Class XI History 7th Chapter MCQ ; একাদশ শ্রেণী : ইতিহাস : সপ্তম অধ্যায়।

by - February 02, 2024

Class XI History 7th Chapter MCQ

Class 11 History 7th Chapter MCQ 

একাদশ শ্রেণী : ইতিহাস : সপ্তম অধ্যায়। MCQ Section 




একাদশ শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল। প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।   

Class XI History 7th Chapter MCQ

Class 11 History 7th Chapter MCQ 

একাদশ শ্রেণী : ইতিহাস : সপ্তম অধ্যায়। MCQ Section 


Topic : A 

১. প্রথম জীবনে সম্রাট অশোক ছিলেন - ব্রাহ্মণ্য / শৈব / বৌদ্ধ / জৈন - ধর্মে বিশ্বাসী। 
উত্তর : জৈন। 

২. অশোকের ধম্মের মূলভিত্তি ছিল - অহিংসা / সহিষ্ণুতা / মানবকল্যান / সবগুলি। 
উত্তর : সবগুলি। 

৩. কোন ঘটনা সম্রাট অশোকের জীবনে আমূল রূপান্তর ঘটায় ? সিংহাসনারোহণ / বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়া / কলিঙ্গ যুদ্ধ / জাভা ও সুমাত্রা অভিযান। 
উত্তর : কলিঙ্গ যুদ্ধ। 

৪. সম্রাট অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন ? 
উত্তর : উপগুপ্ত। 

৫. '' সব মুনিষে পজা মমা '' - উক্তিটি কার ? 
উত্তর : সম্রাট অশোক। 

৬. নিজের রাজত্বকালের - একাদশতম বছরে / দশম বছরে / দ্বাদশ বছরে / চতুর্দশতম বছরে - সম্রাট অশোক ধম্মযাত্রার সূচনা করেন। 
উত্তর : দশম বছরে। 

৭. কোন লিপিতে '' ধম্ম '' কথাটির উল্লেখ রয়েছে ? মাস্কি লিপি / জুনাগড় লিপি / আইহোল লিপি / চন্দ্রকেতুগড়ের লিপি। 
উত্তর : মাস্কি লিপি। 

৮. সম্রাট অশোকের আমলে - প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ - বৌদ্ধ সংগীতির আয়োজন করা হয়। 
উত্তর : তৃতীয়। 

৯. সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য কোন রাজকর্মচারী নিয়োগ করেন ? মহামাত্র / ধম্ম মহামাত্র / অমাত্য / রাজুক। 
উত্তর : ধম্ম মহামাত্র। 

১০. অশোক নিজে বৌদ্ধ ছিলেন ; কিন্তু তাঁর প্রবর্তিত ধর্ম হবহু বৌদ্ধ ধর্ম ছিল না। ঠিক / ভুল।
উত্তর : ঠিক। 


১১. সম্রাট অশোকের আমলে মোট খোদিত লিপির সংখ্যা - ৩৫টি / ৪৬টি / ১৬টি / ৮টি। 
উত্তর : ৩৫টি। 

১২. অশোকের অনুশাসনলিপিগুলির বেশিরভাগ কোন ভাষায় লেখা ? পালি / প্রাকৃত / সংস্কৃত / ব্রজবুলি। 
উত্তর : প্রাকৃত। 

১৩. শরিয়ত বলতে বোঝায় - ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশাসন / দার্শনিক তত্ত্ব / ধর্মীয় ও রাজনৈতিক অনুশাসন / ধর্মীয় আচার আচরণ সংক্রান্ত বিধি। 
উত্তর : ধর্মীয় ও রাজনৈতিক অনুশাসন। 

১৪. শরিয়ত অনুসারে ইসলামের সর্বোচ্চ শাসক - সুলতান / খলিফা / উলেমা / হুজুর। 
উত্তর : খলিফা। 

১৫. দীন - ই - ইলাহী - কে প্রবর্তন করেন ? 
উত্তর : সম্রাট আকবর। 

১৬. দীন - ই - ইলাহী কবে প্রবর্তিত হয় ? ১৫৭২ / ১৫৮২ / ১৬০৭ / ১৫৫৬ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৫৮২ খ্রিস্টাব্দে। 

