ?
মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ মার্শাল 1947 এর 5 ই জুন তাঁর ভাষণে বলেন - ইউরোপকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। সোভিয়েত আগ্রাসন প্রতিরোধ করাই ছিল এর উদ্দেশ্য। ( একেই মার্শাল পরিকল্পনা বলে )

অথবা , কোমেকন কীজন্য গড়ে উঠেছিল ?
সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে। 

(xvi) বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত ?
120 টি। ( 2012 তেহরান সম্মেলন অনুসারে ) ; ( পর্যবেক্ষক রাষ্ট্র 21 টি ) ।

অথবা , একাদশ জোট নিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
কলম্বিয়ার রাজধানী কারটাজেনা - তে 1995 সালে।  

PAGE AC 357 

(i) ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কী ?
দেঁতাত বা দাঁতাত। 

(ii) ছায়া যুদ্ধ কাকে বলে ?
Proxy War বা ছায়া যুদ্ধ বলতে ঠান্ডা লড়াইকে বোঝানো হয়। মার্কিন ও সোভিয়েত নেতৃত্বাধীন দুটি পরস্পর বিরোধী জোটের আন্তর্জাতিক কার্যকলাপ প্রায় সাড়ে চার দশক ধরে যুদ্ধের পরিস্থিতি তৈরী করেছিল। একেই ছায়া যুদ্ধ বলে। 

(iii) কে প্রথম পঞ্চশীল নীতি ঘোষণা করেন ?
জওহরলাল নেহেরু 1954 সালে। 

(iv) FISA - র পুরো নাম কী ?
Foreign Intelligence Service Act   । প্রণয়ন করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ। এর মাধ্যমে মার্কিন সরকার যে কোনো দেশের যে কোনো সংবাদ সংগ্রহ করতে পারতো। 

অথবা , CTBT তে ভারত সই করেনি কেন ?
CTBT তে সই করলে ভারত কোনোরকম পারমাণবিক অস্ত্র সম্পর্কিত পরীক্ষা বা গবেষণা করতে পারতো না। ভারতের দাবী ছিল পরমাণু অস্ত্র প্রসার রোধ করতে হলে সকলকেই তা করতে হবে। 

(v) SAARC এর একটি উদ্দেশ্য উল্লেখ করো। 
সার্কের সনদের 1 নং ধারায় 8 ( আট ) টি উদ্দেশ্যের কথা লেখা আছে। যেমন - দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন ও তাঁদের জীবনের উৎকর্ষ বিধান করা ; এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি , সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ তরান্বিত করা। ( সার্কের সনদের 2 নং ধারায় 3টি নীতির কথা বলা হয়েছে।)  

(vi) তেহেরান ঘোষণা কী ?
1943 এর 1 লা এপ্রিল সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্ট্যালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তেহেরানে সমবেত হয়ে এক ঘোষণাপত্রে সাক্ষর করেন। এর মূলকথা ছিল বিশ্বজুড়ে অত্যাচার , অসাম্য দূরীকরণ ও গণতন্ত্রের বিকাশ। 
( কিন্তু তেহেরান সম্মেলন 2012 তে অনুষ্ঠিত হয় এবং তা জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে সম্পর্কিত এবং অন্যদিকে তেহেরান ঘোষণা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। ) 

অথবা , মস্কো ঘোষণা কী ?
1943 এর 30 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , সোভিয়েত ইউনিয়ন ও চীনের পররাষ্ট্র মন্ত্রীরা মস্কো নগরীতে সমবেত হয়ে একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করেন। এতে অস্ত্র নির্মাণ ও অস্ত্র প্রতিযোগিতার বিপক্ষে মত প্রদান করা হয় ও সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্যের কথা বলা হয়। 

(vii) কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কী ?
কূটনীতি হল রাজনৈতিক ক্ষেত্রে নীতি নির্ধারণ কিন্তু পররাষ্ট্র নীতি হল নিজের জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে বহিঃবিশ্বের সাথে সম্পর্ক স্থাপন ও পরিচালনা। 

অথবা , মনস্তাত্ত্বিক যুদ্ধ কী ?
যখন প্রচারকার্যের মাধ্যমে অন্য কোনো দেশের ব্যাক্তি বা গোষ্ঠীর চিন্তাধারা , মতাদর্শ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা সংশোধন করার প্রয়াস চালানো হয় , তখন তাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে। 

(viii) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত ?
10  ( স্থায়ী সদস্য 5 )  । 

