Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

WBTA 2020 SOCIOLOGY SAQ SOLVE 


PAGE 107 ; MODEL QUESTION PAPER 1

(i) ধর্মের সংজ্ঞা দাও। 
সংস্কৃতে ধর্ম শব্দটি ধৃ - ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত করে গঠিত। ধৃ - কথার অর্থ হল ধারণ করা। অর্থাৎ মানুষ নিজের চেয়ে শক্তিশালী এক অতিমানবিক , সর্বশক্তিমান , অদৃশ্য সত্তাকে ধারণ করে থাকে - তা'ই হল ধর্ম।   

(ii) পরিবারের একটি কাজ লেখ। 
যৌন আকাঙ্খার পরিতৃপ্তি সাধন , সন্তান উৎপাদন ও তার প্রতিপালন।  

(iii) ধর্ম ও বিজ্ঞানের একটি পার্থক্য লেখ। 
ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত হয় বিশ্বাসের ভিত্তিতে ; কিন্তু বিজ্ঞান প্রতিষ্ঠিত যুক্তি ও প্রমানের ভিত্তিতে।  

অথবা , বিবাহের একটি গুরুত্ব লেখ। 
(ক ) বিবাহের মাধ্যমেই নর - নারীর সম্পর্ক বৈধতা প্রাপ্ত হয়। 
(খ ) পিতৃত্বের দাবি স্বীকৃত হয়। 

(iv) আধুনিকীকরণ কাকে বলে ? 
অপেক্ষাকৃত অনগ্রসর , বাঁধাধরা নিয়মে অভ্যস্ত সমাজ বা সামাজিক প্রতিষ্ঠান অপেক্ষাকৃত উন্নত বা বিকাশ সমৃদ্ধ সমাজের বৈশিষ্টের মডেলে নিজেকে পরিবর্তিত করে নেওয়ার প্রক্রিয়াকেই বলে আধুনিকীকরণ। 

(v) নগরায়ণ কী ? 
একটি গ্রামীণ সমাজের পরিকাঠামো যখন নগরীয় পরিকাঠামোতে পরিবর্তিত হয় এবং পুরুষদের 75%  কৃষি ব্যতীত অন্যান্য কর্মে নিযুক্ত হয় - তখন সেই সামাজিক কাঠামোকে নগরায়ণ বলে।   

(vi) একজন ভারতীয় সমাজতাত্ত্বিকের নাম লেখ। 
ব্রজেন্দ্রনাথ শীল , জি এস ঘুরে , ইরাবতী কার্ভে। 

অথবা , দৃষ্টিভঙ্গি কাকে বলে ? 
কোনো একটি বিষয়কে একটি নির্দিষ্ট আঙ্গিকে বিশ্লেষণ করাই হল দৃষ্টিভঙ্গি। যেমন , ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি , দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি - ইত্যাদি। 

(vii) Culturological শব্দের অর্থ কী ? 
ভারততত্ত্ব। এটি ঐতিহ্য , সংস্কৃতি ইত্যাদির ভিত্তিতে প্রতিষ্ঠিত।   

অথবা , বিশ্বায়নের সুফল কী ? 
(ক ) আন্তর্জাতিক বাণিজ্যের আয়তন বহুগুন বৃদ্ধি। 
(খ ) বহুজাতিক সংস্থাগুলির ( MNC ) শ্রীবৃদ্ধি। 
(গ ) কারিগরি বিদ্যা ও প্রযুক্তির সহজ আদান - প্রদান। 
(ঘ ) উগ্র জাতীয়তাবাদ প্রশমন। 

(viii) নিম্নবর্গ বলতে কী বোঝায় ? 
আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা সমাজের অবহেলিত , বঞ্চিত ও শোষিত শ্রেণীকে নিম্নবর্গ বলে। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.


(ix) উদারীকরণ কাকে বলে ? 
উদারীকরণ হল আর্থ - সামাজিক বিষয়ে সীমাবদ্ধতার শিথিলতা। এর দ্বারা বাণিজ্য ও বাজার মূলধনের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ হ্রাসের বিষয়টি প্রকাশ পায়। 

অথবা , ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পথপ্রদর্শক দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখ। 
হেনরী থমাস কোলব্রুক , অগাস্ট উইলহেম স্লেগেল। ভারতীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় , এম এন শ্রীনিবাস - প্রমুখ।  

(x) সংস্কৃতায়ন বলতে কী বোঝ ? 
সংস্কৃতায়ন মতবাদের প্রবক্তা হলেন এম এন শ্রীনিবাস। সংস্কৃতায়ন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিম্নবর্গের ব্যক্তিবর্গ অপেক্ষাকৃত উচ্চবর্গের জীবনযাত্রা , আদর্শ - ইত্যাদিকে নকল করে উচ্চবর্গের সমকক্ষ হওয়ার চেষ্টা করে এবং কালক্রমে 2-1 পুরুষের ব্যবধানে তা হয়ে ওঠে।   

(xi) ভারতে সমাজ জীবনের প্রথম পর্যায়ে কাদের উপর পাশ্চাত্ত্যিকরণের প্রভাব পড়েছিল ? 
সমুদ্র উপকূলবর্তী বন্দর শহরগুলিতে - বোম্বাই , মাদ্রাজ , কলকাতা। 

(xii) বিশ্বায়নের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ? 
অধ্যাপক রোল্যান্ড রবার্টসন। 

(xiii) '' নব্য মানবতাবাদ '' গ্রন্থটির রচয়িতা কে ? 
মানবেন্দ্রনাথ রায়। ( New Humanism ) 

অথবা , জাতি ও শ্রেণীর একটি পার্থক্য লেখ। 
(ক ) জাতিভেদ প্রথা ভারতীয় হিন্দু সমাজের এক অন্যতম বৈশিষ্ট। কিন্তু শ্রেণী ব্যবস্থা হল বিশ্বজনীন। 
(খ ) জাতিভেদ একটি বদ্ধ ব্যবস্থা , এতে সামাজিক সচলতা নেই। কিন্তু শ্রেণী একটি মুক্ত ব্যবস্থা এবং এতে সামাজিক সচলতা সম্ভব। 

(xiv) জনসংখ্যা রোধ করার জন্য যেকোনো দুটি উপায় লেখ। 
(ক ) শিক্ষার বিস্তার ও জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা। 
(খ ) গর্ভনিরোধক উপায় বা উপাদানগুলির সহজলভ্যতা সুনিশ্চিত করা। 

(xv) প্রথম কে বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ? 
1861 সালে রেভারেন্ড জেমস লঙ। 

অথবা , যৌথ পরিবার বলতে কী বোঝ ? 
একই পরিবারে দুয়ের বেশি প্রজন্ম একত্রে বসবাস করলে তাকে যৌথ পরিবার বলে। 

(xvi) বুনিয়াদি শিক্ষা কী ?   
গান্ধীজির শিক্ষা দর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বুনিয়াদি শিক্ষা। স্বনির্ভরতা , সু - অভ্যাস , কর্মদক্ষতা , জাতীয়তাবোধ - ইত্যাদির মাধ্যমে জাতির বুনিয়াদ বা ভিত গড়ে তোলার লক্ষ্যই হল বুনিয়াদি শিক্ষা।    

