class 11 history 1st chapter mcq & saq
Class 11 (XI) History 1st chapter SET 1
১. Historia - শব্দটি - গ্রিক / ইংরেজি / ল্যাটিন / ফরাসি।
উত্তর : গ্রিক।
২. কোথায় আজটেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর : মেক্সিকো।
৩. মায়া সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর : আমেরিকা।
৪. Pre - History শব্দটি প্রথম ব্যবহার করেন - জন লুবক / ড্যানিয়েল উইলসন / এম সি বার্কিড।
উত্তর : ড্যানিয়েল উইলসন।
৫. রোজেটা ফলক - মিশরের / সুমেরের / ব্যাবিলনের / চিনের।
উত্তর : মিশর।
৬. প্রাক - ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে প্রদান করেন ?
উত্তর : জন লুবক।
৭. রিয়াজ - উস - সালাতিন - গ্রন্থের লেখক কে ?
উত্তর : গুলাম হোসেন সেলিম।
৮. ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক - হেরোডোটাস / থুকিডিডিস / প্লিনি / ইবন খালদুন।
উত্তর : থুকিডিডিস।
৯. পুরাণ শব্দের অর্থ - প্রাচীন / নবীন / বর্তমান / ভবিষ্যৎ।
উত্তর : প্রাচীন।
১০. তহকক - ই - হিন্দ - কার লেখা ?
উত্তর : আলবিরুনি।
১১. ভারতীয় পুরাণের সংখ্যা ছিল - ১৫ / ১৬ / ১৭ / ১৮ - টি।
উত্তর : ১৮ টি।
১২. তারিখ - ই - ফিরোজশাহী - গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : জিয়াউদ্দিন বারণী।
১৩. অলিম্পিক খেলা শুরু হয় - ৪৭৬ / ৫৭৬ / ৬৭৬ / ৭৭৬ - খ্রিস্টপূর্বাব্দে।
উত্তর : ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে।
১৪. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে ?
উত্তর : র্যাঙ্কে।
১৫. কাকে হিন্দুস্থানের তোতাপাখি বলে ?
উত্তর : আমির খসরু।
১৬. দানসাগর কার লেখা ?
উত্তর : বল্লাল সেন।
১৭. ইলিয়াড ও ওডিসি - র রচনাকার কে ?
উত্তর : হোমার।
১৮. তথ্য ছাড়া ইতিহাস রচনা করা যায়না। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
১৯. মধ্য যুগে ইতিহাসচর্চার প্রধান ভাষা ছিল - ফারসি / হিন্দি / সংস্কৃত / উর্দু।
উত্তর : ফারসি।
২০. আমরা যে পদ্ধতিতে লিখি তাকে বলে - ধ্বনিলিপি / চিত্রলিপি / বর্ণলিপি / সংকেত লিপি।
উত্তর : ধ্বনিলিপি।
Class 11 (XI) History 1st chapter SET 2
১. প্রাক ইতিহাস হল - প্রস্তর / তাম্র / লৌহ / বরফ - যুগ।
উত্তর : প্রস্তর যুগ।
২. কোথায় সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ? আফ্রিকা / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / অস্ট্রেলিয়া।
উত্তর : আফ্রিকা।
৩. হরপ্পা - প্রাগৈতিহাসিক / প্রায় - ঐতিহাসিক / ঐতিহাসিক - যুগের সভ্যতা।
উত্তর : প্রায় ঐতিহাসিক।
৪. অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন ?
উত্তর : জেমস প্রিন্সেপ।
৫. ইনকা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে ? ফ্রান্স / হল্যান্ড / পেরু / গুয়াতেমালা।
উত্তর : পেরু।
৬. হায়ারোগ্লিফিক কোন দেশের লিপি ? মিশর / সুমের / গ্রিস / মেসোপটেমিয়া।
উত্তর : মিশর।
৭. পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি ? ইলিয়াড / রামায়ণ / গিলগামেশ / মহাভারত।
উত্তর : মহাভারত।
৮. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি ? ইলিয়াড / রামায়ণ / গিলগামেশ / মহাভারত।
উত্তর : গিলগামেশ।
৯. কিউনিফর্ম লিপির অপর নাম কী ? চিত্রলিপি / কোণাক্ষর লিপি / হায়ারোগ্লিফিক।
উত্তর : কোণাক্ষর লিপি।
১০. রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায় ?