অথবা , সাধারণ সভায় সদস্যগণ ক'টি ভোট দিতে পারেন ?
1 টি  ( সদস্য প্রেরণ 5 জন ; কিন্তু ভোটদান  1 টি )  । 


(ix) UNESCO কী ?
UNESCO হল সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। পুরো নাম United Nations Educational , Scientific and Cultural Organisation  ।

অথবা , UNESCO র প্রধান উদ্দেশ্য কী ?
UNESCO র সংবিধান অনুসারে মানুষের অজ্ঞতাই হল যুদ্ধের প্রধান কারণ। তাই UNESCO র প্রধান উদ্দেশ্য হল - শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনে সহযোগিতা করা। 

(x) আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি মূল নীতি উল্লেখ কর। 
(ক ) শ্রমকে পণ্যদ্রব্য হিসাবে ক্রয় - বিক্রয় করা যাবে না। 
(খ ) বাক স্বাধীনতা ও সংঘ গঠনের স্বাধীনতা দেশের প্রগতির জন্য অপরিহার্য। 

(xi) ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে ?
সরকারের তিনটি বিভাগ শাসন , আইন ও বিচার যখন -
(ক ) এক বিভাগের কাজ অন্য বিভাগ করবে না। 
(খ ) এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। এবং 
(গ ) একই ব্যাক্তি একাধিক বিভাগের সাথে যুক্ত থাকবে না। - তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে। 

অথবা , ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে একটি যুক্তি দাও। 
আইন ও শাসন বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত না রাখলে ব্যাক্তি স্বাধীনতা খর্ব হতে পারে। তাই ব্যাক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। 

(xii) আমলা বলতে কী বোঝ ?
রাষ্ট্রে প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন আমলা। তারা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখা হল আমলাদের প্রধান কাজ। ( আমলাতন্ত্র কথাটির অর্থ - টেবিল শাসনতন্ত্র। ) 

অথবা , শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কারা ?
আমলা। 

(xiii) ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন ? 
ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোট দ্বারা নির্বাচক সংস্থা কর্তৃক নির্বাচিত হন। 

(xiv) কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝ ?
প্রধানমন্ত্রী ও তাঁর একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে। 

(xv) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন ?
BDO ( তারপর থেকে পঞ্চায়েত প্রধান ) ।

(xvi) পশ্চিমবঙ্গের পৌরসভার দুটি আয়ের উৎস উল্লেখ কর। 
পৌরসভার আয়ের মোট তিনটি উৎস হল - নিজস্ব সূত্র থেকে সংগৃহীত অর্থ , রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য , ঋণ গ্রহণ। 

অথবা , ওয়ার্ড কমিটির সভাপতি কে হন ?
সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। 

PAGE AC : 371 

(i) NPT এর পুরো নাম কী ?
Non- Proliferation Treaty বা , পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি। 

অথবা , G-77 বলতে কী বোঝ ?
উন্নয়নশীল দেশগুলির মধ্যে 77 টি দেশের একটি সংগঠন - যা মূলতঃ জোট নিরপেক্ষ আন্দোলনের ফলশ্রুতি। 1964 সালে এটি প্রতিষ্ঠিত হয় মূলতঃ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থার একটি সুসংগঠিত সহায়ক সহাবস্থান গঠনের লক্ষ্যে। 

(ii) দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী ? 
ঠান্ডা লড়াই হল একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অপরদিকে সোভিয়েত ইউনিয়ন - এই দুই পরস্পরবিরোধী জোটের মধ্যে মতাদর্শগত বিরোধ যা যুদ্ধের পরিস্থিতি তৈরী করেছিল। পক্ষান্তরে , দেঁতাত হল এই উত্তেজনা প্রশমনের একটি প্রক্রিয়া।  

(iii) 38th Parallel ( অক্ষরেখা ) কী ?
1953 এর 27 শে জুলাই উত্তর কোরিয়ার রাজধানী পানমুনজমে শান্তিচুক্তি দ্বারা ঘোষিত হয় 38 ডিগ্ৰী অক্ষরেখা হবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা। 

(iv) দিল্লি - লাহোর সমঝোতা এক্সপ্রেস ও দিল্লি - লাহোর বাস সার্ভিস কবে চালু হয় ?
1999 সালে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে। 

(v) Vision Document কী ?


