দ্বাদশ শ্রেণী : বাংলা ভাষা : প্রথম অধ্যায়। ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা।

by - January 24, 2023

দ্বাদশ শ্রেণী : বাংলা ভাষা : প্রথম অধ্যায়। ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা।  

Class XII Bengali [ History of Bengali Language ] 1st Chapter. 

ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা।  



দ্বাদশ শ্রেণী : বাংলা ভাষা : প্রথম অধ্যায়। ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা।

১. ভাষাবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী ? 
২. ভাষাবিজ্ঞানের গতি হল - বিশেষ থেকে সাধারণের দিকে / সাধারণ থেকে বিশেষের দিকে / সর্বদিকে। 
৩. ভাষাবিজ্ঞান চর্চা করে - মানুষের লেখার ভাষা / মুখের ভাষা / উভয়ই / কোনোটিই নয়। 
৪. মৌখিক ভাষার তুলনায় লিখিত ভাষা - নবীন / প্রাচীন। 
৫. ভাষাবিজ্ঞান কাকে বলে ? 
৬. ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা ক'টি ও কী কী ? 
৭. কে , কবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ? 
৮. ইন্দো - ইউরোপীয় ভাষা কাকে বলে ? 
৯. তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে ? 
১০. তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান কাজ কী ? 
১১. ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে ? 
১২. ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের প্রধান কাজ কী ? 
১৩. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে ? 
১৪. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান কাজ কী ? 
১৫. সমাজভাষাবিজ্ঞান কাকে বলে ? 
১৬. সমাজভাষাবিজ্ঞানের মূলভাগ ক'টি ও কী কী ? 
১৭. রেজিস্টার কাকে বলে ? 
১৮. কোড ( Code ) কাকে বলে ? 
১৯. কোড বদল ( Code switching ) কাকে বলে ? 
২০. LAD - LAS কী ? 
২১. LAD - LAS এর প্রবক্তা কে ? 
২২. স্নায়ুভাষাবিজ্ঞান কাকে বলে ? 
২৩. শৈলী বিজ্ঞান কাকে বলে ? 
২৪. কে , কাকে চিন্তার পোশাক বলে অভিহিত করেছেন ? 
২৫. লাঙ কী ? 
২৬. পারোল কী ? 
২৭. লাঙ ও পারোলের প্রবক্তা কে ? 
২৮. কোন গ্রন্থ থেকে ভারতে অভিধান রচনার সূত্রপাত ঘটে ? 
২৯. কে প্রথম অভিধান বোঝাতে Dictionarius শব্দটি ব্যবহার করেন ? 
৩০. কার , কোন গ্রন্থে প্রথম Dictionary শব্দটি পাওয়া যায় ? 
৩১. ভাষাবিজ্ঞানের দিক থেকে একটি আদর্শ অভিধানে প্রতিটি Entry বা শব্দের ক'টি গুরুত্বপূর্ণ স্তর ও কী কী ? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ? 
৩২. তুলনামূলক ভাষাবিজ্ঞান - A / B / C / D 
৩৩. ঐতিহাসিক ভাষাবিজ্ঞান -  A / B / C / D 
৩৪. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান -  A / B / C / D 
৩৫. সমাজভাষাবিজ্ঞান -   A / B / C / D 

A. ভাষার বিবর্তন বা ভাষার অতীত ইতিহাস নিয়ে আলোচনা করে। 
B.  সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি নিয়ে আলোচনা করে 
C. সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করে
D. সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আলোচনা করে ]   


List of Subjects - 

[ Just CLICK on the subjects below to get all the projects / notes ]   







You May Also Like

0 comments