ABTA 2020 Sanskrit সাহিত্যের ইতিহাস MCQ & SAQ
ABTA 2020 Sanskrit সাহিত্যের ইতিহাস MCQ & SAQ Solved
AC : 49
1. (xiii) মুদ্রারাক্ষস কে লিখেছেন ? কালিদাস / বিশাখদত্ত / শুদ্রক / জয়দেব।
(xiv) লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ ? গণিত /জ্যামিতি / আয়ুর্বেদ / নাটক।
(xv) এর মধ্যে কোনটি কালিদাস লেখেন নি ? কুমারসম্ভব / মেঘদূত / চারুদত্ত / মালবিকাগ্নিমিত্র।
( চারুদত্ত - র লেখক ভাস )
2. (xiii) স্ত্রী চরিত্র বিহীন সংস্কৃত নাটক কোনটি ?
Ans. বিশাখদত্তের লেখা মুদ্রারাক্ষস।
(xiv) গীতগোবিন্দ কার রচনা ?
Ans. জয়দেব।
(xv) শুদ্রকের লেখা নাটকের নাম কী ?
Ans. মৃচ্ছকটিকম।
AC : 120
1. (xiii) স্বপ্নবাসবদত্তম কার রচনা ? কালিদাস / বিশাখদত্ত / শুদ্রক / ভাস।
(xiv) মৃচ্ছকটিকম কে লিখেছেন ? কালিদাস / জয়দেব / শুদ্রক / বিশাখদত্ত।
(xv) রঘুবংশম কার রচনা ? শুদ্রক / কালিদাস / ভাস / শংকরাচার্য।
2. (xiii) ভাস কয়টি নাটক লিখেছেন ?
Ans .১৩ টি।
(xiv) মেঘদূত কোন ছন্দে রচিত ?
Ans. মন্দাক্রান্তা।
(xv) আয়ুর্বেদ কোন বেদের অন্তর্গত ?
Ans. অথর্ববেদ।
AC : 151
1. (vi) ভাসের পুঁথি কোন ভাষায় আবিষ্কৃত হয়েছিল ? সংস্কৃত / মালয়ালাম / পালি / সংস্কৃত। (viii) বীজগণিত শব্দটির প্রথম ব্যবহার করেন কে ? পৃথুদক স্বামী / বরাহমিহির / ভাস্করাচার্য / আর্যভট্ট।
(xii) মেঘদূতম কাব্যের দুটি ভাগ হল - পূর্বমেঘ ও পশ্চিমমেঘ / উত্তরমেঘ ও দক্ষিণমেঘ / উত্তরমেঘ ও পশ্চিমমেঘ / পূর্বমেঘ ও উত্তরমেঘ।
2. (i) আয়ুর্বেদের উৎস কোন বেদ ?
Ans. অথর্ববেদ।
(ii) স্বপ্নবাসবদত্তম - কার লেখা ?
Ans. ভাস।
(iii) আর্যভট্ট কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট ?
Ans. জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র।
AC : 185
1. (xiii) গীতগোবিন্দের গানের সংখ্যা - ২৪ / ১২ / ২২ / ২৩ টি।
( ১২ টি সর্গ , ৮০ টি শ্লোক , ২৪ টি গীত )
(xiv) মহাভারত অবলম্বনে ভাসের নাটকটি হল - দূতবাক্য / চারুদত্ত / অভিষেক / প্রতিমা।
(xv) দশগীতিকাসূত্র - এর রচয়িতা হলেন - ব্রহ্মগুপ্ত / ভাস্করাচার্য / আর্যভট্ট / বরাহমিহির।
2. (xiii) নারী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম লেখো।
Ans. বিশাখদত্তের লেখা মুদ্রারাক্ষস।
(xiv) বিশাখ দত্তের লেখা নাটকগুলি কী কী ?
Ans. মুদ্রারাক্ষস , দেবীচন্দ্রগুপ্ত , অভিসারিকা বঞ্চিতক , রাঘবানন্দ।
(xv) আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা ?
