H.S. ABTA 2022 বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস :- সমস্ত MCQ এর উত্তর :-

by - March 21, 2022

H.S. ABTA 2022 বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস :- 
সমস্ত MCQ এর উত্তর :- 




Page : 09 

১.১৩. রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন - নন্দলাল বসু। 
১.১৪. মোহনবাগান ক্লাব গঠিত হয় - ১৮৮৯ খ্রিস্টাব্দে। ( ১৮৯২ এ মহামেডান স্পোর্টিং ও ১৯২০ তে ইস্ট বেঙ্গল - প্রতিষ্ঠিত হয়। ) 
১.১৫. ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা - সুকুমার রায়। 
১.১৭. উষ্ণধ্বনিটি হল - শ  ( এছাড়াও স , হ ) 
[ হসন্ত হবে প্রতিটিতে ]
১.১৮. সঞ্জননী ব্যাকরণ - এর প্রবর্তক চমস্কি। 

PAGE : 38 

১.১৪. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল - বিংশ শতকের গোড়ার দিকে। 
১.১৫. একটি তাড়িত ধ্বনি হল - ড় ( তাড়িত অল্পপ্রাণ ) 
১.১৬. অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে - গুয়াশ * 
১.১৭. ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ছিলেন - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। 
১.১৮. বিজ্ঞানচর্চা ও গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির তৈরী করেন - জগদীশ চন্দ্র বসু ( ১৯১৭ ) 



১.১৪. দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে বলা হয় - মিশ্র রূপমূল। 
১.১৫. শিশুরা কীভাবে কথা বলে , কীভাবে বাক্য তৈরী করে - তার ধারাবাহিক বিশ্লেষণ করে - মনোভাষাবিজ্ঞান। 
১.১৬. নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক - অবনীন্দ্রনাথ ঠাকুর। 
১.১৭. দিল্লি দরবার - তথ্যচিত্রটি নির্মাণ করেন - হীরালাল সেন। 
১.১৮. ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন - প্রশান্তচন্দ্র মহলানবিশ ( ১৯৩১ ) 

PAGE : 78 

১.১৪. রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন - নন্দলাল বসু। 
১.১৫. বেঙ্গল কেমিক্যালস - এর প্রতিষ্ঠাতা - প্রফুল্লচন্দ্র রায়। 
১.১৬. বাঙালির প্রথম সার্কাসের নাম - ন্যাশনাল সার্কাস ( নবগোপাল মিত্র ) 
১.১৭. ল - ধ্বনিটি হল - পার্শ্বিক ধ্বনি। 
১.১৮. বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেন - লিওনার্দ ব্লুমফিল্ড। 

PAGE : 90 

১.১৪. সাঁওতাল দম্পতি ও সুজাতা - ভাস্কর্য দুটির স্রষ্টা হলেন - রামকিঙ্কর বেইজ। 
১.১৫. ছোটোদের জন্য তৈরী সফেদ হাতি ও সবুজ দ্বীপের রাজা - ছবি দুটির পরিচালক হলেন - তপন সিংহ। 
১.১৬. ভারতে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে খ্যাত হলেন - ডক্টর মুরারিমোহন মুখার্জি। 
১.১৭. ছোট কাকা > ছোটকা , টেলিফোন > ফোন - এই শব্দ পরিবর্তনগুলিকে বলে - ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। 
১.১৮. বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় - সুরতরঙ্গ। 



১.১. ল - ধ্বনিটি হল - পার্শ্বিক ( পার্শ্বিক দন্তমূলীয় ) 
১.২. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন - স্যার উইলিয়াম জোন্স। 
১.১৬. বেঙ্গল কেমিক্যালস - এর প্রতিষ্ঠাতা - প্রফুল্লচন্দ্র রায়। 
১.১৭. বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা - বিনোদবিহারী মুখোপাধ্যায়। 
১.১৮. উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর হল - শিলিগুড়ি। ( ভারতী ঘোষকে শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয়। ) 

