Class XI Education 7th Chapter MCQ একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান : সপ্তম অধ্যায়। MCQ Section
Class XI Education 7th Chapter MCQ
একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান : সপ্তম অধ্যায়। MCQ Section
একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর প্রকাশিত হল। একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি অভ্যাস করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।
Class XI Education 7th Chapter MCQ
একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান : সপ্তম অধ্যায়। MCQ Section
১. দেহযন্ত্রের অভ্যন্তরের পরিবর্তন থেকে যে সংবেদন সৃষ্টি হয় , তা হল - বিশেষ / দৈহিক / পেশীয় / বৌদ্ধিক - সংবেদন।
উত্তর : দৈহিক সংবেদন।
২. জ্ঞানের প্রবেশপথ হল - সংবেদন / ইন্দ্রিয় / প্রত্যক্ষণ / ধারণা।
উত্তর : ইন্দ্রিয়।
৩. ধারণা একটি - সরল / জটিল - প্রক্রিয়া।
উত্তর : জটিল প্রক্রিয়া।
৪. '' প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়। '' - উক্তিটি কার ? থর্নডাইক / স্পিয়ারম্যান / পিলসবারি / প্যাভলভ।
উত্তর : পিলসবারি।
৫. প্রত্যক্ষণ হল - দৈহিক / মানসিক / সামাজিক - প্রক্রিয়া।
উত্তর : মানসিক প্রক্রিয়া।
৬. ভ্রান্ত প্রত্যক্ষণ - ধারণার / সংবেদনের / উদ্দীপকের / সাড়ার - ভুল ব্যাখ্যা।
উত্তর : সংবেদনের।
৭. যা প্রতিক্রিয়া সৃষ্টি করে , তাকে বলে ________________________ ।
উত্তর : উদ্দীপক।
৮. বস্তুর প্রতিবিম্ব চোখের কোন অংশে গঠিত হয় ?
উত্তর : রেটিনা।
৯. মানব কর্ণে অস্থির সংখ্যা কয়টি ?
উত্তর : তিনটি।
১০. ক্ষুধা হল - দেহজ / পেশি / ইন্দ্রিয়জ - সংবেদন।
উত্তর : দেহজ বা শারীরবৃত্তীয়।
১১. অধ্যাসের অপর নাম - সাক্ষাৎ প্রত্যক্ষণ / অর্জিত প্রত্যক্ষণ / ভ্রান্তবীক্ষণ।
উত্তর : ভ্রান্তবীক্ষণ।
১২. সাইকোফিজিক্স - এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : জি টি ফেকনার।
১৩. মানবদেহে ভারসাম্য রক্ষাকারী সংবেদন অঙ্গটি হল _______________________ ।
উত্তর : কর্ণ।
১৪. সংবেদনের সময় মানুষের মন - সক্রিয় / নিষ্ক্রিয় / অতি মাত্রায় সক্রিয় - থাকে।
উত্তর : নিষ্ক্রিয় থাকে।
১৫. হাত - পা নাড়ানোর জন্য কোন সংবেদন সৃষ্টি হয় ?
উত্তর : চেষ্টিয় সংবেদন
১৬. জানা বা জ্ঞান - দৈহিক / মানসিক / সামাজিক / সংশ্লেষমূলক - প্রক্রিয়া।
উত্তর : মানসিক প্রক্রিয়া।
১৭. অর্থসম্পন্ন জ্ঞানের রূপকে কী বলে ?
উত্তর : প্রত্যক্ষণ।
১৮. ইন্দ্রিয় সংবেদনের উপাদান কয়টি ?
উত্তর : ৫ টি।
১৯. সংবেদন সৃষ্টিকারী ইন্দ্রিয়ের সংখ্যা কয়টি ?
উত্তর : ৫ টি।
২০. প্রত্যক্ষণের প্রথম স্তরের নাম কী ?
