বাসন্তিকস্বপ্নম
বাসন্তিকস্বপ্নম
( এখানে দেওয়া সমস্ত প্রশ্নগুলি ২০২০ সালের ABTA test papers থেকে নেওয়া হয়েছে )
১. কৌমুদীর পিতা কে ?
উত্তর : ইন্দুশর্মা।
২. বিজয়াতাম অস্মাকম অবনিপ - কথাটি কে বলেছেন ?
উত্তর : ইন্দুশর্মা ( রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন )
৩. যথাআজ্ঞাপয়তি দেব - কথাটি কে বলেছেন ?
উত্তর : প্রমোদ ( রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন )
৪. উদ্বাহ - শব্দের অর্থ কী ?
উত্তর : বিবাহ।
৫. রাজার বিয়ের আর কতদিন বাকী ?
উত্তর : চারদিন।
৬. কৌমুদীর বাবার মনোনীত পাত্র কে ?
উত্তর : মকরন্দ।
৭. বাসন্তিকস্বপ্নম - এর অনুবাদক কে ?
উত্তর : আর কৃষ্ণমাচার্য।
৮. কুহু - শব্দের অর্থ কী ?
উত্তর : অমাবস্যা।
৯. স এব মনমানসম - মনমানসম কে ?
বসন্ত ( কৌমুদীর উক্তি )
১০. নাটকের নাট্যকার কে ?
উত্তর : আর কৃষ্ণমাচার্য।
১১. কৌমুদী কাকে বিবাহ করতে চায় ?
উত্তর : বসন্তকে।
১২. জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ - কথাটি কার ?
উত্তর : রাজা ইন্দ্রবর্মার। ( কৌমুদীর প্রতি )
১৩. প্রমোদ কে ?
উত্তর : রাজা ইন্দ্রবর্মার পরিচারক।
১৪. বৈবস্বত নগর বলতে কী বোঝো ?
উত্তর : যমের নগরী।
১৫. মূল নাটকটির নাম কী ?
উত্তর : A Mid- summer Night's Dream
১৬. সাধয়াম শব্দের অর্থ কী ?
উত্তর : প্রস্থান করি।
১৭. রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন ?
উত্তর : নিজের বিবাহ নিয়ে।
১৮. নিঘৃনঃ - শব্দের অর্থ কী ?
উত্তর : নিষ্ঠুর বা নির্দয়।
১৯. নাটকের পাঠ্যাংশটি কোন অঙ্ক থেকে গৃহীত ?
উত্তর : প্রথম অঙ্ক।
২০. কোন ঋতুতে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে ?
উত্তর : বসন্ত।
২১. বাসন্তিক স্বপ্নম - কথাটির অর্থ কী ?
উত্তর : বসন্তকালীন স্বপ্ন।
২২. দবীয়সী - কথাটির অর্থ কী ?
উত্তর : দূরে।
২৩. মৃদঙ্গ ধ্বনি কোথা থেকে শোনা যায় ?
উত্তর : সংগীতশালার অভ্যন্তর থেকে।
২৪. মূল নাটকে ইন্দুশর্মার কী নাম ছিল ?
উত্তর : ইজিউস।
২৫. ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন ?
উত্তর : চাঁদ ক্ষয়প্রাপ্ত হতে থাকলেও দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। ফলে অমাবস্যা তিথি উপস্থিত না হওয়ার ফলে রাজার বিবাহ সম্পন্ন হচ্ছে না।
২৬. রাজা ইন্দ্রবর্মার মতে , কারা সুখী হয়না ?
উত্তর : পিতার আদেশ , দেশের নিয়ম ও আচারের বিরুদ্ধাচরণকারীরা সুখী হয়না।
২৭. এষ এব নিশ্চয়ঃ - কার কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে ?
উত্তর : কৌমুদী যাবজ্জীবন অবিবাহিতা থাকবে বা মৃত্যুদন্ড গ্রহণ করবে ; কিন্তু বসন্তকেই সে বিবাহ করবে - কৌমুদীর এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে।
২৮. কোন দিন রাজার বিবাহ অনুষ্ঠিত হবে ?
উত্তর : চারদিন পর অমাবস্যা তিথিতে।
২৯. কার সাথে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে ?
উত্তর : কনকলেখা।
৩০. অবনিপ - শব্দের অর্থ কী ?
উত্তর : পৃথিবীর পতি।
৩১. ইন্দুবদনা কে ?