Ans. চরক , সুশ্রুত ও বাগ্ভট্ট।
AC : 240
1. (xiii) গীতগোবিন্দম কোন শ্রেণীর রচনা ? প্রেমমূলক / ভক্তিমূলক / নীতিমূলক / কল্পিত কাহিনীমূলক। ( জয়দেবের লেখা )
(xiv) আয়ুর্বেদের উৎস হলো - চরক সংহিতা / অথর্ব বেদ / ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত / সুশ্রুত সংহিতা।
(xv) মুদ্রারাক্ষস নাটকটি কত অংক বিশিষ্ট - ছয় / সাত / পাঁচ / দশ।
2. (xiii) শকার - কোন নাটকের চরিত্র ?
Ans. শুদ্রকের মৃচ্ছকটিকম।
(xiv) আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা ?
Ans. চরক , সুশ্রুত ও বাগ্ভট্ট।
(xv) ভাস সমস্যা কী ?
Ans. পন্ডিত টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের মনলিককরণাথম থেকে মালায়ালম হরফে লেখা সংস্কৃত তেরোখানি নাটক আবিষ্কার করেন। সেই পাণ্ডুলিপিতে ভাসের নাম না থাকায় - সেগুলি ভাসের রচনা কি'না সে বিষয়ে বিতর্ক শুরু হয়। একেই ভাস সমস্যা বলে।
AC : 260
1. (xiii) বিশাখদত্ত রচিত নাটকটির নাম - মৃচ্ছকটিক / মুদ্রারাক্ষস / রঘুবংশ / গন্ডীস্তোত্রগাথা।
(xiv) কোনটি ভাসের রচনা নয় ? কর্ণভারম / পঞ্চরাত্রম / চারুদত্তম / মৃচ্ছকটিকম।
( মৃচ্ছকটিকম শুদ্রকের লেখা )
(xv) মেঘদূত গীতিকাব্যের রচয়িতা - কালিদাস / জয়দেব / মুরারি / অশ্বঘোষ।
2. (xiii) মৃচ্ছকটিক কোন শ্রেণীর দৃশ্যকাব্য ?
Ans. প্রকরণ। ( শুদ্রক )
(xiv) অভিজ্ঞানশকুন্তলম কত অঙ্কের নাটক ?
Ans. সাত অঙ্কের নাটক। ( কালিদাস )
(xv) সূর্যসিদ্ধান্ত কার রচনা ?
Ans. বরাহমিহির। ( পঞ্চসিদ্ধান্তিকা - র শেষ অংশ হল সূর্যসিদ্ধান্ত। )
AC : 295
1. (xiii) সৌরসিদ্ধান্ত কার রচনা ? আর্যভট্ট / বরাহমিহির / অগ্নিবেশ / নাগার্জুন।
(xiv) অভিজ্ঞানশকুন্তলম নাটকে কয়টি অঙ্ক আছে ? ছয়টি / সাতটি / পাঁচটি / আটটি।
(xv) মুদ্রারাক্ষসম - এ মুদ্রা শব্দটি কীরূপ অর্থ বহন করে ? চিহ্ন / পয়সা বা টাকা / যোগ মুদ্রা / প্রতারণা। ( আংটি )
2. (xiii) সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি ?
Ans. উরুভঙ্গ। ( ভাস )
(xiv) বলতে কী বোঝায় ?
(xv) মুদ্রারাক্ষস নাটকে কয়টি অঙ্ক আছে ?
Ans. সাতটি অঙ্ক। ( বিশাখদত্ত )
AC : 314
1. (xiii) ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি ? পঞ্চরাত্রম / স্বপ্নবাসবদত্তম / প্রতিমানাটকম / কর্নভারম।
(xiv) সরস্বতীর বরপুত্র কাকে বলা হয় ? ভাসকে / কালিদাসকে / শুদ্রককে / বিশাখদত্তকে।
(xv) সুশ্রুত কোন শাস্ত্রে পন্ডিত ছিলেন ? গণিতশাস্ত্র / জ্যোতিষশাস্ত্র / জ্যোতির্বিদ্যা / শল্য চিকিৎসা।
2. (xiii) ব্রহ্মা রচিত দুটি নাটকের নাম কী ?