উত্তর : পৃথকীকরণ।
২১. সংবেদনের প্রকৃত কারণ হল - ধারণা / প্রত্যক্ষণ / উদ্দীপক / বুদ্ধি।
উত্তর : উদ্দীপক।
২২. উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে - তা হল - গ্রাহক / বাহক / কারক / প্রতিক্রিয়া।
উত্তর : সাড়া বা প্রতিক্রিয়া।
২৩. যা প্রতিক্রিয়া সৃষ্টি করে , তাকে বলে - সংবেদন / গ্রাহক / উদ্দীপক / বাহক।
উত্তর : উদ্দীপক।
২৪. অপটিক স্নায়ু দেখা যায় কোথায় ? চোখ / কান / নাক / জিভ।
উত্তর : চোখ।
২৫. সোমেসথেসিস - কথাটির অর্থ কী ? মানসিক / প্রাক্ষোভিক / দৈহিক / সামাজিক - অনুভূতি।
উত্তর : দৈহিক অনুভূতি।
২৬. জ্ঞান অর্জনের প্রথম স্তর কোনটি ? প্রত্যক্ষণ / ধারণা / সংবেদন / উদ্দীপনা।
উত্তর : সংবেদন।
২৭. অডিটরি নার্ভ যুক্ত থাকে - স্পর্শ / ঘ্রাণ / শ্রবণ / স্বাদ - ইন্দ্রিয়ের সঙ্গে।
উত্তর : শ্রবণেন্দ্রিয়র সঙ্গে।
২৮. রেটিনার উপর আলোর প্রতিফলনের মাধ্যমে সৃষ্টি হয় - শব্দ / স্বাদ / বর্ণ / স্পর্শ - সংবেদন।
উত্তর : বর্ণ সংবেদন।
২৯. দূরের দৃষ্টির ত্রুটিকে কী বলে ? হাইপারমেট্রোপিয়া / মায়োপিয়া / হাইপোমেট্রিয়া / মায়োমেট্রিয়া।
উত্তর : মায়োপিয়া।
৩০. কাছের দৃষ্টির ত্রুটিকে কী বলে ? হাইপারমেট্রোপিয়া / মায়োপিয়া / হাইপোমেট্রিয়া / মায়োমেট্রিয়া।
উত্তর : হাইপারমেট্রোপিয়া।
৩১. ডাইড্যাকটিক অ্যাপারেটরস এর উদ্ভাবন কে করেন ? রুশো / ব্রুনার / মন্তেসরি / ফ্রয়েবল।
উত্তর : মন্তেসরি।
৩২. সংবেদনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম হল - তীব্রতা / গতিশীলতা / ছন্দবদ্ধতা / গভীরতা।
উত্তর : তীব্রতা।
৩৩. অক্ষিপটের সঙ্গে সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে ? অডিটরি / অপটিক / ভেগাস / অকুলোমোটর।
উত্তর : অপটিক স্নায়ু।
৩৪. সংবেদন হল একটি সরলতম - প্রাথমিক / গৌণ / অজৈব / দীর্ঘস্থায়ী - প্রক্রিয়া।
উত্তর : প্রাথমিক প্রক্রিয়া।
৩৫. চোখের - ____________________ তে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।
উত্তর : রেটিনা।
৩৬. নিখুঁত সংবেদন একটি ___________________ মাত্র।
উত্তর : কল্পনা বা ভ্রান্তি।
৩৭. জ্ঞান অর্জনের সরলতম প্রক্রিয়াটি হল - সংবেদন / প্রত্যক্ষণ / পরিণমন / ধারণা।
উত্তর : সংবেদন।
৩৮. আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান অর্জন করি - ইন্দ্রিয়ের সাহায্যে / অনুমানের সাহায্যে / দৈহিক সক্রিয়তার সাহায্যে / অভিজ্ঞতার সাহায্যে।
উত্তর : ইন্দ্রিয়ের সাহায্যে।
৩৯. সংবেদন সৃষ্টি হয় - উদ্দীপক / প্রতিক্রিয়া / আচরণ / চাহিদা - থেকে।
উত্তর : উদ্দীপক থেকে।
৪০. প্রত্যক্ষণ হল - দৈহিক / মানসিক / প্রাক্ষোভিক / সামাজিক - প্রক্রিয়া।
উত্তর : মানসিক প্রক্রিয়া।
৪১. সংবেদনের পরবর্তী স্তর হল - শিখন / পরিণমন / প্রত্যক্ষণ / ধারণা।
উত্তর : প্রত্যক্ষণ।
৪২. একটি ভ্রান্ত প্রত্যক্ষণের উদাহরণ দাও।
উত্তর : অন্ধকারে বা অল্প আলোতে দড়িকে সাপ বলে মনে করা।
৪৩. প্রত্যক্ষণ ও সংবেদনের একটি পার্থক্য লেখ।
উত্তর : সংবেদন বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরী করে ; কিন্তু প্রত্যক্ষণ বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরী করে।
৪৪. কোন দুটি উপাদানের সংমিশ্রণ হল প্রত্যক্ষণ ?
উত্তর : সংবেদন ও স্মৃতি।
৪৫. ধারণা একটি - সরল / জটিল - প্রক্রিয়া।
উত্তর : জটিল প্রক্রিয়া।
৪৬. ধারণা গঠনের একটি তত্ত্ব লেখ।
উত্তর : প্রকল্প মূল্যায়ন তত্ত্ব , সংযোগমূলক তত্ত্ব , তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব।
৪৭. পিয়াজেঁ ধারণা গঠনের ক্ষেত্রে ক'টি স্তরের কথা বলেছেন ?
উত্তর : চারটি।
৪৮. Learning and Abilities - গ্রন্থের লেখক কে ?
উত্তর : ক্ল্যাজমেইয়ার ও রিপল।
৪৯. পিয়াজেঁ - র ধারণা গঠনের প্রথম স্তরের নাম কী ?
উত্তর : সংবেদন সঞ্চালন স্তর।
৫০. পিয়াজেঁ - র ধারণা গঠনের দ্বিতীয় স্তরের নাম কী ?
উত্তর : প্রাক সক্রিয়তার স্তর।
৫১. পিয়াজেঁ - র ধারণা গঠনের তৃতীয় স্তরের নাম কী ?
উত্তর : মূর্ত সক্রিয়তার স্তর।
৫২. পিয়াজেঁ - র ধারণা গঠনের চতুর্থ স্তরের নাম কী ?
উত্তর : যৌক্তিক সক্রিয়তার স্তর।
0 comments