উত্তর : কাশ্মীর।
১১. ইন্ডিকা - গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : মেগাস্থিনিস।
১২. ইনিড - কাব্যগ্রন্থের রচয়িতা কে ? হোমার / ভার্জিল / ট্যাসিটাস / লিভি।
উত্তর : ভার্জিল।
১৩. ইতিহাসের জনক কে ?
উত্তর : হেরোডোটাস।
১৪. হায়ারোগ্লিফিক কথাটির অর্থ - পবিত্র / অপবিত্র / রঙিন / কালো।
উত্তর : পবিত্র।
১৫. জেন্দ - আবেস্তা কাদের ধর্মগ্রন্থ ? গ্রিক / ইহুদি / জরাথুস্ট্রীয়।
উত্তর : জরাথুষ্ট্রীয়।
১৬. গিলগামেশ কোন দেশের ধর্মগ্রন্থ ? মিশর / মেসোপটেমিয়া / সুমের।
উত্তর : মেসোপটেমিয়া।
১৭. তাবাকত-ই -নাসিরি গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : মিনহাজ - উস - সিরাজ।
১৮. জাফরনামা - গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : শফরউদ্দিন আলি ইয়েজাদি।
১৯. বাবরনামা - গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : বাবর।
২০. ফতোয়া - ই - জাহান্দারি গ্রন্থের রচয়িতা কে ? বদাউনী / বারণি / আবুল ফজল / ইবন বতুতা।
উত্তর : বারণি।
২১. কিউনিফর্ম লিপি কোথায় প্রচলিত ছিল ? ভারত / সুমের / মিশর / ব্যাবিলন।
উত্তর : সুমেরীয়রা।
২২. নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে যুক্ত ছিলেন কে ? জন মিল / রণজিৎ গুহ / রমেশচন্দ্র মজুমদার।
উত্তর : রণজিৎ গুহ।
২৩. আধুনিক গবেষণাধর্মী ধারণায় ইতিহাস হল - এক / দুই / তিন / বহু - মাত্রিক।
উত্তর : বহুমাত্রিক।
২৪. জেমস মিল হলেন - ব্রিটিশ / জার্মান / গ্রিক / রুশ - ঐতিহাসিক।
উত্তর : ব্রিটিশ।
Class 11 (XI) History 1st chapter SET 3
১. পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?
পৃথ্বীরাজ বিজয় / ইন্ডিকা / রাজতরঙ্গিনী।
উত্তর : রাজতরঙ্গিনী।
২. কোন যুগে পুরাণগুলিকে সম্পাদনা করা হয়েছিল ? মৌর্য / গুপ্ত / কুষাণ / পাল।
উত্তর : গুপ্ত।
৩. পুরাণগুলি মূলতঃ - সামাজিক / ধর্মীয় / রাজনৈতিক / অর্থনৈতিক - গ্রন্থ।
উত্তর : ধর্মীয়।
৪. কোন ভাষায় ভারতীয় পুরাণগুলি লেখা হয়েছিল ? পালি / সংস্কৃত / প্রাকৃত / হিন্দি।
উত্তর : সংস্কৃত।
৫. দানসাগর গ্রন্থে কোন পুরাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে ? ব্রহ্ম / মৎস্য / বিষ্ণু / নারদ।
উত্তর : নারদ পুরাণ।
৬. কিতাব - উল - হিন্দ - গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : আলবিরুনি।
৭. মধ্যযুগে ইতিহাসচর্চার প্রধান ভাষা ছিল কোনটি ? ফারসি / হিন্দি / সংস্কৃত / উর্দু।
উত্তর : ফারসি।
৮. ভারতে মধ্যযুগের সূচনাকাল কোনটি ? ১১৫০ / ১২৫০ / ১২০৬ / ১৩০০ - খ্রিস্টাব্দ।
উত্তর : ১২০৬ খ্রিস্টাব্দ।
৯. মধ্যযুগের অবসানকাল - ১০৫৭ / ১৭৫৭ / ১৭০৭ / ১৮০৭ - খ্রিস্টাব্দ।