উত্তর : কৌমুদী ( রাজা ইন্দ্রবর্মার উক্তি )
৩২. মঞ্চে অনুপস্থিত চরিত্র কে কে ?
উত্তর : বসন্ত ও মকরন্দ।
৩৩. কন্যার প্রতি ইন্দুশর্মার নির্দেশ কী ছিল ?
উত্তর : পিতার আদেশ পালন করে মকরন্দকে বিবাহ করতে হবে।
৩৪. কৌমুদীর পিতা কে ?
উত্তর : ইন্দুশর্মা।
৩৫. অযাতযামম বয়ঃ - একথা রাজা কাকে লক্ষ্য করে বলেছিলেন ?
উত্তর : কৌমুদীকে লক্ষ্য করে রাজা ইন্দ্রবর্মা বলেছিলেন।
৩৬. ইংরেজি নাটকের ফিলোসস্ট্রেট সংস্কৃত নাটকে কোন চরিত্র ?
উত্তর : প্রমোদ।
৩৭. অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছিলেন ?
উত্তর : সংগীতশালার অভ্যন্তরে।
৩৮. দীয়তাম দয়াদ্রম চিত্তম - কে কাকে বলেছেন ?
উত্তর : ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন।
৩৯. রাজা ইন্দ্রবর্মা প্রমোদকে কী নির্দেশ দিয়েছিলেন ?
উত্তর : রাজার বিবাহের সংবাদ নগরীর সর্বত্র ছড়িয়ে দিয়ে যুবসমাজ যাতে রাজার বিবাহ মহোৎসবে অভিনিবিষ্ট চিত্তে অংশগ্রহণ করে সেইরূপ ব্যবস্থা করতে এবং দুঃখকে নগরী থেকে বিতাড়িত করে সর্বত্র আনন্দ ছড়িয়ে দিতে।
৪০. আবর্জয় - কথাটির অর্থ কী ?
উত্তর : ছড়িয়ে দেওয়া।
৪১. দর্শনীয়ং তে বপু - উদ্দিষ্ট ব্যক্তিটি কে ?
উত্তর : কৌমুদী। ( রাজার উক্তি )
৪২. কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত ?
উত্তর : রানী হিপোলিটা।
৪৩. বরাকী - কথাটির অর্থ কী ?
উত্তর : নীচ বা পাজি।
৪৪. যুবকেরা মহোৎসবে কী করবে ?
উত্তর : অভিনিবিষ্ট চিত্তে অংশগ্রহণ করবে।
৪৫. বৈবস্বত ও বৈবস্বান - এর পার্থক্য কী ?
উত্তর : বৈবস্বত হলেন সূর্যপুত্র যমরাজ আর বৈবস্বান হলেন সূর্য।
৪৬. নাটকে উপস্থিত চরিত্রের সংখ্যা ক'টি ?
উত্তর : ৫ টি।
৪৭. ইন্দ্রবর্মার পরিচারকের নাম কী ?
উত্তর : প্রমোদ।
৪৮. বরারোহে - কথাটির অর্থ কী ?
উত্তর : শ্রেষ্ঠ নিতম্বদেশ যুক্তা নারী।
৪৯. অয়ি ভদ্রে - এখানে ভদ্রে পদে কাকে সম্মোধন করা হয়েছে ?
উত্তর : কৌমুদীকে ( রাজা কর্তৃক )
৫০. রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কে কে দেখা করতে এসেছিলেন ?
উত্তর : ইন্দুশর্মা ও তাঁর কন্যা কৌমুদী।
৫১. বাসন্তিক স্বপ্নম নাটকে মোট ক'টি অঙ্ক আছে ?
উত্তর : পাঁচটি।
৫২. দর্শ - শব্দের অর্থ কী ?
উত্তর : অমাবস্যা।
৫৩. কৌমুদীর অপরাধ কী ছিল ?
উত্তর : কৌমুদী পিতার আদেশ অমান্য করে বসন্তকে বিবাহ করতে চেয়েছিল।
৫৪. রাজা ইন্দ্রবর্মা চাঁদকে '' অতিনিঘৃনঃ '' বলেছেন কেন ?
উত্তর : চাঁদ ক্ষয়প্রাপ্ত হতে থাকলেও দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। ফলে অমাবস্যা তিথি উপস্থিত না হওয়ার ফলে রাজার বিবাহ সম্পন্ন হচ্ছে না।
৫৫. বাসন্তিক স্বপ্নম এর মূলগ্রন্থ কোন ভাষায় রচিত ?
উত্তর : ইংরেজি।
0 comments