উচ্চ মাধ্যমিক বাংলা প্রকল্প : বাংলা ভাষায় ধ্বনিতত্ত্বের ব্যবহার।

by - June 16, 2024

উচ্চ মাধ্যমিক বাংলা প্রকল্প : বাংলা ভাষায় ধ্বনিতত্ত্বের ব্যবহার। 


ভূমিকা : - 

[ সংসদ কর্তৃক প্রকাশিত সাহিত্যের ইতিহাস গ্রন্থের ১১৪ পৃষ্ঠার প্রথম Stanza থেকে দ্বিতীয় Stanza - র '' আলোচনার নাম ধ্বনিতত্ত্ব '' পর্যন্ত লিখতে হবে। ] 
বর্তমান প্রতিবেদনমূলক প্রকল্পটিতে ধ্বনিতত্ত্বের বিভিন্ন রূপ , সমাবেশ , বৈচিত্র , বৈশিষ্ট এবং ব্যবহার সম্পর্কে উদাহরণসহ আলোচনা করা হয়েছে। 

প্রকল্পের উদ্দেশ্য :-
যেসকল উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্পটি রচনা করা হয়েছে , সেগুলি হল - 
(ক ) বাংলা ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত ও প্রাসঙ্গিক জ্ঞান অর্জন করা। 
(খ ) বাংলা ভাষায় ধ্বনিতত্ত্বের ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন করা। 
(গ ) বিভিন্ন প্রকার ধ্বনিগুলির উচ্চারণ স্থান ও সেই পরিপ্রেক্ষিতে তাদের উচ্চারণ গুলি জানা। 
(ঘ ) ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক সম্বন্ধে উপযুক্ত ধারণা অর্জন করা। 
(ঙ ) ধ্বনিমূলের বিভিন্ন প্রকার অবস্থান ও তাদের ব্যবহার সম্পর্কে অবগত হওয়া। 
(চ ) সর্বপরি , ধ্বনিতত্ত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করে তোলা। 

প্রকল্পের গুরুত্ব :-
যেসকল কারণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে , সেগুলি হল - 
(ক ) প্রকল্পটির মাধ্যমে বাংলা ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা সম্ভব। 
(খ ) বাংলা ভাষায় ধ্বনিতত্ত্বের ব্যবহার সম্পর্কে জানতে প্রকল্পটি কার্যকর। 
(গ ) প্রকল্পটির মাধ্যমে ধ্বনিতত্ত্বের বিভিন্ন বিষয় ; যেমন - ধ্বনিমূল , সহধ্বনি , ধ্বনির বৈচিত্র ও বৈশিষ্ট - ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব। 
(ঘ ) ধ্বনির বিভিন্ন প্রকার সমাবেশ সম্পর্কে জানতে প্রকল্পটি কার্যকর। 
(ঙ ) সর্বপরি , প্রকল্পটির মাধ্যমে ধ্বনিতত্ত্ব সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহলী করে তোলা যেতে পারে। 


তথ্য সংগ্রহ / পরীক্ষামূলক উপাদান :-  

[ সংসদ কর্তৃক প্রকাশিত সাহিত্যের ইতিহাস গ্রন্থের ১১৫ পৃষ্ঠার প্রথম Stanza থেকে দ্বিতীয় Stanza - র টেবিল সহ তার নীচের দুই লাইন ( সুরতরঙ্গ পর্যন্ত ) লিখতে হবে। ] 

প্রকল্পের বর্ণনা / তথ্য বিশ্লেষণ :- 

[ সংসদ কর্তৃক প্রকাশিত সাহিত্যের ইতিহাস গ্রন্থের ১১৬ পৃষ্ঠার ধ্বনিমূল ও সহধ্বনি + ১১৭ পৃষ্ঠার ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক + ১২০ ও ১২১ পৃষ্ঠার ধ্বনির সমাবেশ , গুচ্ছধ্বনি , মুক্তধ্বনি , ও বিভিন্ন অবিভাজ্য ধ্বনিগুলি যেমন - শ্বাসাঘাত , দৈর্ঘ্য , যতি , সুরতরঙ্গ - ইত্যাদি সম্পর্কে সংক্ষেপে উদাহরণসহ লিখতে হবে। ] 

উপসংহার :- 
ধ্বনিতত্ত্ব শুধুমাত্র উচ্চারণগত ধ্বনি সম্পর্কে আলোচনা করে। আমাদের কথা বলবার প্রতিটি মুহূর্তে ধ্বনিতত্ত্বের বিভিন্ন বৈচিত্র ও বৈশিষ্ট আমাদের বাগযন্ত্র দ্বারা উচ্চারিত হয়। ধ্বনিতত্ত্বের সার্বিক আলোচনার মাধ্যমে আমরা ধ্বনির সেই ব্যাবহারগুলি সম্পর্কে অবগত হতে পারি এবং ধ্বনির বৈচিত্রময় জগৎ আমাদের সামনে উন্মোচিত হয়। 

সীমাবদ্ধতা :- 
প্রকল্পটি রচনাকালে এবং রূপায়িত হওয়ার পর যেসকল ত্রুটি বিচ্যুতি ও সীমাবদ্ধতা দৃষ্টিগোচর হয়েছে , সেগুলি হল - 

(ক ) ধ্বনি তত্ত্বের আলোচনা একটি সার্বিকভাবে আলোচনার বিষয়। প্রকল্প রচনার সংক্ষিপ্ত পরিসরে ধ্বনি তত্ত্বের সামগ্রিক আলোচনা করা সম্ভব হয়নি। 
(খ ) সময়াভাবে কেবলমাত্র সংসদ কর্তৃক প্রকাশিত গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ সম্ভব হয়নি। 
(গ ) ধ্বনির বিভিন্ন রূপভেদ ও বৈচিত্রগুলিকে সামগ্রিকভাবে আলোচনা না করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। 

গ্রন্থপঞ্জি :- 
প্রকল্পটি রচনা করতে যেসকল গ্রন্থের সহায়তা নেওয়া হয়েছে , সেগুলি হল - 
বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস - দ্বাদশ শ্রেণী - পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।   

You May Also Like

0 comments