PAGE 109 ; MODEL QUESTION PAPER 2

(i) ঋক বেদের অনুবাদ করেন কে ? 
ম্যাক্স মূলার। 

(ii) লখ্নৌ বিশ্ববিদ্যালয়ে কবে থেকে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় ? 
1921 সালে ( অধ্যাপক ডি এন মজুমদার ) ।  

অথবা , Modern Indian Culture : A Sociological Study - কার লেখা ? 
ধুর্জটিপ্রসাদ মুখার্জী। 

(iii) দুটি ভারত চর্চার সংস্থার নাম লেখ। 
এশিয়াটিক সোসাইটি , আমেরিকান সোসাইটি , রয়েল এশিয়াটিক সোসাইটি , আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটি। 

অথবা , কত সাল থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সটি চালু হয় ? 
2005 সালে। 

(iv) মথুরার তৈল শোধনাগারের বিরুদ্ধে পরিবেশ বাঁচাও আন্দোলনের কারণ কী ? 
রাসায়নিক দূষণের ফলে তাজমহলের ক্ষতি হওয়ার আশঙ্কা। 

অথবা , ভারতীয় বয়লার আইন কবে চালু হয় ? 
1923 সালে। 

(v) রাধাকৃষ্ণন কমিশন কবে , কেন গঠিত হয় ? 
1948 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে স্বাধীন ভারতে উচ্চশিক্ষার বিকাশের ক্ষেত্রে সরকারকে পরামর্শ দানের জন্য। 

অথবা , শান্তানাম কমিটি কবে , কেন গঠিত হয় ? 
1962 সালে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে। এই কমিটির সুপারিশক্রমে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 তৈরী হয়। 

(vi) ভারতে প্রথম সুতোকোল কে গড়ে তোলেন ? 
1853 সালে কোয়াসজী নানাভাই। 

অথবা , বাংলায় প্রথম বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন ? 
ড্রিঙ্কওয়াটার বেথুন , 1849 সালে কলকাতায়। ( হিন্দু বালিকা বিদ্যালয় ) । 

(vii) ভারতে বেকারত্বের দুটি বৈশিষ্ট উল্লেখ কর। 
(ক ) গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বেকারত্বের সংখ্যা বেশি। 
(খ ) পুরুষদের তুলনায় মহিলাদের বেকারত্বের হার বেশি। 
(গ ) শিল্প চাকুরীর তুলনায় কৃষিক্ষেত্রে বেকারত্বের সংখ্যা বেশি। 
(ঘ ) সামগ্রিক বেকারত্বের তুলনায় শিক্ষিত বেকারত্বের হার বেশি। 

অথবা , গুণোত্তর প্রগতি ও সমান্তর প্রগতি - তত্ত্বটি কার ? 
অর্থনীতিবিদ ও জনসংখ্যাতত্বের জনক ম্যালথাস। 

(viii) রাম আহুজা দারিদ্রতার কারণ বর্ণনায় কয়টি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ? 
দুটি - প্রাচীন ও আধুনিক। 

অথবা , International Poverty Line অনুযায়ী কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন ? 
32.7 শতাংশ। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.


(ix) স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ব্যাখ্যায় The absence of Roads উপাদানটির ব্যাখ্যা দেন কে ?      
এম এন শ্রীনিবাস। 
The absence of Roads , very little money circulated in the rural areas - এগুলি হল গ্রাম সমাজের বিচ্ছিন্নতার কারণ - বলে শ্রীনিবাস চিহ্নিত করেছেন। 

অথবা , রায়তওয়ারী ব্যবস্থা কবে চালু হয় ? 
1820 সালে তৎকালীন মাদ্রাজের গভর্ণর থমাস মনরো কর্তৃক। 
( 1822 সালে মহলওয়ারী বন্দোবস্ত ,  1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত ) ।  

(x) মেরন উইনার এর মতে আধুনিকীকরণের জন্য দায়ী উপাদানগুলি কী কী ? 
5 টি উপাদান -  
শিক্ষা , 
গণযোগাযোগ ব্যবস্থা ,
জাতীয়তাভিত্তিক আদর্শ ,
অসামান্য প্রতিভা সম্বলিত ব্যক্তির নেতৃত্ব , 
সরকারি কর্তৃত্ব। 

(xi) আলিগড় মুসলিম বিদ্যালয় কবে স্থাপিত হয় ? 
1875 সালে। 

অথবা , ভারতীয় সমাজ পরিবর্তনের দৃষ্টিভঙ্গিকে যোগেন্দ্র সিংহ কত ভাগে ভাগ করেছেন ? 
3 ভাগে - 
Evolutionary approach , 
Cultural approach , 
Structural approach 

(xii) চাকমা বিদ্রোহ কত সালে সংগঠিত হয় ? 
1776 ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান রানু খান এর নেতৃত্বে। 

অথবা , জীবন বেদ - কার লেখা ? 
কেশবচন্দ্র সেন। 

(xiii) বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ - কে বলেছেন ? 
ফ্রয়েড। 

অথবা , ইলম কী ? 
নাম্বুদিরি দের যৌথ পরিবারকে বলা হয় ইলম। ( নায়ারদের যৌথ পরিবারকে বলা হয় তারাওয়ার। ) 

(xiv) ঋষি অরবিন্দের দুটি গ্রন্থের নাম লেখ। 
The Life Divine ,  Essays on Gita .

(xv) কোন দিনটি শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় ? 
11 ই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদ - এর জন্মদিনে। 
( কিন্তু শিক্ষক দিবস 5 ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে ) । 

(xvi) ভূমি উন্নয়ন ব্যাঙ্ক কবে স্থাপিত হয় ? 


অথবা , ধর্ম আন্দোলনের প্রধান বৈশিষ্ট হিসেবে কে '' শুদ্ধি '' চিহ্নিত করেছেন ?     
স্বামী দয়ানন্দ সরস্বতী।    

PAGE  110 ; MODEL QUESTION PAPER 3 

(i) Indian Sociological Society - র মুখপত্রটির নাম কী ছিল ? 
Sociological Bulletin , 1920 তে জি এস ঘুরে - এর চেষ্টায় প্রকাশিত হয়। 

অথবা , ICMR কোন উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ হয় ? 
পুরো নাম Indian Council of Medical Research  ।  এটি একটি Apex body এবং এর কাজ হল জৈব রসায়ন ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা। 

(ii) নিম্নবর্গীয় ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গিতে রণজিৎ গুহর লিখিত গ্রন্থটির নাম কী ? 
Elementary Aspects of Peasant Insurgency in Colonial India 1983 .