১৭. সুল - ই - কুল - নীতির প্রবক্তা কে ? 
উত্তর : সম্রাট আকবর। 

১৮. সুল - ই - কুল কথার অর্থ কী ? 
উত্তর : পরধর্ম সহিষ্ণুতা। 

১৯. কোন মোগল সম্রাট নিজেকে কোরানের চূড়ান্ত ব্যাখ্যাকারী বলে ঘোষণা করেন ?
উত্তর : সম্রাট আকবর।  

২০. ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তর : সম্রাট আকবর। 

২১. ইবাদতখানা - দিল্লি / যৌনপুর / ফতেপুর সিক্রি / সাসারাম - এ প্রতিষ্ঠিত হয়।
উত্তর : ফতেপুর সিক্রি। 

২২. ইবাদতখানা কথাটির অর্থ কী ? 
উত্তর : উপাসনা গৃহ। 

২৩. আকবরের ধর্মগুরু কে ছিলেন ? 
উত্তর : সেলিম চিস্তি। 

২৪. কোন মোগল সম্রাট হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করে নেন ? 
উত্তর : সম্রাট আকবর। 

২৫. ইবাদতখানায় প্রতি - বৃহঃস্পতিবার / শুক্রবার / রবিবার / সোমবার - ধর্ম বিষয়ে আলোচনা হত। 
উত্তর : বৃহঃস্পতিবার। 

২৬. কোন মোগল সম্রাট মাহজারনামা ঘোষণা করেন ? 
উত্তর : সম্রাট আকবর। 

Topic : B 

১. শার্লামেনের জীবনীকার হলেন - আইনহার্ড / জুলিয়াস সিজার / ভলতেয়ার / লিও টলস্টয়। 
উত্তর : আইনহার্ড। 

২. শার্লামেনের নেতৃত্বে কোন সাম্রাজ্যের পুনর্জন্ম হয় ? রোমান সাম্রাজ্য / ক্যারোলিন্জিও সাম্রাজ্য / ক্যাথলিক সাম্রাজ্য / ইতালীয় সাম্রাজ্য। 
উত্তর : রোমান সাম্রাজ্য। 

৩. শার্লামেন জাতিতে ছিলেন - টিউডর / ইহুদি / ফ্রাঙ্ক / জার্মান। 
উত্তর : ফ্রাঙ্ক। 

৪. কোন রোমান সম্রাট সর্বপ্রথম খ্রিষ্টধর্ম গ্রহণ করেন ? জুলিয়াস সিজার / কাফকা / অগাস্টাস সিজার / কনস্টানটাইন। 
উত্তর : কনস্টানটাইন।  

৫. ক্রুসেড  [ Crusade ] কথার অর্থ কী ? 
উত্তর : ধর্মযুদ্ধ। 

৬. কে প্রথম ক্রুসেড  [ Crusade ] আহ্বান করেন ? পোপ দ্বিতীয় আরবান / পোপ অষ্টম গ্রেগরি / তৃতীয় ইনোসেন্ট / পোপ দশম লিও। 
উত্তর : পোপ দ্বিতীয় আরবান। 

৭. মুসলিম জাতির বিরুদ্ধে কোন পোপ সর্বপ্রথম ক্রুসেড  [ Crusade ] ঘোষণা করেন ? পোপ দ্বিতীয় আরবান / পোপ অষ্টম গ্রেগরি / তৃতীয় ইনোসেন্ট / পোপ দশম লিও। 
উত্তর : পোপ দ্বিতীয় আরবান। 

৮.  কে তৃতীয় ক্রুসেড  [ Crusade ] আহ্বান করেন ? পোপ দ্বিতীয় আরবান / পোপ অষ্টম গ্রেগরি / তৃতীয় ইনোসেন্ট / পোপ দশম লিও। 
উত্তর :  পোপ অষ্টম গ্রেগরি। 

৯. প্রথম ক্রুসেড  [ Crusade ] কবে শুরু হয় ? ১০৯৫ খ্রিস্টাব্দে / ১১৪৬ - ৪৮ খ্রিস্টাব্দে / ১০০৬ খ্রিস্টাব্দে / ১১৯২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১০৯৫ খ্রিস্টাব্দে। 

১০.  দ্বিতীয় ক্রুসেড  [ Crusade ] কবে শুরু হয় ? ১০৯৫ খ্রিস্টাব্দে / ১১৪৬ - ৪৮ খ্রিস্টাব্দে / ১০০৬ খ্রিস্টাব্দে / ১১৯২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১১৪৬-৪৮ খ্রিস্টাব্দে। 