অথবা , '' পূর্বে তাকাও '' নীতির মূল বক্তব্য কী ? 
পূর্বে তাকাও বা , Look East Policy - র রূপকার হলেন মনমোহন সিংহের নেতৃত্বাধীন UPA সরকার। এর মূলকথা ছিল প্রশান্ত মহাসাগরের নিকটস্থ পূর্ব এশিয়ার সমগ্র এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে যুক্ত করা। 

(vi) SAARC এর প্রতিষ্ঠা কবে হয় ? 
1985 র  7-8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে। ( South Asian Association for Regional Co- operation ) 

অথবা , ক'টি সদস্য নিয়ে SAARC গঠিত হয় ?
গঠনকালে সার্কের সদস্য সংখ্যা ছিল 7 - ভারত , পাকিস্তান , বাংলাদেশ , নেপাল , ভুটান , শ্রীলংকা ও মালদ্বীপ। ( বর্তমানে সার্কের সদস্য সংখ্যা আট। আফগানিস্তান নবতম সদস্য ) 

(vii) জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন ?
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র সহ মোট ন'টি সদস্যরাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হলে নির্বাচিত ব্যাক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। 

(viii) বর্তমানে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী বলবৎ রয়েছে এমন দুটি দেশের নাম লেখ। 
প্যালেস্টাইন , সাইপ্রাস , লেবানন , কঙ্গো , সুদান , মালি। 

(ix) বাফার স্টেট কী ?
বাফার স্টেট হল আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি সাম্য বজায় রাখার একটি কৌশল। দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ রাষ্ট্র শান্তি ও নিরাপত্তা এবং শক্তি - সাম্য বজায় রাখতে সাহায্য করে। যেমন - ভারত ও চীনের মধ্যবর্তী নেপাল ও ভুটান হল বাফার স্টেট। 

(x) সম্মিলিত জাতিপুঞ্জের যেকোনো দুটি এজেন্সির নাম লেখ। 
সাধারণ সভা , নিরাপত্তা পরিষদ , অর্থনৈতিক ও সামাজিক পরিষদ - ইত্যাদি। 

অথবা , নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কীভাবে নির্বাচিত হন ?
এশিয়া ও আফ্রিকা থেকে 5 টি , পূর্ব ইউরোপ থেকে 1 টি , লাতিন আমেরিকা থেকে 2 টি , পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ থেকে 2 টি সদস্য নির্বাচিত হবেন আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষার্থে সংশ্লিষ্ট রাষ্ট্রের ভূমিকার ভিত্তিতে। 

(xi) দ্বৈত বিচার ব্যবস্থা কোথায় দেখা যায় ?


অথবা , আইনসভার সার্বভৌমত্ব কাকে বলে ?
আইনসভার সার্বভৌমত্ব বলতে আইনসভার চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। যেমন - গ্রেট ব্রিটেনের আইনসভা। 

(xii) লাল ফিতার বাঁধন বলতে কী বোঝ ?
আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রীতা। 

অথবা , আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ লেখ। 
লর্ড ব্রাইস Modern Democracies গ্রন্থে আইনসভার ক্ষমতা হ্রাসের উল্লেখ করছেন। তার সর্বাধিক উল্লেখযোগ্য কারণ হল - 
(ক ) সাধারণ আইন প্রণয়নে শাসন বিভাগের সক্রিয় উদ্যোগ। 
(খ ) আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের প্রচলনের ফলে স্বাভাবিকভাবেই আইন সভার ক্ষমতা হ্রাস পেয়েছে। 

(xiii) কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝ ?
প্রধানমন্ত্রী ও তাঁর একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে। 

অথবা ,  রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখ। 
রাজ্যপাল পদপ্রার্থীকে - 
(ক ) ভারতীয় নাগরিক হতে হবে। 
(খ ) ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে। 
(গ ) পার্লামেন্ট বা রাজ্য আইনসভার সদস্য তিনি হতে পারবেন না। 
(ঘ ) কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না। 

(xiv) সংখ্যালঘু সরকার কাকে বলে ?
সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর কোনো দল সরকার গঠনের পর যদি সেই দলের সংসদ সদস্য সংখ্যা হ্রাস পায় এবং সেই দল সংখ্যাগরিষ্ঠতা হারায় - তাহলে সেই দলের সরকারকে সংখ্যালঘু সরকার বলে। 

(xv) পশ্চিমবঙ্গে কবে প্রথম ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
1978 সালে। 

অথবা , পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার ক'টি স্তর ও কী কী ?
3 টি স্তর - গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 
( দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই। )