অথবা , ভারতীয় সমাজতত্ত্বের ভিত্তি হিসাবে প্রাচীন ভারতের কোন শাস্ত্র সমূহ উল্লেখযোগ্য ? 
কৌটিল্যের অর্থশাস্ত্র , শঙ্করাচার্যের দর্শন , মনুর চিন্তাধারা , রামায়ণ , মহাভারত - ইত্যাদি। 

(iii) প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রাম সমাজের অর্থনীতি মূলতঃ কীসের ওপর নির্ভরশীল ছিল ? 
কৃষি। 

অথবা , অধ্যাপক এম এন শ্রীনিবাস কোন গ্রন্থে ব্রাহ্মনায়ন শব্দটি ব্যবহার করেন ? 
Religion and Society among the Coorgs of Southern India 1952 

(iv) ধর্মনিরপেক্ষীকরণের প্রধান বৈশিষ্ট কী ? 
(ক ) বিশেষ কোনো ধর্মের প্রাধান্যহীনতা। 
(খ ) যুক্তি , বিজ্ঞান মনস্কতা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। 

অথবা , NGO - কথাটির পুরো অর্থ কী ? 
Non Governmental Organisation 

(v) কার মতে , '' মানবত্বই ধর্ম '' ? 
অগাস্ট কোঁত। 

(vi) জাতি পঞ্চায়েত কাকে বলে ? 
প্রত্যেক জাতির নির্দিষ্ট আচার আচরণ ঠিকমতো পালিত হচ্ছে কি'না , বা তার বিচ্যুতি ঘটলে কী প্রকার শাস্তি প্রদত্ত হবে - তা দেখাশোনার জন্য যে সংগঠন ছিল - তাকেই জাতি পঞ্চায়েত বলে। 

(vii) প্রাক ব্রিটিশ ভারতে নগরীয় শ্রেণী কাঠামোর দুটি শ্রেণী উল্লেখ কর। 
পুঁজিপতি শ্রেণী , শ্রমিক শ্রেণী। 

অথবা , উপজাতি বলতে কী বোঝ ? 
ভারতীয় সংবিধানের 342 ও  366/25 নং ধারাতে উপজাতিদের সম্পর্কে বলা হয়েছে , যারা ভারতের আদিম বাসিন্দাদের উত্তরসূরি। 

(viii) ধর্মের একটি নেতিবাচক ভূমিকা লেখ। 
(ক ) ধর্ম সাম্প্রদায়িক বিভেদ তৈরী করে। 
(খ ) ধর্ম মানুষকে কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধ বিশ্বাসী করে তোলে। 

অথবা , মৌলানা আবুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কী ? 
আল হিলাল ( Al - Hilal ) উর্দু ভাষায় 1912 তে। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.


(ix) বিদ্যালয়ের আর্থিক দায়ভার গ্রহণে নারী শিক্ষা ভান্ডার কে গড়ে তোলেন ? 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

(x) পশ্চিমবঙ্গে কোন সংস্কারের ফলাফল অপারেশন বর্গা নামে পরিচিত ? 
ভূমি সংস্কার। 

(xi) আত্মীয়সভা পরবর্তীকালে কোন রূপে পরিণত হয় ? 
ব্রাহ্মমসমাজ ( 1828 ) 
[ 1815 তে রামমোহন কর্তৃক আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয়। ] 

(xii) সামাজিক সমস্যা বলতে কী বোঝায় ? 
সামাজিক সমস্যা হল অবাঞ্চিত ও আপত্তিজনক পরিস্থিতি - যার জন্য ব্যক্তি অসুবিধার সম্মুখীন হয় এবং এর থেকে বেরিয়ে আসার পথ খোঁজে। এটি হল আচার আচরণের একটি দিক যা সমাজের গৃহীত ও স্বীকৃত নিয়মাবলীকে নষ্ট করে। 

(xiii) সাক্ষরতা বলতে কী বোঝায় ? 
UNSCO ও 1991 সালে ভারতের জনগণনা সংক্রান্ত কমিশনের মতে , সাক্ষরতা হল - ব্যক্তির বোধগম্যতার সাথে কোনো একটি ভাষা লিখতে ও পড়তে পারা। 

অথবা , দুর্নীতি কী ধরণের আচরণ ? 
দুর্নীতি হল একপ্রকার বিচ্যুত আচরণ। 

(xiv) ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার পক্ষে একটি জ্বলন্ত সমস্যা কী ? 
সন্ত্রাসবাদ। 

(xv) কোন সময়কালটিকে আন্তর্জাতিক নারীদশক হিসাবে ঘোষণা করা হয় ? 
1975 - 1985 ( 1975 কে বিশ্ব নারীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়। ) 

(xvi) গ্রিন বেঞ্চ কী সংক্রান্ত মামলার জন্য তৈরী হয় ? 
পরিবেশ সংক্রান্ত মামলার নিস্পত্তির জন্য 1986 সালে কলকাতা হাইকোর্টে গঠিত হয় গ্রিন বেঞ্চ। 

অথবা , ভারতে জাতীয় মহিলা কমিশন কবে তৈরী হয় ? 
1992 ( প্রথম চেয়ার পারসন জয়ন্তী পট্টনায়ক। )  

PAGE 459 ; Gazoldoba High School 

(i) ভারতবর্ষে বিষয় হিসাবে সমাজতত্ত্বের পঠন পাঠন প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে , কবে শুরু হয় ? 
বোম্বাই বিশ্ববিদ্যালয়ে 1919 সালে। 

অথবা , আইন - ই - আকবরীকে কে Mughal Gazetter বলেছেন ? 


(ii) কোন দৃষ্টিভঙ্গিকে Culturological বলা হয় এবং কেন ? 
ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে। 
কেননা , এই দৃষ্টিভঙ্গি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে ভারতীয় সমাজের আলোচনা করে। 

অথবা , নব্য মানবতাবাদ বা New Humanism এর রচয়িতা কে ? 
মানবেন্দ্রনাথ রায়। 

(iii) নবজাগরণের যুগের দুজন প্রবক্তার নাম কর। 
রাজা রামমোহন রায় , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

(iv) কৃষির বাণিজ্যিকীকরণ কী ? 
পুরোনো কৃষি উৎপাদন পদ্ধতিকে বাতিল করে উৎপাদনকে বাজারমুখী করার চেষ্টা , অতিরিক্ত উৎপাদন , পণ্যকে বাণিজ্যের উপাদান হিসাবে দেখা - এই সকল প্রক্রিয়া হল কৃষির বাণিজ্যিকীকরণ। 

(v) স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজ ভাঙনের মূল কারণগুলি কী কী ? 
ব্রিটিশ প্রবর্তিত বিভিন্ন নীতি যেমন - 1793 এ লর্ড কর্নওয়ালিস এর চিরস্থায়ী বন্দোবস্ত , 1822 সালে মহল ওয়ারী বন্দোবস্ত - ইত্যাদি ব্যবস্থা ছিল স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের ভাঙনের মূল কারণ। 

অথবা , যজমানি ব্যবস্থার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ। 
সুবিধা - যজমানি প্রথার ব্যাপকতা সমাজের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে উপযোগী ভূমিকা পালন করেছিল। অসুবিধা - যজমানি ব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাসের কদর্য রূপটি প্রকাশ পেয়েছিল। 

(vi) West Bengal Estate Acquisition Act কবে পাশ হয় ? 
1953 সালে। 

অথবা , বিশ্বায়নের একটি করে সুবিধা ও অসুবিধা লেখ। 
সুবিধা - বাণিজ্য ও সংস্কৃতির বিশ্বময় চলাচল অবাধ ও সহজ হয়েছে। 
অসুবিধা - প্রথম বিশ্বের দেশগুলির সাথে উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক বৈষম্য ও পার্থক্য প্রকট হয়ে উঠেছে। 

(vii) IMF এর পুরো নাম লেখ। 
International Monetary Fund . ( এই সংস্থা শর্তসাপেক্ষে বিভিন্ন রাষ্ট্রকে ঋণ প্রদান করে। ) 

অথবা , GATT এর পুরো নাম লেখ। 
General Agreement on Tariffs and Trade ( 1994 এর 30 ডিসেম্বর ভারত GATT চুক্তিতে সাক্ষর করে। ) 

