class 11 (XI) education 1st chapter mcq

by - September 02, 2021



CLASS 11 (XI) EDUCATION 1ST CHAPTER MCQ SET 1 


১. শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা কে ? 
উত্তর : রুশো। 

২. শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে ? 
উত্তর : শাস্। 

৩. এডুকেয়ার কথাটির অর্থ কী ? 
উত্তর : লালন - পালন বা পরিচর্যা করা। 

৪. এডুসিয়ার কথাটির অর্থ কী ? 
উত্তর : নির্দেশনা বা প্রকাশিত করা। 

৫. এডুকেটাম শব্দটির অর্থ কী ? 
উত্তর : শিক্ষা দানের কাজ। 

৬. প্লেটো ছিলেন - গ্রিক / ফরাসি / জার্মান / রাশিয়ান - দার্শনিক। 
উত্তর : গ্রিক। 

৭. প্রাচীন গ্রিসের নগরগুলিকে কী বলা হত ? 
উত্তর : পোলিশ। 

৮. এমিল গ্রন্থটির মূল রচয়িতা কে ? পেস্তালৎসি / ফ্রয়েবল / রুশো / প্লেটো। 
উত্তর : রুশো। 

৯. কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় ? হিন্দু মন্দির / বৌদ্ধ মঠ / বিদ্যালয় / পরিবার। 
উত্তর : বিদ্যালয়। 

১০. সংকীর্ণ অর্থে শিক্ষা হল - সঙ্গতিবিধান / জ্ঞানার্জন / চেতনা। 
উত্তর : জ্ঞানার্জন। 


১১. শিক্ষাশ্রম কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

১২. আধুনিক শিক্ষার জনক কে ? রুশো / পেস্তালৎসি / জন ডিউই / জন অ্যাডামস। 
উত্তর : রুশো। 

১৩. কবে জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় ? ১৯৪৮ / ১৯৯৩ / ১৯৫৩ / ১৯৮৬ - সালে। 
উত্তর : ১৯৮৬ সালে। 

১৪. বর্তমানে ভারতে শিক্ষা হল - ধর্ম / শিক্ষার্থী / শিক্ষক / বিদ্যালয় - কেন্দ্রিক। 
উত্তর : শিক্ষার্থী বা শিশু কেন্দ্রিক। 

১৫. '' জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী '' - উক্তিটি কার ? 
উত্তর : রুশো। 

১৬. সঙ্গতিবিধান হল শিক্ষার একটি - প্রতিষ্ঠান / পাঠক্রম / লক্ষ্য / প্রক্রিয়া। 
উত্তর : লক্ষ্য। 

১৭. প্রাচীন ভারতে শিক্ষা ছিল - ধর্ম / শিশু / বিদ্যালয় / পাঠক্রম - কেন্দ্রিক। 
উত্তর : ধর্ম। 

১৮. শিক্ষার লক্ষ্য - স্থির / অপরিবর্তনশীল / পরিবর্তনশীল। 
উত্তর : পরিবর্তনশীল। 

১৯. বিদ্যা - শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ? 
উত্তর : জ্ঞান। 

২০. রিপাবলিক ( Republic ) গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : প্লেটো। 

CLASS 11 (XI) EDUCATION 1ST CHAPTER MCQ SET 2 


১. শিক্ষা হল ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া - এই ধারণা অনুসারে শিক্ষার তিনটি মেরু কী কী ? 
উত্তর : শিক্ষার্থী , শিক্ষক ও পাঠক্রম। 

২. শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন - উক্তিটি কার ? স্পেনসার / রুশো / ডিউই - এর। 
উত্তর : জন ডিউই। 
  
৩. রুশোর ভাবশিষ্য কে ? ডিউই / পেস্তালৎসি / সক্রেটিস / অ্যাডামস। 
উত্তর : পেস্টালৎসি। 

৪. কবে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় ? ১৯৪৮ / ১৯৫২ / ১৯৬৪ / ১৯৮৬ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৫২ সালে। 

৫. '' শিক্ষাক্রম '' কে গঠন করেছিলেন ? বিবেকানন্দ / রবীন্দ্রনাথ / গান্ধীজি। 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

৬. '' ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে '' - উক্তিটি কোন কমিশনের ? 
উত্তর : কোঠারি কমিশনের বা ভারতীয় শিক্ষা কমিশনের। 

৭. শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষক হলেন দাতা ও শিক্ষার্থী হল - 
উত্তর : গ্রহীতা। 

৮. '' শিক্ষা হল দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। '' - এর প্রবক্তা কে ? ডিউই / অ্যাডামস / পোলক / পেস্তালৎসি। 
উত্তর : অ্যাডামস। 

৯. প্লেটো ছিলেন - ভাববাদী / বস্তুবাদী / প্রয়োগবাদী / প্রকৃতিবাদী। 
উত্তর : ভাববাদী। 