PAGE : 115 

১.১৪. ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট - এর প্রতিষ্ঠাতা হলেন - হেমেন্দ্রনাথ মজুমদার। 
১.১৫. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ? - রাজা হরিশচন্দ্র। 
[ ভারতের প্রথম সবাক চলচ্চিত্র - আলম আরা। প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র বিল্বমঙ্গল। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাইষষ্ঠী। ] 
১.১৬.  তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন - স্যার উইলিয়াম জোন্স। 
১.১৭. বিখ্যাত কুস্তিগীর গোবর গুহ - র প্রকৃত নাম - যতীন্দ্রচরণ গুহ। 
১.১৮. যে যায় লঙ্কায় সে হয় রাবণ - এটি একটি জটিল বাক্য। 

PAGE : 127 

১.১. যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে - তখন সেই রূপকে বলে - সমন্বয়ী রূপমূল। 
১.২. উষ্ণধ্বনির উদাহরণ - স ,   শ , হ। 
১.৩. ইস্ট বেঙ্গল ক্লাব গঠিত হয় - ১৯২০ 
১.৪. অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান - গ্রন্থের রচয়িতা - নীরদ সি চৌধুরী। 
১.৫. The Inner Eye কার অনুভূতি অবলম্বনে নির্মিত তথ্যচিত্র ? - বিনোদবিহারী মুখোপাধ্যায়। 
[ এর নির্মাতা সত্যজিৎ রায় এবং সত্যজিৎ রায়ের মতে এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ তথ্যচিত্র ] 

PAGE : 140 

১.১৪. মেঘে ঢাকা তারা - ছায়াছবিটি তৈরী করেছেন - ঋত্বিক ঘটক। 
[ অন্যান্য ছবি - কোমল গান্ধার , সুবর্ণরেখা , তিতাস একটি নদীর নাম , যুক্তি তক্কো গপ্পো। ]
১.১৫. প্রথম বাংলা মুদ্রণ হরফ তৈরী করেন - পঞ্চানন কর্মকার। 
১.১৬. নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সাথে যুক্ত ছিলেন ? - কবাডি। 
১.১৭. যে সমাসে সাধারণত প্রথম পদটি দ্বিতীয় পদকে ব্যাখ্যা করে - সে সমাস হল - ব্যাখ্যামূলক সমাস। 
১.১৮. বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেন - লিওনার্দ ব্লুমফিল্ড। 

PAGE : 153 

১.১৪. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র - রাজা হরিশচন্দ্র। ( সবাক আলম আরা ) 
১.১৫. সাঁওতাল দম্পতি - চিত্রটির স্রষ্টা - রামকিঙ্কর বেইজ ( অন্যান্য চিত্র হাটের পথে , সুজাতা ) 
১.১৬. বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত - সারদারঞ্জন রায়চৌধুরী। 
১.১৭. বর্ণনামূলক ভাষার প্রধান আলোচ্য বিষয় হল - চারটি। 
[ ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব , রূপতত্ত্ব , বাক্যতত্ত্ব , শব্দার্থতত্ত্ব। ]
১.১৮. জাতীয়তাবাদ কোন শ্রেণীর রূপমূল ? - জটিল। 



১.১৪. অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি - শ্বেত অভিসারিকা। 
[ অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য চিত্র - অশোকের রাণী , কৃষ্ণলীলা , কচ ও দেবযানী , ভারতমাতা , কাজরী নৃত্য , দেবদাসী - ইত্যাদি। 
টুয়েলভ ইংক স্কেচেস - গগনেন্দ্রনাথ ঠাকুর। 
উন্ডস - সোমনাথ হোর। ] 
১.১৫. ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন - উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 
১.১৬. কুস্তিগির গোবর গুহ - এর প্রকৃত নাম - যতীন্দ্রচরণ গুহ। 
১.১৭. ফোন শব্দটি হল - ক্লিপিংস এর উদাহরণ। ( টেলিফোন > ফোন = সংক্ষেপিত পদ বা ক্লিপিংস ) 
১.১৮. অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় - * 