(viii) ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো ? 
শুধুমাত্র বিদ্যালয়ের পাঠক্রম নয় ; তার সাথে সাথে ব্যক্তি অচেতনভাবে জীবনব্যাপী অভিজ্ঞতা পুনর্গঠন করে চলে। এর দ্বারা ব্যক্তির সামগ্রিক বিকাশ সম্পন্ন হয়। 

(ix) ধর্মের সংজ্ঞা দাও। 
সংস্কৃতে ধর্ম শব্দটি ধৃ - ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত করে গঠিত। ধৃ - কথার অর্থ হল ধারণ করা। অর্থাৎ মানুষ নিজের চেয়ে শক্তিশালী এক অতিমানবিক , সর্বশক্তিমান , অদৃশ্য সত্তাকে ধারণ করে থাকে - তা'ই হল ধর্ম।   

অথবা , স্বামী বিবেকানন্দ কয়টি যোগের কথা বলেছিলেন ও কী কী ? 
চারটি যোগ - কর্মযোগ , ভক্তিযোগ , রাজযোগ , জ্ঞানযোগ। 

(x) পরিবারের দুটি কাজ লেখ। 
যৌন আকাঙ্খার পরিতৃপ্তি সাধন , সন্তান উৎপাদন ও তার প্রতিপালন।  

অথবা , পরিবারের একটি কার্যগত ও কাঠামোগত পরিবর্তন লেখ। 
কাঠামোগত - যৌথ পরিবারগুলি ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে। 
কার্যগত - পূর্বের তুলনায় অধিক সংখ্যায় সন্তান প্রজননের মানসিকতা কমেছে। 

(xi) শুদ্র জাগরণ এর অর্থ কী ? 
স্বামী বিবেকানন্দের মতে , জগতে ব্রাহ্মন ও ক্ষত্রিয় যুগের অবসান ঘটেছে এবং বৈশ্য যুগের আরম্ভ হয়েছে। কালক্রমে এই বৈশ্য যুগেরও অবসান ঘটে সমাজ পরিচালনার মূল কান্ডারী হয়ে উঠবে শুদ্ররা। এটিই হল শুদ্র জাগরণ।    

(xii) ভারতবর্ষে দুর্নীতি দমনমূলক দুটি সংগঠনের নাম লেখ। 
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন , শান্তানাম কমিটি। 

(xiii) পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি উপায় লেখ। 
(ক ) জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দূষণ সৃষ্টিকারী পদার্থগুলির ক্রমহ্রাসকরণ। 
(খ ) 4-R পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পদার্থের পুনঃব্যবহার। 

অথবা , অ্যাসিড বৃষ্টি কী ? 
বিভিন্ন কারণে বায়ুমন্ডলে সালফার , নাইট্রোজেন ইত্যাদি গ্যাসগুলির অক্সাইড মুক্ত হয়ে তুষার , শিশির , জলকণা - ইত্যাদির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড , নাইট্রিক অ্যাসিড রূপে পৃথিবীতে ঝরে পড়ে। একেই বলে অ্যাসিড বৃষ্টি। 

(xiv) সন্ত্রাসবাদের দুটি কারণ লেখ। 
(ক ) ধ্বংসাত্মক ও অমানবিক নীতিযুক্ত আদর্শ। 
(খ ) বলপূর্বক নিজ মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা ও ধর্মীয় উন্মাদনা। 

(xv) আপেক্ষিক ও চরম দারিদ্র কী ? 
কোনো ব্যক্তি নিজের এবং নিজের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের ন্যূনতম প্রয়োজনগুলি পূরণ করতে না পারলে তা হল চরম দারিদ্র। 
অন্যদিকে আপেক্ষিক দারিদ্রতা হল অন্যের অর্থনৈতিক অবস্থানের তুলনায় নিচুস্তরে অবস্থান। 

(xvi) ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝ ? 
ধর্মনিরপেক্ষতা হল সেই রাষ্ট্রীয় আদর্শ যেখানে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই ; রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করে না এবং রাষ্ট্র সকলের ধর্মীয় স্বাধীনতার অধিকার স্থাপনে অঙ্গীকারাবদ্ধ থাকে।    

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

Share
Tweet
Pin
Share
No comments

H.S. WBTA EDUCATION SAQ SOLVE 2021






PAGE : 458 , MODEL SET : 1

(i) শিখনের দুটি বৈশিষ্ট উল্লেখ কর। 
শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়।    
   
(ii) প্রত্যভিজ্ঞা কাকে বলে ? 
প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় , তখন তাকে প্রত্যভিজ্ঞা বলে। অর্থাৎ পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা  জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকে প্রত্যভিজ্ঞা বলে।

অথবা , স্কিনার বাক্স কী ? 
সক্রিয় অনুবর্তনের পরীক্ষা করার জন্য স্কিনার একটি বাক্স সদৃশ উপকরণ নির্মাণ করেন - যা স্কিনার বক্স নামে পরিচিত। এতে অল্প সময়ের মধ্যে বহু আচরণের অধ্যয়ন করা যায়। 

(iii) থর্ণডাইকের ফললাভের সূত্রটি বিবৃত কর। 
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে তার ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়। আবার , সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়। 

(iv) গড় নির্ণয়ের সাধারণ সূত্রটি লেখ। 
রাশিবিজ্ঞানের উত্তরগুলি পরে একসাথে দেওয়া হবে। 

(v) অবিচ্ছিন্ন সারি কাকে বলে ? 
পরপর সাজানো বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে তাকে অবিচ্ছিন্ন সারি বলে। যেমন 3, 3.5 , 4 , 4.5 , 5 , 5.5 ইত্যাদি। 

(vi) সর্বজনীন শিক্ষা কাকে বলে ? 
যে শিক্ষায় সকলের সুযোগ আছে , সকলের ভর্তির সুযোগ আছে এবং একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে - তাকে সর্বজনীন শিক্ষা বলে। 

অথবা , প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ কর। 
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা। 
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। 

(vii) UGC এর পুরো কথাটি কী ? 
 University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয়

(viii) AICTE এর পুরো কথাটি কী ? 
All India Council for Technical Education । ( 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। )

অথবা , DPI এর পুরো কথাটি কী ? 
Director of Public Instruction 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) মুদালিয়র কমিশনের দুটি বিচার্য বিষয় উল্লেখ কর। 
(ক ) মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্য স্থির করা। 
(খ ) প্রচলিত মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্গঠন। 

(x) কোঠারি কমিশন কোন ক্লাস থাকে  অ্যাডভান্স কোর্স চালু করার সুপারিশ করেছে ? 
উচ্চমাধ্যমিক ( + 2 ) ।  

(xi) নবোদয় বিদ্যালয় কাকে বলে ? 
1986 - র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় - এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।

অথবা বয়স্ক সাক্ষরতা কাকে বলে ? 
বয়স্ক শিক্ষা হল সেই শিক্ষা যা ব্যক্তির মধ্যে 3R এর জ্ঞান অর্থাৎ পড়া , লেখা ও সাধারণ গণিতের জ্ঞান প্রদান করে তাঁদের সামাজিক , অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নত জীবনযাত্রা প্রদান করে।  

(xii) জানার জন্য শিক্ষা - বলতে কী বোঝ ? 
জানার জন্য শিখন হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে জগতের নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং এর সাথে সাথে জ্ঞান অর্জনের সঠিক কৌশল ও পদ্ধতিগুলিকেও আয়ত্ত করায়। 