(xvi) স - পরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয় ?
1 জন মেয়র , 1 জন ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন নির্বাচিত সদস্যদের নিয়ে স - পরিষদ মেয়র গঠিত হয়।    

PAGE AC : 412 

(i) আটলান্টিক সনদ কী ?
1941 সালের 14 ই আগস্ট আটলান্টিক মহাসাগরে '' প্রিন্স অব ওয়েলস '' নামক জাহাজে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক সনদে সাক্ষর করেন। এটিই হল আটলান্টিক সনদ। 

অথবা , সানফ্রান্সিসকো সম্মেলনের গুরুত্ব কী ?
1945 এর 25 শে এপ্রিল জাতিপুঞ্জের একটি সনদ রচনার উদ্দেশ্যে সানফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়। সেখানে 50 টি রাষ্ট্র কর্তৃক সনদ গৃহীত হয় এবং ঐ বছর 24 শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। 

(ii) সাধারণ সভা কীভাবে গঠিত হয় ?
সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রকে নিয়েই সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা 193 এবং প্রতিটি রাষ্ট্র অনধিক 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে। 

অথবা , নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?
নিরাপত্তা পরিষদের 5 টি স্থায়ী সদস্য রাষ্ট্র - মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ফ্রান্স , রাশিয়া এবং চীন ( অস্থায়ী সদস্য 10 টি রাষ্ট্র ) ।

(iii) সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার পৃথক সংবিধান রয়েছে ?
আন্তর্জাতিক বিচারালয় ( সংনিধি বা , Statute ) ।

(iv) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখ। 
খাদ্য ও কৃষি সংস্থা ( FAO ) , আন্তর্জাতিক শ্রম সংস্থা ( ILO ) , শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 
( UNESCO )  ।

(v) সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন ?
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 
( সার্কের গঠনকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এইচ এম এরশাদ। )

অথবা , সার্কের সদর কার্যালয় কোথায় অবস্থিত ? 
নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 

(vi) দাঁতাত - এর জনক কে ?
সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ  ( Nikita Khrushchev) । 

(vii) NPT এর পুরো কথাটি কী ?
Non- Proliferation Treaty বা , পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি। 

অথবা , WTO এর পুরো কথাটি কী ?
World Trade Organisation 

(viii) সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোটের নাম কী ?
Warsaw , কমিনফর্ম - ইত্যাদি। 

অথবা , ন্যাটো কী ?
NATO র পুরো কথাটি হল - North Atlantic Treaty Organisation ; 1949 এর 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত হয়। এটি ছিল মূলতঃ সোভিয়েত বিরোধী পাশ্চাত্য শক্তিবর্গের এক সামরিক জোট।


 (ix) মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল ? 
মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ মার্শাল 1947 এর 5 ই জুন তাঁর ভাষণে বলেন - ইউরোপকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। সোভিয়েত আগ্রাসন প্রতিরোধ করাই ছিল এর উদ্দেশ্য। ( একেই মার্শাল পরিকল্পনা বলে )

(x) জোট নিরপেক্ষ আন্দোলনের দুটি ইউরোপীয় সদস্যের নাম লেখ। 
বেলারুশ ও আজারবাইজান। 

(xi) পঞ্চায়েত সমিতির দুটি কাজ উল্লেখ কর। 
(ক ) সদস্যদের 5 বছর কার্যকালীন মেয়াদের জন্য একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। 
(খ ) কৃষি , মৎসচাষ , খাদি , কুটির শিল্প , ক্ষুদ্র শিল্প , সমবায় - ইত্যাদি ক্ষেত্রে প্রকল্প গ্রহণ ও আর্থিক সাহায্য প্রদান। 

অথবা , গ্রামসভা কীভাবে গঠিত হয় ?
1992 সালে প্রণীত  73 তম সংবিধান সংশোধন আইনে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সব ভোটদাতাকে নিয়ে গ্রামসভা গঠিত হয়। 

(xii) পৌরসভার প্রধান প্রশাসনিক ব্যাক্তি কে ?
চেয়ারম্যান। 

(xiii) ভারতে কোথায় প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয় ?
রাজস্থান।
 
অথবা , পশ্চিমবঙ্গে বর্তমানে ক'টি পৌরনিগম আছে ?
6 টি - কলকাতা , হাওড়া , চন্দননগর , আসানসোল , শিলিগুড়ি ও দূর্গাপুর। 

