class xii ( Class 12) Education 1st chapter mcq + saq

by - September 11, 2021

class xii ( Class 12)  Education 1st chapter mcq + saq 



(A). শিখন , (B). পরিণমন , (C) প্রেষণা , (D) মনোযোগ , (E) আগ্রহ। 

১. আচরণবাদীদের মতে , শিখন কী ? 
উত্তর : আচরণের পরিবর্তন। 

২. প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ কী ? 
উত্তর : চিনে নেওয়া। 

৩. পুনরুদ্রেক কথাটির অর্থ কী ? 
উত্তর : মনে করা। 

৪. Forgetting is an essential condition of memory - উক্তিটি কার ? 
উত্তর : রিবোট। 

৫. গেইনি - র মতে শিখন কত প্রকার ? 
উত্তর : ৮ প্রকার। 

৬. গেইনি - র মতে , শিখনের সর্বোচ্চ স্তর কোনটি ? 
উত্তর : সমস্যা সমাধানমূলক শিখন। 
 
৭. গেইনি - র মতে , শিখনের প্রথম স্তর কোনটি ? 
উত্তর : সংকেত শিখন। 

৮. স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধিকে কী বলে ? 
উত্তর : পরিণমন। 

৯. শিখন এবং পরিণমন উভয়ই _____________ নির্ভর প্রক্রিয়া। 
উত্তর : ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। 

১০. পরিণমন কথাটির অর্থ কী ? 
উত্তর : বেড়ে ওঠা। 



১১. কী থেকে প্রেষণার উদ্ভব হয় ? 
উত্তর : অভাববোধ। 

১২. ম্যাসলো প্রেষণার ক'টি পর্যায়ের কথা বলেছেন ? 
উত্তর : ৮ টি। ( এই ৮ আসলে অভাববোধের প্রকারভেদ ) 

১৩. গেস্টাল্ট - কোন দেশীয় শব্দ ? 
উত্তর : জার্মান। 

১৪. গেস্টাল্ট - কথাটির অর্থ কী ? 
উত্তর : সমগ্রতা। 

১৫. ব্যক্তির চাহিদার পিরামিড - কে উল্লেখ করেছেন ? 
উত্তর : ম্যাসলো। 

১৬. Motivation শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে ? 
উত্তর : Moveers 

১৭. মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্রের নাম কী ? 
উত্তর : ট্যাচিস্টোস্কোপ। 

১৮. আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ - উক্তিটি কার ? 
উত্তর : ম্যাকডুগাল। 

১৯. আগ্রহ হল এক ধরণের গতিশীল মানসিক প্রবণতা - উক্তিটি কার ? 
উত্তর : ড্রেভার। 
 
২০. ম্যাকডুগালের মতে , _____________ হল সুপ্ত মনোযোগ। 
উত্তর : আগ্রহ। 

২১. মনোযোগের দুটি ব্যক্তিগত শর্ত লেখ। 
উত্তর : আগ্রহ , চাহিদা , অভ্যাস , সেন্টিমেন্ট , প্রবণতা , কৌতূহল - ইত্যাদি। 

২২. মনোযোগের দুটি বস্তুগত শর্ত লেখ। 
উত্তর : তীব্রতা , পুনরাবৃত্তি , অভিনবত্ব , গতিশীলতা , স্পষ্টতা , বৈপরীত্য - ইত্যাদি। 

২৩. ল্যাটিন ভাষায় Interest - এর অর্থ কী ? 
উত্তর : It concerns বা , It matters 

২৪. শিখনলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়াটিকে কী বলা হয় ? সংরক্ষণ / পুনরুদ্রেক / প্রত্যভিজ্ঞা / সামর্থ্য। 
উত্তর : প্রত্যভিজ্ঞা। 

২৫. অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করাকে কী বলে ? পরিণমন / শিখন / মনোযোগ / আগ্রহ। 
উত্তর : শিখন। 

২৬. যে প্রক্রিয়ার সাহায্যে আমরা নতুন নতুন আচরণ করি , তাকে কী বলে ? আগ্রহ / মনোযোগ / পরিণমন / শিখন। 
উত্তর : শিখন। 

২৭. প্রত্যভিজ্ঞা কোন দুটি স্তরের ওপর নির্ভরশীল ? অনুশীলন ও শিখন / শিখন ও সংরক্ষণ / আগ্রহ ও অনুশীলন / মনোযোগ ও অনুশীলন। 
উত্তর : শিখন ও সংরক্ষণ। 

২৮. পরিবর্তিত পরিবেশে টিকে থাকার উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাই হল - ক্ষমতা / শিখন / পরিণমন / আগ্রহ। 
উত্তর : শিখন। 

২৯. শিখনের মূলকথা কী ? দৈহিক পরিবর্তন / মানসিক পরিবর্তন / আচরণের পরিবর্তন / সামাজিক পরিবর্তন। 
উত্তর : আচরণের পরিবর্তন। 