১০. UNO - র কোন বিভাগ শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে ? UNESCO / UNICEF / WHO / IMF 
উত্তর : UNESCO



১১. '' শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। '' - উক্তিটি কার ? রবীন্দ্রনাথ / বিবেকানন্দ / গান্ধীজি / জন ডিউই। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

১২. সংকীর্ণ অর্থে শিক্ষার একটি সংস্থা হল - বিদ্যালয় / রেডিও / সংবাদপত্র। 
উত্তর : বিদ্যালয়। 

১৩. ব্যাপক অর্থে শিক্ষার একটি সংস্থা হল - সমাজ / পরিবার / ধর্ম / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

১৪. সামাজিক চুক্তি ( Social Contract ) নীতির প্রবক্তা কে ? হেগেল / পেস্তালৎসি / রুশো / ডিউই। 
উত্তর : রুশো। 

১৫. শিক্ষা হল দ্বিমেরু প্রক্রিয়া। এই মতবাদ অনুসারে শিক্ষার দুটি মেরু কী কী ? 
উত্তর : শিক্ষক ও শিক্ষার্থী। 

১৬. চ্যালেঞ্জ অব এডুকেশন - এ পলিসি পার্সপেক্টিভ - অনুসারে স্থির হয় - ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি / ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতি। 
উত্তর : ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি। 

১৭. NCERT - এর পুরো নাম কী ? 
উত্তর : National Council of Educational Research and Training 

১৮. SCERT - এর পুরো নাম কী ? 
উত্তর : State Council of Educational Research and Training

১৯. HRD - এর পুরো নাম কী ? 
উত্তর : Human Resource Development 

২০. GNP - এর পুরো নাম কী ?   
উত্তর : Gross National Product ( GDP = Gross Domestic Product )  

CLASS 11 (XI) EDUCATION 1ST CHAPTER MCQ SET 3 


১. কোন শিক্ষাবিদ সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন ? 
উত্তর : হারবার্ট স্পেনসার। 

২. 3R কিসের সাথে যুক্ত ? প্রথাগত শিক্ষা / অনিয়ন্ত্রিত শিক্ষা / প্রথাবহির্ভুত শিক্ষা। 
উত্তর : প্রথাগত শিক্ষা। 

৩. 7R কিসের সাথে যুক্ত ? প্রথাগত শিক্ষা / অনিয়ন্ত্রিত শিক্ষা / প্রথাবহির্ভুত শিক্ষা। 
উত্তর : অনিয়ন্ত্রিত শিক্ষা। 

৪. UNESCO আয়োজিত প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় ? 
উত্তর : ১৯৭২ সালে। 

৫. UNESCO আয়োজিত প্রথম শিক্ষা কমিশনের প্রতিবেদনের শিরোনাম কী ছিল ? 
উত্তর : Learning to be : The world of Education today and tomorrow 
 
৬. UNESCO আয়োজিত প্রথম শিক্ষা কমিশনের প্রতিবেদনে যে সাতটি মূল বিষয়ের উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কোনটি ? 
উত্তর : জীবনব্যাপী শিক্ষা। 

৭. এমিল -  শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী ? 
উত্তর : শিক্ষা সংক্রান্ত নীতি। 

৮. ১৯৯৬ সালে UNESCO আয়োজিত শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ? 
উত্তর : জ্যাক ডেলর। 
 
৯. ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ? রাধাকৃষ্ণন কমিশন / মুদালিয়র কমিশন / হান্টার কমিশন / কোঠারি কমিশন। 
উত্তর : হান্টার কমিশন। 

১০. '' শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। '' - উক্তিটি কার ? রুশো / বিবেকানন্দ / ডিউই। 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

১১. নিউ এডুকেশন অ্যান্ড ইটস অ্যাসপেক্টস - গ্রন্থটির রচয়িতা কে ? জে এস মিল / কে কে মুখার্জি / কমেনিয়াস / হারবার্ট স্পেনসার। 
উত্তর : কে কে মুখার্জি। 

১২. এডুকেশন , ইটস ডাটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপলস - গ্রন্থটির রচয়িতা কে ? পার্সি নান / ফ্রয়েবল / মন্তেসরি / পেস্তালৎসি। 
উত্তর : পার্সি নান। 

১৩. '' Education is the manifestation of perfection already in man .'' - উক্তিটি কার ? 
উত্তর : স্বামী বিবেকানন্দ। 

১৪. " Learning : The Treasure Within .'' - শিরোনামটি কোন শিক্ষা কমিশনের ? রাধাকৃষ্ণন / মুদালিয়র / জ্যাক ডেলর / এডগার ফার। 
উত্তর : জ্যাক ডেলর। 

১৫. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে ? বিদ্যাসাগর / গান্ধী / রামমোহন / বিবেকানন্দ।  
উত্তর : গান্ধী।         


You May Also Like

0 comments