(xiv) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝ ?
রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হল এক বিশেষ ক্ষমতা যা প্রয়োগ করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সাথে পরামর্শ করতে বাধ্য নন। 163(2) নং ধারা অনুসারে তাঁর সিদ্ধান্তের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না। 

(xv) উপরাষ্ট্রপতির একটি কাজ লেখ। 
সংবিধানের 64 নং ধারা অনুসারে রাজ্যসভা পরিচালনা করাই উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এছাড়া , রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগ জনিত কারণে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির ভূমিকা পালন করে থাকেন। 

(xvi) রাষ্ট্রপতির '' ভেটো '' ক্ষমতা বলতে কী বোঝায় ?
রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হল এক বিশেষ ক্ষমতা যা প্রয়োগ করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সাথে পরামর্শ করতে বাধ্য নন। 163(2) নং ধারা অনুসারে তাঁর সিদ্ধান্তের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না। 

PAGE AC : 440 

(i) NATO র সম্পূর্ণ রূপটি লেখ। 
NATO র পুরো কথাটি হল - North Atlantic Treaty Organisation ; 1949 এর 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত হয়। এটি ছিল মূলতঃ সোভিয়েত বিরোধী পাশ্চাত্য শক্তিবর্গের এক সামরিক জোট।

অথবা , SEATO র পূর্ণ রূপটি লেখ।   
South East Asian Treaty Organisation ( 1954 সালে গঠিত হয়। এরপর 1955 সালে মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা MEDO - Middle East Defence Organisation গঠিত হয়। ) 

(ii) কোন দেশে জোট নিরপেক্ষতার জন্ম হয় ? 
আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষতার জন্ম হয় যুগোশ্লোভিয়াতে 1961 সালে , কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ভারত। 

(iii) জোট নিরপেক্ষতার একটি নীতি উল্লেখ কর। 
১. বর্ণবিদ্বেষের বিরোধিতা ,
২. জাতির আত্মনিয়ন্ত্রণ ও সারভৌমিকতার প্রতি সমর্থন ,
৩. সাম্রাজ্যবাদের বিরোধিতা - ইত্যাদি। 

অথবা , মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝ ?
মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ মার্শাল 1947 এর 5 ই জুন তাঁর ভাষণে বলেন - ইউরোপকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। সোভিয়েত আগ্রাসন প্রতিরোধ করাই ছিল এর উদ্দেশ্য। ( একেই মার্শাল পরিকল্পনা বলে )

(iv) পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ?
1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রেসিডেন্ট চৌ - এন - লাই - এর মধ্যে। 

(v) SAFTA র পূর্ণ রূপ লেখ। 
South Asian Free Trade Area ( এছাড়া , SAPTA = South Asian Preferential Trade Area ) 

অথবা , ভারতের বিদেশনীতির রূপকার কাকে বলা হয় ?
জওহরলাল নেহেরু। 

(vi) পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য কী ?
জাতীয় স্বার্থরক্ষা। 

(vii) জাতিপুঞ্জের কোন দুটি বিভাগ মহাসচিবকে নির্বাচিত করে ?
সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। ( নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন। ) 

(viii) ভেটো ক্ষমতা বলতে কী বোঝ ?
ভেটো / ভিটো ক্ষমতার অর্থ হল পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার। 


(ix) শান্তির জন্য ঐক্য প্রস্তাব - বলতে কী বোঝ ? 
1950 সালে জাতিপুঞ্জের গৃহীত একটি প্রস্তাব। এই প্রস্তাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ সভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 

(x) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ?
54 

অথবা , জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে ?
111 টি। 

(xi) ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার সদস্য কারা ?
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচকমন্ডলী পার্লামেন্টের দুটি কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। 

(xii) ভারতে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে ?
রাষ্ট্রপতি। 

অথবা , ভারতের প্রধানমন্ত্রীর একটি কাজ উল্লেখ কর। 
সরকারের প্রধান মুখপত্র হিসাবে তিনি লোকসভায় সরকারি নীতি সমূহের ব্যাখ্যা প্রদান করেন। নীতি নির্ধারণ ও তা প্রয়োগের প্রধান কান্ডারী তিনিই। 

(xiii) অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে ? 
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

অথবা , আমলা কাদের বলা হয় ? 
রাষ্ট্রে প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন আমলা। তারা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখা হল আমলাদের প্রধান কাজ। ( আমলাতন্ত্র কথাটির অর্থ - টেবিল শাসনতন্ত্র। ) 