(xiii) অ - প্রথাগত শিক্ষা কী ? 
স্বাভাবিক শিক্ষাপ্রতিষ্ঠানের গতানুগতিক শিক্ষার বাইরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় যে শিক্ষা তাকে অপ্রথাগত শিক্ষা বলে। 

(xiv) ই লার্নিং কী ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

অথবা , DOS কী ? 
পুরো নাম Disk Operating System  । এটি হল একটি সিঙ্গল ইউজার সিঙ্গল টাস্ক অপারেটিং সিস্টেম।  

(xv) মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল ? এটি আর কী নামে অভিহিত হয় ? 
সেকেন্ডারি এডুকেশন কমিশন। 
অপর নাম - মুদালিয়র কমিশন।    

(xvi) শব্দের তীব্রতা পরিমাপের একক কী ? 
ডেসিবেল। 

অথবা , ডেলরস কমিশনে মোট কতজন সদস্য ছিল ?  
1996 সালের 11 এপ্রিল। ( গঠিত হয় 1993 সালে। প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within -  শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। )

PAGE : 460 , MODEL SET : 2

(i) শিখন কী ? 
অতীত অভিজ্ঞতা ও অনুশীলনের প্রভাবে আচরণধারা সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়। 
      
অথবা , '' মনোযোগ হল নির্বাচিত চেতনামূলক জ্ঞান অর্জনের প্রক্রিয়া '' - উক্তিটি কার ? 
উডওয়ার্থ 

(ii) ট্রেটাড সমীকরণ কী ? 
 স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0 
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )

(iii) গেস্টাল্ট শব্দের অর্থ কী ? 
গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর অর্থ অবয়ব বা সামগ্রিকতা। গেস্টাল্ট মতবাদের মূল কথা হলো - সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী সামগ্রিকভাবে উপলব্ধি করে ও প্রতিক্রিয়া করে। গেস্টাল্ট মতবাদের প্রবক্তা হলেন - কফকা ও কোহলার।

অথবা , থর্ণডাইকের প্রধান শিখনের সূত্রগুলি কী কী ? 
তিনটি প্রধান সূত্র - 
(ক ) ফললাভের সূত্র। 
(খ ) অনুশীলনের সূত্র। 
(গ ) প্রস্তুতির সূত্র। 

(iv) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি ? 
গড় বা মিন। ( দ্রুতগতি পদ্ধতি হল মধ্যমমান বা মিডিয়ান।   

(v) শিক্ষায় অর্থপূর্ণ অংশীদারিত্ব কী ? 
1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে বোঝায় সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দ্বায়িত্বগুলি পালনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা। 

(vi) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কী ? 
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন 1948  । [ ভারতের প্রথম শিক্ষা কমিশন হল হান্টার কমিশন 1882 ] 

অথবা , অপারেশন ব্ল্যাকবোর্ড কী ? 
1986 র জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে , প্রাথমিক শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং মানবসম্পদের ব্যবস্থা গ্রহণ করা হয়। যার মধ্যে আছে ন্যুনতম শ্রেণীকক্ষ , শিক্ষা সহায়ক উপকরণ , পানীয় জল , শৌচাগার - ইত্যাদির ব্যবস্থা। একেই অপারেশন ব্ল্যাকবোর্ড বলে।  

(vii) ত্রিভাষা সূত্র বলতে কী বোঝ ? 
কোঠারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্রটি হল - মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ; রাষ্ট্রভাষা হিন্দি বা সহকারী ভাষা ইংরেজি ; একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা যা প্রথম দুটি ভাষার অন্তর্ভুক্ত নয়। 

(viii) প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ কর। 
(ক ) সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের একটি বড় বাধা হল অর্থের অভাব ও পরিকাঠামোগত সুযোগের অভাব । 
(খ ) অভিভাবকদের দারিদ্রতা ও ঔদাসীন্য প্রাথমিক শিক্ষা বিস্তারের একটি প্রধান অন্তরায়। 

অথবা , শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝ ? 
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) POA এর পুরো নাম কী ? 
রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত। 

(x) ক্রেসে কত বছর বয়স পর্যন্ত শিশুদের পরিচর্যা করা হয় ? 
জন্ম থেকে দুই বা আড়াই বছর বয়স পর্যন্ত। 

(xi) সর্বশিক্ষা অভিযানের দুটি সমস্যা লেখ। 
(ক ) সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের আগ্রহের অভাব। 
(খ ) এই কর্মসূচি রূপায়ণের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন , তার তুলনায় অনেক কম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়।  

অথবা , প্রবহমান শিক্ষা কী ? 
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

(xii) VEC এর পুরো নাম কী ? 
Village Education Committee .

(xiii) প্রযুক্তি বিদ্যার চারটি সমস্যা লেখ। 
(ক ) শিক্ষা প্রযুক্তির উপকরণগুলি ব্যয়বহুল। 
(খ ) উপকরণগুলি বিদ্যুৎনির্ভর। 
(গ ) উপযুক্ত ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব। 
(ঘ ) পরিকাঠামো ও পাঠক্রমের সমন্বয়ের অভাব।  

অথবা , কত খ্রিস্টাব্দে IIT স্বীকৃতি লাভ করে ? 
[ এই প্রশ্নের উত্তরে কনফিউশন আছে। 1951 সালে ভারতের প্রথম IIT প্রতিষ্ঠিত হয় ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের নেতৃত্বে। কিন্তু IIT স্বীকৃতি লাভ করে সম্ভবতঃ 1956 সালে। পরে সঠিক উত্তর পেলে অবশ্যই জানানো হবে ]  

(xiv) স্কিনার বাক্স কী ? 
সক্রিয় অনুবর্তনের পরীক্ষা করার জন্য স্কিনার একটি বাক্স সদৃশ উপকরণ নির্মাণ করেন - যা স্কিনার বক্স নামে পরিচিত। এতে অল্প সময়ের মধ্যে বহু আচরণের অধ্যয়ন করা যায়। 

অথবা , প্রত্যভিজ্ঞা কাকে বলে ? 
প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় , তখন তাকে প্রত্যভিজ্ঞা বলে। অর্থাৎ পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা  জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকে প্রত্যভিজ্ঞা বলে।

(xv) DTP এর পুরো নাম কী ? 
Desk Top Publishing 

(xvi) ই লার্নিং কী ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

অথবা , DOS কী ?  
পুরো নাম Disk Operating System  । এটি হল একটি সিঙ্গল ইউজার সিঙ্গল টাস্ক অপারেটিং সিস্টেম। 

PAGE : 461 , MODEL SET : 3 

(i) প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কী ? 
থর্ণডাইকের প্রচেষ্টা ও ভুল শিখন হল একটি যান্ত্রিক অনুশীলন নির্ভর প্রক্রিয়া। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টা গুলি ক্রমশঃ হ্রাস পায় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশঃ নির্দিষ্ট হয়। এইভাবে শিখন সম্পন্ন হয়।  
অথবা , পাজল বক্স কী ? 
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। এতে তিনি বিড়াল ও মাছ নিয়ে সঠিক শিখন কৌশল নির্ণয়ের পরীক্ষা করেছিলেন।  