PAGE : 179 

১.১৪. থমাস এলিয়টের ল্যাটিন - ইংরেজি অভিধান প্রকাশিত হয় - ১৫৩৮ সালে। 
১.১৫. রমা আস্তে কথা বলে। আস্তে কথা কোন জোটের উদাহরণ ? - ক্রিয়া বিশেষণ জোট। 
১.১৬. বিশ্বপরিচয় - বিজ্ঞানমনস্ক বিষয়ক গ্রন্থটির রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর। 
১.১৭. কোনটি সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ তথ্যচিত্র ? The Inner Eye ( বিনোদবিহারী মুখোপাধ্যায় অবলম্বনে নির্মিত  )
১.১৮. নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক - অবনীন্দ্রনাথ ঠাকুর। 

PAGE : 192 

১.১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের অলংকরণ করেছেন - নন্দলাল বসু। 
১.১৫. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হল - পথের পাঁচালি। 
১.১৬. ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স - এর প্রতিষ্ঠাতা - মেঘনাদ সাহা। 
১.১৭. রূপমূল হল - ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। 
১.১৮. ছোটোকাকা > ছোটকা - উদাহরণটি হল - ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। 

PAGE : 209 

১.১৪. সাঁওতাল দম্পতি নামক ভাস্কর্যটির স্রষ্টা হলেন - রামকিঙ্কর বেইজ। 
১.১৫. মৃনাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র - রাতভোর। ( দ্বিতীয় চলচ্চিত্র নীল আকাশের নীচে ) 
১.১৬. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা - প্রফুল্লচন্দ্র রায়। 
১.১৭. Syntax শব্দের অর্থ হল - বাক্যতত্ত্ব। 
১.১৮. তাড়িত ব্যাঞ্জনধ্বনি হল - ড় [ ড় হল তাড়িত অল্পপ্রাণ। ঢ় - হল তাড়িত মহাপ্রাণ। ] 



১.১৪. মধ্যযুগের সন্তগণ - ছবিটি কার হাতে আঁকা ? - বিনোদবিহারী মুখোপাধ্যায়। 
১.১৫. মেঘে ঢাকা তারা - ছায়াছবিটি তৈরী করেন - ঋত্বিক ঘটক। 
১.১৬. বিজ্ঞানের সংকট - গ্রন্থটি লেখেন - সত্যেন্দ্রনাথ বসু। 
১.১৭. র - ধ্বনিটি হল - কম্পিত ধ্বনি। 
১.১৮. VIP কী জাতীয় শব্দ ? - মুন্ডমাল। 

PAGE : 232 

১.১. প্রথম বাঙালি সাঁতারু , যিনি বিখ্যাত হয়েছিলেন - মিহির সেন।   
১.৭. সুরতরঙ্গ হল - বিভাজ্য / অবিভাজ্য ধ্বনি। 
উত্তর : অবিভাজ্য ধ্বনি। 
১.৯. রূপমূল পরিবারের রূপ - এর বিকল্পকে বলা হয় - সহরূপ। 
১.১৫. সাড়ে চুয়াত্তর ছবির পরিচালক - নির্মল দে। 
১.১৮. কে মন্বন্তরের শিল্পীরূপে পরিচিত ? জয়নুল আবেদিন। 

PAGE : 244 

১.১০. অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে - গুয়াশ। 
১.১২. ব্রতচারীর উদ্ভাবক - গুরুসদয় দত্ত। 
১.১৬. একটি তাড়িত ধ্বনি হল -   ড় [ ড় হল তাড়িত অল্পপ্রাণ। ঢ় - হল তাড়িত মহাপ্রাণ। ] 
১.১৭. ক্র্যানবেরি রূপমূল কী জাতীয় রূপমূল ? - পরাধীন রূপমূল। 
১.১৮. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন - ডেভিড হেয়ার। 