(xiv) বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি উপায় উল্লেখ কর। 
(ক ) শাসন ও আইন বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত রাখা। 
(খ ) বিচারকের নিয়োগ ও পদচ্যুতির ব্যাপারে স্বচ্ছ ও গণতান্ত্রিক নীতির প্রয়োগ। 

(xv) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
জেলা পরিষদ। 

(xvi) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ কর। 
গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত কর , কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান , ঋণ গ্রহণ - ইত্যাদি। 

অথবা , পৌরসভার ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয় ? 
নির্বাচিত কাউন্সিলর ও অন্য কয়েকজন সদস্যকে নিয়ে। যে ওয়ার্ডের জনসংখ্যা 2500 এর বেশি নয় সেই ওয়ার্ডের ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যের সংখ্যা হবে 7 ; তারপর অতিরিক্ত 500 জন জনসংখ্যা পিছু একজন করে সদস্য মনোনীত হন। 

PAGE AC : 449 

(i) ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় ?
মহকুমাশাসক বা SDO   । 

অথবা , ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো ?
ভারতীয় বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল ন্যায় পঞ্চায়েত। এটি মূলতঃ পঞ্চায়েত স্তরের একটি সংগঠন। ভারতীয় দন্ডবিধিতে যে সব অপরাধের জন্য সর্বাধিক 50 টাকা টাকা পর্যন্ত জরিমানা হতে পারে - সেই সকল মামলা ন্যায় পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। 

(ii) ওয়ার্ড কমিটি কী ?
নির্বাচিত কাউন্সিলর ও অন্য কয়েকজন সদস্যকে নিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি তৈরী হয়। এই কমিটির মূল কাজ হল পৌরসভার কর্মসূচির তদারকি করা ও পৌর সম্পত্তির অপব্যবহার রোধ। 

অথবা , পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ কর। 
পৌরসভার আয়ের মোট তিনটি উৎস হল - নিজস্ব সূত্র থেকে সংগৃহীত অর্থ , রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য , ঋণ গ্রহণ। 
 
(iii) ভারতের প্রধানমন্ত্রীর যেকোনো দুটি ক্ষমতার উল্লেখ কর। 
(ক ) সরকারের প্রধান মুখপত্র হিসাবে তিনি লোকসভায় সরকারি নীতি সমূহের ব্যাখ্যা প্রদান করেন।    (খ ) নীতি নির্ধারণ ও তা প্রয়োগের প্রধান কান্ডারী তিনিই। 

(iv) ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন। 

(v) আমলাতন্ত্র বলতে কী বোঝ ?
রাষ্ট্রে প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন আমলা। তারা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখা হল আমলাদের প্রধান কাজ। ( আমলাতন্ত্র কথাটির অর্থ - টেবিল শাসনতন্ত্র। ) 

(vi) Spirit of the Laws - গ্রন্থটি কার লেখা ?
মন্টেস্কু ( 1948 ; এতে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির ব্যাখ্যা রয়েছে। ) 

(vii) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত ?
15 জন। ( আন্তর্জাতিক বিচারপতিদের সাধারণ কার্যকালের মেয়াদ 9 বছর। তবে , প্রতি তিন বছর অন্তর এক - তৃতীয়াংশ অর্থাৎ 5 জন বিচারপতিকে অবসর গ্রহণ করতে হয়। ) 

(viii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখ। 
খাদ্য ও কৃষি সংস্থা ( FAO ) , আন্তর্জাতিক শ্রম সংস্থা ( ILO ) , শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 
( UNESCO )  ।

(ix) নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্যরাষ্ট্রের নাম লেখ। 
মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ফ্রান্স , রাশিয়া ও গণপ্রজাতন্ত্রী চীন। 

(x) BRICS কী ? 
ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন , দক্ষিণ আফ্রিকা - এই 5 টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 

(xi) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
আমেরিকার নিউইয়র্ক শহরে। 

(xii) SAARC এর বর্তমান সদস্য সংখ্যা কত ?
8 ( আট ) ।   
ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলংকা , নেপাল ,ভুটান , মালদ্বীপ। ( এরপর নবতম সদস্য হিসেবে যোগদান করে আফগানিস্থান। 
South Asian Association for Regional Co-operation ( 1985 খ্রিস্টাব্দে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়। )

(xiii) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী ?
জোট নিরপেক্ষতা ও পঞ্চশীল নীতি অনুসরণ। 