(ii) মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম কর। 
কোনোকিছুর তীব্রতা মনোযোগ সৃষ্টি করে। যেমন , তীব্র শব্দ , গতিশীলতা - ইত্যাদি।  

(iii) রাশিবিজ্ঞান  সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর একসাথে দেওয়া হবে।  

(iv) কোন সালে বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট জমা দেন ? 
1949 

অথবা , UGC এর পূর্ণ রূপ কী ? 
University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে।

(v) বয়স্ক শিক্ষা কাকে বলে ? 
যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে 3R এর জ্ঞান অর্থাৎ পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। 

(vi) অপচয় কাকে বলে ? 
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।

অথবা , অনুন্নয়ন বলতে কী বোঝ ? 
 প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 

(vii) শিক্ষা প্রযুক্তি বিদ্যা কী ? 
শিক্ষা প্রযুক্তি বিদ্যা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ৫ টি M ( Machine , Materials , Media , Mass , Method ) সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রভাবে কাজ করে।

(viii) মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝ ? 
মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে বিবেক , মনুষ্যত্ব , নৈতিকতা , পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুনের বিকাশ ঘটে। এই শিখনের মূল কথা হল মূল্যবোধ গড়ে তোলা। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
 
(ix) বিশেষ মানসিক ক্ষমতা কী ? 
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বে বিশেষ ক্ষমতা হলো সাধারণ ক্ষমতাগুলির ( GMA ) উর্দ্ধে একটি বিশেষ দক্ষতামূলক ক্ষমতা ( SMA ) যা ভিন্ন ভিন্ন কর্মকে সাফল্যের সাথে সম্পাদন করতে সহায়তা করে।

অথবা , থার্স্টোনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক মানসিক ক্ষমতার নাম লেখ। 
সংখ্যাগত উপাদান বা N
বাচনিক উপাদান বা V
স্থান প্রত্যক্ষণ উপাদান বা S
স্মৃতির উপাদান বা M
যুক্তি নির্ণয়ের উপাদান বা R
শব্দ স্বাচ্ছন্দ্য উপাদান বা W
প্রত্যক্ষণ উপাদান বা P 

(x) অপারেন্ট কাকে বলে ? 
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার। 

অথবা , রেসপনডেন্ট আচরণ বলতে কী বোঝ ? 
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

(xi) মিডিয়ান কাকে বলে ? 
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।

অথবা , রাশিবিজ্ঞানে পরিসংখ্যা শব্দটির অর্থ কী ? 
কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা Frequency বলে। যেমন -  3, 4, 4, 5,5,5 - এখানে 3, 4 ,5 এর পরিসংখ্যা হল যথাক্রমে 1, 2 ও 3। 

(xii) স্বশাসিত কলেজ কাকে বলে ? 
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।  স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।
 
অথবা , জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী জাতীয় শিক্ষার যে কোনো একটি বৈশিষ্ট উল্লেখ কর। 
(ক ) সারা দেশে একই রকম শিক্ষা ব্যবস্থা 10+2+3 চালু করা। 
(খ ) পাঠক্রমে এমন কিছু বিষয় থাকবে যেগুলি সারা দেশের একই পর্যায়ের শিক্ষার্থীরা অধ্যয়ন করবে। এই বিষয়গুলিকে বলা হবে Core বিষয়।  

(xiii) শ্রীনিকেতন কী ধরণের প্রতিষ্ঠান ? 
শ্রীনিকেতন একটি Rural Institute [জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে ''  শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ) ]

অথবা , মুদালিয়র কমিশন কী ধরণের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় ? 
বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School  ( মাধ্যমিক স্তরে ) । 

(xiv) বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝ ? 
গণতান্ত্রিক দেশে ব্যক্তি , সমাজ ও জাতির বিকাশ ও নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সকলের প্রয়োজন। এজন্য ভারতীয় সংবিধানে 45 নং ধারায় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।   

(xv) সক্রিয় আচরণ বলতে কী বোঝ ? 
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার। 

(xvi) ডেলর কমিশন কত সালে UNESCO কে তাদের রিপোর্ট পেশ করে ?   
 1996 সালের 11 এপ্রিল। ( গঠিত হয় 1993 সালে। প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within -  শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। )
 
PAGE : 463 ; MODEL SET : 4 

(i) রাশিবিজ্ঞানে শ্রেণিব্যাবধান বলতে কী বোঝ ? 
সংগৃহীত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় , তখন সেই দূরত্বকে শ্রেণিব্যাবধান বা শ্রেণীবিভাগ বা শ্রেণীপ্রসার বা Class Interval বলে। 

(ii) অপানুবর্তন কাকে বলে ? 
অনুবর্তন প্রক্রিয়াকে স্থায়ী করতে হলে স্বাভাবিক উদ্দীপকের ক্রমাগত উপস্থিতি প্রয়োজন। স্বাভাবিক উদ্দীপকের অনুপস্থিতিতে প্রাণীর অনুবর্তিত প্রতিক্রিয়া কমতে - কমতে বন্ধ হয়ে যায়। একেই অপানুবর্তন বলে। 

অথবা , রেসপনডেন্ট বলতে কী বোঝ ? 
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

(iii) থার্স্টোনের বহু উপাদান তত্ত্বে ( S ) বলতে কী বোঝানো হয়েছে ?
 স্থান প্রত্যক্ষণ উপাদান বা S

(iv) ফ্রীকোয়েন্সি কাকে বলে ? 
কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা Frequency বলে। যেমন -  3, 4, 4, 5,5,5 - এখানে 3, 4 ,5 এর পরিসংখ্যা হল যথাক্রমে 1, 2 ও 3  ।
 
অথবা , মিডিয়ান কী ? 
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।

(v) সর্বজনীন শিক্ষা কাকে বলে ? 
যে শিক্ষায় সকলের সুযোগ আছে , সকলের ভর্তির সুযোগ আছে এবং একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে - তাকে সর্বজনীন শিক্ষা বলে। 

(vi) SUPW এর পুরো কথাটির অর্থ লেখ। 
Socially Useful Productive Work ঈশ্বরভাই প্যাটেল কমিশন ১৯৭৮ সালে এর প্রস্তাব করে। ( এটি মূলত কোঠারি কমিশনের '' কর্ম অভিজ্ঞতা '' নীতি অনুসারে গৃহীত ও মহাত্মা গান্ধীর শিক্ষাচিন্তার ফসল। )

(vii) Core পাঠক্রম কাকে বলে ? 
জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী পাঠক্রমে এমন কিছু বিষয় থাকবে যেগুলি সারা দেশের একই পর্যায়ের শিক্ষার্থীরা অধ্যয়ন করবে। এই বিষয়গুলিকে বলা হবে Core বিষয়।  

অথবা , ICDS এর পুরো নাম লেখ। 
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।

(viii) কমন স্কুল কী ? 
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় - তাকে কমন স্কুল বলে।( শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন কমন স্কুলের সুপারিশ করে। )

অথবা , ECCE বলতে কী বোঝ ? 
পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   । 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) স্টাইলাস কী ? 
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে।

(x) NCERT এর পুরো নাম লেখ। 
National Council of Educational Research and Training 

অথবা , NCTE এর পুরো নাম লেখ। 
পুরো নাম National Council for Teacher Education । শিক্ষক শিখন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হল এর প্রধান কাজ। 