১১. কোন ক্রুসেড  [ Crusade ] '' People's Crusade '' - নামে পরিচিত ? অষ্টম / প্রথম / দ্বিতীয় / চতুর্থ। 
উত্তর : প্রথম। 

১২. কে সর্বপ্রথম ইংল্যান্ডে খ্রিষ্টধর্ম প্রচার করেন ? পোপ দ্বিতীয় আরবান / প্রথম গ্রেগরি / তৃতীয় ইনোসেন্ট / পোপ দশম লিও। 
উত্তর : প্রথম গ্রেগরি। 

১৩. '' পিটার দ্য হারমিট '' হলেন একজন - যাজক / পোপ / পাদরি / উলেমা। 
উত্তর : পাদরি। 

১৪. ল্যাটিন ভাষায় পোপ শব্দের অর্থ - পিতা / পিতামহ / প্রপিতামহ / সবগুলি। 
উত্তর : পিতা। 

১৫. মানবদেহে মস্তিষ্কের যে স্থান , পৃথিবীর সকল চার্চের মধ্যে রোমান চার্চেরও সেই স্থান। - উক্তিটি কার ? অষ্টম গ্রেগরি / প্রথম লিও / শার্লামেন / বেনিফেস। 
উত্তর : বেনিফেস। 

১৬. পোপ তৃতীয় লিও কাকে রোমান সম্রাট হিসাবে স্বীকৃতি প্রদান করেন ?  অষ্টম গ্রেগরি / প্রথম লিও / শার্লামেন / বেনিফেস। 
উত্তর : শার্লামেন। 

Class XI History 7th Chapter MCQ

Topic : C 

১. মুসলিম জগতের প্রথম ধর্মগুরু হলেন - ওমর / আবু বকর / ওসমান / সৈয়দ আলি। 
উত্তর : আবু বকর। 

২. আরবে কে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন ? হজরত আবু বকর / ওসমান আলি খান / সৈয়দ আহমেদ। 
উত্তর : হজরত আবু বকর। 

৩. সিয়াসৎ - কথার অর্থ - খলিফাতন্ত্র / দ্বার - উল - ইসলাম / রাষ্ট্রশাসন / শাসনযন্ত্র। 
উত্তর : রাষ্ট্রশাসন। 

৪. কার আদর্শকে কেন্দ্র করে ইসলামি রাষ্ট্র ও ধর্ম ব্যবস্থা গড়ে ওঠে ? লিয়াকত আলি / আবু বকর / হযরত মহম্মদ / সৈয়দ আহমেদ। 
উত্তর : হযরত মহম্মদ। 

৫. ইসলামিক রাষ্ট্রের প্রথম রাজধানী কোথায় ছিল ? বাগদাদ / মক্কা / মদিনা / শারজা। 
উত্তর : মদিনা। 

৬. কাকে ইউরোপের বাগদাদ বলা হত ? দুবাই / শারজা / প্যারিস / স্পেন। 
উত্তর : স্পেনকে। 

৭. হারুন - আল - রসিদ কোন বংশোদ্ভূত ছিলেন ? মোগল / মোঙ্গল / আব্বাসিদ / ককেশীয়। 
উত্তর : আব্বাসিদ। 

৮. দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেছিলেন ? মহম্মদ ঘোরী / কুতুবউদ্দিন আইবক / ইলতুৎমিশ / আলাউদ্দিন খলজি। 
উত্তর : ইলতুৎমিশ। 

৯. কোন খলিফা সর্বপ্রথম জেরুজালেম দখল করেন ? আবু বকর / ওমর / ওসমান আলি / হযরত মহম্মদ। 
উত্তর : ওমর। 

১০. কে খলিফা উপাধির বিলোপ ঘটান ? হযরত মহম্মদ / মুস্তাফা কামাল পাশা / কামাল আতাতুর্ক / ওমর ফারুক।  
উত্তর : কামাল আতাতুর্ক। 


১১. কবে বাগদাদের খলিফা তন্ত্রের অবসান ঘটে ? ১১৯১ / ১১৯২ / ১২৫৮ / ১৬০৬ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১২৫৮ খ্রিস্টাব্দে। 

১২. খলিফা কথাটির অর্থ - শাসক / ইসলামি প্রধান শাসক / ঈশ্বর / প্রতিনিধি। 
উত্তর : প্রতিনিধি। 