(xiv) দ্বিমেরুকরণ কাকে বলে ? 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বে প্রধান দুটি শক্তিরূপে উপস্থিত হয়।  এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত তাদেরকে কেন্দ্র করেই বিশ্ব রাজনীতি আবর্তিত হতে থাকে। একেই দ্বি-মেরু কেন্দ্রিক রাজনীতি বলে। 

(xv) NAM এর পুরো নাম লেখ। 
Non Aligned Movement বা , জোট নিরপেক্ষ আন্দোলন। 

(xvi) SEATO কথার পূর্ণরূপ কী ?
South East Asian Treaty Organisation ( 1954 সালে গঠিত হয়। এরপর 1955 সালে মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা MEDO - Middle East Defence Organisation গঠিত হয়। ) 

PAGE : AC 456 

২.১. NPT এর পুরো কথাটি কী ?
Non- Proliferation Treaty বা , পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি। 

অথবা , CTBT র পুরো কথাটি কী ?
পুরো কথাটি হল - Comprehensive Nuclear Test Ban Treaty  । এর মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ। 

২.২. দাঁতাত বলতে কী বোঝ ? 
দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ হল পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। মার্কিন ও সোভিয়েত পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দাঁতাত বলে। 

২.৩. ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝ ? 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিমেরু শক্তির উদ্ভব ঘটে এবং একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোট ও অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট - এই দুয়ের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ না হলেও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত যুদ্ধের পরিমন্ডল বা ছায়া যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান একেই '' ঠান্ডা লড়াই '' বলে অভিহিত করেছেন। 

২.৪. পররাষ্ট্রনীতি বলতে কী বোঝ ?
প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যে সকল নীতি নির্ধারণ করে - সাধারণভাবে তা'ই হল সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি। 

২.৫. সার্ক - এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নেপালের রাজধানী কাঠমান্ডু তে। 

২.৬. পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রেসিডেন্ট চৌ - এন - লাই - এর মধ্যে। 

অথবা , International Politics গ্রন্থটির লেখক কে ? 


২.৭. নিরাপত্তা পরিষদের Veto ক্ষমতা বলতে কী বোঝ ?
ভেটো / ভিটো ক্ষমতার অর্থ হল পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার। 

২.৮. UNICEF এর পুরো কথাটি কী ?
পুরো নাম United Nations International Children's Emergency Fund  । এটি UNO র একটি সংস্থা এবং এর প্রধান কাজ হল শিশু অধিকার রক্ষা ও তাদের ন্যূনতম চাহিদাগুলি সংরক্ষণ করা। 

অথবা , UNDP র পুরো কথা কী ?
United Nations Development programme ( সদর দপ্তর নিউইয়র্ক ) 

২.৯. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন ? 
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রসহ মোট ন'টি সদস্যরাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হলে নির্বাচিত ব্যাক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব পদে নিযুক্ত হন। 

২.১০. বিশ্বনাগরিক সভা কোন সংস্থাকে বলা হয় ?
সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভাকে। 

২.১১. শাসন বিভাগ কখন অর্ডিন্যান্স জারী করতে পারে ?
সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি বা বিশেষ অবস্থার ভিত্তিতে। 

২.১২. অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে ?  
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেইসকল আইন হল অর্পিত ক্ষমতা প্রসূত আইন ( Delegated Legislation ) ।

২.১৩. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী ?
জাকির হোসেন। 

২.১৪. ভারতীয় সংবিধানের কত নং ধারায় ইমপিচমেন্টের কথা বলা আছে ?
61 নং ধারায়। 

২.১৫. গ্রাম সংসদ বলতে কী বোঝ ?
1994 সালের এপ্রিল মাসে প্রণীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রত্যেক ভোটদাতা - কে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। সামাজিক ন্যায় , অর্থনৈতিক উন্নয়ন - ইত্যাদি বিষয়ে গ্রাম সংসদ নীতি নির্ধারণ করে থাকে। 

২.১৬. ভারতীয় সংবিধানের 73 তম সংশোধনী গুরুত্বপূর্ণ কেন ? 
1992 সালে প্রবর্তিত 73 তম সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করে এবং পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রতিটি রাজ্য সরকার বাধ্য হয়। এর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা স্বাবলম্বী হয়ে ওঠে। 

(   1992 সালে প্রবর্তিত 74 তম সংশোধনী আইনের মাধ্যমে পৌর প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করে এবং পৌরসভা প্রতিষ্ঠা করতে প্রতিটি রাজ্য সরকার বাধ্য হয়। এর মাধ্যমে পৌর ব্যবস্থা স্বাবলম্বী হয়ে ওঠে।  ) 