৩০. যে মানসিক প্রক্রিয়ায় শিখন সম্পর্কিত অভিজ্ঞতাকে স্থায়ীভাবে মনে রাখা হয় , তাকে কী বলে ? সংরক্ষণ / স্থিরীকরণ / পুনরুদ্রেক / প্রত্যভিজ্ঞা। 
উত্তর : সংরক্ষণ। 

৩১. গেইনি কোন দেশের মনোবিদ ছিলেন ? রাশিয়া / জাপান / জার্মানি / চীন। 
উত্তর : জার্মানি। 

৩২. প্রত্যভিজ্ঞা পুনরুদ্রেক প্রক্রিয়ার তুলনায় অনেক বেশি - দীর্ঘ / জটিল / সরল / নরম। 
উত্তর : সরল। 

৩৩. শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কত ? ২ / ৩/ ৪/ ৫ 
উত্তর : চারটি। ( শিক্ষার্থী , শিক্ষক , পাঠক্রম ও বিদ্যালয়। ) 

৩৪. পরিণমন হল একপ্রকার - স্বাভাবিক / আদেশনির্ভর / সামাজিক / শর্তনির্ভর - প্রক্রিয়া। 
উত্তর : স্বাভাবিক। 

৩৫. প্রেষণা হল - কর্মে প্রবৃত্ত করা / কর্মে নিরুদ্ধ করা / কর্ম থেকে বিরত থাকা / ধর্মে প্রবৃত্ত করা। 
উত্তর : কর্মে প্রবৃত্ত করা। 

৩৬. ম্যাসলো অভাবকে আটভাগে ভাগ করেছেন। তার প্রথম ধাপটি কী ? 
উত্তর : শারীরবৃত্তীয় অভাব। 

৩৭. ম্যাসলো অভাবকে আটভাগে ভাগ করেছেন। তার দ্বিতীয় ধাপটি কী ? 
উত্তর : নিরাপত্তার অভাব। 

৩৮. ব্যক্তিগত প্রেষণার একটি উদাহরণ হল - আবেগ / মূল্যবোধ / স্বাচ্ছন্দ্য / উগ্রতা। 
উত্তর : মূল্যবোধ। 

৩৯. শারীরিক বা জৈবিক প্রেষণার একটি উদাহরণ হল - মনোভাব / আগ্রহ / আত্মপ্রকাশ / খাদ্যাভাস। 
উত্তর : খাদ্যাভ্যাস। 

৪০. শিক্ষাক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি করার প্রক্রিয়া হল - স্মরণক্রিয়া / প্রেষণা / পরিণমন / চাহিদা।উত্তর : প্রেষণা।      

(F) স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব। 

১. মানসিক ক্ষমতার দ্বি - উপাদান তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তর : স্পিয়ারম্যান। 

২. মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তর : থার্স্টোন। 

৩. দ্বি - উপাদান তত্ত্বে দুটি উপাদান কী কী ? 
উত্তর : সাধারণ মানসিক ক্ষমতা (GMA) ও বিশেষ মানসিক ক্ষমতা (SMA) । 

৪. থার্স্টোনের মতে , প্রাথমিক উপাদান কয়টি ? 
উত্তর : সাতটি। 

৫. থার্স্টোনের মতে , মৌলিক উপাদান কয়টি ? 
উত্তর : সাতটি। 

৬. কবে স্পিয়ারম্যান তাঁর মানসিক ক্ষমতা সম্পর্কিত তত্ত্বটি প্রকাশ করেন ? 
উত্তর : ১৯০৪ খ্রিস্টাব্দে। 

৭. Abilities of Man - গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : চার্লস স্পিয়ারম্যান। 

৮. Abilities of Man - গ্রন্থটি কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে। 
 
৯. অনুষঙ্গ কত প্রকারের হয় ? 
উত্তর : ৩ প্রকার। 

১০. স্পিয়ারম্যান কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন ? 
উত্তর : ব্রিটেন / ব্রিটিশ। 



১১. স্পিয়ারম্যানের মতে , সহগতি কত প্রকার ? 
উত্তর : ৩ প্রকার। 

১২. G - ক্ষমতাটি মানুষের - অর্জিত / জন্মগত। 
উত্তর : জন্মগত। 

১৩. প্রাথমিক শক্তি তত্ত্বের জনক কে ? 
উত্তর : থার্স্টোন। 

১৪. কেলাসিত বুদ্ধি - কথাটির প্রবক্তা কে ? 
উত্তর : ক্যাটেল। 

১৫. কোন তত্ত্ব Electric Theory নামে পরিচিত ? 
উত্তর : স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব। 
 
১৬. সহগতির সহগণকের সহগাঙ্ক - র মান সর্বদা ১/২/৩/৪ - হয়। 
উত্তর : ১

১৭. মনের তিনটি স্তরের কথা কে বলেছেন ? 
উত্তর : ফ্রয়েড ( তিনটি স্তর হল - চেতন স্তর , প্রাক চেতন স্তর , নির্জ্ঞান স্তর ) 