PAGE : 262 

১.৯. বিভাজ্য ধ্বনি হল - পূর্ণ ধ্বনি / খন্ড ধ্বনি / স্বর ধ্বনি / ব্যাঞ্জন ধ্বনি। 
উত্তর : খন্ড ধ্বনি। 
১.১০. লাঙ , পারোল - নামকরণগুলি করেছিলেন - ফেদিনা দ্য সোস্যুর। 
১.১৫. ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন - প্রশান্তচন্দ্র মহলানবিশ ( ১৯৩১ ) 
১.১৬. ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে - ১৮৭২ ( ক্যালকাটা এফ সি ) 
১.১৮. The Inner Eye - তথ্যচিত্রটি কার তৈরী ? সত্যজিৎ রায়। ( বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরী হয়। ) 



১.৫. আলতা শব্দটির ধ্বনিমূল ' ল ' এর সহধ্বনি হল - দন্ত্য - ল। 
১.৬. আগন্তুক সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেন - উৎপল দত্ত ( এটি সত্যজিৎ রায়ের শেষ সিনেমা ) 
১.১১. শ্বেত অভিসারিকা - ছবিটির শিল্পী হলেন - অবনীন্দ্রনাথ ঠাকুর। 
১.১২. ' ফ ' ধ্বনি মুখ গহ্বরের যেখান থেকে উচ্চারিত হয় - ওষ্ঠ। 
১.১৬. ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে - ১৮৭২ ( ক্যালকাটা এফ সি ) 

PAGE : 283 

১.১৪. নব্য ভারতীয় চিত্ররীতির জনক - অবনীন্দ্রনাথ ঠাকুর। 
১.১৫. ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র - মেঘে ঢাকা তারা। 
১.১৬. বাঙালি সার্কাসের প্রাণপুরুষ - প্রিয়নাথ বসু। 
১.১৭. ল - ধ্বনিটি হল - পার্শ্বিক ধ্বনি। 
১.১৮. VIP কী জাতীয় শব্দ ? মুন্ডমাল শব্দ। 

PAGE : 296 

১.১৩. কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন - বিপিন বিহারী দাস ( তাঁর তৈরী গাড়ির নাম স্বদেশী ) 
১.১৪. জাদুবিদ্যা নামক গ্রন্থটির রচয়িতা হলেন - গণপতি চক্রবর্তী। 
১.১৫. ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন - প্রশান্তচন্দ্র মহলানবিশ ( ১৯৩১ )    
১.১৭. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন - স্যার উইলিয়াম জোনস। 
১.১৮. ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি হল - জোড়কলম রূপমূল। 

PAGE : 314 

১.১০. বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রমটি হল - কর্তা - কর্ম - ক্রিয়া ( SOV ) 
১.১১. ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয় - ১৯২০ সালে। 
১.১৬. জুবিলি আর্ট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছিলেন - রণদাপ্রসাদ গুপ্ত। 
১.১৭. একা বা একাধিক ধ্বনিমূলের সাহায্যে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হল - রূপম। 
১.১৮. ঋত্বিক ঘটকের শেষ ছবি - যুক্তি তক্কো আর গপ্পো। 

PAGE : 326 

১.১২. চলমান গান্ধীজি ছবিটি এঁকেছেন - নন্দলাল বসু। 
১.১৩. প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম - হিন্দু কলেজ। 
১.১৪. প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন - তিনি হলেন - রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। 
১.১৫. রূপমূল হল - ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। 
১.১৬. একই পদ পাশাপাশি দু'বার বসার প্রক্রিয়াকে বলে - পদদ্বৈত। 

PAGE : 341 

১.১৪. প্রথম বাংলা মুদ্রণ হরফ খোদাই করেন - পঞ্চানন কর্মকার। 
১.১৫. ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন - প্রশান্তচন্দ্র মহলানবিশ ( ১৯৩১ ) 
১.১৬. মেঘে ঢাকা তারা - ছায়াছবিটি তৈরী করেছেন - ঋত্বিক ঘটক। 
১.১৭. বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেন - লিওনার্দ ব্লুমফিল্ড। 
১.১৮. মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা - ৭ টি। ( এই প্রশ্নের উত্তরটি নতুন বই থেকে করো। আমার বইয়ে ৭ টি দেওয়া আছে। কিন্তু নতুন বইয়ে হয়তো ৮ টি দেওয়া আছে। পৃষ্ঠা ১১৫ দেখে নাও। ) 