Ans. অমৃতমন্থন ও ত্ৰিপুরদাহ।
(xiv) অভিজ্ঞানশকুন্তলম নাটকটি কার রচনা ?
Ans. কালিদাস। ( সাত অঙ্কের নাটক )
(xv) আর্যভট্ট বা বরাহমিহির কে ?
Ans. ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে সর্বপ্রধান উল্লেখযোগ্য ব্যক্তি হলেন আর্যভট্ট। তিনিই ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা। তাঁর রচিত তিনটি গ্রন্থ হল - আর্যভট্টিয় , আর্যাস্টশতক , দশগীতিকাসুত্র।
ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে আর্যভট্টের পরেই সর্বপ্রধান উল্লেখযোগ্য হলেন বরাহমিহির। তিনি জ্যোতিষ শাস্ত্রের তিনটি শাখাতেই পন্ডিত ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল - লঘুজাতক , বৃহৎসংহিতা , বৃহজ্জাতক - ইত্যাদি।
AC : 333
1. (xiii) মৃচ্ছকটিকম নাটকের নায়ক হলেন - শকার / শর্বিলক / উদয়ন / চারুদত্ত।
( নায়িকা বসন্তসেনা )
(xiv) মহাকবি ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকটি হল - প্রতিমা / উরুভঙ্গ / স্বপ্নবাসবদত্তম / মৃচ্ছকটিকম।
(xv) যে নাটকটির মধ্যে বিদূষকের কোনো চরিত্র নেই সেটি হল - অভিজ্ঞানশকুন্তলম / মৃচ্ছকটিকম / স্বপ্নবাসবদত্তম / মুদ্রারাক্ষসম।
( বিশাখদত্তের লেখা )
2. (o) একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম লেখ।
Ans. ভাসের উরুভঙ্গ।
(p) অভিজ্ঞানশকুন্তলম কত অঙ্কের নাটক ?
Ans. সাত অঙ্কের।
(q) মুদ্রারাক্ষসম নাটকটিতে কোন ঐতিহাসিক রাজার চরিত্র আছে ?
Ans. চন্দ্রগুপ্ত মৌর্যের।
(r) গীতগোবিন্দ - তে কয়টি সর্গ আছে ?
Ans. ১২ টি সর্গ , ৮০ টি শ্লোক , ২৪ টি গীত ( জয়দেবের লেখা )
AC : 343
1. (xiii) চরকসংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কী ? জ্যোতির্বিজ্ঞান / ইতিহাস / চিকিৎসাবিজ্ঞান / নাট্যশাস্ত্র। ( চরক সংহিতা চার মনীষীর সম্মিলিত রূপ। এঁরা হলেন : আত্রেয় , অগ্নিবেশ , চরক ও দৃঢ়বল। )
(xiv) মৃচ্ছকটিকম নাটকের নায়িকা হলেন - কুন্দমালা / বসন্তসেনা / অনুসূয়া / প্রিয়ংবদা।
( নায়ক চারুদত্ত ) ( অনুসূয়া ও প্রিয়ংবদা অভিজ্ঞানশকুন্তলম নাটকের চরিত্র )
(xv) মেঘদূত কোন ছন্দে লেখা ? মন্দাক্রান্তা / বসন্ততিলক / ইন্দ্রবজ্রা / কোনোটিই নয়।
2. (xiii) স্বপ্নবাসবদত্তম কার লেখা ?
Ans. ভাস ( উদয়ন , বাসবদত্তা ও পদ্মাবতীর কাহিনী নিয়ে লেখা ছয় অঙ্কের নাটক )
(xiv) চরক কোন বিষয়ের পন্ডিত ছিলেন ?
Ans. শল্য চিকিৎসা।
(xv) মেঘদুতে যক্ষ কোন পর্বতে বাস করত ?