১৮. GMA - এর পুরো নাম কী ? 
উত্তর : General Mental Ability বা সাধারণ মানসিক ক্ষমতা। 

১৯. SMA - এর পুরো নাম কী ? 
উত্তর : Special Mental Ability বা বিশেষ মানসিক ক্ষমতা। 

২০. টেট্রাড সমীকরণের প্রবক্তা কে ? 
উত্তর : চার্লস স্পিয়ারম্যান।  

২১. সহগতির সহগাঙ্ককে কোন ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় ? 
উত্তর : r

২২. সাধারণ উপাদান একটি - একক ক্ষমতা / সর্বজনীন ক্ষমতা / দলগত ক্ষমতা / দৈহিক ক্ষমতা। 
উত্তর : সর্বজনীন ক্ষমতা। 

২৩. বিশেষ উপাদানের সংখ্যা কত ? একটি / দুটি / তিনটি / অনেক। 
উত্তর : অনেক। 

২৪. G ক্ষমতাটি মানুষের - অর্জিত / জন্মগত / অনুকরণীয় / শিক্ষণীয়। 
উত্তর : জন্মগত বা সহজাত। 

২৫. G উপাদান প্রয়োজন হয় - কোনো কোনো কাজে / সব কাজে / কেবলমাত্র শিক্ষণীয় কাজে / কেবলমাত্র গণনার কাজে। 
উত্তর : সব কাজে। 

২৬. ক্ষমতা বা সামর্থ্য তিন ধরণের - উক্তিটি কার ? থর্নডাইক / গিলফোর্ড / পিয়াজেঁ / থার্স্টোন। 
উত্তর : পিয়াজেঁ। 

২৭. দ্বিউপাদান তত্ত্বের গবেষণাটি স্পিয়ারম্যান কোথায় / কোন জার্নালে প্রকাশ করেন ? 
উত্তর : American Journal of Psychology  

( G ) বুদ্ধি :- 

১. বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি - মতটি কার ? 
উত্তর :মনোবিদ উড্রো। 

২. বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তর : গিলফোর্ড। 

৩. বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তর : আলফ্রেড বিনে। 
 
৪. বুদ্ধি বংশগতির ওপর নির্ভরশীল - এই মতবাদের প্রবক্তা কে ? 
উত্তর : ইয়রকস।
 
৫. বুদ্ধি হল অবস্থার সঙ্গে সংগতি বিধানের ক্ষমতা - উক্তিটি কার ? 
উত্তর : উইলিয়াম স্টার্ন। 

৬. গিলফোর্ড ধীশক্তিকে বিশ্লেষণ করেছেন - দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক / চতুর্মাত্রিক - ভাবে। 
উত্তর : ত্রিমাত্রিকভাবে। 
 
৭. গিলফোর্ডের ধীশক্তির তত্ত্বে বুদ্ধির মোট উপাদানের সংখ্যা কত ? 
উত্তর : ১৫০ টি। 

৮. সাধারণ মানসিক সামর্থ্যই হল বুদ্ধি - উক্তিটির প্রবক্তা কে ? 
উত্তর : স্পিয়ারম্যান। 

৯. কেলাসিত বুদ্ধির তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তর : ক্যাটল। 
[ A বুদ্ধি , তরল বুদ্ধি , জন্মগত বুদ্ধি , B বুদ্ধি , কেলাসিত বুদ্ধি , প্রকাশিত বুদ্ধি - সব গুলির প্রবক্তা ক্যাটল। ]  

১০. বুদ্ধি হল শেখার ক্ষমতা - একথা কে বলেছেন ? 
উত্তর : বাকিংহাম। 

১১. বুদ্ধি হল প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা - এটি কার অভিমত ? 
উত্তর : থার্স্টোন। 

১২. বুদ্ধির নৈরাজ্যবাদ - এর সমর্থক একজন মনোবিদের নাম লেখ। 
উত্তর : থর্নডাইক। 
 
১৩. মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনক কে ? 
উত্তর : আলফ্রেড বিনে। 

১৪. I.Q.  - কথাটির অর্থ লেখ। 
উত্তর : Intelligence Quotient বা , বুদ্ধ্যঙ্ক। 

১৫. The Nature of Intelligence - গ্রন্থটির লেখক কে ? 
উত্তর : থার্স্টোন। 

১৬. The Nature of Intelligence - গ্রন্থটি কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৯৯৯ সালে। 

১৭. বুদ্ধ্যঙ্ক-র সূত্রে MA কী ? 
উত্তর : Mental Age বা মানসিক বয়স। 

১৮. বুদ্ধ্যঙ্ক -র সূত্রে CA কী ? 
উত্তর : Conditional Age বা সাধারণ বয়স। 

১৯. বুদ্ধি সংক্রান্ত থার্স্টোনের তত্ত্বটি কী নামে পরিচিত ? 
উত্তর : বহু উপাদান তত্ত্ব বা বুদ্ধির পারমাণবিক তত্ত্ব বা Atomic Theory of Intelligence 

২০. বুদ্ধি হল বিমূর্ত চিন্তনের ক্ষমতা - উক্তিটি কার ?  
উত্তর : টারম্যান। 



You May Also Like

0 comments