PAGE : 352 

১.১৪. বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা - বিনোদবিহারী মুখোপাধ্যায়। 
১.১৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স - এর প্রতিষ্ঠাতা - মহেন্দ্রলাল সরকার। 
১.১৬. বাঙালির প্রথম সার্কাসের নাম - ন্যাশনাল সার্কাস ( নবগোপাল মিত্র ) 
১.১৭. প্রত্যয় কোন জাতীয় রূপমূল ? * 
১.১৮. ল্যাড ( LAD ) ধারণার জনক হলেন - চমস্কি। 

PAGE : 365 

১.৮. প্রথম ভারতীয় সবাক ছবি - আলম আরা। 
১.১১. বেঙ্গল কেমিক্যালস - এর প্রতিষ্ঠাতা - প্রফুল্লচন্দ্র রায়। 
১.১৩. অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি - শ্বেত অভিসারিকা। 
১.১৬. তিন ব্যাঞ্জনের তৈরী যুক্তধ্বনির সংখ্যা - দুটি ( স্ত্র , স্পৃ ) 
১.১৭. হ - ধ্বনিটি হল - উষ্ণ ও কণ্ঠনালীয়। 

PAGE : 377 

১.১৪. তপন সিংহ দীর্ঘ চলচ্চিত্র জীবনে ক'টি জাতীয় পুরস্কার লাভ করেন ? ১৪ টি। 
১.১৫. বাবু - ছবিটি এঁকেছিলেন - পরিতোষ সেন। ( অন্যান্য ছবি - তরমুজ রসিক , বড়ে গোলাম আলী ) 
১.১৬. মেডিক্যাল কলেজে কে প্রথম শব ব্যাবচ্ছেদ করেন ? মধুসূদন গুপ্ত। 
১.১৭. কোনটি মিশ্র রূপমূল ? দান / মা / আম / পদ্মলোচন। 
উত্তর - পদ্মলোচন।
১.১৮.  বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেন - লিওনার্দ ব্লুমফিল্ড। 

PAGE : 389 

১.১৪. কে মন্বন্তরের শিল্পীরূপে পরিচিত ? জয়নুল আবেদিন। 
১.১৫. নৃত্যশিল্পী উদয়শঙ্করের পরিচালনায় একটি উল্লেখযোগ্য সিনেমা - কল্পনা। 
১.১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থে অপার বিজ্ঞানমনস্কতার পরিচয় দিয়েছেন ? বিশ্বপরিচয়।১.১৭. আদর্শ অভিধানে স্তর থাকে - তিনটি। ( শব্দের গঠনগত স্তর , অন্বয়গত স্তর , বাগার্থগত স্তর ) 
১.১৮. বাংলায় অর্ধ - স্বরধ্বনি আছে - ৪ টি। ( চারটি ) 

PAGE : 398 

১.১৪. রবীন্দ্রনাথের ছবি আঁকার নমুনা যেভাবে পাওয়া যায় - পাণ্ডুলিপির কাটাকুটি থেকে। 
১.১৫. ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুর তারিখ হল - ১ জুলাই। ( ১৮৮২ - ১৯৬১ ; তিনি মৃত্যুর ১ বছর আগে ১৯৬১ সালে ভারতরত্ন লাভ করেন। ) 
১.১৬. বাংলার সর্বপ্রথম নির্বাক চিত্র - বিল্বমঙ্গল ( সবাক - জামাইষষ্ঠী ) 
১.১৭. ড় - ধ্বনি = তাড়িত অল্পপ্রাণ। 
১.১৮. ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হল - রূপ।  

H.S. ABTA 2022 বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস :- 
সমস্ত MCQ এর উত্তর :- 



You May Also Like

0 comments