Ans. রামগিরি পর্বতে। ( মেঘদুতম কালিদাসের লেখা একটি খন্ডকাব্য + গীতিকাব্য )
AC 352
1. (xiii) প্রতিমা নাটকম কার রচনা ? কালিদাস / ভাস / ব্যাস / কৃষ্ণমাচার্য্য।
(xiv) জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি ? অষ্টাঙ্গহৃদয়ম / শুল্বসূত্রম / লীলাবতী / কোনোটিই নয়।
( লীলাবতী বীজগণিতের গ্রন্থ )
(xv) অভিজ্ঞানশকুন্তলম এর বিদূষকের নাম কী ? বীরভদ্র / বসন্তক / মাধব্য / ক্ষপনক।
2. (xiii) ভাসের নাটকের সংখ্যা কত ?
Ans. ১৩ টি।
(xiv) মেঘদুতে যক্ষ কোন পর্বতে বাস করত ?
Ans. রামগিরি পর্বতে।
(xv) চরক কোন বিষয়ের পন্ডিত ছিলেন ?
Ans. শল্য চিকিৎসা।
AC 368
1. (xiii) রঘুবংশম কার লেখা ? শুদ্রক / কালিদাস / অমর সিংহ / বেদব্যাস।
(xiv) জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি ? অষ্টাঙ্গহৃদয়ম / শুল্বসূত্রম / লীলাবতী / কোনোটিই নয়।
( লীলাবতী বীজগণিতের গ্রন্থ )
(xv) প্রতিমা নাটক কার রচনা ? ভাস / ব্যাস / কৃষ্ণমাচার্য্য / জয়দেব।
2. (xiii) মেঘদুতে যক্ষ কোন পর্বতে বাস করত ?
Ans. রামগিরি পর্বতে।
(xiv) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন - কার লেখা ?
Ans. ভাস।
(xv) ভাসের নাটকের সংখ্যা কত ?
Ans. ১৩ টি।
AC 380
এই Page এ কোনো MCQ বা SAQ দেওয়া নেই।
AC 400
1. (xiii) গুপ্তযুগের নিউটন নামে পরিচিত - আর্যভট্ট / বরাহমিহির / চরক / সুশ্রুত।
(xiv) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক - কর্ণভারম / অভিজ্ঞান শকুন্তলম / স্বপ্নবাসবদত্তম / প্রতিমা।
(xv) গীত গোবিন্দে কয়টি সর্গ আছে ? দশটি / বারোটি / ষোলোটি / কুড়িটি।
( ১২ টি সর্গ , ৮০ টি শ্লোক , ২৪ টি গীত )
2. (xiii) আয়ুর্বেদের উৎস কোন বেদ ?
Ans. অথর্ববেদ।
(xiv) বরাহমিহির রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখো।
Ans. লঘুজাতক , বৃহৎসংহিতা , বৃহজ্জাতক - ইত্যাদি।
(xv) স্বপ্নবাসবদত্তম কার লেখা ?
Ans. ভাস।
AC 416
1. (xiii) স্বপ্নবাসবদত্তম কার রচনা ? কালিদাস / বিশাখদত্ত / শুদ্রক / ভাস।
(xiv) আর্যভট্ট কে ছিলেন ? বৈজ্ঞানিক / জ্যোতির্বিদ / ঐতিহাসিক / পুরাতাত্ত্বিক।
(xv) আয়ুর্বেদের বিস্তারিত বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থে ? ঋকবেদ / অথর্ববেদ / সামবেদ / যজুর্বেদ।
2. (xiii) মেঘদূতের দুটি ভাগের নাম লেখো।
Ans. পূর্বমেঘ ও উত্তরমেঘ। ( কালিদাসের লেখা )
(xiv) মৃচ্ছকটিকম কী ধরণের রচনা ?
Ans. প্রকরণ ( ১০ অঙ্কের ) ( শুদ্রক )
(xv) একটি ভারতীয় শল্য চিকিৎসা গ্রন্থের নাম লেখো।
Ans. সুশ্রুতসংহিতা ( সুশ্রুত ) ।
1 comments
7501373017
ReplyDelete