(xi) অ - প্রথাগত শিক্ষা কী ? 
স্বাভাবিক শিক্ষাপ্রতিষ্ঠানের গতানুগতিক শিক্ষার বাইরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় যে শিক্ষা তাকে অপ্রথাগত শিক্ষা বলে। 

(xii) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী ? 
যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন পাঠনের ব্যবস্থাই হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 

অথবা , প্রবহমান শিক্ষা কী ? 
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

(xiii) ROM ও RAM এর পার্থক্য লেখ। 
(ক ) RAM এর পুরো নাম Random Access Memory; কিন্তু ROM এর পুরো নাম Read Only Memory । 
(খ ) RAM এর স্মৃতি অস্থায়ী ; কিন্তু ROM এর স্মৃতি স্থায়ী। 
(গ ) RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল ; কিন্তু ROM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়। 


(xiv) e-learning কী ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

অথবা , হার্ডওয়ার ও সফটওয়ার এর পার্থক্য লেখ। 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

(xv) বুদ্ধাঙ্ক কী ? 
যে অভীক্ষার মাধ্যমে সাধারণ বয়স ও মানসিক বয়সের তুলনা করা হয়। এর একক হল বুদ্ধ্যাঙ্ক। 
বুদ্ধ্যাঙ্ক ( IQ )  = ( ব্যাক্তির মানসিক বয়স MA / ব্যাক্তির সাধারণ বয়স  CA ) x 100

(xvi) NCRHE এর পুরো কথাটি কী ? 
 National Council of Rural Higher Education ( বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশক্রমে 1956 তে প্রতিষ্ঠিত হয় )। 

PAGE : 465 MODEL SET : 5 

(i) মনোযোগ কাকে বলে ? 
যে মানসিক প্রক্রিয়া অনেকগুলি বিষয়ের মধ্যে থেকে কোনো একটি বিষয়ের মধ্যে আমাদের চেতনাকে কেন্দ্রীভূত করে , তাকে মনোযোগ বলে। 

(ii) স্কিনারের মতে পরিণমন কাকে বলে ? 
স্কিনারের মতে পরিণমন হল এমন একপ্রকার বিকাশ যা পারিপার্শ্বিক অবস্থার পার্থক্য থাকলেও একইরকম ভাবে সংগঠিত হয়। 
  
অথবা , প্রেষণার চক্রটি চিত্রে দেখাও। 
অভাববোধ >>> তাড়না >>> যান্ত্রিক এক আচরণ >>> লক্ষ্য প্রাপ্তি। ( এই চারটি স্তর বৃত্তাকারে লিখতে হবে। ) 
  
(iii) অপারেন্ট অনুবর্তন কী ? 
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার। 

(iv) ফললাভের সূত্র বলতে কী বোঝায় ? 
 থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্রটি হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে তার ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়। আবার , সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়। 

অথবা , প্রাচীন অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি লেখ। 
অনুবর্তনের পূর্বে =  S1 > R1 > S2 > R2 ;
অনুবর্তনের পরে = S1 > R2 
 
(v) কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে ? 
কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটিই কেন্দ্রীয় প্রবণতা। 

অথবা , গুণগত তথ্য কাকে বলে ? 


(vi) সংগতিবিধান কাকে বলে ? 
যে কোনোরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাই হল সঙ্গতিবিধান। 

(vii) গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দুটি উদ্দেশ্য লেখ। 
রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব দেন। এর প্রধান দুটি উদ্দেশ্য হল -
 (ক ) পল্লি উন্নয়নের দিকে নজর দিয়ে গ্রামগুলিকে বিজ্ঞানসম্মত ভাবে গঠন করা। 
 (খ ) গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য গ্রামীণ বিশেষীকরণ পাঠক্রম প্রস্তুত করা। 

অথবা , মুদালিয়র কমিশনের মতে সপ্ত প্রবাহ কী ? 
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ। 

(viii) কোঠারি কমিশনের মতে উচ্চ শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ। 
(ক ) উন্নত জ্ঞানের সন্ধান , দৃঢ় ও নির্ভীকভাবে সত্যের সন্ধানে নিয়োজিত থাকা। 
(খ ) জীবনের সর্বক্ষেত্রে নির্ভুল নেতৃত্ব গ্রহণের শিক্ষা। 
 
অথবা , নার্সারি বিদ্যালয় কারা স্থাপন করেছিলেন ? 
ম্যাকমিলান ভিগিনীদ্বয়। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) IGNOU এর সম্পূর্ণ নাম কী ? 
Indira gandhi national open university 

অথবা , NCTE এর সম্পূর্ণ নাম কী ? 
পুরো নাম National Council for Teacher Education । শিক্ষক শিখন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হল এর প্রধান কাজ। 

(x) প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ কর। 
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা। 
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। 

অথবা , NCP এর সম্পূর্ণ নাম কী ? 

(xi) বয়স্ক সাক্ষরতা কাকে বলে ? 
যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। 

(xii) VEC এর সম্পূর্ণ নাম কী ? 
Village Education Committee .

(xiii) শিক্ষার চারটি স্তম্ভ কী কী ? 
ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা , 
১. জানার জন্য শিক্ষা ,
২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা। 

(xiv) একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝায় ? 
হিংসা , পরশ্রীকাতরতা , আত্মসর্বস্বতা , অসুস্থ প্রতিযোগিতা - ইত্যাদিকে দূর করে সহযোগিতা , সহমর্মিতাকে জাগ্রত করা ও সহাবস্থানের মানসিকতাকে বিকশিত করা।
ধর্ম , বর্ণ , জাতি , লিঙ্গ , ভাষাগত পার্থক্য স্বত্তেও মানুষের মধ্যে যে ঐক্যবোধ বর্তমান - তার উপর গুরুত্ব প্রদান।

অথবা , প্রকৃত মানুষের দুটি গুণাবলী লেখ। 
(ক ) প্রকৃত মানুষ সমস্ত রকম পরিবেশের সাথে সঙ্গতিবিধান করতে পারেন। 
(খ ) এঁরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন এবং অজ্ঞানতার অন্ধকার দূর করে মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন। 

(xv) Page এর মতে প্রযুক্তিবিদ্যা কী ? 
প্রযুক্তি হল ব্যবহারিক উদ্দেশ্যে ( যেমন সমস্যা ) বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা। 
Technology is the application of scientific knowledge to a practical purpose ( problem ) .

