Secondary Education Commission, MCQ & SAQ ; মাধ্যমিক শিক্ষা কমিশন MCQ SAQ
Secondary Education Commission, MCQ & SAQ
মুদালিয়র কমিশন MCQ SAQ
মাধ্যমিক শিক্ষা কমিশন MCQ SAQ
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান : মুদালিয়র কমিশন
মুদালিয়র কমিশন : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হল। প্রায় প্রতিটি পাঠ্যবই ও টেস্ট পেপার থেকে সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও নতুন প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে।
১. 1952-53 সালের শিক্ষা কমিশনের নাম কী ?
উত্তর : মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন।
২. 1952-53 সালের শিক্ষা কমিশনের সভাপতি কে ?
উত্তর : লক্ষণ স্বামী মুদালিয়র।
৩. SABE এর পুরো নামটি লেখো।
উত্তর : State Advisory Board of Education
৪. মুদালিয়র কমিশনের রিপোর্টে 8 / 10 / 12 / 16 - টি অধ্যায় আছে।
উত্তর : 16 টি অধ্যায়।
৫. মুদালিয়র কমিশনের মতে প্রত্যেক পিরিয়ডের সময়সীমা - 30 / 40 / 45 / 55 - মিনিট।
উত্তর : 45 মিনিট।
৬. মুদালিয়র কমিশনের অপর নাম কী ?
উত্তর : সেকেন্ডারি এডুকেশন কমিশন।
৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল ?
উত্তর : সেকেন্ডারি এডুকেশন কমিশন।
৮. মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তর : 23 শে সেপ্টেম্বর 1952
৯. মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা কত ?
উত্তর : মোট সদস্য 9 ; বিদেশি সদস্য 2 জন - অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিনেথ রাস্ট উইলিয়াম।
১০. মুদালিয়র কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করে ?
উত্তর : 1953 সালে।
১১. মুদালিয়র কমিশনে 2 / 5 / 7 / 9 - জন ভারতীয় সদস্য ছিলেন।
উত্তর : 7 জন।
১২. মুদালিয়র কমিশনের একজন বিদেশী সদস্য - র নাম লেখো।
উত্তর : বিদেশি সদস্য 2 জন - অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিনেথ রাস্ট উইলিয়াম।
১৩. মুদালিয়র কমিশনের সম্পাদকের নাম কী ?
উত্তর : শ্রী অনাথ বসু।
১৪. মুদালিয়র কমিশনের মতে , মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্রসংখ্যা হবে - 500 / 600 / 750 / 900 জন।
উত্তর : 750
১৫. মুদালিয়র কমিশনের মতে , মাধ্যমিক বিদ্যালয়গুলির যে কোনো শ্রেণীর সর্বোচ্চ ছাত্রসংখ্যা হবে - 30 / 40 / 50 / 60 - জন।
উত্তর : 40 জন।
১৬. CABE র পুরো নাম লেখো।
উত্তর : Central Advisory Board of Education
১৭. মুদালিয়র কমিশনের মতে , পাঠ্যপুস্তক কমিটিতে - 2 / 3 / 4 / 5 - জন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে।
উত্তর : 2 জন।
১৮. পাঠ্যপুস্তক কমিটিতে - 1 / 2 / 3/ 4 - জন UPSC র সভ্যকে অন্তর্ভুক্ত করতে হবে।
উত্তর : 1 জন।
১৯. কমিশনের মতে , বুনিয়াদি শিক্ষাস্তর হবে - 2 / 3 / 4 / 5 - বছরের।
উত্তর : 3 বছরের।
২০. কারিগরি শিক্ষার খরচ চালাতে মুদালিয়র কমিশন - শিল্পশিক্ষা / সাধারণ শিক্ষা / ভূমিশিক্ষা / ভূমি রাজস্ব - কর ধার্যের সুপারিশ করেন।
উত্তর : শিল্পশিক্ষা।
২১. কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ 1948 সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করে। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
২২. মুদালিয়র কমিশনের রিপোর্টের পৃষ্ঠাসংখ্যা কত ছিল ?
উত্তর : 311 টি।
২৩. AICTE র পুরো নামটি লেখো।
উত্তর : All India Council for Technical Education । (1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে।)
২৪. বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School কাকে বলে ?
উত্তর : মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরণের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।
২৫. পাঠক্রমের সপ্তপ্রবাহ বলতে কী বোঝো ?
উত্তর : মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ।
উত্তর : Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র ( সুপারিশ করেন মুদালিয়ার কমিশন )
[ এছাড়া , SRC এর পুরো নাম - State Resource Centre]
মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিবর্তে তাদের বিদ্যালয় জীবনের সব ধরণের ঘটনাগুলোকে একস্থানে লিপিবদ্ধ করার সুপারিশ করে। এটিই হল সর্বাত্মক পরিচয়পত্র বা , Cumulative Record Card ।
২৭. প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রূটি সম্পর্কে মুদালিয়র কমিশন কর্তৃক উল্লিখিত যেকোনো দুটি অভিমত উল্লেখ কর।
উত্তর : (ক ) বৈচিত্রহীন ও বাস্তব জীবনের সাথে সঙ্গতিহীন পাঠক্রম ,
(খ ) মাতৃভাষার প্রতি অবহেলা ও ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি।
২৮. কোনটি মুদালিয়র কমিশনের বক্তব্য ? ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হয় / আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা / মাধ্যমিক শিক্ষাই হল ভারতের ভাগ্য নির্ধারণের মানদন্ড।
উত্তর : আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা
২৯. Five-point scale কী ?
উত্তর : শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ণের জন্য মুদালিয়র কমিশন যে Five Point Scale - এর সুপারিশ করেছিল তা হল - A - Excellent, B - Good, C - Fair and average, D - Poor, E- Very poor
৩০. ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র কে ছিলেন ?
উত্তর : মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
৩১. মুদালিয়র কমিশনের একজন বিদেশি সদস্য , যিনি অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ ছিলেন , তাঁর নাম কী ?
উত্তর : অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি।
৩২. মুদালিয়র কমিশন পরীক্ষা ব্যবস্থায় নম্বরের পরিবর্তে কোন ব্যবস্থার সুপারিশ করেন ?
উত্তর : গ্রেড।
৩৩. এর মধ্যে কোনটি মুদালিয়র কমিশন প্রস্তাবিত নয় ? Cumulative Record Card / Multipurpose School / পাঠক্রমের সপ্তপ্রবাহ / অপারেশন ব্ল্যাক বোর্ড।
উত্তর : অপারেশন ব্ল্যাক বোর্ড।
৩৪. মুদালিয়র কমিশনের দুটি বিচার্য বিষয় উল্লেখ কর।
উত্তর : (ক ) মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্য স্থির করা।
(খ ) প্রচলিত মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্গঠন।
৩৫. মুদালিয়র কমিশন কী ধরণের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় ?
উত্তর : বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School ( মাধ্যমিক স্তরে ) ।
৩৬. মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কী ?
উত্তর : ইন্টারমিডিয়েট স্তর হল মূলত স্নাতক পর্যায়ের পূর্ববর্তী স্তর। মুদালিয়ার কমিশন এই ইন্টারমিডিয়েট স্তরকে দুটি ভাগে ভাগ করে 1 বছর মাধ্যমিক শিক্ষার সাথে ও অপর 1 বছর স্নাতক স্তরের সাথে যুক্ত করার সুপারিশ করেন।
0 comments