১৩. কোন শহরকে কেন্দ্র করে হযরত মহম্মদের ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ? মক্কা / মদিনা / বাগদাদ / লাসা। 
উত্তর : মদিনা। 

১৪. কোন যুদ্ধে সেলজুক তুর্কিরা তুরস্ক দখল করে ? মেনজিকোর্টের যুদ্ধ / বাগদাদের যুদ্ধ / প্রথম ধর্মযুদ্ধ বা ক্রুসেড / উপদ্বীপীয় যুদ্ধ। 
উত্তর : মেনজিকোর্টের যুদ্ধ। 

১৫. খোলাফায়ে রাশেদিন - কথার অর্থ - ইসলামের প্রতিনিধি / মহম্মদের প্রতিনিধি / আল্লাহর প্রতিনিধি / সত্য ও ন্যায়ের পথিক। 
উত্তর : সত্য ও ন্যায়ের পথিক। 

১৬. হযরত মহম্মদের পর কতজন খলিফা খোলাফায়ে রাশেদিন নামে পরিচিত হন ? ১ / ২ / ৩ / ৪ - জন।
উত্তর : ৪জন। 
 
১৭. আব্বাসীয় বংশের শেষ খলিফা ছিলেন - মুস্তাসিল বিল্লাহ / হযরত মহম্মদ / আবু বকর / মালিক মহম্মদ। 
উত্তর : মুস্তাসিল বিল্লাহ।  

Class XI History 7th Chapter MCQ


Topic : D 

১. সাম শব্দের অর্থ - নৃত্য / নৃত্য ও গীত / গান / সমান। 
উত্তর : গান। 

২. ঋগ্বেদের যম হলেন - মৃত্যুর দেবতা / পিতৃলোকের অধিকর্তা / ন্যায় - এর রক্ষক / বিচারক। 
উত্তর : পিতৃলোকের অধিকর্তা। 

৩. বৈদিক যুগে পুরন্দর নামে পরিচিত ছিলেন - ইন্দ্র / মিত্র / বরুন / অরুন। 
উত্তর : ইন্দ্র। 

৪. বৈদিক ঝড়ের দেবতা ছিলেন - বরুণ / পর্জন্য / ইন্দ্র / অরুন। 
উত্তর : মরুৎ। 

৫. দেহবাদী দর্শনের প্রবর্তক - পতঞ্জলি / চার্বাক / শঙ্করাচার্য / কপিল। 
উত্তর : চার্বাক। 

৬. ঋকবৈদিক ধারণায় দেবতাদের রাজা হলেন - ইন্দ্র / চন্দ্র / মিত্র / বরুন। 
উত্তর : ইন্দ্র। 

৭. বেদের ভাগ - ২ / ৩ / ৪ / ৫ - টি। 
উত্তর : ৪টি। 

৮. পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা - ইন্দ্র / ব্রহ্মা / বিষ্ণু / মহেশ্বর। 
উত্তর : ব্রহ্মা। 

Class XI History 7th Chapter MCQ

Topic : F

১. গৌতম বুদ্ধের পূর্বনাম কী ছিল ? স্বস্তিক / মহাবীর / সিদ্ধার্থ / কপিল। 
উত্তর : সিদ্ধার্থ। 

২. গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলা হয় - মহাপরিনির্বাণ / মহাভিনিষ্ক্রমণ / নির্বাণ / মুক্তি। 
উত্তর : মহাভিনিষ্ক্রমণ। 

৩. কোথায় গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন ? কাশী / হিমালয় / নেপাল / সারনাথ। 
উত্তর : সারনাথ। 

৪. সংগীতি - শব্দের অর্থ - অধিবেশন / আলোচনা / সম্মেলন / সবগুলি। 
উত্তর : সম্মেলন।  

৫. গৌতম বুদ্ধের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য ছিলেন - নন্দ / চুন্দ / সুন্দ / কাশ্যপ। 
উত্তর : চুন্দ। 

৬. কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় ? 
উত্তর : সম্রাট অশোক। 

৭. তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয় ? 
উত্তর : পাটলিপুত্র। 

৮. জৈন - শব্দটি কোন শব্দ হতে উদ্ভুত ? জিন / জন / যান / যোগ। 
উত্তর : জিন। 

৯. বৌদ্ধধর্ম কোন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে ? 
উত্তর : হীনযান ও মহাযান। 

১০. জৈন ধর্ম কোন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে ? 
উত্তর : শ্বেতাম্বর ও দিগম্বর।  