(xvi) শিক্ষায় প্রযুক্তি বিদ্যার দুটি উদ্দেশ্য লেখো।  
ম্যাক্রো স্তরের উদ্দেশ্য - শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ , উপকরণ , সম্পদ ও কৌশল নির্ধারণ করা। 
মাইক্রো স্তরের উদ্দেশ্য - শ্রেণী শিক্ষনকে আরো কার্যকরী করে তুলতে উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার করা।    

PAGE : 467 ; MODEL SET :  6 

(i) রাধাকৃষ্ণন কমিশনের একজন বিদেশি সদস্যের নাম লেখ। 
ডক্টর জেমস এম ডাফ , ডক্টর আর্থার ই মরগ্যান , ডক্টর টিগার্ট। 

(ii) বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত ? 
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা CWSN 

অথবা , শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় এমন কয়েকটি আচরণগত সমস্যা উল্লেখ কর। 
আক্রমণধর্মিতা , মিথ্যা বলা , পঠন - পাঠনে অমনোযোগীতা - ইত্যাদি। 

(iii) অপারেন্ট কাকে বলে ? 
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার। 

অথবা , রেসপন্ডেন্ট আচরণ বলতে কী বোঝ ? 
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

(iv) UGC এর পূর্ণ রূপ কী ? 
University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে।

অথবা , SUPW এর পুরো কথাটি লেখ। 
Socially Useful Productive Work কোঠারি কমিশন।
( SUPW পশ্চিমবঙ্গের কর্মশিক্ষা পাঠ্যবিষয়ের সাথে যুক্ত )

(v) মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখ। 
কোনোকিছুর তীব্রতা মনোযোগ সৃষ্টি করে। যেমন , তীব্র শব্দ , গতিশীলতা - ইত্যাদি।  

(vi) মিডিয়ান কাকে বলে ? 
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।

(vii) সফট ওয়ার ও হার্ড ওয়ার এর মধ্যে পার্থক্য লেখ। 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। 

(viii) SSA এর উদ্দেশ্য কী ? 
6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা।
নিয়মতান্ত্রিক শিক্ষার পাশাপাশি বিকল্প বা পরিপূরক শিক্ষা ব্যবস্থার সুযোগ।

(ix) AICTE এর পুরো কথাটি কী ? 
All India Council for Technical Education । ( 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। )

(x) স্টাইলাস কী ? 
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে।

(xi) POA বলতে কী বোঝ ? 
রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত। 

(xii) পশ্চিমবঙ্গের দুটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম লেখ। 
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় , ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। 

(xiii) স্কিনার বক্স কী ? 
সক্রিয় অনুবর্তনের পরীক্ষা করার জন্য স্কিনার একটি বাক্স সদৃশ উপকরণ নির্মাণ করেন - যা স্কিনার বক্স নামে পরিচিত। এতে অল্প সময়ের মধ্যে বহু আচরণের অধ্যয়ন করা যায়। 

(xiv) বুদ্ধি কী ? 
 বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি। 
 
অথবা , বুদ্ধির একটি বৈশিষ্ট লেখ। 
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। 

(xv) কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বোঝ ? 
যে কেন্দ্রীয় মানের চতুর্দিকে তথ্যের সমস্ত রাশির মান বিস্তারিত থাকে , তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। 
 
অথবা , পরিসংখ্যা বলতে কী বোঝ ? 
কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা Frequency বলে। যেমন -  3, 4, 4, 5,5,5 - এখানে 3, 4 ,5 এর পরিসংখ্যা হল যথাক্রমে 1, 2 ও 3  । 

(xvi) স্ব শাসিত কলেজ কাকে বলে ? 
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।  স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।
(প্রস্তাব করে জাতীয় শিক্ষানীতি 1986 
 
অথবা , ECCE বলতে কী বোঝ ? 
পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   । 

PAGE : 469 ; MODEL SET 7 

(i) রাশিবিজ্ঞানের উত্তরগুলি পরে একসাথে দেওয়া হবে। 

(ii) বুদ্ধি কাকে বলে ? 
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি। 

অথবা , ভার্নন কোন বুদ্ধির কথা বলেছেন ? 
C - বুদ্ধি।

[ A বুদ্ধি বা তরল বুদ্ধি বা জন্মগত বুদ্ধি হল জন্মগত মানসিক রূপের ক্ষমতা যা জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষ হতে প্রাপ্ত। এর প্রবক্তা ক্যাটল। 
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল। ]

(iii) স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখ। 
 স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0 
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )

(iv) রেসপন্ডেন্ট ( Respondent ) বলতে কী বোঝ ? 
যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় , তাকে রেসপনডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ।

(v) কল্পিত গড় কী ? 
ইচ্ছামত কোনো রাশিকে গড় হিসাবে ধরে নিলে - তাকে কল্পিত গড় বলে। সাধারণতঃ কল্পিত গড়কে A দ্বারা প্রকাশ করা হয়।

(vi) AICTE এর পুরো নাম কী ? 
All India Council for Technical Education । ( 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National
level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে। )

অথবা , শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝ ? 
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।

(vii) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন ? 
শ্রীনিকেতন একটি Rural Institute [জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে ''  শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ) ]

অথবা , ECCE এর পুরো নাম কী  ? 
পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   । 

(viii) সপ্তপ্রবাহ কী ? 
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ। 

(ix) CAL বলতে কী বোঝ ? 
Computer Assisted Learning বা কম্পিউটার সহযোগী শিখন। এর মূল নীতি হল ছাত্র ছাত্রীদের  অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞান বৃদ্ধি করা। এতে রৈখিক প্রোগ্রামে স্লাইডের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিচার - বিশ্লেষণের সুযোগ পায়। 

অথবা , CAI বলতে কী বোঝায় ? 
Computer Assisted Instruction বা কম্পিউটার সহযোগী নির্দেশনা।  এটি হল কম্পিউটার ভিত্তিক শিক্ষার্থীকেন্দ্রিক নির্দেশমূলক শিখন কৌশল। 

(x) বয়স্ক শিক্ষাকে কে , কত খ্রিস্টাব্দে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন ? 
আবুল কালাম আজাদ 1949 সালে। ( আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে '' বয়স্ক শিক্ষা '' বা '' সামাজিক শিক্ষা '' কথাগুলির পরিবর্তে 
'' বয়স্ক - সাক্ষরতা '' বা Adult Literacy কথাটি ব্যবহৃত হয়েছে। ) 

(xi) TLC এর সম্পূর্ণ নাম কী ? 
Total Literacy Campaign .

(xii) বয়স্ক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ কর। 
১. বয়স্ক শিক্ষা কর্মসূচীতে সর্বস্তরের বয়স্ক মানুষের আগ্রহের অভাব। 
২. কৃষক , শ্রমিক ইত্যাদি শ্রেণীর মানুষের নিদারুন অর্থাভাব শিক্ষাগ্রহণ থেকে তাদের নিরুৎসাহিত করে। 

(xiii) স্টাইলাস কী ? 
লুইস ব্রেইল অন্ধ শিশুদের লেখাপড়ার জন্য ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন। এতে একটি পুরু কাগজ বা কার্ডবোর্ডের ওপর 6 টি উঁচু উঁচু বিন্দু দ্বারা লেখা হয়। একেই স্টাইলাস বলে।

(xiv) সর্বশিক্ষা নারীশিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় ? 
নারী শিক্ষা পরিষদ গঠিত হয় 1959 সালে দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। 

( সর্বশিক্ষা কথাটি এই প্রশ্নে নিশ্চই ভুলকরে দেওয়া হয়েছে।  সঠিক কথাটি হবে '' নারী শিক্ষা পরিষদ '' ) 
( ভক্ত বৎসলম 1963 )

অথবা , নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে ? 
15(1) নং ধারায়। 

(xv) ICT এর পুরো কথাটি লেখ। 
Information and Communication Technology 

অথবা , Hardware কী ? 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। 

(xvi) ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে ?  
লেখা , পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। 
( যে মাত্রার সাক্ষরতা ব্যাক্তিকে সমাজ ও পেশাগত জীবনের উপযুক্ত করে তোলে - তাকে কার্যকরী সাক্ষরতা বলে। ) 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (7)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (9)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (30)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • July 2025 (14)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates