H.S. HISTORY 5th Chapter MCQ & SAQ ; উচ্চমাধ্যমিক ইতিহাস : MCQ & SAQ

by - July 19, 2022

H.S. HISTORY 5th Chapter MCQ & SAQ 

উচ্চমাধ্যমিক ইতিহাস : পঞ্চম অধ্যায়। 

উচ্চমাধ্যমিক ইতিহাস : পঞ্চম অধ্যায় : গুরুত্বপূর্ণ MCQ & SAQ 

দ্বাদশ শ্রেণী ইতিহাস : পঞ্চম অধ্যায় MCQ & SAQ 

Class xii History 5th Chapter MCQ & SAQ 




উচ্চমাধ্যমিক ইতিহাস : পঞ্চম অধ্যায় : গুরুত্বপূর্ণ MCQ & SAQ 


উচ্চমাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটি পাঠ্য বই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। এছাড়াও প্রতিটি টেস্ট পেপারস - এ প্রদত্ত প্রশ্নগুলিও সংযোজিত হয়েছে। যেসকল প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে , সেগুলি ছাড়াও কোনো নতুন প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে।   

ভারত শাসন আইন :- 

 
১. ভারতের প্রথম ভাইসরয় কে ? লর্ড ডালহৌসি / লর্ড ক্যানিং / লর্ড ওয়েলেসলি / লর্ড বেন্টিঙ্ক। 
উত্তর : লর্ড ক্যানিং। 

২. কোন আইন অনুযায়ী ' ভাইসরয় ' পদ তৈরী হয় ? মহারানীর ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৮৫৮ / ভারত শাসন আইন ১৯৩৫ / ভারত শাসন আইন ১৯১৯ । 
উত্তর : ভারত শাসন আইন ১৮৫৮ ।  

৩. কোন পদটিকে পরিবর্তন করে ভাইসরয় পদ তৈরী করা হয় ? ভারত সচিব / গভর্নর / গভর্নর জেনারেল / ব্রিটিশ সম্রাট। 
উত্তর : গভর্নর জেনারেল। 

৪. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন ? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় / সত্যেন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ / দ্বারকানাথ ঠাকুর। 
উত্তর : সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। 

৫. ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড ক্যানিং / লর্ড মর্লে / লৰ্ড মিন্টো / লর্ড ওয়াভেল। 
উত্তর : লর্ড মিন্টো। 

৬. ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু ছিলেন - ভারত সচিব / গভর্নর জেনারেল / গভর্নর / ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। 
উত্তর : ভারত সচিব। 

৭. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর : ১৯৩৫ এর ভারত শাসন আইন। 

৮. কোন আইনের মাধ্যমে চেম্বার অব প্রিন্সেস গঠন করা হয় ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর :  মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯  । 

৯. কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর : ভারত শাসন আইন ১৮৫৮ । 

১০. কোন আইনকে কাউন্সিল আইন (Council Act) বলা হয় ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর :  মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ । 

১১. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কারকে কে ' দাসত্বের পরিকল্পনা ' বলে অভিহিত করেন ? মহাত্মা গান্ধী / রবীন্দ্রনাথ ঠাকুর / অ্যানি বেসান্ত / উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 
উত্তর : অ্যানি বেসান্ত। 

১২. কোন আইন অনুসারে ভারত থেকে ব্রহ্মদেশকে পৃথক করা হয় ?  মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর : ১৯৩৫ এর ভারত শাসন আইন। 

১৩. মর্লে - মিন্টো শাসন সংস্কার আইন কবে প্রবর্তিত হয় ? ১৯০৯ খ্রিস্টাব্দে / ১৯১৯ খ্রিস্টাব্দে / ১৯৩৫ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৯ খ্রিস্টাব্দে। 

১৪. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার আইন কবে প্রবর্তিত হয় ? ১৯০৯ খ্রিস্টাব্দে / ১৯১৯ খ্রিস্টাব্দে / ১৯৩৫ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে।  

১৫. সর্বপ্রথম ভারত শাসন আইন কবে প্রণীত হয় ? ১৮৫৭ খ্রিস্টাব্দে / ১৮৫৮ খ্রিস্টাব্দে / ১৮৩৫ খ্রিস্টাব্দে / ১৭৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে। 

১৬. কে ভারত শাসন আইনগুলির মাধ্যমে ভারতীয়দের অধিকার প্রদানের বিষয়টিকে 'ধাপ্পাবাজি ' বলে অভিহিত করেছেন ? ডক্টর সুমিত সরকার / ইরফান হাবিব / বিপানচন্দ্র / সতীশচন্দ্র। 
উত্তর : বিপানচন্দ্র। 

১৭. লর্ড মর্লে কে ছিলেন ? ভারত সচিব / ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী / গভর্নর জেনারেল / ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি। 
উত্তর : ভারত সচিব। 

১৮. লর্ড মিন্টো কে ছিলেন ?   বড়লাট বা ভাইসরয় / ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী / ভারত সচিব  / ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি। 
উত্তর : বড়লাট বা ভাইসরয়। 

১৯. কে লর্ড সিন্হা নামে পরিচিত ছিলেন ? দীপেন্দ্র সিনহা / কিশোরী সিন্হা / রামলাল সিন্হা / সত্যেন্দ্রপ্রসন্ন সিন্হা। 
উত্তর : সত্যেন্দ্রপ্রসন্ন সিন্হা। 

২০. মর্লে - মিন্টো শাসন সংস্কার অনুসারে বাংলার কার্যনির্বাহক পরিষদে কাকে নিয়োগ করা হয় ? সত্যেন্দ্রপ্রসন্ন সিন্হা / রাজা কিশোরীলাল গোস্বামী / প্যারীচাঁদ ঠাকুর / দেবেন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : রাজা কিশোরীলাল গোস্বামী। 

২১. কে  মর্লে - মিন্টো শাসন সংস্কারকে ' পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ ' বলে অভিহিত করেছেন ? মহাত্মা গান্ধী / পার্সিভ্যাল স্পিয়ার / যদুনাথ সরকার / ভিনসেন্ট স্মিথ। 
উত্তর : পার্সিভ্যাল স্পিয়ার। 

২২. লখ্নৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ১৯০৭ খ্রিস্টাব্দে / ১৯১৫ খ্রিস্টাব্দে / ১৯১৬ খ্রিস্টাব্দে / ১৯২১ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে। 

২৩. কাদের মধ্যে লখ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয় ? নরমপন্থী ও চরম্পন্থীদের মধ্যে / কংগ্রেস ও ব্রিটিশ সরকারের মধ্যে / গান্ধী ও মুসলিম লীগের মধ্যে / কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 
উত্তর : কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 

২৪. হোমরুল আন্দোলনের জনক কে ? গান্ধী ও নেহেরু / চিত্তরঞ্জন দাস / চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু / তিলক ও শ্রীমতি ব্যাসান্ত। 
উত্তর : তিলক ও শ্রীমতি ব্যাসান্ত। 

২৫. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম হয় - পার্লামেন্ট / কেন্দ্রীয় আইনসভা / রাষ্ট্রীয় পরিষদ / লোকসভা। 
উত্তর : রাষ্ট্রীয় পরিষদ। 

২৬. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম হয় - পার্লামেন্ট / কেন্দ্রীয় আইনসভা / রাষ্ট্রীয় পরিষদ / লোকসভা। 
উত্তর : কেন্দ্রীয় আইনসভা।  

২৭. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে প্রদেশের ক্ষেত্রে - এককক্ষবিশিষ্ট / দ্বি কক্ষ বিশিষ্ট / বহু কক্ষ বিশিষ্ট - আইনসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 
উত্তর : এক কক্ষ বিশিষ্ট। 

২৮. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার আইনকে কারা ' তুচ্ছ , বিরক্তিকর ও নৈরাশ্যজনক ' বলে অভিহিত করেন ? কমিউনিস্ট পার্টি / জাতীয় কংগ্রেস / মুসলিম লীগ / স্বরাজ্য দল। 
উত্তর : জাতীয় কংগ্রেস ( বোম্বাই অধিবেশনে ) । 

২৯. পুণা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ১৯৩২ খ্রিস্টাব্দে / ১৯১৬ খ্রিস্টাব্দে / ১৯২৪ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৩২ খ্রিস্টাব্দে।        



১. রাওলাট কমিশনের অপর নাম - সিডিশন কমিশন / ইন্ডিয়ান কমিশন / সাইমন কমিশন / ইন্ডিয়ান কনস্টিটিউশন কমিশন। 
উত্তর : সিডিশন কমিশন। 

২. '' উকিল নেহি , দলিল নেহি , আপিল নেহি '' - রাওলাট আইন সম্পর্কে এই উক্তি কে করেছিলেন ? জওহরলাল নেহেরু / মতিলাল নেহেরু / মহাত্মা গান্ধী / সরোজিনী নাইডু। 
উত্তর : মহাত্মা গান্ধী। 

৩. কত খ্রিস্টাব্দে রাওলাট আইন গৃহীত হয় ? ১৯০৯ খ্রিস্টাব্দে / ১৯১৯ খ্রিস্টাব্দে / ১৯৩৫ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে। 

৪. রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কবে সারা দেশে ধর্মঘটের ডাক দেন ? ১৯১৯ এর ৬ ই এপ্রিল / ১৯১৯ এর ৬ ই মার্চ / ১৯১৯ এর ১৬ ই এপ্রিল / ১৯১৯ এর ১৬ ই মার্চ। 
উত্তর : ১৯১৯ এর ৬ ই এপ্রিল। 

৫. রাওলাট সত্যাগ্রহ চলাকালীন কবে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় ? ১৯১৯ এর ১০ ই মার্চ / ১৯১৯ এর ১০ ই এপ্রিল / ১৯১৯ এর ২ এপ্রিল / ১৯১৯ এর ১৬ ই অক্টোবর। 
উত্তর : ১৯১৯ এর ১০ ই এপ্রিল। 

৬. গান্ধীজি কবে রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করে নেন ? জুন ১৯১৯ খ্রিস্টাব্দ / জুলাই ১৯১৯ খ্রিস্টাব্দ / আগস্ট ১৯১৯ খ্রিস্টাব্দ / মার্চ ১৯১৯ খ্রিস্টাব্দ। 
উত্তর : জুলাই ১৯১৯ খ্রিস্টাব্দে।     

৭. রাওলাট আইনের বিরোধিতা করায় কাকে অমৃতসর থেকে গ্রেপ্তার করা হয় ? মহাত্মা গান্ধী / সইফুদ্দিন কিচলু / এস এ ডাঙ্গে / বাল গঙ্গাধর তিলক। 
উত্তর : সইফুদ্দিন কিচলু। 

৮. স্যার সিডনি রাওলাট কে ছিলেন ? ভারত সচিব / ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি / ইংল্যান্ডের বিচারপতি / ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 
উত্তর : ইংল্যান্ডের বিচারপতি। 

৯. কোন পত্রিকা রাওলাট আইনকে ' এক ভয়াবহ ভ্রান্তি ' বলে উল্লেখ করেছেন ? আনন্দবাজার পত্রিকা / অমৃতবাজার পত্রিকা / হিন্দুস্থান টাইমস / স্বরাজ পত্রিকা। 
উত্তর : অমৃতবাজার পত্রিকা। 

১০.  সত্যাগ্রহ সভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯১৯ এর ৬ ই এপ্রিল / ১৯১৯ এর ১৯ এপ্রিল / ১৯১৯ কে ২৪ ফেব্রুয়ারি / ১৯১৯ এর ২০ এপ্রিল। 
উত্তর :১৯১৯ এর ২৪ এপ্রিল। 

১১. সত্যাগ্রহ সভার সভাপতি কে ছিলেন ? মহাত্মা গান্ধী / সাইফুদ্দিন কিচলু / বাল গঙ্গাধর তিলক / লালা লাজপত রায়। 
উত্তর : মহাত্মা গান্ধী।    

১২. সত্যাগ্রহ সভা কেন প্রতিষ্ঠিত হয় ? রাওলাট আইনের প্রতিবাদে / জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে / মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদে / ভারত শাসন আইনের প্রতিবাদে।
উত্তর : রাওলাট আইনের প্রতিবাদে।  

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড :-  


১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংঘঠিত হয় ? ১৯১৯ এর ১৯ এপ্রিল / ১৯১৯ এর ১৩ ই মার্চ / ১৯১৯ এর ১৩ ই এপ্রিল / ১৯১৯ এর ২০ এপ্রিল। 
উত্তর : ১৯১৯ এর ১৩ ই এপ্রিল। 

২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের তদন্তের জন্য কোন কমিটি গঠিত হয় ? সিডিশন কমিটি / হান্টার কমিটি / রাওলাট কমিটি / মন্টেগু - চেমসফোর্ড কমিটি। 
উত্তর : হান্টার কমিটি। 

৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে কাইজার - ই - হিন্দ উপাধি ত্যাগ করেন ? সুভাষচন্দ্র বসু / মহাত্মা গান্ধী / রবীন্দ্রনাথ ঠাকুর / মহম্মদ আলি জিন্না। 
উত্তর : মহাত্মা গান্ধী। 

৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে নাইটহুড উপাধি ত্যাগ করেন ? সুভাষচন্দ্র বসু / মহাত্মা গান্ধী / রবীন্দ্রনাথ ঠাকুর / মহম্মদ আলি জিন্না। 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫. অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কে গুলি চালনার নির্দেশ প্রদান করেছিলেন ? জেনারেল ও 'ডায়ার / চেমসফোর্ড / উইলিয়াম হান্টার / কিংসফোর্ড। 
উত্তর : জেনারেল ও ' ডায়ার। 

৬. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় পাঞ্জাবের সামরিক প্রশাসক কে ছিলেন ?   জেনারেল ও 'ডায়ার / চেমসফোর্ড / উইলিয়াম হান্টার / কিংসফোর্ড। 
উত্তর : জেনারেল ও ' ডায়ার। 

৭. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডকে কে কসাইখানার গণহত্যার সঙ্গে তুলনা করেন ? জোসেফ ব্রামলি / চক্রবর্তী রাজা গোপালাচারী / মুসা স্টোন / সি এফ অ্যান্ড্রুজ। 
উত্তর :  সি এফ অ্যান্ড্রুজ। 

৮. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডে কতজন নিহত হন ? ১০০০ এর বেশি / ১২০০ এর বেশি / ৩৭৯ জন / ৩৯৭ জন। 
উত্তর : ৩৭৯ জন। 

৯. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড প্রসঙ্গে কে বলেছিলেন - '' এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব ,একে অবশ্যই ধ্বংস করতে হবে। '' ? রবীন্দ্রনাথ ঠাকুর / মহাত্মা গান্ধী / বাল গঙ্গাধর তিলক / অরবিন্দ ঘোষ। 
উত্তর : মহাত্মা গান্ধী। 

১০. কোন পত্রিকায় গান্ধীজি বলেছিলেন -  '' এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব ,একে অবশ্যই ধ্বংস করতে হবে। '' ? ইন্ডিয়া টুডে / হরিজন / ইয়ং ইন্ডিয়া / টাইমস। 
উত্তর : ইয়ং ইন্ডিয়া। 

১১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ? উইনস্টন চার্চিল / রুজভেল্ট / ম্যাকডোনাল্ড / জর্জ ওয়াসিংটন। 
উত্তর : উইনস্টন চার্চিল।  

মিরাট ষড়যন্ত্র মামলা :- 

১. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? AITUC / CITU / মাদ্রাজ লেবার ইউনিয়ন / ভারতের কমিউনিস্ট পার্টি। 
উত্তর : মাদ্রাজ লেবার ইউনিয়ন। 

২. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC কবে স্থাপিত হয় ? ১৯২০ / ১৯২৫ / ১৯১৯ / ১৯৩২ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দে। 

৩. কোন রাজনৈতিক দলকে দ্বিজ বলা হয় ? জাতীয় কংগ্রেস / কমিউনিস্ট পার্টি / সমাজবাদী পার্টি / স্বরাজ্য দল। 
উত্তর : কমিউনিস্ট পার্টি। 

৪. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ / ১৯২৫ / ১৯২১ / ১৯২৩ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দে। 

৫. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় স্থাপিত হয় ? রাশিয়ার তাসখন্দ / রেঙ্গুন / সিঙ্গাপুর / মায়ানমার। 
উত্তর : রাশিয়ার তাসখন্দ। 

৬. ভারতে কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ এর ২৬ ডিসেম্বর / ১৯২৩ এর ২৬ ডিসেম্বর / ১৯১৬ এর ২৬ ডিসেম্বর / ১৯২৫ এর ২৬ ডিসেম্বর। 
উত্তর : ১৯২৫ এর ২৬ ডিসেম্বর। 

৭. ভারতের কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্টিত হয় ? নাগপুর / কানপুর / কলকাতা / বোম্বাই। 
উত্তর : কানপুর। 

৮. কমিউনিস্ট পার্টির আদর্শ ছিল - পুঁজিবাদ / সাম্রাজ্যবাদ / সাম্যবাদ / সাম্যবাদ ও সমাজবাদ। 
উত্তর : সাম্যবাদ ও সমাজবাদ। 

৯. মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয় ? ১৯৩৩ / ১৯৩১ / ১৯২৯ / ১৯২৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে। 

১০. শ্রমিক অসন্তোষ ও ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে সরকার কোন কমিশন নিয়োগ করে ? সিডিশন কমিশন / রাওলাট কমিশন / ট্রেড ইউনিয়ন কমিশন / হুইটলি কমিশন। 
উত্তর : হুইটলি কমিশন। 

১১. বড়লাট আরউইন কোন দুটি শ্রমিক স্বার্থ বিরোধী আইন প্রবর্তন করেন ? শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল / কারখানা আইন ও শ্রমিক সুরক্ষা আইন / ধর্মঘট বিরোধী আইন ও কারখানা আইন। 
উত্তর :  শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল। 

১২. কোন আইনের দ্বারা শ্রমিকদের ধর্মঘট বেআইনি বলে ঘোষিত হয় ? জননিরাপত্তা বিল / কারখানা আইন / ধর্মঘট বিরোধী আইন / শিল্পবিরোধ বিল। 
উত্তর : শিল্পবিরোধ বিল। 

১৩. মিরাট ষড়যন্ত্র মামলায় মোট কতজনকে অভিযুক্ত করা হয় ? ২৯ জন / ৩৩ জন / ৩২ জন / ৩৯ জন। 
উত্তর : ৩৩ জন। 

১৪. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কজন ব্রিটিশ নাগরিক ছিলেন ? ৩ জন / ৩৩ জন / ৩০ জন / ২৯ জন। 
উত্তর : ৩ জন। 

১৫. এঁদের মধ্যে কোন ব্রিটিশ নাগরিক মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না ? এডওয়ার্ড রাইট / ফিলিপ স্প্র্যাট / বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি / লেস্টার হাচিনসন। 
উত্তর : এডওয়ার্ড রাইট। 

১৬. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতাদের পক্ষে সওয়াল করেন - চিত্তরঞ্জন দাস / এস আইয়ার / ডি বি যোশি / জওহরলাল নেহেরু ও এম সি চাগলার। 
উত্তর : জওহরলাল নেহেরু ও এম সি চাগলার।   

১৭. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতাদের গান্ধীজি সমর্থন করেছিলেন / করেন নি। 
উত্তর : সমর্থন করেছিলেন। 

১৮. মিরাট ষড়যন্ত্র মামলায় কোন দলকে সরকার নিষিদ্ধ বলে ঘোষণা করে ? জাতীয় কংগ্রেস / কমিউনিস্ট পার্টি / নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস / স্বরাজ্য দল। 
উত্তর : কমিউনিস্ট পার্টি। 

১৯. Socialist পত্রিকার সম্পাদক ছিলেন - কাজী নজরুল ইসলাম / মুজাফ্ফর আহমেদ / পি সি যোশি / এস এ ডাঙ্গে। 
উত্তর : এস এ ডাঙ্গে। 

২০. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কবে স্থাপিত হয় ? ১৯১৮ / ১৯১৯ / ১৯২১ / ১৯২০ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৮ খ্রিস্টাব্দে। 

২১. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন ? মহাত্মা গান্ধী / বালগঙ্গাধর তিলক / মুজাফ্ফর আহমেদ / বি পি ওয়াদিয়া ও ভি কে মুদালিয়ার। 
উত্তর : বি পি ওয়াদিয়া ও ভি কে মুদালিয়ার। 

২২. কবে ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টি ও তার সকল শাখা সংগঠনকে নিষিদ্ধ করে ? ১৯২৯ / ১৯৩২ / ১৯৩৩ / ১৯৩৪ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

২৩. AITUC - র প্রথম সভাপতি কে ছিলেন ?  বাল গঙ্গাধর তিলক / লালা লাজপৎ রায় / দেওয়ান চমন লাল / বিপিন চন্দ্র পাল। 
উত্তর : বাল গঙ্গাধর তিলক। 

২৪. AITUC - র প্রথম সম্পাদক কে ছিলেন ?  বাল গঙ্গাধর তিলক / লালা লাজপৎ রায় / দেওয়ান চমন লাল / বিপিন চন্দ্র পাল। 
উত্তর : দেওয়ান চমনলাল। 

২৫. কবে ব্রিটিশ সরকার হুইটলি কমিশন নিয়োগ করে ? ১৯২৯ / ১৯৩০ / ১৯৩২ / ১৯৩৪ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে।   


বিভাজন ও শাসন নীতি এবং সাম্প্রদায়িকতার প্রসার  :- 

১. ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন কে ? ওয়ারেন হেস্টিংস / জন লরেন্স / ডালহৌসি / কর্নওয়ালিস। 
উত্তর : জন লরেন্স। 

২. কোথায় সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করা হয় ? বাংলার সেনাবাহিনীতে / পাঞ্জাবের সেনাবাহিনীতে / বঙ্গভঙ্গের সময়কালে / দেশবিভাগের সময়কালে। 
উত্তর : পাঞ্জাবের সেনাবাহিনীতে। 

৩. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন ? লর্ড কার্জন / বি আর আম্বেদকর / স্যার সৈয়দ আহমেদ / থিওডোর বেক। 
উত্তর : স্যার সৈয়দ আহমেদ। 

৪. কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় ? ১৯৭৫ / ১৮৭৫ / ১৯৮৫ / ১৮৮৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৭৫ খ্রিস্টাব্দে। 

৫. অনগ্রসর শ্রেণির অধিকারের আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? বি আর আম্বেদকর / গান্ধীজি / সর্দার বল্লভ ভাই প্যাটেল / মোতিলাল নেহেরু। 
উত্তর : বি আর আম্বেদকর। 

৬. কোন আইন অনুসারে ভারতে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি চালু হয় ? পিটের ভারত শাসন আইন / মহারানীর ঘোষণাপত্র / লর্ড ক্রসের আইন / মর্লে - মিন্টো শাসন সংস্কার। 
উত্তর : লর্ড ক্রসের আইন ১৮৯২। 

৭. কে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন ? লর্ড কার্জন / লর্ড ডালহৌসি / উইনস্টন চার্চিল / জেনারেল ডায়ার। 
উত্তর : লর্ড কার্জন। 

৮. কোন দিন বঙ্গভঙ্গের দিন স্থির করা হয় ? ১৯০৫ এর ১৬ ই অক্টোবর / ১৯১৯ এর ১৩ ই এপ্রিল / ১৯০৫ এর ২১ শে মার্চ / ১৯২১ এর ৬ ই অক্টোবর। 
উত্তর : ১৯০৫ এর ১৬ ই অক্টোবর। 

৯. কার নেতৃত্বে সিমলা ডেপুটেশন সংগঠিত হয় ? চৌধুরী রহমত আলি / নবাব সেলিমউল্লাহ / সৈয়দ আহমেদ / আগা খাঁ। 
উত্তর : আগা খাঁ। 

১০. কোন দিন সিমলা ডেপুটেশন অনুষ্ঠিত হয় ? ১ অক্টোবর ১৯০৫ / ১ অক্টোবর ১৯০৬ / ১ অক্টোবর ১৯১৬ / ১ নভেম্বর ১৯০৬। 
উত্তর : ১ অক্টোবর ১৯০৬ খ্রিস্টাব্দ। 

১১. সিমলা ডেপুটেশন সংগঠিত হয় কোন বড়লাটের নিকট ? লর্ড মিন্টো / লর্ড মর্লে / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ওয়েলেসলি। 
উত্তর : লর্ড মিন্টো। 

১২. সিমলা ডেপুটেশনে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা - ২৫ জন / ৩৫ জন / ৩০ জন / ৪০ জন। 
উত্তর : ৩৫ জন। 

১৩. সিমলা দৌত্যের প্রতিনিধিদলের প্রস্তাবগুলি কোন আইনের মাধ্যমে কার্যকর করা হয় ? মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার / মহারানীর ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৯৩৫ / মর্লে - মিন্টো শাসন সংস্কার। 
উত্তর : মর্লে - মিন্টো শাসন সংস্কার। 

১৪. গো - রক্ষা সমিতি কে প্রতিষ্ঠা করেন ? স্বামী দয়ানন্দ সরস্বতী / তিলক / বিপিন চন্দ্র পাল / অরবিন্দ ঘোষ। 
উত্তর : বাল গঙ্গাধর তিলক। 

১৫. মহারাষ্ট্রে শিবাজী উৎসব ও গণপতি উৎসব কে প্রচলন করেন ? স্বামী দয়ানন্দ সরস্বতী / তিলক / বিপিন চন্দ্র পাল / অরবিন্দ ঘোষ। 
উত্তর : বাল গঙ্গাধর তিলক। 

১৬. কে ঘোষণা করেছিলেন - '' আমি প্রথমে হিন্দু , তারপর ভারতীয়। '' - বাল গঙ্গাধর তিলক / স্বামী দয়ানন্দ সরস্বতী / কেশব মেনন / লালচাঁদ। 
উত্তর : লালচাঁদ ( হিন্দু মহাসভার নেতা ) ।  

১৭. সারা ভারত মুসলিম লিগ কবে স্থাপিত হয় ? ১৯০৫ / ১৯০৬ / ১৯১১ / ১৯১৯ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৬ এর ৩০ ডিসেম্বরে। 

১৮. মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়েছিল কার নেতৃত্বে ? আগা খাঁ / ঢাকার নবাব সেলিমউল্লাহ / স্যার সৈয়দ আহমেদ / রেজা খাঁ। 
উত্তর : ঢাকার নবাব সেলিমউল্লাহ। 

১৯. মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন ?  আগা খাঁ / ঢাকার নবাব সেলিমউল্লাহ / স্যার সৈয়দ আহমেদ / রেজা খাঁ। 
উত্তর : আগা খাঁ। 

২০. কোন আইনের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় ?  মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার / মহারানীর ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৯৩৫ / মর্লে - মিন্টো শাসন সংস্কার। 
উত্তর : মর্লে - মিন্টো শাসন সংস্কার। ( ১৯০৯ )    


You May Also Like

0 comments