উত্তর : ১৭৫৭ খ্রিস্টাব্দে।
১০. ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগের সমাপ্তিকাল - ৩৭৬ খ্রিস্টপূর্বাব্দ / ৪৭৬ খ্রিস্টপূর্বাব্দ / ৪৭৬ খ্রিস্টাব্দ।
উত্তর : ৪৭৬ খ্রিস্টাব্দ।
১১. ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সমাপ্তিকাল - ১৩৪৩ / ১৩৫৩ / ১৪৪৩ / ১৪৫৩ খ্রিস্টাব্দ।
উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দ।
১২. জাতি ও ধর্মের ভিত্তিতে কে প্রথম ইতিহাসের যুগকে বিভক্ত করেছিলেন ? জেমস মিল / ভিনসেন্ট স্মিথ / জেরোমি বেন্থাম / হুইলার।
উত্তর : জেমস মিল।
১৩. চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ - ৭ / ৯ / ১১ / ১৩ - দিন বেশি।
উত্তর : ১১ দিন।
১৪. প্রস্তর / লৌহ / প্রাচীন / আধুনিক - যুগে ইউরোপে সামন্তপ্রথার অবসান ঘটে।
উত্তর : আধুনিক।
১৫. রামচরিত কার লেখা ?
উত্তর : সন্ধ্যাকর নন্দী।
১৬. গৌরবাহ কার লেখা ?
উত্তর : বাক্পতিরাজ।
১৭. জিগুরাত হল প্রাচীন সুমেরের সুবিশাল মন্দির। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
১৮. অশোকের শিলালিপি হল একটি সাহিত্যিক উপাদান। ঠিক / ভুল।
উত্তর : ভুল।
১৯. প্রাচীন মিশরের রাজাদের কী বলা হত ?
উত্তর : ফ্যারাও।
২০. মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারত পরিভ্রমনে আসেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / সমুদ্রগুপ্ত / অশোক / হর্ষবর্ধন।
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
Class 11 (XI) History 1st chapter SET 4
১. What is History - গ্রন্থটি কার লেখা ? হেনরি পিয়েন / ই এইচ কার / মার্ক ব্লক / অ্যাকটন।
উত্তর : ই এইচ কার।
২. রাজতরঙ্গিনী - কার লেখা ? হরিষেন / সন্ধ্যাকর নন্দী / চাণক্য / কলহন।
উত্তর : কলহন।
৩. সূর্যসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে ? আর্যভট্ট / বরাহমিহির / ব্রহ্মগুপ্ত / জয়দেব।
উত্তর : আর্যভট্ট।
৪. History শব্দটি প্রথম ব্যবহার করেন - হেরোডোটাস / থুকিডিডিস / প্লিনি / মেগাস্থিনিস।
উত্তর : হেরোডোটাস।
৫. প্যাপিরাসে লেখার পদ্ধতি কারা আবিষ্কার করেছিলেন ? মিশরীয়রা / চিনারা / ভারতীয়রা / রোমানরা।
উত্তর : মিশরীয়রা।
৬. ভারতীয় ইতিহাসের প্রথম নির্ভরযোগ্য গ্রন্থ কোনটি ? রাজতরঙ্গিনী / মৃচ্ছকটিক / মুদ্রারাক্ষস / অর্থশাস্ত্র।
উত্তর : রাজতরঙ্গিনী।
৭. '' এযাবৎ যাবতীয় ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস - উক্তিটি কার ? কার্ল মার্কস / ফ্রেডারিক এঙ্গেলস / কান্ট / হেগেল।
উত্তর : কার্ল মার্কস।
৮. ভারতের মোট ১৮ টি পুরাণের মধ্যে কতগুলি গ্রহণযোগ্য ? সাতটি / ছয়টি / পাঁচটি / চারটি।
উত্তর : ছয়টি।
৯. ইবন বতুতা কোথাকার পর্যটক ছিলেন ? আফ্রিকা / ইউরোপ / এশিয়া / মিশর।