PAGE AC : 458

(i) BRICS কী ? 
ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন , দক্ষিণ আফ্রিকা - এই 5 টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 
(ii) G-77 বলতে কী বোঝ ? 
উন্নয়নশীল দেশগুলির মধ্যে 77 টি দেশের একটি সংগঠন - যা মূলতঃ জোট নিরপেক্ষ আন্দোলনের ফলশ্রুতি। 1964 সালে এটি প্রতিষ্ঠিত হয় মূলতঃ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থার একটি সুসংগঠিত সহায়ক সহাবস্থান গঠনের লক্ষ্যে। 
(iii) জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয় ?
সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রকে নিয়েই সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা 193 এবং প্রতিটি রাষ্ট্র অনধিক 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে। 
(v) মার্কসবাদের দুটি উৎস লেখ। 
3 টি প্রধান উৎস - 1. জার্মান দর্শন , 2. ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি , 3. ফরাসি সমাজতন্ত্র। 
(vi) আইন সভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কী ?
বার্ষিক বাজেট অনুমোদন। 
(vii) রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন কে ?
রাজ্যপাল। 
অথবা , পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?
294 
(viii) ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন। 
(ix) সংবিধানের কত নং ধারায় অর্থবিল এর সংজ্ঞা দেওয়া আছে ?
( 109 নং ধারা অনুসারে অর্থবিল কেবলমাত্র লোকসভাতেই উপস্থাপিত হতে পারে। )
(x) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে ? 
BDO ( প্রধান কর্মকর্তা হলেন সভাপতি। প্রশাসনিক বা , আমলাতান্ত্রিক প্রধান BDO ) 
(xi) জিরো আওয়ার কাকে বলে ? 
সংসদীয় কার্যপদ্ধতিতে '' জিরো আওয়ার '' এর কোনো উল্লেখ নেই। তবুও ঠিক 12 টা বাজলে ধরা হয় একদিনের সমাপ্তি ও পরবর্তী দিনের সূচনা। সেই সময় দুপুর 12 টা থেকে 1 টা পর্যন্ত কক্ষের কাজকর্ম চলতে থাকলে তাকে বলে জিরো আওয়ার। 
অথবা , অধস্তন আদালত কাকে বলে ?
অঙ্গরাজ্যের হাইকোর্টের নিম্নে বিচারকার্য সম্পাদনের দায়িত্বপ্রাপ্ত বিচারালয়গুলিকে অধস্তন আদালত বলে। যেমন - জেলা আদালত , দায়রা আদালত - ইত্যাদি। 
(xii) ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি '' লেখ '' র উল্লেখ কর। 
32 নং ধারা অনুসারে সুপ্রীম কোর্ট ও 226 নং ধারা অনুসারে হাইকোর্টগুলি নিম্নোক্ত লেখগুলি জারি করতে পারে - বন্দী প্রত্যক্ষীকরন , পরমাদেশ , প্রতিষেধ , উৎপ্রেশন ও অধিকার পৃচ্ছা। 
(xiii) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী ?
জেলা পরিষদ। 
( দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই। )
( জেলা পরিষদের প্রধান - সভাধিপতি ; আমলাতান্ত্রিক প্রধান DM ) 
(xiv) জেলা পরিষদের প্রধান কর্মকর্তা কে ?
সভাধিপতি। 
অথবা , কলকাতা কর্পোরেশনের প্রধানকে কী বলে ?
মেয়র। 
( কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা - স পরিষদ মেয়র। আমলাতান্ত্রিক প্রধান কমিশনার ) 
(xv) বর্তমানে ভারতে ক'টি হাইকোর্ট আছে ?
25 টি।  ( অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ভারতের 25 তম হাইকোর্ট। ) 
অথবা , জেলা পরিষদের দুটি আয়ের উৎস লেখ। 
জেলা পরিষদের আয়ের বিভিন্ন উৎস সম্পর্কে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের chapter xvii তে আলোচনা করা হয়েছে। উৎসগুলি হল - 1. জেলা পরিষদ কর্তৃক আরোপিত বিভিন্ন কর , 2. কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ,  3. ঋণ গ্রহণ - ইত্যাদি। 
(xvi) পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে তৈরী হয় ?
1957 সালে। 
অথবা , পৌরসভার সদস্যদের কী বলা হয় ?
কাউন্সিলর।        

 


You May Also Like

1 comments