১১. জৈনধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ? মহাবীর / ঋষভদেব / পরশুরাম / শঙ্করাচার্য। 
উত্তর : ঋষভদেব। 

১২.  জৈনধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন ? মহাবীর / ঋষভদেব / পরশুরাম / শঙ্করাচার্য। 
উত্তর : মহাবীর। 

১৩. জৈনধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন ? ২০ / ২২ / ২১ / ২৪ - জন। 
উত্তর : ২৪ জন। 

১৪. আদি জৈন শাস্ত্র কোনটি ? ত্রিপিটক / অর্থশাস্ত্র / জাতক / কল্পসূত্র। 
উত্তর : কল্পসূত্র। 

১৫. অষ্টাঙ্গিক মার্গ কে প্রবর্তন করেন ? 
উত্তর : গৌতম বুদ্ধ। 

১৬. কে ধর্মচক্র প্রবর্তন করেন ? 
উত্তর : গৌতম বুদ্ধ। 

১৭. আর্যসত্য ক'টি ? 
উত্তর : চারটি। ( গৌতম বুদ্ধ ) 

১৮. পঞ্চশীল কে প্রবর্তন করেন ? 
উত্তর : গৌতম বুদ্ধ। 

১৯. পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন ? 
উত্তর : মহাবীর। 

২০. ত্রিরত্ন কে প্রবর্তন করেন ? 
উত্তর : মহাবীর। 

২১. চতুর্যাম কে প্রবর্তন করেন ? 
উত্তর : পার্শ্বনাথ।  

২২. ২৩ তম তীর্থঙ্কর কে ছিলেন ?
উত্তর : পার্শ্বনাথ।   

২৩. জৈন ধর্মের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন - পাল / সেন / পল্লব / গুর্জর - রাজারা। 
উত্তর : গুর্জর রাজারা।  

২৪. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি ? 
উত্তর : ত্রিপিটক। 

২৫. জৈন ধর্মে মহাব্রতের সংখ্যা - ৩ / ৫ / ৭ / ৯ - টি।   
উত্তর : ৫টি। 

Class XI History 7th Chapter MCQ

Topic : E

১. ম্যাকডোনেল - এর মতে , ঋগ্বেদে উল্লিখিত যে দেবতা জেন্দ আবেস্তার আহুর সঙ্গে তুলনীয় , তিনি হলেন - ইন্দ্র / চন্দ্র / মিত্র / বরুন। 
উত্তর : বরুন। 

২. প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দেবতা ছিলেন - এথিস / জিউস / হেরা / মারকিউস। 
উত্তর : জিউস। 

৩. গ্রিকদের সূর্য দেবতা হলেন - অ্যাপোলো / হেরা / জিউস / মারকিউস।    
উত্তর : অ্যাপোলো। 

৪. রোমানদের স্বর্গের দেবতা কে ছিলেন ? জিউস / মারকিউস / হেরা / জুপিটার। 
উত্তর : জুপিটার। 

৫. প্রাচীন রোমানদের বহুত্ববাদী ধর্ম সাধারণভাবে - ক্যাথলিক / প্রোটেস্ট্যান্ট / পেগান / ইহুদি - নামে পরিচিত। 
উত্তর : পেগান। 

৬. খ্রিস্টান ধর্মের প্রসার শুরু হলে ইউরোপে - একেশ্বরবাদী / বহুত্ববাদী / ক্যাথলিক / প্রোটেস্ট্যান্ট - ধর্মের অবক্ষয়ের সূচনা হয়। 
উত্তর : বহুত্ববাদী। 

৭. প্রাচীন গ্রিসের আকাশ ও বজ্রের দেবতা ছিলেন - জুপিটার / জিউস / ওথেলো / হারমিট। 
উত্তর : জিউস। 

৮. বহুত্ববাদী ধর্মের অন্যতম কেন্দ্র ছিল প্রাচীন - গ্রিস ও রোম / বাগদাদ / স্পেন / লন্ডন। 
উত্তর : গ্রিস ও রোম। 

৯. Polytheism শব্দের অর্থ - একত্ববাদ / বহুত্ববাদ / সর্বেশ্বরবাদ / উদারবাদ। 
উত্তর : বহুত্ববাদ। 

১০. প্রাচীন গ্রিসের যুদ্ধের দেবী - এথেনা / আফ্রোডিতি / নিম্ফি / হেরা। 
উত্তর : এথেনা। 