উত্তর : আফ্রিকা।
১০. কিতাব - উল - রেহালা - গ্রন্থটির রচিয়তা কে ? আলবিরুনি / ইবন বতুতা / আবুল ফজল / ইসামি।
উত্তর : ইবন বতুতা।
১১. টলেমি কে ছিলেন ? একজন গ্রিক ভূগোল বিশেষজ্ঞ / ইংরেজ ঐতিহাসিক / রোমান ঐতিহাসিক / গ্রিক আইনবিদ।
উত্তর : একজন গ্রিক ভূগোল বিশেষজ্ঞ।
১২. চাচানামা গ্রন্থে কীসের বিবরণ পাওয়া যায় ? আরবদের সিন্ধু বিজয়ের / সুলতানি সাম্রাজ্যের সূচনার ইতিহাস / সুলতান মামুদের ভারত আক্রমণের ইতিহাস / মোঙ্গল আক্রমণের ইতিহাস।
উত্তর : আরবদের সিন্ধু বিজয়ের ইতিহাস।
১৩. নাসিক প্রশস্তিতে কোন ইতিহাসের বর্ণনা পাওয়া যায় ? আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী / চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের যুদ্ধ / গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি / সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী।
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি।
১৪. ফো কুয়ো কিং - গ্রন্থে কোন বংশের ইতিহাস বর্ণিত আছে ? মৌর্য বংশ / গুপ্ত বংশ / পুষ্যভূতি বংশ / সাতবাহন বংশ।
উত্তর : গুপ্ত বংশ।
১৫. তাবাকাৎ - ই - নাসিরি গ্রন্থে কোন ইতিহাস জানা যায় ? মহম্মদ ঘোরীর দিল্লি বিজয় / বখতিয়ার খলজির নদীয়া আক্রমণ / আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান / রাজপুতদের বিরুদ্ধে আকবরের অভিযান।
উত্তর : বখতিয়ার খলজির নদীয়া আক্রমণ।
১৬. কিতাব - উল - রেহেলা গ্রন্থে কার জীবনকথা জানা যায় ? মহম্মদ বিন তুঘলক / আকবর / আলাউদ্দিন খলজি / বাবর।
উত্তর : মহম্মদ বিন তুঘলক।
১৭. প্রায় ইতিহাস যুগের সভ্যতা কোনটি ? আর্য সভ্যতা / মায়া সভ্যতা / হরপ্পা সভ্যতা / আজটেক সভ্যতা।
উত্তর : হরপ্পা সভ্যতা।
১৮. ইতিহাস যুগের একটি সভ্যতা হল - বৈদিক আর্য সভ্যতা / হরপ্পা সভ্যতা / মেহেরগড় সভ্যতা / সুমেরীয় সভ্যতা।
উত্তর : বৈদিক আর্য সভ্যতা।
১৯. Origin of Species - গ্রন্থটির রচয়িতা কে ? চার্লস ডিকেন্স / চার্লস ডারউইন / আলেকজান্ডার ডাফ / প্লিনি।
উত্তর : চার্লস ডারউইন।
২০. প্রাক - ইতিহাস হল - প্রস্তর যুগ / তাম্র যুগ / তাম্র - প্রস্তর যুগ / নব্য প্রস্তর যুগ।
উত্তর : প্রস্তর যুগ।
Class 11 (XI) History 1st chapter SET 5
১. '' ইতিহাস হল ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি '' - কথাটি বলেছেন - মার্ক ব্লক / হেরোডোটাস / ই এইচ কার / জেমস মিল।
উত্তর : ই এইচ কার।
২. ইতিহাস হল মানব সমাজের সার্বিক ঘটনাবলি - উক্তিটি কার ? আর্নল্ড টয়েনবি / মার্ক ব্লক / ই এইচ কার / প্লিনি।
উত্তর : আর্নল্ড টয়েনবি।
