Class XI Education 9th Chapter MCQ একাদশ শ্রেণী : শিক্ষাবিজ্ঞান : নবম অধ্যায় : MCQ
Class XI Education 9th Chapter MCQ
একাদশ শ্রেণী : শিক্ষাবিজ্ঞান : নবম অধ্যায় : MCQ
Class XI Education 9th Chapter MCQ
একাদশ শ্রেণী : শিক্ষাবিজ্ঞান : নবম অধ্যায় : MCQ
১. মধ্যযুগে ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনের জন্য কোন উপাধি প্রদান করা হত ?
উত্তর : আলিম।
২. মধ্যযুগে যুক্তিশিক্ষার ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনের জন্য কোন উপাধি প্রদান করা হত ?
উত্তর : ফাজিল।
৩. মধ্যযুগে সাহিত্য ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনের জন্য কোন উপাধি প্রদান করা হত ?
উত্তর : কাবিল।
৪. ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে কী বলা হত ?
উত্তর : মক্তব।
৫. ইসলামিক শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে কী বলা হত ?
উত্তর : মাদ্রাসা।
৬. সুলতানের সন্তানের পঠন - পাঠনের জন্য - শিক্ষক / খোজা / ওস্তাদ - নিয়োগ করা হত।
উত্তর : খোজা।
৭. কার আক্রমণের মধ্যে দিয়ে ভারতে মুসলিম যুগের সূচনা হয় ?
উত্তর : মহম্মদ ঘোরী।
৮. দিল্লির খুইজি কলেজ স্থাপন করেন - আকবর / বলবন / রাজিয়া / শেরশাহ।
উত্তর : রাজিয়া।
৯. অন্দরমহলে মেয়েদের শিক্ষার জন্য নিযুক্ত হত - খোজা / ওস্তাদ / উলেমা / কাজী।
উত্তর : উলেমা।
১০. ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় চারুকলা বিষয়ের শিক্ষক - ওস্তাদ / উলেমা / বিসমিল্লাহ / কাজী - নামে পরিচিত ছিলেন।
উত্তর : ওস্তাদ।
১১. জেনানা বিদ্যালয় স্থাপনে কে আগ্রহ প্রকাশ করেন ? আকবর / বাবর / আলাউদ্দিন খলজি / সকল সুলতান।
উত্তর : সকলেই।
১২. মধ্যযুগে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান থাকত - তাদের কী বলা হত ?
উত্তর : তাবিকি।
১৩. মাদ্রাসা - ই - নামিরিয়া - কে স্থাপন করেন ? আকবর / বলবন / বাবর / রাজিয়া।
উত্তর : বলবন।
১৪. পিরের স্মৃতিসৌধ হল - খানকা / সমাধি / করবান।
উত্তর : খানকা।
১৫. ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠক্রম হল - তাবিকি / ইলাহি / ইসলামি।
উত্তর : ইলাহি।
১৬. মোগল সম্রাট আকবর ছিলেন একজন সুশিক্ষিত ব্যক্তি। ঠিক / ভুল।
উত্তর : ভুল।
১৭. ইসলামীয় শিক্ষারম্ভের অনুষ্ঠানকে কী বলা হত ?
উত্তর : বিসমিল্লাহ বা মক্তব অনুষ্ঠান।
১৮. ইসলামি যুগে মুসলিম সম্প্রদায়ের মানুষের কথ্যভাষা কী ছিল ?
উত্তর : উর্দু।
১৯. হুমায়ুননামা কে রচনা করেন ?
উত্তর : গুলবদন বেগম।
২০. মুসলিম শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা সম্পন্ন করতে কত বছর সময় লাগত ?
উত্তর : ২০ বছর।
২১. ভারতে মধ্যযুগের সূচনা হয় - দশম / একাদশ / দ্বাদশ / চতুর্দশ - শতকে।
উত্তর : দ্বাদশ।
২২. ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় কত বছর বয়স থেকে শিক্ষা শুরু হত ?
উত্তর : চার বছর চার মাস চার দিন।
২৩. ইসলামীয় শিক্ষার মাধ্যম ছিল - হিন্দি / আরবি / ফারসি / উর্দু - ভাষা।
উত্তর : ফারসি।
২৪. বাবরনামা কার লেখা ?
উত্তর : বাবর।
২৫. মহম্মদ ঘোরীর কোন ক্রীতদাস ভারতে মুসলিম যুগের সূচনা করেন ?
উত্তর : কুতুবউদ্দিন আইবক।
২৬. মক্তব কথাটি কোন আরবি শব্দ থেকে উদ্ভুত ? কুতুব / মুকুব / মুক্তি / মুকতার।
উত্তর : কুতুব।
২৭. মক্তবে শিক্ষাদানের দায়িত্বপ্রাপ্ত ছিলেন - উলেমা / ওস্তাদ / ফাজিল / মৌলবী।
উত্তর : মৌলবী।
২৮. ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল - মক্তব / মাদ্রাসা / মসজিদ / খানকা।
উত্তর : মাদ্রাসা।
২৯. মাদ্রাসা দিনে - ১ / ২ / ৩ / ৪ - বার বসত।
উত্তর : ২ বার।
৩০. মধ্যযুগে একজন উচ্চশিক্ষিতা হিন্দু নারীর নাম কর।
উত্তর : রানী দুর্গাবতী।
৩১. মধ্যযুগে হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানগুলি কী নামে পরিচিত হয় ?
উত্তর : টোল , পাঠশালা - ইত্যাদি।
0 comments