১১. প্রাচীন গ্রিসের ঝরনার দেবী - এথেনা / আফ্রোডিতি / নিম্ফি / হেরা। 
উত্তর : নিম্ফি। 

১২. প্রাচীন গ্রিসের দেবতা জিউস - এর স্ত্রী ছিলেন -   এথেনা / আফ্রোডিতি / নিম্ফি / হেরা। 
উত্তর : হেরা। 

১৩. রোমাদের দেবতা জুপিটার ছিলেন গ্রিক দেবতা -  জিউস / ওথেলো / হারমিট - এর অনুরূপ।  
উত্তর : জিউস। 

১৪. রোমের প্রেমের দেবী ছিলেন - হেনা / পোগাস / ভেনাস / নেপচুন। 
উত্তর : ভেনাস। 

১৫. রোমানদের সাগরের দেবতা ছিলেন - নেপচুন / ভেনাস / মারকিউস / জুপিটার। 
উত্তর : নেপচুন। 

১৬. রোমানদের যুদ্ধের দেবতা ছিলেন - নেপচুন / ভেনাস / জুপিটার / মার্স। 
উত্তর : মার্স। 

Class XI History 7th Chapter MCQ

Topic : G

১. কাকে মানবতাবাদের রাজপুত্র বলা হয় ? 
উত্তর : ইরাসমাস। 

২. ৯৫' থিসিস কে রচনা করেন ? 
উত্তর : মার্টিন লুথার। 

৩. মার্টিন লুথারের অনুগামীদের বলা হত - ক্যাথলিক / প্রোটেস্ট্যান্ট / ইহুদি / পেগান। 
উত্তর : প্রোটেস্ট্যান্ট। 

৪. আগসবার্গ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ১৬৫৫ / ১৭৫৫ / ১৫৫৫ / ১৯৫৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৫৫৫ খ্রিস্টাব্দে। 

৫. পোপ ও গির্জার স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে কে প্রথম প্রতিবাদ গড়ে তোলেন ? 
মার্টিন লুথার / জন ওয়াইক্লিফ / টমাস ক্রমওয়েল  / পোপ দশম লিও। 
উত্তর : জন ওয়াইক্লিফ। 

৬. কে Act of Supremacy ঘোষণা করেন ? 
উত্তর : টমাস ক্রমওয়েল। 

৭. জন ওয়াইক্লিফের অনুগামীদের - প্রোটেস্ট্যান্ট / ক্যাথলিক / ললার্ড / বেগান। 
উত্তর : ললার্ড। 

৮. কে জেসুইট সংঘ স্থাপিত করেন ? 
উত্তর : ইগনেসিয়াস লয়োলা। 

৯. মধ্যযুগের ইউরোপে প্রচলিত মুক্তিপত্র কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : ইনডালজেন্স। 

১০. ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন - পোপ দশম লিও / প্রথম গ্রেগরি / রাজা অষ্টম হেনরি। 
উত্তর : রাজা অষ্টম হেনরি। 

১১. জন নক্স ছিলেন - রোমের / ইংল্যান্ডের / স্পেনের / স্কটল্যান্ডের - ধর্মসংস্কার আন্দোলনের নেতৃত্ব। 
উত্তর : স্কটল্যান্ডের। 

১২. কোন গ্রন্থে মার্টিন লুথার পোপের ক্ষমতাকে অস্বীকার করেন ? রেজোলিউশন / দ্য রিলিজিওন / হিউম্যানিটি / নিউ এইজ। 
উত্তর : রেজোলিউশন। 

১৩. জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেন -  মার্টিন লুথার / জন ওয়াইক্লিফ / টমাস ক্রমওয়েল  / রাজা অষ্টম হেনরি ।
উত্তর : মার্টিন লুথার। 

১৪. ব্যাবিলোনিয়ান ক্যাপটিভিটি গ্রন্থটি কার লেখা ?   মার্টিন লুথার / জন হাস  / টমাস ক্রমওয়েল  / রাজা অষ্টম হেনরি ।
উত্তর : মার্টিন লুথার। 

১৫. ধর্ম সংস্কার আন্দোলনের ফলে উদ্ভব ঘটে - ক্যাথলিক / প্রোটেস্ট্যান্ট / থেরবাদী / ইহুদি - মতবাদের। 
উত্তর : প্রোটেস্ট্যান্ট। 


You May Also Like

0 comments