৩. রেডিও কার্বন পদ্ধতির আবিষ্কর্তা কে ? উইলার্ড ফ্রাঙ্ক লিবি / হোমার / লুইস ভাতৃদ্বয় / জেমস প্রিন্সেপ।
উত্তর : উইলার্ড ফ্রাঙ্ক লিবি।
৪. অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন ? উইলার্ড ফ্রাঙ্ক লিবি / হোমার / লুইস ভাতৃদ্বয় / জেমস প্রিন্সেপ।
উত্তর : জেমস প্রিন্সেপ।
৫. অন্ধকবি হোমার কোন দেশের নাগরিক ছিলেন ? গ্রিস / রোম / পারস্য / ফ্রান্স।
উত্তর : গ্রিস।
৬. অর্থশাস্ত্র কার লেখা ? হরিষেন / চাণক্য / জয়দেব / ফা - হিয়েন।
উত্তর : চাণক্য।
৭. প্রাকৃতিক ইতিহাস কার লেখা ? আর্নল্ড টয়েনবি / মার্ক ব্লক / ই এইচ কার / প্লিনি।
উত্তর : প্লিনি।
৮. অষ্টাধ্যায়ী কার লেখা ? পাণিনি / জয়দেব / হরিষেন / রবিকীর্তি।
উত্তর : পাণিনি।
৯. সি ইউ কি - গ্রন্থটি কার লেখা ? হর্ষবর্ধন / ফা হিয়েন / সু মা কিয়েন / হিউ এন সাং।
উত্তর : হিউয়েন সাং।
১০. বুদ্ধচরিত কার লেখা ? অশ্বঘোষ / পাণিনি / পতঞ্জলি / রবিকীর্তি।
উত্তর : অশ্বঘোষ।
১১. মৃচ্ছকটিকম কার লেখা ? বরাহমিহির / আর্যভট্ট / শুদ্রক / কালিদাস।
উত্তর : শুদ্রক।
১২. কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয় ? রামায়ণ / মহাভারত / গোতগোবিন্দম / অভিজ্ঞানশকুন্তলম।
উত্তর : মহাভারত।
১৩. মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন ? হর্ষবর্ধন / সমুদ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / চন্দ্রগুপ্ত মৌর্য।
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
১৪. মেগাস্থিনিস কার দূত ছিলেন ? সেলুকাস / তৈমুর লং / চেঙ্গিজ খাঁ / নেপোলিয়ন।
উত্তর : সেলুকাস।
১৫. ভারত ইতিহাসকে হিন্দুযুগ , মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ এই তিনভাগে ভাগ করেছেন কে ? জেমস মিল / প্লিনি / হেরোডোটাস / লিভি।
উত্তর : জেমস মিল।
১৬. আকবরনামা কার লেখা ? ফিরদৌসী / নিজামি / দয়ারাম সাহানি / আবুল ফজল।
উত্তর : আবুল ফজল।
১৭. হামুরাবি কোথাকার শাসক ছিলেন ? রোম / ফ্রান্স / ইংল্যান্ড / ব্যাবিলন।
উত্তর : ব্যাবিলন।
১৮. জেমস মিল লিখিত গ্রন্থটির নাম কী ? হিস্ট্রি অব বেঙ্গল / হিস্ট্রি অব ইন্ডিয়া / কেমব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া / অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া।
উত্তর : হিস্ট্রি অব ইন্ডিয়া।
১৯. কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয় ? ৫৮ খ্রিস্টাব্দ / ৭৮ খ্রিস্টাব্দ / ৩০৬ খ্রিস্টাব্দ / ৫২ খ্রিস্টাব্দ।
উত্তর : ৭৮ খ্রিস্টাব্দ।
২০. জেমস মিল ভারতের ইতিহাসকে ক'টি যুগে বিভক্ত করেছেন ? দুই ভাগে / চার ভাগে / পাঁচ ভাগে / তিন ভাগে।
উত্তর : তিন ভাগে।
1 comments
Sir baki chapter gulor MCQ dile amader subhidha hoto
ReplyDelete